আমি একজন ভারতীয়। তবুও আন্তর্জাতিক কূটনীতি ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার কাছে সেরা সলিমুল্লাহ খান। অন্তত বাঙালি হিসেবে তিনি আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ।🙏🏾
@altrnatvthinker2 жыл бұрын
ini vul bolchen আর আমার স্ট্যান্ডার্ড এ এক্কেবারে রাজনৈতিক ভাএব অজ্ঞ মানে কারেন্ট এফাইইরস এ এক্কেবারে অজ্ঞ।
@sararasa60702 жыл бұрын
@@altrnatvthinker আপনি যদি ভুলটা একটু বলতেন সবাই উপকৃত হতাম
@shakilchowdhury2347 Жыл бұрын
@@altrnatvthinker Apni to banglai thikmoto banglai o ingrejite likhte paren na. Faltu atectual howar chesta na kore ja tini alochona korechen ta bojhar chesta korun.
@cnewstoday Жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ। এমন জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা। ভালো থাকুন সলিমুল্লাহ খান।
@delwariqbal48862 жыл бұрын
সলিমুল্লাহ খান সত্যবাদী জ্ঞানী বুদ্ধিমান মানুষ। উনি এদেশ তথা বিশ্বের একজন সম্পদ ! রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পদে উনাকে এবং উনার মত জ্ঞানী মানুষ দেরকে সংযুক্ত করলে এই দেশ এগিয়ে যাবে ! সঠিক মূল্যায়ন করা হোক উনাদেরকে !! আরো এগিয়ে যাবে বহুগুণে আমাদের এই দেশ ! এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ ।
@md.atiqurrahman29872 жыл бұрын
দুঃখজনক হলেও সত্য যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পান নাই অথচ কত অদক্ষ, অযোগ্য, ছাত্রীদের যৌন হয়রানিকারী, গোপনে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে খেপ মারা, গবেষণার ফান্ড মেরে দেওয়া, প্রশ্নপত্র ফাঁস করা, দ্বিতীয় শ্রেণী, এমনকি তৃতীয় শ্রেণী পাওয়া দলীয় লোক, ভিসিদের আত্মীয় ঢাবিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন!!!!!
@subrinasultana23102 жыл бұрын
Absolutely.
@obaidulhaque76872 жыл бұрын
Absolutely; but we would never see in fore-future
@t-rexsafin23062 жыл бұрын
সলিমুল্লাহ কে হাজারো সালাম তিনি আমাদের গর্বতুমি জ্ঞানী তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি সুস্থভাবে বেঁচে থাকুক হাজার বছর। তিনি বাংলাদেশের সম্পদ তিনি বাংলাদেশের সম্পদ। তাকে রাজনৈতিক উপদেষ্টা বানানো হোক।
@mohaimenulhuque90022 жыл бұрын
জনাব সলিমুল্লাহ খান আপনি মুসলমান হয়েও আধুনিক চিন্তায় আল্লাহর লিলাখেলা ও মানুষের পরীক্ষা কেন্দ্র এ দুনিয়ায় দীর্ঘ দিন বেচে থেকে উন্নতি আরাম আয়েশ অন্যায়কে মেনে নেয়া ইত্যাদির জন্য যুদ্ধকে এড়িয়ে গেলেও ধর্মীয় চিন্তায় ন্যায় প্রতিষ্টা, মুসলমান, ইসলাম, কোরআন ও সুন্নতকে সঠিকভাবে বাচিয়ে রাখতে যুদ্ধ এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না। মানুষকে দেয়া আল্লাহ প্রদত্ত দায়িত্ব