যখন কষ্টগুলো শোনার মত মানুষটা কষ্ট শোনার জন্য থাকে না। তখন এই গানটা শুনতে শুনতে চোখের কোণ থেকে জল বেয়ে বালিশ ভিজে তখন অনেকটা হালকা হওয়া যায়। ❤️
@ahsanshakib72942 жыл бұрын
Hmmmm❤️
@basitabdul96142 жыл бұрын
😂😂🤘🤘
@gargi20262 жыл бұрын
Exactly
@surajmondal40552 жыл бұрын
🙂🙂
@73supratimdebnath602 жыл бұрын
Ok
@saikatmahata55752 жыл бұрын
এই গান টা যতবার শুনতে আসি, সবার মতামত গুলো দেখি । মানসিক অবস্থানের কি আশ্চর্য মিল সবার । মানুষের সংখ্যা যত বেড়েছে , তত তারা একাকী অসহায় । দিনশেষে মনের কথা ব্যাক্ত করার লোকটিরো আজ বড্ড অভাব । আসলে আবেগ জিনিস টা বাঙালির রক্তে বরাবরই একটু বেশি , তাই হয়তো এই গান টার সঙ্গে এতটা মিল পাই আমরা । এ যেনো শুধু এক গান না , এ সহস্র বছর ধরে ভাঙতে থাকা হৃদয়ের অভিমানের কথা ; যাদের সত্যিই একসময় সহ্যের সীমা পেরিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় !। ~☺️🌻⏳
@suchanaafrinshormii29 Жыл бұрын
Exactly manush aka . Share korar moto keo nei
@risalatshifat0076 Жыл бұрын
Agreed
@jhumsarkar4963 Жыл бұрын
Ekdom e thik bolechen❤
@tarunsinha5302 Жыл бұрын
একটা প্রচন্ড সত্যি কথা বলেছেন, আবেগ...........
@souhardyadas6711 Жыл бұрын
@@suchanaafrinshormii29নতুন নতুন বন্ধু তৈরি করতে হবে।।। মানুষ তো সমাজবদ্ধ জীব ।।
@salangkarasaha85845 жыл бұрын
হারিয়ে ফেলার মাঝেও এক অনবদ্য প্রেম আছে, আছে অমোঘ ভালবাসা। "ভুলে যেও আমাকে..."
@uthankhan15515 жыл бұрын
hmm
@Amikenoamina3 жыл бұрын
Yes . I can feel it bro.
@JaydeepDatta10 ай бұрын
খুব গভীর সত্য
@Afrinnnnn2002 Жыл бұрын
জীবনটা বড় অদ্ভুত! বাবা-মা, ভাই সকলেই কাছে আছে, পাশের ঘরে বসেই নিজেদের কাজ করছে, আর আমি একলা অন্ধকার ঘরে গানটা শুনে অঝরে কাঁদছি। তারা শুনতে পারছে না,জানতেও পারবে না। সবাই কাছাকাছি থাকলেও মন খুলে নিজের কষ্টটা বলার মতো কেউ নেই।
@Tanishadas0078 ай бұрын
😌 সত্যি খুব কষ্টকর এই মুহূর্ত টা কাউকে বলে বোঝানো যাবেনা
@jyotipranabchatterjee82718 ай бұрын
Khub sotti 😊
@SnehaSamadder25 ай бұрын
Jibon ta arokom e ... achievement a sobai sathe thake ....kintu journey ba failure a keu pase thake na.......
@munibabintaalam21524 ай бұрын
FR
@AvinandanDe-mt6uxАй бұрын
Tumi ekbar here jao ar keu nei pashe...@@SnehaSamadder2
@sayantanichatterjee29282 жыл бұрын
যারা অল্প নিয়ে বাঁচতে চায়,তাদের কপালে অল্প টুকুও জোটেনা 🌚💫
@biswanathdas43652 жыл бұрын
Ekdom thik bolechen. 12 ta bochor hariyechi. Ek thakai valo, nijeke aar konodin o tukro korbo na.
@parvinmallick12832 жыл бұрын
Akdom
@vnitian22332 жыл бұрын
made my day
@sabitramitrabanner2486 Жыл бұрын
যারা সবাইকে নিয়ে মানিয়ে চলতে চাই তাঁদের হাত কেউ ধরে না
@mr.tanmoypalchowdhury2312 Жыл бұрын
Ms. Chattopadhyay, আমি সাধারনত কারুর মন্তব্যে প্রতিমন্তব্য করি না, একবছর আগের আপনার করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এটুকুই বলার যে ওই অল্পটুকু জোটে তখনই যখন ওই সঠিক মানুষটাকে জহুরির দৃষ্টিকোণ থেকে আপনি যথা সময়ে যথা স্থানে চিনে নিতে পারবেন। জুয়া না খেললে আপনি কোনদিন জিতবেন না, প্রত্যেক হার আপনাকে নতুন দৃষ্টিশক্তি দেবে জেতবার, আর সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন তা নির্ভরশীল সম্পূর্ণভাবে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। আর অন্তর্যামীর ওপর সব কিছু ছেড়ে দেওয়াটাকে আমার নিছক আলস্য বা উদাসীনতার সমার্থক বলে মনে হয়। যেদিন জিতবেন সেদিন ওই অল্পটাই অনেক কিছুর প্রতীক হয়ে দাঁড়াবে। অনধিকার কিছু যদি বলে থাকি তো মার্জনা করবেন। নমস্কারান্তে, তন্ময়।
Akdommmmmmm..........there a unknown peace in this song.....I can't understand anyone.......
