যেদেশে শেখ হাসিনা কে আপা বলা যায় কিন্তু সরকারি অফিসের ডিসির চেয়ে অনেক নিচু স্তরের একজন কর্মচারী ও স্যার না ডাকলে মাইন্ড করেন । এটা আইন করে বন্ধ করতে হবে । বরং আইন করতে হবে সরকারি কর্মচারীরা জনগনকে স্যার বলে সম্বোধন করবে । এতে কর্মচারীদের মধ্যে বিনয়ী ভাব তৈরি হয়ে সেবার মান উন্নত হবে ।
@shefathreza4877 Жыл бұрын
❤👍
@MdMamun-vd8po Жыл бұрын
আইন আছে অলরেডি প্রজাতন্ত্রের মালিক জনগণ আর রাষ্ট্রের কোন কর্মকর্তা নাই সবই কর্মচারী বা দাশ।
@hasibmunna313 Жыл бұрын
Right 👍 Joy bangla
@JahidHasan-ws8hw Жыл бұрын
পাগলের মত কথা বলবেন না। প্রধানমন্ত্রী একজন জনপ্রতিনিধি সে ভোটে নির্বাচিত।তাই তাকে আপা, খালা ডাকতেই পারেন।কিন্তু একজন নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবী তার উচ্চ গ্রেডের চাকরিজীবীকে স্যার ডাকবেন এটা সরকারি বিধান। ওই শিক্ষক কি প্রধান শিক্ষক বা কলেজের প্রিন্সিপাল কে ভাই ডাকবেন? বেকুবের সাথে বেকুব হচ্ছেন কেন? যদি সবাই সবাইকে ভাই / আপা ডাকে সরকারি অফিসের কোন চেইন ইন কমান্ড থাকবে কি?
"ঝগড়ার মধ্যে কালেমা ত্বাইয়্যেবাহ" বুঝতে পারলাম না কারণটা।
@kawsharjewel6883 Жыл бұрын
শিক্ষককে ধন্যবাদ ওনাকে রিয়েলাইজেশন শিখানোর জন্য।
@md.towhedulislam1474 Жыл бұрын
😊😊😊😊 য্য"য্যয্যয্যয্যয্য"য্যয্যয্যসসা
@MimAkter-zo2lg8 ай бұрын
শিক্ষকে জোতা মারি ডিসির সমতুল্য না হতে পারার জন্য
@bh1337x6 ай бұрын
@@MimAkter-zo2lg Warrant of Precedence অনুযায়ী "ডিসি" একজন "ডিএস/উপসচিব"। তিনি তার দায়িত্বপূর্ণ এলাকায় Warrant of Precedence এর ২৪ তম ধাপের কর্মকর্তা এবং দায়িত্বপূর্ণ এলাকার বাহিরে ২৫ তম ধাপের কর্মকর্তা। মন্ত্রণালয়ে মিটিংএ তিনি ডিএস / উপসচিব হিসেবে পরিগণিত হন। বিপরীতে সরকারি বিশ্ববিদ্যালয়ের "অধ্যাপক" ১৯ তম ধাপের কর্মকর্তা অর্থাৎ অতিরিক্ত সচিব সমতূল্য। ডিসি হিসেবে তার জানা উচিত কারণ এটি কোর্সে শিখানো হয়। ইউএনও হলেন Warrant of Precedence এর বাহিরে অর্থাৎ নিম্ন কর্মকর্তা। সুতরাং ডিসিরে বাল বইলা ডাকলেও ডিসির আইনগত কোন কিছু করার নাই।
@dream453 Жыл бұрын
এই বিষয়টি নিয়ে একজন মন্ত্রী স্পষ্ট করে বলেছেন। স্যার শুধু তারাই কেবল বলবে যারা তার অধীনে কর্মরত।
@rrbanglalovemusic2550 Жыл бұрын
আপনি সত্য বলেছেন
@samiulalam210 Жыл бұрын
নাসরিন আপু,স্যার শব্দের অর্থ হচ্ছে জনাব,মহোদয় যেটাই বলুন না কেন।একজন লোককে সম্মান জানিয়ে স্যার বললে এতে দোষের কিছু কি আছে বলুনতো?
