বেশ কিছু ভিডিও তে দেখলাম শুধু প্রিলিমিনারি পরীক্ষা হবে, রিটেন হবে না। এর সত্যতা কতটুকু স্যার???
@Foysal_sir5 ай бұрын
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ---অবশ্যই রিটেন পরীক্ষা হবে। প্রিলি রিটেন ভাইবা এগুলো সবই থাকবে। শুধু পরীক্ষার ধরন চেঞ্জ হবে। পিএসসির রূপরেখা অনুযায়ী এনটিআরসি বাস্তবায়ন করবে।
@sanggramroy5 ай бұрын
@@Foysal_sir ধন্যবাদ স্যার।❤️
@mehrabbg39906 ай бұрын
কথাগুলো একটু উঠে বসে বললে শালীন লাগতো.....
@Foysal_sir6 ай бұрын
জি, ঠিক বলছেন। শুয়ে বলার জন্য দুঃখিত। পরবর্তীতে মাথায় রাখবো -শালীনতা যাতে খর্ব না হয়।
@alamgirstudent56035 ай бұрын
হেথার মাথা গেছে
@SharmiSheela4 ай бұрын
৩০ বয়স বেশি হলে ১৯ তম দেয়া যাবে
@Foysal_sir4 ай бұрын
বয়স ৩৫ না হওয়া পর্যন্ত যতগুলো নিবন্ধন সার্কুলার পাবেন, সব সার্কুলারে এপ্লাই করতে পারবেন।
@মেডুলাচৌধুরী6 ай бұрын
ভাইয়া আমি 2023 সালে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন আমি কি 19 তম নিবন্ধন পরীক্ষা দিতে পারবো
@Foysal_sir6 ай бұрын
জি আপনি 19 তম শিক্ষক নিবন্ধন স্কুল টু পর্যায়ে আবেদন করতে পারবেন। আবার অনার্স পাশ করলে ইস্কুল এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। স্কুল টু পর্যায়ে বলতে ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত ক্লাসের টিচার হতে পারবেন।।
@মেডুলাচৌধুরী6 ай бұрын
আপনার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ সুন্দর ও ভালো রাখুক ।
@মেডুলাচৌধুরী6 ай бұрын
আমি বোধহয় আপনার সাথে যোগাযোগ করতে পারেলে ভালো হতো।
@md.sharifulislam72016 ай бұрын
আমি 18 তম নিবন্ধনে স্কুল পর্যায় 76 পাইছি কলেজ পর্যায় 68 পাইছি বিষয় বাংলা কিন্তু রিটেন পরীক্ষা দিবো না আমার বর্তমান বয়স 27 বছর
@Foysal_sir6 ай бұрын
@@md.sharifulislam7201 ১৮ তম নিবন্ধন প্রিলিতে 40 পাইলেই পাস, সেখানে আপনি বেশ ভালো মার্ক পেয়েছেন। তবে এটা শুধু রিটেন দেওয়ার জন্য অনুমতি ছাড়া আর কিছুই না। রিটেন দিয়ে ভালো মার্ক পাইলেই কেবল নিবন্ধনে চাকরির আশা করা যায়।
@nazmulhossainnazmul83665 ай бұрын
Sir amar boes 34 bosor 5mas ame ke 19 tomo dety parbo
@Foysal_sir5 ай бұрын
পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন কিন্তু গনবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।
@ArunPaul-n9r5 ай бұрын
রিটেন কি থাকবে
@Foysal_sir5 ай бұрын
Hmm.
