আজ এত বছর পরেও চোখের জল ধরে রাখতে পারলাম না,মহানায়ক বাঙালির হৃদয় তুমি অমর হয়ে থাকবে 🙏
@somasengupta46585 ай бұрын
আজও চোখ ভরে যায় বাঁধভাঙা জলে।মন বলে আজ এখানেই, সমস্ত উত্তম অনুরাগীদের অন্তরের অন্তঃস্থলে সমান শ্রদ্ধায়, ভালোবাসায় সর্বোচ্চ আসনে বিরাজ করে আছেন। যেখানেই থাকুন,খুব ভালো থাকুন।
@MonalisaSen-w6o5 ай бұрын
যেখানেই থাকুন ভালো থাকুন।
@sadharanerprochhodkolomera61335 ай бұрын
যেখানেই থাকুন আমাদের অন্তরের মহানায়ক, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় ও সন্মান নিয়ে থাকুন। ওনার আত্মার শান্তি চিরকাল বজায় নিয়ে থাকুন। আমি এই কথাগুলো প্রত্যহ আমার পরলোকগত পিতা ও মাতার ছবির দিকে তাকিয়ে সর্বদা বলি।
@sadharanerprochhodkolomera61335 ай бұрын
আমি ওনার autograph একবার সংগ্রহ করেছিলাম Technician Studio তে সম্ভবত ১৯৭৫ সালের May মাসে college থেকে একজন চলচ্চিত্র জগতের বিশিষ্ট Cameraman এর ভাইয়ের সহযোগিতায়। শুটিংয়ের অত ব্যাস্ততার মধ্যেও এবং ওনার একাকী চরিত্র প্রাক শুটিংয়ের চিন্তায় নিমগ্ন থাকা সত্ত্বেও আমাকে আমার খাতা ও পেন নিয়ে autograph দিয়েছিলেন "শ্রী উত্তমকুমার" লিখে এবং তার তলায় সেই দিনকার তারিখ দিয়ে এবং এখন মনে আছে বলেছিলেন ওনার ওই সুন্দর কণ্ঠস্বরে "খুব গরম পরেছে না" আমি যৎপরণাস্তি ওনার এই বাক্যালাপে উচ্ছসিত হয়ে পড়েছিলাম ওনার এই মিষ্ট ব্যবহারে যা আজও ভুলতে পারি নি।
@ratnahaith88092 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@purabiramamoorthy2600Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😮
@prabirkumarghosh-bu7tq5 ай бұрын
সারাদিন ছিলাম মহানায়কের শেষ বিদায়ের দিনে । ট্রামে করে আমরা অনেকজন মহানায়ক অমর রহে বলতে বলতে রাসবিহারী থেকে আনোয়ার সাহ রোড়ের মুখে নেমে গিয়েছিলাম । পাঁচিলের উপব বসে শ্শ্মানে চন্দন কাঠে বিলিন হতে দেখেছি মহানায়কে । সে দিনের যে কান্না শুরু করেছিলাম -------- আজও ওনার জন্য নিভৃতে কেঁদে চলেছি । মায়ের হাত ধরে 1967 সাল থেকে কিশোর বয়সে ওনার ছবি দেখা শুরু করেছিলাম । তখন সাত বছর বয়স, কিছু বুঝতাম না । যখন বুঝতে শিখলাম । হৃদয় দিয়ে ভালো বাসলাম । 2.9.1969 আমাদের ক্লাবে এসেছিলেন । বিরাট জলসা হয়েছিল । তখন আমি খুবই ছোট । জন্মান্তর যদি সত্যিই হয় ------ তোমার মতন নায়ক যেন পরজন্মে আবার ফিরে পাই ।
বড়ো কঠিন বাস্তব এই হটাৎ চলে যাওয়া,,, হৃদয়বিদার ক,,,, মহানায়ক,,, মহামানব সকলের তরে যার প্রাণ সেই তো আজও বহু প্রাণের মধ্যে বেঁচে আছেন 🙏
@SumanaRoychowdhury-ij2ny5 ай бұрын
মহানায়কের মতো স্টারডাম আজ অব্দি পৃথিবীর কোনো হিরো ধরে রাখতে পারেননি ওনার মত জনপ্রিয়তার তুঙ্গে কেউ পৌঁছাতে পারেনি🙏
@rahulsinha6235 ай бұрын
উনি তখন মারা গেছেন তাই, আজ হলে এই স্টারডাম হতো না।
@SumanaRoychowdhury-ij2ny5 ай бұрын
@@rahulsinha623 উনি মারা গেছেন বলে না আজ বেঁচে থাকলেও ওনার কাছাকাছি কেউ কখনও পৌঁছাতে পারতেননা উনি মহানায়ক
@somnathganguly925019 күн бұрын
আমি 1979 সালে লখনউতে এসেছি, উত্তমবাবুর শেষ মুহূর্তের কথা শুনে আজ প্রথমবার আমার চোখ জলে ভরে গেল।
@jyotidas-e1x11 күн бұрын
Calcutta/sr.citizen/ Thanks for video# an unparallelndescription of His last lap from this Earth.May God bless His soul!
