আহ্ আবেগ,,, আহা ভালোবাসার মাধুরীময়তা !! হৃদয় উপচে পড়া পরিপূর্ণ প্রেম আবেগে ভালোবাসা বিরহ মমতা এবং সাধনার কন্ঠে, উচ্চারিত সুরের মোহ মায়ায় কালজয়ী হয়ে থাকবে এই গানগুলো। কালজয়ী হয়ে থাকলো আমার অমর প্রিয় শিল্পী রাকিব ভাই। থাকুক এই সমস্ত কমেন্ট পরবর্তী প্রজন্মের জন্য। তারাও বুঝুক এই আমাদের আমলে, সুরের কদর ছিল কতটুকু।
@JamilMSSLLB9 ай бұрын
সত্যি অসাধারণ ❤
@lxkhan20743 жыл бұрын
গানের কথা গুলো এতটাই সুন্দর ছিলো। যা বাস্তব জীবনের সাথে খুবই মিলে যায়। তাইতো গানটা আজও জীবন্ত। ভালো থাকবেন রাকিব ভাই।
@MahabubAlam-wp2mb2 жыл бұрын
চমৎকার একটা গান
@MahabubAlam-wp2mb2 жыл бұрын
❤❤❤❤❤❤❤
@shopnaislam41023 жыл бұрын
আমি এই গানটা শুনতাম আর ভাবছিলাম কে এই গান গেয়েছে। তাকে দেখার খুব ইচ্ছে ছিলো অনেক বছরের। আগের মানুষ গুলোর প্রেম ভালোবাসা ছিলো গভীর সমুদ্রের মত। কত বেদনা কত কষ্ঠ লুকিয়ে থাকত মনে
@saidurrahaman50583 жыл бұрын
ভালবাসার স্বচ্ছতার প্রকাশ পেয়েছে কালজয়ী গানগুলোতে
@aronnomomen58912 жыл бұрын
Ji....right said
@humankabirhemel36212 жыл бұрын
ঠিক বলেছেন,আমি ও তাকে খুজতাম..!
@advocatemohammadnasiruddin28112 жыл бұрын
সহমত পোষণ করে শরীক হলাম আপনার সাথে
@kausaralam1381 Жыл бұрын
@@saidurrahaman5058 evvr
@jalaluddin93192 жыл бұрын
প্রজন্মের পর প্রজন্ম মনে রাখার মতো একটা গান। বাস্তবতার সাথে মিশে একাকার।গান যে মনের খোরাক এই গানটিই প্রমানের জন্য যতেষ্ট।
@zubedakhatun96643 жыл бұрын
এই গান গুলি যখন ড্রেকছে বাজতো তখন অজানা এক উধাশিনতা কাজ করতো। অনেক সুন্দর জীবন ছিল
@MD.KhairulIslam-k8g2 ай бұрын
৮০ দর্শকে এত প্রযুক্তি ছিলানা বিধায়,,৮০ দর্শকের গান গুলো মানুষের মনে চিরস্থায়ী হয়ে আছে থাকবে
@HasanAhmed-wl9fm3 жыл бұрын
আমার প্রিয় ২টি গান। যদি তোমায় আমি চাঁদ বলি তোমার আকাশে আমার আশার তারা কতবার শুনেছি হিসাব নেই। পুরো একটি অডিও ক্যাসেটে এই ২টি গান ছিলো। বিদ্রঃ আমি জানতাম এই শিল্পী বেঁচে নেই।
@JamilMSSLLB9 ай бұрын
সত্যি অসাধারণ
@humayun17093 жыл бұрын
আমার খুবই প্রিয় একটি গান,,,অনেক খুঁজেছি পাইনি,,,আজ পেলাম ধন্যবাদ রাকিব ভাই,,,ধন্যবাদ চ্যানেল ২৬,,, অনুরুধ রইলো,,,এই ক্যাসেটের সব কয়টা গান শুনানোর জন্য
@polashrahman295411 ай бұрын
যখন মানুষ শুধু একজনকেই ভালো বাসত, ঐ সময়ের গান, যখন মানুষের মনে নোংরা মানসিকতা ছিলো না ঐ সময়ের গান,,,SSC 95.
