এ পথ গেছে বেঁকে কি ছবি যে এঁকে কে জানে? আজ মন হয়ে তুলি আকাশি চোরাবালি আনমনে। যত স্মৃতি, কত কি সাথে নিয়ে কত রাত নদী হয়ে যায় যে বয়ে.. কে চায়...... এ মনের হিসেব কি ওই মন রাখে শত তারায় তারায় আজও খুঁজছি তাকে। কত তোমার কত কথা রূপসী রূপকথা বলো তাই... আমি থাকি একা সঙ্গে তবু তোমার তরঙ্গে ভেসে যাই ফিরে আসি বারে বারে সব ভেঙ্গে... কত না পাওয়া, আজ পাওয়ার রঙে এই মন জানে পথ ভোলার মানে কে চায়.. এ মনের হিসেব কি ওই মন রাখে শত তারায় তারায় আজো খুঁজছি তাকে হায়... আমি জানি তুমি আসবে ভালোবাসা ভালোবাসবে বলো তাই? পথ খুঁজি তবু বুঝি সেই তুমি শুধু তুমি আশ্রয়.. শত স্মৃতি ভেজাল অঝোরে আমি অচেনা আজ আমার ঘরে হয়ে নিঃস্ব আমার অগোচরে কে চায়? এ মনের হিসেব কি ওই মন রাখে? শত তারায় তারায় আজো খুঁজছি তাকে এ মন যে জানে পথ ভোলার মানে কে জানে তুমি কেন আমার মানে
@aliasifkhan11663 жыл бұрын
taalpatar shepai is special to me because of their lyrics..the poetic value of their lyrics is really high,it's rare in these days
@sanchita893 жыл бұрын
Taalpatar shepai......... Sotti anek ta shanti r ghore r moto
@swastidipansaha30663 жыл бұрын
এ মনের হিসেব কি ওই মন রাখে? শত তারায় তারায় খুঁজছি তাকে❤️ 😌✨দারুন দাদা দাদা দারুন। আর videography এর কোনো কথা হবেনা হারিয়ে গেছিলাম❤️
@shraman2243 жыл бұрын
কথাগুলো অসাধারণ ❤️❤️
@pratapadityamondal3 жыл бұрын
দাদা spotify এর link টা দাও । 🙂🙂❤
@TaalpatarShepai3 жыл бұрын
বহুদিনের পরিশ্রম,অনেক পরিকল্পনা, আর দুঃসাহস দেখিয়ে শেষে এই গানটা এবং ভিডিওটা তৈরি করা, তোমাদের ভালো লাগলে নিশ্চই share করো.
Mind-blowing video. and awesome soothing composition. Darun laglo. 🔥❤️❤️
@ARTlamoSongeSaswata3 жыл бұрын
Thank you so much!😊
@TaalpatarShepai3 жыл бұрын
Thank you ❤️
@sheikhsohag91913 жыл бұрын
❤️🇧🇩
@BankuraMemesShorts3 жыл бұрын
Khub shundor. Darun shots! ❤️❤️❤️ darun gaan
@TaalpatarShepai3 жыл бұрын
❤️ Are jodubabu naki ! 😁
@rajibahmed62403 жыл бұрын
😁😁😁😁
@sourabhmaity62853 жыл бұрын
"Arre Udu je!" 😆😆
@Krishanuroy20003 жыл бұрын
" gan tan kore koto pachhu ho ho ho" jodu Babu 😂❤️
@Letslive_it3 жыл бұрын
দেখো, like, share, comment আর যথেষ্ট নয়, আমার তো ইচ্ছে হচ্ছে চিৎকার করে সারা পৃথিবীকে শোনাতে যে তোমরা কত সুন্দর একটা গান বাইয়েছো... আর গান টা যতবার শুনছি মাকে মনে পড়ছে.. আমার এরম ভালোবাসার গান শুনলে মাকেই মনে পড়ে... তোমরা এরম সুন্দর সুন্দর গান বানিয়ে যাও অনেক ভালোবাসা রইলো ❤️😊
@parthasar16163 жыл бұрын
❤️
@shopnobary49723 жыл бұрын
🥴🥴🥴
@kousikganguly33813 жыл бұрын
এই ৫ মিনিট যেন কোথাও হাড়িয়ে গিয়েছিলাম । অসম্ভব সুন্দর হয়েছে। তোমাদের ওই নিষ্পাপ হাসি প্রকৃতির সৌন্দর্য কে আরো বাড়িয়ে তুলেছিল💙💙💙💙
@satasikhamaity24883 жыл бұрын
বাংলা গানের সাথে এতো সুন্দর videography ভাবা যায় না .... অসাধারণ .. ভালোবাসা নিও ....
@amitpaul79403 жыл бұрын
The future of Bengali songs is in good hands, ah, that's a relief!