@saonli34894 жыл бұрын
খুব সত্যি
@biswajitparag97574 жыл бұрын
গায়ে কাটা দিয়ে উঠল দাদা 🙂
@souravdass70804 жыл бұрын
Yupp sottttttti
@souravdass70804 жыл бұрын
@@biswajitparag9757 sottttttti
@tanimabiswas43424 жыл бұрын
শুধু head phone লাগিয়ে গান টা যারা শুনেছেন I am sure তারা নিজের মধ্যে ছিলনা... অসাধারণ ❤️❤️❤️
@kamrulhasanshovo75083 жыл бұрын
🥺💔
@sonaliroy48482 жыл бұрын
😭💔
@kamrulhasanshovo75082 жыл бұрын
@@sonaliroy4848 🙂🙂🙃
@sayanichakarborty26402 жыл бұрын
Sotti kotha
@anirbandas83072 жыл бұрын
@@sonaliroy4848 Tomar case abar ki suni?
@bijasmitadebnath49325 жыл бұрын
এইরকম লিরিক্স শোনার পরে আর লিখতে পারার মত কোনো শব্দ থাকেনা ❣️
@minajulabedin64702 жыл бұрын
ভরা কোনো শ্রাবণের দারুন বৃষ্টিতে কোনো জানালার ধারে বসে বাইরে দেখো, দেখবে তোমার চোখের ভিতরেও একটা মেঘ ভাগছে আর মুসলধারে বৃষ্টি পড়ছে তোমার কোলের উপর, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর তোমার মনের ভিতরেও একটা চাপা আওয়াজ গুমরে উঠছে যা তুমি ছাড়া সেই বৃষ্টি দিনে আর কেও জানবেনা!
@nilsniloy5 жыл бұрын
ভুলে যেও আমাকে.. কি আমার নাম.. কে ছিলাম.. যা পেয়েছি না চাইতেই.. চেয়ো না ক্ষতিপূরণ.. যা দিয়েছি না চাইতেই.. দিও না তার দাম.. আমারও জানা ছিল না.. তোমার কারণ গুলো.. এখনও ধুয়ে ফেলিনি.. তোমারই ফেলে যাওয়া ধূলো.. না বলে চলে আসা দিনে.. কতবার জেগে ওঠা যায়.. কতবার ভালোবাসা ভাঙে.. আর কত গুলো নদী জুড়ে যায়.. যদি আমাকে ভালোবাসো.. তবে কিছুটা পাশে এসো.. না.. কিছু মনে করো না.. যদি চাও ফেলে দিও..
@tanmoymalakar70884 жыл бұрын
Miss you My friend Sony🙂💓💓💓💓💓💓💓💓🙂🙂
@sanhatichowdhury70694 жыл бұрын
পা নি সা রে গা নি সা রে নি সা পা রে গা মা গা মা গা নি সা গা মা গা মা গা মা পা নি সা পা ধা মা গা রে পা মা গা রে গা নি পা নি সা রে গা নি সা
@shuvoahammed71994 жыл бұрын
💔
@tas.ded_4 жыл бұрын
(
@ponnogiseducationalvibes3 жыл бұрын
kzbin.info/www/bejne/nXfKiIijbZKLncU
@supornoghosh4413 Жыл бұрын
সারারাত জেগে থাকা।নিজের ভেতর জমে থাকা অনুভূতিগুলোর সাথে যুদ্ধ করতে থাকা। বালিশটাই জানে কত জল বয়ে যায় ওই তার ভূমির উপর তৈরি হওয়া নদী দিয়ে।
বেশ ভালো , একটা love story , middle class crisis , generation gap এগুলো main element । 2 ঘন্টা waste না
@lovebhabiji8375 жыл бұрын
Parijat Das I think 2to love story
@ravivishwakarma46203 жыл бұрын
It's not underrated guys, Some masterpieces is not for everyone! It's one of them. ♥️
@BlackBeauty_982 жыл бұрын
I don't understand why Amrit Singh doesn't sing or why no one makes her sing commercially.Such a soulful voice!!
