কত সুন্দর করে অকপটে নিজের ফেলে আসা দিনের দারিদ্র্যতার কথা বললেন! মাটির মানুষ না হলে এমন সহজ সরল স্বীকারোক্তি কজন দিতে পারে! খুব পছন্দের একজন গুণী শিল্পি উনি। আজ ভালো লাগাটা আরো বেড়ে গেলো! ❤️
@sgghhhfyo94064 жыл бұрын
আমি কলকাতায় থাকি। আপনার অভিনয় ভীষণ পছন্দ করি । আপনার এই অকপট স্বীকারক্তি আমার দারুণ লেগেছে। ভালো থাকবেন ।
@kidslover43764 жыл бұрын
Amr fvrt utuber apu je😍
@theshelinasbeautyvlog13274 жыл бұрын
Ore apu re.
@mdsagorahmmed17333 жыл бұрын
i love u
@localangel3 жыл бұрын
Any kind of weakness such example as poverty, broken family etc - Those people can share And suggest to recover if anyone felt to get guide, who go through the deep of those barriers, definitely the person will get success without having Ajaira notun taka walA VAB. But until u fixed a goal - success will never come. So dream big, you'll definitely reach either today or tomorrow but could be failed and destroyed if the intention and faith doesn't sync properly. I'm sure because I achieved
@yeasminurmi68624 жыл бұрын
টিনের চাল,খরের বেড়ার বাড়ি... কি সুন্দর সহজ স্বীকারোক্তী! 😍😍 বিলাসিতা তেমন না থাকলেও প্রাণ আছে ❤
@rozasheikh10794 жыл бұрын
কথাটা শুনে অনেক ভালো লেগেছে😍😍
@Bproperty3 жыл бұрын
@@rozasheikh1079 তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
@anubratachakraborty13707 ай бұрын
বাড়িটা দেখে একজন শিক্ষিত রুচি সম্পন্ন মানুষের বাড়ি বলে মনে হয়। আমার তো এরকম একটা বাড়িতে থাকতে খুব ইচ্ছে করছে!
@raisajerinbadhon67424 жыл бұрын
চঞ্চল চৌধুরী একজন জাত শিল্পী! কেমন সহজ, সুন্দর, সাবলীল। কোন কপটতা নেই,, আমাদের দেশে এমন গুণী শিল্পীর বড় বেশি অভাব...
@kaiseryusuf67964 жыл бұрын
আপনার আত্মীয় স্বজনদের ঘরের দেয়ালে স্থান দেয়াটা একটা অসাধারণ আইডিয়া, কৃতজ্ঞতা স্বীকারের অসামান্য নজির। আপনার জন্য শ্রদ্ধা আরো বহুগুণে বেড়ে গেলো।
@subarnasen85604 жыл бұрын
চঞ্চল স্যার শুধু অভিনয় শিল্পী নন,উনি একজন নিখুঁত চারুশিল্পীও বটে।ওনার হোম ট্যুর না দেখলে সেটা বোঝাই যেতনা।স্যারকে আমার প্রণাম জানাই।🙏ভারতীয় ভক্ত।
@Bproperty3 жыл бұрын
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
@lifeisbeautiful90954 жыл бұрын
দেখে মনটা ভরে গেল। একজন মানুষ সব দিক থেকে কতটা পরিপূর্ণ তা চঞ্চল চৌধুরী কে দেখলে বুঝা যায়, যে তার শিকড়কে আঁকড়ে ধরে থাকতে জানে।
@RajuBiswas-zb2oz4 жыл бұрын
স্যার আপনার এক ভারতীয় শুভাকাঙ্ক্ষী ।আপনার বাড়িটি দেখে বাড়ি মন ভরে গেল । আপনার বয়স টা কোন ভাবে বেধে রাখা যায় না ।আপনার কাজের মধ্যে দিয়ে এভাবে আমার চিরদিন আপনাকে পেতে চাই ।কিছু চরিত্রের অভিনয় আপনার জন্যে সৃষ্টি হয়েছে ।যা আমাদের মনে দাগ কেটে আছে । আপনি ভারতের ও অনেক জনপ্রিয় ।আপনার সুখ, সমৃদ্ধি ও সুস্থ জীবন কামনা করি ।
@Bproperty3 жыл бұрын
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
@tanhatabassumtrina35574 жыл бұрын
এতদিন উনাকে ভালো লাগতো শুধু অভিনেতা হিসেবে কিন্তু আজ বুঝলাম উনি মানুষ হিসেবেই অসাধারন
@shyamalnag81473 жыл бұрын
👌👌👌
@spartanalways65493 жыл бұрын
Ekmot..
