অসংখ্য ধন্যবাদ স্যার, সুপারস্টার মনো সোলার প্যানেল রিভিউ এর মাধ্যমে আমাদের কাঙ্খিত আশা পূরণ করার জন্য।
@TechnologyBanglaShahin9 ай бұрын
আমিও অত্যন্ত আনন্দিত কারণ আপনারা ভিডিওটি পছন্দ করেছেন।
@dipaksarkar95397 ай бұрын
Super star per watt ar price kato
@ahsanalam22899 ай бұрын
প্রাসঙ্গিক কথাবার্তার মাধ্যমে অল্পসময়ে গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ। জাজাকাল্লাহ খাইরান।
@TechnologyBanglaShahin9 ай бұрын
Thank you for your appreciation.
@anamolhoqe68159 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার, অনেক অপেক্ষার পর আপনার সুপারস্টার সোলারের রিভিউ দেখা স্টার্ট করলাম, দেখার পর পুনরায় দ্বিতীয় কমেন্ট করবো ইনশাল্লাহ
@TechnologyBanglaShahin9 ай бұрын
অবশ্যই কমেন্ট করবেন।
@rabiulislam34995 ай бұрын
সাবলীল ভাষা। সুন্দর বর্ননা। সবার কমেন্ট এর রিপ্লাই। সব মিলে সুন্দর হইছে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ
@STENTERTAINMENT-BD8 ай бұрын
Vai rahimafrooz naki super star....kontar durability besi.....konta vlo hobe ...je kono akta bolben jeta valo
@TechnologyBanglaShahin8 ай бұрын
বাংলাদেশে ১২ ভোল্টের যে সোলার প্যানেলগুলো পাওয়া যায় সেগুলোকে ৩ ভাগে বিভক্ত করতে পারেন। প্রিমিয়াম কোয়ালিটি, গুড কোয়ালিটি এবং চিপ কোয়ালিটি। রহিম আফরোজ, সুপারস্টার, ওয়ালটন এবং গ্রামীণ শক্তি এগুলো হল প্রিমিয়াম কোয়ালিটির সোলার প্যানেল। এই কোম্পানি গুলোর সোলার প্যানেল অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আপনি যদি সবচেয়ে ভালো সোলার প্যানেল চান তাহলে প্রিমিয়াম কোয়ালিটির সোলার প্যানেলগুলো থেকে নিশ্চিন্তে যে কোনোটি কিনে ফেলুন। বাকি ২ ক্যাটাগরির প্যানেলগুলো এভোয়েড করুন। আর যদি বিশ্বমানের সোলার প্যানেল চান তাহলে বাংলাদেশের কোনটাই না কিনে JA, Jinko, Longi, Trina ইত্যাদি প্যানেলগুলো কিনতে পারেন। তবে এগুলো কিন্তু ২৪ ভোল্টের হয়। ১২ ভোল্টের প্যানেল কিনতে চাইলে বাংলাদেশীগুলো থেকেই সিলেক্ট করতে হবে।
@hasanhalimaАй бұрын
200w Super star naki hamko panel konta best hobe janaben plzzzz
@ksabangladeshi2569 ай бұрын
আপনি সবগুলো ব্রান্ড নিয়ে একসাথে কোনটা সবচেয়ে ভালো আউটপুট দেয় মানে টপ ১০ মধ্যে বেস্ট রেটিং করে ১.২.২..... এবাবে ভিডিও দেন তাহলে সহজে সবাই সঠিকটা চিনবে এবং ঠকবে না
@TechnologyBanglaShahin9 ай бұрын
ঠিক আছে আমি চেষ্টা করবো এরকম ভিডিও করার। আপনার সাজেশন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
@mdmahbubhossainbhuiyan9 ай бұрын
Please bhi😢
@hasibalislam52259 ай бұрын
@@TechnologyBanglaShahinভাই আপনার এই ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম❤
@sabihazaman49679 ай бұрын
@@TechnologyBanglaShahin ভাই সুপার ষ্টার প্যানেল এক জায়গায় ৬০টাকা আর একজায়গায় ৫২ টাকা কোনটা আসল হবে? একই কোম্পানির প্যানেলের মধ্যে কি দামে এত পার্থক্য থাকে?
@khalidomi70619 ай бұрын
Bhaia jodi paren dwsher manus ar onek upokar hoto.@@TechnologyBanglaShahin
@HossainMdHoque9 ай бұрын
Shahin Bhai, Its nice to see you are now fully dedicated to solar system tutorials. Its very helpful to the new installers they have got a perfect adviser. 5 years back a company( having little knowledge) installed my off-grid and ongrid system. Later i had to reorganize with proper specified materials by another company of Dhaka. It cost me a waste of Tk80000 to correct inappropriate guidance. Hope your viewers are lucky enough to have basic knowledge and not be cheated. Thanks. You know me very well. Keep fine.
@TechnologyBanglaShahin9 ай бұрын
Thank you for your comment and appreciation. Hope you are doing well. I think a lot of solar related sellers are dishonest and don't know how to install it properly. We should learn about solar system before installing or purchasing any kind of solar related products. That's why I'm trying to make solar related tutorial videos. I hope my audience will get benefit from this channel. Thank you again for your nice comment.
@monisankarhalder14713 ай бұрын
Superstar panel maximum kato watt er hoy?
@khorshedalam24784 ай бұрын
আপনার লুঞ্জি 355 ওয়াট সোলার প্যানেল টা কেমন আউটপুট দিচ্ছে বর্তমানে। জানালেন প্লিজ। নতুন ভিডিও পাচ্ছি না কেন
@sadikahmad71337 ай бұрын
আমি সোলার নিতে চাচ্ছি। চারটা সোলার ফ্যান এবং তিনটা লাইট ব্যবহার করা হবে। এতে ব্যাটারি কত পাওয়ার নিবো এবং সোলার প্যানেল কত পাওয়ারের নিতে পারি। এবং কোন কম্পানি ভালো হবে। আপনার কাছে সুপরামর্শ কামনা করছি।
@TechnologyBanglaShahin7 ай бұрын
100Ah রহিম আফরোজ এর সোলার ব্যাটারি। 260 ওয়াট সুপারস্টার সোলার প্যানেল। সুপারস্টার প্রিমিয়াম অথবা ASC 10/20 এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার। প্যানেলের জন্য 70/76 ক্যাবল। ব্যাটারির জন্য 4rm ক্যাবল। লোড এর জন্য 23/76 ক্যাবল ব্যবহার করতে পারেন। খরচ একটু কমাতে চাইলে সোলার প্যানেল ফরচুন কোম্পানির নিতে পারেন।
@kasobdebnath7 ай бұрын
শাহিন ভাই আপনি ঠিক বলছেন আমার সোলার প্যানেল কিছুদিন আগেও দেখলাম 16 এম্পিয়ার প্লাস চার্জ হচ্ছিল ইদানিং দেখি 12 এম্পিয়ার এর উপরে চার্জ হয় না তারপর কিছুদিন আগে রাতে বৃষ্টি হলো দিনের আবহাওয়া মোটামুটি শীতল ছিল হালকা রোদ তখন আবার দেখলাম আগের মতই 17 এম্পিয়ারের চার্জ হচ্ছিল।
@TechnologyBanglaShahin7 ай бұрын
আসলে তাপমাত্রা সোলার প্যানেলের উপরে ভালোই প্রভাব ফেলে। একটু বৃষ্টি হয়ে তাপমাত্রা কমলে আবার এম্পিয়ার বৃদ্ধি পায়। এছাড়াও প্যানেলগুলো যদি একটু ভালো বাতাস লাগে এমন জায়গায় স্থাপন করা হয় তাহলে আমি দেখেছি আউটপুট সামান্য একটু হলেও বৃদ্ধি পায়।
@iddrisehowlader-oc9jm6 ай бұрын
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান আমি একটা বিষয় জানতে চাইছিলাম ভাইজান PWMR ১২ ভোল্টের হাইব্রিড ইনভার্টার ব্যবহার করব ২৪ ভোল্টের জিনকো 570ওয়াটের দুইট ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব ২০০ এম্পিয়ারের একটি পানি ব্যাটারি ব্যবহার করব এখন প্রশ্ন হল আমি ***সোলার প্যানেলের জন্য কত এম্পিয়ারের ডিসি সার্টিফিকেট ব্যবহার করব ... ** ব্যাটারির জন্য কত এম্পিয়ার এর ডিসি সার্টিকেট বেকার ব্যবহার করবো ** SPD এম্পিয়ারের সার্কিট বেকার ব্যবহার করবো ... তিনটে বিষয় ক্লিয়ার একটু যদি ধারণা দিতেন উপকার হইত **কত আর এম ডি সি ক্যাবল ব্যবহার করতে হবে সোলার প্যানেলের জন্য // এবং কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত কত আর এম তার ব্যবহার করতে হবে ... সম্পূর্ণ মাল আমি খুরচা কিনে কিনে একা ফিটিং করব তাই একটু বিস্তারিত জানতে চাইছি কারো জানা থাকলে জানাবেন ....
@monisankarhalder14714 ай бұрын
Dc circuit brekar r spd kothay paoa jabe?price kemon? Mcb & spd er kaj ta ki plz janaben
@mohammadabedhossen73339 ай бұрын
আপনার একটা ভালো দিক হলো আপনি কমেন্টের রিপ্লাই দেন, ধন্যবাদ ❤❤❤❤
@TechnologyBanglaShahin9 ай бұрын
You are welcome.
@shofeulahmed-of7wjАй бұрын
প্রথমে আপনাদের নিকট একটি জিনিস জানার ছিলো। আমাদের দেশীয় নামি-দামি ব্রান্ডের সোলার গুলোর দাম ৫০ টাকার উপরে। যেমন - হ্যামকো,সুপারস্টার,রহিমা আফরোজ এইগুলা। অন্য দিকে আন্তর্জাতিক মানের ব্যান্ডের প্রোডাক্ট গুলোর দাম ১৭- ২৫ টাকার মধ্যে। যেমন- canadian solar, longi, sun run সেক্ষেত্রে কি আন্তর্জাতিক মানের সোলার প্যানেল গুলোর চেয়ে আমাদের দেশীয় ব্রান্ডের সোলার গুলো অপেক্ষাকৃত ভালো??
