Surah Ikhlaas 200 times || সূরা ইখলাস ২০০ বার

  Рет қаралды 15,248

Islamic Short Creator

Islamic Short Creator

Күн бұрын

Surah Ikhlaas 200 times || সূরা ইখলাস ২০০ বার
#quranrecitation #qurantilawat #quran
এখলাস দৈনিক ২০০ বার অজুর সাথে পড়লে ১০টি ফায়দা:
১) আল্লাহ তায়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।
২) রহমতের ৩০ দরজা খুলবেন।
৩) রিজিকের ৩০০ দরজা খুলবেন।
৪) মেহেনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছাবেন।
৫) আল্লাহ তায়ালা নিজের এলেম থেকে এলেম দিবেন। আপন ছবর থেকে ছবর দিবেন। আপন বুঝথেকে বুঝ দিবেন ।
৬) ৬৬বার কুরআন খতম করার ছাওয়াব দিবেন।
৭) ৫০ বছরের গুনাহ মাফ করবেন।
৮) জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো
ইয়াকুত মার্জান ও জমজদের তৈরী এবং প্রত্যেক মহলের ৭০ হজার দরজা হবে।
৯) ২০০০রাকাত নফল পড়ার ছাওয়াব দিবেন।
১০) যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেস্তা তার যানাযায় শরিক হবেন। সুবহানাল্লাহ
আল্লাহ আমাদের জানার এবং বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আসসালামু আ'লাইকুম, আমার এক বড় ভাই আমাকে প্রতিদিন ওযু সহকারে দুইশত বার সূরা ইখলাস পড়তে বলেন। তিনি বলেন, এটা করলে মহান আল্লাহ এক হাজার রাস্তা হতে আমলকারীর রিজিকের ব্যবস্থা করবেন। ওনার কথা অনুযায়ী আমল করা কী ঠিক হবে?-আমল করা কা ঠিক হবে?-
জবাব: সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বহু হাদিস রয়েছে। সুতরাং আপনি ২০০ বার কিংবা এর চেয়ে কম-বেশি তেলাওয়াত করতে পারেন। তবে ২০০ বারের জন্য যে ফজিলতের কথা আপনার বড় ভাই উল্লেখ করেছেন; তা নির্ভরযোগ্যসূত্রে প্রমাণিত নয়। নির্ভরযোগ্যসূত্রে প্রমাণিত সূরা ইখলাসের ফজিলতসমূহ নিম্নে পেশ করা হল-
১। কাতাদা ইবনু নুমান রাযি. বলেছেন, রাসূল(সাঃ) এর সময় এক ব্যক্তি শেষ রাতে সালাতে শুধুমাত্র “কুল হুআল্লাহু আহাদ” ছাড়া আর কোনো সূরাই তিলাওয়াত করেন নি। পরদিন সকালে কোন এক ব্যক্তি রাসূল এর কাছে আসলেন। তখন রাসূল(সাঃ) বললেন, gljail ai josi oil one di silo সে সত্তার কসম, যার হাতে আমার জীবন। এ সূরা হচ্ছে সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান। (বুখারি ৪৬৪৫)
২। আবূ সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল(সাঃ) তাঁর সাহাবীদেরকে বলেছেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের এ-তৃতীয়াংশ তিলাওয়াত করতে অসাধ্য মনে কর? এ প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। এরপর তারা বলল, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কার সাধ্য আছে যে, এমনটি পারবে? তখন তিনি বললেন, “কুল হুআল্লাহু আহাদ” অর্থাৎ সূরা ইলাস কোরআন শরীফের এক-তৃতীয়াংশ। (বুখারি ৪৬৪৬)
৩। আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ(সাঃ) এক সাহাবিকে একটি মুজাহিদ দলের আমীর করে জিহাদে পাঠালেন। তিনি যখন নামাজে ইমামতি করতেন, তখনই (প্রত্যেক রাকআতে সূরা পড়ার পর) 'কুল হুআল্লাহু আহাদ' (সূরা ইখলাস) দিয়ে (কিরাআত) শেষ করতেন। মুজাহিদগণ সেই অভিযান থেকে প্রত্যাবর্তন করে নবি এর খিদমতে বিষয়টি আলোচনা করলেন। তিনি বললেন, 'তাকে জিজ্ঞাসা কর, কেন সে এ কাজটি করেছে?' সুতরাং তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বললেন, তাঁর ‘এই সূরাটিতে পরম করুণাময় (আল্লাহ)র গুণাবলী রয়েছে। এই জন্য সূরাটি তেলাওয়াত করতে আমি ভালবাসি।' তখন রাসূলুল্লাহ(সাঃ) বললেন, 'তাকে জানিয়ে দাও যে, আল্লাহ তাআলাও তাকে ভালবাসেন।' (বুখারি ৭৩৭৫, মুসলিম ৮১৩, নাসায়ি ৯৯৩)
