লাখে একটা এমন অনুষ্ঠান। শিল্পীরা অসাধারণ সাহস জুগিয়েছেন সাথে গলা মিলিয়ে । স্যালুট জানাই এই সব শিল্পীদের
@nyumuddin56842 жыл бұрын
ঐ
@nazrulislambadal66972 жыл бұрын
হুসাইন মোহাম্মদ এরশাদ আসলেই একজন মানবিক মানুষ-একজন আবেগপ্রবণ প্রেসিডেন্ট।সোজাকথা না,গান শুনেই উনার অশ্রু নেমে এলো। আগেও একটা ছোটদের অনুষ্টানে ঈশিতার ফালানী চরিত্রের অভিনয় দেখে তাঁর চোখে অশ্রুর বন্যা নেমেছিলো। ভালো থাকুক এ মানবিক মানুষটি।আল্লাহপাক উনাকে জান্নাত নসীব করুন।
@hafijurrahoman6357 Жыл бұрын
❤❤❤❤❤❤ আমিন।
@KrishnaSharma-hr4uu Жыл бұрын
ওনার চোখের সমস্যা ছিল 😅😅😅
@khandakarfarming Жыл бұрын
Amin
@SifatHasan-tl4np10 ай бұрын
Amin
@Rony-p1r7 ай бұрын
তিনি রোমান্টিক আছেন ❤❤❤
@amzadhossain2022 Жыл бұрын
বাংলাদেশ যত গানের অনুষ্ঠান হয়েছে এটাই সেরা কারন এখানে বাংলাদেশের সব তারকাদের দেখা গেছে। এমন আর হবে না।এরশাদ যে কত ভালো আবেগ প্রবন মানুষ এই শো দেখলে সবাই বুজবে।২০২৩ সালে এসে দেখলাম আজ অনেকেই বেচে নেই আমাদের মাঝে। সবাই ভালো থাকুন এই দোয়া রইলো।
@kawsaralam2159 Жыл бұрын
কনকচাপা-আনোয়ার,সোয়াগ-সুবীর এর দ্বৈত উপস্থাপনা সত্যিই প্রান ভরে গেছে।
@rs1015official-ib5yl8 ай бұрын
কনকচাঁপা -আনোয়ার প্রথম পুরুষকার পাওয়া উচিৎ ছিল আমি মনে করি
@mdburhan69482 жыл бұрын
আমি বিগত ৫বছর দরে ইউটিউব দেখে আসছি কিন্তু আজ আমি ভিষণ অবাক হলাম এমন একটি অনুষ্ঠান আমার চোখে পড়েনি কেনো আজ আমার অনেক ভালো লেগেছে পুরো অনুষ্ঠান টি আমি শুরু থেকে শেষ পর্যনত দেখলাম এতো ভালো লেগেছে যে সে-ই অনুভূতি টুকো বলে ভাষায় প্রকাস করা যাবেনা আর একটা কথা না বললেই নয় সে সকল ম্যাজিক তিন চাকার শিল্পী ভাইদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমার প্রিয় চ্যানেল ATN Bangla কতৃপক্ষ কেও জানায় আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি
@ziadulislam26 Жыл бұрын
মনছুয়ে গেলো
@mdnaeemislamnahid39779 ай бұрын
সেম
@nurulkorim1755 ай бұрын
সত্যি মনোমুগ্ধকর অনুষ্ঠান, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং গান শুনে এতোটা আবেগ আবল্ত হয়েছি নিজের অজান্তে চোখের কোনাই পানি চলে আসছে শুধু তাদের প্রতিভা দেখে সবার জন্য শুভ কামনা রইলো।
@mmsahidulislamrafin58712 жыл бұрын
এরশাদ কাকাকে ভীষণ মিস করছি, কতইনা সরল স্বভাবের মোমের মত মন তার,চোখের জলেই তার প্রমান। ভালো থাকবেন আল্লাহর কাছে,আমীন।
@proactivegmail2 жыл бұрын
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন
@sahabulislam17932 жыл бұрын
Amin
@habibullah-ee2ph2 жыл бұрын
Amen 🙏
@sohelhossain6052 жыл бұрын
আমিন
@mdshahidulhoque87682 жыл бұрын
মুসলিম বিদ্বেষী ভারতীয় দালালেরা ষড়যন্ত্রের কুফল হল এরশাদের পতনের একমাত্র কারণ।
@manojkumarkarar21462 жыл бұрын
সোহাগ ও সুবীর নন্দী মহাশয়ের দ্বৈত সংগীত মন ছুঁয়ে গেল। আনন্দ অশ্রু ধরে রাখতে পারলাম না। ATN Banglar অসাধারণ উদ্দ্যোগ। ভারতবর্ষের পশ্চিম বঙ্গ রাজ্য থেকে সোহাগ কে অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানালাম।
@MizanmiaMizanmia-c5d Жыл бұрын
❤
@afmfaruque9031 Жыл бұрын
যথার্থ বলেছেন! প্রয়াত সুবীর নন্দীর প্রতিটি গানই মন ছুঁয়ে যাওয়া। তাঁর স্মৃতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা।
@prasenjitroy2579 ай бұрын
সুবীর নন্দীর বিকল্প আর আমাদের দেশে সৃষ্টি হবে না
@srupdate2463 Жыл бұрын
সোহাগ ও সুবীর নন্দীর একসাথে গাওয়া গানটি হৃদয় ছুঁয়ে গেলো।
@mdshadat6024 Жыл бұрын
আগামী প্রজন্মের জন্য কমেন্ট করে রেখে গেলাম এই অনুষ্ঠান অনেক জনপ্রিয় ছিল। এগুলো দেখলে মন ও হৃদয় ছুয়ে যায়।আজীবন এই অনুষ্ঠান বেচে থাকবে। old is gold...