@muktinurunnahar89002 жыл бұрын
আগ্রহ নিয়ে বাড়ীটা দেখতে বসেছিলাম কিন্তু এত্ত বিনয়ী সহজ সরল মানুষটাকে চিনতে পারলাম!! ভাল লাগায় মন ছুঁয়ে গেল!! আর এতসুন্দর শান্তির নীড় আমি মনে করি রাজ-প্রসাদেও সেই সুখ নেই!!! আপনাদের জন্য রইল নিরন্তর শুভকামনা
@shimul35004 жыл бұрын
তারার বাড়ির বেস্ট এপিসোড এটা... চঞ্চল চৌধুরীর সাবলিল সীকারক্তি আর সরলতার মাঝে সব তারকাদের বিলাসবহুল ঘর আর গ্ল্যামকে হার মানিয়ে দিলো... শুভ কামনা প্রীয় তারকা.. ❤❤
@Bproperty3 жыл бұрын
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
@fahmidayeasmin74784 жыл бұрын
সত্যিই সবচেয়ে ভালো লাগলো এই বাসাটি। যদিও অন্যান্য দের মতো ওতো বিলাসবহুল নয়।কিন্তু তার কথা এবং কাজে একটা প্রান আছে এ বাসায়।যা অন্যান্যদের বাসায় নেই।সবার বাসাগুলো কেমন জানি প্রান ছাড়া লাগে।
@tobarraksecurities69594 жыл бұрын
Akmot
@ziadreviews56124 жыл бұрын
ট্যালেন্টেড মানুষরা সাধারণ জীবন যাপন করেন।
@tarifullah47504 жыл бұрын
Right.... I Agry With You
@abulkalamazadmadani98924 жыл бұрын
মাশাল্লাহ যতটুকুন দেখলাম এবং শুনলাম খুবই ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইল সাথে সাথে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করবেন যদি মুসলমান হয়ে থাকেন।
@fahmidayeasmin74784 жыл бұрын
abul kalam azad madani, ami namaj 5 octto pori. Toba ai video ta onno type r. akhana sodo onar boro monmanosikotha r bisoy ti bolasi ja namaj r sata somporkito noi.namaj to abossok onno bisoy ja ai sammnno kiso video r satha jai na.
@mraverage11334 жыл бұрын
বাকী সবার বাসায় হিজি বিজি, অদরকারি অনেক গুলো জিনিস দেখলাম! একমাত্র উনার বাড়িতেই অন্যরকম! লিজেন্ড! লিজেন্ড এই😍😍
"জীবনের জন্য যতটা প্রয়োজন, ততটাই যথেষ্ট" ভীষণ পছন্দের একটা মানুষ ইনি 💜💜
@arefinislamshuvo45983 жыл бұрын
এই পর্যন্ত যতগুলো পর্ব দেখলাম আমার কাছে এটাই বেস্ট এপিসোড। সামনেও এর থেকে বেস্ট এপিসোড আসবে না। শুভ কামনা চঞ্চল ভাই, আপনার মত মানুষরাই সুখী হয়ে থাকে জীবনে।
@rabbykhan40544 жыл бұрын
যে মানুষ এর ঘর নেই সে মানুষের ঘরের প্রতি কোনো দায়িত্বও নেই.........তাই জিবন যেহেতু একটি দায়িত্ব পুর্ণ প্ররিক্রমা,সেহেতু জিবনের জন্য ঘর প্রয়োজন...(অসাধারণ ছিলো) 👉❤👈
@ayeshanoor21824 жыл бұрын
Great.
@jannatulmetu63124 жыл бұрын
Right
@rupamajumder96234 жыл бұрын
এর আগে যতোগুলো তারার বাড়ির দেখেছি,তারভিতর এটাই বেস্ট! মন থেকে আপনার প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা, প্রার্থনা করি আপনার মতো আপনার ছেলেটাও ভালো মানুষ হোক!!
@SD-chem4 жыл бұрын
No doubt. Asadharon akjon manush
@rupamajumder96234 жыл бұрын
@@SD-chem ঠিক বলেছেন দাদা!