@TechnologyBanglaShahin29 күн бұрын
আমরা জানি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয়। তবে সোলার প্যানেলের ক্ষেত্রে এটা সবসময় প্রযোজ্য নয়, অল্প কিছু ক্ষেত্রে প্রযোজ্য। আন্তর্জাতিক প্যানেলের সাথে কারো তুলনা হয় না। মজার ব্যাপার হলো সোলার প্যানেলের প্রাইস এত বেশি কখনই নয়, এটাকে হাই প্রাইস ইচ্ছাকৃতভাবে করা হয়। তবে অবশ্যই চেষ্টা করবেন আন্তর্জাতিক মানের অথেন্টিক প্যানেল ক্রয় করার।
@lounchtvbd57127 ай бұрын
Ami 5 light r 2 fan calaty cai solar dea...sudhu solar system hybrid system na...koto watt panel, charge controller, battery use korbo...??
@TechnologyBanglaShahin7 ай бұрын
আপনি কি DC লাইট ফ্যান ব্যবহার করবেন। যদি তাই করেন তাহলে 100Ah ব্যাটারি, 200W সোলার প্যানেল, 10A চার্জ কন্ট্রোলার ও 70/76 ক্যাবল ব্যবহার করলেই হবে।
@lounchtvbd57127 ай бұрын
@@TechnologyBanglaShahin ups battery ki solar system a use kora jaby...!!model WALTON UPS BATTERY 65AH...controlar Walton ar e 20Ah...??
@TechnologyBanglaShahin7 ай бұрын
হ্যাঁ ব্যবহার করা যায়। চার্জ কন্ট্রোলার থেকে sealed lead acid battery সিলেক্ট করে দিলেই ব্যাটারি ঠিকমতো কাজ করে। তবে এই ব্যাটারিগুলোর দীর্ঘ স্থায়িত্ব এসিড-পানি ব্যাটারির চেয়ে একটু কম হয়।
@lounchtvbd57127 ай бұрын
@@TechnologyBanglaShahin assa valo akta acid pani battery ar dam koto...65ah... Kon battery ty backup valo...??
@TechnologyBanglaShahin7 ай бұрын
রহিম আফরোজ এর সোলার ব্যাটারি নিতে পারেন। সবগুলোর দাম তো এই মুহূর্তে আমার মনে নাই তবে সেদিন দেখলাম 100Ah এর দাম প্রায় ১৫ হাজার টাকা। এগুলোর প্রাইস আবার একটু ওঠানামা করে।
@Funnyn19 ай бұрын
fast comment কোথায় থেকে নিয়েছেন দাম কত
@TechnologyBanglaShahin9 ай бұрын
এই প্যানেল গুলো কাপ্তান বাজার সহ বিভিন্ন সোলার এর বিক্রেতার কাছে পেয়ে যাবেন। বিক্রেতা ভেদে দাম ৬০ টাকা থেকে ৬৩ টাকার মধ্যে।
@shariyarahammedrabbi6139 ай бұрын
Accha amar 160 wat super star mono solar r ekta 100 wat super star poly solar panel ei 2 ta parallel kore super star 40/76 cable diye luminous 20 ampr change controller a connection diyechi ai jonno kono problem hobe jodi ektu janan khub valo hoto ❤️
@TechnologyBanglaShahin9 ай бұрын
যেহেতু আপনি প্যারালাল কানেকশন দিয়েছেন তাই দুই ধরনের প্যানেল হওয়ার পরেও কোন সমস্যা হবে না। তবে আপনি ক্যাবল আরেকটু মোটা সিলেক্ট করলে ঠিকমত আউটপুট পাবেন।
@MDRony-rd8ly8 ай бұрын
আসসালামুয়ালাইকুম ভাই সুপারস্টার এর পলি প্যানেল টা কত করে কিনছেন পাসওয়ার্ড
@sundordighiprank31479 ай бұрын
Hamko pannel 65 watt & Hamko solar battery 30ah......Load 12 watt akta fan & 15 watt er led light koto hour backup pabo vai...plz janaben.
@hasanalmamun8899 ай бұрын
ব্যাটারির ডেপথ অব ডিসচার্জ ৫০% ধরলে এবং ব্যাটারির এনার্জি কনভার্সন এফিসিয়েন্সি ৮০% ধরলে ৫ ঘণ্টার কিছু বেশী সময় চালাতে পারবেন বলে আশা করা যায়।
@mdabdulHALIM-sohel7 ай бұрын
amr 150w 5 ta solar panels and 160w 5 ta solar panels all 12w supper star . ki vabe setup korle valo output power pabo ? and i have another question pv current barle keno voltage kome aita ki normal or ki problem hote pare ?
@mdabdulHALIM-sohel7 ай бұрын
Waiting reply
@TechnologyBanglaShahin7 ай бұрын
প্রথমেই একটা বিষয় বলি: ভিন্ন ভিন্ন ওয়াটের প্যানেল সিরিজে কানেক্ট করলে আউটপুটে পাওয়ার লস হয় এবং যত প্যানেল ২ টার মধ্যে ওয়াট এর পার্থক্য থাকে তত লস বৃদ্ধি পায় কিন্তু ভিন্ন ভিন্ন ওয়াটের প্যানেল প্যারালাল কানেকশন করলে আউটপুট এ পাওয়ার লস হয় না। আপনি যদি সবগুলো প্যানেল প্যারালাল কানেকশন করেন তাহলে কোন পাওয়ার লস হবে না কিন্তু সমস্যা হচ্ছে এত বড় সিস্টেম ১২ ভোল্ট সেটআপের সাথে ব্যবহার করার জন্য তেমন কোন চার্জ কন্ট্রোলার বা সোলার ইনভার্টার নাই। যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ১২ ভোল্টের ক্ষেত্রে ১ হাজার ওয়াট প্যানেল সাপোর্ট করে। একটু লস হলেও আপনি দুইটি প্যানেল সিরিজে কানেক্ট করে ২৪ ভোল্ট করে নিতে পারেন। যেহেতু আপনার প্যানেল গুলোর ওয়াটের মধ্যে খুব বেশি পার্থক্য নাই তাই লস খুব বেশি হবে না। তবে কানেকশন করার আগে আপনি একটু মেপে দেখবেন কোন নির্দিষ্ট প্যানেল খুব কম আউটপুট দিচ্ছে কিনা বা ইফিসিয়েন্সি হারিয়ে ফেলেছে কিনা। সেই কম আউটপুট এর প্যানেলের সাথে যদি ভাল প্যানেল সিরিজ করেন তাহলে প্রচুর পাওয়ার লস হবে। ২৪ ভোল্ট করার পরে আপনি দশটা প্যানেল থেকে পাঁচটা ২৪ ভোল্টের স্ট্রিং পাবেন, এই স্ট্রিম গুলো প্যারালালে কানেকশন করবেন। তাহলে আপনি অনেক চার্জ কন্ট্রোলার এবং সোলার ইনভার্টার পেয়ে যাবেন যেগুলোর সাথে খুব ভালোভাবে আপনার সবগুলো প্যানেল ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে ব্যাটারি ভোল্টেজ ২৪ ব্যবহার করতে হবে। অর্থাৎ ১২ ভোল্টের দুইটা ব্যাটারি ব্যবহার করতে হবে।
@suroviAhmed-bx4bf5 ай бұрын
Super star 130 wt bortoman price koto hobe plz doya kore bolben ki ? 80 wt battery jonno koto wt pannel best hobe vi.
@YouTube_Shorts_58.87M5 ай бұрын
বাজারে বর্তমানে 48v প্যানেল পাওয়া যাচ্ছে। আমি চাইছিলাম, 4v 550watt প্যানেল কিনতে। কারণ ভবিষ্যতে আমি হাইব্রিড করার ইচ্ছে আছে। বর্তমানে কি 48v প্যানেল থেকে 12v আউটপুট নেওয়া যায়??
@thewetcat9 ай бұрын
SRNE এর MPPT Controller দিয়ে কি ব্যাটারি ছাড়া সরাসরি লোড চলবে?
@JewelRana-nd8in9 ай бұрын
চলবে দিনের বেলায়
@TechnologyBanglaShahin9 ай бұрын
এটা অফ গ্রিড ডি সি সিস্টেমে ব্যবহার করার জন্য একটি চার্জ কন্ট্রোলার। এটাতে ব্যাটারি অবশ্যই ব্যবহার করতে হবে।
@thewetcat9 ай бұрын
@@TechnologyBanglaShahin একজন বলল দিনের বেলা চলবে? দিনের বেলা কি সরাসরি চলবে ব্যাটারি ছাড়া?
