Рет қаралды 65,408
থিম সং সদস্য সম্মেলন ২০২৪ | ইসলামী ছাত্রশিবির | Central Member Conference 2024 | Chhatrashibir
======লিরিক্স=======
আজ সময় এসেছে সাজাতে হবে এই দ্বীনের বাগান
শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ ||
কত ফুল গুলো ঝরে গেছে শাহাদাতে
তবু মূল গুলো মরেনি তো অপঘাতে ||
মোরা আসহাবে রাসুলের জিন্দেগানির সাজে
গড়ে তুলি শহীদ সোপান |||
-======= ঐ======= -
সত্যের সংগ্রামে আমরাই চিরদিন
মুক্তির আলো হয়ে জ্বলবো
আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে
সাম্য ন্যায়ের কথা বলবো ||
শত জুলুম দহনে পোড়া এ আগুনে
মোরা জান্নাতি ফুল গুনি সে বাগানে ||
ছুটি জীবনের বিনিময়ে করতে খরিদ শুধু
রাশেদার দীপ্ত ঈমান |||
====ঐ===== -
পূণ্যভূমি এই স্বাধীন সোনার দেশ
সম্প্রীতির এক উপমা
করবো নতুন করে জঞ্জাল দূর করে
ব্যর্থ বিফল হতে দেব না ||
শত ষড়যন্ত্রের বাঁধা পায়ে দোলে
এই বুকের জমিনে রণসুর তুলে ||
এসো দেশপ্রেম প্রানগুলো এই কাফেলার সাথে
গড়ে তুলি সংগঠন ||||
=======ঐ====== -
বিগত ৩১ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৪ এর সংক্ষিপ্ত ডকুমেন্টরি। ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে এবারের সম্মেলন সংগীত।
প্রতিবছরের ন্যায় এবারও কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
তবে এবারের আয়োজন ছিল ভিন্ন মাত্রার। আল্লাহর একান্ত মেহেরবানীতে ২০০৯ সালের পর এবার সদস্যদের নিয়ে উন্মুক্ত ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের মধ্য দিয়ে সংগঠন পেয়েছে নতুন রাহবার
মূল ভিডিও লিংকঃ • কেন্দ্রীয় সদস্য সম্মেল...
Official Website: www.shibir.org...
Official KZbin Channel: / @islamichhatrashibir
#CMC24 #Chhatrashibir #সিএমসি #ছাত্রশিবির