অপেক্ষার প্রহর শেষ হতে চায় না কবে শুক্রবার আসবে এই আশায়, আর কখন নতুন কোন চিত্র দেখবো এদেশের , খারাপ লাগে তবুও দেখতে হয় যাতে নিজে সর্তক হতে পারি.. ধন্যবাদ মুনজুরুল করিম ভাই কে
@sajjadhossen55645 жыл бұрын
প্রথমে তালাস টিমকে ধন্যবাদ জানাই। অনেকদিন অপেক্ষায় ছিলাম কবে নতুন একটি পর্ব পাবো।আমার বিশ্বাস তারা দেশকে ভাল বেশে দেশের মানুষ এর জন্য এই রকম প্রতিবেদন প্রচার করতেই থাকবে। এবং সেটি সত্য ও ন্যায় এর সাথে।শুভ কামনা রইলো তালাশ টিম এর জন্য।
@himuchowdhury10305 жыл бұрын
ধন্যবাদ তালাশ টিম কে। 😍😍😍 আপনাদের প্রতিবেদনের পর আমরা সুফল পেয়েছি। আপনাদের প্রতি কৃতজ্ঞ। ব্রাহ্মণবাড়িয়া
@mdRony-su8xy5 жыл бұрын
আমি অবাক হয়ে গেলাম এখানে তিন জন ডিজলাইক দিয়েছে এরাকি সত্যি প্রতিবন্ধী, না পাগল , যাই হোক অসংখ্য ধন্যবাদ তালাশ টিম কে ঘটনার পরে কি হচ্ছে সেটা ও এখন জানতে পারছি ❤️❤️💖 ভালোবাসা অবিরাম 😍😍 লাভইউ তালাশ লাভ ইউ তালাশ ফিটব্যাক
কিন্তু আমার ভয় একটাই, সংসার ঠিক হওয়ার পর, মহিলার জীবন বিপন্ন না হয়ে যায়।।
@mohammadsheiknahid6565 жыл бұрын
@@palashchakraborty2287 অামার মতে ওনার সাথে সংসার না করাই ভালো হবে
@najattnur70555 жыл бұрын
আমি একজন প্রবাসী বাংলাদেশি আপনাদের অনুষ্ঠান আমার এতো ভাল লাগে যা বলে বুঝানো যাবে না। যেখানে সাড়া বাংলাদেশে ধবংসের পথে চলে যাচ্ছে সেখানে আপনারা ভাল কাজ করছেন আপনাদের কে স্যালুট। এই অনুষ্ঠান টি হাজার বছর চলুন আশাকরি।
-- অভিনন্দন টিম তালাশকে। ফিডব্যাকের মাধ্যমে আশাকরি অনেকটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে👌👌
@ranasohel12545 жыл бұрын
শ্রদ্ধেয় মুনজুরুল ভাই আমি মালায়শিয়া থাকি .প্রতি শুক্রবার আপনাদের তালাশ অনুষ্ঠান দেখার জন্য কাজ বন্ধ করে বাসায় এসে মোবাইল নিয়ে বসে থাকি কখন আপনার অনুষ্ঠান দেখবো.তালাশের সকল পর্ব আমি ডাউনলোড করে রেখে দিয়েছি সময় পেলেই পুরাতন পর্ব গুলো নতুন করে দেখি.যত দেখি ততই ভালো লাগে
@rhhridoy97245 жыл бұрын
সর্ব প্রথম আমার পরিচয়ের এঙ্গেলে যাই। আমি -আর এইচ,হৃদয় (রাকিবুল হাসান হৃদয়) কুমিল্লা, মনোহরগঞ্জ আমার গ্রামের বাড়ি। বর্তমানে আমি ঢাকা,সাভারে থাকছি, এবং ধামরাই সরকারি কলেজ (ঢাকা) পড়ছি। ---------------------------------------------- মূল কথায় আসি এইবার, প্রথমত তালাশ টিম'কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা, বহু পরিশ্রম এবং ভয়কে কাটিয়ে বাংলাদেশে নিত্য ঘটে যাওয়া " মানুষ রূপি জানোয়ারদের হিংস্রতা সবার সামনে তুলে আনার জন্য......