bai online a kinbo kibabe aktu bolben please reply
@RVBD9 ай бұрын
অনলাইনে দাম বেশী। আপনি নিকটস্থ ফার্মেসি অথবা স্টেশনারি দোকানে খুঁজে দেখুন সেখানে অনেক কম দামে পাবেন। আপনার প্রয়োজনীয় অনুযায়ী দোকানদারকে বলবেন তারা দিয়ে দিবে
@NilufaBegum-cv1im9 ай бұрын
@@RVBD ami bangladeser manuser jonne order korbo
@RVBD9 ай бұрын
তাহলে daraz.com.bd তে অরডার করুন
@noyonmorshed3765Ай бұрын
Vaiya teenager der bleeding beshi hoi j kom na
@RVBDАй бұрын
ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হন
@noyonmorshed3765Ай бұрын
@@RVBD doctor Kno dekabo. Young der bleeding beshi hoi. Ata e shababik
@RVBDАй бұрын
দেখুন আমি ব্যক্তিগতভাবে কোন ডাক্তার নই বা কোন পরামর্শ তা নয়। যেকোনো পণ্য ব্যবহারের ক্ষেত্রে ওই পণ্য যে কারণে আপনি ব্যবহার করবেন সেই রিলেটেড একজন ডাক্তার সব সময় ভালো জানে কোনটা বেটার হয় এবং কোন ভাবে ব্যবহার করতে হবে কি করতে হবে তার কাছ থেকে পরামর্শ নেয়াটাই সর্বোত্তম। এখন আপনি কার কাছ থেকে পরামর্শ নিবেন কি নিবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।
@SanjuAnis-r8kАй бұрын
আচ্ছা ভাইয়া এগুলো ব্যবহারের কোনো ক্ষতি আছে ,,, আর এগুলো কত ঘন্টা ব্যবহার করা যায়,,,
@RVBDАй бұрын
প্রত্যেকটা প্যাডের একটা নির্দিষ্ট টাইম থাকে। যিনি ব্যবহার করবেন তিনি তার প্রয়োজন অনুযায়ী কিনে নিবেন
@SanjuAnis-r8kАй бұрын
@RVBD একটি পেট সর্বোচ্চ কয় ঘন্টা ইউজ করতে পারবে ওইটা একটু বলবেন আমি এমনিতে জানি ৫ ঘন্টা কি বেশি ইউজ করা যায়
@RVBDАй бұрын
@SanjuAnis-r8k বিস্তারিত তথ্য পণ্যের গায়ে লেখা রয়েছে
@mdkamrulislam-oc5xv Жыл бұрын
ভাই কোনটার দাম।কত
@RVBD Жыл бұрын
ভাই এসকল পণ্যের দাম পরিবর্তনশীল তাই ভিডিও করার সময় কোন দাম উল্লেখ করা হয়নি। আপনি স্থানীয় দোকানে জিজ্ঞাসা করলে দাম জানতে পারবেন।
@lemonjuice5526 Жыл бұрын
Thank you so much sir !💗
@RVBD Жыл бұрын
আপু, মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ❤️❤️👌
@JebatasniaSadia Жыл бұрын
আচ্ছা আমার তো মিডিয়াম হয় ,কিন্তু যদি হেভিফ্ল টা ব্যাবহার করি কি হবে ,?
@RVBD Жыл бұрын
আপু, যাদের ব্লিডিং কম হয় বা মিডিয়াম হয় তারাও হেভি ফ্লো বক্সবহার করতে পারেন। এতে করে দীর্ঘক্ষন সময় লাগবে প্যাড ফুল হতে। মুলত এই ফ্লো টা ব্লিডিং কম বা বেশী যাই হোক এটা ক্যাপাসিটি কে নির্দেশ করে থাকে। সোজা কথা হেভি ফ্লোতে ব্লিডিং এর পরিমাণ বেশি পরিমাণ আটে। আপনার ব্লিডিং যদি কম হয় আর আপনি যদি হেভি ফ্লোটা ব্যবহার করেন সে ক্ষেত্রে দীর্ঘ সময় লাগবে এটা ভর্তি হতে এবং ঘন ঘন পেট পরিবর্তনের প্রয়োজন পড়বে না। আমার মনে হয় আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। যেহেতু এসকল বিষয় অত্যন্ত সেনসিটিভ তাই ব্যক্তিগতভাবে আমি আপনাকে পরামর্শ দিলাম একজন অভিজ্ঞ গাইনি ডাক্তারের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে এই তথ্যগুলো জেনে নিয়ে তারপরেই ব্যবহার করবেন। একটা প্যাড কতক্ষণ ব্যবহার করা যাবে এবং গেলেও কিভাবে ব্যবহার করা যাবে এটি একজন গাইনি ডাক্তার ভালোভাবে জানেন। তাই তার কাছ থেকে পরামর্শ নেয়াটাই সমীচীন বলে মনে করি।