@ripashohel2851 Жыл бұрын
ভাষা নেই কমেন্টস্ করার ৷ শুধু আজো ও মুগ্ধ হয়ে শুনি এই গান -
@mohammodkajolkajol10102 жыл бұрын
আমি বুঝতে পারলামনা, কেন এ শিল্পী আর এলবাম বের করলনা।এতো বছর হয়ে গেল।এমন মধুর কন্ঠের অধিকারী শিল্পী এ জাতীকে আনেক কিছু উপহার দিতে পারতো। ছোট বেলা আমি এ শিল্পীর, এ দুটো গানই শুনতাম অডিও ক্যাসেটে। আজ আবার ৩০ বছর পরেও এ গান শুনছি। শৈশবের কথা মনে পড়ে যায়।
@shahidulislamsyful62993 жыл бұрын
১) যদি তোমায় আমি চাঁদ বলি ২) সেই দিন আমার কবে যে আসবে ৩) তোমার আকাশে আমার ৪) ওই মিষ্টি চোখে ৫) আমার জীবনে তুমি ৬) এই তো তোমার রূপসী হাত ৭) এই বাংলার বুকে ৮) আমি রাজ সিংহাসন ৯) দূরের আকাশে ১০) এক দুষ্টু ছেলে ১১) সহস্র কাঁটার মাঝে ১২) নিঝুম রাতের আকাশে ১৩) নিঝুম রাতে জোছনা ১৪) এক দুষ্টু মেয়ে ডাগর এই ১৪ টি গান নিয়ে সাজানো এলবাম 'প্রেম'। আমি আজও প্রতিদিন শুনি রাকিব ভাইয়ের গানগুলো। যেখানেই থাকবেন ভালো থাকবেন রাকিব ভাই।
@reza.rz890 Жыл бұрын
বাংলাদেশের পংকজ উদাস! সত্যি বলছি। ভুল করেই ভাবতাম। মনে হতো গানটির শিল্পী পংকজ উদাস!
@saidurrahaman50583 жыл бұрын
কমেন্ট রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য, এগুলোই আমাদের আবেগ অনুভুতি
@@titukhan9786 ভাই আপনি কি উগান্ডা,,, কি লিখছেন কিছুই তো বুঝলাম না
@mdtutulali90662 жыл бұрын
হুম,,,,,মানুষের সৃতিতে একটা মানুষ বেচে থাকে না।হয় তো মনে করলে মেঘ হয়ে দেখা দেয়।কিন্তু সেই মেঘে তো বৃষ্টি হয় না,,,,,,
@shahidulislam35632 жыл бұрын
@@isratniha8146 mlm
@imranbabul68293 жыл бұрын
অসাধারণ এক কালজয়ী গান রাকিব ভাই এর হৃদয়ে গভীর থেকে অভিমানী, দুঃখের কিছু কথার বহিঃপ্রকাশ এই গান
@mofizurrahman59843 жыл бұрын
Rakib vi jeboner bastar jonne vole gaselam aj sonlam khove valo laglo
@AbulKalam-fw9bq2 жыл бұрын
আজ ০২-০২-২০২২।রাত ১২.৩৬।এই সময়ে এসেও শুনছি।কত চমৎকার গান।।ছোট বেলায় প্রচুর শুনছি।।আমি ভাবতাম উনি কলকাতার।। ভালোবাসা অবিরাম রাকিব ভাই
@manikgazi18232 жыл бұрын
22/02/22 এখনো শুনছি ...
