অসাধারণ একটি বাংলা গান। তালাক মামুদ যেমনই কন্ঠ দিয়েছেন সেরকমই কন্ঠ হয়েছে। তারপরে সুচিত্রা সেন এবং উত্তম কুমারকে দিয়ে লিপস করানো হয়েছে। এক কথায় অসাধারণ অসাধারণ একটি গান।
@zahidulchowdhury47859 ай бұрын
এই গানটি উত্তম কুমার ও সুচিত্রা সেনকে দিয়লিপস করানো হয়নি।""রাজধানীর বুকে"" ছায়াছবিতে লিপস করানো হয়েছিল রহমানকে দিয়ে।
@zahidulchowdhury47859 ай бұрын
এই গানটি উত্তম কুমার ও সুচিত্রা সেনকে দিয়ে লিপস করানো হয়নি।""রাজধানীর বুকে"" ছায়াছবিতে গানটি গেয়েছিলেন তালাত মাহমুদ।লিপস দিয়েছিলেন রহমান।
@subhassaha34669 ай бұрын
CORRECT SO THE GREAT HIT BENGALI SONG, LONG LIVE EVER GREEN SONG, BOLD VOICE OF DR.SUBHAS CHANDRA SAHA
@gourangomohalder20819 ай бұрын
তালাক নয়,তালাত মাহমুদ হবে।
@fatemabatul38718 ай бұрын
😢
@debajyot9 ай бұрын
যেমন ভাষা ও সুর, তেমনই গায়কী!
@FazlurRahamanMandal-b4p5 ай бұрын
এই গীতিকার ও সুরকার, এই গানে অসম্ভব মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। গীতিকার যেমন তালাত মাহমুদের কণ্ঠোপযোগী কথার জাল বুনেছেন ,তদ্রুপ সুরকারও সুর সংযোজন করেছেন। দুজনের অপূর্ব মেলবন্ধনে গানটি হয়ে উঠেছে সর্বকালের হৃদয় স্পর্শ করা কালজয়ী গান।
@enayethossain30032 ай бұрын
আমার জীবনে এই রকম জুটি আর দেখি নাই। কি সুন্দর ছিল তখনকার পরিবেশ।
@skbiswas14529 ай бұрын
আমাদের দেশের বাংলা সিনেমা "রাজধানীর বুকে" ছবিতে কেজি মোস্তফার লেখা এবং রবীন ঘোষের সুরে বাংলা গানের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি তালাত মাহমুদের কালজয়ী এই স্মরণীয় গান টি ব্যবহার করা হয়েছে। বাংলা গানের অবিস্মরণীয় গীতিকার কেজি মোস্তফা, কিংবদন্তি সুরকার রবীন ঘোষ এবং ভারতীয় বাংলা গানের কিংবদন্তি শিল্পী তালাত মাহমুদ এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।❤️🙏
@mozammelhossain8544 ай бұрын
এই সুর এই কন্ঠ আর কি কখনো কেউ নিয়ে আসবে। আর মায়ের ভাষায় এ গান পাগল করে দেয়
@SheikhMohammadShahjahan8 ай бұрын
চির নুতন মন জুড়ানো গান। এসব গানের চলচ্চিত্র যারা দেখেছে তারা সৌভাগ্যবান মনে করি।
@arunbarua30479 ай бұрын
কখনো পুরাতন হবে না, গীতিকার, সুরকার, তালাদ, মিলবন্দ্বনে অপুর্ব সৃষ্টি
@SahinaAkter-y9q9 ай бұрын
১৯৬৬ সালে দেখা রহমান অভিনীত তালাত মাহমুদের গাওয়া রাজধানীর বুকে ছবির গান।আজও ২০২৪সালে মনে পড়ে গভীর বেদনায়। এইতো জীবন।
@ধূসরগোধূলি-শ৯ছ7 ай бұрын
ঢাকা বেতারে এ গানটি মাঝে মধ্যে বাজাতো।কিশোরী বয়সটাকে খুব মিস করছি এ গানটি শুনে।। আহা সময় !!!!!
@tapaskumarmandal76079 ай бұрын
আমার খুব প্রিয় শিল্পী তালাত মাহমুদ প্রণাম জানাই।
@MDmafiz-x3j7 ай бұрын
অসাধারণ একটি গান ছায়াছবি রাজধানীর বুকে। কন্ঠ দিয়েছেন তালাত মাহমুদ। গানের সঙ্গে সংযোগ করেছেন সুচিত্রা সেন এবং উত্তমকুমারের ছবি। গানের কন্ঠ শুনে মনে হচ্ছিল সেই ছোটবেলায় চলে গিয়েছি ওই দিনগুলো কতইনা সুন্দর ছিল।
@sanaulhaque10869 ай бұрын
চিরদিনের গান। কিংবদন্তী রবীন ঘোষের সুরে এই গান চিরদিন মানুষের মনে রয়ে যাবে। ধন্যবাদ আপনাকে সুন্দর গানটি আপলোড দেয়ার জন্য ❤
@tahminahaque49479 ай бұрын
পাশে থাকার জন্য ধন্যবাদ 🙏👍
@sudhirdev87429 ай бұрын
কথা,সুর আর গায়কী অসাধারণ রসায়ন!
@susantagupta15399 ай бұрын
একবার ঢাকার রেডিওতে শুনেছিলাম সেই শেষ আবার শুনলাম দারুন লাগলো
@sharmistharoy759 ай бұрын
প্রথম বার শুনলাম, অপূর্ব।
@asmasultana82809 ай бұрын
কি অসাধারন কন্ঠ। মধু ভরা
@DepaliRoy-q9g9 ай бұрын
অসাধারন। ।
@barshadas8825Ай бұрын
Ami 18 বছর বয়সী একজন মেয়ে আমার ওল্ড গান ছবি ভালো লাগে 2024 ❤
@Tanvirhasan-x7d3 ай бұрын
আগের দিনগুলো প্রদর্শন করতে অনেক চাই মন,, কোন বাজনা নাই ডিজে নাই
@md.mahbubulislam31139 ай бұрын
Thanks for uploading the song of legend singer Talat Mahmud. But extremely sorry for partially damage of sound quality. In fact the original sound can never be restored.
@tahminahaque49479 ай бұрын
আনন্দিত 🙏👍
@sunilkumarghosal76353 ай бұрын
খুব ভালো লাগে।
@shofiulalom89919 ай бұрын
এ গানটি রাজধানীর বুকে ছবিতে, অভিনয় করেছেন শবনম ও রহমান।
@gautamtarafder7169 ай бұрын
Was the song first rendered in a film in the then East Pakistan,now Bangladesh?