RJ Kebria ভাই ও Nexus Television কে অনেক ধন্যবাদ আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। ❤
@Muktaakter-lb6we3 ай бұрын
আমি কিন্তু রাত জেগে আপনার ভিডিওটা দেখতেছি এখন
@B.chowdhury20213 ай бұрын
আপু আমি আপনার অনেক ভক্ত চট্টগ্রামের ছেলে কাতার প্রবাসী
@akhimariarozario23183 ай бұрын
আপনার মতো আমি ও আমার শ্বাশুড়ি মার কাছ থেকে রান্না শিখেছি,এত টেষ্ট রান্না, বিয়ের আগে অনেক খাবার খেতাম না,যা এখন খাই,
@ononnaanu92153 ай бұрын
Rongpur thaka dakcii .....apu khub vlo laga tmk....allah chaila kno na kno din tmr shata dakha krbo ❤
@Allahmohan113 ай бұрын
নিজেকে সেলিব্রেটি ভাবার কোন কারণ নাই রাস্তার কুত্তাও তোর চেয়ে অনেক ভালো
@naharsreview74102 ай бұрын
তাপসী আপুকে খুব কাছ থেকে দেখেছিলাম মিরপুরের নাননু মার্কেটে। কিছুক্ষণ তার সাথে কথা বলার পর বুঝতে পেরেছিলাম মানুষটা খুবই মিশুক খুবই অমায়িক।
@moriomratna79413 ай бұрын
এমন শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আল্লাহ তায়ালার সবার ভাগ্যে যেন এমন শাশুড়ি রাখেন।
@JenysKitchen3 ай бұрын
ঠিক বলেছেন
@sharminjahan88733 ай бұрын
আজকে এই ভিডিওটা দেখে একটা বিষয়ে চিন্তা করে আমার অনেক মনে কষ্ট লাগলো। ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার জন্য বলছি না, আমি নিজেও তাপসি আপুর অনেক বড় ভক্ত। যে বিষয়টা খারাপ লাগলো সেটা হলো বাংলাদেশে এখন কনটেন্ট ক্রিয়েশন কোন লেভেল পর্যন্ত পৌঁছেছে যে একজন কনটেন্ট ক্রিয়েটর মাসে 10 লক্ষ টাকার কাছাকাছি আয় করে। এর আগে ফুড আপ্পির মুখেও আমি একই কথা শুনেছি। খুব অবাক লাগে যে একই দেশে জন্মগ্রহণ করে আমি ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করে 10000 টাকা বেতনের একটা চাকরি জোগাড় করতে পারিনি অনেক চেষ্টা করার পরও। আমাদের সমাজ ব্যবস্থা টা কি আজব তাই না। রাষ্ট্র যখন জানে যে কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাহলে এত পড়ানোর দরকার কি ছিল। যেই বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে এক সময় গর্ব হতো সেগুলোর দিকে তাকালে এখন মনে হয় এগুলো শুধুমাত্র বেকার তৈরির কারখানা। হাজার জনের মধ্যে হাতেগোনা কয়েকজন কাজ পায় বাকি সবাই বেকার। এই লেখাপড়ার কথা চিন্তা করে জীবনে কি না করেছি। একটা কোথাও বেড়াতে যাইনি, সবাই গিয়েছে আমি পড়া নষ্ট হবে বলে কোথাও যায়নি, একটা ভালো মুভি দেখিনি, শীতের সকালে ভোরবেলা উঠে প্রাইভেট পড়তে গিয়েছি, কত ইচ্ছে করতো একটু