🙏 আমি দমদম জংশন আর বারাসত এর মাঝে বিশরপাড়া বলে একটা জায়গায় থাকি ।
@ajamali6044 Жыл бұрын
আপনি কি অন লাইনে ব্যাঞ্জ ক্লাস নেন ।আমি আপনার কাছে শিখতে চাই । দয়া করে জানাবেন ।
@sarojkumarganwala Жыл бұрын
সত্য বলি -- ? অনলাইনে যা শিখতে পারবেন তা তো আমার ভিডিও দেখে ও শিখতে পারবেন ।আমার tutorial follow করুন আশা করি শিখতে পারবেন । না হলে সরাসরি কারো কাছে শিখবেন।অনলাইন এ কিছু সমস্যা হয় এটা সত্য। পরে আরো কথা হবে ।ভালো থাকবেন।
নমস্কার গুরুজি আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সবাই আমি আপনাকে ভিশন ভালো বাসি, তবে মোট মুটি ভালো আছি , ❤❤❤❤আপনাকে আবারও ধন্যবাদ, পরিবেশ ভালো হলে ভিসার আবেদন করবো, কোলকাতা আসার জন্য, ভালো বাসা রইল আমার নমস্কার গুরুজি, জয় হউক মানবের,
@sarojkumarganwala4 ай бұрын
আজ আপনার অনুরোধের ভিডিও পাবলিশ করবো। আশা করি আপনি খুশি হবেন । কামনা করি অস্থির পরিস্থিতি থেকে আমরা সকলে খুব শীঘ্রই বেরিয়ে আসবো । আমাদের এখানেও বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পড়েছে ।বিভিন্ন জায়গায় আন্দোলন , মিছিল চলছে । আমরা আপনাদের পাশে থাকব । কারণ রাজনৈতিক সীমানা আমাদের কখন ও আলাদা করতে পারে নাই । আর পারবে না। জয় সর্বদা মানবতার।
বাহ্ খুব খুশি হলাম জেনে । আমি কল করে দেখবো কিন্তু কয়েক দিনের মধ্যে কতটা উন্নতি করলেন।
@krishanudas190 Жыл бұрын
Dada onek por por video niye asun, ami instrument ta kine sikhe uthte parchi na. Apni por por sikhiye din. Joy Guru 🙏🙏🙏
@sarojkumarganwala Жыл бұрын
জয়গুরু ঈশ্বর আপনার মঙ্গল করুন।
@narendrach.barman31397 ай бұрын
দাদা বাজনা টা হলো না।আপনি আরো একটু প্রাকটিস করে অভিজ্ঞতা সঞ্চয় করে শেখালে বলো করতেন।
@sarojkumarganwala7 ай бұрын
প্রণাম অনেক শ্রদ্ধা নেবেন । আপনার কমেন্ট আমায় ভবিষ্যতে ভালো করতে সাহায্য করবে। আমি এখন ও নিয়মিত শেখার জন্য আন্তরিক চেষ্টা করে চলেছি । যদি দয়া করে আপনার নম্বর টা দেন ।একটু কথা বলতাম ।যদি আপনার আরো একটু মূল্যবান মতামত পেতাম ।তবে আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম।
@mdsaraaliyoutubechannel727 ай бұрын
আপনার ভোডের সাথে যেই দোতারা টা আছে ঐরকম ছেম একটা দোতারা আছে আমার কাছে আমি সৌদি আরবে আছি দাদা ভাই স্বরাজ দোতারা বাজানো শিখতে চাই দেশের বাড়ি বাংলাদেশ আমার দয়য়া করে একটা ভিডিও করবেন
@sarojkumarganwala7 ай бұрын
আপনার আন্তরিক কমেন্ট আমার অন্তর ছুঁয়ে গেছে । অনেক ভালোবাসা নেবেন।
@mdsaraaliyoutubechannel727 ай бұрын
দাদা ভাই স্বরাজ দোতারা নিয়ে একটা ভিডিও করবেন 20 ইঞ্চি দোতারার কি এস্কেলে বেদে রেওয়াজ করলে ভালো হয় কতো নাম্বারে এস্কেলে বানতে হবে এই নিয়ে একটা ভিডিও করবেন
@sarojkumarganwala7 ай бұрын
আচ্ছা আমি চেষ্টা করবো। সঙ্গে থাকবেন।