@TechnologyBanglaShahin9 ай бұрын
ব্যাটারি ছাড়া চলবে না। এটা অফ গ্রিড সোলার সিস্টেমে ব্যবহারের জন্য।
@thewetcat9 ай бұрын
@@TechnologyBanglaShahin ধন্যবাদ।
@BURHANuddin-o5g5 ай бұрын
আমি সোলার নিতে চাচ্ছি। একটি সোলার ফ্যান ও দুটা লাইট ব্যবহার করবো। এতে কত ah ব্যাটারি ও প্যানেল কত ওয়াট নিবো। কোন কোম্পানি নিবো। ক্যাবল কোনটা নিবো। ফ্যান ও লাইট কোন কোম্পানির নিবো। ব্যাকআপ বেশি লাগবে। বেশি বাজেট ও কম বাজেট দুটায় বলবেন। ভাইয়া
@SaifulIslam-xq4fy3 ай бұрын
সুপারস্টার এবং ওয়ালটন সোলার প্যানেল দুইটার মধ্যে কোনটা ভাল
@dineislamallah9 ай бұрын
প্রিয় ভাই আসসালামু আলাইকুম, আমি আমার বাসার জন্য সোলার নিতে চাচ্ছি এতে আমি চারটা সেলিং ফ্যান এবং ছয়টি লাইট জ্বালাতে চাই,অনুগ্রহ করে আপনি আমাকে সাজেস্ট করুন কোন ব্রান্ডের সোলার এবং ব্যাটারি নিলে আমি উপকৃত হব। আপনার সাজেশন এর জন্য অগ্রিম ধন্যবাদ। আশা করি আপনি আমার উত্তরটি দিবেন।
@TechnologyBanglaShahin9 ай бұрын
অলাইকুম আসসালাম। আপনার টোটাল পাওয়ার কনজামশন ৫০০ ওয়াটের মধ্যে তবে সোলার সিস্টেম যেহেতু সকালে এবং দুপুরের পরে কম বিদ্যুৎ প্রোডাকশন করে তাই ৬০০ থেকে ৮০০ ওয়াট প্যানেল ব্যবহার করার চেষ্টা করবেন। সুপারস্টার, ওয়ালটন, গ্রামীণ শক্তি, রহিম আফরোজ ইত্যাদি কোম্পানির প্যানেল ব্যবহার করতে পারেন, আবার TR-1 লিস্টেড কিছু প্যানেল যেমন: REC, Trina, Jinko, JA ইত্যাদিও ব্যবহার করতে পারেন। সাথে একটি সোলার ইনভার্টার এবং রহিম আফরোজের ব্যাটারি নিতে পারেন।
@MDSHOHEL-kl1bb4 ай бұрын
ভাই মিশুক গাড়ির একটা ব্যাটারে কি ভালোভাবে চাষ করা যাবে। আমি তেমন কিছু চালাবো না শুধু লাইট
@md.sohelrana41943 ай бұрын
দাদা 50ওয়াট করে তিনটা সোলার প্যানেল 150 ওয়াট ভালো হবে নাকি একটা 150ওয়াট সোলার প্যানেল নিলে ভালো হবে । আর কোন কোম্পানির সোলার প্যানেল ভালো সার্ভিস দিবে।।।
@baharuddin22838 ай бұрын
temperature high hole output kom hoyer karon ki? standard temperature koto hole valo output paoya jai??
@TechnologyBanglaShahin8 ай бұрын
২৫ ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায়। এরপরে তাপমাত্রা যতই বাড়তে থাকবে আউটপুট কিছুটা করে কমতে থাকবে। এই বিষয়ে ভালোভাবে জানতে গুগলে STC for solar panel লিখে সার্চ দিতে পারেন।
@baharuddin22838 ай бұрын
@@TechnologyBanglaShahin Thanks for your kind info
400 ওয়াট প্যানেল লাগালে সারা দিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ হতে পারবে।
@selh229 ай бұрын
@@TechnologyBanglaShahinright
@mohammadsalahuddin43739 ай бұрын
আসসালামুয়ালাইকুম। সোলার প্যানেল এর আপডেট টেকনোলজি নিয়ে তথ্য মূলক ভিডিও চাই । যেমন N-Type, Bifacial, HJT, Topcon ইত্যাদি। সোলার প্যানেল বিক্রেতা শুধু পলি এবং মনো নিয়ে কথা বলেন।
@TechnologyBanglaShahin9 ай бұрын
N-type প্যানেল নিয়ে একটা ভিডিও দিয়েছি এই চ্যানেলে। Aiton সোলার প্যানেলের রিভিউ টা দেখবেন। এছাড়াও আপনি যে টেকনোলজির কথাগুলো বললেন সেগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনার সাজেশন শেয়ার করার জন্য।
@tuhindicosta7 ай бұрын
Best Kon Soler panel ta janaben plzzz,,, out put valo
@TechnologyBanglaShahin7 ай бұрын
আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন। মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc. নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
@imranshuvo26699 ай бұрын
Valo output tahole kokhon pabo? R mono ki tmp beshi hbe output fall kore? Poly ki ei khetre fall korena?
@dailyagro9 ай бұрын
আমি ১২ ভোল্টের ডিসি সোলার সিস্টেম করতে চাই। তবে বুঝতে পারতেছি না এই তিনটার ভেতরে কোন সোলার প্যানেল টা ভালো হবে ১/সুপারস্টার ২/ওয়ালটন ৩/ফরচুন আপনার উত্তরের অপেক্ষায় রইলাম
@TechnologyBanglaShahin9 ай бұрын
১২ ভোল্ট সোলার সিস্টেমের জন্য সুপারস্টার এবং ওয়ালটন এই দুইটা ভালো এবং সিমিলার কোয়ালিটির সোলার প্যানেল। যেহেতু ওয়ালটন প্যানেল নতুন রিলিজ করার কারণে কিছুটা কম প্রাইসে দিচ্ছে এবং এদের প্যাকেজিং টা ভালো হওয়ার কারণে ট্রান্সপোর্টেশন এর সময় প্যানেল নিরাপদে থাকে তাই আপনি ওয়ালটন সিলেক্ট করতে পারেন। ফরচুন প্যানেলের বিল্ড কোয়ালিটি ওই দুইটা প্যানেলের চেয়ে একটু কম তবে পাওয়ার আউটপুট ওই দুইটার চেয়ে তেমন কম না। বাজেট একটু কম থাকলে ফরচুন সিলেক্ট করতে পারেন।
@dailyagro9 ай бұрын
Thanks ❤❤
@TechnologyBanglaShahin9 ай бұрын
You are welcome.
@shakhawatsultan62309 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই, MC4 কানেক্টর সম্পর্কে আপনার মতামত কী? ভালো না খারাপ? ব্যবহার করা উচিৎ কি-না? কিছুটা বিস্তারিত জানালে উপকৃত হবে সবাই।
@TechnologyBanglaShahin9 ай бұрын
ভালো মানের MC4 কানেক্টর গুলো যদি আপনি পান মার্কেটে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। আমি একবার খারাপ কোয়ালিটির পেয়েছিলাম কিন্তু পরের বার ভালো কোয়ালিটির পেয়েছি। খারাপ কোয়ালিটির গুলোতে পাওয়ার লস হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রপারলি কানেক্ট হলেও ডিসকানেক্ট হতে চায় না।
@shahidulislam-eu9pi8 ай бұрын
আসসালামু আলাইকুম। আমি luminous NXG 1450 Solar Supported IPS কিনেছি। কিন্ত এখনো Solar কেনা হয় নাই। আমার পরামর্শ প্রয়োজন। আমি বর্তমানে বিদ্যুৎ দিয়ে IPS ব্যবহার করতেছি যেহেতু solar system রয়েছে তাই ভাবতেছি Solar নেবো। এখন আমার প্রশ্ন হচ্ছে 300 Waat Solar দিয়ে ( Hamko - HPD 200 ) এই ব্যাটারি চার্জ হবে? বা 300 Waat প্যানেল পারবে এই ব্যাটারি চার্জ করতে?
@TechnologyBanglaShahin8 ай бұрын
অলাইকুম আসসালাম। হ্যাঁ আপনি চার্জ করতে পারবেন। তবে বাজেট একটু ভালো থাকলে আরো ১০০ ওয়াট বেশি প্যানেল নিতে পারেন।
@shahidulislam-eu9pi8 ай бұрын
@@TechnologyBanglaShahin Thank you
@TechnologyBanglaShahin8 ай бұрын
You are welcome.
@shahidulislam-eu9pi8 ай бұрын
@@TechnologyBanglaShahin Last ar ekta question, ami jodi 400 waat er super start panel lagai tahole ki Electricity chara ( 2 Ta computer + 2 ta fan use korte parbo ) diner bela? ( Hamko - HPD 200 ) এই ব্যাটারি diye
@TechnologyBanglaShahin8 ай бұрын
সোলার প্যানেল ৪০০ ওয়াট লাগালে এখান থেকে ১০০ ওয়াট কম পাবেন STC ও টিল্ট এঙ্গেল জনিত সমস্যার কারণে। আরো ৫০-১০০ ওয়াট কম পাবেন স্টেপ আপ, ডিসি টু এসি কনভারশন জনিত কারণে। অর্থাৎ আপনি কিন্তু সরাসরি দিনের বেলায় মাত্র ২০০ ওয়াট লোড চালাতে পারবেন। এই সময় ব্যাটারি ফুল থাকতে হবে, ফুল না থাকলে আগে ব্যাটারি চার্জ করবে তারপরে ২০০ ওয়াট লোড সরাসরি চালাবে। আপনার যা যা লোড আছে সেগুলো ২০০ ওয়াটের থেকে বেশি হবে তাই ওই সময় লোড চালাতে গিয়ে বারবার ব্যাটারিকে টাচ করবে এবং কোন কোন ক্ষেত্রে লোড ঠিকমতো নাও নিতে পারে। এসব বিবেচনা করলে আপনার আরো ২০০ ওয়াট সোলার প্যানেল বেশি দরকার।
@munmunnisharahman81578 ай бұрын
Assalamualikum Ma er jonnow kinte chachilum, apner watt ampier ami bujhi na. Direct kotha bole suggestion neya jabe ki ......
@TechnologyBanglaShahin8 ай бұрын
অলাইকুম আসসালাম। হ্যাঁ সাজেশন নিতে আমার এই নাম্বারে কল দিতে পারেন। 01758188500
@MdSumon-ii9zr8 ай бұрын
PWM charge controller দিয়ে আমি Longi 24v 550 watt প্যানেল লাগাতে পারব। এতে কি আমার 12 volt ২০০ এম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে?
@TechnologyBanglaShahin8 ай бұрын
হ্যাঁ অবশ্যই পারবেন। তবে খানিকটা পাওয়ার লস হবে।
@MdSumon-ii9zr8 ай бұрын
@@TechnologyBanglaShahin কতটুকু লজ হবে ভাইয়া, আমি কি ওয়াট ও এম্পিয়ার ঠিকঠাক পাবো?