@dream453 Жыл бұрын
@@samiulalam210 সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন আপনি বিষয়টি ভিন্ন দৃষ্টিতে দেখবেন তখনই সমস্যা।
@TravelwithHassan-313 Жыл бұрын
@@samiulalam210 off course asa ami raster malik hoye amar chakor k kano sir bolbo...tara amake sir bole sheba dibe. I am ower of this country 😊
@jionroy8872 Жыл бұрын
@@samiulalam210 সম্মান জানিয়ে স্যার বলা যেতে পারে কিন্তু স্যার বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং, স্যার বলতে বাধ্য করা অন্যায়।
@kazisaifulislammunna25 Жыл бұрын
সরকারি চাকরিজীবী সকলে প্রজাতন্ত্রের চাকর। তাদেরকে স্যার,ম্যাডাম বলা বাধ্যতামূলক নয়।
@MimAkter-zo2lg8 ай бұрын
চাকর চাকর মারাছ ক্যান জ্বলে। তাদের মত বড় কর্মকর্তা পারলে হয়ে দেখা।তারা মহাসাগর পরিক্ষায় পাস করে আসছে। তোরাতো অযোগ্য তাই তোদেরকে সেবা করার মত দেশের সেবা করার মত সেবক দরকার পড়ে।
@bh1337x6 ай бұрын
@@MimAkter-zo2lg কথাবার্তায় তো বস্তির মতো। ডিসিরে বাল বইলা ডাকলেও ডিসির আইনগত কোন কিছু করার নাই।
@RezaulKarim-ci7xw Жыл бұрын
রংপুর বাসীকে ধন্যবাদ।জেগে ওঠো রংপুর বাসী।
@MdAlamin-xw4lx Жыл бұрын
এই ডিসি কে বয়কট করা হোক।
@rabiulbabu851 Жыл бұрын
চেয়ার পদ পদবি নিয়ে যাদের এতো অহংকার তারা সেই চেয়ারে বসার যোগ্য না। কারণ তার জীবনের লক্ষ্য হচ্ছে চেয়ার। দেশসেবা বা জনগণের সেবা নয়।
@smsultan781 Жыл бұрын
বগুড়ায় মহিলা বিচারক পা ধরায়,,রংপুরে মহিলা ডিসি জোর করে Sir বলায়,,এগুলো আমি নিশ্চিত কোটাধারী অযোগ্য। 😊😊😊
@rokonuzzamanshawon3035 ай бұрын
সহমত
@nsneel6948 Жыл бұрын
Sir তো তারায় যাদের কাছ থেকে আমরা সুশিক্ষা গ্রহণ করি।
@esratmediatv1986 Жыл бұрын
স্যার ও ম্যাডাম একমাত্র শিক্ষাগুরুকেই বলা উচিত ।অন্য কাউকেই নয়
@iloveyoudarling399 Жыл бұрын
আজ থেকে শিক্ষক ছাড়া আর কোন হালা আর হালিরে স্যার বলব না।
@moshiurshakh402 Жыл бұрын
ভাই শিক্ষককে কি স্যার বলা বাধ্যতামূলক? শিক্ষককে সম্মান কে যদি সম্মানিত করেন তাহলে ডিসির সম্মানকে কেন সম্মানিত করতে পারবেন না
@iloveyoudarling399 Жыл бұрын
@@moshiurshakh402 বাধ্যতামূলক না তবে ডিসির মত সম্মানিত লোক শিক্ষকের আপা ডাকা নিয়ে এই বড় কথা বলতে পারে তাহলে আমরা কেন পারব না।ডিসি হলে আপনার আমার আর দেশের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে থাকে।শিক্ষক পদে নিয়োগ দেওয়ার সময় কর্মচারী উল্লেখ করা থাকে না।কারণ শিক্ষকের মর্যদা অনেক উপরে।
@jakoanbinmahbub8521 Жыл бұрын
@@moshiurshakh402যাই হোক ওসব যুক্তিবাজি পরে ।আমি যতটুকু জানি ভার্সিটির সহযোগী অধ্যাপক এর rank ডিসি থেকে একধাপ উপরে, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এর rank ডিসির সমতুল্য। এগুলো না জেনে লাফালাফি করা ঠিক না ।রংপুর ভার্সিটির ওই sir সহযোগী অধ্যাপক তার মানে ডিসির একধাপ উপরে হবার কথা ।কিছু পাবলিক মনে করে একটা জেলাতে বোধহয় ডিসির পোস্ট ই সবচেয়ে বড়। এটা জানার ভুল। জেলাতে ইউনিভার্সিটি না থাকলে জেলার সবচেয়ে উপরের পোস্ট ওই জেলার সবচেয়ে বড় কলেজের বা যেকোন সরকারি কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ।জেলাতে ভার্সিটি থাকলে ভিসি থেকে নিয়ে সহযোগী অধ্যাপক যারা আছে তারা ডিসির উপরে।
@minaramitu8734 Жыл бұрын
শিক্ষককে স্যার, কেননা তিনি শিক্ষদান করেন, তারা জাতি গড়ার কারিগর।তাদের দ্বারাই তৈরি হবে ভবিষ্যৎ আব্রাহাম লিংকন।
@TravelwithHassan-313 Жыл бұрын
@@moshiurshakh402 apnar gyan er boroi ovab asa.