@Sutapannath88610 күн бұрын
অনেক ধন্যবাদ
@sanjibpaul453255 ай бұрын
কিছু বলার নেই, চোখটা ভিজে গেলো..... খুব সুন্দর উপস্থাপনা 🙏
@Sutapannath8865 ай бұрын
আন্তরিক ধন্যবাদ বন্ধু
@A.GVLOGS7775 ай бұрын
😢মহানায়ক একটাই উত্তম কুমার তিনি সকলের মনের মণিকোঠায় আছেন ও চিরকাল থাকবেন
@papitachatterjee6895 ай бұрын
মুকুট টা তো পড়ে আছে রাজা শুধু নেই।। আজ ও টলিউড সেই ফাঁকাই রয়ে গেলো । শূন্য স্থান ররেই গেলো
@subratachakraborty56795 ай бұрын
কখেনো ভোলা যাবে না! মহানায়ক তুমি সর্বজয়ী!!💐💐🙏🙏
@lipigupta45344 ай бұрын
খুব কষ্ট হয়, কিছুতেই চোখে র জল আটকাতে পারছি না। মহানায়ক একজন ই হয়। তিনি আমাদের সকলের ভালো বাসার এবং শ্রদ্ধা র উত্তমকুমার। ওনাকে প্রনাম জানাই। তিনি আমাদের মধ্যে ছিলেন, আছেন এবং থাকবেন। 🙏🙏
@tatandas265 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই পবিত্র তথ্য অবগত করানোর জন্য, যদিও চরম বেদনাদায়ক তবুও এটাই হয়তো অপ্রিয় সত্যির প্রকৃষ্ট নিদর্শন
@Sutapannath8865 ай бұрын
আন্তরিক ধন্যবাদ এবং বিনম্র নমস্কার
@sunandaraychowdhury97105 ай бұрын
মহানায়ক তুমি চিরদিন অমর থাকবে। শুধু পুরোনো দিনের মানুষ নয় নতুন যুগের ছেলে মেয়েরা তোমার পুরোনো দিনের সিনেমা দেখতে ভালোবাসে ও প্রশংসায় উচ্ছসিত হয় । তরুণ কুমারের স্মৃতি বিজড়িত বর্ণনা এতদিন পরেও নয়ন জলে ভাসিয়ে দিল 🙏🙏🙏
@tapanganguly57685 ай бұрын
আজ আবার চোখ জলে ভরে গেল। সেদিনের সেই কান্না ফিরে এলো। আশ্চর্য প্রতিভার অধিকারী ছিলেন উত্তম কুমার। এমন কেউ হয়নি,কেউ হবেও না বাঙলায়। তোমাকে ভুলিনি, ভুলবোনা কোন দিন। তুমি ফিরে এসো।
@piyalichatterjee49875 ай бұрын
আমার বয়স 20 বছর কিন্তু চোখে জল আমারও এসেছে আমরাও তাঁকে একই রকম ভাবে ভালোবাসি , সম্মান করি , শ্রদ্ধা করি....তুমি সারাজীবন সবার মহানায়ক , প্রিয় নায়ক হয়ে থাকবে 🖤🤍
@snchakraborty32304 ай бұрын
Kub valo laglo tomar comment deke. Ajker juge tomrai Uttam Kumar ke omor kore rekecho. Valo theko.