ঘুমাতে, কত বিনিদ্র রাত পার করেছি পরীক্ষার আগে তার কোন হদিস নাই। তখন ভাবতাম একটা ভালো রেজাল্ট করা মানেই একটা ভালো চাকরি। যে ব্যক্তিটির লেখাপড়া চলমান থাকে তার মনে হাজারটা স্বপ্ন থাকে তার লাইফ নিয়ে, সেই স্বপ্ন যখন ভেঙে চুরমার হয় তার মনের অবস্থা কি হয় শুধু সেই জানে। তার পুরো পরিবার এক সময় তাকে নিয়ে গর্ববোধ করে এবং তার দিকে তাকিয়ে থাকে, যখন স্বপ্ন ভঙ্গ হয় তখন পরিবারের সামনেও তার মুখ দেখানোর কোন উপায় থাকে না। আর পরিবার কি পরিমাণ কষ্ট পায় সেটা বলে বুঝানো সম্ভব না। এখন দেখি সবই ছিল মিথ্যা। এমন হবে বুঝলে তখন এত কষ্ট করতাম না। আদার্স কারিকুলাম এক্টিভিটিজ এর দিকে জোর দিতাম। আমি কনটেন্ট ক্রিয়েটরদের ছোট করে কথা বলছি না, অবশ্যই তারা ট্যালেন্টেড। না হলে এত মানুষ তাদের ভিডিও দেখতো না, কিন্তু শিক্ষার কেন এত অবমূল্যায়ন? শিক্ষা কি এতই নগণ্য জিনিস? তাহলে কেন বলা হয় শিক্ষা জাতির মেরুদন্ড? যে শিক্ষার অর্জন করে আমি পরিবারে কোন অবদান রাখতে পারিনি, নিজের জীবনকে পরিবর্তন করতে পারিনি, সমাজের কোন কাজে আসেনি সেই শিক্ষা কিভাবে জাতির মেরুদন্ড হয়? কেন ছোটবেলা থেকে বোঝানো হয়নি যে টাকাই হলো সত্যিকার মেরুদন্ড। আজ বইগুলো দেখলে, সার্টিফিকেট গুলো দেখলে অনেক কষ্ট লাগে। চিৎকার করে কান্না আসে আর ভাবি যে আমি তো তারপরও মেয়ে, আমার পুরুষ ভাই যাদের উপরে পুরা সংসারটা নির্ভর বেকারত্ব তাদের জন্য না জানি কত বড় অভিশাপ। এজন্যই তো বেকাররা আত্মহত্যা করে অনেক সময়। তাদের মনের কষ্ট বোঝার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই।😢😢😢
@supriyachowdhury78443 ай бұрын
১০০ ভাগ সত্যি। এখন ২ + এ স্কুল শুরু। এরপর ২৫-৩০ পর্যন্ত শুধু পড়া আর পড়া। অথচ খেলোয়াড়,গায়ক, নায়ক, পারলার বুটিকস,ফেসবকের রোজগার লিখাপড়া কে পেছনে ফেলে দিল
@KidsJoyForever.3 ай бұрын
একদম সত্যি কথা বলেছেন।পড়ালেখা পড়ালেখা করে আমিও কোনো আনন্দ করিনি,কত ত্যাগ এই পড়ার জন্য,এখন হতাশায় ভুগছি।আল্লাহ সবাইকে ভালো রাখুক।।
@kamruzzaman-gg3sh3 ай бұрын
আপনি ফিন্যান্সিং করুন,,
@sharminjahan88733 ай бұрын
@@kamruzzaman-gg3sh একটা বয়সের পরে আর কিছুই ভালো লাগেনা। আর একবার মন ভেঙে গেলে কোন কিছুই আর সম্ভব হয় না।
@rkbdmc3 ай бұрын