@TechnologyBanglaShahin8 ай бұрын
PWM চার্জ কন্ট্রোলার 12 ভোল্টের সোলার প্যানেলের জন্য ঠিক আছে কিন্তু 24 ভোল্টের সোলার প্যানেলে ব্যবহার করে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করলে অর্ধেক ওয়াট লস হয়।
@MdSumon-ii9zr8 ай бұрын
@@TechnologyBanglaShahin এখন বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ
@khalilrahman21267 ай бұрын
সাইন সাহেব, এখন আমরা কোন কোম্পানির কোন ক্যাটাগরির প্যানেল কিনতে পারি এবং সুপারষ্টারের প্যানেলের রেট টা একটুদেন।
@TechnologyBanglaShahin7 ай бұрын
প্যানেলের রেট আপনি সোলার প্যানেল বিক্রেতার সাথে কথা বলে জানুন। আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন। মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc. নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
@HolyLife-xl8ti8 ай бұрын
ভাই, ব্যাটারি প্যানেলের অনুপাত কত হলে চার্জ ভালোভাবে হবে আকাশ মেঘলা থাকলেও সমস্যা হবে না ও ব্যাটারি ডাউন হবে না????? দয়া করে জানাবেন।
@TechnologyBanglaShahin8 ай бұрын
সাধারণত সারাদিনে রোদ থাকা অবস্থায় ব্যাটারি ফুল চার্জ করতে চাইলে ব্যাটারির Ah এর চেয়ে ডবল ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে হবে। কিন্তু মেঘলা দিনে ফুল চার্জ করতে চাইলে প্যানেল তিনগুণ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে আবার যেদিন রোদ বেশি উঠবে সেদিন বেশি এম্পিয়ার ব্যাটারীতে প্রবেশ করার কারণে ব্যাটারির ক্ষতি হবে, এজন্য এমন চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে যেটাতে এম্পিয়ার লিমিট করা যায়। আবার খুব বেশি মেঘলা থাকলে যত বেশি প্যানেলই ব্যবহার করেন তেমন একটা লাভ হবে না। আমার মতে খুব বেশি মেঘলা থাকলে ব্যাটারি ফুল চার্জ হবে এটা না আশা করাই ভালো এবং অনেক প্যানেল ব্যবহার না করাই ভালো।
@Tgmssv79599 ай бұрын
Vai hight temperature a kon panel besi efficient ata niye akta video diyen plz
@TechnologyBanglaShahin9 ай бұрын
ঠিক আছে। আসলে একেক ম্যানুফ্যাকচার এর সোলার প্যানেল একেক রকম টেম্পারেচার কো-ইফিশিয়েন্ট। বাংলাদেশের প্যানেলগুলা প্রায় সেম ক্যাটাগরির। বাইরের দেশে কিছু প্যানেল আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারলে রেজাল্টের পার্থক্যটা অনেক আসতো। আবার কিছু কিছু সোলার বিশেষজ্ঞদের মতে পলি প্যানেলগুলো হাই টেম্পারেচারে ভালো কাজ করে যদিও ইন্টারন্যাশনাল কিছু ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে বুঝলাম বিষয়টা উল্টা। যাই হোক পরবর্তীতে এটা নিয়ে গবেষণা করবো।
@dipaksarkar95397 ай бұрын
Ami akta solar pannel kine chai,. Konta kinte habe, plz suggest me to get proper efficiency.
@TechnologyBanglaShahin7 ай бұрын
@dipaksarkar9539 আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন। মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc. নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
@njnila57769 ай бұрын
ফার্স্ট টাইম বাসায় সোলার প্যানেল ব্যবহার করতে চাই। ভাইয়া আপনি সাজেস্ট করুন, পাঁচটি ফ্যান, ৬টি লাইট এর জন্য কোনটি ভালো হবে? কাইন্ডলি বাজেট সহ বলবেন।
@aikkar97969 ай бұрын
সর্বনিম্ন ১২০ ওয়াট। ব্যাটারি ৮০ এম্পিয়ার।
@TechnologyBanglaShahin9 ай бұрын
আপনি যদি ডিসি সিস্টেম করেন তাহলে খরচ কম হবে কিন্তু আলাদাভাবে ডিসি ফ্যান লাইট কিনতে হবে। এসি সিস্টেম করতে চাইলে প্রায় এক হাজার ওয়াটের মতন করতে হবে। এসি সিস্টেম করলে আলাদা ভাবে ফ্যান লাইট কিনতে হবে না আপনার বাসায় যেগুলো আছে সেগুলোই চলবে। এসি সিস্টেম করলে কম্পনেন্ট গুলোর কোয়ালিটির উপরে নির্ভর করে ১ লাখ টাকার মত খরচ হতে পারে।
@njnila57769 ай бұрын
@@TechnologyBanglaShahin ধন্যবাদ 😍
@TechnologyBanglaShahin9 ай бұрын
You are welcome.
@mostpopularvideoofficial9 ай бұрын
জনাব আমি একটা বিষয় জানতে চাচ্ছি ১৩০ অ্যাম্পিয়ার ব্যাটারি সাথে কত ওয়াটার প্যানেল প্রয়োজন অনুরোধ করবো আমাকে একটু জানাবেন??
@TechnologyBanglaShahin9 ай бұрын
সারাদিনে রোদ থাকা অবস্থায় 130Ah ব্যাটারি ফুল চার্জ করার জন্য 260W সোলার প্যানেল দরকার হয়। আপনি প্যানেল কিছুটা কম বেশি ব্যবহার করতে পারেন তবে খুব কম বেশি ব্যবহার করবেন না।
@mostpopularvideoofficial9 ай бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ❤️
@TechnologyBanglaShahin9 ай бұрын
You are welcome.
@TimingPoint7 ай бұрын
ভাই আমি hamko 30A ব্যাটারি আজ দিয়ে ২০দিন হচ্ছে নতুন নিয়েছি. কানেকশন ৩তারিখে দুপুরে সেট করছি,, ৩-৪তারিখ পুরো দিন চাজে দিয়েছি। ৫-৬তারিখে পুরো রাত(১৬" fan full গতিতে) ব্যাকাপ পেয়েছি,, কিন্তু এখন ১৬" একটা ফ্যান ফূল গতিতে ৩ঘন্টা পর্যন্ত চলে। আমি বুঝতেছি না ব্যাটারি কি নষ্ট হলো না খারাপ ব্যাটারি দিয়েছে। আবার সকালে ভালো রোদ উঠলে ১-২ ঘন্টাই full charge dekhai কেন আগের মতো পুরো রাত চলছে না,,আমার ৬৫wপ্যানেল °মনে হচ্ছে ব্যাটারি খুব তারাতারি ডিসচার্জ হচ্ছে.
@TechnologyBanglaShahin7 ай бұрын
আপনার ব্যাটারি ফুল চার্জ হচ্ছে না, ফুল চার্জ দেখালেও এগুলো আসলে ফুল চার্জ অনেক সময় হয় না, প্রয়োজনে ভালো চার্জ কন্ট্রোলার ব্যবহার করুন। আপনি আরেকটি ৬৫ ওয়াটের প্যানেল সংযুক্ত করুন। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করবেন। প্যানেলগুলো এমন ভাবে সেট করবেন যেন একটুও ছায়া না পরে। প্যানেল তাড়াতাড়ি সংযুক্ত করুন তাছাড়া এভাবে যদি চালাতে থাকেন তাহলে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে।
@TimingPoint7 ай бұрын
@@TechnologyBanglaShahin ভাই,, তার তো ৭০-৭৬ ই। আর আমার বাসা এমনিতেই ফসলি জমির ভিতরে,,, আমার বাসার আশেপাশে কোন গাছপালাও নেই,, এখানে সকাল ৮-৫টা পর্যন্ত প্যানেলে সূর্যের রোদ পরে! আর আমি ব্যবহার করি চায়না ডিজিটাল চার্জ কন্টোলাল। আমার প্যানেল জেনেটিক ৬৫
@mehrab20119 ай бұрын
On grid 5 kw er jonno koto watt er panel r koita dile valo hobe bhai??
@TechnologyBanglaShahin9 ай бұрын
অন গ্রিড 5kw করার জন্য বড় 550-585W সাইজের JA, Jinko, Trina ইত্যাদি প্যানেল 9 পিস দিয়ে করতে পারেন।
@Funnyn18 ай бұрын
long ran solar প্যানেলের রিভিউ চাই
@TechnologyBanglaShahin8 ай бұрын
ঠিক আছে, আমি চেষ্টা করবো। ওটা হাতে আসলে রিভিউ দিবো। এই মুহূর্তে অন্যান্য কিছু ইন্টারন্যাশনাল ও দেশী ব্র্যান্ডের প্যানেল হাতে এসেছে। বৃষ্টির কারণে ছাদে গিয়ে রোদের মধ্যে রিভিউ করতে পারছি না। আবহাওয়া একটু ঠিক হলেই ওগুলা রিভিউ দিব।
@hasanksa-tj4cfКүн бұрын
সুপারস্টার সোলার প্যানেল কেনার জন্য কোন পেজ ভালো হবে
@razamiya98289 ай бұрын
ভাই ডিসি ফ্যানে কি এসি রেগুলেটর ব্যবহার করা যাবে এবং এসি সুইচ ব্যবহার করা যাবে.?
@TechnologyBanglaShahin9 ай бұрын
DC ফ্যানে DC ডিমার বা রেগুলেটর ব্যবহার করবেন। দারাজ এ পেয়ে যাবেন। ভালো DC সুইচ তেমন একটা এভেলেবেল নয় মার্কেটে। যদি পান অবশ্যই ব্যবহার করবেন আর না পেলে AC ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ব্র্যান্ডের গুলো করবেন, যেগুলোতে পিওর কপার ব্যবহার করা হয়।
@hasanhalima4 ай бұрын
80ah battery koto watt panel lagbe.......
@monirulislamccr8 ай бұрын
ওয়াট মিটার কি ভোল্টেজ কন্ট্রোল করে? ২৪ ভোল্টের প্যানেল সেটাপ ১২ ভোল্টে লাগাইলে ওয়াট মিটারে ভোল্টেজ দেখায় ১২.৭৭ ভোল্ট। তাহলে কি ওয়াট মিটার সোলার কন্ট্রোলারের মত কাজ করছে?