@rinarina70004 ай бұрын
আসসালামু আলাইকুম,, শুরু তে মাফ চেয়ে নিচ্ছি..... এই প্রোগ্রাম টা ২০০৮ সালে মে মাসে । অডিশন শুরু হয়। শিশির বিন্দু প্রোডাকশন হাউস থেকে।। পরিচালক শিশির সালমান এর । যেটা শুরু থেকে ফাইনাল রাউন্ড পর্যন্ত । শিশির সালমান প্রচুর জার্নি করে । বাট যতটা পরিসরম করে সে ততটা সম্মান তাকে করা হয় না 😢
@dutchbanglabank8312 жыл бұрын
অনেক গভীর রাত হয়ে গেছে,,, তবুও অনুসঠানটা দেখছি,,কিছু তেই নিজে কন্ট্রোল করতে পারছি না.... সাথে বিভিন্ন অংগনের তারার মেলা,, কার না,, ভালো লাগে এমন শো.... সবাইকে অনেক অনেক ধন্যবাদ.....
@sumayakashfi910 Жыл бұрын
আমি ও 🙂
@skshadhinsabbirsabbir96332 жыл бұрын
আনোয়ার চাচা ও কনকচাঁপা ম্যামের যৌথ পরিবেশনায় গানটি অসম্ভব সুন্দর হয়েছে,,, পাশাপাশি সুবীর নন্দী স্যার ও সোহাগের গানটিও চমৎকার লাগছিল,,,, ২টি গানই আমার খুব প্রিয়,,,,
@yeasinmirza32002 жыл бұрын
সবচেয়ে হৃদয় কেড়ে নিলো ভাই সোহাগ।
@tofazzulhossen1732 жыл бұрын
Ki osadharan potiva re vai sohager....selut vai toke.....
@kawsaralam2159 Жыл бұрын
দারিদ্রতার করাল গ্রাসে আবর্তিত পরিচয়হীন সুপ্ত প্রতিভা গুলোকে বিশ্বদরবারে পরিচয়ের আলোকে আনার জন্য ATN bangla কে অনেক অনেক ধন্যবাদ। অবসরপ্রাপ্ত শিক্ষক কাওছার আলম, পশ্চিমবঙ্গ,ভারত।
@Habib_78811 ай бұрын
২০২৪ সালে এসে এই অনুষ্ঠানটি কে কে দেখেছেন তার আমাকে লাইক দিয়ে মনে করিয়ে দিবেন।আমিও আবার দেখবো
@Md.Raju-de6nu8 ай бұрын
অসাধারণ আগের গানের সুর গুলো যে এত সুন্দর গানের কথাগুলো ❤
@mdrejaulkarim80578 ай бұрын
আমিও আছি
@Habib_7887 ай бұрын
@@mdrejaulkarim8057 ধন্যবাদ ভাই
@MdFalan-ld4ty7 ай бұрын
❤🖐️
@mohiuddinmohin77177 ай бұрын
ভাই, এই অনুষ্ঠান দেখতে গিয়ে রাতের ঘুম শেষ আজকে, আপনি আবারও দেখবেন তো🥰
@mdtorikulislam80692 жыл бұрын
সোহাগের গান শুনে আশ্চর্য হয়ে গেলাম, অনেক সুন্দর প্রতিভা আছে সোহাগের গানের মধ্যে,,,
@pkhalder70962 жыл бұрын
ঠিক কথা বলেছেন, সত্যি খুব অসাধারণ ছিল।
@mdimranhossain692 жыл бұрын
Right ▶️▶️▶️ vhai
@md.moniruzzaman3658 Жыл бұрын
Right..😢😢😢😢
@MerajGazi-x8l8 ай бұрын
❤ 18:27
@SaifulIslam-pz4rj Жыл бұрын
আসিফ ভাই শুরু থেকেই খুব উপভোগ করছে।।দারুন লাগছে ভাইকে।খুব মজার একজন শিল্পী। তার সব গানই আমার ভালো লাগে।প্রতিদিন এখনও তার গান শুনি ১ টা হলেও।২০২৩ এসে কমেন্ট করে গেলাম।
@mdshoagmizi27152 жыл бұрын
আমার চোখে পানি চলে এলো কতো গুনি মানুষ গুলো আমাদের মাজে নেই,,,,এরশাদ চাচা,সাদেক হোসেন খোকা স্যার,,, সুবীর নন্দী স্যার,,আরো অনেকে আমাদের মাজে নেই,,,খুব ভালো লাগলো এই অনুষ্ঠান টা,,,আমার দেখা সেরা অনুষ্ঠান এইটা,,,
@SohelRana-pn5xy2 жыл бұрын
এরশাদ চাচা, সাদেক হোসেন খোকা, সূবীর নন্দি অনেক বেশি মিস করি
@mdemamhossin39712 жыл бұрын
এই ৩ জনকে অনেক মিস করি আল্লাহ যেন তাদের পরপারে ভালো রাখে।
@mdanowarhossain6385 Жыл бұрын
2023 সালে এসে অনুষ্ঠানটি দেখলাম বাংলাদেশের সব দলের লোক গুলো কত সুন্দর ভাবে উপভোগ করছে এখন কি আবার এরকম করা সম্ভব হয় না এগুলো স্মৃতি এখনতো অনলাইন যোগ মানুষ দেখবে হয়তো যতদিন পৃথিবী থাকবে সবাই আবার একত্র হয়ে যাক এই কামনা রইল ধন্যবাদ এটিএন টিভি
@nayeemmiamia176 Жыл бұрын
