আলহামদুলিল্লাহ মাশাল্লাহ গাজী ইয়াকুব ভাই চমৎকার আলোচনা করেছেন!
@ashiqmahnud343424 күн бұрын
❤
@UKDentalClinic24 күн бұрын
পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেন, ‘আকাশ সমূহে এবং পৃথিবীতে যা আছে সবই আল্লাহর। আর তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ কর বা তা গোপন কর আল্লাহ তোমাদের কাছ থেকে এর হিসাব নিবেন। অতএব, তিনি যাকে চাইবেন ক্ষমা করবেন এবং যাকে চাইবেন আজাব দিবেন। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান’ (সুরা আল বাকারা, আয়াত: ২৮৪)। এই আয়াত থেকে এটা স্পষ্ট বুঝা যায় যে, মানুষের প্রত্যেক কাজেরই হিসাব দিতে হবে, তা যতই গোপন হোক কিংবা প্রকাশ্য আর এর জন্য পুরস্কার, শাস্তি বা ক্ষমা আল্লাহর ইচ্ছানুযায়ী পেতেই হবে। পবিত্র কুরআনে আল্লাহপাক আরও বলেন, ‘যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দকর্ম করলে তার প্রতিফল সে-ই ভোগ করবে। তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না।’ (সুরা হামিম সিজদা, আয়াত: ৪৬) #বাংলা_কোরআন
@adibtch256424 күн бұрын
এক পক্ষের আলোচনা শুইনা লাভ নাই।
@Engr_Raju24 күн бұрын
এক পক্ষকে এনে আলোচনা করলে মানুষ কিভাবে সঠিকটা বিচার করবে?
@UKDentalClinic24 күн бұрын
নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা'আয়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। (সূরাঃ আল আনআম, আয়াতঃ ১৫৯)
@jakiatulljannatjannat24 күн бұрын
fotka sotka kokhon bollo?
@mushfiqulislam79356 күн бұрын
dui dol er representative rakha uchit silo
@kazimahfujurrahman732224 күн бұрын
নিজামউদ্দিনপন্থী কোনো একজন বিজ্ঞ আলেমকে দাওয়াত করার অনুরোধ রইলো। নতুবা একপাক্ষিক আলোচনা করে পক্ষপাতদুষ্টতার জন্য জবাবদিহি করতে হবে।