@mdsajibmia3486 Жыл бұрын
আমরা এদেশে সবাই রাজা।সবাই স্যার ।এই আইন পাস করা হোক।
@advanceourlife7999 Жыл бұрын
আমি সরকারি চাকরি করি তা মানে আমি জনগণের চাকর এটা মানতেই হবে
@mdjahedhassan3187 Жыл бұрын
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু" আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব ও না। আসুন আমরা সবাই মিলে সালাত কায়েম করি। অতএব, নিজে সালাত আদায় করুন এবং অন্যকে সালাত আদায় করার জন্য দাওয়াত দিন।
@hussainahmed1512 Жыл бұрын
আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন আর যাকে ইচ্ছা আল্লাহ তাকে অসম্মানী করেন
@rashidakhatun1844 Жыл бұрын
সুরা আল ইমরান আয়াত 23
@FirozMia-om7bt Жыл бұрын
এই টা ডিসির প্রাপ ছিলো
@hmtarikulnadim1328 Жыл бұрын
স্যার এর আভিধানিক অর্থ জানা থাকলে আশা করি যাকে বলবে বা যে বলবে কারোরই আপত্তি থাকার কথা না। "স্যার " শব্দটাকে আমরাই জটিল করে ফেলেছি।আমাদের সমস্যা হচ্ছে স্যার না বললেও রাগ করি আর বলতেও ইগো দেখাই
@ghasforing123 Жыл бұрын
সকল সরকারী কর্মচারী তার অধীনস্থ ছাড়া সব জনসাধারণকে স্যার বলে সম্বোধন করা বাধ্যতামূলক করতে হবে।
@tanvirhasanfaysal2493 Жыл бұрын
মানুষ যখন তার যোগ্যতার চেয়ে বেশি পেয়ে যায় তখনি এরকম আচরণ করে, এরা এই চেয়ারের যোগ্যই ছিলোনা কখনো।
@morita_lifeinjapan56186 ай бұрын
কেউ স্যার কিংবা ম্যাডাম বলুক কিংবা নাই বলুক এটা নিয়ে বিব্রতকর হওয়ার কোন সুযোগ নেই। কারণ রাষ্ট্রের সংবিধানেই আছে রাষ্ট্রের সকল কর্মকর্তা-কর্মচারী প্রজাতন্ত্রের চাকর |
@haroonhifzurrahman-zd3wf5 ай бұрын
চাকরেরা তা বুঝলে তো ।
@msu744 Жыл бұрын
বাধ্য করা না হলেও নিজেকে স্যার বলার জন্য কাউকে কিছু বলা কতটুকু উন্নত রুচির পরিচয়?
@moslimmoslim1835 ай бұрын
ধন্যবাদ আপনাদেরকে এরকম প্রতিবাদ তুলে ধরার জন্য
@muktadir83 Жыл бұрын
সরকারী কর্মচারীদের প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো শপথ পাঠ করানো প্রয়োজন। যেখানে জনগণের Tax তথা দয়ায় তাদের বেতন-ভাতা হয় সেটাও উল্লেখ থাকা প্রয়োজন।
@alfajkaife1925 Жыл бұрын
সবাই রোলেক্স হইতে চায়। yes sir, ok sir, just sir 😆😆😆
@ShohelRana-ku8tv6 ай бұрын
এ ধরনের শোষকদের আইনের আওতায় আনা দরকার। ঐ কুটিল মহিলার শাস্তি হওয়া দরকার।
@sagorahmed2834 Жыл бұрын
ডিসির বিচার হলে আইনের সাশন আছে জনগন বুঝতে পারবে
@nornbi09877 ай бұрын
একজন ডিসি রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা থেকে বেতন পায় অর্থাৎ ডিসি সাহেবকে জনগণকে স্যার বলে সম্মান করা উচিত
@bellal4461 Жыл бұрын
ধন্যবাদ ফারুক ভাই কে।
@aminulislammamun6 ай бұрын
এভাবে প্রতিবাদ হওয়া উচিত।
@monsterrider8117 Жыл бұрын
আমার জানা মতে শিক্ষা গুরু ছাড়া কাউকে স্যার ডাকার নিয়ম নাই।
@colzzz2637 Жыл бұрын
kothay ase ei niyom? birer desh e teacher der naam dhore sommodhon kore
@muinshah5824 Жыл бұрын
কয়দিন পরে দারোয়ানকে ও স্যার বলতে হবে
@AKMMAZIBURRAHMAN-oz4jb6 ай бұрын
প্রজাতন্ত্রের কর্মচারীরা এখন দেশের মালিক হতে চায়!!!