@TechnologyBanglaShahin8 ай бұрын
না ওয়াট মিটার শুধু ভোল্টেজ আর এম্পিয়ার দেখায়, কন্ট্রোল করে না। আপনার ২৪ ভোল্টের প্যানেল যখন ১২ ভোল্ট সেট আপ এ সেট করছেন তখন ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে।
@mahedihasan52648 ай бұрын
প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমি একটি ১০০ ওয়াটের সোলার প্যানেল কিনতে চাই কম বাজেটের ভিতরে জেনেটিক নাকি ফরচুন ভালো হবে আশা করি প্রশ্নের উত্তর দেবেন
@TechnologyBanglaShahin8 ай бұрын
অলাইকুম আসসালাম। কম দামে যে ভালো প্যানেলগুলো পাওয়া যায় সেগুলো হল: ফরচুন, জেনেটিক, আলো, লং রান। আরো কিছু কম দামি আছে কিন্তু ওগুলোর আউটপুট খারাপ। জেনেটিকের আবার বড় প্যানেলগুলো ভালো। ১০০ ওয়াট এর মধ্যে নিলে আপনি আলো অথবা ফরচুন নেন।
@rubelahmed36508 ай бұрын
সোলার প্যানেল কোন কোম্পানির ভালো হবে হ্যামকো / সুপারস্টার? ১০০ এমপির ব্যাটারির জন্য কত সোলার প্যানেল দরকার হবে
@TechnologyBanglaShahin8 ай бұрын
12 ভোল্টের প্যানেলগুলোর মধ্যে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি এগুলো ভালো। 100Ah ব্যাটারি সারাদিনের রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করার জন্য 200W সোলার প্যানেল দরকার হয়। সাথে 10 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ও ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করবেন।
@hossain9619 ай бұрын
বৃষ্টির সময় ও টানা ৩/৪ দিন মেঘাচ্ছন্ন থাকলে,কি পাওয়ার জেনেরেট করবে??
@titutalukder90999 ай бұрын
Mono panel gula power generate kore.
@TechnologyBanglaShahin9 ай бұрын
বৃষ্টির সময় ও মেঘাচ্ছন্ন থাকলে পাওয়ার কম জেনারেট করবে। কতটা কম করবে এটা নির্ভর করছে মেঘাচ্ছন্ন ও বৃষ্টির পরিমাণ এর উপরে। মনো প্যানেলগুলো এরকম কন্ডিশনে সামান্য একটু বেটার পারফরমেন্স দেয় তবে আহামরি বেটার দেয় তা নয়।
@MdSanaullah-fi4bx8 ай бұрын
ভাই ইজি বাইকের ২০০ এমপিয়ার ১২ ভুল্টের ৪ টা ব্যাটারী চার্জ করতে কত ওয়াটের প্যানেল নিতে হবে
@TechnologyBanglaShahin8 ай бұрын
এই ধরনের 200Ah 12V এর একটি ব্যাটারি সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ কমপ্লিট করতে প্রয়োজন হয় 400 ওয়াট সোলার প্যানেল। 4 টা ব্যাটারির জন্য দরকার হবে 1600 ওয়াট এর সোলার প্যানেল। ফার্স্ট চার্জ করতে চাইলে প্যানেল আরেকটু বেশি ব্যবহার করতে হবে।
@MdSanaullah-fi4bx8 ай бұрын
@@TechnologyBanglaShahin ৪ টি প্যানেল কতটাকা খরচ হবে? জানাবেন প্লিজ!
@TechnologyBanglaShahin8 ай бұрын
প্যানেল বিক্রি হয় পার ওয়াট হিসাবে। বিভিন্ন কোম্পানির প্যানেলের প্রাইস বিভিন্ন রকম। জেনেটিক, লং রান, ফরচুন এগুলো মিডিয়াম বাজেটের প্যানেল। এগুলো প্রতি ওয়াট 30 টাকা থেকে 42 টাকা পর্যন্ত। কিছু আরো ভালো কোয়ালিটির প্যানেল আছে কিন্তু প্রাইস কম, তবে সেগুলো ২৪ ভোল্ট হওয়াতে সেগুলো ১২ ভোল্ট ব্যাটারি চার্জ করতে চাইলে MPPT সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হয়। যেমন: Longi, JA, Jinko, Trina ইত্যাদি। এগুলো ৩০ টাকার মধ্যেই পার ওয়াট পেয়ে যাবেন।
@md.mainuddinrony487 ай бұрын
Fortune 165 wat naki Genetic 200 wat nibo?
@TechnologyBanglaShahin7 ай бұрын
দুইটাই প্রায় সেম ক্যাটাগরির। জেনেটিকের ২০০ এবং ২৫০ ওয়াট এই দুইটা ভালো। তবে জেনেটিকের ছোট প্যানেলগুলো অত ভালো না। আর ফর্চুনের যে কোন সাইজ নিতে পারেন।
@ananhridoy27148 ай бұрын
ভাই আলো প্যানেল কেমন ? বাজেট অল্প তাই আলো ৪০ ওয়াট প্যানেল নিয়েছি।
@TechnologyBanglaShahin8 ай бұрын
একটু কম বাজেট রেঞ্জের মধ্যে বেশ ভালই প্যানেল বলা যায়। বিশেষ করে ওদের ১০০ ওয়াট প্যানেল টার পারফরম্যান্স আমার কাছে বেশ ভালো মনে হয়েছে যদিও ১৩০ ওয়াট এর পারফরমেন্স কেন জানি একটু খারাপ দেখলাম।
@ananhridoy27148 ай бұрын
@@TechnologyBanglaShahin অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এই প্যানেল দিয়ে ১ টি সেইফ ১৬ ইঞ্চি ফ্যান চালাই কিন্তু আমি আরো একটি ৮ ইঞ্চি ফ্যান চালাতে চাচ্ছি। এখন এই ৪০ ওয়াট পেনেল দিয়ে কি দুইটি ফ্যান চালানো যাবে ? আলো প্যানেলে কোনো ওয়ারেন্টি নাই । এগুলো টেকসই কেমন হতে পারে?
@TechnologyBanglaShahin8 ай бұрын
কতক্ষণ চালাবেন তার উপরে নির্ভর করছে। যদি বেশিক্ষণ চালান তাহলে প্যানেল আরেকটু বৃদ্ধি করা উচিত তাছাড়া ঠিকমতো ব্যাকআপ পাবেন না, আর পেলেও ব্যাটারি বেশি খালি হয়ে যাবে এবং ব্যাটারির দীর্ঘমেয়াদি আয়ু কমে যাবে। এই প্যানেল টেকসই হবে আশা করি।
@mamunhossain44599 ай бұрын
SRNE Bluetooth কিনতে চাইলাম কোথায় পাওয়া যায় জানান?
@TechnologyBanglaShahin9 ай бұрын
ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
@iddrisehowlader-oc9jm6 ай бұрын
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান আমি একটা বিষয় জানতে চাইছিলাম ভাইজান PWMR ১২ ভোল্টের হাইব্রিড ইনভার্টার ব্যবহার করব ২৪ ভোল্টের জিনকো 570ওয়াটের দুইট ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব ২০০ এম্পিয়ারের একটি পানি ব্যাটারি ব্যবহার করব এখন প্রশ্ন হল আমি ***সোলার প্যানেলের জন্য কত এম্পিয়ারের ডিসি সার্টিফিকেট ব্যবহার করব ... ** ব্যাটারির জন্য কত এম্পিয়ার এর ডিসি সার্টিকেট বেকার ব্যবহার করবো ** SPD এম্পিয়ারের সার্কিট বেকার ব্যবহার করবো ... তিনটে বিষয় ক্লিয়ার একটু যদি ধারণা দিতেন উপকার হইত **কত আর এম ডি সি ক্যাবল ব্যবহার করতে হবে সোলার প্যানেলের জন্য // এবং কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত কত আর এম তার ব্যবহার করতে হবে ... সম্পূর্ণ মাল আমি খুরচা কিনে কিনে একা ফিটিং করব তাই একটু বিস্তারিত জানতে চাইছি কারো জানা থাকলে জানাবেন ....
@mdabdulHALIM-sohel7 ай бұрын
Pv voltage 190v but amp1 or something amp kno kom ashe ?
@TechnologyBanglaShahin7 ай бұрын
এম্পিয়ার সোলার প্যানেল নিজে থেকে পুশ করে না। ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেয়। আপনার সম্পূর্ণ সেটআপ সম্পর্কে ডিটেলস জেনে বলতে হবে কেন ১ এম্পিয়ার আসছে।
@mdabdulHALIM-sohel7 ай бұрын
@@TechnologyBanglaShahin super star mono 160 kore 10 panel series connection - Highbrid inverter - 3.5kw - and load 1000w
@TechnologyBanglaShahin7 ай бұрын
অনেকগুলো কারণে এম্পিয়ার ঠিকমতো আসেনা। যেমন: টেস্ট করার সময় পর্যাপ্ত লোড না চালালে। টেস্ট করার সময় সূর্যের তেজ ঠিকমত না থাকলে। এক বা একাধিক প্যানেলে ছায়া পড়লে। ক্যাবল এ সমস্যা থাকলে। সিরিজের কোন এক বা একাধিক সোলার প্যানেল এ লুজ কানেকশন থাকলে, নষ্ট হলে বা ঠিকমতো ফাংশন না করলে। এমনকি ইনভার্টার ঠিক মতো এম্পিয়ার টানাতে কোন সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে।
@mostpopularvideoofficial9 ай бұрын
আসসালামু আলাইকুম জনাব ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি সাথে কত ওয়াটের অথবা কত ভোল্টের চার্জার কন্ট্রোলার ইউজ করব ? প্লিজ জানাবেন?
@TechnologyBanglaShahin9 ай бұрын
অলাইকুম আসসালাম। 130Ah ব্যাটারি সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করার জন্য 260W সোলার প্যানেল দরকার হয়, যদিও এর চেয়ে কিছুটা কমবেশি ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারেন। এই সেটা আপ এ 20A এর চার্জ কন্ট্রোলার ও প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত 4 sq mm (4rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন।
@mostpopularvideoofficial9 ай бұрын
ভালো একটি পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ❤️
@TechnologyBanglaShahin9 ай бұрын
You are welcome.