@bulbulislam86836 ай бұрын
লিখিত পরীক্ষা হবে নাকি শুধু প্রিলিমিনারি পাশ করলে হবে।
@Foysal_sir6 ай бұрын
প্রিলি লিখিত ভাইভা সবই হবে। শুধু পরীক্ষাগুলো হবে পিএসসির গঠনতন্ত্র অনুযায়ী।
@nhasib80636 ай бұрын
10th nibondon certificate ase Ami 19th nib dite parbo ki
@Foysal_sir6 ай бұрын
যদি আপনার বয়স ৩৫ প্লাস না হয় তাহলে আপনি ১৯ তম নিবন্ধনে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার বয়স ৩৫ এর মধ্যে থাকলে 19 তম নিবন্ধনে আবেদন করতে পারবেন।
@milonchandramondal81466 ай бұрын
Vaiya 19 tomo nibondhon r jonno ami akhon thakei preparation nite chacci .. kintu akhono to 19 r boi ber hoi nai .. tla ami ki 18 r boi ta kine porte pari ? Na 19 r boitai amake porte hobe pls janaben
@Foysal_sir6 ай бұрын
আপনি যদি এখন থেকে প্রিপারেশন নিতে চান, তবে সেটা ভালো সিদ্ধান্ত। আর এজন্য আপনাকে বাজার থেকে প্রফেসর প্রকাশনীর শিক্ষক নিবন্ধন গাইড কিনে পড়তে হবে। আপনি যদি বইটা শেষ করতে পারেন তাহলে শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষায় পাশ করার পাশাপাশি অনন্য জবেও আপনি উত্তীর্ণ হতে পারেন।
@mdsaiful12156 ай бұрын
ভাই গনিত এবং ইংরেজি জন্য কীভাবে শুরু করব
@Foysal_sir6 ай бұрын
প্রিলি না written?
@mdsaiful12156 ай бұрын
@@Foysal_sir ১ ম ধাপে জন্য গনিত এবং ইংরেজি এবং ২ য় ধাপে বলেন
@Md.ForhadHossain-ke2lf6 ай бұрын
Sir,Kew bolce July a circular?
@Foysal_sir6 ай бұрын
Vul bolce
@mainulislamofficials7737 ай бұрын
ধন্যবাদ স্যার। আপনার নিউজ এর অপেক্ষায় থাকি । এই ভাবে সকল আপডেট দিয়ে আমাদের হেল্প করে যাবেন ❤❤❤❤
@Foysal_sir7 ай бұрын
ইনশাআল্লাহ। ধন্যবাদ।
@sanggramroy5 ай бұрын
বেশ কিছু ভিডিও যে দেখলাম শুধু প্রিলিমিনারি পরীক্ষা হবে, রিটেন হবে না। এর সত্যতা কতটুকু স্যার???
@Foodiemen_Nasir6 ай бұрын
ভাই, আমি খুবিই চিন্তিত, অনেক জায়গায় দেখছি বলতেছে লিখিত হবেনা??? লিখিতই যদি না হয় তাহলে অংক, হিসাব বিজ্ঞানের মতোন সাবজেক্ট গুলার যোগ্যতা কিভাবে নিরুপণ সম্ভব!!!!!! লিখিত কি থাকবেনা??? Plz জানাবেন
@Foysal_sir6 ай бұрын
ভাই সে হয়তো জানে না। প্রিলি রিটেন ভাইবা সবই হবে। কিন্তু এসব পরীক্ষা হবে পিএসসি রূপরেখা কাঠামো অনুযায়ী। পিএসসি যেভাবে প্রশ্ন কাঠামো তৈরি করবে ওইভাবে পরীক্ষা হবে। হতে পারে ২৫ মার্ক এমসিকিউ ৭৫ মার্ক রিটেন একই প্রশ্ন। অথবা বর্তমানের ন্যায়।
@MdSadbin-b4s6 ай бұрын
ভাইয়া আমি রাষ্ট বিজ্ঞানের ছাত্রী আবেদন করার সময় ভুল করে সোশলজি দেওয়া হয়েছে আমি কি পরীক্ষা দিতে পারবো
@Foysal_sir6 ай бұрын
আপনি রিটেন পরীক্ষা দেওয়ার আগে এনটিআরসি অফিস গিয়ে একটা আবেদন করতে পারেন। আবেদনের একটা কপি আপনার কাছেও রাখবেন। রিটেন পরীক্ষায় পাশ করলে, ভাইবা বোর্ডে আপনি যে আবেদন করছেন সেটা দেখাবেন যদি তারা সংশোধন করে না থাকে। যেহেতু প্রিলিপাশ করেছেন তাই রিটেন পরীক্ষা তো অবশ্যই দিবেন। এনটিআরসি অফিস বরাবর সংশোধনের জন্য আবেদন করলে এবং কিছু টাকা দিলে তারা সংশোধন করে দিতে পারে।
@ummehani61316 ай бұрын
Tokhon BCS er maddhome hobe??age limit koto thakbe
@Foysal_sir6 ай бұрын
তখন এনটিআরসিএ, পিএসসির রূপরেখা অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়ন করবেন। এর মানে এই নয় যে, পিএসসির মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। শুধুমাত্র নিবন্ধন প্রক্রিয়ার গঠনতন্ত্র, রূপরেখা ও প্রক্রিয়া পিএসসি দেবেন। এনটিআরসি সে অনুযায়ী নিবন্ধন পরীক্ষা, নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে।
@Foysal_sir6 ай бұрын
সার্কুলার এ উল্লেখিত বয়স সীমার মধ্যে যদি এপ্লাই করতে পারেন,এবং পরীক্ষায় চূড়ান্ত পাস করতে পারেন, তাহলে চূড়ান্ত সুপারিশ পাবেন।তখন ৩৫ ওভার হইলেও সমস্যা নাই। আবেদনের বয়স সীমাই চূড়ান্ত বয়স সীমা বলে গণ্য হবে।
@ummehani61316 ай бұрын
35 age porjonto nibondhon porikkhay apply kora jabe?