@SD-chem4 жыл бұрын
@@rupamajumder9623 Ami India thekeo onar onek natok dekhichi
@trishitaanan88584 жыл бұрын
এ বাড়িতে বিলাসিতা নেই কিন্তু কোথাও যেন প্রাণ আছে..সাধারণ কিন্তু কোথাও যেন শিকড়ের ছোঁয়া 😍
@naimahassan26182 жыл бұрын
সাদামাটা একটি বাড়ি। নামি দামি অভিজ্যাতের ছোঁয়া নেই। দেখে খুব ভালো লাগলো। আসলেই চঞ্চল চৌধুরী একজন মাটির মানুষ
@psaha1988343 жыл бұрын
এসেছিলাম বাড়ি দেখতে... কিন্তু দেখলাম আসলে আসল মানুষটাকে...
@togortogor20873 жыл бұрын
একদম
@anubratachakraborty13707 ай бұрын
বাড়িটা দেখে একজন শিক্ষিত রুচি সম্পন্ন মানুষের বাড়ি বলে মনে হয়। আমার তো এরকম একটা বাড়িতে থাকতে খুব ইচ্ছে করছে!
@beutyakter1814 жыл бұрын
একজন অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক,একজন ভালো মানুষ ❤ চঞ্চল চৌধুরী স্যার এর জন্য অনেক শুভ কামনা রইলো।
আমি তারার বাড়ি দেখতাম আসলে মানুষের সৌখিনতা দেখার জন্যই,কিন্তু আজকে কেন যেন আপনার কথাতেই থেমে গেলাম! একদম শেষে আপনি যখন বললেন তখনি মনে পড়লো আরে আমি তো বাড়িই দেখলাম না।চমৎকার ব্যাক্তিত্বের মানুষের বাড়তি কোন চাকচিক্যের প্রয়োজন হয় না।
@musfiqhimel6174 жыл бұрын
Absolutely right
@amitriy34874 жыл бұрын
সত্যিই বলেছেন
@ljjl71414 жыл бұрын
হুম।
@ratanroy93124 жыл бұрын
আপনি শুধু একজন ভালো অভিনেতা নন,একজন অসাধারণ মানুষও।আপনার প্রতি শ্রদ্ধাটা আরও বেড়ে গেল স্যার।সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।
@shusmitamumu66153 жыл бұрын
অসাধারণ,,, সবথেকে ভালো লাগলো আপনার ছোট ঠাকুরের আসন।। টেবিলের উপর ছোট তিনটা দেবতার ছবি❤️।। আসলেই এটা একটা শান্তির নীড়❣️ এটা তারকার বাসা নয়,,এটা সাধারণ মানুষের শান্তির নীড়।। তারকারা আবার ঠাকুর ঘর রাখে না।। বাসা টা কে কিভাবে Expensive Home বলা যায় সে চিন্তায় থাকে কিন্তু আপনি সবার থেকে আলাদা।। জীবনের জন্য যতটুকু দরকার ততটুকুই রেখেছেন।। এক কথায় অসাধারণ
@ভাবুকবুদ্ধিজীবি4 жыл бұрын
অন্যরা সবাই যখন home দিয়ে শুরু করল মানি বাড়ির কি সেইটা বুজাতে গিয়ে হোম শব্দ দিয়ে শুরু করল সেইখানে চঞ্চল দাদা বাড়ি বলে শুরু করল এইটাও ভাল লাগার ব্যাপার। আর উনার বাড়িতে হয়ত অনেক বেশি দামি কিছু নেই দামি বলতে আমরা যা বুজি আর কি। তবে যা আছে তা দামি নয় কিন্তু মূল্যবান সুন্দর সাবলীল অনেকটাই জীবন্ত।দাদার কথা গান অনেক বেশি সুন্দর স্বাভাবিক বুজায় যায় না অনেক বড় অভিনেতা অনেক বড় তারা। দাদা ভাল লাগল
@silviasworld54224 жыл бұрын
চঞ্চল চৌধুরীর কাছে এমন সহজ স্বাভাবিক জীবন আচরণই আশা করেছিলাম।সহজ আলাপন কিন্তু গভীর,ভাল লেগেছে।এত ব্যস্ত অভিনেতা তার সামর্থ্য খুব কম আমার মনে হয়না কিন্তু স্বভাবের মতই আতিশয্য কম,দেখানোপনা নেই।
@Sarah000114 жыл бұрын
বেস্ট একটা এপিসোড এইটা! সহজ, সুন্দর, সাবলীল! কি দারুণ ♥
@rupafaruk39574 жыл бұрын
অসাধারণ লেগেছে উনার প্রতিটি কথা।নেই কোনো অহংকার, নেই বিলাসিতা চমৎকার লেগেছে চঞ্চল ভাইয়ের অভিপ্রকাশ 💝 উনি একজন সত্যিকারের ভালো মানুষ।
@Colors_on_canvas4 жыл бұрын
চঞ্চল চৌধুরী, আপনি নিশ্চই জানেন সাধারণ থাকতে পারা কত বড় অসাধারণ একটি গুণ! আপনার মধ্যে এতটুকুও খামতি নেই এর! আপনি শুধু একজন একজন চমৎকার অভিনেতাই নয়, একজন অসাধারণ মানুষ ও! ❤️
@Sadi_Islam4 жыл бұрын
চঞ্চল চৌধুরী একজন ট্যালেন্টেড অভিনেতা💕
@romixbaroirudra40734 жыл бұрын
অনেক ভালো একজন মানুষও বটে
@reshmitasmi10254 жыл бұрын
Right
@amirhamja16024 жыл бұрын
এমন বাবা তো সব সন্তানের জন্য দরকার 😍😍😍😍.......