@manojpanday798211 күн бұрын
সবসময়ই যে দুঃখ থাকলেই এই রকম গান শোনার ইচ্ছা জাগে তা কিন্ত নয়। ভাল গান সবসময়ই ভাল লাগে শুনতে, কিন্তু মানুষ সেখানেও গন্ধ খোজে তাই ভাল গান ও লুকিয়ে লুকিয়ে শুনতে হয়।
@mominma13674 жыл бұрын
একেবারেই শুন্য দেহে প্রানের সঞ্চার করে দিয়েছিলেন তুমি। বিদাই বেলার উপহার দিয়েছিলে এই গানটিই.... মাঝে মাঝেই পুরো মনযোগ অন্য দিকে ঘুরে যায়। এক গুচ্ছ মেঘ ভেষে ওঠে আকাশ জুড়ে, যেগুলো সরানোর যোগ্যতা ছিলনা তখন। ভালো থাকুক প্রাণের প্রিয় মানুষ।
@justanotheryoutubechannel55694 жыл бұрын
"ভুলে যেও আমাকে... কারণ আমি তোমাকে ভুলতে পারিনি, ভুলতে পারবো-ও-না, ভুলতে চাই-ও-না! তাই তুমি ভুলে যাও আমাকে যাতে আমি ক্রমশ তোমাকে ভোলার এক ব্যার্থ চেষ্টায় নিজেকে ব্যাস্ত রাখি! 🤍🖤
@priy_o2 жыл бұрын
Jibone 1 bar preme pora dorkar.... Eta bujhte j prem e kno porte nei ❤🩹
@tanushri2351 Жыл бұрын
এটাও বলার সাহস নেই যদিও হয় তবুও তার শোনার সময় নেই।
@mehedi72023 жыл бұрын
ভূলে থাকার ৫ বছর পূর্ন হবে, শুধু পূর্নতা পাবে না স্বপ্ন গুলো, যেগুলো হাতের মুঠোয় হাত রেখে প্রতিশ্রুতি বদ্ধ করে রাখা হয়েছিলো🥀 আবির🌸
@tech87162 жыл бұрын
তুমি ভুলে যেতে পারোনি বন্ধু ভুলে গেলে আজ এই কমেন্ট টা রাখতে পারতে না..!! তোমার দোষ নেই ভালোবাসাকে ভোলা যায় না..🖤🌼
@imdadhossain65772 жыл бұрын
সত্যিকারের ভালোবাসা সহজে পূর্ণতা পায়না, বাস্তবতার কাছে ভালোবাসা শব্দ টা বড় অসহায়😭 যেমনটা আমিও তাকে ভুলে থাকার চেষ্টায় আছি আজ ২ টা বছর ধরে😪😪😪
@anamikasahanupur13142 жыл бұрын
গায়িকার কাছে বোধহয় ঋণী রয়ে গেলাম। ২ টা বছর গানটা কিভাবে যে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে, নিজের কষ্ট নিজের কাছে শেয়ার করতে শিখিয়েছে... বোঝাতে পারবোনা। থ্যাংক ইউ সো মাচ্ অমৃতা❤️
@anamikasahanupur13143 ай бұрын
২ বছর আগের কষ্টগুলো ছিলো একরকম,এখন কষ্টগুলো আবার আলাদা রকম। কিন্তু এই গান টা শুনলে আমার জগৎ টা যেন কেমন স্থির হয়ে যায়... মনে হয় সব বুঝি থেমে গেলো এই। এ অনুভূতি একান্ত নিজের... কাউকে বলে বোঝানোর নয়।
@tahaminakhanam7083 жыл бұрын
জীবনের একটা পর্যায়ে এসে সবাই খুব একা।স্মৃতিগুলো খুব জড়িয়ে ধরে।চোখের কোনে জল কখন বেয়ে পড়ে টের ই পায়না।
@biplobbipu76682 жыл бұрын
😢😢😢😢😢😢
@skhasanur2252 Жыл бұрын
😢😢😢
@sikhadas25427 ай бұрын
😢😢
@bidyutchandradas62045 жыл бұрын
যখন হতাশার মধ্যে দিয়ে জীবন চলে, এসব গানের বিকল্প থাকে না.... সময় চলে যাবে কিন্তু একাকীত্ব রয়েই যায়। এখন বড্ড ভালো লাগছে অনুভূতি বোঝানোর নয়। প্রশ্ন করো না হতাশায় আছি নাকি?
@anas303464 жыл бұрын
🙂💔🙃
@bidyutchandradas62044 жыл бұрын
@@anas30346 প্রেম জনিত কোনো ঘটনা নয়।
@seemabiswas20934 жыл бұрын
হতাশায় থেকো না বন্ধু.... এই খারাপ সময় কেটে যাবে... শুধু নিজের উপর আস্থা রাখো আর একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজে নাও .... সকাল একদিন হবেই ....
হারিয়ে ফেলার মাঝেও এক অনবদ্য প্রেম আছে, আছে অমোঘ ভালবাসা। চমৎকার একটা গান দেখলাম... "ভুলে যেও আমাকে..."
@sahjan-samit18042 жыл бұрын
কানে হেডফোন + গভীর রাত+ একাকীত্ব + বাইরে মৃদু বাতাস আর বৃষ্টি সাথ এই প্রিয় গান, আহা কি এক অমৃত অনুভূতি। আসলে মনে হয় এমন কিছু গানের জন্য এই বিভিষীকাময় জীবনে আরো ক'টা দিন বেঁচে থাকা যায়।🍁🥀🖤
@Rahul-pw1pv4 жыл бұрын
I'm a Malayali and got no idea about what language this is.. But I've been listening to this song on repeat since I got to hear this song for the first time... Beautiful one❤️
@arghyabhattacharyya39394 жыл бұрын
Its bengali.. bro.
