Рет қаралды 34,727
We want to remove the unwanted fish in the pond to cultivate the desired species of fish.
In that case it is seen that many times the descendants of old tilapia fish live in our pond.
We want to get rid of the unwanted fish in the pond by killing them.
But it can be seen that after killing the fish in the pond, if the pond can be dried and cultivation can be started again, then tilapia fry can be found again.
What happened;
This is what happened when the last-minute tilapia eggs laid out at the bottom of the pond were found to hatch after a month or two.
So even after a lot of exercise, the presence of tilapia fish along with other fish can be seen in the farming pond.
This tilapia fish prevents other fish from eating the feed and also competes with the feed itself; As a result, the growth of the desired fish is hindered.
The only way to kill a tilapia fish is to kill the tilapia fish and refill it with water and use "Phostoxin" tablets.
This can be done by applying
"1 tablet/ decimal/feet of water" at the right temperature or on a sunny day.
Only then will it be possible to kill tilapia, otherwise it will not.
Thanks everyone.
#তেলাপিয়ার_বংশ_ধংস, #ফষ্টকসিন_ট্যাবলেটের_ব্যবহার, #পুকুরের_আমাছা_পরিস্কার
আমরা পুকুরে আকাঙ্ক্ষিত প্রজাতির মাছ চাষ করার জন্য অবাঞ্ছিত মাছ পরিষ্কার করতে চাই ।
সে ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পুরানা তেলাপিয়া মাছের বংশধর আমাদের পুকুরেই থাকে।
আমরা সেগুলিকে শেষ দিয়ে মেরে ফেলে পুকুরকে অনাকাঙ্খিত মাছ মুক্ত করতে চাই ।
কিন্তু দেখা যায় পুকুরে মাছ মারার পর পুকুর শুকিয়ে নিয়ে আবার যদি চাষ শুরু করা যায় সে ক্ষেত্রে তেলাপিয়ার পোনা আবার পাওয়া যায় ।
ঘটনাটা কি ঘটে;
ঘটনাটি এরকমেরই ঘটেযে পুকুরের তলায় তেলাপিয়া মাছের শেষ মুহূর্তের মুখ থেকে বের করে দেওয়া ডিমই দেখা গেছে যে এক মাস কিংবা দুই মাস পরেও ফুটে থাকে।
তাই অনেক কসরত করার পরেও চাষের পুকুরে অন্যান্য মাছের সাথে তেলাপিয়া মাছের আবার উপস্থিতি দেখা যায়।
এই তেলাপিয়া মাছ অন্য মাছকে খাবার খেতে বাধা দেয় এবং নিজেও খাবারের সাথে প্রতিযোগিতায় নামে; ফলে আকাঙ্ক্ষিত মাছের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।
তেলাপিয়া মাছ নিধন করার একটাই পথ আছে সেটা হচ্ছে তেলাপিয়া মাছ মেরে নিয়ে আবার পানি ভরিয়ে "ফসটক্সিন" জাতীয় ট্যাবলেট ব্যবহার করা ।
সঠিক তাপমাত্রায় বা রৌদ্রময় দিনে প্রতি শতক ফুট পানিতে ১ টি করে ট্যাবলেট প্রয়োগ করার মাধ্যমে এই কাজটি সাধন করা যায়।
তাহলেই তেলাপিয়া মাছ নিধন করা সম্ভব হবে অন্যথায় হবে না।
সবাইকে ধন্যবাদ।
#তেলাপিয়ার_বংশ_ধ্বংস,
Abeed Lateef