@piyalichatterjee49874 ай бұрын
@@snchakraborty3230 Thank you 🙏🏽🙏🏽
@rawnakjahannabila54033 ай бұрын
আমার বয়স ১৮, তবুও একই।
@amitavamukherjee347524 күн бұрын
@@rawnakjahannabila5403চিরদিনের জন্য এই মনোভাব বজায় রেখো।
@sushantakarmakar19825 ай бұрын
উত্তম কুমারের জন্য প্রতিদিন অনিয়মিত আমার চোখের জল পড়ে চলেছে
@sudipbasu97025 ай бұрын
ঠিক "মহানায়ক উত্তমকুমার" ছিলেন - আছেন - আজীবনই থাকবেন.... 💐🙏🙏💐
@samarsinha47465 ай бұрын
দুচোখ জলে ভরে গেল। মহানায়ক অমর, মৃত্যুহীন। তিনি আমাদের হৃদয়ে চির অমর হয়ে থাকবেন।❤
মহানায়ক একজনই ছিলেন,আর এই একজনই চিরকাল থাকবে।ওই জায়গা একান্তভাবে ওনার।ওই আসনে বসবার কারোর যোগ্যতা নেই,আমি মনেপ্রাণে বিশ্বাস করি এটা।
@Sesquipedalian90875 ай бұрын
প্রণাম হে মহানায়ক 🙏🙏🙏🙏🙏. বাঙালির হৃদয়ে তুমি সর্বদা বিরাজ করবে। কোটি কোটি প্রণাম 😢
@nabanitasinha25945 ай бұрын
তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন প্রতিটি বাঙালির হৃদয় জুড়ে আরও কত শত বছর। 🙏🙏🌹
@satyameb4 ай бұрын
আজ পর্যন্ত মহানায়ক উত্তম কুমারের জায়গায় আমি কাউকে বসাতে পারিনি। ওনার অভিনয়, সৌন্দর্য, হাসি অতুলনীয়। আগামী দিনে এমন কেউ হবে কিনা জানি না। বাঙালির কাছে তিনি চিরদিন অমর হয়ে থাকবেন। তাঁর আত্মার প্রতি প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। 🙏❤🙏❤🙏
@debaratabhar250422 күн бұрын
😅😅😅😅
@kalpanamondal49775 ай бұрын
ঘটনাটা শুনে আজও চোখের জল ধরে রাখতে পারলাম না আমার শত কোটি প্রণাম মহানায়ক 🙏
@dream..28095 ай бұрын
বাংলার চলচ্চিত্র জগতে সর্ব শ্রেষ্ট অভিনেতা উত্তম কুমার মহাশয়। মহানায়ক উত্তম কুমার আপনাকে প্রনাম জানাই 🙏।
@alpanabanerjee53725 ай бұрын
আমি উত্তম কুমারের পরবর্তী প্রজন্মের। আমি ওনাকে রাজার রাজা মনে করি।এত অল্প বয়সে চলে গেলেন বুকে একটা কষ্ট অনুভব করি সবসময়। আবার এসো মহানায়ক তোমারভালোবাসার এই বাংলায়।
@unknowngamer42955 ай бұрын
মহা নায়ক একটাই সবার প্রিয় উত্তম কুমার আর কেউ নয় 🙏
@umachowdhury8605 ай бұрын
মহানায়ক সবার মনে মনিকোঠায় সারাজীবন থাকবেন ❤❤
@samirmukherjee8815 ай бұрын
It's such a shock that it is perhaps no other shock is heavier than this...!!!!! It's unbelievable, unbearable & unacceptable all together....!!!!! Satyajit Ray's remark is Perhaps the best award UTTAM KUMAR has had...when he said " O R HABE NAA....!!!!!!!!! Which means he was such a huge genius...unparallel,unmatchable & unforgettable for yesterday,today & tomorrow....!!!!!
@sikhasinha65445 ай бұрын
মহানায়ক চলে গেলেন হৃদয় এখন ভরাক্রান্ত সেদিন থেকে হল মুখো হৈ নি ৩৫ বছর আজও চোখের পাতা ভিজে গেলে শূন্য স্হান আজও পুরন হল না।
@umapaul98755 ай бұрын
সঠিক কথা মহানায়ক একজন ই উত্তম কুমার তিনি সূক্ষ্ম তার ভক্তদের সেই জনসমুদ্র নিশ্চয়ই দেখেছিলেন ওনার এই ভালোবাসা গণ্ডি ছেড়ে যেতে কষ্ট হয়েছিল
সত্যিই সেই দিনটা ভোলা যায় না। রাজা গেলেন রাজার মতো স্বর্গ রাজ্যে মনে হয় রাজার প্রয়োজন পড়েছিলো।❤❤🙏🙏
@biplabmondal89135 ай бұрын
Mohanayouk Respect and lots of love❤...RIP in the name of my LORD Jesus.
