Рет қаралды 10
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
এ চ্যানেলটি হলো আমার প্রিয় গানের সংগ্রহশালা; প্রচলিত এবং আমার নিজের লেখা ও সুর করা গানগুলো দিয়ে বানানো মিউজিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
আমি, Sonabeej/সোনাবীজ (খলিল মাহ্মুদ) নিজেও গান লিখছি, সুর করছি; তবে আমি কোনো কণ্ঠশিল্পী নই, শুধু সুরগুলো ধরে রাখার জন্যই আমার নিজের কণ্ঠে গেয়ে এগুলো ইউটিউবে শেয়ার করছি। আমার এসব লিরিক ও সুরগুলো মেলোডিয়াস, মৌলিক, বৈচিত্রময় ও আকর্ষণীয় কিনা, এ ব্যাপারে আপনাদের কোনো মতামত ও পরামর্শ থাকলে দয়া করে আমার উপকার ও উন্নতির জন্য তা জানাবেন।
আমার লেখা ও সুর করা কোনো গান কেউ গাইতে চাইলে খালি গলায় গেয়ে WAV/mp3 ফরম্যাটে farihanmahmud@gmail.com-এ মেইল করুন। মান ভালো হলে মিউজিক কম্পোজ করে আমার নিজস্ব চ্যানেলে আপলোড করা হবে। বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া শুধু বিনোদন ও আনন্দের জন্য আমার গান যে-কেউ গাইতে ও শেয়ার করতে পারেন।
আমার লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক :
১। আমি এই শহরের পথে পথে হাঁটি (ফটোমিক্স)। • Ami ei shohorer pothe ...
২। শহরের অলিগলি, যত রাজপথ (ফটোমিক্স)। • Shohorer oligoli joto ...
৩। রাজকুমারী - ও আমার সহেলিয়া (ফটোমিক্স-১)। • O amar Sohelia, tomake...
৪। সেই তুমি চলে গেছো (ফটোমিক্স-১)। • Shei tumi chole gecho ...
৫। যত চাই ভুলে যেতে চাই (লিরিক্যাল)। • Joto chai bhule jete |...
৬। তুমি চলে গেছো (লিরিক্যাল)। • Tumi chole gecho || Ly...
৭। এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর (ফটোমিক্স)। • Ei je nodi eke beke ge...
৮। এই মাটির দেহ মাটিই হইব (ভার্সন-১। ফটোমিক্স)। • Ei matir deho mati e h...
৯। এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি (ফটোমিক্স)। • Ei poth dhore ami hete...
১০। তোমার কথা তোমার জন্য, আমার জন্য কিচ্ছু নয় (লিরিক্যাল)। • Tomar kotha tomar jonn...
১১। এই তো আমি এসেছি কাছে (লিরিক্যাল)। • Ei to ami eshechi kach...
১২। তুমি যদি ভালোবেসে ভুল করে থাকো (ফটোমিক্স)। • Tumi jodi bhalobeshe b...
১৩। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে (ফটোমিক্স)। • Ei dishehara megh koth...
১৪। ঘরে আমার মন বসে না (ফটোমিক্স)। • Ghore amar mon boshe n...
১৫। তুমি বুঝতে পারো নি কোনোদিনও (লিরিক্যাল)। • Tumi bujhte paro ni ko...
১৬। তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে (ফটোমিক্স)। • Tumi chole jete jete h...
১৭। আমি তোমার মনের মতোন হইতাম যদি গো (লিরিক্যাল)। • Ami tomar moner moton ...
১৮। আমার মন দিলাম, প্রাণ দিলাম (ফটোমিক্স)। • Amar mon dilam, pran d...
১৯। মন তার আকাশের বলাকা (ফটোমিক্স)। • Mon tar akasher bolaka...
২০। আমায় বন্ধু যাও গো বলে যাও (ফটোমিক্স)। • Amay bondhu jao go bol...
২১। আমার গ্রাম, ডাইয়ারকুম তার নাম (ফটোমিক্স)। • Amar gram - Diarkum ta...
২২। ওরে তুই নিঠুর কালা (ফটোমিক্স)। • Ore tui nithur kala ||...
২৩। পাষাণ বন্ধু রে (লিরিক্যাল)। • Pashan bondhu re, nith...
২৪। তুমি চলে গেছো বন্ধু (ফটোমিক্স)। • Tumi chole gecho bondh...
২৫। ও সুজানা, দেখে যা না (লিরিক্যাল)। • O Sujana, dekhe ja na ...
২৬। মনে আমার আগুন জ্বলে রে (লিরিক্যাল)। • Mone amar agun jole re...
২৭। যে-বেদনা দিয়েছিলে (লিরিক্যাল)। • Je bedona diyechile ko...
২৮। যেই প্রেমে হয় যন্ত্রণা (লিরিক্যাল)। • Jei preme hoy jontrona...
২৯। আমি তো অবশেষে তোমার অপরাধ মেনে নিয়েছি (ফটোমিক্স)। • Ami to obosheshe || আম...
৩০। আজীবন ভালোবেসে তোমাকে কোনোদিনই পাব না, জানি (লিরিক্যাল)। • Ajibon bhalobeshe || আ...
কেউ চাইলে লিরিক পাঠাতে পারেন। মান ভালো হলে সুর করার চেষ্টা করবো।
--
সব শিল্পীর কণ্ঠে সব গানই সমান মাধুর্যময় হয় না। যে গানটি কোনো এক শিল্পীর কণ্ঠে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমি সাথে সাথে সেটা নিজের সংগ্রহে নিয়ে নিই। এখানে উল্লেখ্য যে, যে-সব গানের একাধিক ভার্সন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমি সাধারণত সেরা ভার্সনটাই আমার সংগ্রহে রাখি; একাধিক উন্নত মানের ভার্সন হলে সবগুলোই আমার সংগ্রহে রেখে দিই। যে-সব গানের অডিওতে ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন করার চেষ্টা করি। অনেক চ্যানেল থেকে সেরা মানের অডিও নিয়ে থাকি এবং ভিডিওতে তাদের নাম উল্লেখ করে দিই; ভুলবশত বাদ পড়ে গেলে, আমাকে সূত্রসহ মনে করিয়ে দিলে মন্তব্যের ঘরে তাঁর/তাঁদের নাম জুড়ে দিব।
সংগৃহীত এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত। বাণিজ্যিকি কোনো উদ্দেশ্য নয় - গান, ছবি, কবিতা, এসব ভালো লাগে বলেই নিজের করে নিজের সংগ্রহে রাখি এবং অন্যদের সাথে শেয়ার করি। কারো কোনো আপত্তি থাকলে দয়া করে জানালে সেটা রিমুভ করবো কিংবা 'প্রাইভেট' করে নেয়া হবে।
এসব গানের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের করা। কিছু কিছু ভিডিওর জন্য জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা জনপ্রিয় মিউজিক ভিডিও ব্যবহার করেছি; ওগুলো দিয়ে গানের একটা গল্প বা ভিজুয়ালাইজেশন তৈরি করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।
বিনত ফুটনোট : এটা একান্তই শৌখিন চ্যানেল, এতে অর্থ উপার্জনের কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ, এ চ্যানেলটি 'মানিটাইজ্ড' করা নয়।