সত্যি অসাধারণ এবং তুলনাহীন একটা অনুষ্ঠান ছিল , সবার উপস্থিতি দেখে খুব ভালো লাগলো , বিশেষ করে রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ , ওনাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি , এবং যারা গান গাইতে এসেছেন খেটে খাওয়া মানুষগুলো , তাদের সকলের জীবনের সফলতা কামনা করি ,
@nadimrahman95742 жыл бұрын
কোন এক সময় “কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি যানতে” গানটা শুনলেই চোখে পানি এসে যেতে, এখন আর আসে না, তবে আজ এই অনুষ্ঠানের গুন শুনে অনেকের কান্না দেখে আমারও সেই আগের মতো হলো। গানটির মধ্যে অনেক বাস্তবতার মিল আছে।
@mdsrahitv46212 жыл бұрын
একটা সময় আমি প্রতিদিন ১ হলেও শুনতাম ভাইয়া
@shobujsathi75452 жыл бұрын
সব শিল্পীদের নাচ অসাধারন ছিল, সেই মূহুর্ত, সেরা আয়োজন ছিল।
@mahibulislam7982 жыл бұрын
এক মঞ্চেই আওয়ামী লীগ,বিএনপি, জাতীয় পার্টি একসাথে,,দেখে মোটামুটি ভালোই লাগছে।❤️❤️❤️২২ সালে আইসা প্রথম দেখতেছি
@mdshaju77662 жыл бұрын
আগে ও অনেক বার দেখেছি তবে এখন বেশি ভালো লাগছে ০৮/০৯/২০২২
@mdabdulmaleksarkar401 Жыл бұрын
@@mdshaju7766 I’m going নন
@RuhulAmin-uj4cr Жыл бұрын
বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ম্যাজিক "তিন চাকার তারকা"। বাংলাদেশে অনেক সময় অনেক গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে কিন্তু এটার মতো একটাও হয়নি আমি নিঃসন্দেহে বলতে পারি। সেই ২০০৮ সালের প্রায় এক যুগ আগের এখনো শুনলে মন কেড়ে নেয়। যতদুর মনে পড়ে ৫ম বা ৬ষ্ঠ শ্রেনীতে পড়তাম, গ্রামে সবার ঘরে ডিসের চ্যানেল ছিলো না, বাজারে গিয়ে একটি চায়ের দোকানে এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়েছিলো, এখনো আমার মনে পড়ে। বর্তমান প্রজন্মের কিছু পাগল ছাগল শিল্পীর চেয়ে তাদের কণ্ঠের তুলনা হয় না।
@RimonHosen-ko2zr Жыл бұрын
হ ভাই আমিও দেখছি
@khkuribulislamkakonstudent5860 Жыл бұрын
তারকাদের মধ্যে তারকা হওয়ার কতটা তৃপ্তি এদের গানের মাধ্যেমের তা প্রকাশ পায়। কতটা সুন্দর উপস্থাপন।
@mohammadsharif19292 жыл бұрын
সোহাগ+ সুবীর নন্দী জুটি অসাধারণ ছিলো।
@abutaleb83712 жыл бұрын
প্রেসিডেন্ট হোসেন মোঃ এরসাদ সফল একজন রাষ্ট্র নায়ক ছিলেন। সেই সাথে তিনি একজন সাদা মনের মানুষ। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের স্বাচ্ছন্দ্য ময় স্থান দান করুন আমিন।।
@habibinuruddin45366 ай бұрын
ameen
@Mental932 жыл бұрын
আবেগে হারিয়ে গিয়েছিলাম এই পুরো অনুষ্ঠান দেখে।তাদের হৃদয় দিয়ে গাওয়া গান।।
@lovluhusen577210 ай бұрын
10/2/2024 দেখলাম ভালো লাগলো ❤❤❤❤ হুসাইন মোহাম্মদ এরসাদ এর আত্মার মাগফিরাত কামনা করছি
@basubasu5366 Жыл бұрын
বাংলাদেশের ইতিহাসে এই রকম অনুষ্ঠান আর কখনো হবে না। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এটিএন বাংলাকে এতো সুন্দর অনুষ্ঠান করার জন্য। সুবীর নন্দী স্যারের দ্বৈত গানটি সেরা মনে হয়েছে।
@mojibsaeed89612 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ AR T V কে অসাধারণ খুব সুন্দর ভালো লাগলো কি বলবো ভাষা খুঁজে পাই না এতো সুন্দর চিন্তা ভাবনা, গরিব মানুষের জন্য মন খোলা আনন্দ তিন চাকা অনুষ্ঠান খুব ভালো খুব ভালো, অনেক ধন্যবাদ গরিবের আনন্দ।।( আর,টি বি কে, অনেক অনেক ধন্যবাদ।।
@emamulislam35502 жыл бұрын
সাবলিল ভাষায় উপস্থাপন, কোনো জুকারি নাই,নাই কোনো জড়তা।ধন্যবাদ আসাদুজ্জামান নুর স্যার কে
@neonlights49372 жыл бұрын
Because he’s one ☝️ and only Noor sir.