@monjilakhatun5786 ай бұрын
নিবন্ধন প্রিলিতে পাশ করছি এখন কি লিখিতোর জন্য আবার আবেদন করতে হবে স্যার?
@Foysal_sir6 ай бұрын
না আর আবেদন করতে হবে না। রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে আপনার ফোনে এসএমএস আসবে। তখন রিটেনের এডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে যাবেন। আবার রিটেন পরীক্ষায় টিকলে ভাইবার আগে এসএমএস আসবে তদ্রুপ ভাইবার এডমিট কার্ড ডাউনলোড করে ভাইবা পরীক্ষা দিবেন। কেবল ভাইবার রেজাল্ট ভালো হলে গণবিজ্ঞপ্তিতে আপনি এপ্লাই করতে পারবেন।
স্যার ১৯ তম থেকে কি লিখিত পরীক্ষা হবে না? প্রিলি থেকেই মেধাতালিকা প্রকাশ করা হবে?
@Foysal_sir6 ай бұрын
জি প্রিলি লিখিত এবং ভাইবা সবই হবে। শুধু পরীক্ষা নেয়ার ধরন চেঞ্জ হবে। ভাইভায় পাশ করলেই চাকরি। গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে না। এবং অটো এমপিও।
@MdRakib-uy8gq6 ай бұрын
স্যার সাধারন গেয়ান কি থাকবে না ১৯ তমে তে
@Foysal_sir6 ай бұрын
১৯ তম নিবন্ধনের সিলেবাস এখনো এনটিআরসি প্রকাশ করেনি শুধু তারা রুপরেখা প্রণয়ন করেছে। সিলেবাস প্রকাশ করলে জানাব।
@Anamika-c7e6 ай бұрын
ভাইভা কি কঠিন ভাবে নেওয়া হবে 19 তম নিবন্ধনে প্লিজ জানাবেন স্যার।
@Foysal_sir6 ай бұрын
রিটেনের মার্কই আসল।ভাইবা পরীক্ষায় সাবজেক্ট বেইজড কিছু প্রশ্ন করা হয়, এছাড়া কিছুই না। তাছাড়া ফিফটি পার্সেন্ট প্রশ্নের উত্তর দিতে পারলে ভাইভা পাস। রিটেন পরীক্ষাটা সুন্দরভাবে দিতে হবে। রিটেনে টিকলে ভাইবা পরীক্ষায় টেন পার্সেন্ট বাদ পড়ে।
@Linamazumder8997 ай бұрын
সার্কুলার কবে দিতে পারে
@Foysal_sir7 ай бұрын
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে।।
@AnarulIslam-qz2sz7 ай бұрын
ভাই নিউজটা কতটুকু সত্য
@Foysal_sir7 ай бұрын
এনটিআরসির বিভিন্ন ওয়েবসাইট অফিসিয়াল পেজ কিংবা অনেক কর্মকর্তার ব্যক্তিগত পেইজের সাথে যুক্ত। তারা যেভাবে তথ্য দেন, সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরি। ১৩ই মে, এনটিআরসি চেয়ারম্যানের সভাপতিত্বে একটি প্রোগ্রামে 19 তম নিবন্ধন প্রক্রিয়ার এমনই তথ্য প্রদান করেছেন।
@RannaRochonaloy6 ай бұрын
Vai ato exam ,ato jhamela Abar ,sarkari job o na beton o com ,
@Foysal_sir6 ай бұрын
জি।ভবিষ্যতে এনটিআরসি শিক্ষক নিয়োগে আরো আপডেট নিয়ে আসবে। যাতে দ্রুত সময় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করা যায়। পাশাপাশি বেতন-ভাতা বৃদ্ধিও না করে পারবেনা। সুশিক্ষা বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতেই হবে... আজ না হয় কাল, সময়ান্তর মাত্র। দেশের যে হারে বেকারদের সংখ্যা বাড়ছে, সে হারে হাই স্কুলের একটা চাকরি পাওয়াও সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে।