@chanchalbose35173 жыл бұрын
Forget me, oh dear... Forget my name... Forget who I was... But..... Don't ask me to compensate for what you've given me before I want and... Don't give me the price of what I 've given you before you want. I don't know the reason for your leaving but... Still I'm cherishing the memories you left. Rahul Raj, Just try to translate some lines for you.
@TheInvisibleLady-23 жыл бұрын
The singer is Arijit Singh's sister
@AbhijitPanOviS2 жыл бұрын
@@TheInvisibleLady-2 and the guitarist is Arijit himself :)
@sudipdatta17882 жыл бұрын
Tum Tuchiye Ho..aur tum yaha pe ho just for Likes Over Comment 😄 And Top On The Cake Cherry 🍒 is Bengalis Can Understand Whether You are Malyali or Tamil!! Wink
@_mou_740811 сағат бұрын
"ভুলে যেও" ছোটো ছোটো শব্দের ক্ষমতা বোঝার জন্য এই যথেষ্ট ।।😌❤
@roopkathachatterjee32876 жыл бұрын
যেমন দাদা তেমনি বোন.... অদ্ভূত মেলোডি পাওয়া গেল.......
@hrishadeb.41213 жыл бұрын
🙂❤✨
@tarekchowdhury78565 жыл бұрын
Why this song is so underrated?? This song deserves more than 10M views🤔🤔
@pramitadas86255 жыл бұрын
I'm
@jyotiradityasanyal1164 жыл бұрын
This is because bengalis are losing their culture......they prefer garmi and akhiyon se goli mare to bengali songs......
@ahtezazparways4 жыл бұрын
Special things are rare.
@enjoybro84274 жыл бұрын
@@jyotiradityasanyal116 ekdom😥
@diptiroy25284 жыл бұрын
Really bro 😔
@sanjibbanerjee60794 жыл бұрын
আর যাই হোয়ে যাক না কেন "হাল ছেড়ো না বন্ধু"❤️
@roops3813 жыл бұрын
Opor dikr manush tar theke jokhon tibro kostho paoa hoi tokhon na chaiteo hashi mukhea hal ta chare diea take bidai janate hoi bondhu..nijer sarthe noi valobashea r sarthe...prio Manush take valo rakher sarthe... 😊
@CARRERPLUS5 жыл бұрын
অসাধারণ গান। মন ছুঁয়ে যায় ।❤️❤️❤️
@subhendudeysunny41773 жыл бұрын
Sir kmn achen?
@zabedulislam43563 жыл бұрын
@@subhendudeysunny4177 Wzx
@apudas92843 жыл бұрын
Dada tumi
@somasaha26373 жыл бұрын
It's Arijit's sister Amrita Singh
@apudas92843 жыл бұрын
@@somasaha2637 yes
@Chin_Tapak_Dum_Dumm2 жыл бұрын
গায়িকা স্বয়ং অরিজিৎ সিং এর বোন অমৃতা সিং আর guitar বাজিয়েছেন স্বয়ং অরিজিৎ সিং নিজে 💖🤗💖💖💖💖
@nairita66985 жыл бұрын
যারা গানটি অপছন্দ করেছেন তাদের মন বলে কোনো বস্তু নেই
@shihabulislam83955 жыл бұрын
Hoito kokhono tader mon bhangeni. :)
@kritimondal34245 жыл бұрын
Sottie tai
@abrarhamim-44935 жыл бұрын
Thik
@smitankunduofficial5 жыл бұрын
One f my fv❤❤
@sayantansaha534 жыл бұрын
Akdom
@hoquebhai29973 жыл бұрын
যে চলে যাবার সে আগেই ঠিক করে রাখে চলে যাবে, এরপর থেকেই বাহানা খুজতে থাকে ছেড়ে দেওয়ার। :)
@TECHCYBERINDIA4 жыл бұрын
রাত ১:৪০, কানে হেডফোন, সাথে এই গান টা আর বুকের ভিতর এক অজানা ব্যথা।।
@itstiyaak48643 жыл бұрын
১ঃ৪৩ 😅💔
@sangbrita_mukherjee3 жыл бұрын
1:18
@paromita.2126 жыл бұрын
Durga....This character is so touching bcz i found krita di . In this character...she also died but the difference is here that this is a film but i had to feel it in reality .....
@farianvix18005 жыл бұрын
so sad, interested to hear ur story
@leosandy885 жыл бұрын
@@farianvix1800 yes, me too interested
@leosandy885 жыл бұрын
yes, me too interested
@dipabdau5 жыл бұрын
I also want to know the story of urs
@beingdash39695 жыл бұрын
I don't know but this song makes me feel abou my sister who left me 2months back...I remember we watched this film together....
