কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
@adianddivi261010 ай бұрын
So true❤
@imamazam52937 ай бұрын
অসাধারন লিখেছেন। আমরা চলে যাবো, এ গান থেকে যাবে ।
@golamgouse211620 күн бұрын
অসাধারন গান এবং কণ্ঠ মিলেমিশে একাকার। অতুলনীয়।
@golamgouse211620 күн бұрын
অসাধারন গান এবং কণ্ঠ মিলেমিশে একাকার। অতুলনীয়।
@shankhanilsarkar21613 жыл бұрын
দ্বিজেন্দ্রলাল রায়ের শহর কৃষ্ণনগর থেকে কমেন্ট করছি!! দারুন ❤️
@theanonymous27873 жыл бұрын
দিদি তুমি অনেক ভাগ্যবতী, আল্লাহ সবাইকে এমন মায়া মাখানো কন্ঠ দিয়ে কিন্ত দুনিয়াতে পাঠায় না। ❤️ এক আকাশ ভালোবাসা দিদি❤️
@ranajit2355 Жыл бұрын
ভাই খাটতে হয়।কেবল আল্লার /ভগবানের দান নয়
@manishdey0075 жыл бұрын
Was studying for an exam for last few weeks. Cracked it today. Thought will sleep tight, but unable to catch sleep even for a moment. Tomar kotha mone pore majhe majhei..achieved many things till now, but lost you somewhere in between...always thought you would be there to share all this. But life had different plans. Sometime moving on is very difficult. Trying since last 9 yrs and will keep on trying cos I never give up
@bhaswati02063 жыл бұрын
More power to you
@acousticwithshishir57764 жыл бұрын
গানের গায়কি, আবেগ , ভিডিওগ্রাফি সবই চমৎকার ! কিন্তু একটা জায়গা মিসিং এতো সুন্দর গান টা যে রচনা করেছে ( দ্বিজেন্দ্রলাল রায় ) তার নাম টা কি শিরোনাম এ দেওয়া যেতো না.. ?
@ahanadas87644 жыл бұрын
Achhe.. Description box e first paragraph e
@AyonamRay4 жыл бұрын
@@ahanadas8764 Thik. Thik. Kintu jekhaney Credits gulo naam dhorey dhorey daoa aachey shekhaney "Lyrics: Dwijendralal Ray" ta add korley hoyto shokol-er chokhey porto. Small things, but matter a lot. Nevertheless, a beautifully rendered song.
@pamelahalder87804 жыл бұрын
Akdom thik bolechen.
@ahanadas87644 жыл бұрын
@@AyonamRay yes
@sayeedasultana75424 жыл бұрын
Love it
@sudeshnasen88454 жыл бұрын
বন্ধন-মুক্তির কথা, স্বাধীনতার কথা ও যে এত কোমল ভাবে বলা যায়, এত মধুর ভাবে গাওয়া যায়.....
@kathaykathaypialisarkar3993 Жыл бұрын
শ্রদ্ধেয় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের স্ত্রী সন্তানসম্ভবা জেনে (শ্রী দিলীপ কুমার রায়ের জন্মের আগের ঘটনা) এবং ঠিক সেই সময়েই তাঁদের বিবাহবার্ষিকীর দিন এসে পড়লে তিনি এই গানটি রচনা ক'রে তাঁর স্ত্রীকে শুভক্ষণের উপহার হিসেবে শোনান। এটি দেশাত্মবোধক নয়।
@SanjibBera5097 жыл бұрын
শাহানাদির গান শুনলে সারাদিনের ক্লান্তি কোথায় যেনো একনিমেশে হওয়া হয়ে যায়। অনেক ধন্যবাদ দিদিভাই। ☺️
Ei Bajpaie ER konthe madokota ache & it's true. Unar gaan shunle hariye jete baddho. Hats off to you. Love from Bangladesh
@moumitasaha70217 жыл бұрын
কণ্ঠটা এই গানটার জন্যই সৃস্টি যেন।
@rupnabasak3610 Жыл бұрын
আমি এই গানটা কতো বার যে শুনেছি তার হিসেব নেই। তবে যতবারই শুনি আবার শুনতে ইচ্ছে করে।
@indranathbhattacharyya81224 жыл бұрын
আমার বয়স বেশি না...কিন্ত দ্বিজেনবাবুর এই গানে...আনন্দমেলা পড়ার মজাই আলাদা।
@annesha7923 Жыл бұрын
এখনকার ফালতু গান থেকে কত্ত সুন্দর এই গানটা ❤ সাথে শাহানা দির অসাধারণ গলা❤
@abhi.17296 жыл бұрын
I feel whenever Sahana Bajpaie sings, she gives it her everything. Absolute commitment. Lots of respect. The harmony by Samantak is awesome.