@saikat.cox.6425 Жыл бұрын
আনার কলির মত লাগে
@mdhamid5942 Жыл бұрын
বাপরে বাপ একজনের পাওয়ারের সাথে আরেকজনের পাওয়ার কম না আমরা আম জনতা পাওয়ারের ঠেলায় বাঁকা হয়ে যাচ্ছি হে আল্লাহ আমাদেরকে বাঁচাও একদিকে পাওয়ারের ঠেলা আর একদিকে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশির ঠেলা এখন আমরা কোন দিকে যাব বঙ্গোপসাগরে ঝাপ দেওয়া ছাড়া আর কোন উপায় নেই
@israfilhossain4464 Жыл бұрын
এটাই হল গনতন্ত্রের শিক্ষা। যদি ইসলামী খিলাফাহ হত তাহলে কোনদিন এরকমটা হত না
@badrulcivil89786 ай бұрын
হাজারও ডিসি এসপিসহ বিসিএস ক্যাডার-নন-ক্যাডার তৈরি করেন এস পাবলিক ও নন-পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গণ। আমরা স্ব-শ্রদ্ধা জানাই শিক্ষকদের কে।
@israfilhossain4464 Жыл бұрын
ভিতরে অহংকার কারন তাঁরা মৃত্যু কে ভুলে গেছে। হে মানুষ তুমি কি নিয়ে এত অহংকার কর তুমি তোমার সৃষ্টির কথা ভুলে যেওনা। একফোঁটা নাপাক পানিই তোমার সৃষ্টির মূল উৎস ছিল। অহংকার একমাত্র আল্লাহর চাদর। প্রতিটি মানুষ রুহ জগতে একসাথে ছিল। মানুষ কে ছোট ভেবোনা।
@mdkakon78676 ай бұрын
সাধারণ পাবলিক হলেই কাম চাড়ছিলো শিক্ষক হওয়াই প্রতিবাদ করতে পারছে😂
@kamrulislam4922 Жыл бұрын
সব সরকারি অফিসের একই অবস্থা,,,,
@taukirzaman7965 Жыл бұрын
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষিকা ছাড়া অন্য যে কোন ব্যক্তিকে স্যার বা ম্যাডাম ডাকার উপরে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হোক।
@natureloverbangladesh Жыл бұрын
এরকম করে সাধারণত যারা কোটায় বিনা মেধায় বা কম পরিশ্রমে বিসিএস ক্যাডার হয় । দুবার ভাইবা দেয়ার অভিজ্ঞতা থেকে বলছি । অথবা যাদের নিজের সম্মানটা কম পারিবারিকভাবে কেউ তেমন প্রতিষ্ঠিত না হটাত বংশে একজন ডিসি হয়ে গেলে আকাশে চলে যায় ।নিজেকে স্বর্গীয় ভাবতে শুরু করে । সবাইকে নিজের অধস্তন ভাবতে শুরু করে । এরকম অনেক কারনই হতে পারে । এই ডিসি কেন এরকম সেটা ব্যাক্তিগত ইুতহাস জানলে বোঝা যেত ।
@zkhokon19456 ай бұрын
অপরিপক্কদের কর্মকর্তা বানালে এমনই হবে!