@anganaroycl-ixf8985 жыл бұрын
No matter I am an army..no matter I love pop and k-pop..but nothing can beat our classical music..there is a mystery in them
@papandebnath99504 жыл бұрын
হয়ত আমিই আমার কমেন্ট টা খুঁজব,,,অনেক যুগ পর😇 এবং তখন অনুভব করব, গানের লাইন গুলো কতটা কাছের ছিলো..,এতটাই কাছের যে, খুব কাছের জন কেউ বলা যাবে না....😇। স্মৃতি 💙🍃
@sampritibiswas77933 жыл бұрын
প্রতিটা লাইন মনে এসে লাগে ❤️ , রাতে শুনলে নিজের অজান্তেই চোখ থেকে জল বেরিয়ে আসে ❤️
@bishalroybishalroy7535 Жыл бұрын
same😭😭😢
@isratjahan27054 жыл бұрын
কোনদিন চাইনি জীবনটা এই গানের সাথে মিলে যাক কেন এমন হয় কেন এমন হতে হয়? এই মানুষটা কিভাবে পারে এত সহজে, আমিতো এতকিছুর পরেও পারিনা দম বন্ধ হয়ে আসে আমার
@biplobbipu76683 жыл бұрын
এটাই ভাবি, কিভাবে পারে সেই মানুষগুলো এত সহজে ভুলে যেতে? 😭😭😭
@ponnogiseducationalvibes3 жыл бұрын
🙂
@sohanbhattacharjee23883 жыл бұрын
See Sadhguru's video
@shakhaothoossen18895 жыл бұрын
যদি আমাকে ভালোবাসো, তবে কিছুটা পাশে এসো । না, কিছু মনে করো না । যদি চাও, ফেলে দিও ।
@yasinhossain2847 Жыл бұрын
ভুলে যেও বলতে পারা সহজ ! কিন্তু না চাইতে পাওয়া কিছু ব্যাপার থাকে যা চাইলেই কখনো ভোলা যায় না 😢 এই কস্টের অনুভূতি গুলো মনের গহীনে পুষে রাখা তে একধরনের সুখ আছে !
@AamiSujon6 жыл бұрын
ভুলে যেও আমাকে কি আমার এ নাম, কে ছিলাম । (×২) যা পেয়েছি না চাইতেই, চেয়ো না ক্ষতিপূরণ । যা দিয়েছি না চাইতেই, দিয়ো না তার দাম । যদি আমাকে ভালোবাসো, তবে কিছুটা পাশে এসো । না, কিছু মনে করো না । যদি চাও, ফেলে দিও । যা পেয়েছি না চাইতেই, চেয়ো না ক্ষতিপূরণ । যা দিয়েছি না চাইতেই, দিয়ো না তার দাম । ভুলে যেও আমাকে কি আমার এ, নাম কে ছিলাম ।
@destinysforeplay54663 жыл бұрын
The moment when someone asks u , “Are you ok?” and u suddenly burst into tears ……this song does the same shit to me. যা পেয়েছি না চাইতেই চেয়ো না ক্ষতিপূরণ, যা দিয়েছি না চাইতেই দিয়ো না তার দাম!!
@0raktimsarkar06 жыл бұрын
অনেক দিন পর একদম মন ঠান্ডা করা একটা গান পেলাম।
@joysarker82762 жыл бұрын
একাকীত্বের একটা সুখ আছে, যেটা সবাই উপলব্ধি করতে পারে না।।
যা পেয়েছি না চাইতেই, চেয়ো না ক্ষতিপূরণ যা দিয়েছি না চাইতেই, দিয়ো না তার দাম!!! সম্পর্কগুলোর এই লেনাদেনা মুছে গেলেও ভালোবাসার মানুষগুলো সারাজীবন স্মৃতিতে বেঁচে রয়।।
@MoonLight-pv8jd5 жыл бұрын
ইরাবতীর চুপকথা থেকে গানটা শুনে এখানে পুরু গানটা শুনতে এসেছি। খুব খুব ভালো লাগছে 😘😍
@sounakmitra9903 жыл бұрын
Last e ki hoechilo?
@debajitchakraborty972 жыл бұрын
সকল অপ্রাপ্তি দুঃখের হয় না সকল প্রাপ্তি সুখের হয় না
@somnathjana41062 жыл бұрын
গায়িকা আর কেউ নন... স্বয়ং অরিজিৎ সিং এর বোন অমৃতা সিং 🙏❤️
@debsenasaha81292 жыл бұрын
Arijit Singh nije ai gane giter bajiya6a
@VIBEWITHRAJIB2 жыл бұрын
ar guitar e arijit singh
@sharifhossain32462 жыл бұрын
Sotti bhai
@theabsurdbong Жыл бұрын
Osadharon ❤️
@kolirani8612 Жыл бұрын
আমার একটা দিদি ছিলো,, কিডনি নষ্ট হয়ে মারা গেছে,,, যখনি এই গানটা শুনি দিদিকে খুব মনে পরে,,,, ভীষন মিস করি,,🥺🥺
@ezequieloliveira76377 ай бұрын
QUE DEUS CONSOLE SEU ❤
@iamnafizc6 ай бұрын
Amaro.
@shreyasi96184 жыл бұрын
Her Voice...❣️ Amrita Singh...Sister Of Arijit Singh..