কর্তব্য মানুষ এড়িয়ে গেলেও আল্লাহ আগেও এড়িয়ে যান নাই এখন যান না ভবিষ্যতে যাবেন না। পৃথিবীর মাটি বাড়ে না মানুষ বেড়ে চলেছে। ভারসাম্য ঠিক রাখার জন্যই আল্লাহ পুর্বঘোষনা অনুযায়ী বিভিন্ন রকমের মৃত্যু দেন। ঢাল-তলোয়ারের যুদ্ধের যুগে বীরের মতো মৃত্যু ছিল আর বর্তমানে মানুষ ন্যায় প্রতিষ্ঠা এড়িয়ে মোরতে না চাইলেও কাপুরুষের মতো দুঃখজনক মৃত্যু নিস্চিত হচ্ছে। আপনার ও বিশ্ববাসীর শুভকামনা।
@mdshahjahan54462 жыл бұрын
ডঃ সলিমূল্লাহ খাঁনের এই গূরূত্বপূর্ণ বিশ্লেষন উপস্তাপন করার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
@JamesBond-hm3bw2 жыл бұрын
রাশিয়া-ইউক্রেন নিয়ে গত ৪ মাসে যত আলোচনা আমি শুনেছি এইটা একেবারেই বেস্ট।
@আলোকিতপথ-ত৯গ2 жыл бұрын
স্যারের অসাধারণ বিশ্লেষণেই রুশ-ইউক্রন যুদ্ধের আদ্যোপান্ত বুঝতে সক্ষম হয়েছি। বরাবরের মতোই প্রিয় স্যারের প্রতি রইল শ্রদ্ধা ও ভালবাসা ❤️
@suddentour2 жыл бұрын
আমি স্যারের সরাসরি কোন ছাত্র নই। তবু যখন উনার কথা শুনি মন্ত্রমুগ্ধের মতো শুনি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় উনাকে এমন টকশোতে আনলে শুধুমাত্র উনার এবং উনার জ্ঞানলব্ধ কথামালার নিরবিচ্ছিন্ন প্রবাহের সন্মানে চ্যানেলগুলোর সময়সীমার ক্ষেত্রে অনেক বেশি রিজার্ভ সময় রাখার ব্যাপারে ভাবা উচিত, যদি সম্ভব হয়। কারণ এমন মানুষ পুরো পৃথিবীর সম্পদ আর উনি যে মুল্যবান সময় দিয়ে কথাগুলো বলে যাচ্ছেন তা কখনোই কোন খ্যাতি বা অর্থের জন্য নয়- এটা সরাসরি নিজ থেকে মানুষ ও সমাজের প্রতি উনার ত্যাগী অবদান আমি বলবো । সত্যিকারের জ্ঞানী ব্যক্তি এমনই হয়ে থাকেন, যার কথা শুনলে জ্ঞানের শক্তি অনুভব করা যায়। আল্লাহর কাছে উনার সুসাস্থ্য ও দীর্ঘায়ূর জন্য দোয়া করছি।
@ashfaqsamir9092 жыл бұрын
স্যালুট টু সলিমুল্লাহ স্যার। এই যুগে এত জ্ঞ্যানের পরিধি খুবই বিরল! ❤️
@AMINAmin-cg1gk2 жыл бұрын
আমি আমার দেশের একজন মাত্র মানুষকে পছন্দ করি,যার কাছ থেকে কিছু শেখা যায়। তিনি হচ্ছেন স্যার সলিমুল্লাহ খান।
@SaifulSaif-ft2nx2 жыл бұрын
আমরা তৃষ্ণাত্ব, স্যারই আমাদের এই তৃষ্ণা মেটাতে সক্ষম। স্যার কে বেশি বেশি বলতে দিন, তাকে আলোচনায় আনুন। এমন জ্ঞানী মানুষ এর আলোচনা আরো শুনতে চাই।
@sktvnet80242 жыл бұрын
আমাদের একজন স্যার সলিমুল্লাহ খান আছেন,,,বাংলাদেশের গর্ব
@shamsuddinraj56332 жыл бұрын
You are like a boom sir❤️ ৩১ মিনিট অনেক কম হয়ে গেছে আমার মনে হচ্ছে। খুব সুন্দর বিশ্লেষণ করেছেন স্যার। বন্ধ হোক যুদ্ধ যুদ্ধ খেলা।
@ferozchowdhury79822 жыл бұрын
স্যার সলিমুল্লাহ খান এর জন্যই আমি ভিডিওটা প্লে করেছি,,ওনার আলোচনা শুনে আমি মুগ্ধ হয়ে যাই।আমার মনে হয় উনি একটা জীবন্ত বিশ্বকোষ।।এতো জ্ঞানের অধিকারী আর উপস্থাপন এর ধরন তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে।
