অসংখ্য ধন্যবাদ আপনাকে।কত কিছু জানতে পারি এক ই সাতে।ভীষণ ভালো লাগে ।প্রণাম নেবেন।
@kalyanpaul44012 жыл бұрын
বহুবছর ধরে আপনার গুণমুগ্ধ । যেখানেই আপনার লেখা পাই পড়ি। আপনার বক্তব্য শুনতে পাই নিমগ্ন হয়ে শুনি, ঋদ্ধ হই । এককথায় হিন্দু/ সনাতন ধর্ম ও শাস্ত্র সম্পর্কে আপনার প্রজ্ঞা, জ্ঞানের গভীরতা আমাদের মুগ্ধ, হতবাক করে । সেই সাথে একথা ভেবেও আশ্চর্য্য হই যে, আপনার মতো এইরকম একজন জ্ঞানী, বিদ্বান ব্যক্তি কিভাবে চরম মূর্খ , অজ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্যে সহাবস্থান করেন!
@ritasingharoy1411 Жыл бұрын
কত উদার চিন্তা ছিলো ভারত বর্ষে।আমরা ধন্য হলাম জন্ম গ্রহণ করে ।প্রণাম
@aparnamitra122 жыл бұрын
মনটা জুড়িয়ে গেল। আপনি যে কত অসংখ্য মানুষকে আনন্দদান করছেন, সে আর কি বলব। মা আপনাকে রক্ষা করুন, তাঁর আশীষ আপনাকে ঘিরে থাকুক। আর আমাদের ধর্মাচরণের মধ্যে এই যে generosity, এই যে বিশালকে আপন করার তাগিদ, এটা বড় হৃদয়স্পর্শী।প্রণাম নেবেন।
@shyamalkantichatterjee619Ай бұрын
Apurva chamatker bisleson korechhen. You are really great. Pranam neben
এতো বড় মহৎ চিন্তা ভাবনার আধার আমাদের বেদপুরাণ যা প্রকৃষ্ট ভাবে জানলে মানুষ কখনো ধর্মান্তরিত হতো না এক একটা ভাষ্য শুনছি আর আনন্দের আতিশয্যে চোখে জল এসে যাচ্ছে আর গর্বে বুক ভরে যাচ্ছে।
@rinkieghosh37822 жыл бұрын
কি অপূর্ব লাগলো। আমার নিশ্চয়ই পূর্ব jonmer কিছু punyo ছিল তাই এত সুন্দর করে এত কিছু জানলাম
@malibanerjee9840 Жыл бұрын
অনেক অনেক শ্রদ্ধা আপনার প্রতি। আজ গল্পের মতো করে বলার জন্য খুবই ভালো লাগলো🙏💕 আপনার ভিডিও। কারণ বেশী সংস্কৃত শব্দ ব্যবহার হলে আমাদের বুঝতে অসুবিধা হয়। এভাবে ই বলবেন। আপনি ভালো থাকুন।
@coelleiya2 жыл бұрын
প্রণাম নেবেন, মুগ্ধ হয়ে সমস্ত কথা শুনলাম, জানলাম ,শিখলাম এবং আরো আরো জানার ও শেখার আগ্রহ বেড়ে গেলো।🙏
@sangitachatterjee17392 жыл бұрын
তন্ময় হয়ে শুনলাম, কোথা দিয়ে যে সময় কেটে বুঝতেই পারলাম না ।সশ্রদ্ধ প্রণাম জানা ই আপনাকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘ জীবী হোন।🙏🙏🙏
@MrRishiraj81 Жыл бұрын
Absolutely true!!
@newpanditjeeАй бұрын
Gurudeb… sudur Virginia theke apnar video khub mon diye dekhi… pronam
@gokulmaity57832 жыл бұрын
কোন ও কথা না বলে অন্তরের অন্তস্থল থেকে কোটি কোটি প্রণাম জানাই ।সুস্থ থাকুন🙏🙏🙏
আপনার এই প্রচেষ্টাই প্রাচীন সনাতনী জ্ঞনকে আধুনিক প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটানো । এই ভাবেই বর্তমান প্রজন্মের মধ্যে ভারতের আধ্যাত্মিক জ্ঞান আরোহনের আগ্রহ জন্মাবে।
@goparoy86322 жыл бұрын
অপূর্ব ব্যাখ্য। অনেক অজানা তথ্য জেনে মনটা আনন্দে ভরে গেলো। প্রণাম জানাই। ভালো থাকুন।
@parnashasankalpitabhowmick3788Ай бұрын
A big thank you to Acropolis for compiling this beautiful collection. I am sure it will act as a treasure trove of information for many more research scholars such as me. Thank you very much Sir.