@Hamid2020-f4q Жыл бұрын
আপা বলে ডাকা পাগলামির শামিল ।তিনি একটা জেলার অভিভাবক তাকে সম্মান দিয়ে ডাকা উচিত। আপা শব্দটা একজন শিক্ষকের মুখে মানায় না।
@AgroLabour Жыл бұрын
ডিসি কে কেন স্যার বলতে হবে। ডিসি ত প্রজাতন্ত্রের কর্মচারী, তিনি জনগণের টাকায় বেতন পান। জনগণকে সেবা দিতে না পারলে চাকরি ছেড়ে দেন। জনগণ আপনাকে স্যার বলবে না, আপনি জনগণকে স্যার বলবেন
@bh1337x6 ай бұрын
ওরে বাপরে... ডিসি নাকি অভিভাবক 🤣. Warrant of Precedence অনুযায়ী "ডিসি" একজন "ডিএস/উপসচিব"। তিনি তার দায়িত্বপূর্ণ এলাকায় Warrant of Precedence এর ২৪ তম ধাপের কর্মকর্তা এবং দায়িত্বপূর্ণ এলাকার বাহিরে ২৫ তম ধাপের কর্মকর্তা। মন্ত্রণালয়ে মিটিংএ তিনি ডিএস / উপসচিব হিসেবে পরিগণিত হন। বিপরীতে সরকারি বিশ্ববিদ্যালয়ের "অধ্যাপক" ১৯ তম ধাপের কর্মকর্তা অর্থাৎ অতিরিক্ত সচিব সমতূল্য। ডিসি হিসেবে তার জানা উচিত কারণ এটি কোর্সে শিখানো হয়। ইউএনও হলেন Warrant of Precedence এর বাহিরে অর্থাৎ নিম্ন কর্মকর্তা। ডিসিরে বাল বইলা ডাকলেও ডিসির আইনগত কোন কিছু করার নাই।
@md.abdulzabber4998 Жыл бұрын
জনাব আপনি একজন শিক্ষক তাই আপনার সমস্যা অন্য কে স্যার বলতে যদি আপনাকে স্যার না বলে তো আপনি কি বলবেন। ডিসি একজন সম্মানিত ব্যক্তি তাকে সম্মান করতে আপনার সমস্যা হবার কথা ছিলনা।
@AgroLabour Жыл бұрын
ডিসি কে কেন স্যার বলতে হবে। ডিসি ত প্রজাতন্ত্রের কর্মচারী, তিনি জনগণের টাকায় বেতন পান। জনগণকে সেবা দিতে না পারলে চাকরি ছেড়ে দেন। জনগণ আপনাকে স্যার বলবে না, আপনি জনগণকে স্যার বলবেন
@Foridayesmin205 ай бұрын
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
@mmr3200 Жыл бұрын
সংশ্লিষ্ট ডিসি যদি নিজের ভুল বুঝেন তাহলেই ভাল।
@mohiuddin-fi9fd Жыл бұрын
এইসব লোকগুলোর মানসিকথাই দেশ কে আজ এই অবস্থা ।
@MustaqAhmed-h3e6 ай бұрын
সম্মান দিলে সম্মান পাওয়া যায়
@B.mTv. Жыл бұрын
অযোগ্য মানুষকে এমন পদ দিলে যা হয় আর কি।
@mdnoyunrafi Жыл бұрын
মহিলারা গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে যা হয়
@md.adilalmamunmamun2810 Жыл бұрын
এটাই বর্তমান চিত্র, বিচারের বাণী এখন দাসত্তের প্রলাপ।
@nakbocha Жыл бұрын
আমার বাবা জীবদ্দশায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি সারাজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন এই দেশের সকল সরকারি চাকুরীজীবীই জনগণের কর্মচারী, তাই তাদের সর্বদাই কর্তব্যরত অবস্থায় জনগণকে স্যার বা ম্যাডাম বলে ডাকা উচিৎ। কোনক্রমেই জনগণের দায় নেই সরকারি চাকুরীজীবীদের স্যার বা ম্যাডাম ডাকার। আমাদের ওইসব ঔপনিবেশিক চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে দ্রুত। প্রত্যেকটি সরকারি চাকুরীজীবীর বেতন আসে জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকে সেটা ভুলে গেলে চলবে না। 💕🙏
@তুমিআমিওসেআমরা Жыл бұрын
এমন স্যার পিপাসুদের মাছের বাজারে যেতে জাতীর পক্ষ থেকে বিনম্র আকুতি জানানো হলো 😅😅😅
@anmarefin7350 Жыл бұрын
Smart DC.viral howar sujog dilo na.
@nasiruddin5176 ай бұрын
Sir is a official word.Give respect take respect.
@bh1337x6 ай бұрын
not mandatory
@rimukhan725 ай бұрын
এই শিক্ষক যেটা ছোট মন মানসিকতার লোক, আর বলা ক্ষতির কিছু না। উন্নত দেশগুলোতে মালিক চাকরকেও স্যার বলে সম্বোধন করি। কারণ চাকর ও একজন মানুষ। তারও সম্মান আছে। এই শিক্ষক ফ্যামিলির লোক আই এম সিওর।
@ekabir2010 Жыл бұрын
অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন যারা ইচ্ছা করলে বিসিএস অফিসার হতে পারতেন কিন্তু তারা শিক্ষকতা পেশাকে প্রাধান্য দিয়েছেন। আমাদের মতো নিরক্ষর সমাজে উচ্চ শিক্ষিত শিক্ষকরা যথাযথ সম্মান পাচ্ছেন না। এটি ইঙ্গিত দেয় যে আমাদের ভবিষ্যত অন্ধকার। There are numerous university teachers who could be BCS officer if they wished but they preferred teaching profession. In an illiterate society like ours, highly educated teachers are not getting due respect. It gives indication that our future is bleak.