@SahanaBajpaieOfficial Жыл бұрын
Thank you so much.
@mdshakilshuvo17984 жыл бұрын
এইধরনের গান গুলো যেনো এক অন্যরকম ভালোবাসা।।অন্যরকম এক নতুন প্রেম।।ভাবনার আছে অনেক কিছু❤
@iftik7 жыл бұрын
একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে...
@sppaul72284 жыл бұрын
কত মাধুর্যতার সাথে গানটা শুনালেন দিদি,,,,,,!!!!!বিমোহিত হয়ে গেলাম
@amritaghosh37983 жыл бұрын
যেদিন গানটি প্রথম শুনি ,,, গলা র স্বর লগ্নজিতা র মনে করে ভুল হয়েছিল! গানটি সত্যিই ভীষণ সুন্দর
@Shib_adityaa Жыл бұрын
Sahana bajpaie didir golay maa Saraswatir baaashh...music,instrument charai onar gaan shunle pagol howar moto obostha❤❤
@mdnasiruddin18053 жыл бұрын
সুর-লহরী অসাধারন, মর্মস্পর্শী গায়কী,দীজেন্দ্রলালের মেধাদীপ্ত আবেগি প্রেমের শেষ উপাখ্যান।
@golamgouse211619 күн бұрын
ডি এল রায়ের কথা ও শিল্পীর কণ্ঠ মিলেমিশে এক সুন্দর সুরের মূর্ছনা সৃষ্টি করেছে যাহা আমরা প্রাণ ভরে অনুভব করছি আগামী প্রজন্মও করবেন আমার বিশ্বাস।
@peoplessurvives35524 жыл бұрын
It was awesome. Love from Chittagong, Bangladesh.
@nirmaladhikary55453 жыл бұрын
শুভদীপ মজুমদার, জানিনা তুমি কখনো এই কমেন্ট সেকশনে আসবা কিনা, তবে যদি কখনো আসো মনে করিও মেয়েটা তোমার সাথে না থাকলেও সারাজীবন তোমাকেই ভালবাসবে, মনে করিও এই গানটা আমরা একসাথে গভীর রাতে চাঁদের সাথে শুনেছিলাম
@riyadabusaeed27797 жыл бұрын
Sahana's voice is exceptionally beautiful. I like whatever she sings. Thanks for this rendition.
@greatsudipta3 жыл бұрын
এটা সম্পূর্ণ ভালো লাগা। অন্য শব্দের কাজই নেই। অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা। এমনি সবুজ, চিরন্তনী হয়ে থাকুন অনন্তকাল।💕💐
@Sayedimg4 жыл бұрын
শুনছি এক সন্ধ্যায়, হালকা কুয়াশায়! মিষ্টি এই সময়টা আজ থামিয়ে দিলাম। ১০.১০.২০২০
@jesminchowdhury9721 Жыл бұрын
"অনেক কিছু লিখতে ইচ্ছে করছে ,, পাছে আমার কলম না থেমে যায় "" আলপনা চৌধুরী"
@sadikmohammad33077 жыл бұрын
What a fine melodious voice. The singer herself drank the necter of musical honey.
@BakulDutta1436 ай бұрын
এই গানের মাধুর্য ,বাস্তব জীবনের যত ব্যাথা দুঃখ যন্ত্রণা পাওয়া না পাওয়াকে ছাপিয়ে অনেক ঊর্ধ্বে বিলন করে,,,কিছুটা সময় হলেও কল্পলোকে স্বর্গরাজ্যে বিচরণ করে এক পৃথিবী সুখ আহরণ করে এলাম
@sukanyabose61497 жыл бұрын
মনকে আরাম দিল. তোমার কণ্ঠে মায়া আছে......
@explore_with_abhijit3 жыл бұрын
একটা অসম্ভব শান্তি আছে সাহানাদির কন্ঠে। গানের স্রষ্টাকেও কুর্নিশ জানাই। 😀
@neelnehal46966 жыл бұрын
Sir Arkav Banerjee, you have done an impressive job undoubtedly, specially all of that Harmonizing you have done! Amazing!!!!