@AlMamun-ce1ez3 ай бұрын
হৃদয় ছুয়ে যায়, হারিয়ে যাওয়া হাজারো স্মৃতি মনের দেয়ালে ভেসে আসে ঠিক যতবার শুনি। আপনাকে আল্লাহ তায়ালা ভালো রাখুক রাকিব ভাই। ভালো থাকুক সকল হারিয়ে যাওয়া ভালবাসা।
@knockworld9815 Жыл бұрын
Sei dingulor kotha mone pore aar nijer ojante choke pani ese jai. dingulo khub shundor silo. salute rakib bhai. evergreen song.
@anjoanjo94032 жыл бұрын
এগুলো হলো গান আর গলা যাস্ট ফাটা ফাটি,
@TRAVELERKING102 ай бұрын
"আশির দশকের শেষে" এই বাক্যটি শুনেই কেন যেন গায়ের লোম দাঁড়িয়ে গেল। যদিও আমি ৯০ দশকের শেষ দিক থেকে পুরোপুরি ভালো-মন্দ, আবেগ অনুভূতি বুঝতে শিখেছিলাম। তবুও এসব গান অনেক শোনা হয় এখনও এবং সেই ভালো লাগে। সত্যি বলতে বর্তমান প্রজন্মের ৫০% প্রযুক্তি আর ৫০% কন্ঠে গাওয়া শিল্পী দের গান একটাও শুনি না আর আমার মন টানেও না আজকের গানগুলো।
@abulhossain97403 жыл бұрын
আহারে ৯০ এর দশক , এখন শুধু হতাশায় বুদ্ হয়ে থাকি ।বাংলা গানের কি সুনালী যুগ ছিলো।
@aranishmiya82043 жыл бұрын
সত্যি অসাধারণ সুন্দর একটা গান। তার আকাশেও আমার আশার ★ আর কোনো দিন জ্বলবে না। এইটা মানতে খুব কষ্ট হয় তারপরেও মানতে হয়। তাকে চাওয়াটা ও ছিলো আমার একটা ভুল। কারন তার জন্ম তো আমার জন্য না। তাহলে কিভাবে সে আমার হবে? কিন্তু সেও তো সুখী হতে পারেনি। সে ওতো হাসতে পারেনা মন খুলে।।
@minala62873 жыл бұрын
14বছর পরে রাকিব ভাই য়ের গান গুলো অতি সহজেই পেয়ে যাচছি কথাগুলো এত বেথা, দরদ, বেদনা,কষ্ট সুন্দর।
@নদী-প৫ড2 жыл бұрын
তখন তো মোবাইল ছিলো না জখন গানটা জেখান খান থেকে কানে আসতো দোরের উপরে থাকতাম কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় হায়রে দিন
@rjudoy18773 жыл бұрын
রাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ গানটা উপহার দেওয়ার জন্য ❤️
@manikgazi18232 жыл бұрын
22/02/22 এখনো শুনছি,,
@mdfaruk42052 жыл бұрын
জানিনা কেন রাকিব ভাইয়ের এই গানটা শুনলে চোখে পানি এসে যায়
@mahtabkhan87443 ай бұрын
হা হা হা........ জীবনের ১ম প্রেমে ব্যর্থ হয়ে ক্যাসেটের এপিঠ ওপিঠ ১২ বার রেকর্ডিং করে সারাদিন রাত শুনেছি। ধন্যবাদ গীতিকার সুরকার ও গায়ক ও কলাকুশলী।
@sohelsohel77922 жыл бұрын
Awesome, chokhe pani chole aslo
@MdRaju-pp9to2 жыл бұрын
এই গানটি হৃদয়ের স্পন্দন থেকে শিহরণ তোলা একটি গান হয়তো কোনদিন আমরা থাকবো না কিন্তু এই গানের কথা এবং সুর চিরকাল মানুষের মাঝে বেঁচে থাকবে
@backgroundmusicgallery76163 жыл бұрын