৪। আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ(সাঃ) এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখে বলেন, 'অবধারিত হয়ে গিয়েছে'। সাহাবায়ে কেরাম বললেন, 'কী অবধারিত হয়ে গিয়েছে?' রাসূলুল্লাহ উত্তর দিলেন, doll a dog 'তার জন্য জান্নাত অবধারিত হয়ে গিয়েছে'। (মুসনাদ আহমদ ৭৬৬৯) ৫। রাসূলুল্লাহ বলেছেন,
من قرأ { قل هو الله أحد ) عشر مرات بنى الله له بيتا في الج
'যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরী করবেন।' (সহিহ জামে সগীর ৬৪৭২)।
৬। আয়েশা রাযি. থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَتَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا قُلْ هُوَ اللهُ أحَدُ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلاثَ مَرَّاتٍ
নবী(সাঃ) প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন দু' হাতের চেটো একত্রে জমা করতেন এবং তাতে তিন ফুল পড়ে ফুঁ দিতেন। তারপর তার দ্বারা দেহের ওপর যতদূর সম্ভব বোলাতেন; মাথা, চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করতেন। এরূপ তিনি তিনবার করতেন। (বুখারি ৪৪৩৯ )।
৭। উবাই ইবনু কাব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ رَسُولُ اللهِ لا يُوتِرُ بِـ سَبْحِ اسْمَ رَبِّكَالأَعْلَى وَ {قُلْ يَا أَيُّهَا
الْكَافِرُونَ} و {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ}
রাসূলুল্লাহ(সাঃ) বিতরের নামাযে সূরাহ আলা, সূরাহ কাফিরূন ও সূরাহ ইখলাস পড়তেন। (ইবন মাজাহ ১১৭১)
'সূরা ইখলাস'এর বিস্ময়কর ফজিলত:
সূরা ইখলাস দশবার পাঠ করলে জান্নাতে বিশেষ মর্যাদাশীল একটি প্রাসাদ আল্লাহ তায়ালা নিজ হাতে ওই ব্যক্তিকে দান করবেন। হাদিসে সূরা ইখলাসের বহু ফজিলত বর্ণিত আছে।
#surah_ikhlas #sura_ikhlas #সূরা_ইখলাস #সূরা #কুরআন_তিলাওয়াত #quranrecitation #quran #islam #quranquotes #allah #quranverses #islamicquotes #muslim #quranic #islamic #deen #quransayings #allahuakbar #prophetmuhammad #islamicreminder #jannah #ramadan #muslimah #islamicreminders #quranverse #qurandaily #sunnah #kareem #alhamdulillah #quranquote #dua #makkah #dawah #recommendations #recommended #suggested #suggestedvideo #islamicpost #islampost #hadiths #alquran #islamicquote #loveislam #surah #quranhour #subhanallah #hadith #quranicverse #hijab #peace #islamquotes #hadithoftheday #ummah #muhammad #quranandsunnah #prayer #instaislam #prophet #muslimquotes #tilawah #instamuslim #bismillah #quranreminder #alafasy #holyquran #madinah #madina #islamicposts #namaz

Пікірлер: 17
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 77 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 33 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 671 М.
Surah Al-Falaq & An-Naas Repeated 100 Times With English Translation
1:41:54
There is no god but ALLAH
Рет қаралды 1,9 МЛН
Surah Al Rahman | Qari Abdul Basit Abdul Samad | Quran Karim | Recitation | 0143
23:02
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 77 МЛН