আবারো ধন্যবাদ জানাই তালাশ টিমকে। আমার সামনে ঘটে যাওয়া একটি দিনের কথা তালাশ টিমকে লিখে শুনালাম। দিনটি ছিলো 18/3/2019, স্পষ্ট চোখে পড়লো আমার। আশুলিয়া, নাম না বলা একটি শপিং কমপ্লেক্স এর সামনে থেকে, 5 জন লোক একটা প্রাইভেট কারে, করে এসে মার্কেটের সামনে গাড়ি থামিয়ে তিন জন লোক গাড়ি থেকে নেমে একটি মোটর সাইকেলে বসা ব্যক্তিকে এরেস্ট করার জন্য নেমে আসে। সামান্য সময়ের মধ্যে বেশ কয়েকজন মানুষ জমাটবদ্ধ হয়ে যায়। কিন্তু সবাই তাকিয়েই রইলেন, কারো জিজ্ঞেস করার সাহস ছিলো না যে এই লোকটাকে কেনো এরেস্ট করছেন। আমিও ঠিক তাকিয়ে রইলাম। কিন্তু, ওরা সত্যিকার ডিবি কিনা সেটা জানিনা, তবে প্রকৃত ডিবি'র এরেস্ট এমন ধরনের হয় না... -গালের মধ্যে 10 কেজি ওজনের থাপ্পড় দিয়ে ডিবি'র এরেস্ট হয় না, -গলা চেপে ধরে পকেটের টাকা নেওয়া ডিবি'র এরেস্ট না, -5' ফিট একটা ছেলে কে দিয়ে হাতে হ্যান্ডক্যাপ লাগানো ডিবি'র এরেস্ট না, -কাউকে কল দিতে চাইলে হাত থেকে মোবাইল নিয়ে ভেঙ্গে ফেলা ডিবি'র এরেস্ট না, -জানোয়ারের মতো গালিগালাজ করা আর ঘুষি মেরে রক্তাক্ত করা এরেস্ট ডিবি'র না, -নেমপ্লেট বিহীন প্রাইভেট কার কখনো ডিবি'র গাড়ি হতে পারে না, - বন্ধ ওয়ারলেস কখনো ডিবি রাখতে পারে না, -সাথে গাঞ্জা খোরের মতো কয়েক টা ছেলের চেহারা কখনো ডিবি'র হইতে পারে না। প্রিয় তালাশ টিম- দিন দিন বাংলাদেশে বিষ বৃক্ষের মতো বেড়ে উঠছে 'ভুয়া ডিবি। নিরীহ মানুষদের কে তারা বিষণ হয়রানি করছে, সাধারণ মানুষদের কাছে তারা দাবি করছে লক্ষ লক্ষ টাকা, এবং টাকা না দিতে পারলে সোজাসুজি মেরে ফেলা হচ্ছে....বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন ভুয়া ডিবি'র চক্র। আমার সামনে ঠিক আরো একটি ঘটনা ঘটলো, তা আজ বললাম না। তালাশ টিমের কাছে আকুল আবেদন করছি, আপনাদের একটি প্রতিবেদনের মাধ্যমে "ভুয়া ডিবির চক্র কে শাস্তির আওতায় নিয়ে আসুন। ধন্যবাদ। (কিছু কিছু বানান ভুলের জন্য আন্তরিক ভাবে দু:খিত)
@imtiazahmedzian48475 жыл бұрын
ব্রাহ্মণবাড়িয়া থেকে ভালবাসা
@tanvirhossain44395 жыл бұрын
রিপোর্ট গুলোর ফলাফল কি হয় সবসময় জানতে ইচ্ছে হতো।সেগুলো সহ প্রচার করায় বেশি ভাল লাগছে।কৃতজ্ঞতা আপনাদের প্রতি অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার জন্য😍
@mominsafe96225 жыл бұрын
Love you.. প্রিয় মুনজুরুল করিম পলাশ ভাই, এগিয়ে চলুন যেদিকেই যাবেন সত্য এবং সততা আপনাকে পথ দেখাবে, এবং দিনে দিনে নির্ভীক পথ চলায় সত্যই আপনাকে আগলিয়ে রাখবে, আর আমার মত হাজারও ভক্ত তো আছেই সারা বাংলাদেশ জুড়ে... যারা আপনার অজ্ঞাত প্রেমিক বন্ধু।।
@mdmustakim12105 жыл бұрын
তালাশ টিম আপনাদের সহযোগিতার কারণে মানুষের শুধু উপকার হয় তা না,মানুষের বেঁচে থাকার সহায়তা হিবেসে কাজে লাগে,তাই আপনাদের অসখৎ ধন্যবাদ
@jmshahi42795 жыл бұрын
তালাশ ফিডব্যাগ কে ধন্যবাদ,,, অন্য রকম একটা অনুষ্ঠান করার জন্য,,,,।
