আল্লাহ তায়ালা যেন আমাদেরকে গোনাহ থেকে বেচে থাকার তাওফিক দান করেন। এবং মুফতী সাহেব হুজুরকে সমস্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জরিয়ে বানিয়ে দেন এবং আফিয়াত দান করেন এবং নেক হায়াত দান করেন এবং দুনিয়া ও আখেরে পুরষ্কৃত করেন। এবং আমাদেরকে উনার নকশে কদমের উপর চলার তাওফিক দান করেন। আমিন আমিন আমিন। মাওলানা কারী মোঃ জমসেদ আলী জগন্নাথপুর নোয়াবাড়ী মৌলভীবাজার জেলা সদর সিলেট বিভাগ বাংলাদেশ।