@krishanudas190 Жыл бұрын
দাদা পর পর কোন কোন string ব্যাবহার করবো বলে দিয়েন
@sarojkumarganwala Жыл бұрын
নমস্কার খুব ভালো ,আপনি ব্যাঞ্জো টা কিনে নিন ,আর ক্লাস গুলো follow করুন।প্রতি রবিবার আমি tutorial post করছি ।প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন।আপনি শিখতে পারবেন।আমি আছি তো .. ভালো থাকবেন। আপনার সব উত্তর পাবেন।পরের ভিডিও তে আপনার string নিয়ে যে প্রশ্ন করেছেন ,আপনার নাম সহ আলোচনা করবো। খুব ভালো লাগলো।
@shakaoathhossain38584 ай бұрын
দাদা নমস্কার। আপনার ফাস্ট টিউটোরিয়াল টা খুঁজে পাচ্ছি না, একটু দেখাতে সাহায্য করবেন
@sarojkumarganwala4 ай бұрын
নমস্কার দাদা আমার চ্যানেল এ প্রবেশ করে একেবারে নিচে দিকে গিয়ে দেখবেন ,প্রথমে কিছু গান ,তার পর টিউটোরিয়াল দেওয়া শুরু হয়েছে ।
আপনাকেও ধন্যবাদ আমাদের পরিবারের সঙ্গে থাকার জন্য । আপনিও এখন আমাদের পরিবারের সদস্য। এমন করে সর্বদা পাশে থাকবেন। 🙏
@MdMazedurRohmanVuttu11 ай бұрын
ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই
@sarojkumarganwala11 ай бұрын
সুপ্রভাত নিশ্চয় ।কথা হবে । আমার নম্বর এ call করুন। বা আপনার নম্বর টা দিন দয়া করে। নমস্কার।
@BablujitmandalBablujitmandal Жыл бұрын
Dada ar age aro video ase naki
@sarojkumarganwala Жыл бұрын
এটা মনে হয় প্রথমে দিয়েছিলাম। Sure নই। কিন্তু আপনি আমার চ্যানেল এ গিয়ে" vedio " লেখা টা টাচ করলে সব ভিডিও পর পর আসবে। আপনি একেবারে নিচে থেকে উপরে এলে বা উপর থেকে নিচে গেলে প্রথম কোনটা শেষ কোনটা বুঝতে পারবেন।🙏
@sarojkumarganwala Жыл бұрын
ও আচ্ছা এটা থেকে স র গ ম দেওয়া শুরু করেছিলাম। ঠিক বলেছেন
@ksbandyopadhyay9 ай бұрын
আপনি যে ছবি আঁকাছেন এবং টেনরটা ধরছেন সেটা এক পজিশনে নেই। যে ভাবে টেনর ধরছেন সেই ভাবে ছবিটা আঁকলে বুঝতে সূবিধা হবে।
@sarojkumarganwala9 ай бұрын
একদম ঠিক বলেছেন ।খুব খুশি হয়েছি । ভালো লাগছে যে আপনি খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখছেন । এই সমস্যা পরে সমাধান করে পরের ভিডিওতে আঁকা ছবির পজিশন পাল্টে দিয়েছি। আমাদের পরিবারের সদস্য বিপ্লব বাবু আপনার মত আমাকে এই বিষয় টা আলোকপাত করিয়েছিলেন।তার পর ভুলটা শুধরে নিয়েছি। এমন করে সঙ্গে থাকবেন।
@ksbandyopadhyay9 ай бұрын
এই ছবি ও টেনরের পজিশন সংক্রান্ত সমস্যার সমাধান কোন ভিডিওতে আছে একটু জানাবেন?
@sarojkumarganwala9 ай бұрын
এর পরের ভিডিও গুলো খেয়াল করবেন।পজিশন পাল্টে দিয়েছি। নমস্কার।
@ksbandyopadhyay9 ай бұрын
দোতারা, ইউকুলেলে ও টেনর বেঞ্জোর মোট তাল কয়টি ও কি কি? এগুলো ছাড়া আর কোন কোন তার বাদ্যযন্ত্রে তাল বাজানো যায়? দোতারার তাল ও তবলার তালের পার্থক্য কি কি?
@ksbandyopadhyay9 ай бұрын
দোতারার মত আর কোন কোন তার বাদ্যযন্ত্রে সুর ও তাল দুই-ই বাজানো যায় ?