@manjarulislamrh51695 жыл бұрын
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। ধন্যবাদ
@mdrashedlbd67515 жыл бұрын
ধন্যবাদ তালাশ টিম ও তালাশ ফিডব্যাক কে।।।।।।। সত্যি আপনাদের প্রশংসা করতে হবে।।।। সকলের উচিত আপনাদের অনুষ্ঠান দেখা তাহলে আমাদের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।।।।।
@TouchToPlay5 жыл бұрын
আমি ভারত থেকে বিবেক আমি তালাশ সবসময় দেখি, ভালোই লাগে কিন্তু আজ আরো বেশি ভালো লাগলো প্রশ্নের উত্তর পেয়ে। 🇧🇩 বাংলাদেশ দেখার খুব ইচ্ছা আমার, কিন্তু যখন এসব কার্য কলাপ দেখি তখন আর ইচ্ছে থাকেনা..
@AbdurRahman-uz1xx5 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ মঞ্জুরুল করিম ভাই, আপনার প্রত্যেকটা প্রতিবেদন সত্যিই প্রশংসার দাবিদার, আমি তালাশের এবং তার তালাশ ফিডব্যাক এর একজন নিয়মিত দর্শক, আমি মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে সবসময় তালাশ এর সাথে থাকি, ভালোবাসা অবিরাম মঞ্জুরুল করিম ভাই
@Jahidulislam-qu3ic5 жыл бұрын
শরীয়তপুর থেকে তালাশ টিম কে অবিরাম ভালোবাসা ও অভিনন্দন....!!
@sharifulislam85265 жыл бұрын
এই সমস্ত অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দেয়া উচিত।যেভাবে লাইভ সম্প্রচার করা হয়।কঠিন তরো শাস্তি যা দেখে অপরজন সাহস না করতে পারে।।।স্যালুট তালাশের সকল সদস্য কে
@abdullaalnoman40625 жыл бұрын
তালাশ শুধু একটি অনুষ্ঠান নয়.. ন্যায় পাওয়ার একটি আস্থাও হয়ে উঠেছে মানুষের কাছে। ধন্যবাদ তালাশ টিমকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য।
@mdjamil14945 жыл бұрын
আমি তালাশ টিমকে ধন্যবাদ জানাই, তাঁরা যেন আমাদের কষ্টে থাকা মানুষকে পাশে দাড়ায় এবং আমাদের সমাজের এবং দেশের সবার কাছে তুলে ধরে, তার জন্য আবারও ধন্যবাদ জানাই।
@bmarif43645 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদন প্রকাশ করার জন্য ❤❤❤
@nishitbiswas14445 жыл бұрын
অশেষ ধন্যবাদ তালাশ টিমের সকল সদস্যদের আর ততোটা ঘৃনা ও নিন্দা তাদের প্রতি যারা বা যে সকল প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি।
অপেহ্মায় ছিলাম,,খুব ভালো লাগলো ফিডব্যাক পর্ব গুলো দেখে,,,,তালাশ টিম এর প্রতি অনেক কৃতজ্ঞতা রইলো।
@mdeyasin95275 жыл бұрын
আপনাদের এ উদ্যেগটা দেখে খুবি ভালো লাগলো,,! আমি একজন কুয়েত প্রবাসী কাজের ব্যস্ততার কারণে। আপনাদের তালাশ এবং এ অনুষ্ঠানটা লাইভ দেখতে পারিনা। কিন্তু ইউটিউবে সব পর্বগুলো দেখি। আমি আপনাদের আরো কয়েকটি ভিডিওতে এ বিষয় কমেন্ট করে জানতে ছেয়েছি যে। আপনারা শুধু অনুসন্ধান করে থেমে থাকেন। নাকি অপরাধিদের অপরাধ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর অভিযোগ করেন। দুঃখজনক বিষয় হলো আপনাদের কাছথেকে কোনো রিপ্লে পাইনি,,! তবে আজকে আপনাদের এ অনুষ্ঠানটার মাধ্যমে আমি আমার উওরটা পেয়েগেছি,,! এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ,,! তবে একটা অনুরোধ হলো আপনারা আপনাদের দর্শকদের সম্পূর্ণভাবে গুরুত্ব দিবেন বলে আসাকরি আমি। কেননা দর্শকরা আপনাদেরকে হেল্প না করলে আপনারা এ পর্যন্ত আসতে পারতেননা।