আমি সত্যি মুগ্ধ হলাম এই জেনে উনি আমাদের দেশের একজন গুনিজন, আমি জানতাম উনি ওপারের কিন্তু ওনার গান আমার খুবই প্রিয়, অনেক অনেক শুভকামনা,
@mdlingkon8903 Жыл бұрын
এই পুরনো দিনের গান গুলো কখনো পোড়ানো হতে পারে না। এখনো হৃদয়ের মাঝে নতুন করে আবির্ভূত হয়। ওই গুণী শিল্পীর প্রতি রইল অভিনন্দন।
@syedkamruzzaman2714 Жыл бұрын
রাকিব ভাইকে দেখে আজ ধন্য হলাম। ৯০ দশকে আমাদের পাশের বড় ভাই শাহীন ভাইয়ের টেপ রেকর্ডারে গানটি শুনেছি। তখনই হৃদয় স্পর্শ করেছিল। কিন্তু বড় হয়ে উনাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, নামও জানতাম না। শ্রদ্ধা জানাই রাকিব ভাইকে ও উপস্থাপককে।
@asameen24083 жыл бұрын
যখন খুব ছোট ছিলাম তখন থেকে গানটা শুনতেছি,🎶🎶,খুব ভালো লাগে🌹তখন প্রেম,ভালোবাসা, ভালো লাগা কিছুই বুঝতামনা🌈🌈 আজ ঈদের দিন ও গানটা শুনতেছি।🌙🌙। জীবনের সাথে গানটার খুব মিল 😥😥
@MD.AnawarulIslam-n6y Жыл бұрын
অসাধারণ ২০০০ সালের আগে থেকে শুনছি এখনো শুনি আর হারানো দিন গুলো খুঁজে ফিরি!আর কখনো কি পাব সেই পুরোনো দিনগুলো!
@mehedihassanmst22712 жыл бұрын
গায়ের পশম দাঁড়িয়ে যায় গানটা শুনলে। প্রকৃত প্রেমিক মনেই কেবল এসব গান স্থান পায়।
@SakeenSheikh-wf9vr8 ай бұрын
আহ্ কি দরদী কন্ঠ আর শুদ্ধ সময়ের শুদ্ধ গান। ওরে নষ্টালজিয়া কেন ফিরে আসো এভাবে আবেগ নিয়ে!১৯৯২ সন কতই না রঙিন ছিল এই চির অমর গানটি শুনলে তা চোখের সামনে ভেসে ওঠে অনেক স্মৃতি। ভালো থেকো রাকিব ভাই।
@haruntorafder755 ай бұрын
আজকে ১৫/০৭/২০২৪ সালের রবিবার দিন। গানটি শুনছি ৮/১০ বার কিন্তু বিরক্ত লাগছেনা! এত মধুর কন্ঠে গেয়েছেন যে, মানুষ তার আবেগকে হয়তো সহজে নিয়ন্ত্রণ করতে পারবেনা। আমি হয়তো একদিন থাকবোনা কিন্তু রকিব ভাইয়ের এগানের কন্টেন্টে স্মৃতিচিহ্ন রেখে গেলাম। রকিব ভাইয়ের জন্য শুভ কামনা যারা লেখাটা পড়ছেন আপনাদের জন্যও শুভ কামনা।❤❤
@nillcomputer37682 жыл бұрын
ধন্যবাদ রকিব ভাই, এই চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম আপনি বাংলাদেশী, তখন হৃদয়ে অনেক গর্ব অনুভব করেছি। যদিও আগে ভেবেছিলাম আপনি ওপার বাংলার। ভাইয়া, আপনার এই সৃষ্টিশীল গানগুলো নিয়ে নতুনভাবে পরিবেশন করলে আগামী ১০০/১৫০ বছর পরও আপনি এরকম জীবন্ত থাকবেন, জীবন্ত থাকবে বাংলা গান, জীবন্ত থাকবে ৮০/৯০ দশকের সেরা গানগুলো। প্রজন্মের পর প্রজন্ম এ গানগুলোকে ধরে রাখবে বলে আমি আশা করি।
@MeherunKabita3 ай бұрын
আগের গানের কথাগুলো ছিল খুব সুন্দর ধীরে ধীরে খুব আবেগ দিয়ে কথা গুলো যে শনছে তাকে যেন বুঝিয়ে বুঝিয়ে গাচ্ছে।এবং সবাই ভালো করে শুনতো কারণ গাওয়ার ভিতর থাকতো প্রচন্ড আবেগ গান শুনে আবারো মুগ্ধ হলাম।