@sayedarahman64072 жыл бұрын
@@neonlights4937 ,.. Mm. okkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk P7.
@neonlights49372 жыл бұрын
@@sayedarahman6407 ????
@rajeshkumardas5272 жыл бұрын
ভুল বিচারক
@rinarina70004 ай бұрын
এই ধন্যবাদ টুকু তো পরিচালক শিশির সালমান পায় তাই না বা । শিশির বিন্দু প্রোডাকশন হাউস তাই নয় কি????
@Hannan3202 жыл бұрын
বাংলায় কতো স্মৃতি কত আবেগ ময় গান গুলো,, সত্যি খুব ভালো লাগলো যে বড় বড় শিল্পী রাও কতো উৎসাহ দিলো,,,সত্যি ওই অভাক হওয়ার বিষয়,,এই অনুষ্ঠান আমি প্রথম দেখলাম 🥰🥰🥰
@MdManik-us3yk Жыл бұрын
আমাদের পুরানু গান গুল এবাবে বছে থাক
@shahinalam2347 Жыл бұрын
Same to you brother, just told him wonderful and together relationship just beautiful moment
@pkatikjr446011 ай бұрын
নতুন বছরে ২০২৪ এ দেখলাম, এত সুন্দর একটা অনুষ্ঠান এতো দেরিতে দেখলাম 😔,, এখানে অনেকেই আজ বেচে নেই,, মাটির মানুষ হুসাইন মোহাম্মদ এরশাদ আসলেই মাটির মানুষ ❤️
@Roy-gv3sh Жыл бұрын
2023 সালে এসে যখন প্রোগ্রামটা দেখতেছি, এর মাঝে আমাদের ছেড়ে চলে গেছে অনেক গুনী মানুষ😞 এই শো টা মূলত দেখার সুবীর নন্দী স্যার সোহাগের গাওয়া গানটি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা যদি তুমি জানতে। গানটা শুনে হৃদয় ছুঁয়ে যায়। অনেক অনেক ভালো গেয়েছেন।❤
@shuvomia91642 жыл бұрын
কনকচাঁপা আপু তোমার যেমন হাসি তেমন সুর মাশাল্লাহ
@MdArafat-jt8cu Жыл бұрын
কনকচাঁপা আনটি গান সত্যি অসাধারণ❤❤❤❤❤❤
@hellobangladesh50382 жыл бұрын
বাহ যেমন উপস্থাপনা তেমনি শিল্পী তেমনি গান সব মিলিয়ে এক আনন্দময় মুহূর্ত ছিল সত্যিই অসাধারণ লেগেছে ধন্যবাদ সবাইকে ❤️❤️
@MerajGazi-x8l8 ай бұрын
❤ 1:57
@rabiulislamakash17152 жыл бұрын
বাংলাদেশের এক মাএ অনুষ্ঠান যে শো তে বাংলার সব শিল্পী এক জায়গায় হয়েছে, বিশেষ করে যে সুবীর নন্দীর গাওয়া কত যে তোমাকে ভেসেছি ভালো সত্যি অসাধারন হয়ছে?
@জাতীয়পার্টি-গ৬প10 ай бұрын
সুন্দর লেগেছে এই তিন চাকা অনুষ্ঠান কি অনেক সময় শেষ পর্যন্ত দেখিলাম সত্যিই অসাধারণ গান গুলো সুন্দর করিয়া গেছেন। পুরানো গান।। ❤❤❤❤
@mdshaheenhossen9931 Жыл бұрын
একটা অসাধারণ সুন্দর অনুষ্ঠান দেখলাম। একবারের জন্যও অন্য মনস্ক হইনি। সোহাগের গানটা আগে শুনলেও পুরো অনুষ্ঠানটা দেখা হয়নি। এরকম অনুষ্ঠান আরো আয়োজন করা উচিত। দেশের প্রথিতযশা শিল্পীরা যেভাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করলেন এটা সত্যিই প্রগ্রামটিতে আলাদা মাত্রা যোগ করেছে
@mrimmoyr22992 жыл бұрын
এত সুন্দর অনুষ্ঠান আর এমন দরদী কন্ঠ বর্তমান সময়ে খুঁজে পাওয়া দুষ্কর ❤❤❤ ধন্যবাদ এ অনুষ্ঠানের সাথে জড়িত সকলকে❤❤
@nicemelody33142 жыл бұрын
এই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দ দায়ক একটি অনুষ্ঠান, এটি একটি অনেক বড় বড় শিল্পীদের মিলন মেলা এবং এটি একটি আনন্দে চোখ ভেজাবার অনুষ্ঠান এমনকি অতি দঃখেরও একটি অনুষ্ঠান। আমারতো মনে হয় মাত্র কয়েক বছর আগে এই অনুষ্ঠানটি হয়েছে কিন্তু এরিমধ্যে অনেক গুনি মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তাই মনের অজান্তে চোখ ভিজে যায়।আল্লাহপাক যেন সকলকে বেহেশতে রাখেন এই প্রার্থনা করে শেষ করছি।অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে।