@altrnatvthinker2 жыл бұрын
unar কথা শুনে মনে হয়েছে উনি ও আপনার মতো মূর্খ, উনার বিশ্লেষণ তো সঠিক না বরং অর্ধেক ভুল । চলমান ঘটনা নখ দর্পণে রাখতে হোলে চলমান ঘটনা ডেলি জানতে হয় বা পড়তে হয়, উনি পিছিয়ে আর সে সাথেই সব ভুল জড়িত, এই ভাবে সময় নষ্ট না করে আর উনাকে বাহবা না দিয়ে আন্তর্জাতিক পেপার গুলো পড়ুন টা হোলে হোলে বুঝবেন উনার ভুল কোথায়। পুতিন দনবাস বা লুহান্সক দখল করেছে বা ইউক্রেন আক্রমন করেছে এই জন্য না জা ন্যাটো থ্রেট - আক্রমন করেছে যে ইউ এস এস র এর বিলুপ্তি পুতিন এখনও সহ্য করতে পারিনি আর যখন ইউ এস এস র ধ্বংস হয় তখন তার পোস্টিং ছিল জার্মানিতে আর পাব্লিক ও তাকে ধাওা করলে সে পিস্তল নিয়ে পাব্লিকের দিকেশে ও ধাওা করেছিলো পূর্ব জার্মানিতে আর সে অপমান সে এখনও হজম করতে পারিনি কিন্তু ইউ এস এস আর কে আফগান রা চুদে দিয়েছে আর তার জন্য ইউ এস এস আর নিজেই দায়ি তা অন্যের কি যায় আসে? এখন পুতিন ইউক্রেনে বাঁশ খাচ্ছে । সারা দুনিয়ার হাই টেকের বীরুধে রাসিয়ার মান্দাতার আমলের অস্ত্র আর টেকনলজি অতো সোজা না তা বাঙালিরা, আপনারা বুঝবেন না আর সলিমুল্লার তো এসব বুঝেই না তার কোথা শুনে আমার তাই ই মনে হয়েছে( আমি হাসিনার বালের দেশে থাকি না ,আমি একজন ডাচ নাগরিক কয়েক যুগ)
@mdalauddin16492 жыл бұрын
স্যারের কথা শুনলে আমার ক্ষুধা থাকেনা,আমার আত্মার প্রশান্তী বেড়ে যায়। এমন ক্ষনজন্মা মানুষ আমাদের জাতীর অহংকার,আপনি বেচে থাকুন জাতীর স্বার্থে,ধন্যবাদ।
@haydarhussain33742 жыл бұрын
সলিমুল্লাহ খান তিনি একজন সত্যিকারের জ্ঞানী মানুষ,, আমার কাছে ভাল লাগল এই বিশ্লেষণ
@haroonroshid72782 жыл бұрын
একজন সলিমুল্লাহ খান , একটি বিশ্ববিদ্যালয়. একজন অভিবাবক, একজন দার্শনিক ৷
@ASP-SK2 жыл бұрын
আমার পাহাড়ি দ্বীপের সন্তান ড. সলিমুল্লাহ খান 🥰 মুগ্ধ শ্রোতা 🤭🤭 আল্লাহ আপনাকে আরো মুগ্ধতা ছড়ানোর তৌফিক দান করুক। 💚
@habibajaved97942 жыл бұрын
তিনি জ্ঞানী , করন তিনি রিলেট করতে পারেন । নিজের দৃষ্টি ভঙ্গি টা বলতে পারেন, সাজেশন দিতে পারেন। স্যার কে দিয়ে যত বেশী বলার জায়গা করে দেয়া যায় আমাদের তত লাভ।
@kkamalkkamal43322 жыл бұрын
স্যারের আলোচনা অনেক মূল্যবান, উনার দীর্ঘ আয়ু কামনা করছি, উনার মতো বিষাদ ধারণা বাংলাদেশের তেমন কেউ রাখে না আমার মতামত
@md.mostafizurrahmanshovon15962 жыл бұрын
এই লোকটার জ্ঞানের ল্যাভেল অন্য ল্যাভেলের ❤️💙
@abduskhan56452 жыл бұрын
সলিমুল্লাহ খান একজন বিজ্ঞ বিশ্লেষক। রাষ্ট্রীয় পর্যায়ে উনার জ্ঞানের বিস্তার প্রয়োজন।
@sotfa70 Жыл бұрын
ইতিহাসের সেরা বক্তা আমাদের স্বপ্ন আমাদের সলিমুল্লা স্যার
@mdabdulkader98122 жыл бұрын
উপস্থাপক যথেষ্ট ভদ্রজন উনি কোন বাধা প্রদান করে নাই ওনার প্রশ্নের সংখ্যাও সীমিত ছিলো। আলোচককে মুক্তভাবে বিচরনের সুযোগ দিয়েছেন!