@avijitroy4519 Жыл бұрын
❤❤ lov song .. tomar akase ar konodin jolbe na tara anek bhalo theko tumi my love purnima
@oxpritplayz2968 Жыл бұрын
রাকিব চাচাকে ধন্যবাদ। আমাদের ঢাকাইয়া ও লালবাগের গর্ব রাকিব চাচা।
@nasiruddinmishu4447 Жыл бұрын
এই গানের সাথে আমার খুবই মিল। জানিনা কোনোদিন এই গান আবার কবে শুনবো এখান থেকে তাই মনে রাখার জন্য
@ahmedfaruk96143 жыл бұрын
এখনো সেই টিনেজ ভয়েজ। কি ভাবে সম্ভভ!!
@robiulalam2378 Жыл бұрын
গানটা শুনে নিজের বিরহের জগতটা ভেসে উঠলো। আসোলেই গানটা মনের অনুভূতি জাগিয়ে তুলছে। এমন দরদী শিল্পী খুব কমই আছে।
@MdMonirmia-v9u5 ай бұрын
গানটা শুনে কিছু বলার ভাষা হারিয়ে গেছে, শুধু বলব অসাধারণ, ❤❤
@mdaslamahmed61502 жыл бұрын
Salut to you legend. -এত অপূর্ব কন্ঠ ও অপরুপ গান উপহার দেওয়ার জন্য। বিশেষকরে-- প্রেম---- Album এর জন্য।
@motalibhossan29472 жыл бұрын
এমন দরদি কণ্ঠ! আহা কি মিষ্টি। সেই কিশোর কালে যখন শুনতাম ভাবতাম ভারতের কোন শিল্পী এমন সুন্দর গান করে। আজ বুঝলাম তিনি আমার দেশের রাকিব ভাই। ধন্যবাদ ভাই এমন সুন্দর গান উপহার দেওয়ার জন্য।
@arkhan46862 ай бұрын
গানে সোনালী সময় ৯০ দশক। আর গান গুলো ছিলো জনপ্রিয় গান।
@sadekahmed75012 жыл бұрын
সত্যিই তখন আমাদের কাছে আবেগ আর অনুভূতির যায়গাটায় ছিল এ ধরনের আবেগ মিশানো অজস্র গান যা কখনো ভুলার নয়, এখনো আমার মনে হয় অনেকেই গুনগুন করে সে সব গান গুলো গায়।
@AnamulHaqueAnam-ge8of2 ай бұрын
গানটা শুনে সত্যি পুরোনো অনেক কিছু মনে পড়ে গেলো, সত্যি হৃদয় ছুয়া একটি গান যুগের পর যুগ কালজয়ী হয়ে থাকবে, গানটির মধ্যে আমার বাস্তব জীবনে অনেক স্মৃতিপট রয়েগেলো, আহ্................ সত্যি একটা মানুষের কথা মনে পড়ে গেলো, যা আমার প্রবাস জীবন হাজারো ব্যাস্তার মনে মনে হতো না 🥺, ভালো থাকো তুমি, সত্যি তুমার আকাশে আমার আশার তাঁরা আর কোন দিন জ্বলবে না 🥺 15 cot. 2024. 2:25am in UAE🇦🇪
@mohammadsamir204 Жыл бұрын
শিল্পী রাকিবের আমার অনেক ভালোলাগার পছন্দের একটি প্রিয় গান ❤
@sharifbhuiyan4796 Жыл бұрын
প্রতিটি গানের কথায় যেন হৃদয়ের আবেগের। খুবই সুন্দর অসাধারণ গান যেন হৃদয়ের কথা।ধন্যবাদ রাকিব হাসান ভাই কে🥰
@hafiztangailbd20002 жыл бұрын
Reapect & Lots of love Rakib bhai.অসাধারণ।।।
@nissanmobarak92983 жыл бұрын
আজ প্রথম শুনলাম অজান্তেই চোখের জল চলে এল
@gazijahidahmed72422 жыл бұрын
গানগুলোর মাঝে অঝোরে অতীত কাঁদে...