@NiladriBanerjeeOfficial3 жыл бұрын
পাহাড় ডাক দিচ্ছে যেন মনে হল।।। "এই মনের হিসেব কি.." এই গানের বেস্ট জায়গা।। খুব সম্ভবত লেখার পরে সুর করা, তাই "হিসেব কি" আর "তারায় তারায়" মাত্রায় মিল নেই।। তোমাদের গান বরাবরই দারুন লাগে, এই প্রথম লিরিসিস্ট অন্য দেখলাম।।। এভাবেই এগিয়ে যাও।।
@piyalvanced89413 жыл бұрын
আমি শুনি শুনি আর শুনি, তাও মন ভরে না। কেমন একটা কান্না, একটা গুমট, এক কথায় তার প্রকাশ হয়না। তাই শুধু শুনেই যাই। মনের হিসেব কোনো মন রাখে নিশ্চই, বা রাখেনা, কে জানে।।
@aloksarkeramit74753 жыл бұрын
প্রতিটা লাইন উপলব্ধি করছি বিশেষ করে "এ মনের হিসেব কি, ওই মন রাখে?" ভালোবাসা অবিরাম এই গানের সেপাইদের🧡
@gourabbiswas23753 жыл бұрын
সঙ্গীত-তালপাতার সেপাই...এই লাইনটি দেখার জন্য industryযেন তৈরী থাকে❤❤❤
@soumikkhan15983 жыл бұрын
আমি যতবার ই তোমাদের কোনো নতুন music video দেখি আমার চোখ থেকে জল বেরিয়ে যায়। জানিনা এটা কেন হয়..... যাই হোক এই ভিডিও টার ব্যাপারে এটাই বলতে চাই যে আমার মনে হয় আমি বাংলা music scene e সব থেকে সেরা একটি video দেখলাম... Just stunning....
@Kobiyal123 жыл бұрын
গুপি বাঘা ফিরে এসেছে, নতুন রূপে। ❤
@chitrabhattacharjya92373 жыл бұрын
Thik bolechen
@akashscreatives71732 жыл бұрын
আমাদের গুপিবাঘা ফিরে এলো। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল বাংলাদেশের এই ভক্ত অনুরাগী ভাইয়ের পক্ষ থেকে। সত্যি সত্যিই অসাধারণ একেকটা গান। কি সাধারণ টিউনিং গুলো কিন্তু অসাধারণ মনকাড়া। কি বলবো বলার সাহস ও ভাষা নেই।
@devleena79903 жыл бұрын
Mon ta na bhore gelo, sotti bolchi dada, ekdom bhore gelo, ki shanti ache gaan tae........ Aar somehow ei gaan tae friendship celebrated hoyeche, tomader bondhutto gaane onek kichu add kore dey.......... Kudos to Saswata Roy......
@ARTlamoSongeSaswata3 жыл бұрын
Thank you! glad you liked :)
@TAMALnTRIP3 жыл бұрын
খুব খুব সুন্দর! তোমাদের যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। ভিডিওটা বাড়াবাড়ি, গানটাও খুব মিষ্টি! অনেক শুভেচ্ছা
@nagibatik48673 жыл бұрын
প্রতি পাতা থেকে চেনা মলাটে আমি শুধু শুধু খুঁজেছি আমায়...😇🙂 আসলেই... এ মনের হিসেব কি ঐ মন রাখে...??
মায়ের থেকে দূরে আজ,হোস্টেলের ঘরে,মাঝরাতে কেমন মা কে পেলাম তোমাদের গানে। অনেক বড়ো হবে ভাই তোমরা।ভালো হোক।
@khondokerolin85952 жыл бұрын
amio
@poulamighosh97123 жыл бұрын
অনেক নস্টালজিয়া মিশে থাকে পথের মধ্যে। এটা সত্যি যে পাহাড় যেন সব জায়গায় পরিচিত লাগে। সব সুর পাহাড়ের চেনা আর সেই সুর গুলোই কোথাও গিয়ে মিলেমিশে যায় পথিকের মননে। গান ও চিত্র সবটাই অনেক স্মৃতি ফিরিয়ে আনলো। ধন্যবাদ তালপাতার সেপাই।❤️❤️❤️❤️
@biswajitdey42983 жыл бұрын
আমার ও
@arkadas95392 жыл бұрын
বাংলা গানের এত অসাধারণ cinemetography ভাবতে পারি না ❤️
@purbamajumdar11553 жыл бұрын
পথ খুঁজি তবু বুঝি শুধু তুমি শুধু তুমি আশ্রয়.. তোমাদের গান আমাদের মতো অনেকের আশ্রয়। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।
@abhishrutisarkar05063 жыл бұрын
এই মনের হিসেব কি ওই মন রাখে?..... জানি না ওই মন রাখে কি না তবে তালপাতার সেপাই ঠিক রাখে.....তাইতো এত সুন্দর একটা গান উপহার পেলাম 😌
মনের হিসেব ?..... 🤔🤔..... রাখে তো ..... নিজের থেকেও বেশি ..... 😌❣
@priyankadey14533 жыл бұрын
♥️ Ei gaan ta j kotobar sunlam r dekhlam.....bolte parboa🥰(ei gan ta sudhu sunlei hobena ....dekhteo hobe...parchina na dekhe sunte) darun laglo...