@md.sohelrana41943 ай бұрын
দাদা জেনেটিক 100 ওয়াট সোলার প্যানেল ভালো হবে নাকি সানসাইন বা সোলার ল্যান্ড গোল্ড প্যালেন ভালো হবে 100 ওয়াট।
@monisankarhalder14713 ай бұрын
আমি জানতে চাই সুপারস্টার,রহিমাফরোজ,হ্যামকো,সোলার ল্যান্ড এর ভিতর কোনটা বেশি ভালো। ৪/৫ বছর পরে কোনটার আউটপুট ভালো থাকে।
@tanvirahmedsajib41299 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই। আমি জানতে চাচ্ছিলাম ৩টা ফ্যান এবং ৫টা লাইট এর জন্য আমার কিরকম সেটআপ প্রয়োজন।
@TechnologyBanglaShahin9 ай бұрын
আপনি কি ডিসি সোলার সিস্টেম করবেন নাকি এসি সোলার সিস্টেম করবেন সেটা আগে ডিসিশন নিতে হবে।
@rockyyoukon78549 ай бұрын
ধন্যবাদ ভাইজান....❤❤❤
@TechnologyBanglaShahin9 ай бұрын
You are welcome.
@AtaurRahman-tl8ll8 ай бұрын
আসসালামু আলাইকুম। ৪০০ ওয়াট সোলার প্যানেলের কত rm তার, কত এম্পিয়ার কন্ট্রোলার, ২০০ah ব্যাটারি তে কত rm তার ব্যবহার করব?
@TechnologyBanglaShahin8 ай бұрын
অলাইকুম আসসালাম। PWM নিলে 20 এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন। DC সিস্টেম হলে ব্যাটারির ক্যাবল 6 sq mm (rm) আর AC সিস্টেম হলে 10 sq mm (rm) ব্যবহার করবেন। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল: 100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল। 200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল। 400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল। 600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল। নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে।
@SaifulIslam-xq4fy2 ай бұрын
পলি ভাল নাকি মনো সোলার ভাল জানাবেন ভাই
@TechnologyBanglaShahin2 ай бұрын
থিওরিক্যালি মনো সোলার প্যানেল এর একটু লো লাইটে বেটার পারফরমেন্স দেওয়ার প্রবণতা উল্লেখ থাকলেও প্র্যাকটিকালি তেমন পার্থক্য চোখে পড়ে না। তবে লো টেম্পারেচারে মনো সামান্য একটু বেটার কাজ করে আর আউটলুকের দিক থেকে নিঃসন্দেহে মনো সোলার প্যানেল বেটার।
@RdxArafatHosen4 ай бұрын
Super star ⭐ 100watt mono panel er price koto akhon ?
@forhaduddinnayem69488 ай бұрын
ভাই আমি ৮০ এম্পিয়ার ব্যাটারীর জন্য কত ওয়াটের মনো সোলার প্যানেল কিনবো?? কোন কম্পানির সোলার প্যানেল কিনলে ব্যাটারী হেল্থ ভাল থাকবে
@TechnologyBanglaShahin8 ай бұрын
80Ah ব্যাটারির জন্য মিনিমাম 160W সোলার প্যানেল প্রয়োজন। সুপারস্টার, রহিম আফরোজ, ওয়ালটন, ফরচুন ইত্যাদি থেকে যেকোনো টা ব্যবহার করতে পারেন। ব্যাটারির হেলথ ভালো রাখার জন্য একটি ভালো সোলার চার্জ কন্ট্রোলার প্রয়োজন। সুপারস্টার প্রিমিয়াম, SRNE PWM ইত্যাদি চার্জ কন্ট্রোলার থেকে যেকোনো টা ব্যবহার করতে পারেন। আপনার ক্ষেত্রে 10A কন্ট্রোলার যথেষ্ট। ৭০/৭৬ ভালো মানের অরিজিনাল ক্যাবল ব্যবহার করবেন।
@forhaduddinnayem69488 ай бұрын
ধন্যবাদ ভাই
@TechnologyBanglaShahin8 ай бұрын
You are welcome.
@hasan360bd99 ай бұрын
vai kom takar modde kon panel valo hoy 12v mut 400watt
@TechnologyBanglaShahin9 ай бұрын
কম টাকার মধ্যে ফরচুন, জেনেটিক, আলো এগুলো দেখতে পারেন।
@hasan360bd99 ай бұрын
@@TechnologyBanglaShahin vai long ran ar sunshine 12v half-cut panel gulo kemon
@TechnologyBanglaShahin9 ай бұрын
@hasan360bd9 এগুলো খারাপ না। একটু কমের মধ্যে বেশ ভালই আউটপুট দেয়।
@prorakibulislam7 ай бұрын
আমি একটা ৫০০ ওয়াটের সোলার প্যানেল নিতে চাই। আমার আগে থেকেই হামকো’র একটি ২০০ এমএএইচ এর ব্যাপারী ও ৮০০ ওয়াটের আইপিএস আছে। কত ভোল্টের সোলার প্যানেল নিলে ভালো হবে এবং কোন ব্রান্ডের। (বি:দ্র: আমি একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি লাইট ও একটি ফ্যান চালাবো।)
@TechnologyBanglaShahin7 ай бұрын
আপনার IPS টি কি সোলার IPS? যদি তাই হয় তাহলে আপনার লোড অনুযায়ী 500/600 ওয়াট সোলার প্যানেল যথেষ্ট।
@prorakibulislam7 ай бұрын
@@TechnologyBanglaShahin না, আমার আইপিএস টি সোলার আইপিএস না। এখন আমি বিদ্যুৎ দিয়ে ব্যবহার করি, সোলার প্যানেল কিনলে পরে আইপিএসটি সোলারে ব্যবহার করার জন্য সার্ভিসিং করে নিবো। আর কোন ব্রান্ড এর প্যানেল ভালো হবে?
@TechnologyBanglaShahin7 ай бұрын
আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন। মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। তবে মাথায় রাখবেন এগুলো কিন্তু 24 ভোল্টের প্যানেল তাই mppt চার্জ কন্ট্রোলার লাগবে। যেমন: JA, Jinko, Trina, Longi etc. নোট: মার্কেটে কিন্তু নকল প্যানেলও আছে তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
@prorakibulislam6 ай бұрын
@@TechnologyBanglaShahin আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।
@jojokhan16325 ай бұрын
আসসালামুয়ালাইকুম ভাইয়া কেমন আছেন? আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে। একটি পরামর্শের জন্য , আমার সুভাস্তিকা MPPT 1500 Solar Hybrid UPS, একটি সোলার আইপিএস আছে যেটি বর্তমানে আমি কারেন্ট দিয়ে ব্যবহার করতেছি, আমি এটার সঙ্গে সোলার সিস্টেম সংযুক্ত করতে চাচ্ছি, আমার আইপিএস টি 12 ভোল্টের, আমার ব্যাটারীটি হ্যামকো 200ah, দয়া করে আমাকে একটু রিপ্লাই দিবেন আমি কত ওয়াটের সোলার প্যানেল সংযুক্ত করব এবং কোন কোম্পানির টা সংযুক্ত করলে ভালো হবে। আমার লোড প্রায় 650 ওয়াট এর মত লাগে। ভাইয়া একটু আমাকে জানাবেন কোন কোম্পানির সোলার প্যানেলটি এই মেশিনের জন্য ভালো হবে। ধন্যবাদ ভাইয়া
@mdtanvirkhan9298 ай бұрын
ভাইয়া আমি সুপারস্টার পেনেল কিনতে চাচ্ছি,, আমার ইতিমধ্যে একটা পেলেল আছে,, কিন্তু এমপিয়ার কমে গেছে,, ১৬০ ওয়াট কিনতে চাচ্ছি,, এখন মনো পেনেল নিবো নাকি পলি পেনেল নেবো,,
@TechnologyBanglaShahin8 ай бұрын
যেটার আউটপুট কমে গিয়েছে ওটার গ্লাস ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিবেন এবং রোদ যেন ভালোভাবে প্যানেলের উপর পড়ে সেটা নিশ্চিত করবেন। মনো প্যানেলে হালকা ছায়া জনিত সমস্যা মোকাবেলা এবং কম রোদে কাজ করার প্রবণতা থাকলেও রিয়েল লাইফ ব্যবহারে তেমন কোন পার্থক্য পাওয়া যায় না। পেলেও সেটা খুব খুব সামান্য। আবার দেখা যায় অতিরিক্ত তাপমাত্রায় পলি প্যানেল সামান্য বেটার কাজ করে। তাই আপনি মনো বা পলি যে কোনটা নিতে পারেন।
@obaiDullah-rr7mu9 ай бұрын
ভাই 55 এমপিয়ার এর ব্যাটারি তে ১০০ ওয়ার্ড প্যানেল লাগালে কোন সমস্যা হবে নাকি
@TechnologyBanglaShahin9 ай бұрын
না কোন সমস্যা হবে না। ব্যাটারির Ah এর চেয়ে সোলার প্যানেলের ওয়াট ডবল হলে ব্যাটারিটা সারা দিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ হতে পারবে।
@eurobartavideo9 ай бұрын
Bhai ei apnar setup a ki ki use koren tar akta video dien.
@TechnologyBanglaShahin9 ай бұрын
হ্যাঁ এরকম ভিডিও দিয়েছি। My dc solar system নামের একটি ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন।
@ImranHossain-hr7zk9 ай бұрын
সোলার প্যানেল কোন কোম্পানিরটা বেস্ট?
@TechnologyBanglaShahin9 ай бұрын
১২ ভোল্টের প্যানেলগুলোর মধ্যে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ এগুলো বেশ ভালো।
@zZzakir9 ай бұрын
Thanks a lot brother. 100Ah LiFePO4 price?