@md.sajidulislam40564 ай бұрын
তোমার আকাশে আমার আসার তারা☆ আর কোনো দিন ঝল বেনা কিন্তু আমার আকাশে তোমার আসার তারা☆ আজীবন জ্বলবে তুমি সেটা জানবে অনুভব করতে পারবে,,,কিন্তু আমি আর তোমাকে কোনোদিনও বলব না,, 🥰❤️
@nurafcharjilu6852 жыл бұрын
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে..এমন অসাধারণ গানের সুর বেঁচে থাকুক ভালোবাসার মাঝে
@mdkamrulhasan554211 ай бұрын
ছোট থাকতে এই গানগুলা আমার খুবই বিরক্তি লাগতো। কিনতু এখন এই গান গুলো শোনে মনে হয়,আয়রে জীবনে কি যে হারালাম❤️❤️❤️❤️❤️
@rtv.riyadh82172 жыл бұрын
Just wow..Bolar vasa ney Atu Sundhor gan ar kotha goli ja bolar moto nah. Ja prem krchy tarai ai ganer ortho bojbe...berthota
@abdulgilani8352Ай бұрын
৯০ দশক শুধুই ভালো লাগার 🥰 3:52 আমাদের সময়ের গান 🥰😊 ৯৪-৯৫ কলেজ জীবনের স্মরণীয় স্মৃতি 😢😢
@manirulislam5219 Жыл бұрын
আমি জানতাম এই গানটি গেয়েছে ওল্ড জুয়েল। কি যে ভালোলাগতো গানটা।আজ ভুল ভাঙলো।
@mdakas441810 ай бұрын
আগের দিনের এই গানগুলো খুবই জনপ্রিয় ছিল এবং শিল্পীরা ভালো মনের মানুষ ছিল মোটামুটি আর এখনকার নর্তকীরা পুরো পরিবেশটাকে নষ্ট করে দিছে
@mohammadsamir2042 жыл бұрын
দোয়া করি যেখানেই থেকো অনেক বেশী ভালো থেকো, অনেক বেশী শুভ কামনা নিরন্তর... ❤️💚💙
@johirshohag2 ай бұрын
কত স্মৃতি মনে পরে যায় যখন গান টি শুনি ❤
@mrjoysarker41102 жыл бұрын
কত সাধারণ অথচো সৃষ্টি কত অসাধারণ.......
@imranbabul68293 жыл бұрын
হাজার বার শুনার পরও তৃপ্তি মিটলো না যতো বার শুনি মন চায় আর এক বার শুনতে চায় মন
@mdhazrot94148 ай бұрын
এই গান যে প্রেমে পড়বে না,, বুঝে নিবেন তার ভেতর মন নাই, অন্য কোথাও ট্রাই করতে হবে। এই গান এর যে মুল্য বুঝবে,,সেই হবে সত্যিকারের নারী।
@munsur-uz-zaman33074 ай бұрын
আহ কত সুন্দর ছিল, কমেন্ট করছি যেন কোনো একসময় আমার কমেন্ট পড়বে পরের প্রজন্ম।
@shamimanasrin1603 Жыл бұрын
আহ, একদম মন ছুয়ে যায় সেই আগের মত ।
@md.asadali45982 жыл бұрын
আমার ছেলেবেলায় বন্ধুদের নিয়ে পিকনিক করতাম সেই ১৯৮৯-৯০ সনের সময়। আজ ২০২৩ সনে এসে পেলাম। কে ছিলেন এই মহান গায়ক। মনে পড়ে সেই দিনের কথা আর বুকের মধ্যে হূহূ করে।
@MrSurjo-wn7ce Жыл бұрын
Sato koster mazheo ei gan sune montake akto kosto mukto korte pari ei gan R hobena....?