@shohankhan903 жыл бұрын
আমি যাকে ভরসা করি সে সত্যিই ভাল প্রতিদান দেয়, আজ তোদের গান শুনে নিজের বিশ্বাস এখন অন্ধ বিশ্বাসে রুপ নিচ্ছে❤️❤️❤️❤️❤️ ভালবাসা নিস সুমন, প্রিতম, শুধু তোরা আছিস বলে আজও বাংলা গানের শ্রোতা হয়ে আছি💯❤️ আর ভয় নেই বাংলা গান সব সময় তোদের গানেই বেচে রইবে অনন্তকাল ❤️💯
@raihanuddin92853 жыл бұрын
এতো সুন্দর গানটি লেখার জন্য ধন্যবাদ, একদম হ্রদয় থেকে
@ARTlamoSongeSaswata3 жыл бұрын
tomakeo dhonnobad!
@sirinrafachowdhury75913 жыл бұрын
Sober eto sundor comment pore ami bujhte parchina r kivabe prosongsa kora jete pare... Kal e song ta 15 - 20 ber sunechi... Kintu comment korini karon ota bon er phn chilo....ajke sokal e uthe abr sunlam... R vablam eto comment er vire amr comment hariye jabe.... Tarppore vablam gele jak... eto sundor gaan er prosongsa na kore ki vabe thakbo... Hain etay Talpatar Shepai er mahattoo manus ke gaan diye valobase jhoriye rakhe... ❤️Egiye jao evabei.... Onek Sroddha o Valobasa 🤗❤️
@sabujnath5103 жыл бұрын
আপনাদের ফ্যান অনেক আগে থেকে!এই গানটা আমার ভালোবাসার স্মৃতিগুলো মনে করে দিয়েছি।দুই চোখ দিয়ে চার বছরের কান্নাটা যেন গড়িয়ে পড়লো।খুব ভালোবাসা আপনাদের জন্য♥ বাংলাদেশ থেকে সবার পক্ষে থেকে শুভ কামনা।এমন গান সবসময় চাই♥
@loveyouphysicsabhijitsanya80663 жыл бұрын
তোমাদের গানে একটা শান্তি আছে। সারাদিনের ক্লান্তির শেষে তোমাদের গান পকেটে ভোরে একমুঠো হাওয়া বয়ে আনে। তোমাদের দুই জন কে আমার 5 বছরের ছেলে খুব ভালোবাসে। বিশেষ করে মান্ডলীন বাদক কে। তোমরা ভালো থেকো। আমাদের ভালো রেখো। তোমাদের ভালো হোক।
@prithwishmondal18493 жыл бұрын
Dada Moner kotha bollen dada
@sauravbanerjee2293 жыл бұрын
Jothartho bolechen dada
@sarafatnoor91213 жыл бұрын
হাতে চায়ের কাপ আর কানে এই গান। অদ্ভুত শান্তির পরিবেশ সৃষ্টি করেছে!❤ দিনদিন তোমাদের গানের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি।❤️❤️❤️
বোঝাই যাচ্ছে কত পরিশ্রম গেছে। কি সুন্দর, কি অপূর্ব 🌸
@subhasishsarkarhere3 жыл бұрын
and the best cinematography award goes to.. E Path Geche Beke 0:38 pritam's and 2:16 suman's expression is priceless
@aiswaryas_diary3 жыл бұрын
আজ সারাদিন মন খারাপ বড্ড.... প্রিয় মানুষের সাথে দেখা না হওয়ার জন্য সারাদিন মন ভার..... গান টা শুনে মন টা সত্যি ই অনেকটা ভালো লাগছে 🙃 অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর সুন্দর মন ভালো করা গান উপহার দেওয়ার জন্য ❤
@adibahmohima71633 жыл бұрын
"আমি শুধু খুঁজেছি আমায়" এর পর আরেকবার তালপাতার সেপাই এর সাথে স্বাশ্বত রায়। আরেকটি মাস্টারপিসের অপেক্ষায় 🖤
@ARTlamoSongeSaswata3 жыл бұрын
Thanks brother 😊👍
@অর্ণবআহাম্মেদইমরান3 жыл бұрын
শুধু হারিয়ে জাচ্ছি আহা কি মায়া কি মোহো প্রতি টা কথা হৃদয় ছুয়ে যায় ভালোবাসা অবিরাম 🥀🖤🌸
@snigdhanayek16573 жыл бұрын
এ মনের হিসেব কে রাখে❤️... অনেক ভালোবাসা জানাই ... এভাবেই এগিয়ে যাও
@aditighoshhazra31573 жыл бұрын
কিরকম একটা আলাদা স্পর্শ আছে তোমাদের গানে।। মন ভালো থাকার একটা কারণ যেন তোমাদের গান।। কত আন্তরিকতায় মোড়া এক অপূর্ব সৃষ্টি।।
@ranjanchakraborty15363 жыл бұрын
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি...... Opekhay roilam.