@jannatstinyworld41914 жыл бұрын
সাধারনের মধ্যে অসাধারণ, খুব ভালো লাগলো। নিপাট সহজ স্বীকারোক্তি। ধন্যবাদ।
@abidurrahim37844 жыл бұрын
বাংলাদেশের সবচেয়ে সুন্দর অভিনেতা। কি সহজ সরল জীবন তার🤩
@Bproperty3 жыл бұрын
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
@rehana_afroz_baree_juthi3 жыл бұрын
প্রকৃত গুণীদের আলগা চাকচিক্যর প্রয়োজন হয় না। আপনার কথাই আপনার শিক্ষার পরিচয় । খুবই প্রিয় অভিনেতার ঘরের সারল্যটা হৃদয় ছুঁয়ে গেল ।
@chaitysaha91734 жыл бұрын
তারার বাড়ির এই এপিসোড টা সবচাইতে বেশি ভালো লাগছে৷ মনে হলো বাড়ির ভেতর প্রাণ আর প্রাচূরযে ভরা।
@chaitydhar4 жыл бұрын
Chaity Saha Ha thik❤🍃
@MDASHRAFULALAM-ce9bc4 жыл бұрын
তারাবাড়ীতে অনেক অভিনয় শিল্পির বাড়ী দেখছি, তাঁদের সবার থেকে চঞ্চল চৌধূরী অসাধারন..
@prattoykha34874 жыл бұрын
ভুল করে কিছু গুণী মানুষ এই হতভাগাদের দেশে জন্ম নেয়। যাই হোক উনি যদি বাংলাদেশে না জন্মিয়ে ইন্ডিয়াই বা হলিউডে আমেরিকাতে জন্মাতো তার অভিনয়ের আগুন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যেত❤
@nabilahmaeesha21614 жыл бұрын
সহমত
@samiraakter43844 жыл бұрын
right
@aninditachatterjee73604 жыл бұрын
Vul kory ae rokom guni manush ra amar apnar hotovaga deshy jonmo niechen se jonnye to Desh proti amader gorbo tao bechy achy😊
@noctify20424 жыл бұрын
O bd ta tai kisu koracha ja india dak vat pabina Tora sob nibi akhan thaka but nam joppi India baper body bd ta taka poysha mon joma rakhis india ta okritoggo
@sudiphaldar3414 жыл бұрын
না ভাই, ওনার বাংলাদেশে জন্ম হয়ে খুব ভাল হয়েছে। কারন ভারতে সিনেমার/বিনোদনের নামে যা হয়, বাংলাদেশে জন্মে তার থেকে উনি বিরত থাকতে পেরেছেন।
@humairaalihiya87344 жыл бұрын
এত গুনীজনরের বাড়ি এত সাধারণ!!!!! খুবই সাধারন একজন মানুষ আপনি!কোনো চাকচিক্য নাই
@MrSantanu1234563 жыл бұрын
চঞ্চল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবে ভাবার জন্য। সবচেয়ে ভালো লাগলো আপনি মা, বাবা -সহ সমস্ত পরিজনকে নিয়ে বাঁচতে চেয়েছেন এবং পেরেছেন সেই কারণে। আপনি একজন শিল্পী। আমি পশ্চিম বঙ্গের মানুষ। অধ্যাপনা করি একটি বিশ্ববিদ্যালয়ে। আপনাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ভালো থাকবেন।
@Bproperty3 жыл бұрын
আমাদের তারার বাড়ি এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ
@debangshukundu30174 жыл бұрын
