Рет қаралды 848
লালন গীতি।
তোমার মত দয়াল বন্ধু আর পাবো না
শিল্পী : জহুরা ফকিরানী
আশাসিন্ধু তীরে | বাংলাদেশ শিল্পকলা একাডেমি
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
দেখা দিয়ে ও হে রসুল ছেড়ে যেও না।
তুমি হে খোদার দোস্ত
অপারের কাণ্ডারী সত্য,
তোমা বিনে পারের লক্ষ্য
আর দেখা যায় না।
আমরা সব মদিনাবাসী
ছিলাম যেমন বনবাসী
তুমি আসায় জ্ঞান পেয়েছি
আছে সান্ত্বনা।
আসমানি আইন দিয়ে
আমাদের সব আনলে রাহে
আজকে মোদের ফাঁকি দিয়ে
ছেড়ে যাবে না।
তোমা বিনে এরূপ শাসন
কে করবে আর দীনের কারণ
লালন বলে, আর তো এমন
বাতি জ্বলবে না৷।
#লালনগীতি #lalon #লালন_সংগীত #lalongiti
Related Tags :
লালন ফকিরের গান, বাউল গান, লালন সাঁইজির কালাম, মরমি গান, জহুরা ফকিরানীর গান, গ্রাম বাংলার গান, Bangla folk song, Baul song, লোকগীতি, আখড়ার গান, বাউল গানের প্রোগ্রাম, শিল্পকলায় বাউল গানের অনুষ্ঠান, শিল্পকলায় লালন উৎসব, আশাসিন্ধু তীরে, লালন সাইজির তিরোধান, শিল্পকলায় জহুরা ফকিরানীর গান, Tomar moto doyal bondhu r pabo na, Jahura Fakirani.