@TechnologyBanglaShahin9 ай бұрын
12V 100Ah LiFePO4 ব্যাটারির প্রাইস ৩০ হাজার টাকার আশেপাশে।
@zZzakir9 ай бұрын
@@TechnologyBanglaShahin এসিড ব্যাটারির সাথে কম্পেয়ার করলে কোনটা ভালো হবে? আপনার অভিজ্ঞতা শেয়ার করেন।
@TechnologyBanglaShahin9 ай бұрын
এসিড ব্যাটারির চেয়ে এই ব্যাটারির প্রাইস প্রায় ডবল হলেও লাইফ সাইকেল কিন্তু চার গুণ পাওয়া যায় ফলে এই ব্যাটারি এসিড ব্যাটারির তুলনায় লাভজনক। এই ব্যাটারি অনেক হাই এম্পিয়ারে চার্জ এবং ডিসচার্জ হতে পারে কোনরকম ডিগ্রেড ছাড়াই ফলে এই ব্যাটারি খুব দ্রুত চার্জ করা সম্ভব এবং অনেক বেশি এম্পিয়ার ডিমান্ড করে এমন কোন কাজেও ব্যবহার করা যায়। ডেপথ অফ ডিসচার্জ বেশি সাপোর্ট করাতে সেম Ah এর এসিড ব্যাটারির তুলনায় ব্যাকআপ অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও পানি দেওয়া, ইকুলাইজেশন সহ অন্যান্য মেইনটেনেন্স গুলো এই ব্যাটারির ক্ষেত্রে করতে হয় না।
@zZzakir9 ай бұрын
@@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই 🥰
@TechnologyBanglaShahin9 ай бұрын
You are welcome.
@KhadijaAkter-o4x25 күн бұрын
আমার ঘরে পল্লি বিদ্যুৎ আছে, যখন কারেন্ট চলে যায় শুধু ঐ সময় চলাব, আমি এক রুমের জন্য একটা লাইট এক ফেন দিয়ে একটা পেকেজ বানাবো, একটু সাজেশন দিতেন ৫ ওয়াট এক ফেন এক লাইট চালাবো কেমন বাজেট আসতে পারে সহমত পোষণ করছি 😊
@bdlovers9 ай бұрын
২ টা ফ্যান এর জন্য ২০০ ওয়াট এর কইটা প্যানেল লাগবে আর কত খরচ হতে পারে। আর আসল কথা সোনার প্যানেল দিয়ে কত টাকা সেভ হবে 2 ফ্যান হিসাবে
@TechnologyBanglaShahin9 ай бұрын
যদি ডিসি টেবিল ফ্যান চালান তাহলে ২০০ ওয়াটের প্যানেল দিয়ে ২/৩ টা ফ্যান চালাতে পারবেন। আর যদি এসি সিলিং ফ্যান চালান তাহলে ২ টা ফ্যান চালানোর জন্য দুইটা ২০০ ওয়াটের প্যানেল লাগাতে হবে। কতক্ষণ চালাবেন সেটার উপরে নির্ভর করছে বিদ্যুৎ বিল কতটুকু সেভ হবে।
সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করার জন্য মিনিমাম 300 ওয়াট সোলার প্যানেল প্রয়োজন।
@sabihazaman49679 ай бұрын
আজকের সুপারস্টার প্যানেলটা কিনেছি 60 টাকা ওয়াট নিয়েছে এখন আমার মসজিদে আইপিএস লাগাতে চাচ্ছে তো তিনটি সিলিং ফ্যান একটি ছোট ফ্যান চলবে চারটি ফ্যান ।কোন লাইট চলবে না ।যেহেতু সৌর বিদ্যুতের লাইট আছে আর দরকার নাই ।এখন কি কি সেটআপ লাগবে কত টাকা খরচ হতে পারে যদি একটু ধারণা দিতেন ব্যাটারিটা রহিম আফরোজ নিতে চাচ্ছি কত এম্পিয়ার হলে ভালো হয় আর আইপিএসটা কোন কোম্পানির বা কোন মডেল হবে
@TechnologyBanglaShahin9 ай бұрын
রহিম আফরোজ এর ব্যাটারির সাথে রহিম আফরোজ এর আইপিএস নিতে পারেন। 450-650 VA এর মধ্যে যেকোনো মডেল নিয়ে নিতে পারেন। এছাড়াও ইন্ডিয়ান লুমিনাস, Exide, সুভাসতিকা ইত্যাদির ips ওই VA রেঞ্জের মধ্যে নিতে পারেন। মসজিদের লোড গুলোর জন্য এর চেয়ে বেশি দরকার নাই। কারেন্ট চলে গেলে যদি এক দুই ঘন্টার জন্য ব্যাকআপ দরকার হয় তাহলে 100Ah ব্যাটারি যথেষ্ট। ব্যাকআপ যদি আরো বেশি লাগে তাহলে 150Ah এর ব্যাটারি নিতে পারেন। রহিম আফরোজ এর টল টিউবুলার ব্যাটারি গুলা বেশি ভালো, ওদের অন্যগুলোও বেশ ভালো।
@sabihazaman49679 ай бұрын
@@TechnologyBanglaShahin আপনাকে এই জন্যই আরও বেশি ভালো লাগে যে আপনি প্রত্যকটা কমেন্টের খুব দ্রুত রিপ্লাই দেন। অসংখ্য ধন্যবাদ
@TechnologyBanglaShahin9 ай бұрын
You are welcome.
@azsumonazsumon92938 ай бұрын
ভাই আপনার এই ব্যাটারিটার দাম কতো পড়েছে?
@SadhonKumar-yt1ns5 ай бұрын
স্যার কোন ব্যান্ডের প্যানেল কেনা যায় ভালো মানের সুপারস্টার নাকি হামকো না লুমিনাস । এই তিনটার ভিতর সহজে এফিশিয়েন্সি কমে না কোন প্যানেল টা একটু বলবেন প্লিজ স্যার
@ArifulIslam-uw8uu8 ай бұрын
ভাই, 30 এমপির ব্যাটারীর সাথে কত উয়াট প্যানেল দিতে হবে
@Remix-ez1js8 ай бұрын
60 Watt
@uzzwalbiswas87849 ай бұрын
ভাই কেমন আছেন? আমার ২০০ ওয়াট প্যানেল ,৮০ ওয়াট ব্যাটারীএবং ১০এম পি আর চার্জ কন্ট্রোলার কিন্তু বর্তমান সময়ে চার্জ হচ্ছে না।এখন কী করবো?
@TechnologyBanglaShahin9 ай бұрын
ডায়াগনোসিস করতে হবে আসলে সমস্যাটা কোথায়। প্যানেল ঠিকমতো কাজ করছে কিনা, প্যানেলে ছায়া বা অনেক বেশি ময়লা পড়ছে কিনা, ক্যাবল ঠিকমতো এম্পিয়ার ক্যারি করতে পারছে কিনা, চার্জ কন্ট্রোলার ঠিক আছে কিনা, ব্যাটারির ক্যাবল যথেষ্ট মোটা কিনা এসব চেক করতে হবে। আবার অনেক সময় ব্যাটারিরও সমস্যা থাকে। সরাসরি এগুলো এনালাইসিস করে বের করতে হবে সমস্যাটা কোথায়। আশা করি আপনি নিজেই এটা পারবেন।
@এহসানমাহমুদ9 ай бұрын
Walton না SSG কোনটা ভালো হবে?
@TechnologyBanglaShahin9 ай бұрын
দুইটাই প্রায় সিমিলার টাইপের প্যানেল। দুইটাই ভালো।
@Math_Solution_Academy.9 ай бұрын
সবগুলো ব্র্যান্ডের একসাথে একটা কম্পারিজন ভিডিও দেন ভাই। আর ভাই ৮০-১০০ ওয়াট প্যানেলের সাথে কত ওয়াট ব্যাটারি লাগাতে হবে?
@TechnologyBanglaShahin9 ай бұрын
ব্যাটারির AH এর তুলনায় প্যানেলের ওয়াট ডবল ব্যবহার করবেন তাহলে ব্যাটারিটি সারা দিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ হতে পারবে।
@MDFahim-fh1lq9 ай бұрын
এই সেটাপ দিয়ে কয়টা লাইট ফ্যান চলবে,, এবং দাম কত
@TechnologyBanglaShahin9 ай бұрын
ভাইয়া, এখানে শুধু সোলার প্যানেল টা দেখিয়েছি। সম্পূর্ণ সেটা আপ দেখতে আমার এই চ্যানেলে আরো ভিডিও আছে ওগুলো দেখুন।
@MasudRana-gq1iz9 ай бұрын
ভাই কোন প্যানেল টা ভালো হবে কি ব্রান্ড
@TechnologyBanglaShahin9 ай бұрын
যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি ইত্যাদি থেকে যেকোনো টা নিতে পারেন।
@MasudRana-gq1iz9 ай бұрын
দাম কেমন হবে?
@arifvlog10989 ай бұрын
ভাই আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে আরো ভালো লাগে আপনার চার্জ কন্ট্রোলার ও লিথিয়াম ব্যাটারি । যদি জানাতেন আপনার ব্যাটারির দাম কত ভাই???
@TechnologyBanglaShahin9 ай бұрын
ধন্যবাদ ভাই। এ ধরনের 100Ah ব্যাটারিগুলোর দাম 30 হাজার টাকার আশেপাশে।
@arifvlog10989 ай бұрын
@@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই রিপ্লাই দেওয়ার জন্য,,, কোন ব্যান্ডের ব্যাটারি ভাই ???
@TechnologyBanglaShahin9 ай бұрын
Headway ব্র্যান্ডের। Headway ও Liwatt দুইটাই সিমিলার ব্র্যান্ড।
@arifvlog10989 ай бұрын
@@TechnologyBanglaShahin আপনাকে আবার ও ধন্যবাদ ভাই রিপ্লাই দেওয়ার জন্য
@iddrisehowlader-oc9jm9 ай бұрын
@@TechnologyBanglaShahin***১৪ ইঞ্চি 4টি ডিসি..ফেন.প্রতিটা ফ্যানেজ ১৫ ওয়াট করে নেয় ***7ওয়াটের 5টি.টিউবলাইট সুপারস্টার ***এই প্যাকেজ টা নিলে ভালো হবে নাকি সোলার আইপিএস নিয়ে ভাল হবে..জাতে বিদ্যুৎ ডিসিতে সাশ্রয় হবে ..সোলার আইপিএস এ ভালো হবে..খরচ কম হবে কোনটায় বিদ্যুৎ সাশ্রয় হবে কোনটায়...কোনটায়..যদি একটু.বাই পরামর্শ দিতেন ***আমি ভাবছি ডিসি এই সিস্টেম.টা আমার ভালো হবে.নাকি সোলার আইপিএস সিস্টেম করলে ভালো হবে.খরচ কম হবে বিদ্যুৎ সাশ্রয় হবে কোনটায়..ভাইয়া আপনারা কি বলেন... ***সুপারস্টারের মনো সোলার প্যানেল 160 ওয়ার্ড.. ***লুমিনাসের 10 এম্পিয়ার চাষ কন্ট্রোল.. ***রহিমা আফরোজ সোলার টিউবুলার.ব্যাটারি.১৩০ অ্যাম্পিয়ার.. ***৭০-৭৬ তার ডিসি.বিআরবি কোম্পানি.10গজ.. .