আমার নাড়ীর টান বাংলাদেশ হলেও আমি ভারতীয়। আমি অবশ্য ভারত - বাংলাদেশকে আলাদা করে ভাবতেই পারিনা। আপনার মত মানসিকতা সম্পন্ন মানুষ যেন দুই বাংলার ঘরে ঘরে জন্মায়। প্রণাম জানাই আপনাকে। প্রকৃত গৃহের সন্ধান আপনি দিলেন। অনবদ্য কন্ঠ আপনার। ভারতীয় চলচ্চিত্র দর্শক আপনার মত প্রতিভাবান অভিনেতাকে স্বাগত জানায়।
@TheDeshBangla4 жыл бұрын
এজন্যই আপনি চঞ্চল চৌধুরী,সদা হাস্যজ্জল এবং সাদাসিধা ❤❤❤
@saifulIslam-wn7ye4 жыл бұрын
উফ কি অসাধারণ একজন মানুষ উনি সাধারণ চলাফেরা কত সুন্দর করে কথা বলে কত ভদ্র একজন মানুষ উনার বাসাটা একদম সাধারন আমার খুব ভালো লেগেছে চঞ্চল চৌধুরী অভিনেতা যেমন ভালো মানুষ হিসেবে তার থেকে ভালো
@md.mahmudurrahim48064 жыл бұрын
জীবনে বিলাসিতা নয়, যতটুকু প্রয়োজন তাই নিয়ে জীবনে চলা। খুব ভাল লাগলো।
@purnatazaman95373 жыл бұрын
এতো সুন্দর করে কথা বলেন যে আমি বার বার উনার ভক্ত হয়ে যাই..... বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী স্যার এবং মোশাররফ করিম স্যার.... স্যালুট আপনাদের❤️
@DipankarMandal.Canada4 жыл бұрын
এই বাসাটাই সিম্পল এবং শান্তিপ্রিয় মনে হচ্ছে। অতিরিক্ত বিলাসবহুল হলে যে, আপসোস হবে সেটা ভূল। তাছাড়া কথায় আছে মনের শান্তিই বড় শান্তি।
@sanjedayeasmin56544 жыл бұрын
পরিবারের মধ্যে আমরা আজকাল বাবা মাকে ও ধরি না,,,,,,,,কথাটা ভালো লাগলো।
@riadulislam47023 жыл бұрын
Right 👍👍
@akhtarbabu34663 жыл бұрын
অসাধারন কথা, বর্তমান সমাজের বাস্তব চিত্র
@marzanayasmin94164 жыл бұрын
খুব ভালো লাগলো বাসার ছবিগুলোর গল্প। কি বিনয়ী, কি স্পষ্টবাদী.....👌👍❤
@tithibiswas59213 жыл бұрын
কত অনুভূতি সম্পন্ন মানুষ। এনারাই প্রকৃত শিল্পি।আপনার জন্য অনেক ভালোবাসা। ভবিষ্যতে যারা চলচিত্র জগতে আসবে তাদের ঘরে যেন আপনার ছবি থাকে।বাংলাদেশের চলচিত্র জগতে আপনি হাজার বছর বেচে থাকুন।❣️❣️
@bcsplant46724 жыл бұрын
ঘরের সংজ্ঞা যে ভাবে তিনি দিলেন তাতে বোঝা যায় তিনি কতটা দায়িত্বপূর্ণ মানুষ। ধন্যবাদ sir, দায়িত্বকে নতুন করে সংজ্ঞায়িত করার জন্য।
@soohasaahaa36214 жыл бұрын
I felt his home..as if its my home.. Genuineness and simplicity make a perfect home.. Because this is the only place where you can be all yourself..!!! You dont need to pretend to be someone else!! ভালো থাকতে চাইলে ভালো মানের বাসা না.. ভালোবাসাই যথেষ্ট।
@sheikhsohag91914 жыл бұрын
আভিজাত্য ব্যাক্তিত্ত্ব😎☺ সবচেয়ে সুন্দর বাসা এটি 😊 বিলাসবহুল না হলেও ভালোবাসাপূর্ন🥰
@gourangadey94044 жыл бұрын
খুব ভালো লাগলো ।।চঞ্চল দা , আপনার সব অভিনয় মোটামুটি দেখেছি কিন্তু জীবন যাত্রা দেখে আর ও ভালো লাগলো ধন্যবাদ। বালুরঘাট দখিন দিনাজপুর , পশ্চিম বঙ্গ।
@arkakarmakar4 жыл бұрын
Amio dekhchi sekhn thekei...