@pradipkar26852 жыл бұрын
অসাধারণ,মন ভরে যাওয়া একটা অনুষ্ঠান। বহুদিন মনে গেঁথে থাকবে 🍁💝
@frsaifshuvo Жыл бұрын
এরশাদ স্যার একজন ভালো মনের মানুষ আমার প্রিয় গায়িকা কনক চাপা
@motalibhossain1338 Жыл бұрын
সাদেক হোসেন খোকা স্যার এবং পল্লী বন্ধু এরশাদ সাহেব কে দেখে সত্যিই মন টা কেঁদে উঠলো 😥😥😥😭😭
@MDSUMON-cv2yn Жыл бұрын
আসলে ভাই, কতটা সাধারণ জীবনযাপন তারা, খুব ভালো লাগলো তাদের দেখে
@moreumkhatun40432 жыл бұрын
চমৎকার একটা অনুষ্ঠান। অসাধারণ লাগলো।অনেক উপভোগ করলাম। অনেক বড়ো বড়ো শিল্পীদের মিলন মেলা দেখেই মনটা ভরে গেলো।
@sukeshmalakar94692 жыл бұрын
অসাধারণ কথা সুর ও আবেগ ভরা কণ্ঠ। 🔥🔥🔥💖💖💖🔥🔥 ভারত থেকে। সোহাগের প্রতি 👌💯
@bidduthkumarbidus7472 жыл бұрын
সোহাগের মত ট্যালেন্ট আমাদেরও আছে ভাবতেই ভালো লাগে। সম্পূর্ণ অনুষ্ঠানটি চমৎকার লেগেছে
@rahimakhatun2273 Жыл бұрын
রাত্রি ১:৪৭ অসাধারণ অসাধারণ এই গানের আড্ডা 💙 থাকব না আমি,কেউই থাকবে না একটা সময়,, এই নতুন প্রজন্মের কাছে গান একই রূপে থাকবে এটাই স্বপ্ন দেখি 💙 অসংখ্য শুকরিয়া ভালবাসা ও কৃতজ্ঞতা এই শিল্পীদের প্রতি যারা নিরলস প্রচেষ্টায় আমাদের আত্মার খোরাক যুগিয়ে যাচ্ছেন 💙💙
@funnyfactsbd2million Жыл бұрын
জি,আসসালামু আলাইকুম আপ্পি আমার বয়স ১৭+ এত ছোট হয়েও আগের দিন গুলো পিল করতে পারছি কতইনা সুন্দর ছিল আগের দিন এই গান আর আসবেনা আর কেউ আসবেওনা ওদের মত😢😢
@jannatulmawa9440 Жыл бұрын
আজ ০১-০৫-২০২৩ রাত ৩ টায় অনুষ্ঠান টি দেখছি।হুসাইন মোহাম্মদ এরশাদ কাকা সত্যি ই মাটির মানুষ ছিলেন।
@emhasan7388 Жыл бұрын
অনেক রাত হওয়ার পরে ভিডিওটা আসে দেখতে দেখতে শেষ পর্যন্ত উপভোগ করেছি সত্যি সত্যি মন মুগ্ধ করার মত একটা অনুষ্ঠান মন ভালো হয়ে গেল ।।
@maababamaababamaa001maabab22 жыл бұрын
অনেক খুজেছি ভাই এই পুরো এপিসোড দেওয়ায় আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি👍👍👍❤️❤️❤👍👍👍
@mrmanik41732 жыл бұрын
"তিন চাকার তারকা" অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আবহমান কালের স্রোতে ভেসে আসা জনপ্রিয় গান গুলোই প্রতিযোগীদের কণ্ঠে উঠে এসেছে এখানে। এই জাতীয় গান গুলো আমার খুবই প্রিয় গান। হৃদয় ছুঁয়ে যাওয়া এই গান সমূহ যেমন আনন্দ দিয়েছে ঠিক তেমনি আবেগে অশ্রুসজল করে তুলেছে আমাদের চোখকে😭 যা ইতোমধ্যে ক্যামেরা বন্দী হয়ে গেছে। আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি - এটিন চ্যানেল, স্কয়ার কোম্পানী এবং সংশ্লিষ্ট সকলকে🌹💜🌹🤎🌹💚🌹💛🌹💙🌹❤️
@zakirmahumad Жыл бұрын
P L
@MisBithei Жыл бұрын
000
@MerajGazi-x8l8 ай бұрын
❤
@MehediIslam01. Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলাকে এত সুন্দর আয়োজন করার জন্য ❤
@golamrabbani.offical288 Жыл бұрын