আপু, যারা ইনকাম করতে পারছে আপনি শুধু তাদের দেখছেন। আরো এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা পেট চালানোর মতোও ইনকাম করতে পারেনা। প্রতিটা সেক্টর ইম্পোর্টেন্ট। নায়ক হও গায়ক হও বা কন্টেন্ট ক্রিয়েটর, নিজ সেক্টরে টপ করতে হবে। একটাসময় আমিও আপনার মতো ভাবতাম। আমিও আপনার মতোই পড়া ছাড়া কিছুই বুঝতাম না৷ কিন্তু এখন বুঝেছি এই যে শুধু বই নিয়ে আমরা বেড়াতে যাওয়া পর্যন্ত বন্ধ করেছি, এতে আমাদের শুধু বুকিশ নলেজই বেড়েছে, প্র্যাক্টিক্যাল জ্ঞান খুবই কম। অন্যরা কি চাচ্ছে, কি পছন্দ করছে,আমার আইডিয়া অন্যরা এক্সেপ্ট কতটা করবে আমরা সেইটা জানিনা। কারণ আমরা তো সেভাবে মিশিই নি। তো কোম্পানি জবে কাকে নেবে?? যার অন্যদের সাথে ইন্টারএকশন ক্ষমতা বেশি তাকেই তো। আমাদের স্যারেরা প্রায়ই বলতো মিডলবেঞ্চাররা লাইফে ফার্স্ট বেঞ্চারদের চেয়ে বেশি উন্নতি করে। কেন করে সেইটা বলতো না। কিন্তু এখন বুঝি, দে আর ব্যালেন্সড ইন লাইফ। তারা পড়াশোনাটাকেও পাশে রেখেছে, বন্ধুদের সাথে আড্ডাও দিয়েছে, বেশি সার্কেলও তৈরি করেছে। তারা একটা বিজনেস করলেও সার্কেল থেকেই ভালো কাস্টমার পাবে। সো, ইনকাম তো হবেই। শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা মানেই তো সার্টিফিকেট নয়।
@eshatani91262 ай бұрын
তাপসী-দির জীবন কাহিনি এভাবে একটা শো-তে জানতে পারবো ভাবতে পারিনি সবকিছু মিলে ভালো লাগলো।
@RashedaBegum-h1y3 ай бұрын
ধন্যবাদ আরজে কিবরিয়া ভাইকে এমন সংগ্রামী নারীদেরকে সামনে তুলে ধরার জন্য।
@aeyshashiddiqua92803 ай бұрын
আমার শ্বাশুড়ির সাথে একই রকম বন্ডিং। আলহামদুলিল্লাহ। অল্প বয়সে বিয়ে হয়ে পরিবার এর বড় বউ হয়ে এসেছিলাম। বড় বৌ হলেও বয়সে পরিবার এর সকলের ছোট সদস্য ছিলাম। শ্বাশুড়ির কাছ থেকে সকল কাজ শেখা, রান্না করা, রুটি বানানো, পড়াশোনা, বাচ্চা সামলানো, সাজুগুজু সহ জীবনের সব ক্ষেত্রে শ্বাশুড়ির অবদান অনস্বীকার্য ❤️ মহান আল্লাহর কাছে এজন্য লাখো শুকরিয়া ❤️
@ayeshaakter78293 ай бұрын
❤❤❤❤❤
@FaisalFakie3 ай бұрын
লাকি ম্যান
@hosneara70243 ай бұрын
দারুণ
@rifatjubaira73043 ай бұрын
Alhamdulillah. Allahumma barek laha
@mdomarfaruk121-l5g3 ай бұрын
আপনি অনেক ভাগ্যবতী ❤
@MamonysKitchen-n9p8 күн бұрын
অনেক কিছু জানতে পারলাম ভিডিও টা না দেখলে এতো কিছু জানতে পারতাম না অনেক দোয়া ও ভালোবাসা রইল পুচির মা
@FatemaShepa-v2b4 күн бұрын
আপু সত্যি আপনাকে দেখে অনেকে। অনুপ্রাণিত হয়। আপনি একজন অত্যন্ত মেধাবী মহিলা এবং গুণি, দয়ালু আর জীবন সঙ্গীটাও পেয়েছেন দারুন প্রচুর ভালো একজন লোক।❤😅
@Joyitarmom23 ай бұрын
তাপসীদির কথা শুনে খুব ভালো লাগলো যে ধৈর্য থাকলে একদিন মানুষ বড় হবে
@gopabagchi5733 ай бұрын
আজকের আথিতির বিষয়ে জানার আগ্রহ ছিলো তাই দেখতে ভালো লাগলো ।