@sumantune2 жыл бұрын
আপনি শুধু জ্ঞানী নন, প্রকৃত শিক্ষক, সুবক্তা, রসিক এবং বাঙালি। অপুর্ব এবং অসাধারণ এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলো সামান্য সময় টুকু। অমূল্য দলিল হয়ে থাকলো।
@subha_erme2 жыл бұрын
শুনে অভিভূত হলাম।। এতো সহজ সরল ভাষায় বর্ণনা সত্যিই অভূতপূর্ব।।
@gourisengupta2637 Жыл бұрын
অসাধারণ ।আপনি এতো সুন্দর ভাবে মহালয়া সম্পর্কে বুঝিয়ে বললেন ।আপনাকে ধন্যবাদ ।ভালো থাকবেন
@jayachakraborty5735 Жыл бұрын
Sir, গভীর মনোযোগ দিয়ে শুনলাম,এত ভালো লাগলো ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। Sir, আপনার কাছে একটি অনুরোধ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব কে নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য। আপনাকে অনেক শ্রদ্ধা ও নমস্কার জানাই ।
@Swati64 Жыл бұрын
অসাধারণ! ঋদ্ধ হলাম। আপনি এত সুন্দর ভাবে 'প্রেত' শব্দের ব্যুৎপত্তি বুঝিয়ে দিলেন, মনে শান্তি পেলাম। পিতা মাতার শ্রাদ্ধবাসরে শব্দ টা বড় কানে ঠেকেছে। আজ সব দ্বন্দ্বের অবসান হল। 🙏
@soumipatel46762 жыл бұрын
🙏🙏khub mon diye sunlam abong bhalo kore bujhlam .aj apnar jnno mahalaya din tir akkhorik ortho bujhlam.apnake onek onek pronam .bhalo thakben ...... 🙏🙏
@bedaduttanag33732 жыл бұрын
Kokhono chotobelay Pujor somoy karur barite emoni gyani guni manusher songe shakkhat hoto, ar onek ojana tathya jante ebam sikhte pawa jeto.. Pujor ei din gulote headphone Sri Bhaduri moshayer byakha sune temoni anondo upobhog korchi ar sei songe onek bondho janala o khule jacche.. Tnaake pronam janai 🙏🏼
@manabendrakaran2353Ай бұрын
Apurbo. Pronam Sir Ji🙏🙏🙏
@kalyanbhattacharjee8831 Жыл бұрын
Ashadharon khoob bhalo laglo, darun
@shabaridasgupta58352 жыл бұрын
অপূর্ব। অনেক কিছু শিখলাম। বর্তমান যুগের সন্তানদের এইসব জানার প্রয়োজন আছে। আপনাকে শ্রদ্ধা নিবেদন করি।
@dilipkumarroy7222 жыл бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মনোজ্ঞ বিশ্লেষণ। মুগ্ধ হলাম।প্রণাম জানাই।
@sujatadas52902 жыл бұрын
Ato apurbo byakkha sotti tulona heen pronam neben🙏🙏🙏
@santanuroy55252 жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ , আপনাকে প্রণাম, আপনার শিক্ষা আপনার অধ্যাবসায় কে শত কুর্নিশ। আপনি এভাবেই বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরুন আমার মত বহু মানুষ যারা নিজ ধর্ম সম্পর্কে জানি কম (আসলে সেই পরিবেশই নেই, আলোচনার জায়গাও নেই) তারা সমৃদধ হব। ভালো থাকবেন এই শুভকামনা ।
@irabiswas60992 жыл бұрын
Mahalaya Tarpan er guro artho ter mahati purno excellent explanation 👌 hridayanandano a mugadha o samridhya holo apna k pronam jani
@dhrubajyotighosh38052 жыл бұрын
আপনার কথায় আমরা সবাই অনুপ্রাণিত হই। অসাধারণ বাখ্যা আপনার।
@amaleshmukherjee72032 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা, অনেক কিছু জানা গেল, সেই সাথে এই কৃয়াকরমের উদ্দেশ্য বোঝা গেল।
@manimalabhattacharya27262 жыл бұрын
অপূর্ব ব্যাখ্যা আপনার। শ্রদ্ধার সঙ্গে শুনলাম।🙏
@prabhasray46622 жыл бұрын