@sheulibiswasadhikary2564 жыл бұрын
অসাধারণ। চঞ্চল বাবু, আপনি অসাধারণ। আপনাকে অনেক ভালোবাসা জানাই, কলকাতা থেকে। ভালো থাকুন। শুদ্ধ ভালো থাকুক। ❤️❤️
@Bproperty3 жыл бұрын
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
@antuentertainment30374 жыл бұрын
আসলে ভালো মনের ব্যক্তিত্ব,সহজ সরল জীবন যাপন,সংস্কৃতি বৈচিত্র্যময় একজন মাটির মানুষ
@bohemianstories4 жыл бұрын
অসাধারণ একজন ব্যাক্তিত্ব। লাইক দিয়েও মন ভরলো না। কমেন্ট করে ফেললাম। আপনি বেঁচে থাকুন যুগ যুগ ধরে, এই দোয়া করি।
@anmolchowdhury57524 жыл бұрын
দাদার বাসাতে সবচেয়ে ভালো লেগেছে উনার তালইমশায়ের ছবি রাখাটা।respect বেরে গেল।তারারা যখন মাটির মানুষদের মনে রাখে তখন খুব ভালো লাগে🙏🏻🙏🏻
@nahidsinthia63064 жыл бұрын
Best episode of Tarar Bari. Etota shadharon othocho shob cheye shoilpic...Bonus hishebe Chanchal Chowdhuryr gaan... Aha...oshadharon..
@pujadeb36518 ай бұрын
Chanchal Chowdhury ekti valobashar nam❤❤
@atoshimajumder23152 жыл бұрын
Oti shadharon er majhe oshadharon ek jon manush. "Tarar Bari" er kora best video eta. Tarar bari holei je bilashbohul hote hobe emon baddhyobadhokota nei, tar e proman. ❤️
@ayeshabithy98084 жыл бұрын
গুনি মানুষের গুনি কথা,, এই এপিসোডে সবচেয়ে দামী কথা বললেন,, অবিরাম ভালোবাসা রইলো।তারার বাড়ি পরিপূর্ণ।
@tanvirhossentarek4294 жыл бұрын
সাধারণ ভাবে বলছে কিন্তু অসাধারণ হইছে।সেরারা সেরাই থাকে।
@precioustimeforever104 жыл бұрын
সাদামাটা জীবন বলতে পারে অনেকে তবে বাস্তব জীবনে সাদামাটা হতে পারাটা সহজ নয়! You are simply awesome and really classic! 😀 বেস্ট এপিসোড! 💙
@indranihowlader-pm4ld8 ай бұрын
এতোদিন ধরে এই মানুষটার শান্তির নীড় দেখার অপেক্ষায় ছিলাম।ভীষণ প্রিয় একজন মানুষ এবং প্রিয় অভিনেতা। সেই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মন দিয়ে শুনছিলাম। এতো সহজ, সাবলীল ভাবে বলা চঞ্চল চৌধুরীর দ্বারাই সম্ভব। পরিবার কি এবং তার ব্যাপকতা কতটা হতে পারে এটা জানার জন্য একবার হলেও এই মানুষটার কথাগুলো শোনা উচিত। টোটাল বাড়ি টাই সুন্দর কিন্তু তারপর ও বেশি ভালো লাগলো মন্দির টা দেখে ❤️❤️ প্রার্থনা করি বরাবর আপনি এমন মাটির মানুষ হয়ে থাকেন, শিকড়কে আকরে ধরে। আমরা সত্যি ই গর্বিত যে আমাদের একজন চঞ্চল চৌধুরী আছে ❤️❤️❤️❤️
@ayankumarsamanta35554 жыл бұрын
Apni guni manush Sir!!! apnar chinta bhabna khub sabhabik, sundor o akrittim.. Etai apnar kach thekey sekhar.. May god bless u with all health, happiness and success!!!. With love from India
@mst.nahidasultana17534 жыл бұрын
সরলতা, স্বচ্ছতাই আসলে মানুষকে অসাধারণ করে তোলে উনি তার দৃষ্টান্ত
@tapukhan66464 жыл бұрын
অসাধারণ। সত্যিকারের তারকা।এর অাগে অধিকাংশ এপিসোডেই তারা ছিলনা। ছিল"তারা বাতি"।
@shahedahmed80744 жыл бұрын
জাস্ট কথাগুলি শুনেন মন দিয়ে বাসার দিকে নজর পরে দেন। এতো সুন্দর মাধুর্যভরা কথা সত্যিই একজন অসাধারণ মানুষ চঞ্চল চৌধুরী।
@sanchitabarman35552 жыл бұрын
চঞ্চল চৌধুরী, খুব প্রিয় একজন অভিনেতা, মানুষ, শিল্পী আমার কাছে। আজ আরও জানলাম এই মানুষটার ভেতরের সৌন্দর্য্য। চিন্তার গভীরতায়, সৃজনশীলতায়, সরলতায়, কৃতজ্ঞতাবোধ এ পরিপূর্ণ এক অনন্য মানুষ! ভাল থাকুন সবসময়।
@ishratrakhi97374 жыл бұрын
আপনার কণ্ঠ এতো অসাধারণ আপনি গান করেন না কেন?খালি গলায় এতো সুন্দর করে গাইতে পারেন গানটা যে কত সুন্দর লাগল।আর কি সরল স্বীকারোক্তি আপনার❤️❤️।
@amenaislam47504 жыл бұрын
Chanchal Chowdhury ER barita dekhe khub e Valo laglo.ahamori,borai,Lok dekhanor Moto kisu nai. mone holo, Bangladesh ER middle class manusher ghor vora shukher Bari dekhano hoese.dhonnobad onar barita amader shathe share korar Jonno.