@souravdass70804 жыл бұрын
Yupppppppp
@trishaadhikary88415 жыл бұрын
Ai cinema ta osadharon.... Protti parents der ai cinema ta dakha uchit.. Chotoder jeta korte valo lage seta korte deya uchit.. R durga di r moto akta didi thakatao vageyer baper.... Gan ta khub valo... ❤❤☺
@ishantkarna714 жыл бұрын
Hello.....
@Sasta_Tv_Official Жыл бұрын
13 September 2023 রাত 10:53 স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি❤😇😇কমেন্ট করে গেলাম,, আজ থেকে আরো 10 - 20 বৎসর পর যখন ছোটরা আমার কমেন্ট টা দেখবে তখন বুঝবে যে গানটিতে কত ইমোশন জুড়ে আছে।। আর ছোট দের জন্য এক আকাশ ভালোবাসা।😇🥰❤️
@NYKHL0073 жыл бұрын
"আমারো জানা ছিলো না, তোমারও কারন গুলো.. এখনো ধুয়ে ফেলিনি, তোমারি ফেলে যাওয়া ধুলো"!! ওরে... 💜💜💜
@Aveek31014 жыл бұрын
কেউ কি এটা জানে, এতো সুন্দর গানে গিটার টা অরিজিৎ সিং বাজিয়েছেন.
@srijita57454 жыл бұрын
Gaan ta arijit er bon geyechen
@nehakundu76893 жыл бұрын
Seki tai naki
@afrodite27833 жыл бұрын
Wow 😊😊😊
@joypauljp3 жыл бұрын
@@nehakundu7689 haa
@richikachaterjee-7a-2583 жыл бұрын
Wow 😍😍........
@Asim-kumar758 Жыл бұрын
অন্ধকার ঘরে হেডফোন কানে দিয়ে এই গানটা, একটা সিগারেট জ্বালিয়ে শুনে দেখবেন। কতটা ভালোবাসা আবেগ দিয়ে গানটা গাওয়া। হৃদয় ছুঁয়ে যাবে।
@sahjan-samit1804 Жыл бұрын
অসাধারণ গেয়েছেন নিজের সর্বোচ্চ আবেগমাখা সুর উজাড় করে। আসলে দিনশেষে সবাই ভুলে যায়, ভুলে যায় গল্প দিয়ে যায় একটি বিষাদের গল্প। আসলে তাদের দোষ না আমাদের জীবনে তাদের পাঠ এইটুকু।
@Tribeless46945 жыл бұрын
What a song🙂❤️ Love from Bangladesh
@fatemajannaty64182 жыл бұрын
আজ নাকি ঈদ..অনেক বছর থেকে ঈদ ঈদ মনে হয় না..অনেক বছর..আমি এতো বিষাক্ত অনুভব করি নিজেকে..এতো অভিযোগ এতো চাপা আর্তনাদ.. শাহিনমাকে এতো বেশি মিস করি..আপনি থাকলে খুব ভালো হতো শাহিনমা..আমি এতো বেশি একা..আপনি থাকলে ভিতরের অভিযোগ গুলো হয়তো মুক্তি পেতো..আমার ভিতরটা ও হতো শীতল,, এতো বিষাক্ততা ছড়িয়ে পড়তো না..ভালোবাসা ভালোবাসার প্রতি।
@_shobujDeb4 жыл бұрын
সেই হাসি সেই রাস্তা সেই রেস্তোরাঁ সেই মন্দির সেই কান্না সেই ঘ্রাণ সেই আমার প্রতি যত্ন কেনো করলে??? কেনো??? সময় ছিল আমাদেরও। এখন নতুন মানুষ নিয়ে ভালো??? ওইদিন ওই হাসি যদি একবার না তাকাতাম, যদি প্রেমে না পরতাম??? ঈশ্বর, যেন সেই হাসি মুখে কান্না না আসে 🙂
@preranachowdhury92314 жыл бұрын
গান টা সব বক্তব্যের ঊর্ধ্বে . 💙 সিনেমাতে ঘটনা প্রবাহের সাথে গানটার খুব বেশি ভাবে খাপ খেয়ে যায় 💛🙂
@Âllaboutdìßhú10 ай бұрын
সবার মন্তব্য পড়ে যা বুঝলাম, সবার মনে কথাও না কোথাও একই কষ্ট 🍂🖤,,,, কষ্ট টা মনেহয় কাউকে কারণে বা অকারনে হারিয়ে ফেলার কষ্ট 😌
@rishabose85623 жыл бұрын
যাকে ভালোবাসি তোকে তো কোন দিন পাবো না,,,, তাও কেন এত ভালোবাসি সেটাও নিজের ই অজানা ❤
@Yousuf706 Жыл бұрын
ভুলে যেও আমাকে, কি আমার নাম,কে ছিলাম! শুধু বলি ভালোবাসা অবিরত অনবরত অবধারিত অবিরাম! ভুলে যেয়ো প্রিয়! তোমাকেই পাওয়া হলো না,তোমাকে না পাওয়ার দুঃখ আমার আজীবন থাকুক!