@nissanmobarak92983 жыл бұрын
বিশ্বাস করেন ভাই গানটা শুনে হাউমাউ করে কাঁদতে ছিলাম পাশের রুম থেকে ছোট ভাই বলে উঠল কাঁদেন কেন পেট ব্যাথা বলে বুজ দিলাম ♥
@arifarmanshazid95282 жыл бұрын
🤣😂😂🤣😂😂 এগুলা পাতলা ডাইরিয়া আবেগ কি টয়লেট থেকে আসে!! হারাম জিনিসে এত আবেগ আহা!!
@rajkhan7472 Жыл бұрын
@@arifarmanshazid9528 ইসলাম ২ জন ২ জনকে পছন্দ করার অনুমতি দিয়েছে। তোমরা তোমাদের সংগি পছন্দ কর এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হও।ভাই আগে লিটনের ফ্লাট ছিলনা ভালবাসার জন্য ১০ জন ছিলনা এক জোড়া ভালবাসত।কেউ বউ হত কেউ আজিবন ব্যাথার কারন হত
@aklimaakter379 Жыл бұрын
এই প্রজন্মের কাছেও গানটা সমান জনপ্রিয়,,,, অসাধারণ সুন্দর,,,, আবেগময় কন্ঠ
@shahadatkhan29862 жыл бұрын
এ গান জীবনের সাথে মিলে গেলো ভালবাসা রইলো শিল্পীর জন্য
@sabujofficialvlogs2054 Жыл бұрын
প্রেম ভালবাসা একটা পবিত্র জিনিস। যা ৮০/৯০ শতকের দিকে খুব সুন্দর ছিল। আর এখন তো শুধু জামা খোলা এটাই বাস্তব। তাই পরিশেষে বলে যাব ভালবাসা একটা পবিত্র। এটা নষ্ট করা যাবেনা।
@FaysalAhmed-ht2ws2 жыл бұрын
ai song ta ato valo lage.. omor hoye thakbe song ta.. joto bar suni eriye jete pari naa.. sob cheye besi valo lage aka niribili bose.. hariye jai jani kothay.....
@biplabdasgupta69832 жыл бұрын
সত্যিকারের গান শুনতে হলে এমন গান শুনতে হয়।। এক কথায় অসাধারণ 👍👍👍👍
@princehalimblog9582 жыл бұрын
পছন্দের একজন শিল্পী,,, শুভ কামনা রইলো এই গুনি শিল্পীর প্রতি
@মোরাজুইসলাম-ছ৩ণ Жыл бұрын
তোমার আকাশে আমার আশার তারা আর কোন দিন জ্বলবেনা,,,, ওসাধারন গান বাস্তবে আমার গানের সাথে ওনেক মিল রয়েছে,,,
@sarwaruddin55043 жыл бұрын
ভালোবাসার মানুষকে হারানোর যন্তনা যে কি মুখ দিয়ে বলে বুঝানো যায় না,একজন মানুষকে ভুলতে গিয়ে দুনিয়াকে ভুলতে চলেছি,ভুলে গেছি নিজেকে,
@mayaahmed54832 жыл бұрын
আমার অনেক সৃতি মনে পড়ে গেল আর চোখের কোনে নিজের অজান্তেই অশ্রু চলে এলো
@warrior...c....w...2 жыл бұрын
👍👍😊
@ullashayatalaby48162 жыл бұрын
কিছু তারা অকালে ঝরে যায়, সে শিল্পীদের মত রাকিব একজনের শিল্পী।
@saifsorts42542 жыл бұрын
এই গানগুলো আমাদের আবেগ,অনুভুতি,,যা কোনো প্রজন্মের কাছেই পূরনো হবেনা,,,