@AkashAkash-mw1dy5 жыл бұрын
ধন্যবাদ জানাই তালাশ টিমকে সত্য বলার জন্য এটা আমাদের সমাজের বাস্তব চিত্র প্রতিনিয়ত ঘটে এমন ঘটনা । ধন্যবাদ মনজুরুল করিম ভাইকে
@yeasinhossain92815 жыл бұрын
তালাশ টিমের জন্য অনেক ভালোবাসা এবং ধন্যবাদ মঞ্জুরুল করিম ভাই আপনার উপস্থাপন আমার কাছে অনেক ভাল লাগে।
@chiranjit.mondal85105 жыл бұрын
অনেক স্যালুট তালাশকে।সাধারণ মানুষের অনেক উপকার করছে তালাশ। স্যালুট তালাশকে।
@hamidurrahman48935 жыл бұрын
আসলে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই,
@kazitariqulislam735 жыл бұрын
ভালোবাসার আরেক নাম-- তালাশ ও তালাশ ফিডব্যাক।
@momniulislam81145 жыл бұрын
আমি একজন তালাশের বন্ধু আমি যখন ঢাকায় ছিলাম তখন প্রতিটা পর্বই দেখতাম বন্ধু-বান্ধব মিলে, এখন বর্তমান দেশের বাইরে আছি এখনো আমার পছন্দ সে তালাশ দেখি, তারপর অসাধারণ তালাশ ফিডব্যাক নামে পর্বগুলো করার জন্য ধন্যবাদ আপনাদেরকে,,, যে কথা বলার জন্য কমেন্ট করেছি আমি তালাশ দেখে অনেক সচেতন হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না" আবারো ধন্যবাদ তালাশ টিম কে"❤
@mahfujurrahmanmanik80985 жыл бұрын
শুরু থেকেই ভালোবাসার একটা প্রোগ্রাম।আপনাদের এত প্রচেষ্টা দেখে ভালোবাসা আরো বেড়ে যায় ❤
@lovemedia55075 жыл бұрын
তালাস টিমকে ধন্যবাদ জানাই।।।
@মাটিরদেহ-স১ছ5 жыл бұрын
তালাশের ভিডিও দেখার আগেই হাজারটা লাইক দিতে মনে চায়। ভাই দোয়া রইল তালাশ টিমের সবার জন্য।👍
@arifhazari67835 жыл бұрын
আমার খুব ইচ্ছা করে আপনাদের মত কাজ করি । তবে একটাই সমস্যা আমার পড়া লেখা নাই ক্লাস ৫ পর্যন্ত পড়া লেখা করছি। সব সময় দেখি তালাশ। আমার প্রিয়। দোয়া করি আল্লাহ যেন আপনাদের কে বিপদ আপদ থেকে রক্ষা করে। আমিন। যত দিন বাঁচি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি আমি কৃষকের ছেলে আরিফ হাজারী
@shuvo45425 жыл бұрын
আপনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করে কত সুন্দর করে বানান ঠিক করে লিখলেন, যেটা অনেক শিক্ষিত লোকেরা পারে না,,, ধন্যবাদ,,,
@arifhazari67835 жыл бұрын
আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ
@mhjunayed5 жыл бұрын
Thanks for taalash team
@প্রাণেরবাংলাদেশ-দ৫ল5 жыл бұрын
তালাশ টিমকে সত্যতা যাচাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।