@AmenaLifestyle93593 ай бұрын
৪১মিনিট ৩১ সেকেন্ড, ভিডিও দেখলাম একটু ভিরক্ত লাগেনি খুবি ভালো লেগেছে,ব্যক্তি হিসাবে তিনি অসাধারণ ❤
@ummaykulsumshila66853 ай бұрын
আপনার জীবনের গল্প শুনে অনেক ভালো লাগলো পুচির মা
@rupisdailylife2 күн бұрын
ওয়ালাইকুম আসসালাম অরাহমাতুললাহি ওয়াবারাকাতুহ অনেক ভালো লাগলো পুরো টা ভিডিও 👌🧡💛 41:31
@raziasdailyvlogs3 ай бұрын
পরোটা দেখে বুঝলাম হাসবেন্ড এর সাপোর্ট ছারা সম্ভব নয়।।আপুকে আগে থেকেই অনেক ভাল লাগে।খুব ভাল মনের মানুষ। ❤️❤️❤️
@akashbatash440710 сағат бұрын
আপনাকে পুরাই মুসলিম মনে হয়, যদিও আমি জানি আপনি হিন্দু , তবুও খুব ভালোবাসি! ভালোবাসার জন্য শ্রষ্ঠ দোয়া হলো, আল্লাহ যেন আপনাকে হেদায়াত দান করে জান্নাত লাভের সৌভাগ্য দান করেন, আমিন!🤲
@anatabassum60903 ай бұрын
এটা একদম সত্যি যে, ওরা আমাদেরকে হয় বিড়াল মনে করে না হলে নিজেদেরকে মানুস মনে করে😅 আর হাস্যকর হলেও, ওদের আলাদা আলাদা একটা ব্যক্তিত ও আছে। যেটা আমার বিড়াল দিয়ে দেখি😁
@samsunnahar10602 ай бұрын
Akdom thik
@mdminhaj3053 ай бұрын
আমি সব সময় ওনার ভিডিও দেখি❤❤❤ অনেক ভালো লাগে
@khadija-tm8gc3 ай бұрын
আজকে পুচির মার ভয়েসটা পুরোপুরি শুনলাম, খুব ভালো লাগলো, কথাগুলোর গতি খুব সুন্দর আর গোছানো।
@Allahmohan113 ай бұрын
@@khadija-tm8gc আমার বাল
@Allahmohan113 ай бұрын
@@JenysKitchen সবচাইতে ফালতু বাজে থার্ড ক্লাস এই মহিলা ওর কথা কিভাবে ভালো লাগে আপনার রুচির দুর্ভিক্ষ আপনার মধ্যে
@khadija-tm8gc3 ай бұрын
@@Allahmohan11 আমি তো আপনার সাথেই রুচির দুর্ভিক্ষে বসবাস করছি ।
@Sonc433Ай бұрын
❤❤❤
@Munsdailyvlog17 күн бұрын
আমি ও বুঝলাম ❤❤❤
@Probashilife-q5h3 ай бұрын
আপনাদের মতো ভালো content creator's দেখলে সাহস পায় ❤
@Tushanblog863 ай бұрын
একদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম,একটা মহিলা অনবরত বকতেছে আর কি জানি রান্না করছে। তখন থেকেই ওনার ভিডিও দেখি। ভালোই লাগে।
@mdmilom07813 ай бұрын
আমিও তখন থেকে দেখি
@nusaifaminha80423 ай бұрын
আমি,,
@Twinkle..2003 ай бұрын
যত কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি তার ভিতর আপনি অসাধারণ আপনার মত ভদ্র একজন ও দেখি নাই❤️❤️❤️❤️
@rokeyaafrin24003 ай бұрын
আসলেই আপনি ভাগ্যবতী।
@রমনীকুঠির3 ай бұрын
পুরোটা ভিডিও দেখলাম, পুচির মাকে আসলেই বেশ ভালো লাগে।
@rubyakter-z4j12 күн бұрын
ওনার হাসব্যান্ড কি হিন্দু না মুসলিম?
