আমি আসলে ভুলে গিয়েছিলাম যে রসায়ন ভিডিও করি নাই। অনেক ভীড় ছিল ভেবেছি পরে ভিডিও করব বাট আমার একদম মনে নেই। মেলে শেষে যখন এডিট করতে বসলাম তখন দেখি এই অবস্থা। তারপর কত জায়গায় খোজ লাগালাম, রসায়নের ফুটেজের জন্য। পেইজে পোস্ট দিলাম,ক্যাম্পাসিয়ান গ্রুপে পোস্ট দিলাম ২ দিন অপেক্ষা করলাম তাও পাইলাম না। পরে এক ছোট বোন কমেন্ট করে জানাল,তার কাছে একটু আছে বাট সে ভিডিও ভালো ভাবে করতে পারে নাই। সেখান থেকেই কেটে কেটে এই টুকু লাগিয়েছি। আর এক রসায়নের ভাই আমাকে কিছু ছবি দিয়েছেন,তাই ছবি গুলো এড করে দিছি। আমি ফুটেজ কালেক্ট করার অনেক ট্রাই করেছি পারিনি। দু:খিত আপু। রসায়নে আমার পরিচিত কত মানুষ পড়ে আমার খারাপ লাগছে এজন্য। আমি আমার পেইজেও ফুটেজ চেয়ে দু:খ প্রকাশ করে ফুটেজ চেয়েছি।