@arifhazari67835 жыл бұрын
ধন্যবাদ আপনাদের কে। এতো দিন পরে বাংলাদেশে মনের মত মানুষ পাইলাম।। অভিনন্দন ও শুভকামনা দোয়া আর ভালোবাসা আপনাদের জন্য আমি খেলার পাগল আরিফ হাজারী ও গরিবের বন্ধু আরিফ হাজারী।। আমি বতমানে। সৌদিআরব দাম্মাম আছি এক জন প্রবাসী হিসেবে। প্রথি দিন নামাজ পড়ে দোয়া করবে আপনাদের জন্য। কাজ চালিয়ে যান সফল হবেন ইনশাআল্লাহ। সব দেখি আপনাদে অনুষ্ঠান অনেক সময় দেখে চোখে পানি এসো যায় আর চিন্তা করি সরকারি দলের লোকেরা গরিবের টাকা মেরে খায়। আমি যদি দেশে থাকতাম আপনাদের সাথে বিনা পয়সা কাজ করতাম। আল্লাহ হাফেজ ভালো থাকবেন। কারণ ভালো মানুষের দাম নাই আপনার চার পাশে শত্রু ছাড়া আর কিছু নাই। দোয়া আর ভালোবাসা নামাজ পড়ে দোয়া করবে আজকে থেকে আল্লাহ যেন বিপদ আপদ থেকে রক্ষা করে।।। সৌজন্য গরিবের বন্ধু আরিফ হাজারী। কুমিল্লা ১৪ গ্রাম আমার বাড়ী।।।।
@chircuttbd96755 жыл бұрын
এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ তালাশ টিমকে। আশাকরি অনেক দূর এগিয়ে যাবে তালাশ টিম।
@RHR4445 жыл бұрын
আপনাদের কে অনেক ধন্যবাদ জানাই, তালাশ টিম সবাইকে আমার অন্তর থেকে দোয়া করি,সবাই যেনো ভালো থাকে সুস্থ থাকে এবং যেকোনো বিপদ থেকে আল্লাহ্ যেনো অদ্দার করেন,।
@imranalim12035 жыл бұрын
2 বছর ধরে তালাশের সাথেই আছি। আপনাদের news গুলো আমার অনেক ভালো লাগে। সালাম জানাই তালাশ টিমকে, আপনারা মানুষের উপকার করছেন ...... I love you তালাশ
@paythoinahad92905 жыл бұрын
ধন্যবাদ তালাশ ফিডব্যাক ও সেইসাথে মঞ্জুরুল করিম ভাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষায় রইলাম
@akashbanik51145 жыл бұрын
এপিসোডটা দেখার অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ তালাশ।
@supnosaya46145 жыл бұрын
বাংলাদেশে অনেক ভাল মানুষ আছে যারা দেখেও কিছু করতে পারে না ।কারন দেশের অসৎ লোকের বিস্তার সব জায়গাতেই । অসংখ্য ধন্যবাদ তালাশ টিম কে
@mdsharfinsha25795 жыл бұрын
আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ তালাশ টিম
@কাতারপ্রোবাশী5 жыл бұрын
সত্যি অনেক ভালো ধন্যবাদ তালাশ ফিডবেক কে দন্যবাদ 3™™™™\
@sohanauli90465 жыл бұрын
Assalamualaikum! 1st salute janai independent tv er talas tim k, apnara j vabe ai sob jaigai powchan & jacchen o tule dhorchen, proshason jodi sootti I ai vabe tule dhoren ba jan & action nen, tahole amader desha onnai r oporadh 50% a neme asbe, best of luck talash teem
@ajovalobasetomy32135 жыл бұрын
ধন্যবাদ তালাশ টিমকে.....ভালো কিছু দরার জন্য... দোয়া করি সৌদি আরব থাকে... আরো ভালো ভালো কিছু দরেন...বিসেষ করে তালাশ সব সময় আমি দেখে থাকি...