@yogendraa83904 жыл бұрын
Bengali is so beautiful language 🌸 Love from Nepal🇳🇵
@anamikadutta67802 жыл бұрын
এই গানটা শুনলে প্রাক্তনের কথা মনে পড়ে।। যেখানে আছো, যার সাথে আছো ভালো থেকো।। এই জীবনে আর তোমাকে পাওয়া হল না।। এই ৪ বছর আমাদের কাটানো প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে।।
@poulamisen22665 жыл бұрын
মনে হলো নিজেই নিজের মনে কথাগুলো শুনতে বসেছি ।।
@koushikmaji38355 жыл бұрын
Hmm thik
@sampriti22344 жыл бұрын
Satti tai... 🙂😶
@bitalmondal534011 ай бұрын
যে তোমার অনুপস্থিতি অন্য কারোর সাথে সময় কাটাতে পারে আর যাই হক সে অন্তত একান্ত তোমার কখনই ছিল না ❤️✨
@sourabdas45573 жыл бұрын
এই সুরে একটা আলতো আবেগী ছোয়া,, ক্লান্তির অবসান, একটা আলাদা অনুভূতির টান রেয়েছে। 💕
@masumhusen98684 жыл бұрын
সিনেমাটা দেখার পর আমার হৃতপিন্ড কেন যানি অবশ হয়ে আসছিল।
@saugatabhowmik20942 жыл бұрын
Voice coming from nowhere between the labyrinths of detached forgetfulness. Hits bulls eye yet shy to be corrosive. Interestingly the mix between pain and nonchalance is overwhelming. A song i could take to the moon while leaving.
@kaziarzina3898 Жыл бұрын
এই পর্যন্ত গানটা কয়বার শুনেছি জানি না। অসম্ভব সুন্দর গান! কি যেন মনে পড়ে যায়, কি যেন ফেলে এসেছি, এখনো খুঁজে ফিরে হাতরে বেড়াই!
@bishalghosh49832 жыл бұрын
যখন কষ্টগুলো শোনার মতন কেও থাকে না । তখন এই গানটা শুনতে শুনতে চোখের কণ থেকে জল বেয়ে বালিশ ভিজে তখন অনেকটা শান্তি পাওয়া যায় ।😌✨
@anurimaghosh11864 жыл бұрын
Ei gan ta has hit me so deep ! I can connect with each and every word ... thank you for bringing such a beautiful song to us ...
@ranajit94 жыл бұрын
সত্যি পুরনো যা কিছু হারিয়েছি, তা আবার একবার মনে করিয়ে দিল। চোখে একফোঁটা জল এনে দেওয়ার জন্য যথেষ্ট এই গানটা। ❤️🧡💛💚💙💜🖤♥️
@souravbiswas93972 жыл бұрын
ক্ষতিপূরণ তো চাইনি.! পারলে ক্ষমা কোরো, সে ক্ষতি পূরনের সার্মথ্য আমার নেই।
@prasenjitchakraborty55726 жыл бұрын
Like brother like sister! Amrita Singh! Arijit er bon.
@Baby___girl-k9u2 жыл бұрын
তোমাকে না হারালে হয় তো ভালোবাসা মনে বুঝতাম না 🖤 তুমি চলে গেছো বহু বছর হয়ে গেছে কিন্তু আজও তোমার কথা বড্ড মনে পরে 🖤🙃 ভালো থেকো যেখানে থেকো 🖤🌿
@pailirodricks26955 жыл бұрын
ভাষাহীন হৃদয় শুধু মনের অজান্তে অবহেলা অবহেলা গুলো অনুভব করে
@shreescreation26385 күн бұрын
যে সম্পর্কে নিজের কোনো গুরুত্ব নেই, সেই সম্পর্ক থেকে মুখ বন্ধ করে বেরিয়ে আসতে হয়ে। 😊❤️🩹
@ayanbera16094 жыл бұрын
Guys,, this singer is none other than sister of great Arijit singh and guitarist is Arijit singh himself..
@fullpagol4 жыл бұрын
ভালোবেসে মনে রেখেছে যে - ভালোবাসার মানুষকে হারিয়েছে ফেলেছে সে ... "কান্না" শব্দটা যদি না থাকতো তো ভালোবাসা কি তা হয়তো কোনো দিন বুজতেই পারতাম না ... একটাই অনুরোধ রইলো ...ভুলে যেও আমাকে.. কি আমার নাম.. কে ছিলাম..