অধ্যাপক ভাদুড়ী কে খুব কাছ থেকে দেখেছি, বিভিন্ন সেমিনারে কথা বলার সুযোগ হয়েছে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন অনুঠানে উনি নিয়মিত যোগদান করতেন। সুবক্তা, এক অনন্য চিন্তাবিদ।
@maliabanerjee23062 жыл бұрын
এত সুন্দর আলোচনা খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
@adwaitvedant32972 жыл бұрын
*অসাধারণ ব্যাখ্যা আচার্য , শত শত প্রণাম আপনাকে* ! 🙏🏻🙏
@joydebchakraborty2 жыл бұрын
Apurba laglo Mahalaya ki jene. Apnar mukher shabda vibration aane. Pronam neben
@souvikprofile2 жыл бұрын
কি অসাধারণ সব ব্যাখ্যা। কি অসাধারণ আমাদের ধর্ম। কি অসাধারন আপনার ব্যাখ্যা। কিছুই জানিনা আমরা। আজে বাজে তর্ক করি অন্যের সাথে। অথচ সঠিক ভাবে জানলে সুন্দর সব কিছুর একটা নিয়ম আছে ছন্দ আছে। আপনার থেকে জানতে পারছি তৃপ্ত হচ্ছি
Enjoyed your finer analysis thoroughly. Its our bad luck that we hardly find such masters like you these days who can simplify the depth of our ancient Hindu mythology and knowledge to us so that we are able to learn and grasp. Thanks Bhaduri Sir. 🙏
@s97992 жыл бұрын
আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম 🙏এত সুন্দর ও সহজ কথাতে মহালয়ার ব্যাপারে জানতে পেরে সত্যিই কৃতজ্ঞ।
@sefalighosh72332 жыл бұрын
KHUB KHUB VALO LAGLO PRONAM HORI OM
@rajarshichakraborty38712 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 Pronam Niben
@subhapathak6522 жыл бұрын
Tarpaner gurotyo bujhlam.....realiseo korlam......anek sradhha o pronam apnake
@pranatideb7119 Жыл бұрын
I feel very much satisfaction hearing our greatGuruji
@jhumurchakraborty82202 жыл бұрын
মহাশয় আপনার কথা গুলো আমাদের খুব ভালো লাগলো।এসব পুরোনো তথ্য গুলো আমরা জানতামই না,এগুলো শুনে মনে হয় আমরা ভারতীয়রা স না ত ন অনেক প্রাচীন ঐতিহ্য রক্ষা করতে পারিনি সব হারিয়ে ফেলেছি ধর্ম ভুলে রাজনীতিকে ও দুর্নীতিকে আপন করে নিয়েছি। প্রণাম নেবেন।🙏🙏🙏
@arudraballav98322 жыл бұрын
Asadharan
@bratatideb86422 жыл бұрын
প্রাজ্ঞ পণ্ডিতপ্রবর নৃসিংহ প্রসাদ ভাদুড়ির এই কথাগুলো আমার কাছে অমূল্য।মহালয়া ও মহিষাসুরমর্দিনী এই দুইকে এক করে যেভাবে সবাই হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা বিনিময় চলতে থাকে যা ভীষণরকম দৃষ্টিকটু। কত কিছু না জেনে মানুষ একে অপরকে এইসব ফরোয়ার্ড করেন ভেবে খারাপ লাগে।।
@LalitaChattopadhyay2 жыл бұрын
শতকোটি সশ্রদ্ধ প্রণাম আপনাকে
@chandrikabanerjee3165 Жыл бұрын
সমৃদ্ধ হলাম।
@anirbankundu2412 Жыл бұрын
প্রণাম নেবেন... 🙏🙏🙏🙏🙏
@jessedavis924 Жыл бұрын
I am so happy I found this.
@SarbariSen2 жыл бұрын
Beautiful narration, what language, what knowledge! Down South the annual ceremony of pitri is regularly done which falls according the death tithi.
@bulubanerjee1818 Жыл бұрын
Thank you very much for beautiful discussion Like it very much From Delhi
@kabitapaul60652 жыл бұрын
আপনাকে অনেক প্রণাম জানাই আপনার মত বিদগ্ধ ব্যাক্তি এখন বিরল
@umade94602 жыл бұрын
অনেক অজানা জিনিস জানলা।
@ansumandaschakrabarty87152 жыл бұрын
Extraordinary lecture. This privation to plenty. What a sweet note it is.