@khansskillset93212 жыл бұрын
আমাদের সময়ের সেরা গানগুলোর একটি….. ভুল করে চেয়েছিলাম….. ॥
@lifeisjustend510 Жыл бұрын
কমেন্ট করে রেখে গেলাম শত বছর পর লোক দেখবে আমরাও কত ভক্ত ছিলাম এমন একজন মানুষের
@mukterhossain8945 Жыл бұрын
তোমার আকাশে আমার আশার তারা আর কোনদিন জলবেনা বলবোনা মোরমনের কথা জীবনের মালা আর গাথবোনা। হাজারটা গানের মাজে ১টি সেরা গান ৩/৫/২০২৩ গানটা ওনেক বৎসর যাবৎ শুনি কিনতু আজ রাকিব ভাইকে দেখলাম। ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
@mohibulhassanmasum15252 жыл бұрын
১৫/০৭/২২ অসাধারন কথা এবং সুরের মূর্ছনা,,বর্তমান সময়ের গানগুলোও ৯০দশকের এইগুলোকে বিট দিতে পারছে না।। কতোটা দরদ দিয়ে যে গানটি গাইলো।।💕💞
@HarunurRashid-wf4lz2 жыл бұрын
এত সুন্দর কথা ও সুর.. আহ ..কি চমৎকার ছিল 90 দশক.
@SujonSanta-r4bАй бұрын
সত্যি গানের কথার সাথে বাস্তবতার সাথে মিল আছে গান টা শুনলেই কেনো জানি চোখের কোনে পানি চলে আসে
@alaminzaman31652 ай бұрын
গান গুলী ৯০ এর দশকের মানুষ গুলী মাঝে বেচে থাকবে।
@mdlikhon50582 жыл бұрын
Jiboner pothom ai gan ta sunlam..ato sundor gan age silpira gaito sotti khub ridoy suwa song.
@zakirzakir90698 ай бұрын
What a nice & melodic tune as like ever green 💚 Till now his tune is same as original sing. Outstanding........,
@AbuHanifA-p6z2 жыл бұрын
কি সুন্দর গান সর্ব প্রথম এই গান টি ২০০০সালে শুনছি লাম
@alomsha1202 жыл бұрын
ওয়াওওও,, অসাধারণ মনোমুগ্ধকর গানের কথার মালা ও দরত ভরা সুরেলা কণ্ঠেসর,,,, সত্যিই হৃদয় ছুঁয়ে গেলো ,,,🌹🌹🌹🌹❤️❤️❤️👌👌👌
@knowthetruth77827 ай бұрын
আহারে জীবন। তখন নাইনে কি টেনে পড়ি।আজো সেই স্মৃতি মনকে নারা দিয়ে যায়।তখন যদি অটোটিউন থাকতো তবে এদের কন্ঠ কেমন হতো।
@sayeedulislam75972 жыл бұрын
আহ কি দরদী গান। আমি নিশ্চিত শিল্পী রাকিব ভাই একজন বিরহি মানুষ। নয়তো এত দরদ দিয়ে গায় কি করে।
@engineerpiash59712 жыл бұрын
এ যেনো আমার জিবনের ই প্রতিচ্ছবি।।। ভালো থাকুক প্রিয়তমা।। যেখানে ই থাকো।।
@ShirinAkther-fx8ic8 ай бұрын
গানটা সাথে জীবন কথাগুলো মিলে গেছে,, সুখে থাকো প্রিয়
@dinislambhuiyan11113 жыл бұрын
আমার জীবনে শ্রেষ্ঠ কোন গান থাকলে তোমার আকাশে আমার আসার তারা আর কোন দিন জলবে না।।