@alinkhondaker1211 Жыл бұрын
বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষকদের সরাসরি রাজনীতি শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটানো শিক্ষক হিসাবে কতটা সুশিক্ষিত, সততা এবং ন্যায়সংগত ?
@mdnezam3516 Жыл бұрын
এই সকল সরকারি চাকুরে গুলো ভুলে যায় যে বাংলাদেশের জনগণ ওদের বেতন দেয়। ওরাই বরং বাংলাদেশের জনগণকে স্যার বলা উচিত। কিন্তু এরা হচ্ছে নিমকহারাম যার টাকায় বেতন পেয়ে খায় পরে তাদেরকে বাধ্য করতে চাই স্যার বলতে।
@SamratBiswas-rl4mg5 ай бұрын
এই তো আমাদের বাংলাদেশ,, সোনার বাংলা দেশ
@SaifulIslam-tf3ml Жыл бұрын
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়া আর কেহ স্যার হওয়ার যোগ্যতা রাখে না
@golammawla5363 Жыл бұрын
শিক্ষা প্রঠিস্ঠানে কি দুর্নীতি হয় না সবাই কি সাধু। তাহলে দুর্নীতিবাজদেরও স্যার থাকতে হবে ।
@INFOTAINMENTBD1 Жыл бұрын
কবে থেকে শুরু হলো 'স্যার' ডাকার প্রচলন ? SIR kzbin.info/www/bejne/p3fbhoqanJiDjc0
@travelwithsaleh Жыл бұрын
কর্মকর্তা বলতে কোন শব্দ নাই, মাহামান্য রাষ্ট্রপতি, মাননীয়া প্রধানমন্ত্রী ছাড়া বাকি সবাই রাষ্ট্রের কর্মচারী। জনগন ট্যাক্স দিলেই তারা বেতন পান, আর না দিলে তারা বেতন পাবেন না।
@lifevideo7628 Жыл бұрын
এই দেশের সব জায়গা থেকে স্যার ম্যাডাম কথাগুলো উঠিয়ে ফেলা উচিত, এই দেশের লোকদের স্যার বলের আসলে সম্মান করাটাই উচিত না, কারণ এরা সার কথাটাকে অনেক উচু ভাবে
@shimulkhumar4543 Жыл бұрын
এর সমাধান নেই এদের লজ্জা নেই জনগণের চাকর হয়ে ও আবার জনগণের উপর চোখ রাগানী
@bellal4461 Жыл бұрын
আমাদের চাকরের কাছে আমরা অসহয়
@samiulalam210 Жыл бұрын
তোমরাও খুব বেশী বাড়াবাড়ি করতেছ।যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান করলে কারো সম্মান কমবেনা বরং বাড়বে।একজন জেলা প্রশাসককে অবশ্যই একজন কলেজ টিচার স্যার বললে দোষের কিছু হবেনা।আমরা ছোট বেলায় দেখেছি একজন টিচার তার সিনিয়র টিচারকে শিক্ষা প্রতিষ্ঠানে স্যার বলে সম্বোধন করত।তাহলে ডিসি যোহেতু সিনিয়র তাকে স্যার বলতে এত কষ্ট লাগে কেন?
@TravelwithHassan-313 Жыл бұрын
Tui k re halar put 😊
@samiulalam210 Жыл бұрын
কোথায় একজন জেলা প্রশাসক যিনি কিনা পরো একটা জেলার দায়িত্বে আছেন আর কোথায় কলেজের সহযোগী শিক্ষক!
@samiulalam210 Жыл бұрын
@@Dr.Tarekh-Rasul যত কথাই বলেন একজন জেলা প্রশাসকের সাথে একজন অধ্যাপকের তুলনা করা বোকামি ছাড়া কিছুই না।আসলে আজকের বাংলাদেশে আমরা সবাই নিজেদের অনেক বড় মনে করি এবং মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে কেউই রাজিনা।মানুষের মনে অহংকার দানা বেধেছে তাই এত সমস্যা।
@samiulalam210 Жыл бұрын
@@Dr.Tarekh-Rasul Thank's a lot to you.I am delighted to chat with you.