@toyajimhossan2294 жыл бұрын
একদম সাধারণের মাঝে অসাধারণ দৃশ্যমান - কথায় কোন জড়তা নেই, সাদাসিধা একটা মানুষ 😍😍
@dailydiary_moonmoonnabi4 жыл бұрын
অসাধারন লাগলো... শ্রদ্ধা ও ভালবাসা রইল আপনার প্রতি.... আপনার বাড়ি সবচাইতে প্রেমময় আর ভালবাসায় সবচাইতে সমৃদ্ধ...
@jubayeralmahbub49614 жыл бұрын
কাঠের কাজ গুলো অসাধারণ ছিলো। বিশেষ করে সিংহের মূখ।
@Bproperty3 жыл бұрын
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
@TheArpan19833 жыл бұрын
খুব সুন্দর হয়েছে। ইদানীং বাংলাদেশের নাটক আর ওয়েব সিরিজ দেখেদেখে অনেককেই চিনে গেছি। চন্ঞ্চল তো বটেই, আরো কত জন কে যে ভালো লাগে! এনারা জাত শিল্পী...কি অসাধারণ গুনী মানুষ এনারা! একদিন বাসে বসে আছি..রবীন্দ্র সদনের সামনে, দেখি মোশারফ করিম রাস্তা পার হয়ে সামনে দিয়ে চলে গেলেন। আমি কত চিৎকার করলাম, দাদা গাড়ির আওয়াজে শুনতেও পেলেন না। পরের বার অটোগ্রাফ নিয়ে, তবে ছাড়ব। অনেক ভালোবাসা, কলকাতা থেকে। 🇮🇳🇧🇩
@saikatroy40583 жыл бұрын
কিভাবে এতো সাদামাটা জীবন চারণ করেন, কোনো চাকচিক্যহীন, সহজ সরল সুন্দর একটা সাজ। খুব ভালো লাগলো ❤️
@Optimist_Eminent4 жыл бұрын
উনার কথাগুলো এত খাঁটি আর আপন লাগলো। আসলেই সবাই শুধু লোক দেখাতেই ঘর সাজায়, জীবনের জন্য যতটুকু প্রয়োজন সেটাই আসল।😊
@moniakther92404 жыл бұрын
এতো টা ভালো লাগলো কি সুন্দর করে সত্যি কথা গুলো বললো,
@TheRussell19714 жыл бұрын
মনে হচ্ছিলো গল্প শুনছিলাম। হঠাৎ করেই যেন গল্পটি শেষ হয়ে গেল। খুবই ভালো লাগলো...
@flyingstone33764 жыл бұрын
যেমনি সাবলীল চঞ্চল চৌধুরী নিজে তেমনি সাবলীল তার ঘর, তার অভিব্যক্তি। অন্যান্য তারকাদের বাড়ির চাইতে নিসন্দেহে চঞ্চল চৌধুরী ঘরে আছে সত্যিকারের জীবনের ছোঁয়া। অসাধারণ! 💝
@nandiniroy1481 Жыл бұрын
❤🎉When God created you He broke themould You are fantastic singer you play the flute beautifully and you are the best actor i have ever seen.May the good Lord guide and keep you. May you enjoy a long and healthy life with your lovely wife and wonderful son.❤❤❤❤
@mijansharkar98034 жыл бұрын
একজন মানুষ এতো ট্যালেন্ট বিনয়ী হয়, তা আপনাকে না দেখলে বুঝতামনা।♥♥♥।
@Bproperty3 жыл бұрын
তারার বাড়ি এই এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ |
@shahnazbithi64474 жыл бұрын
অনেক ভালো লাগলো। অহেতুক লৌকিকতার বাইরে প্রিয় মানুষদের সাথে । ঘর হয় মানুষ এর সাথে কোটি টাকার ইন্টেরিয়র এর সাথে না।
@averiroy26184 жыл бұрын
Asadharan!! Spellbound. Lots of respect for u sir. From India🇮🇳
@sujitmajumdar17503 жыл бұрын
Bangladesh's Bhupenda. Amazing Chanchalda. You beauty. Love from Sujit, one of your fan from India.