২০২৩ সালে এসেও অনুষ্ঠানটির মুগ্ধতা কমেনি!আসলেই সুন্দর ছিলো সোহাগ ❤️
@mohammadshakil52202 жыл бұрын
আহা কতো সুন্দর ছিলো সেই দিনগুলো যেখানে উপস্থিত ছিলেন রাস্টপতি এইচ এম এরশাদ এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদি স্যার, সুবিরনন্দি,আসিফ আকবর এবং আসাদুজ্জামান নুর স্যারের উপস্থাপনা এরকম হয়তো আর কোনোদিন হবে না
@faridabegum59292 жыл бұрын
. u
@bogurarcele21032 жыл бұрын
ওমর আলীর নং চাই,দয়া করে দিবেন,,,,
@TrueSeeker2 жыл бұрын
Right
@mdshiponrana93932 жыл бұрын
ওমর আলী চাচা আপনার পেছনের দিক গুলো অসাধারণ ! উনার গানে শ্রদ্ধীয় খুরশীদ আলম স্যার, শুবীরনন্দি স্যার,আসিফ ভাই সহ সকল জ্ঞানী গুনির একসাথে নাচের দৃশ্য অসাধারণ ছিলো! আর সকলেই অনেক ভালো গেয়েছেন। বারবার দেখতে মন চায় এধরনের অনুষ্ঠান।🌷🌷💝💝
@KamrulIslam-um5us2 жыл бұрын
অসাধারণ এক ইভেন্ট ছিল,,,,তার সাথে সব জ্ঞানী, গুনী,,,রাজনৈতিক কিংবদন্তি , সাধারণ মানুষ এক মঞ্চে,,, সত্যি খুব ভালো লাগছে,,,,
@ranarsblog668010 ай бұрын
হুসেইন মুহম্মদ এরশাদ কে আল্লাহ্ জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন
@sanjitmondal9881 Жыл бұрын
ভারত থেকে দেখছি ২০২৩ সালে শেষে । অসাধারণ উদ্যোগ । অনুষ্ঠানটি যিনি পরিচালনা করছেন অসাধারণ । খুবই ভালো লেগেছে সবাইকে ।
@rinarina70004 ай бұрын
শিশির বিন্দু প্রোডাকশন হাউস থেকে পরিচালক শিশির সালমান । পরিচালনা করছেন। ধন্যবাদ
@nittanandadas24532 жыл бұрын
এই অনুষ্ঠানে উপস্থিত সবাই কে ধন্যবাদ, এবং সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপন করেছে,জনাব, আসাদুজ্জামান নূর। আমি প্রায় সময়ই অনুষ্ঠানটি দেখি, কারণ ঐ সময় দর্শক আসনে যাহারা ছিলেন, উনাদের মধ্যে অনেক জনকে আমরা হারিয়েছে, উনাদের আত্মা পরম ধাম প্রাপ্তি হউক কামনা করি। যারা আছেন আপনারা দীর্ঘ জীবি লাভ করুন পরম করুনা ময়ের নিকট প্রার্থনা করি।
@swaravdas48122 жыл бұрын
আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা 😍😍😍
@premdormo93392 жыл бұрын
অনেক ভালো একটা অনুষ্ঠান ছিল। এবং এই শো টা পূর্ণরায় চালু হোক! এতে দেশের আনাচেকানাচে পরে থাকা তারকা রা উঠে আসবে। চ্যানেল কতৃপক্ষের কাছে অনুরোধ রইল❤️❤️🙏🙏🙏🙏
@bogurarcele21032 жыл бұрын
ওমর আলী ভাইয়ের নং চাই,,,,দিবেন কি?
@mdsharifulislam44322 жыл бұрын
এইসব অনুষ্ঠান মানুষের মনের কথা বলে এবং শুনলে মন ভরে যায় কি অসাধারণ গান
@uddinmuslem79672 жыл бұрын
মন মাতানো তিন চাকা তারাকা অনুস্টান টি আবারো চালু করার জন্য সবিনয়ে আবেদন করছি।
@prasenjitroy2579 ай бұрын
উদ্যোগ নেয়ার মত এবং পরিচালনা করার মত লোকের অভাব। যারা জড়িত ছিল তাদের অনেকেই জীবিত নাই তাই এইরকম অনুষ্ঠান করা আর সম্ভব না।
@awalhosenjibon2 жыл бұрын
কী সুন্দর অনুষ্ঠান। বাকি জীবনে এই রকম অনুষ্ঠান আর হবে না।
@rinarina70004 ай бұрын
যি ভাই আর হবে না । কারন আমার হাসবেন্ড আর বানায় নি । তাই আর হয় নি
@awalhosenjibon3 ай бұрын
@@rinarina7000 আপনার হাজব্যান্ড কে?