@srijanibose52992 жыл бұрын
অসাধারণ,,,, আচার্য্য,,,খুব সুন্দর উপস্থাপনা,,,
@ankanabhattacharya54282 жыл бұрын
Sotti onek kichu janar ache.kichui jani na.khub bhalo laglo.pronam grohon korben.🙏
@shyamalkantichatterjee6192 жыл бұрын
Vari chamatker explanation. Apnake pranam.
@sanghamitraghosh86152 жыл бұрын
আপনার মতো বিদগ্ধ পন্ডিতের জ্ঞানগর্ভ আলোচনা এই মাধ্যমে শুনতে পেয়ে অনেক উপকৃত হচ্ছি। আপনার লেখা যখনই কোনো পত্র পত্রিকায় বেরিয়েছে তা সে যে বিষয়েই হোক না কেন আমি পড়েছি। বর্তমানে এই মাধ্যমে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মাত্র দুদিন হল এই চ্যানেল খুঁজে পেয়ে সাবস্ক্রাইব করেছি এবং আপনার কথা শুনে ঋদ্ধ হয়ে চলেছি। 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sukhendas1881 Жыл бұрын
অসাধারণ ❤
@dr.subhasishthakur80762 жыл бұрын
What a beautiful discussion! It held me spellbound. I had the same feeling while reading ur book, " MAHABHARATER PROTINAYAK". It is unfortunate that many Indians like me had no scope for learning Sanskrit, which is the mother of the majority of the Indian languages, & which is the reservoir of many philosophical & literary gems. But it is also our good luck that scholars of ur erudition have helped unfold the beauty of this language to the people at large.
@pratimasarkar16592 жыл бұрын
অজ্ঞানের অন্ধ কার থেকে আপনি আমাদের মুক্ত করছেন। নমস্কার।
@nabanitamajumdar88482 жыл бұрын
অনবদ্য!!!! 🙏🙏🌷
@kshamachakraborty72922 жыл бұрын
Khub sundor bollen.
@suhaspaul5082 жыл бұрын
I am learning a lot from your discussions Amar pranam neben
@antaradevroy54042 жыл бұрын
আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই বিষয়ে জানার।আপনাকে আবার প্রণাম জানাই স্যার।
@anindyadey80 Жыл бұрын
🙏🏻 🙏🏻 🙏🏻
@anupamchattopadhyay37812 жыл бұрын
কি বলব জানি না।শব্দ হীন ভাষা হীন ।মন ভারাক্রান্ত হোল ।কই এ ভাবে তো কোন দিন ভাবিনি।তর্পণ করেছি অনেক বার বাবুঘাট এ গেছি কিন্তু এই মাহাত্ম্য তো সত্যিই জানা ছিল না। অসম্ভব সমৃদ্ধ হলাম।আপনাকে আপনার জ্ঞান কে অন্তরের অসংখ্য প্রনাম ।
@sudarsanmaitra9562 жыл бұрын
আপনাকে অনেক প্রণাম
@arupkar9423 Жыл бұрын
Osadharon
@sudiptodas62882 жыл бұрын
Anek kichu janlam o shiklam . 🙏 apnakey.
@dulalchandrabandyopadhyay4297 Жыл бұрын
আমার প্রনামটুকু যেন ওই চরণপ্রান্তে উপনীত হয়।
@jayitaghosh52592 жыл бұрын
হে শ্রদ্ধেয় , কত যে জানছি ....
@muktimaity76462 жыл бұрын
সশ্রদ্ধ প্রনাম নেবেন স্যার।প্রত্যেক বারের মতো এবারও এই আলোচনা টিকে আপনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পরিবেশন কোরলেন এবং হৃদয় গ্রাহী ও যুক্তিগ্রাহ্য করে।আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা আছে জড়ো উত্তর দেন খুবই ভালো লাগবে এবং আমার মনে শান্তি পাব।পিতা জীবিত থাকলে মাতার তর্পণ হয়না?কেন হয়না?