@RajuAhmed-ut9lp2 жыл бұрын
উপস্হাপক অবশ্যই ভদ্রলোক। তবে বক্তা যখন অধ্যাপক সলিমুল্লাহ খান, তখন মুগ্ধ হয়ে শোনা ছাড়া কিছুই করার থাকে না
@prodip202 жыл бұрын
এটা পাতানো সাক্ষাৎকার । যাকে বলা যায় pre arranged.
@Tahseen_jahan2 жыл бұрын
Alochoker nam jokon solimullah then presenter lagbena 🔥🔥🔥
@imo0on4352 жыл бұрын
@@prodip20 পাতানো? কেন এমন মনে হচ্ছে?
@goldfishcorporation44722 жыл бұрын
চমৎকার তথ্যবহুল এবং শিক্ষনীয় আলোচনা । সহপাটী বন্ধু খানকে অভিনন্দন ও শুভেচ্ছা।
@মোহাম্মদইমরান-ষ২ষ2 жыл бұрын
সলিমুল্লাহ স্যার বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র 💝।।।
@faridhossain52512 жыл бұрын
সলিমুল্লাহ স্যার অনেক জ্ঞানী একজন মানুষ।।।সব সময় সত্য কথা বলে।।।
@mdabdurrafiquemdazmotalimu19552 жыл бұрын
যুদ্ধটাতো রাশিয়া ইউক্রেনের মধ্যে হচ্ছে না। আমেরিকা এবং পুরো ইউরোপ এক পক্ষ আর রাশিয়া আরেক পক্ষ। এটাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রকৃত সত্য।
@বাংলারমুখbanglarmukh2 жыл бұрын
যুদ্ধটা রাশিয়া আর আমেরিকার মধ্যেই হচ্ছে। ইউরোপ এখানে ফাও। ঠিক যেভাবে সিরিয়ায় রাশিয়া আমেরিকার মধ্যে হয়েছে।
@emranhossain42812 жыл бұрын
আমার সবচেয়ে বেশি ভালো লাগে স্যারের বিশ্লেষণ আলোচনা..
@Aniruddharmukherjee2 жыл бұрын
বুক ঠুকে বলছি, সারা পৃথিবীতে যত গুলো বাংলা চ্যানেল আছে, বিবিসি, আলজাজিরা, কিংবা DW। জিও পলিটিক্যাল নিউট্রাল খবর আপনাদের ই সেরা। না ডান না বাম , মানবিক বিচার মতে খবর। ভারতের মত মিডিয়া বিক্রি হয়নি বাংলাদেশ এ। সাবাস।🤝🤝🤝🤝🤝
@sayonahmedte2 жыл бұрын
অসাধারণ একটা আলোচনা দেখলাম। এই কথাগুলোর অধিকাংশই পত্রিকা থেকে আগেই পেয়েছি কিন্তু উদাহরণ সহকারে বাংলাদেশের সাথে মিল রেখে এর আগে বুঝতে চেষ্টা করিনি। এত সহজভাবে স্যার বাখ্যা করলেন বুঝতে বিন্দু মাত্র কষ্ট হলো না।
@nakbocha2 жыл бұрын
Salimullah sir's speech is so hypnotizing that nobody dares to interrupt him!!