@KAJOL_95Ай бұрын
আমি একদিন থাকবো না কিন্তু আমার কমেন্ট পড়বে আমার পরের প্রজন্ম....... তাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই.... এবং হযরত মোহাম্মদ (সা:) আল্লাহর বান্দা ও রাসুল........ [ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) ]
@amsetu799111 ай бұрын
তিন চাকার অনুষ্ঠান টি যে ধরনের রাজনৈতিক নেতাদের আগমন তা প্রমাণ করে অসাধারণ।
@mdalimran71592 жыл бұрын
আমার কাছে সোহাগ বেষ্ট। সোহাগের আগামীর জন্য শুভকামনা।
@shamimahmed43162 жыл бұрын
আমার জীবনের শ্রেষ্ট সংগীতাজন। অসাধারণ গায়কী ❤️❤️❤️
@mdsuyaibbinabdussalam79572 жыл бұрын
২০২২ এ এসে এসব গানের অনুষ্ঠান দেখে মনে হচ্ছে আগের দিনগুলা কতই না সুন্দর ছিলো,,,আর এই প্রতিযোগীদের নিয়ে কি বলবো,,,অসাধারণ,, আমি মূলত তোমাকে লেগেছে এতযে ভালো এই গানটি ফেসবুকে দেখে ইউটিউবে খুঁজতে এসে পেয়ে গেলাম,,,আনোয়ান চাচার সোহাগ ভাইয়ের প্রথম যে শিল্পীটা গান গাইলো তার গানগুলা অসাধারণ ছিলো👌👌👌👌💕💕💕💕
@Mofizul.2218.English11 ай бұрын
প্রিয় শাহানা আমি তোমাকে আজীবন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন কোনোভাবে ভুলতে পারবো না। কেউ কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবারো গানটি শুনবো,,,,মফিজুল।
@muhammadsarif610010 ай бұрын
Sahana k vai
@masummbs629210 ай бұрын
ভাই জানিনা কমেন্টটি দেখছেন কিনা? প্রত্যেক প্রেমিকেরই একজন শাহানা থাকে,যাকে বুকের রক্ত খাবার হিসাবে দিয়ে অন্তরেই পুষে রাখেন।
@jamalhossain3526Ай бұрын
😢😢😢😢
@chyafrin Жыл бұрын
অনেক সুন্দর, অসাধারণ একটি, অনুষ্ঠান, মাস আল্লাহ, গান, মানুষের, মনে,একটা আনন্দের, অংশ বি্শ,শ্বতাপদ্বি, থাকবে
@emranjess35542 жыл бұрын
সৃতিচারণ, বাংলার ইতিহাসে এই পরিবেশে আর কোন দিনও সম্ভব হবে না,,,আমাদের মাঝ থেকে অনেকেই হারিয়ে গিয়েছেন ,, আবার অনেকেই অভিমানের সাগরে ডুবে আছে,,,তবুও বলবো সবাই ভাল থাকুক,,,,আমি ব্যক্তিগতভাবে চাইবো বাংলাদেশ আবার সুখে শান্তিতে ভরে উঠুক।হিংসা আমরা চায় না,চাই একটু শান্তি।আসুন আমরা দেশকে মন থেকেই ভালবাসি,,,,,,,এবং বুকে হাত রেখে বলি,,,ভালবাসি বাংলাদেশ, ভালোবাসি বাংলা মা কে।
@saikatsarkar62522 жыл бұрын
বাহ্ কি চমৎকার।আসলে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে যে শিল্পীদের পরিবেশনা দেখি তাদের থেকে বেশি সুরেলা বৈ কম নয়।অসাধারণ। এই অনুষ্ঠান গুলো আবার অ্যারেন্জ করা হোক।
@মেট্রিকফেলডাক্তার2 жыл бұрын
অন্তত এই আওয়ামী লীগ সরকারের আমলে সেটা সম্ভব নয়,,, কারন সিন্ডিকেট আওয়ামী লীগে কখনোই সবার সাথে মিলে মিশে চলতে পারে না,,
@Alam_Anwar2 жыл бұрын
আজ একযুগ পর আবার অনুষ্ঠানটা দেখতেছি,দেশের অসংখ্য গুণীজন একসাথে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার✌️
@MominMia-h1f9 ай бұрын
Unparalleled brilliant singer subir nandi dada unique voice famous in world ❤❤❤❤❤❤
@abdulhashim3074 Жыл бұрын
I’m really lost my words. It’s one of the best ever show I’ve watched and enjoyed. Specially all the best singers and very high profile people in one place. It’s amazing. And I really miss those people who are not with us anymore.
@prophet-mohammad2 жыл бұрын
কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে সুবীর নন্দী স্যার ❤
@mdshifatullah56182 жыл бұрын
সত্যি গানটা আমার প্রিয় একটি গান
@jannatulmaoa206211 ай бұрын
🎉 বারবার দেখি ততই ভালো লাগছে
@jannatulmaoa206211 ай бұрын
সত্যি গান গুলো আমার অনেক ভালো লাগলো
@prophet-mohammad11 ай бұрын
@@jannatulmaoa2062 অথচ এই ভালো লাগার বিষয় গুলো ইসলাম নিষিদ্ধ করে রেখেছে একটু আওয়াজ হাসতেও মানা আল্লায় ভগবান গড মানুষের আনন্দ দেখতে পারেনা
@mrhsorkar67272 жыл бұрын
চমৎকার সাবলিল উপস্থাপনা নেই কোন ভাড়ামি লিজেন্ড আসাদুজ্জামান নূর স্যার
@5370SKS2 жыл бұрын
এরশাদ কাকাকে খুব মিস করছি, , ,
@SaddamHossain-nn8qn Жыл бұрын
অসাধারণ আয়োজন! অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাসহ সকল আয়োজকদেরকে...