@gwjoybitla18815 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ, তালাশ টিম
@shopneeljahid75445 жыл бұрын
আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের তালাশ অনুষ্ঠান , তাই অনেক অনেক শুভেচ্ছা Independent tv & আপনাদের সকল কে আল্লাহ হেদায়েত দান করুক, প্রিয় ভাই অবিরাম ভালোবাসি। 💘💘💘
@md.mamunkhan77735 жыл бұрын
অশেষ ধন্যবাদ তালাশ টিমকে আপনাদের জন্য রইল শুভ কামনা।
@ahammemaruf79045 жыл бұрын
Feedback 4 er opekhay roilam.. Monjurul vi... Ata onek sundor hoyece... Thanks
@almamun49895 жыл бұрын
তালাশের Editing টা চমেৎকার ভালো লাগে
@masummiah5815 жыл бұрын
Thanks talash team ke. Onek report e talash a procharito hoi kintu komotai jara thakhe tader jodi eaccha thaktu tahoile durniti bondho hoitu.
আমি আপনার নিয়মিত দর্শক। ভালো লাগে তালাশ টিক কে। আপনাদের জন্য শুভ কামনা এবং পড়ের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
@shahariarhasan2035 жыл бұрын
Mon thaka valobasha Talash team k. Apnarae bd ta ondhokarer Alo vai ♥♥
@siblysadekofficial87334 жыл бұрын
Our Unconditionall Respect & Love for U.Go ahead.. ❤️❤️❤️❤️
@Sohel.B.M5 жыл бұрын
ধন্যবাদ মঞ্জুরুল করিম ভাই আমি আপনার নিয়মিত একজন দর্শক
@khursidalam60225 жыл бұрын
Apnader ei uddoger jonno..talas team..apnader salut
@mdshobujkhan40935 жыл бұрын
ফিডব্যাক কে স্বাগতম জানাই এরকম কিছু তুলে ধরার জন্য সামনে আরো এগিয়ে যাবে এটাই কামনা তবে এই টিমের সাথে আমি একটু কথা বলতে চাই
@arafatlabib32895 жыл бұрын
অপেক্ষায় ছিলাম ,,
@zahidulislamsobuj81695 жыл бұрын
আমি তালাশ এর এক জন নিয়মিত দরশক তালাশ টীমের এই ভালো কাজ গুল দেখতে আমার খুব ভালো লাগে। এজন্য ধন্যবাদ তালাশ টীমকে
@Tivelzer5 жыл бұрын
অপেক্ষায় ছিলাম ,,,ধন্যবাদ ভাই পরের পর্বের দেখার জন্য আপেক্ষায় থাকলাম ।।
@mamunshaik41615 жыл бұрын
ধন্যবাদ তালাশ টিম। আমি মামুন। আমার বাড়ি রাজবাড়ী। আমি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স ৪র্থ বর্ষে পরি। আমি বাড়ি থেকে ফরিদপুর যাতায়াত করতে রেলপথ ব্যবহার করি। আমাদের রেলগাড়ি ফরিদপুর, রাজবাড়ী, কালুখালি, বহরপুর, মধুখালি, ভাটিয়ালি পারা পর্যন্ত চলে। সকল যাত্রী গ্রামের সহজ সরল মানুষ। দৈনিক ৫০০০ /৬০০০ এর বেশী লোক রেলপথ ব্যবহার করেন। কিন্তু এই রেল গাড়ি তে টি টি ও রেল পুলিশ টাকা তুলে যারা টিকিট কাটে নাই। টি টি টাকা নেওয়ার সময় কোন প্রকার ডকুমেন্ট দিচ্ছে না, বরং ভাড়া ১৫ টাকার জাই গাই ১০ টাকা,নিচ্ছে। পরে দেখা যায় এই টাকা টি টি ও পুলিশ ভাগ করে নিচ্ছে। আমি অনেক বার পতি বাদ করছি। কিন্তু কোন ফল হয় নি। আমি চাই তালাশ টিম এর পিছনের কারন গুলো খুজে বের করুক। আর এই টাকা যেন বাংলাদেশ কোষাগার এ যোগ হয়। এই আশা করি।
@shafikulislam21834 жыл бұрын
ধন্যবাদ তালাশ টিম কে।অনেক অনেক ভালবাসা
@mdsharifdosari70885 жыл бұрын
Anwk valo laglo vaiya ....Thanks a lot apnader amon sob kajer jonno.
@rsroichulislam10105 жыл бұрын
Ami akjon taalsh er niyomito dorsok...onk kisu jante parce taalsh theke....thanks for taalsh team...