@raisa_cherry352 жыл бұрын
Indeed 😍👏👏👏👏👏👏👏👏👏
@KuwaitKuwait-gy5lr2 жыл бұрын
ড.সলিমুললাহ খান এমন একজন বুদ্ধিজীবি বাংলাদেশে যাকে সর্ব শ্রেনীর মানুষ পছন্দ করেন,এবং তার কথা গুলো মন্ত্র মুগ্ধের মতো শুনতে ভালবাসেন,চ্যানেল গুলোর উচিৎ তাকে বার বার সময় এবং সুযোগ দেয়া,কারন তিনি সত্যটা অকপটে বলেন,কোন দলের চামচামি করেন না,তাই দর্শক তার মত গুণীজনের কথা শুনার অপেক্ষায় থাকেন সব সময়...!!
@mahibiswas83502 жыл бұрын
স্যারের কথা অনেকবার শুনেছি এবং বাস্তবতা বোঝার চেষ্টা করেছি, উপস্থাপক ছিলো অসাধারণ।
@OmanOman-co8wj2 жыл бұрын
অত্যন্ত গঠন মুলক উপস্থাপন করেছেন।
@jahiraljarif36722 жыл бұрын
ওনার বিশ্লেষণ অসাধারণ। সহজ সাবলীল মনে হয় আমার কাছে। তারচেয়ে বড় বিষয় হচ্ছে আগের ভিডিওতে ও দেখেছি উনি একপাক্ষিক কথা বলেনা।
@mohammadsohrab39282 жыл бұрын
সলিমুল্লাহ সাহেব কথা বললে, সাক্ষাৎকার খুব চমৎকার শ্রোতা বনে যান, কি চমৎকার আলোচনা করেন সলিমুল্লাহ্ সাহেব।
@ranasarker67742 жыл бұрын
স্যারের, মূল্যবান আলোচনা শুনতে কখনও বিরক্তি লাগেনা, বরং স্যারের তৃষ্ণার্ত কাকের মত শুধু শুনতে থাকি। স্যার, এদেশ তথা গোটা বিশ্বর জন্য সম্পদ।
@saptarshi75872 жыл бұрын
বাংলাতে আমরা *চাতকের* কথা বলি তৃষ্ণার প্রসঙ্গে। কাকের কথা প্রথম শুনলাম।
@kristycom2 жыл бұрын
বোঝার সুবিধার্থে অনেক বলেছেন; অথচ আমি এতটাই হাদারাম যে, কিছুই বুঝলাম না। বরং যুদ্ধ সম্পর্কে যেটুকু জানতাম তাও ভুলে বসে আছি।
@kabitanaj88872 жыл бұрын
অপেক্ষায় ছিলাম স্যার -এর বিশ্লেষনের । ভাল লাগলো । একটা বিষয় আমাকে অবাক করে ....জেলোনস্কির মুখে দেশের মানুষের জন্য কোনো উদ্বেগ , উৎকন্ঠা দেখি না ।
@golammawla53632 жыл бұрын
জেলেনেস্কির মুখে দেশের মানুষের জন্য উৎকন্ঠা থাকবে কেন ? কারন সেতো ঈহুদির বাচ্চা। অনেক আগেই সে ইজরাইলের সহায়তায় রাশিয়া কে যুদ্ধবিরতিতে অনুরোধ করে সব ঈহুদিদের ইউক্রেন থেকে সরিয়ে নিয়েছে। তখন ইজরায়েল বলেছিল ঈহুদিদের জীবনের দাম আছে। ঈহুদিরা মনে করে বনি ইসরাইল জাতী সর্বশ্রেষ্ঠ আর সবাই নিকৃষ্ট। তাই গরু ছাগলের জন্য চিন্তা করবে কেন। ঈহুদিদের চরিত্র চিরকাল এটাই ছিল।
@syeedlutfullah17262 жыл бұрын
অবাক হবার কিছু নাই। জেলেনস্কি উগ্র জাতিয়তাবাদীদের, নাৎসি দের হাতের পুতুল। দেশের লোক শেষ হলেও তার কিছু আসে যায় না।
@monimoni54542 жыл бұрын
স্যারের প্রতিটি বিশ্লেষণ আমি সম্মান করি
@রায়বাড়ী2 жыл бұрын
আমি প্রথম এই স্যারে কথা শুনছি,খুব ভালো কথা বলছে, আর অনেকে কি না মন্ত্যব করছে কিছু না বুঝে
@mnuddin812 жыл бұрын
সলিমুল্লাহ স্যারের কথা শুনলে খাবার এর কথা মনে থাকে না। অসাধারণ বিশ্লেষণ
@syedhassanimamfiroz46672 жыл бұрын
জ্ঞানগর্ভ বিশ্লেষণ। সলিমুল্লাহ্ খান ভাই রাশিয়া ও ইউক্রাইন সংকটের একটি নির্মোহ নিরপেক্ষ মূল্যায়ণ করেছেন। ধন্যবাদ।🌿
@kmshahidulislam62572 жыл бұрын