এই গান টার সুর আর চিত্রায়ন আমার ভিতরের বহুদিনের চাপা পড়া সুপ্ত "ভবঘুরে" বোতামটায় যেমন চাপ দিচ্ছে! ইচ্ছে হয় কাউকে কিছু না বলে একাকি বেড়িয়ে পড়ি! " এই মন জানে পথ ভোলার মানে "
@rubeltechnical65603 жыл бұрын
দারুন গানটি পাহাড় ও বরফের মাঝে এক অসাধারণ অভিজ্ঞতা
@EduExclusive3 жыл бұрын
বাংলা গানের ইতিহাসে যেন তোমাদের নাম লেখা থাকে। এখান থেকে ৪০ বছর পর দেখে যেতে চাই।
@gourabhalder13433 жыл бұрын
Best best best kono kotha hobena guru. Tumi amr mon vhalo kore dile
Cinematography Level : 100 Pleasure to both eyes and ears...
@subhajitdas21493 жыл бұрын
আল দিয়ে হেঁটে যাবার সময় শোনার মত আরও একটি গান queue তে যোগ করলাম।❤️
@chandrimabanerjee83993 жыл бұрын
❤️❤️❤️ যোগ্য গানের যোগ্য কমেন্ট করেছেন।❤️❤️❤️
@mainuddin85313 жыл бұрын
ভাইরে অসাধারণ দরদ মাখা গলার সুর, প্রতিটি কথা ন্যাচারাল,,,
@tahiyaparshub70653 жыл бұрын
শুভকামনা প্রিয়রা।। যখন দেখবে তোমরা আমাদের জেনারেশন কে আরো শান্তি দিতে দিতে ক্লান্ত তখন বলব আমরা জেগে উঠ।। আমরা যে তোমাদের ছাড়া খুব একা এককথায় অনুভূতিহীন,,😍😇 বাংলার মনে সদা জাগ্রত থাকবে দেখে নিও,,,
@shubhranilghosh963 жыл бұрын
শুধু ৩টা কথা বলবো..। অসাধারণ, অসাধারণ...আর অসাধারণ!
@myshapritu23083 жыл бұрын
অসম্ভব সুন্দর!! love from Bangladesh❤
@putulchowdhary9173 жыл бұрын
Khub sunder super short Darun gaan bhalo laglo ❤❤❤❤❤
@imtiazhossain6733 жыл бұрын
অপেক্ষার অবসান ঘটিয়ে প্রচন্ড ভালোলাগা তৈরি করে দিলো.... ❤️❤️❤️
@supurnamukherjee3 жыл бұрын
একদম
@inisaguha66503 жыл бұрын
বুঝতে পারছিলাম না video টাতে ফোকাস করবো না গানটাতে | ঘোরের মধ্যে দেখে গেলাম যেন ! অদ্ভুত !
@subhrajitsamanta19923 жыл бұрын
The beauty of this song is, it gets to you over time. First time I heard this, I was like okay, it's decent but not 'ami sudhu khujechi amay'. But I gave it couple of more tries. And I felt falling for this song with each listen. I kept loving it more and now I can't stop listening to it. Guess that's the beauty of Talapatar sepai orginals! Much love Pritam and Suman ❤
@Shreya-kx1yp3 жыл бұрын
Ki Shundor... Onek Onek dhonnobad tomader eto shundor shundor bangla gan gift korar jonno! "Ami sudhu khujechi Amay" ar "Nakshikanthar Rajar konna"-r por eta arekta favorite gan add holo amar list-e.
@dipayanmahanta97363 жыл бұрын
আলাদাই lyrics ❤️ আর প্রীতম দার voice নিয়ে তো নতুন করে কিছু বলার নেই🙏 এভাবেই আরো আরো ভালো গান শোনাতে থাকো👍
অসাধারণ! আপনাদের গানে কিছুক্ষন হলেও নিজেকে হারিয়ে ফেলি।
@roy_tanmoy2 жыл бұрын
Im getting constant goosebumps, listing to this song. The tune perfectly compliment the visualisation. It's giving me a urge to go and get lost in those valley. Best of luck guys
@tellkorok3 жыл бұрын
EktA magical shot ache 4:45 e. Cinematography r level ta khubi bhalo