@SaniyaAkhtar-vm9kj6 ай бұрын
Sir ami jodi 18 tomo te tike jai tahole ki 19 tomo ki dite parbo
@Foysal_sir6 ай бұрын
হ্যাঁ অবশ্যই পারবেন। ১৮তম রিটেন মার্কস এর চেয়ে 19 তম তে যদি বেশি মার্কস পান তাহলে ভালো মানের স্কুলে আবেদন করতে পারবেন।
@SaraFoysal7 ай бұрын
Good ❤❤❤
@Foysal_sir7 ай бұрын
ধন্যবাদ
@gamertamim80157 ай бұрын
Thank you sir
@Foysal_sir7 ай бұрын
ধন্যবাদ
@sabikunnahar67586 ай бұрын
Pash mark koto takbe sir??
@Foysal_sir6 ай бұрын
শূন্য পদের বিপরীতে টিকালে, পাস মার্ক বলে কোন ক্রাইটেরিয়া থাকবে না।।
@ajharuddin27897 ай бұрын
নিবন্ধন থাকবে। পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে। দ্রুত কাজ হবে। যেই পাস তার চাকুরী
@Foysal_sir7 ай бұрын
জি। ভিডিওতে তা'ই বলা হয়েছে। ❤️❤️
@RemaJahan-l9g7 ай бұрын
সার্কোলার নাকি ১৮ তমের লিখত পরীক্ষার পরে দিবে,অর্থাৎ ২৪ এর শেষের দিকে
@Foysal_sir7 ай бұрын
সম্প্রতি ১৮ তম প্রিলি রেজাল্ট পাবলিস হয়েছে। জুলাই মাসে চার লাখ প্লাস পরীক্ষার্থীর রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। রিটেন খাতা মূল্যায়ন করতে প্রায় তিন মাস লেগে যাবে। তারপরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে।এখন হিসেব করে দেখুন কবে 19 তম সার্কুলার হতে পারে?হ্যাঁ তবে সবকিছু ঠিক থাকলে জানুয়ারি ফেব্রুয়ারিতে সার্কুলার হতে পারে।
@HASINAHASNA-h7g6 ай бұрын
Pass mark koto
@Foysal_sir6 ай бұрын
শূন্য পদের বিপরীতে টীকালে কাট মার্ক তখন কত করে ধরবে, সেটা নির্ভর করবে কত শুন্যপদ রয়েছে তার ওপর।
@mehedihasanshuvo17396 ай бұрын
স্যার ১৯ তম নিবন্ধনের প্রিলিমিনারীতে কি ৪০ এ পাশ থাকবে??
@Foysal_sir6 ай бұрын
সেটা এখনো ক্লিয়ারলি বলা যাবে না। তবে শূন্য পদের বিপরীতে টিকালে, একটা কাট মার্ক ধরে টিকাবে। যেখানে পাশ মার্ক প্রযোজ্য না।
@shujonmahmood61407 ай бұрын
তখন নিয়োগ দিবে কিভাবে??? ১। জেলা কোটা ২। উপজেলা কোটা ৩। সারা দেশ ব্যাপি আর মাদ্রাসাতে নিয়োগ দিবে কিভাবে????
@Foysal_sir7 ай бұрын
মার্ক অনুযায়ী ভাইভাতে প্রতিষ্ঠান চয়েজ দেওয়া হবে এবং নিজ জেলা বা উপজেলায় শুন্য কোঠায় নিয়োগ দেওয়া হতে পারে। মাদ্রাসায় আলাদা নিবন্ধনের ব্যবস্থা করে নিয়োগ দেওয়া হবে নাকি।