স্যারের কথাগুলো মনযোগ সহকারে শুনলাম,বরাবরই স্যার দেশের জন্য ভালো এবং আমাদের র্অনৈতিক জন্য ভালো কিছু বলে থাকে আমাদের সবার উচিৎ এইসব গুনিদের সম্মান করা।।
@mdnurul32 жыл бұрын
খান সাহেব একজন সত্যবাদী বিশ্লেষক তিনি সেরা বক্তা
@shoyabakand2978 Жыл бұрын
সত্য বলার মতো মানুষ দিনে দিনে কমে যাচ্ছে .... সলিমুল্লাহ স্যারের মতো মতো সবাই যদি সত্য বলতে পারতো তাহলে কতই না ভালো হতো।
@md.mainulislam44902 жыл бұрын
সলিমুল্লাহ খান স্যারের কথা অসাধারণ।
@JahangirAlomJony2 жыл бұрын
আমার প্রিয় একজন মানুষ সলিমুল্লাহ খান৷ তার বিশ্লেষণ এবং কথা গুলো খুব ভালো লাগে৷ আমার মনে হয় তিনি একটি জীবন্ত লাইব্রেরি।
@shahinahmod2 жыл бұрын
সলিমুল্লাহ স্যারের বিশ্লেষণে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে! অসংখ্য ধন্যবাদ!
@nurunnaharbegum89092 жыл бұрын
স্যারের বিশ্লেষণ খুব ভালো লাগলো. ধন্যবাদ জানাচ্ছি।
@saifhasan99682 жыл бұрын
চমৎকার বিশ্লেষণ স্যার💖💖👍👍
@BepariS19852 жыл бұрын
স্যার এর এই বিশ্লেষণ শুনার জন্য আমি অপেক্ষায় ছিলাম।
@romantalukdar77842 жыл бұрын
সত্য বিশ্লেষণ, স্যার কে অসংখ্য ধন্যবাদ
@khanharunorrashid30692 жыл бұрын
যুদ্ধের তৃতীয় দিনে- বি বি সির বাংলা পরিক্রমায় যখন শুনলাম- কিয়েভের উচ্চারণ পরিবর্তন করে কিভ করার প্রস্তাব এসেছে - আমি তখনই বলেছি- এ যুদ্ধের মেয়াদ এতটাই দীর্ঘ হবে যে- করো পক্ষেই মাস/বছরে গননা করা সম্ভব নয়।
@raisa_cherry352 жыл бұрын
I did a class with Salimullah sir,the course was psychoanalysis ❤❤❤❤ I feel truly lucky to have had him as my professor.
@altrnatvthinker2 жыл бұрын
শুনুন kono kichu bishleshonkorte hole বাংলাদেশের লোক কেমন ভাবে ভাবে ঐ ভাবে ভাব্লে বা বললে হয় না ,আমি উনার কোথা শুনলাম তা তিনি জা বললেন সেটা বর্তমান প্রেক্ষাপট না মানে ঐ রকম না, তাই আমার কাছে ভুল ভ্রান্তি মনে হয়েছে উনার বিশ্লেশন টা । কিন্তু আবা রেকাহেন আপনারা বাহবা দিচ্ছেন।আমি হল্যান্ড থাকি আমরা এই কনফ্লিক্ত এর খুব নিকটে মানে পশ্চিমা দেশে। আশল কোথা আ রসঙ্খেপে হচ্ছে পুতিন একজন ক্ষ্যাপা জুদ্ধবাজ ফালতু লোক আর স এমনে করেছিলো রাশিয়া সুপার পাওয়ার জা ইচ্ছে তাই করলে পারে কিন্তু দেখা গেছে বা যাচ্চেহ সে একটা আসতো বাল ,মানশিক রোগী যে শুধু লোকজন মারছে আর যুদ্ধে জয়ি হতে পারছে না আর ইতিমধ্যে তার ৪০০০০ শেনা নিহত জা ইতি পুরবে এতো কম সময়ে কোন যুদ্ধে ঘটেনি। আর তার জিতার সম্ভাবনানেই কারন পশ্চিমা দেশের অত্যান্ত আধুনিক অস্ত্র আচে জার কাছে রাসিয়ার টেকনোলোজি কিচ্ছু না আর রাশিয়া প্রচন্দ মার খাচ্ছে।
@commodusmeridius47182 жыл бұрын
The pride of Bengal is back Sir salimullah I salute you
@sayeedkhan69592 жыл бұрын
অসাধারণ আলোচনা! মন থেকে স্যারকে ধন্যবাদ
@head33002 жыл бұрын
আরও এমন আয়োজন চাই!!