@MdRobin-id3ev5 жыл бұрын
পাসপোর্ট করার সময় টাকা দিলেই পুলিশ ভেরিফিকেশনে আসেনা। প্রশ্ন করতে পারেন আমরা টাকা কেনো দেই। কারন পুলিশ ভেরিফিকেশনে আসলে সব কিছু ঠিক থাকলেও টাকা দিতে হয়।
@shakibsunity71845 жыл бұрын
আমি একজন ২০বছর বয়সের যুবক।আর আমাদের এই সোনার বাংলাদেশের সকল ক্ষেত্রের দুর্নীতি আমায় খুবি হতাশ করে দেয়।আমাদের এম পি, মন্ত্রি, দের থেকে শুরু করে যারা আমাদের শুরক্ষা করবে বাংলাদেশ পুলিশ তারা এখন আইন ভাঙ্গার প্রধান চরিত্র।আমি সত্যি খুব ভয় পাই কি হবে আমাদের ভবিষ্যৎ?আমরা কি এভাবেই বেপরোয়া জীবনযাপন কোরবো???????
@nohanislamhridoy61655 жыл бұрын
ধন্যবাদ তালাশ ঠিক কে আমি সব সময় দেখি দোয়া করি আপনার আরো এগিয়ে যান ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি
প্রিয় তালাশ টিম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সব অনুষ্ঠান করেন আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে কখনো কি অনুসন্ধান করেছেন আকিন্তু সঠিকভাবে লাইসেন্স বানাতে গিয়েছিলাম আমাকে অনেক অপেক্ষা করার পরেও লাইসেন্স পাওয়া যায়নি বলেছে আজকে আসুন কালকে আসুন এভাবেই দু'বছর খেতে গিয়েছিলে তারপরে দালালের মাধ্যমে বানিয়েছিলাম লাইসেন্স তার পরেও দুই টাকার দাম পায়নি সেখানে যে অভদ্র ব্যবহার এবং ও মানসিক ভাবে কথাবার্তা বলেছে সেখানে কর্মজীবী কর্মচারী মানুষরা
সবাস তালাশ,সেলুট তোমাকে কারন তুমি সাধারন মানুষের পাশে আশার দুয়ার।
@ripondas30565 жыл бұрын
ধন্যবাদ তালাশ টিমকে।সেই সাথে মেইল এ পাঠানো অনুসন্ধানটি খতিয়ে দেখার অনুরোধ রইল। অপেক্ষায় রইলাম।
@shomotarkallane89685 жыл бұрын
তালাশ টিমের নিকুত তদন্তের প্রতি আমি আস্তা রাখি ও অনেক ধন্যবাদ জানাই।
@nababigypsum53155 жыл бұрын
অনেক অনেক,ধন্যবাদ তালাশ টিম কে,
@mithilasharmin81505 жыл бұрын
অনেক ধন্যবাদ তালাশ টিমকে 💕
@rahasan6605 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ তালাশ টিম কে ঘটনাগুলো তুলে ধরার জন্য
@alaminislam86915 жыл бұрын
অনেক ভালো লাগল 💚👌👌
@NurHossain-bi9ns5 жыл бұрын
পুলিশের চাকরি পেতে হলে নব্বই ভাগ মানুষ কে 5 থেকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে প্রবেশ করতে হয়। এ টাকা কোথায় কিভাবে নেওয়া হয় সে বিষয়ে অনুসন্ধান করুন, যারা ঘুষ দিয়ে চাকরি নেয় তারা কিভাবে চাকরি ক্ষেত্রে সততা বজায় রাখবেন? সেখানে ভালো লোক খারাপ হয়ে যেতে হয়।
মনজুরুল করিম ভাই। আমার একটা কথা বাংলাদেশে এখন অনেক অনেক ওয়েব সাইট আছে । অশ্লীল এতোটাই অশ্লীল বলার ভাষা নেই। ঐ ওয়েব সাইট গুলো বন্দ করার জন্য একটা ভিডিও বানান ।।। আপনার কাছে অনুরোধ রইল।।।
@hasanmahmud87805 жыл бұрын
ঠিক
@mdarifhossain40135 жыл бұрын
ভাই,, হাউজিং ব্যাবসার নামে প্রতারণা আর ইন্সুরেন্স কম্পানি গুলোর ধোঁকাবাজি নিয়ে যদি একটু অনুসন্ধান করতেন।