@snehasishdas56212 жыл бұрын
Spellbound ❤️🙏🔥
@jayasreesar132 жыл бұрын
আপনার analysis শুনে মন ভালো হয়ে গেল, অনেক কিছু জানতে পারলাম। সংস্কৃত না জানা থাকায় আমাদের প্রজন্ম হিন্দু ধর্মের মহত্ব সম্পর্কে উদাসীন। আপনার video গুলো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। অসংখ্য ধন্যবাদ 🙏
@MrSusamay2 жыл бұрын
Jodi sir er samne theke sorasori kichu sekhar sujog petam tobe dhonyo bodh kortam,video dekhe somriddho holam,pronam janai sir ke,kritogyota janai channel ke
@aadhikarygml2 жыл бұрын
ঈশ্বর কে ধন্যবাদ জানাই, আপনি ইউ টিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন....
Onk onk Unknown information pelm... Ami Mugdho.... Just just splendid👌👌👌....
@NrisinghaPrasadBhadurii2 жыл бұрын
ধন্যবাদ
@rajamookerjee39572 жыл бұрын
একটা কথা শুনি যে, এই তর্পণ বা শ্রাদ্ধ যাঁদের জন্য করা হয়, তাঁদের চেয়েও এগুলি যিনি করছেন তাঁর আধ্যাত্মিক বা চেতনার উত্তরণই মুখ্য ফলদায়ী। আপনার কি মত জানার অপেক্ষায় রইলাম। অসাধারণ অনুষ্ঠান বলাই বাহুল্য। প্রণাম রইল।🙏🏼🙏🏼🙏🏼
@ananyadashgupta60592 жыл бұрын
kzbin.info/www/bejne/a2anpqdqhdd0opI
@explorewithtitas2 жыл бұрын
Khub bhalo laglo apnar kotha gulo🙏
@ashishchakraborty69842 жыл бұрын
অপূর্ব । সমৃদ্ধ হলাম । আপনাকে প্রণাম ।
@sujataroy47222 жыл бұрын
এত সুন্দর বিশ্লেষণ, যে শুনতে শুনতে ভিডিও টা শেষ হয়ে গেলেও জানার পিপাসা মেটে না। আমি আপনার লেখা পড়ি। কোনো বইই একবার পড়ে পুরো টা বুঝে ওঠা হয় না। তাই ঘুরিয়ে ফিরিয়ে বার বার পড়ি। তেমনই আপনার এই ভিডিও গুলো ও বার বার শুনি। আপনার কথা ও লেখার অপেক্ষায় থাকি। প্রণাম নেবেন। 🙏
@ananyadashgupta60592 жыл бұрын
kzbin.info/www/bejne/a2anpqdqhdd0opI
@arupkar9423 Жыл бұрын
অসাধারণ। প্রণাম জানালাম। নৃসিংহ বাবুকে বিনীত অনুরোধ ওই শ্লোকটা কি মনুসংহিতায় পাবো। কীট পতঙ্গ, পশু পাখী অবশিষ্ট অন্য দেওয়ার যে প্রথা।
@নয়নবিশ্বাস-ঝ১ম2 жыл бұрын
প্রণাম
@soumitrachakraborty12042 жыл бұрын
অন্তরের অন্তরতম স্থান থেকে জানাই স শ্রদ্ধ প্রণাম। তাও মনেহয় কম হয়ে গেলো। মনে পড়ে যায় সেই সেই শ্লোকটি:- বিদ্যা দদাতি বিনায়াম......।🙏🙏
@ananyadashgupta60592 жыл бұрын
kzbin.info/www/bejne/a2anpqdqhdd0opI
@sawam9862 жыл бұрын
বিনয়ম্
@soumitrachakraborty12042 жыл бұрын
ঠিক ই বলেছেন, ওটা বাংলা কি-বোর্ডের ছলনা
@ratnadityadutta58952 жыл бұрын
আপনার জ্ঞানগর্ভ আলোচনা আমাকে এবং সকল শ্রোতাকে সমৃদ্ধির এক উচ্চতর পর্যায়ে উত্তীর্ণ করলো। শারদ শুভেচ্ছা জানবেন।
@ananyadashgupta60592 жыл бұрын
kzbin.info/www/bejne/a2anpqdqhdd0opI
@ratnadityadutta58952 жыл бұрын
আজ পিতৃপক্ষের অবসানের সকালে সারদাঞ্জলি তে আপনার লেখাটি পড়লাম অসামান্য লেখা একথা বলবার অপেক্ষায় রাখে না এই লেখাটি ও আগের লেখাগুলোর মত প্রসাদ গুণসম্পন্ন এবং অনন্য জ্ঞানের বহিঃপ্রকাশ মাত্র।