@bh1337x6 ай бұрын
@@samiulalam210 Warrant of Precedence অনুযায়ী "ডিসি" একজন "ডিএস/উপসচিব"। তিনি তার দায়িত্বপূর্ণ এলাকায় Warrant of Precedence এর ২৪ তম ধাপের কর্মকর্তা এবং দায়িত্বপূর্ণ এলাকার বাহিরে ২৫ তম ধাপের কর্মকর্তা। মন্ত্রণালয়ে মিটিংএ তিনি ডিএস / উপসচিব হিসেবে পরিগণিত হন। বিপরীতে সরকারি বিশ্ববিদ্যালয়ের "অধ্যাপক" ১৯ তম ধাপের কর্মকর্তা অর্থাৎ অতিরিক্ত সচিব সমতূল্য। ডিসি হিসেবে তার জানা উচিত কারণ এটি কোর্সে শিখানো হয়। ইউএনও হলেন Warrant of Precedence এর বাহিরে অর্থাৎ নিম্ন কর্মকর্তা। সুতরাং ডিসিরে বাল বইলা ডাকলেও ডিসির আইনগত কোন কিছু করার নাই।
@mdakteruzzaman4010 Жыл бұрын
বর্তমান সময়ে একজন মন্ত্রীর প্রকাশ্যে বলেছে প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা-কর্মচারীকে স্যার বলা বাধ্যতামূলক নয়। জনসাধারণের। অতএব জনগণের কি দায় পড়েছে ডিসি এসপিকে স্যার বলতে হবে।
উচিত কাজ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক। ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে
@riyad6374 Жыл бұрын
জিলাপি দিতাছে নিয়ে আসেন গা
@binodon2337 Жыл бұрын
হাইকোর্টে রীট করে দিন
@mesbiulkabir4716 Жыл бұрын
আমাদের ভাষায় বাংলা। তাহলে এসব জায়গায় ইংরেজি শব্দ বলতে হবে কেন?
@MdSbsbabul-ot4jf5 ай бұрын
শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় আর শিক্ষক যদি হয় তার কারিগর তাহলে সর্বস্তরের শিক্ষকদেরকে প্রজাতন্ত্রের সকল কর্মচারীর বাধ্যতামূলকভাবে সার বলা উচিত; শিক্ষকরা কাউকেই স্যার বলার প্রয়োজন নেই বলে আমি মনে করি।
@hasanurrahmanhasan6476 Жыл бұрын
বাইরের দেশে সরকারি কর্মচারিদের কে নাম ধরে ডাকা হয়। বাংলাদেশেও সেটা করা হোক। জনগণের চাকর রা কখনও জনগণের মালিক হতে পারে না।
@oliurrahman2862 Жыл бұрын
বাইরের দেশে শিক্ষকদের নাম ধরে ডাকা হয়।
@hasanurrahmanhasan6476 Жыл бұрын
@@oliurrahman2862 হ্যা ভাই
@shiblukhan_sk Жыл бұрын
শিক্ষককে ধন্যবাদ।
@dr.islami1773 Жыл бұрын
Amar mone hoy ei teacher ta ekta dhandabaj
@JalalUddin-ev8ji Жыл бұрын
According to 1908 civil service rule- any government job holder must be treat as a public servant.
@mirajmiraj4722 Жыл бұрын
6din ager news ajke den kmon channel
@monowarchaklader83406 ай бұрын
বিচার বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক।
@dr.syedashrafhossain2194 Жыл бұрын
Respect is reciprocal &vice versa.
@obaids6693 Жыл бұрын
প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে আমরা সাধারণ জনগণ স্যার বলবো না।
@HabiburRahman-g6w5 ай бұрын
দূর্নীতি বন্ধ হলে অবৈধ অর্থের গরম থাকবে না। তখন সবার অহংকার ও দাম্ভিকতা কমে আসবে। ধর্ম ও নৈতিকতার শিক্ষায় প্রশাসনের ট্রেনিং থাকা প্রয়োজন।।
@spokenworld5286 Жыл бұрын
ওসমানী মেডিকেলে আমার সাথে এমন ঘটেছিল....
@mdshoriful-oe8tc Жыл бұрын
সংবিধান অনুযায়ী তারা চাকর মালিক জনগণ। তাহলে কি দাড়ালো চাকর মালিক কে বলছে স্যার ডাক তে।
@mmhoq88285 ай бұрын
শিক্ষক নন এমন কর্মকর্তাকে অফিসার বলা যায় অফিসার, স্যার নয়
@mubingaming5617 Жыл бұрын
পদবী অথবা ভাই বলে ডাকলে সমস্যা কি?