@sunilbanerjee60735 ай бұрын
ইন্দ্রপুরীর ইন্দ্রদেব,ভীষণ ভালো লাগলো এটা নিযেই একটা চলচ্চিত্র নির্মাণ করা যায কিন্তু প্রশন ইন্দ্রদেব এই আকর্ষণীয রুপ আজ আর কারোর মধ্যেই নেই,সব 0000000
@Sutapannath8865 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@chaitidutta29755 ай бұрын
প্রণাম মহানায়ক 👍👌
@adhipghosh37775 ай бұрын
Khub bhalo laglo video..... onek dhonyobad
@Sutapannath8865 ай бұрын
Antorik dhonnobad
@dipaksahachowdhury59455 ай бұрын
এখনো মনে আছে, আমরা গ্রামের মানুষ। 25সে জুলাই, সকাল ছয়টা তিরিশ মিনিটের রেডিও খবর। নমস্কার স্থানীয় সংবাদ পড়ছি সত্যেন মিত্র। বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল তম নক্ষত্র উত্তম কুমার আর নেই। তার পর শুধু হাহাকার। কত লোক কে কাঁদতে দেখেছি, আর sathe হেমন্ত বাবুর গান, শুধু ভালবাসা দিয়ে বলে যাই আমি তোমারে বেসেছি ভালো।
@manasidhak39575 ай бұрын
মহানায়ক উত্তম কুমার আমার মতে শ্রেষ্ঠ মহানায়ক 🙏🙏🙏
@mitapaul41255 ай бұрын
অপূর্ব লাগলো চোখের জলে বাঁধ ভেঙে গেল 🙏🙏🙏
@Sutapannath8865 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@rupaguha33045 ай бұрын
মহানায়ক তুমি চিরদিনের 🙏🙏
@sushmitasinha32125 ай бұрын
উত্তম কুমার উত্তম কুমার ই।নামেই তাঁর পরিচয় ।❤
@NasirsClub2 ай бұрын
এত বছর পরেও চোখের জল ধরে রাখতে পারলাম না, আমি ঢাকা থেকে বলছি..... তার সবগুলো ছবী দেখী আর স্বপ্ন দেখী ভালোবাসার
@Sutapannath8862 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@bandanamukherjee7645 ай бұрын
Apurbo.❤❤🙏🙏.Uttam Kumar aktai. R hobe na. Oner place keu nite parbe na ag o na, kal o na,. 🙏🙏🙏❤️❤️❤️ janalam
@shrabanbose67225 ай бұрын
Chirokaler MohaNayok apamor bangalir hridoyer majhe ajo jebito. sokoler moner monikothhay sorbokaler sorbo sera amader sokoler priyo Uttam Kumar chirodin achhen...thakben. Chiro nuton sei Debdut er uddessye janai amar soshrodyo pronam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shaheennawaz53905 ай бұрын
he is a legend, an iconic figure of Bengali film 🎥 🎞 industry.. 44 years ago he left this world 🌎 but his memory is still with us.. he is indeed oti uttam.. may his soul rest in peace..
@DebBhattacharjee-kr1it5 ай бұрын
Khub sundor presentation Mahanayak ekjoni
@Sutapannath8865 ай бұрын
,আন্তরিক ধন্যবাদ
@ManimalaMallick-fy5ym5 ай бұрын
Khub mon kharap lagchhe.Thank you aei video dakhanor janno.
@Sutapannath8865 ай бұрын
Thank you
@souvikk5 ай бұрын
darun shanglap ..keep it up🙏
@Sutapannath8865 ай бұрын
Antorik dhonnobad Bondhu
@somnathganguly925019 күн бұрын
উত্তম কুমার আমরা বাঙালির হৃদয়ে চির অমর হয়ে থাকবেন।
@supriyasahoo94895 ай бұрын
হরে কৃষ্ণ প্রণাম ধন্যবাদ খুব ভালো লাগলো। মহানায়ক উত্তম কুমার উত্তম নায়ক পৃথিবীর ছেড়ে চলে যাওয়ার শেষ 🎉 পৃথিবী ছেড়ে চলে যাওয়ার শেষ মুহূর্তটুকু দুঃখের তবুও🎉 হলেও🎉 সত্তিকারের ঘটনাটা পেলাম। মহানায়কের জয় হোক🎉।
@Sutapannath8865 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@souradipchakraborty57945 ай бұрын
😢😢😢😢😢😢😢😢 বঙ্গীয় জন জাতিদের চিরকাল অন্তরের অন্তঃস্থলে রয়ে যাবেন চিরকাল।
@memyself511323 күн бұрын
Thank you dada khub bhalo ginis sonalen ashes danmyobad
আজও উত্তমকুমার মহানায়ক। চোখটা ঝাপসা হয়ে গেছে। আর কিছু লিখতে পারছি না।আপনি আমার সর্বদা অন্তরে থাকবেন। ❤❤❤💐💐💐🙏🙏🙏 8/8/24