@SIFATএলাকারবাপ3 ай бұрын
পুচির মার কথাগুলো খুব ভালো লাগলো❤❤❤
@NayemIslam-c9y6m19 сағат бұрын
কে অনেক ধন্যবাদ আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। ❤
@tannyhasan7879 күн бұрын
*আসাধারন উপস্থাপক 🏆ও মানুষ এবং অনুষ্ঠান🏆 ,নাইচ আপু*
@tnntv-243 ай бұрын
পুচির মা'র সাথে গল্প খুব ভালো লাগল
@KalponaSouthKorea3 ай бұрын
❤❤❤❤ love from South Korea ,, আমার ও আসতে ইচ্ছে হয় এই প্রোগ্রাম এ ❤❤
@MdNazeerHussain-kk6jt3 ай бұрын
আপু কেমন আছেন, পচা কেমন আছে আপনাদের ভিডিও গুলো খুব ভালো লাগে বিশেষ করে পচা কে বেশি ভালো লাগে 💝💝💞💞
@kitchenofjamuna2 ай бұрын
পুচির মায়ের জন্য আশীর্বাদ আর দোয়া রইলো 😊😊😊
@farhanaferdus40223 ай бұрын
পুচির মায়ের ভিডিও গুলো খুব ভালো লাগে 😊
@TmxTamim-o2b3 ай бұрын
দিদি সবসময়ই সত্যি কথা বলে এইজন্য খুব ভালো লাগে
@LuckyKhatun5202 күн бұрын
Ma sha Alloh Apne khub Valo sasure payesen,you are lucky person❤❤❤
@Freedomofpeace3 ай бұрын
আপু আপনি এই কথাটা সত্যি বলেছেন আসলে পালা জিনিসের মায়া বেশি ❤❤❤
এ আপুর ভিডিও আমি অনেকগুলা দেখছি আমার অনেক ভালো লাগে আপুটা কে
@imtisharimran3493 ай бұрын
খুব বেশি দিন হয়নি আমি পুচির মার বিডিও দেখছি ।দেখে খুব ভালো লাগে। অন্তত্ব্য হেঁসে মন হালকা করা যায়।
@Allahmohan113 ай бұрын
যেই ধরনের বকবক করে তারপরেও আপনার কাছে ওর ভিডিও ভালো লাগে কি করে আপনারও কি রুচির দুর্ভিক্ষ চলতেছে নাকি?
@sksabbir-li7ox6 күн бұрын
41:21 অনেক সুন্দর হয়েছে ভাই পুঁচির মার গল্পটা দারুন দারুন একসিলেন্ট
@জোবায়েররাজু3 ай бұрын
তিনি সেলিব্রিটি নন, কিন্তু অসাধারণ মানুষ, যা বুঝলাম৷ খুব সুন্দর করে কথা বলেন। তবে একটা শিক্ষনীয় ব্যাপার আছে তার এই টক শো থেকে। তিনি শ্বশুর বাড়ির যে প্রশংসা করেছেন প্রত্যেকটি মানুষের, এটা অবিশ্বাস্য। শ্বশুর বাড়ির মর্যাদা পাওয়া বাঙালি মেয়েদের খুব কম কপালে জোটে, উনি অনেক ভাগ্যবতী এটা স্বীকার করতে হবে। স্বামী শাশুড়ি ননদের এডমায়ার করেছেন, নিঃসন্দেহে তারা ভাল মানুষ বলেই তো একজন পুত্রবধূর মুখ থেকে এসব কৃতজ্ঞতার বুলি বের হয়। আমি অনেক আগ থেকে উনাকে ফলো করি। আজকে এই টকশোর মাধ্যমে তার জীবনের অনেক গল্প জানলাম। ভালো লাগলো। ❤ জোবায়ের রাজু নোয়াখালী থেকে
@nazmunnessa78873 ай бұрын
খুব ভালো লাগলো।মিথ্যে বলে না,নিরহংকারী একটা মানুষ।দুজনেই।
@RobelMia-ts8mc3 ай бұрын
পুচির মা কে আমি প্রথম গুনো কথার বেডি বলে চিনতাম,,পরে তার ভিডিও দেখতে দেখতে আমার কাছে এখন ভালো লাগে🥰🥰
@nasimaekhtiar18983 ай бұрын
অনেক ভাল লাগল। আমরাও আটটি বিড়াল আছে।alhamdulillah.