@gautamsen93852 жыл бұрын
খুবই সুন্দর একটি আলোচনা হয়েছে।
@swoponmohin76272 жыл бұрын
খুবই সুন্দর ও বাস্তবমুখী বিশ্লেষণ
@riyazhasan51432 жыл бұрын
আমরা সবসময় স্যারের আলোচনার অপেক্ষায় থাকি।
@Nar1981 Жыл бұрын
সত্যি অসাধারণ সুন্দর একজন মানুষ, সালাম সালাম হাজার সালাম।
@tarekaziz7097 Жыл бұрын
জাযাকাল্লাহ খাইরান প্রিয় sir অনেক সুন্দর কথা বোলছেন আপনি
@latifurrahman66092 жыл бұрын
ধন্যবাদ জনাব সলিমুল্লাহ সাহেব।
@shahajadaislam94442 жыл бұрын
অসম্ভব সুন্দর আলোচনা
@fedric2342 жыл бұрын
বাংলাদেশের হাতে গোণা ২/১ জন বুদ্ধিজীবী আলোচনা আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। সলিমুল্লাহ খান স্যারের বিশ্লেষণ শোনা সত্যিই আনন্দ দায়ক।সলিমুল্লাহ খান স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
@altrnatvthinker2 жыл бұрын
ইনি অর্ধেক ভুল বললেন আর আপনারা মুগ্ধ হন,আজভ বাতালিওন নিয়ে ভুল বললেন উনি, পুরো বিশ্লেষণ ভুল বলেছেন।আপ্নারা আরও অন্ধ না হয়ে পড়ুন ন ইএজ জানুন আরনিজে ভাবতে শিখুন নিজে এনালায়সিস করুন কি দিয়ে কি হয়েছে (আমি হাসিনার বালের দেশে থাকি না , আমি একজন ডাচ নাগরিক) ন্যাটো অনেক করেছে এই জুদ্ধ থামাতে ,পুতিন হচ্ছে এই হাসিনার মতো একটা ক্র্যাক খারাপ মশ্তিশকের লোক
@travelarbdvlog25392 жыл бұрын
ধন্যবাদ স্যার সুন্দর আলোচনা করার জন্য❤️
@shabib2 жыл бұрын
P
@basudebsarker5502 жыл бұрын
I personally salute to Mr. Salimullah sir, for giving congruent information. Really he is genius and has vast knowledge. He is not only an asset of Bangladesh also over the world.
Thanks to Prof Salimullah Khan for his brilliant analysis on any topic! Today's world all problems r creation of previous colonizers & their present leadership!
