দেশের আইন ব্যবস্থার মধ্যে দিয়ে সবার সম্মুখে বিচার পাওয়া সব থেকে বেস্ট অপশন। এতে দেশের বিচার ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা বজায় থাকবে। উদাহরণস্বরূপ; মহাভারতের যুদ্ধের মাধ্যমে দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য দূর্যোধন ও দুঃশাসনকে সবার সামনে ভীম দন্ড দিয়েছিল। এইরকম অপরাধের ক্ষেত্রে দন্ডই ক্ষমা। কিন্তু কেউ যদি আইনের চোখে ধুলো দেয়ও; তার পক্ষে ভগবানের চোখে ধুলো দেয়া সম্ভব নয়। এটাই এই ভিডিওর সারমর্ম।
@aninditachakraborty93312 ай бұрын
ঠাকুর সকলের শুভ বুদ্ধি জাগ্রত হোক আমাদের মনের সকল অসুর নিপাত যাক। বর্তমান ঘটনার যেন সুবিচার হয় সকল দুর্নীতি যেন অপসারিত হয়। জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি🌷🌼🌺
@tarapodo61022 ай бұрын
আপনার উপস্থাপনা অবশ্যই শিক্ষা মূলক, ধন্যবাদ
@nirupamadebiroy8272 ай бұрын
ধন্যবাদ, খুবই সত্য কথা। ঈশ্বরের আদালতের বিচার কখনও পক্ষপাত দুষ্ট হয় না। 🙏🙏
@aninditachakraborty93312 ай бұрын
খুব ভালো লাগলো
@gourgopalbiswas8742 ай бұрын
এখানে কোর্টে ঘুষ কাজ করে , ওখানে কাজ করে না। --- এই তফাৎ।
@supritisarkar77712 ай бұрын
মাগো অসুর নাশিনী হয়ে এসো আর একবার। সুবিচার করো মা।
এই অন্যায়ের ফল হবে কঠিন ও দোরারোগ্য ব্যাধিতে পচে পচে মরবে ঐ দুই জন।
@asoksamanta86232 ай бұрын
Beautiful
@jyotidas27342 ай бұрын
Calcutta/ sr.citizen= Thanks for vixeo-story. But in Kaliyug, this type of incixents are rarely found- from which man can get valuable teachings. Of vourse, inholy-book=Geeta= there are very many slokes to speak for truth. God pl. bless good people.
@SapwanChakroboti-dh7zx2 ай бұрын
Saste.. Jano.. Face.. Hay.. ❤
@dipakkumardas15802 ай бұрын
এই সব অপরাধীদের বাঁচাবার জন্য আমাদের মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে সুপ্রীম কোর্ট এ একুশ জন বড় বড় উকিল কে নিয়োগ করেছে, তাই এখানে সঠিক বিচার পাওয়া কঠিন....
@manjumajie80272 ай бұрын
🕉️🌄🪔 শুভ বুদ্ধি দাও। আমাদের ছেলেদের রক্ষা করো । স্বামীজির উত্তরসূরি দের রক্ষা করো । হাঁ ঠাকুর শরণাগত শরণাগত শরণাগত 🙏🙏 খুব ভালো লাগলো 👣👣👐✋🙌🙌🌄🌄🙏
@nilfamari2 ай бұрын
🙏🙏🙏
@arijitroy72532 ай бұрын
Besh , ekhn kotha holo jara evabe justice chaiche tara chokher samne criminal gulor saja dekhte chaiche. But , keu jodi God r adalot a saja paay thle seta sobar nojor r samnei j hbe emonta r kono kotha nei!
@spiritualbriefings2 ай бұрын
দেশের আইন ব্যবস্থার মধ্যে দিয়ে সবার সম্মুখে বিচার পাওয়া সব থেকে বেস্ট অপশন। এতে দেশের বিচার ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা বজায় থাকবে। উদাহরণস্বরূপ; মহাভারতের যুদ্ধের মাধ্যমে দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য দূর্যোধন ও দুঃশাসনকে সবার সামনে ভীম দন্ড দিয়েছিল। এইরকম অপরাধের ক্ষেত্রে দন্ডই ক্ষমা। কিন্তু কেউ যদি আইনের চোখে ধুলো দেয়ও; তার পক্ষে ভগবানের চোখে ধুলো দেয়া সম্ভব নয়। এটাই এই ভিডিওর সারমর্ম।
@DPattanaik592 ай бұрын
This is India. The heads will not be arrested.
@kanikaghosh30002 ай бұрын
Amar Durga maa thik bhichar korban saytandar
@swapnasanyal17432 ай бұрын
কথাগুলো শুনতে খুবই ভালো। কিন্তু সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে যা সব চলছে তা দেখে ও যারা করছে তাদের দেখে একটা কথাই মনে হয় ঠাকুর এখন বোধহয় ঘুমোচ্ছেন, নয় তো বিদেশে বেড়াতে গিয়েছেন। 🕶
@gopaldas-13452 ай бұрын
It is not demand for justice, it is politics with a dead body.
@DPattanaik592 ай бұрын
Justice Mishra helped to escape a criminal. What about his kormofol punishment??!!
@dustusona85202 ай бұрын
চোরায় না শোনে ধর্মের কাহিনী।এই গল্পটা কী সন্দীপ ঘোষ শুনবে?