@snehasissaha89645 ай бұрын
মহানায়কের শ্রদ্ধাঞ্জলি 🙏🌼💐
@MandiraBanerjee-g4h5 ай бұрын
মহানায়ক একজন ই, আর কেউ আসেও নি, আর কেউ আসবে ও না। 🙏🙏🙏
@prosandipbaul62654 ай бұрын
😂😂😂😂
@shibanighosh45735 ай бұрын
খুব ভালো লাগলো,,,উত্তম ওমর রহে
@Sutapannath8865 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@parimalchbhattacharjee58525 ай бұрын
ভীষন দুঃখ লাগলো তাঁর অকাল মৃত্যু তবে ঘটনাটা জানতে পারলাম। ধন্য বাদ।
@Sutapannath8865 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@sheilasarkar43035 ай бұрын
Loved Uttam Kumar
@SharmisthaBhattacharjeeBhattac5 ай бұрын
শেষের কথাটি তো আপনার বড়ো খাঁটি কথা আর তরুণ কুমারের বিষয়ে আর কি বলবো লক্ষণ কে খুব ছোট বেলায় দেখার সৌভাগ্য হয়েছিল তপন থিয়েটার হলে তখন আমার বয়েস খুবই ছোট 🙏🙏
@Sutapannath8865 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@sarbanidas24625 ай бұрын
কিছু বলার ভাষা নেই। আমাদের চিরদিনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। 😂
@payelsvlog48024 ай бұрын
সারাজীবন প্রিয় ছিলে তুমি যত দিন বাঁচবো তুমিই থাকবে প্রিয় হয়ে। খুব ইচ্ছে ছিলো সামনে একদিন দেখার। কিন্তু হায় তা আর হয়ে ওঠে নি। যেখানেই থাকো তুমি ভালো থেকো। মহানায়ক উত্তম কুমার তোমাকে অজস্র 🙏🙏🙏🙏আর ভালোবাসা রইলো ❤️❤️❤️❤️
Darun laglo dada..uttam kumar amather mohanayok.amar rahe..thanks to tarun da..
@Sutapannath8865 ай бұрын
Thanks
@tapasichakraborty52315 ай бұрын
এই রকম মহানায়ক একটাই হয়।❤❤❤
@buddhadebdas73435 ай бұрын
তরুণকুমারের সাথে একাধিক মঞ্চে একাধিক দিন অভিনয় করেছি সাতের দশকে কোলকাতার বিভিন্ন থিয়েটার হলে । উত্তমকুমার কে অনেক বার দেখেছি সামনে থেকে । ফাটাকেষটর কালীপূজার অনুষ্ঠানে দুটি করে গান করতেন, কাছ থেকে শুনতাম । বিশ্বরূপা থিয়েটারে সামনে ধূমপান অবস্থায় বেশ কয়েকবার দেখেছি ।
@FlowWithSubha5 ай бұрын
Khub valo laglo apnar paribeshona
@Sutapannath8865 ай бұрын
Antorik dhonnobad
@arnabclassdasclass61725 ай бұрын
সত্যি দাদা " চিরো দিনের মহানায়ক
@BS_20235 ай бұрын
প্রণাম ❤
@hanifchowdhury668712 күн бұрын
উত্তম বাবুর মৃত্যুর এত বছর পরেও উনার জনপ্রিয়তা একটুও কমেনি আমার অন্তরের অন্তস্থল থেকে ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই উনি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আজার চোখের জল ধরে রাখতে পারলাম না বন্ধু আবারো বলি শুধু তুমি ভালো থেকো
@Sutapannath88612 күн бұрын
তুমি অবশ্যই ভাল থেক
@soumenmukherjee90545 ай бұрын
No comments level podcast.sudhu chokh vore jay sunte sunte🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@Sutapannath8865 ай бұрын
Antorik dhonnobad
@rajumondal187225 күн бұрын
Mahanayak uttam kumar 🙏🙏🙏
@SrabaniRoy-t6j5 ай бұрын
Sir apner video maja nayake abar punorojibio kalo maha nayake kono dinbhulte parbo na
@barnalidey58515 ай бұрын
আজও খুব কষ্ট লাগে
@amitamaity86745 ай бұрын
Sunte sunte chochok jole vore galo
@Sutapannath8865 ай бұрын
Antorik dhonnobad
@ratnabiswas85565 ай бұрын
😊❤❤❤❤❤@@Sutapannath886
@konasactivitiesingermany68885 ай бұрын
আসলেই এমন মানুষ এমন নায়ক আর আসবে না…কান্না এসে গেল দাদা
@usernamesanjibdas5 ай бұрын
Valo nayak r asbe bolen keno . Thakhan kar samoy kata bangla nayak chilo. Somitro chatterjee o anek baro nayak.