@mgmoula34102 жыл бұрын
ঞ
@mijanurrahman-mh6cz2 жыл бұрын
খুব সুন্দর গঠনমূলক আলোচনা।
@asadzaman51102 жыл бұрын
Very informative Beautiful discussion Thanks to Mr S.Khan
স্যার আমার খুব পছন্দের একজন মানুষ এবং সমসাময়িক বাংলাদেশের জন্য একটা রত্ম।
@tufazzolpardeshi70152 жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ কথা গুলো ভাই অসংখ্য ধন্যবাদ ভাই
@AliAhmed-xb7zs2 жыл бұрын
স্যারের, সুন্দর মতামত খুব ভাল লাগল। ধন্যবাদ, স্যার।
@joybangla95222 жыл бұрын
একটা মানুষ এত কিভাবে জানে। Salute Sir❤️❤️
@minhazmaruf44082 жыл бұрын
সেই আলোচনা!👌
@subhashizda2 жыл бұрын
একজন মানুষ এতটা কিভাবে জানতে পারেন!? মাশাআল্লাহ
@necropolis60522 жыл бұрын
উপস্থাপক যত মনযোগ দিয়ে কথা শুনছেন সেটা দেখলেই স্যারের ক্যারিজমা সম্পর্কে একটা ছোট্ট ধারণা পাওয়া যায়।
@mehediarefin35792 жыл бұрын
অনেক ধন্যবাদ স্যার ।
@md.riazrahmanovi51592 жыл бұрын
স্যার সত্যি একজন একসিলেন্ট মানুষ
@surdasmajumdar7432 жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ । ধন্যবাদ ।
@nousadalom78652 жыл бұрын
স্যার , ধন্যবাদ।
@ajgubi192 жыл бұрын
Respect! Such a knowledgeable person.
@md.rubayethossain8400 Жыл бұрын
স্যার, অনেক সুন্দর উপস্থাপন করেছেন। সত্যিসত্যিই অসাধারণ।
@subhradipdhar32702 жыл бұрын
Knowledge is reeking through at a high degree, respect & love from Kolkata
@ashanulmahbub83862 жыл бұрын
আমি শুধু স্যার এর দিকে তাকিয়ে থাকি, আমার কাছে মনে হয় আমি জিবন্ত কোন ইতিহাস দেখতে পাচ্চি, যে ইতিহাস কথা বলতে পারে
@moshiurkhan43602 жыл бұрын
Ovinondon Mr. Khan....
@JoyAmin6662 жыл бұрын
sir er kotha shunle khali shuntei iccha kore, mashaAllah desh er gorbo uni. koto guni ebong geyani ekjon manush, Allah sir ke shob shomoy shustho rakhun.
@molypola89792 жыл бұрын
Ma shaa Allah sundor alochona
@shahidurrahman64372 жыл бұрын
dear sir যেটুকু আলোচনা করেছেন ভালো হয়েছে। কিন্তু আলোচনার আওতায় Ukraine এ NATOর nuclear missile set up এর ইচ্ছা, আমেরিকার জীবাণু অস্ত্র গবেষণাগার set up, 1990 রাশিয়ার বিভাজন চুক্তি অমান্য , NATO extension বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া এ গুলো আসলে আরো ভালো হতো। well. Thanks.
@shahchowdhury6412 жыл бұрын
স্যারের শেষের বাক্যে আপনার এই প্রশ্নের উত্তর রয়েছে। "আমেরিকার উচিৎ রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে বসা এবং রাশিয়ার নূন্যতম চাহিদাকে পূরন করা। তা না হলে এ যুধ্য দীর্ঘস্থায়ী হবে।"
@tanvirahmed27422 жыл бұрын
এমন জ্ঞানী মানুষ দিয়ে টক শো করালে অবশ্যই আরও সময় নিয়ে তারপর অনুষ্ঠান করবেন। এতো অল্প সময়ের ক্ষুধা মিটে না....
@ehsanrumy57602 жыл бұрын
The analysis is prudent and perfect.
@rajusheik25642 жыл бұрын
অনেক সুন্দর আলোচনা
@aminulislam-sg8xn Жыл бұрын
স্যারকে ধন্যবাদ, সত্যিকার অর্থেই এই যুদ্ধের ফলে অনেক দে-শ চাচ্ছে অশ্রের দিক দিয়ে শক্তিশালী হতে হবে, এটা কি পৃথিবীতে শান্তি আনতে পারবে ? কখনো না। কাজেই আমরা যুদ্ধ চাই না, যারা যুদ্ধবাজ আল্লাহ তাদেরকে যুদ্ধের দিক থেকে ফিরিয়ে দিন নতুবা ধ্বংশ করে দিন।
@zonayedhossain23522 жыл бұрын
Nobody can talk when Dr. Salimullah Khan is talking. That's why I am fan of him.