@biplobi94932 жыл бұрын
একটা নির্দিষ্ট সময় পর সবাই আমরা আগাছা আর অপ্রয়োজনীয় হয়ে যাই, কিছু সম্পর্ক আর অনুভূতিতে 🙂🥀
@ItsHighwayTime4 жыл бұрын
Apart from the song itself, Amrita Singh যে arijit singh স্যার এর বোন এই গান এর মাধ্যমে তা প্রকাশিত. babu khaiso এর মতোন আবাল গান এত viral হয়, সেইসব ভিড়ে এইসব masterpiece গুলো হারিয়ে যায়. Goosebumpsটা mandatory এটা শোনার সময়ে 😞❤️
@sauravMAitra963 жыл бұрын
Choice and culture vai... era medicore hindi songs ar nyaka nyaka oporadhi sonar public... oder sathe amader native west bengal er lokedee culture mele na
@abrarsiddique68574 жыл бұрын
I don't know why.. i tear up... After watching this
@ayeentikabiswas7496 Жыл бұрын
দিন শেষে মনের কথা ব্যাক্ত করার লোকটিরো আজ বড্ড অভাব..! এই গানটার সঙ্গে আমরা কোথাও না কোথাও একটা মিল পাই.. এ যেনো শুধু গান না, এ সহস্র বছর ধরে ভাঙতে থাকা হৃদয়ের অভিমানের কথা..! যখন কষ্টগুলো শোনার মত মানুষ বা সেই মানুষ কষ্ট শোনার জন্য থাকে না.. তখন এই গানটা শুনতে শুনতে চোখের কোণ থেকে জল বেয়ে বালিশ ভিজে যায়.! কষ্ট গুলো জমে থাকলেও অনেকেটা হালকা হওয়া যায়।।❤️
@mahbubnahin47045 жыл бұрын
এখনো ধুয়ে ফেলিনি,তোমার ফেলে যাওয়া ধূলো💛
@atiasultana50065 жыл бұрын
আজীবন পারবোও না.....
@PLAYROAD4 жыл бұрын
😭
@uniquedroplets3 жыл бұрын
যার সঠিক ভুল বিচার করার ক্ষমতা থাকে না,সময় ফেরায় মেরুদন্ড বেঁকে যায়,তাদেরকে ভুলে যাওয়াই শ্রেয়।।পারবো কিনা জানিনা তবে এই একই কথা তার উদ্দেশ্যেও 'ভুলে যেও আমাকে'...
@kakansardar14673 жыл бұрын
খুব প্রিয় মানুষকে শুনিয়েছিলাম গান টা।।।আজ সত্যি সে আমায় ভুলে গেছে।।
@অজয়-ছ৭ট2 жыл бұрын
স্মৃতির কাছে মানুষ যে বড়ই অসহায় 💔, যে একবার মানব জনম পার করেছে আবার চাইবেনা মানব জনম পাইতে। কারণ এই জনম যে ঘাতক দুখে জর্জরিত 💔🥀
@astebanforever54565 жыл бұрын
সত্যিই অসাধারণ। ছবিটা যত দেখি ততই ভাল লাগে আর গান গুলো মন ছোয়ে যায়। Love from🇧🇩💟
@akhipakhi47015 жыл бұрын
Movie link ta den plz.....
@sarayhanmahmud6825 жыл бұрын
ভালোবাসার মতো একটা ভয়েজ😘😘 অসাধারন 😘😘👍
@thecomplicatedgirl22192 жыл бұрын
Arijit Singh and onar bon(amrita)both are unbelievable talented ❤️
@samiranroyy17002 жыл бұрын
Sotti
@LittleThings_983 жыл бұрын
কারোর কাছে কাউকে হয়তো ভুলে যাওয়া ই ভালো এত তাড়াতাড়ি। ক্ষতিপূরণ আর দাম কোনোটাই জানার হিসেব না রাখাই ভালো🙂❤️ যা পেয়েছি না চাইতেই চেওনা ক্ষতিপূরণ, যা দিয়েছি না চাইতেই দিওনা তার দাম🙂🌻
@kousumibrahma13086 жыл бұрын
ki sohoje bole dey manush ei kotha ta..jake bhulte hoy shei jane...:)
@delicious_menu4 жыл бұрын
Thik kotha
@jeetbhattacharya65864 жыл бұрын
Kormey Mon diley kono kichui kothiin noy
@simanaskar75344 жыл бұрын
Thik.....Kichu Kichu bhalobasa hoyto emni iii Hoi.... bhule jete chaileo....smriti ra pichu chare na.....iccha kore arektu bachte .....take bhalobaste... ❤️ Asole kothao na kothao ajo tak tototai bhalobasi.... Kichu Kichu bhalobasa r hoyto atai prapti.....
@sukantabiswas26703 жыл бұрын
গানটি যখনি শুনি..চোখের কোনে এমনিতেই জল চলে আসে..। মনের ভেতর এক..নিশ্চুপ অনুভূতি দেখা দেয়..
@arnabchattopadhyay21184 жыл бұрын
চুপিচুপি প্রিয়জনের স্মৃতি মনে করাতে বাধ্য 💙
@AG1315 жыл бұрын
I really wish they added the Sitar section from the shorter version of this song. That sitar part just touches your soul.
@AbdurRahman-px7yt5 жыл бұрын
অনুভূতি গুলো প্রকাশ করার জন্য পারফেক্ট একটা গান❤❤
@aditiroy45373 жыл бұрын
না বলা কথা গানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়।শিল্পীকে কে অনেক শ্রদ্ধা সুন্দর একটি গান উপহার দেবার জন্য❤️
@hafizurkazi3983 жыл бұрын
ভুলে যেতে চাইলেও আমরা পারি না,,তবুও ভোলায় অভিনয় সারাজীবন করে যেতে হয়।। পারিনা তবুও পারতে হয়।। ভালো থাকুক সবাই