@mydreamwithmyfamilybdblogger3 ай бұрын
পুরোটা দেখে এটাই বুঝলাম হাজবেন্ডের সাপোর্ট ছাড়া কোন কাজেই সফলতা আসে না কে কে আমার সাথে সহমত
@user-dx6fmtАй бұрын
একদম সঠিক কথা
@rupisdailylife2 күн бұрын
একদম ঠিক বলেছেন
@NusratRupkotha-ly7he3 ай бұрын
আলহামদুলিল্লাহ এমন শাশুড়ি জেনো সবার ভাগ্যে জোটে
@Sonc433Ай бұрын
Amin ❤
@Sopnapori143 ай бұрын
খুব সুন্দর লেগেছে হিস্টোরিটা ❤❤
@ayaz_er_ma3 ай бұрын
আপুটার ভিডিও আমি দেখি অনেক আগে থেকে আমার অনেক ভালো লাগে একদিন অনেক দূর এগিয়ে যাবে।
@mousumisarkersujon2 ай бұрын
দিদিভাই তোমার জন্য অনেক অনেক শুভকামনা গো।তুমি সবসময় এভাবেই হাসি খুশি থাকো। আর নতুন নতুন মজাদার ভিডিও কন্টেট সবাইকে উপহার দাও।
@elfaalom-nj2st21 күн бұрын
পুচির মায়ের শশুর বাড়ির গল্প শুনে মনটা ভরে গেলো।
@fuadmubtasim3 ай бұрын
অনেকে নিজের শাশুড়িকে নিয়ে আফসোস করছেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাপসী দিদির মতো শাশুড়ি পাওয়ার জন্য তেমনই যোগ্য পুত্রবধূ হওয়াও প্রয়োজন।
@LadlyBegum-sm2lx3 ай бұрын
অনেক সময় কলিজা কেটে খাওয়ালে ও হয়না
@ZeenatFatimaLina-zu2in3 ай бұрын
Bhaiya karo sashuri valo thakena. Abar kono kono chele bou balo hoyna. Apnar ma apnar sathe jemon, onno meyer khetre ek rokom naw hote pare. Amar sashuri amake love korten kintu amar soshur ba nonod kew amake ek bindu o love korena. Sashuri morar mor ami kosto peyechilam. Onar jonno kosto lagto. Kintu onno karo jonno ektuo valo basa nei karon tara bashe na. Ei tai normal.
@rkbdmc3 ай бұрын
শ্বাশুড়ি ভাল হলে পুত্রবধূ ভালো হতে বাধ্য। বড়দের থেকে দেখেই ছোটরা শিখে। পরিবেশ মানুষকে প্রভাবিত করে। মেয়েরা শ্বাশুড়ির পরিবেশে যায়। শ্বাশুড়িরা বৌমার পরিবেশে যায়না।
@anjumanara4633 ай бұрын
নারে ভাই, মাথায় গোবর ওয়ালা অনেক শাসুড়ি আছে, যাদের কাছে ছেলের বউ সব চেয়ে বড় শত্রু।
@ashfakelahi273915 күн бұрын
100% রাইট@@LadlyBegum-sm2lx
@minuBhuyan-h3w3 ай бұрын
পুচির মা র জন্য শুভ কামনা ❤❤❤🎉
@tatinilazbanti88823 ай бұрын
খুব ভালো লাগলো আপনার গল্পগুলো।❤❤
@ruhilifestyleofficial3 ай бұрын
একটা ভালো শাশুড়ি পাওয়া একটা বৌমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার ❤❤❤
@busyBuzz25642 ай бұрын
খুবই ভালো লাগছে শুনে , আপনাদের দুজনের কথা শুনে আমার খুব খারাপ লাগছে আমার কারণ আমি নিজেও জানি না কীভাবে টাকা পাওয়া যায়?