@mahmud-ulhasan9312 ай бұрын
প্রজাতন্ত্রের কর্মচারী উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক,জেলাপ্রশাসক, সচিব -আমলারা নিজেদেরকে জনগনের প্রভু মনে করে।আর কভিক্টিম ও প্রতিকার প্রার্থীদেরকে তাদের দাস মনে করে 😢😢😢 এখন রাষ্ট্রীয় ভাবে এটা স্পষ্ট করা আবশ্যক যে রাষ্ট্রে জনগনের অবস্থান কী ?
@BDBloggerLucky Жыл бұрын
আপা ভাই ডাকা থেকে স্যার মেডাম ডাকা ই ইজি🙄🙄,,কি আজব সামন্য একটা ব্যাপার নিয়ে এত্ত কিছু,,
@arifulariful4703 Жыл бұрын
আমার মত আমার মতে ওনাকে ওনার কর্তব্য থেকে সাসপেন্ড করা হোক
@hassanmasum4461 Жыл бұрын
এই ডিসি খাট কাপানো, হ্যাঁ ভাই অনেক খাট ভেঙে ফেলেছে
@ziaulpashapalash7261 Жыл бұрын
স্যার তো হবে একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক আমরা যারা প্রজাতন্ত্রের চাকর বা সেবা দাসদাসী কেন নিজেকে স্যার বলে দাবী আমরা তো জনগনকে স্যার বলে সেবা দেব
@tusharroyroy6358 Жыл бұрын
মানুষ কে সন্মান কোরলে সম্মান বাড়ে। স্যার বোললেও বা কি এমন সমস্যা?আবার আপা বোললেও কি সমস্যা?স্যার অর্থ জনাব। অপরিচিত লোককে স্যার বলা যায়।
@bh1337x6 ай бұрын
আপনি বলেন কিন্তু অন্য কেউ বাধ্য নাহ
@rabiulbabu851 Жыл бұрын
এইদিক দিয়ে পুলিশ সবচেয়ে এগিয়ে। পুলিশকে স্যার না বলে ভাই বললে কাজ হবে না।
@ershadbp981 Жыл бұрын
এটা ঠিক বলেননি
@miraminuddinmohon71495 ай бұрын
একটা thank you দিয়ে পার পাওয়া যায় কি?
@mdrumon2085 Жыл бұрын
উনি একজন জেলা প্রশাসক স্যার বলে ডাকা উচিত অবশ্যই সে একজন ডিসি মহোদয় সে জেলার একজন সম্মানীয় ব্যক্তি আমিও যদি ওইখানে থাকতাম আমি তাকে স্যার বলে ডাকতাম প্লিজ ভাই ও বোনেরা আপনারা তাকে বাজে কমেন্ট করবেন না প্লিজ সে একজন জেলা প্রশাসক প্লিজ প্লিজ প্লিজ ভাই ও বোনেরা আপনারা তাকে বাজে কমেন্ট করবেন না প্লিজ সে একজন জেলা প্রশাসক প্লিজ প্লিজপ্লিজ ভাই ও বোনেরা আপনারা সবাই বাজে কমেন্ট গুলো ডিলেট করে ফেলেন
@AgroLabour Жыл бұрын
ডিসি কে কেন স্যার বলতে হবে। ডিসি ত প্রজাতন্ত্রের কর্মচারী, তিনি জনগণের টাকায় বেতন পান। জনগণকে সেবা দিতে না পারলে চাকরি ছেড়ে দেন। জনগণ আপনাকে স্যার বলবে না, আপনি জনগণকে স্যার বলবেন
@MDAlamin-yw1ub Жыл бұрын
মহিলা কে স্যার 😂😂😂😂😂😂😂
@akmmaksudulalam1660 Жыл бұрын
সরকারি চাকরিজীবিদের বেতন তো এদেশের সাধারণ মানুষের ভ্যাট- ট্যাক্স এর টাকায় হয়ে থাকে। অর্থাত যার টাকায় কারোর বেতন, রুজি- রুটির ব্যবস্থা হয়ে থাকে সেই লোক তো সাধারণ মানুষের চাকরই হয়..... সেই চাকর তো সাধারণ মানুষকই স্যার সম্বোধন করে সেবা প্রদানে এগিয়ে আসা উচিত......হায়রে অভিজাত !!
@UzzolMias Жыл бұрын
সার্ভিস করে তো সারভেন্ট রা, সারভেন্টদের কে কেউ স্যার বলে ?
@shantojewelers Жыл бұрын
স্যার বা ম্যাডাম এগুলো সর্বজনীন সম্বন্ধন, এখানে আপত্তি করা যথেষ্ট মাথামোটানোর ব্যাপার, কোথায় যাচ্ছে দেশটা