@SATHIR-qm3kh9 ай бұрын
ব্যাটারি তে Solar এ চার্জ হবার সময় আমি যখন লাইট ইউজ করতে যাচ্ছি তখন লাইট ধাপ দিচ্ছে। আবার কখনও কখনও ঠিক ও হচ্ছে এটার কারণ আর সমাধান কি।
@TechnologyBanglaShahin9 ай бұрын
ধাপ মানে কি বোঝাতে চাচ্ছেন। প্রশ্নটি আরেকটু ক্লিয়ার ভাবে করুন।
@SATHIR-qm3kh9 ай бұрын
@@TechnologyBanglaShahin কাপছে
@KarnaphuliBasi9 ай бұрын
আসসালামু ওয়ালাইকুম। আমি নতুন সোলার প্যালেন বসাতে চাইছি। আমার ৭ টা ফ্যান, ৭ টা, একটি পিসি, দুটি টিভি মনিটর, ৮ টি সিসি ক্যামেরা চালানো যাবে এমন একটি সেটাপ সাজেস্ট করবেন প্লিজ। আর হ্যাঁ, আমি চাই যদি ওয়েদার খারাপ হয় তবে বিদ্যুৎ থেকে যেন চার্জ হয়। মানে আইপিএস আর সোলার এক সাথে। খরচ কেমন হতে পারে?
@TechnologyBanglaShahin9 ай бұрын
এই ধরনের একটি সেটআপ এ প্রায় দেড় লাখ টাকার মতন খরচ হবে।
@monirulislamccr8 ай бұрын
আপনি প্যানেল টা কোথা থেকে কিনেছেন? ওয়াট কত পড়েছে?
@TechnologyBanglaShahin8 ай бұрын
এটা আমি সুপারস্টার এর ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়ে ওদের অফিসে ফোন দিয়ে কালেক্ট করেছিলাম। আপনি এটা ঢাকার কাপ্তান বাজারসহ বিভিন্ন সোলার বিক্রেতার কাছে পেয়ে যাবেন। প্রাইস বিক্রেতা ভেদে ৬০-৬৩ টাকা ওয়াট। কোন কোন ক্ষেত্রে আরো বেশিও নিয়ে থাকে।
@monirulislamccr8 ай бұрын
@@TechnologyBanglaShahin সুপার স্টার পেজ থেকে কুরিয়ার করেছে নাকি স্থানীয় কোন ডিলারের সাথে কানেক্ট করে দিয়েছিল?
@TechnologyBanglaShahin8 ай бұрын
তারা স্থানীয় মার্কেটিং এক্সিকিউটিভ এর সাথে কানেক্ট করে দিয়েছিলো। পড়ে সেই এক্সিকিউটিভ আবার এক ডিলারের থেকে প্রোডাক্ট নিয়ে আমার এলাকায় ট্রান্সফার করেছিলো। তারপরে আমাকে বাসা থেকে কাছেই ওদের ওখানে গিয়ে নিয়ে আসতে বলেছিলো।
@masudtelicom86829 ай бұрын
এই টা কি পলি প্যানেল পাওয়া যাবে দয়া করে জানাবেন প্লিজ এবং কানাডিয়ান পলি 200 ওয়াট কি পাওয়া যাবে❤ এবং কানাডিয়ান কি ভালো হবে একটু পরামর্শ দিয়েন কোথাও খোঁজ করলে প্লিজ জানাবেন
@TechnologyBanglaShahin9 ай бұрын
হ্যাঁ এটার পলি প্যানেল পাওয়া যায়। ক্যানাডিয়ান পলি প্যানেল টা এই মুহূর্তে মার্কেটে নাই, মনো টা আছে। ক্যানাদিয়ান অবশ্যই ভালো একটি ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে অনেক সময় বিদেশি প্যানেল নিয়ে প্রতারণা চলে তাই দেখে শুনে বুঝে অথেনটিক প্রোডাক্ট কিনতে হবে। কাপ্তান বাজারে এগুলোর আসল এবং নকল দুইটাই পাওয়া যায়।
@masudtelicom86829 ай бұрын
ভাই আর ইসি এবং কানাডিয়ান প্যানেলের ভিতরে মজবুত হবে কোনটা,পলি প্যানেল টা 200 ওয়াটের ভিতরে, আপনার কিউআর কোড স্ক্যান করে বা কোন সিস্টেমে নিলে ঠকবো না সুবিধা হবে বা কোথা থেকে নিতে পারি একটু জানাবেন প্লিজ❤
@onlinehelptips20519 ай бұрын
ভাই আমার ২ টা ১৫০+১৫০ ওয়াটের মনো Jrk এবং ১ টা ২০০ ওয়াটের গ্রামিন শক্তি মোট ৫০০ ওয়াটের পেনেল আছে।আমি লোডে সরর্বোচ্চ ২৯০-৩০০ ওয়াট পাই। কেবেল হিসাবে ৭০/৭৬ এর ৩ টা কেবেল আলাদা আলাদা ভাবে ব্যবহার করছি।এখন কি ওয়াট আরএকটু বেশি পাবার কোন উপায় আছে। বলবেন ভাই? My frist comment
@TechnologyBanglaShahin9 ай бұрын
ওয়াট আরেকটু বেশি পাওয়ার সম্ভাবনা কম কারন আপনার সেটআপ সব ঠিক আছে মনে হচ্ছে। তারপরেও এগুলো করে দেখতে পারেন: প্যানেল গুলো পরিষ্কার রাখতে হবে, অল্প হলেও ছায়া পরা যাবে না, প্যানেল দক্ষিণ দিকে ল্যাটিচিউড এঙ্গেলের চেয়ে কিছুটা কম এঙ্গেলে সেট করতে হবে। ফ্লেক্সিবল 6rm ক্যাবল ব্যবহার করতে হবে। এমনকি এক প্যানেল থেকে আরেক প্যানেলের কানেকশনটাও মোটা তার দিয়ে দিতে হবে। ব্যাটারির তারটাও মোটা হতে হবে। চার্জ কন্ট্রোলার MPPT হলে ভালো।
@soheltanbir59708 ай бұрын
কোন ব্যাটারী ভালো হবে
@TechnologyBanglaShahin8 ай бұрын
বাজেট ভালো থাকলে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিতে পারেন। এছাড়া রহিম আফরোজ অথবা হ্যামকো সোলার ব্যাটারি নিতে পারেন।
@saurovhossan9 ай бұрын
ভাই সুপারস্টার প্যানেলে কি আসল ও নকল আছে? এক জায়গায় ৬০+ অন্য জায়গায় বলে ৫৬ টাকা কেউ আবার ৬৫ টাকা লোকালে ৭০ টাকা কোনটা আসল কিভাবে বুঝবো
@TechnologyBanglaShahin9 ай бұрын
আমার জানামতে এটার নকল মার্কেটে নাই। যে কম চাচ্ছে তার পণ্য নকল বলে থাকে বেশি চাওয়া বিক্রেতা গুলো। তবে আপনি ক্রয় করার সময় প্যাকেটের ভিতরে ওয়ারেন্টি কার্ড ও টেস্টিং রিপোর্ট বুঝে নিবেন। অরিজিনাল সুপারস্টার প্যানেলের ভিতরে এই দুইটা জিনিস থাকবে।
@zahidullah85209 ай бұрын
Really honest review
@TechnologyBanglaShahin9 ай бұрын
Thank you for your support.
@jahidjoy84409 ай бұрын
দাম টা তো বললেন না ভাইয়া? আর ওয়াল্টন সুপার স্টার এর ভিতর তুলনামুলক কোনটা ভাল হবে বুঝলাম না
@TechnologyBanglaShahin9 ай бұрын
এটার দাম বিক্রেতা ভেদে ৬০ টাকা থেকে ৬৩ টাকা পার ওয়াট বিক্রি হচ্ছে। দুইটাই ভালো, সিমিলার কোয়ালিটির প্যানেল।
@iddrisehowlader-oc9jm9 ай бұрын
@@TechnologyBanglaShahinছোট ছোট প্যানেলের.রিভিউ দিবেন স্যার.২০০ প্যানেল সবাই কিনতে পারে না..১০০ ১৫০ ওয়াট সোলার প্যানেল
@masudtelicom86829 ай бұрын
ডাবল গ্লাস 200 ওয়াট এর প্যানেল ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আরিসি বা কানাডিয়ান টি আর ওয়ান জিঙ্কো এদের ভিতরে পাবো কিনা একটু জানাবেন
@TechnologyBanglaShahin9 ай бұрын
না সে ক্ষেত্রে আপনাকে প্রতিটা প্যানেল ৫০০ ওয়াটের উপরে কিনতে হবে।
@masudtelicom86829 ай бұрын
@@TechnologyBanglaShahin thanks ❤
@hasibulmahfuz9 ай бұрын
gorome jodi power output kome jay tahole rod theke kivabe power genaration korbe rod to emnitei e gorom hobe ar ekhon je gorom pore
@Mdismail-nz1fu9 ай бұрын
Thank you Sir
@TechnologyBanglaShahin9 ай бұрын
You are welcome.
@sanjibchakraborty368 ай бұрын
Super satar 100 w er price koto?
@TechnologyBanglaShahin8 ай бұрын
এগুলোর প্রাইস বিক্রেতা ভেদে কিছুটা পার্থক্য দেখা যায়। ৬০-৬৩ টাকা পার ওয়াট এ সেল হয়।