@m.s41813 ай бұрын
*জীবনে কখনোই হতাশ হওয়া উচিত নয়, হতাশ জীবনকে পিছিয়ে দেয়*
@Tanishasartzone-nc4fm3 ай бұрын
তাপসী আপু, অমায়িক একজন মানুষ তার আরেকটি বিশেষ গুণ তিনি ধর্মান্ধ নন বাকিদের মত তিনি অনেক মানবিক তার মানবিক কাজগুলো দেখে তার ফ্যান হয়ে গেছিলাম মানুষটাও বেশ সাদামাটা মনের ভালো লাগে।
@CheerfulBeaver-wl5bgАй бұрын
হিন্দুরা ধর্মান্ধ হয় না
@akkiakhtar95463 ай бұрын
অসাধারণ গল্পভ ভাইয়া ❤❤❤
@Shopnarshopno3 ай бұрын
মেহমান, ও কাজের জন্য দেখতে পারি নাই,আজকে দেখলাম, ভাইয়া ও আপু কেমন আছেন? দুজনেই আমার প্রিয় মানুষ ❤❤❤
@JustOjana18 күн бұрын
শিক্ষিত পরিবারে সবাই শিক্ষা কে প্রাধান্য দেয়, এটা ঠিক। তবে মুসলমানদের জন্য হলে মনে রাখতে হবে রাখাল জান্নাতে গেছিল,কশাই জান্নাতে গেছিল।। 😢😢আল্লাহ হেদায়েত দান করুক আমিন
@Munsdailyvlog17 күн бұрын
ঠিক বলেছেন ❤❤
@nazmunnaharnaz92582 күн бұрын
আপনি যেটা মনে রাখতে বলছেন সেটা যে পুরুষরা মনে রাখে তাদের স্ত্রীদের শান্তি নেই। আমার স্বামীও মনে রাখে, সারাক্ষণ এই গল্পগুলো বলতে থাকে।আর শ্বাশুড়ি ননদের চাইতেও বেশি আমার স্বামীই আমার পেছনে লেগে থাকে। আমাদের হাদীসে কোরআনে মায়ের সেবামূলক যতো পাঠ আছে মোটামুটি সব গুলিয়ে শরবত বানিয়ে আমার শাশুড়ি তার ছেলেদের খাইয়ে দিয়েছে। কিন্তু মহিলা তার সন্তানদের মানুষ বানাতে ভুলে গেছে।
@uzzalaroy19052 ай бұрын
আপনি সত্যিই ভালোবাসা পাবার যোগ্য। কারণ সততা মানুষ কে বিজয় এর মুকুট পরায়। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
@shakilasvlog30173 ай бұрын
ভিডিও দেখে ভালো লাগলো 💕
@Sonc433Ай бұрын
আপু আপনার প্রতি একটা ভিডিও আমার খুব ভালো লাগে আপনার সব ভিডিও গুলো আমি দেখি ❤❤❤❤
@LitonFokir-qj2rz3 ай бұрын
আমি পুচির মাকে কখনো মনোযোগ দিয়ে শুনিনি। আজ মনোযোগ দিয়ে শুনলাম। কতটা উদার হলে শাশুড়িকে নিয়ে এত চমৎকার চমৎকার কথা বলতে পারে।
@NahidaYeasmin-y9g3 ай бұрын
এগুলো সব আপনাদের মন যোগানোর মলম
@NasimaBegum-fl8ls3 ай бұрын
আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর
@NeoBangla-c3rАй бұрын