@14r2a3 жыл бұрын
Most versatile actor of Bangladesh.... Unar ghorta jmn sundor temni unar mon tao....love and respect from India ❤️🙏
@rafatzaman86384 жыл бұрын
বাহ! ওনার উচ্চ মানুষিকতার ভক্ত হয়ে গেলাম!
@anikaibnat57294 жыл бұрын
Best Episode so far ❤ ❤ He is literally one of the most talented Artists of Bangladesh.
@Bproperty3 жыл бұрын
Thanks for watching this episode.
@hamimchowdhury224 жыл бұрын
চঞ্চল ভাইয়া♥ অাপনার কথায় মুগ্ধতা ছড়িয়াছেন ♥ ছোটবেলা থেকেই খুবই প্রিয় অাপনি♥ কি অসাধারণ সিকারুক্তি♥
@sohinisen30424 ай бұрын
কী সাবলীল, কী সহজ ভাবে কথা বলেন। কী মার্জিত চঞ্চল বাবুর কথাবার্তা তেমনি সুন্দর গাইলেন। সুরম্য সুরুচি পূর্ণ একটি বাড়ি, কোথাও অতিরিক্ত কিছু নেই। প্রকৃত একজন গুণী মানুষের অযথা চাকচিক্য লাগে না সেটা ওনার এই বাড়ি দেখলে বোঝা যায়। 🙏🏻❤️💐
@amitriy34874 жыл бұрын
আসলে একজন খাঁটি বাঙালী আপনাকে বলাই যায় কেননা আপনার কথাগুলো খুবই সুন্দর সাবলীল এবং সচ্ছ বাংলা ভাষা ব্যবহার করেছেন।আসলে আপনার প্রশংসা করার ভাষা খুজে পাই না।
খুব ভালো লাগলো । গান ও ভাল লাগল । আপনার কন্ঠস্বর ও ভাল । আপনার অভিনয় খুব ভালো ,সাবলীল অভিনয় । আমি শুধু দেখিনা আপনার নাটক আমার আত্মীয় স্বজনকে ও দেখতে বলি । তারা ও আপনার নাটক খুব পছন্দ করে ।
@outsider54374 жыл бұрын
ভালোবাসায় পরিপূর্ণ সাধারনের মাঝে অসাধারণ ঘর টি।।। চঞ্চল চৌধুরী এর ব্যক্তিত্ব এক কথায় নৈসর্গিক ❤❤❤
@prantobanik19094 жыл бұрын
আসলে এত চমক এর মাঝে কিছু আলাদা থাকাটাই best ভাই .. 🥰🥰 খুব ভাল লাগলো... সমস্ত চমক এর মাঝে কিছু আলাদাই না হয় রইলেন আপনি।
@nigarsultana86234 жыл бұрын
চোখ ছলছল করে মা.. অসাধারণ গেয়েছেন ভূপেন হাজারিকার গান। মুগ্ধতায় ভরিয়ে দিলেন আপনি অনন্য প্রতিভার অধিকারী। গ্রামের বাড়ি আসলেই আসল বাড়ি। এখানে ইটপাথরের বাড়ি আর একাকিত্ব হাঁপিয়ে ওঠে মন।অনেক মানুষের ভীড় ভীষন মিস করি।ভালো থাকুন সাবধানে থাকুন আমার অন্তর্দাহের নায়ক অপু।
@anjanbasu73093 жыл бұрын
প্রতিবেশী দেশ , বাংলাদেশের , পছন্দের অভিনেতা শ্রী চঞ্চল চৌধুরীর দেশের বাড়ি ও ওনার গর্ভধারিনী কে , এই মাত্র অন্য একটা চ্যানেলে দেখলাম। মায়ের মুখের সাথে ভীষণ রকম সাদৃশ্য , ওনার। কথায় আছে , এই রকম হলে , সন্তান , বড়ো ও সুখী হয়। অজস্র শুভেচ্ছা রইল , চঞ্চল এর জন্যে। সকলকে নিয়ে ভালো থাকবেন। ঈশ্বর মহান !