@suranjanchattopadhyay80404 жыл бұрын
গানটির সম্পর্কে বিশেষ কিছু বলার নেই কিন্তু পরিবেশন সম্পর্কে দু একটি একান্ত ব্যক্তিগত মত আছে (সংগীতজ্ঞের নয়, শ্রোতার) যা এখানে বলতে চাই। সাহানা বাজপেয়ীর কণ্ঠমাধুর্য্য অসাধারণ, গলায় মড্যুলেশন আছে ঠিক যেমনটি চাই। উচ্চারণ কিন্তু স্পষ্ট ও তীক্ষ্ণ হওয়া চাই, এখনকার মতো কিঞ্চিৎ আধোআধো বা আদুরে হলে গানের মাধুর্য্যকে ওনার কণ্ঠমাধুর্য্য ছাপিয়ে যাবে বা যাচ্ছে, যা কাম্য নয়। এই গানটি মূল স্তম্ভ মীড় ও মূর্ছনা। বেশ কয়েকটা জায়গায় যেখানে গান মীড় ও মূর্ছনার জন্যই মাধুর্য্যের শিখরে পৌঁছয়, সেখানে গানের চরণ গীত হচ্ছে একটা স্টেপ নিয়ে, স্ট্যাকাটো ভঙ্গিমায় যা এই গানের মেজাজের সঙ্গে বেমানান। উদাহরণস্বরূপ ০:৫৯ মিনিটে "চাঁদের কিরণে করিব স্নান..." চরণটি শেষ হল একটা স্টেপ নিয়ে, বা ২:৫৮ মিনিটে "...ইন্দ্রধনুরে চন্দ্রহার..." গাইবার সময় ইন্দ্র থেকে ধনুরে যাওয়ার সময় একটা মূর্ছনা নিয়ে যাওয়ার কথা কিন্তু আবার সেই স্টেপ নিয়ে গেলেন যার জন্য কান প্রস্তুত নয়। তফাৎটা বোঝা যাবে কৃষ্ণা চট্টোপাধ্যায় বা সন্ধ্যা মুখোপাধ্যায় বা রবীন বন্দোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনলে। আর একটা ব্যাপার আমার ঠিক পছন্দ হয়নি সেটা হলো বিশেষ জায়গায় অনুরণনের মতো হাস্কি পুরুষকণ্ঠের যোগদান, যা গানের মেজাজের সঙ্গে একেবারেই বেমানান লেগেছে আমার। এই গান একলা কণ্ঠে গাইবার গান, সে গানের বাণীতে যতই "আমরা..." বলা থাকুক না কেন। সাহানা বাজপেয়ীর কাছে এই মন্তব্য পৌঁছবে কিনা জানিনা, কিন্তু আমি আবারো বলি এই সব অভিমত আমার একান্ত ব্যক্তিগত এবং কাউকে যদি আহত করে তবে আমি আগেভাগে ক্ষমাপ্রার্থী। এমন কণ্ঠমাধুর্য্য নিয়ে উনি আমাদের আরো অনেক গান শোনাবেন এই আশা রাখি।
@ashadujjamansarkar27484 жыл бұрын
Didi u r great..... তোমার গান বাঁচার ইন্ধন যোগায়....
@shuvoergaan2 жыл бұрын
আহ... একটা গানে কি মায়া। সেটা যদি আবার হয় ছোট কাল থেকেই অনুভূতির সাহানা দি!
@fatimaadreeta5 жыл бұрын
এক অনন্য স্বপ্নজগতে নিয়ে যায় এই গান। অসাধারণ। 💚
@Debajyoti_Banerjee4 жыл бұрын
কি মধুর... কি স্নিগ্ধ... কি মায়াবী... সাহানা আপনার গান অনবদ্য....
@Abir-fr6qb3 жыл бұрын
রেজওয়ানা চৌধুরী বন্যা'র পর আপনার কণ্ঠটাই সবচে ভালো লাগে। কি সুন্দর, কি সুন্দর!! 🖤🥀
@soumyadatta2201 Жыл бұрын
দারুন লাগলো..... ❤❤❤❤ এমন কথা আর পাওয়া যাবে কী না তা জানানেই। খুব ভালো....
@sayantanpal17693 жыл бұрын
It's 6am in this cold morning, I'm in the bus listening to the song, and regretting why haven't I listened to this masterpiece yet!
@Manzurulmilon5 жыл бұрын
আহা! দ্বিজেন্দ্রলাল রায়। অসাধারণ দেশাত্মবোধক গান।
@manidipamukherjee72515 жыл бұрын
আমরা মলয় বাতাসে ... সমন্তকের গীটারের কোনো তুলনা হয়না।
@sumaiyachowdhury-hv3sg Жыл бұрын
Ei juge emon ekta gaan.... Rucir prosongsa pauyar juggo🥰
@Ranahasan067 жыл бұрын
অনন্যাসাধারণ। একেই সম্ভবত “স্বর্গীয় সুর বলে”!