সে এতগুলো বিড়াল কিভাবে ম্যানেজ করে? তাপসীর সন্তান এবং স্বামীর সহযোগিতা অসাধারণ। শুভকামনা ❤
@ummaykulsumshila66853 ай бұрын
ভাগ্যবতী আপনি এমন শ্বাশুড়ি পেয়েছেন ❤
@taniausavlog87673 ай бұрын
আমার খুবই পছন্দের মানুষ ।আপুর ভিডিও গুলো অনেক বিনোদনের ।ভাল থাকবেন
@AllahHuAkbarAllahHuAkbar-f3lАй бұрын
অনেক নারীদের অভাগি হতে দেখেছি কিন্তু, ভাগ্যবতি খুব কম হতে দেখেছি।তার মধ্যে আপনি একজন পুচির মা।
@kalponanadira64903 ай бұрын
তাপসীর সব কিছুই আমার খুব ভালো লাগে ।তোমার সাথে আমার সরাসরি দেখা করার খুব ইচ্ছে ।আমার পরিচয় দিলেই চিনবে । কিন্তু পরিচয়টা থাক আমার । তোমার পথ চলা হোক মসৃণ এই দোয়া করি সব সময় ।
@DinewithNasrin3 ай бұрын
পুচির মায়ের জন্য শুভকামনা ❤
@UmmeMohua22 күн бұрын
Many Congratulations Apu❤❤❤
@taniya-j3o5tАй бұрын
দিদিকে অনেক ভালো লাগে ❤❤❤❤
@sadikafarazi14743 ай бұрын
ভিডিও টা অনেক ভালো লাগছে ধন্যবাদ এগিয়ে জান ❤❤❤
@diyadevvlog4 күн бұрын
অনেক ভালো লাগলো আপনার জীবন কাহিনী।
@মামনিররান্নাঘর-দ৫স16 күн бұрын
কথা গুলো খুব ভালো লাগলো ❤️
@TheAyeshaf2 ай бұрын
ভীষণ ভালো লাগল
@LifeisFight-v9h7 күн бұрын
vlo laglo dekha❤
@MinirMaFamilyVlogs033 ай бұрын
আমি প্রচন্ড প্রচন্ড ভালোবাসি পুচি ফ্যামিলি কে দিদি কি আমার অসম্ভব ভালো লাগে। তার প্রত্যেকটা ভিডিও দেখি এগিয়ে যান দিদি অনেক অনেক দূর পর্যন্ত
@riyaakter39253 ай бұрын
Vv. 😢🎉🎉 😊
@rkbdmc3 ай бұрын
যত মানুষকে অনলাইনে এস্টাবলিশড হতে দেখছি। সবাই করোনার সময় হইছে। করোনা একটা আশীর্বাদ।
@momochowdhury87283 ай бұрын
Right
@RAKASCOOKING3 ай бұрын
পুচির মা কে অনেক ভালো লাগে❤❤❤❤❤❤
@authentic43833 ай бұрын
খুব ভালো লাগলো। ভালো থাকুন দু'জনেই ।
@hamderabbi86482 ай бұрын
উনার প্রোগ্রাম দেখি নাই কিন্তু সাক্ষাৎকার দেখলাম ভালো লেগেছে। মেয়েটি সুন্দর করে কথা বলে।
@MuslimaZamanVlogs2 ай бұрын
খুব সুন্দর ❤
@AiishaId2 ай бұрын
আসলেই কত অদ্ভুত।
@Mamun38882 ай бұрын
বেশি ভাগ ভাইরাল নোয়াখালীর ভাষা দিয়ে।যেমন মনা শামীম
@cooktoeattasty39603 ай бұрын
উনাকে আমার খুবই ভালো লাগে।ওনার গল্পটা মনোযোগ দিয়ে শুনলাম।