@saramasud27163 жыл бұрын
'১৭ তে যখন তুমি প্রথম গানটা শুনতে বললা, আমি তখন শুনে কিছুই বুঝলাম না জানো। তখন তোমার সকাল-ই হতো শাহানা দি-র গান দিয়ে! আজ তুমি হয়তো গানটা সেভাবে শুনো না কিন্তু জানো আমার সকল সকাল এখন গানটা দিয়ে শুরু হয়। তুমি বলতে পুরনোটাকে নিয়ে কেনো পরে থাকি? কেনো নতুনের আশা করি না? নতুনের চিন্তা করবো কি করে বলো তুমি যে পুরাতনেই আজো নতুন অন্তর! তুমি খুব ভালো একজন মানুষ অন্তর, আমি-ই বোধহয় অনেকটা খামখেয়ালি রয়ে গেলাম। কিন্তু তুমি জেনো অন্তর, তোমার রু তোমায় ভালোবাসে!
@ArjunDasgupta1 Жыл бұрын
অনেকের গান শুনেছি l আপনার গানে খুঁত খুঁজে পাই না l নির্ভুল l
@barshabristisarkar8313 жыл бұрын
Apnar golai সরস্বতি thakar বাস করছে। ভগবান আপনার ভালো করুক। গড ব্লেস ইউ।।।
@sumaiyakarimoyshi7 жыл бұрын
Love From Bangladesh...Sahana Bajpaie is one of my favourite Singer...I like her lot
@IpsitaGhosh1354 жыл бұрын
kzbin.info/www/bejne/rWPSqIOPfMpnjsk
@AdvikaMajumdar20124 жыл бұрын
even i like her
@SandipDas-oz1dy2 жыл бұрын
SOMEWHERE READ U LLIKE HERO ALOM A LOT.
@ranajit2355 Жыл бұрын
@@SandipDas-oz1dy he is quite an interesting man
@SohelHowlader-ko1sp3 ай бұрын
Apni ki brits
@toneofheart56684 жыл бұрын
যতবার শুনি শোনারই শেষ হয়না, শুনতে বসলে অন্তত পাঁচবার শুনি একসাথে তবু প্রতিবার নতুন লাগে।
@arniganguly3 жыл бұрын
কন্ঠ, যন্ত্রানুসঙ্গ, গানের কথা। খুব ভাল লাগল ❤️
@appsaccount90406 жыл бұрын
খুব ভাল লাগল । অনেকবার শুনেও মন ভরেছ না । অনেকবার শুনতে শুনতে মনে হল কী সাংঘাতিক বুর্জোয়া মনবৃত্তির প্রকাশ এই গানের কথাগুলো ! মনে হল যেন দ্বীজেন্দ্রলাল রায় নয়, রাণী মারী আঁতোয়ানেত লিখেছে । ধনী-র স্বপ্নবিলাস । কিন্তু গান টা যে সুন্দর এই নিয়ে বোধহয় কোনও বিতর্ক নেই ।
@nabiltajwarnabil0305 Жыл бұрын
৫ বছর হয়ে গেছে, তবুও গানটার আবেদন ফুরোয়নি একটুও। প্রিয় একটা গান।
সাহানা ম্যামের গানের ওপর কোনো মন্তব্য করার ধৃষ্টতা নেই আমার। আমার ছয় মাসের মেয়েটিও বোধ করি ওনার গান শুনতে ভালোবাসে। এই গানটি চললেই কেমন চুপ করে শান্ত হয়ে শোনে পুরোটা।
@nisithkumarsinha69233 жыл бұрын
অনেক দিন পর ভোরে এমন একটি গান শুনলাম মনটা ভরে গেল।
@pranjaldas17623 жыл бұрын
The song is beautiful, and violin by Souptik Mazumder was amazing.
@nafismuhaiminchowdhury91664 жыл бұрын
ক্যাপশনে ডি.এল. রায় এর নাম লিখা উচিৎ ছিল। তার কারনে এত সুন্দর গান পেয়েছ 🙂
@susmoybasak29713 жыл бұрын
I heard this around 500 times. Will hear for life long.
@sayandevkanjilal79656 жыл бұрын
অপূর্ব একটি উপস্থাপনা। গানটির স্বরলিপি পেলে সত্যি খুব ভালো হয়।
@kanchanmaladey17705 жыл бұрын
It's a brilliant song . I listen it every day. It is a soft song which keeps our mind happy and fresh and also remembering the person whom we like the most .