@faysalfahim820Ай бұрын
পুরনো দিনের শিল্পীদের গান এত সুন্দর এত সুন্দর, যারা গাইলেন অসাধারণ হয়ছে ❤❤❤❤❤❤❤
@ibrahimkhalil65202 жыл бұрын
HD কোয়ালিটির ভিডিওটা বহুদিন খুঁজেছি কিন্তু পায় নি। আজকে পেলাম। ধন্যবাদ এটিএন টিভি কে,,,,,♥♥♥♥
@MdJamal-jn7sf9 ай бұрын
❤
@taiburrahman18822 жыл бұрын
চমৎকার! অসংখ্য গুণীজন এবং তারকাদের সমন্বয়ে খচিত ছিলো এ অনুষ্ঠান।
@MaharUddin-ph8md Жыл бұрын
Nice
@mdsagormiah47362 жыл бұрын
এমন একটা অনুষ্ঠান দেখতে পাবো ভাবতে পারি নাই।।মনটা ভরে গেছে।❤️
@MSmonija28 күн бұрын
আমি এই অনুষ্ঠানটি 2024 সালে এসে কতবার যে দেখছি তারপরেও আমার মন ভরে নাই
@Bijon-Das-Vijay2 жыл бұрын
সত্যি অসাধারণ সবার পারফরম্যান্স ♥️ সবচেয়ে ভালো লাগছে সব প্রিয় মুখগুলো একসাথে দেখে। এই তিন চাকার তারকা অনুষ্ঠান টি আবার পুনরায় চালু করা হোক চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইলো।
@মেট্রিকফেলডাক্তার2 жыл бұрын
কোন নামে?? বঙ্গবন্ধু তিন চাকা নামে??🤣🤣🤣🤣
@mhossen47982 жыл бұрын
এতো সুন্দর অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ প্রবাসিদের নিয়ে এমন অনুষ্ঠান করলে আমরা আরো আনন্দিত হতাম
@boishakhiranishill94672 жыл бұрын
তিন চাকার তারকা ভালো একটা ইভেন্ট ছিল। এরকম একটা মনমুগ্ধকর ইভেন্ট কালের বর্তমানে হারিয়ে যাবে কখনও কল্পনা করিনি। প্রতি 2/1 বছর পর পর এরকম আয়োজন করার জন্য জোর দাবি জানাচ্ছি।
@rinarina70004 ай бұрын
শিশির সালমান এর সাথে যোগাযোগ করুন....
@boishakhiranishill94673 ай бұрын
@@rinarina7000 আপনি কি আগে দেখা করছেন।
@tasminabegum8394 Жыл бұрын
কতই গুনী শিল্পীই না ছিলেন তখন,,,তাদের গান শুনলেই মন স্নিগ্ধ হয়ে যেত,, অন্যরকম অনুভূতিই কাজ করতো তখন।।।
@MDAlamin-py9lz7 ай бұрын
কিছু বলার নাই❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤এই রকম শৌ হয়ত আর হবে না বাংলার বুকে❤❤❤❤❤❤❤
@kotwaljohirulislam89752 жыл бұрын
মরহুম স্যার পেসিডেনট হুসেইন মুহাম্মদ এরশাদ কে স্যালুট ওভালবাসা ও তার রুহের মাগফেরাত কামনা করছি,
@sadikurrahmanyousuf1638 Жыл бұрын
হুম জাতীয় বেইমান সালা
@HabibaKhathun Жыл бұрын
0fun
@princemachinery24252 жыл бұрын
গান গুলো শুধু সৃতিচারীতই করে না মনও কদায়। তিন চাকার শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ। ATN কেও ধন্যবাদ
@muhammadarmanahmad49942 жыл бұрын
৪ চাকার থেকে বেশি আবেগময় গান ৩ চাকা ওয়ালাদের🥰😭
@BdGovtJobCircular111 ай бұрын
আজ ৫/১/২০২৪ সালে গান গুলো শুনলাম । আমার কাছে খুব ভালো লাগলো । এমন ভাবে শ্রমজীবির মানুষ কে এভাবেই এগিয়ে জেতে হবে। তাহলে তাদের কে সঠিকভাবে মূল্যায়ন করা হবে। সবার প্রতি শ্রদ্ধা রইল । প্রিয় মানুষ গুলো সবার কাছেই থাকুক। এটাই কামনা করি।
@suzonjoddar240011 ай бұрын
সঠিক কথা বলেছেন ভাই
@hojaifametals3211 Жыл бұрын
ধন্যবাদ ATN বাংলা কে এমন মিলন মেলার অনুষ্ঠান করার জন্য
@mamunseu97892 жыл бұрын
আসিফ আকবর you are a best person & also my fav singer
@prashanthalder81742 жыл бұрын
মন ভরে গেলো এমন অনুষ্ঠান দেখে । সুদুর কোলকাতা থেকে জানাই সবাইকে ধন্যবাদ
@MdRasel-ed6es2 жыл бұрын
চমৎকার আয়োজন প্রোবাসিদের নিয়ে এমন একটা আয়োজন করলে খুশি হতাম আমারও অংশগ্রহণ করতে পারতাম 💗💗💗
@mdhossin56432 жыл бұрын
V..... .. v. Mv.
@MdRasel-ed6es2 жыл бұрын
????
@PROTIBADI-KHANTO2 жыл бұрын
আমি সিংগাপুর থেকে অংশগ্রহন করতাম
@mdrobinislam6625 Жыл бұрын
ওমর আলী চাচার গলা আসলেই অনেক সুন্দর। প্রেমের মরা জলে ডুবেনা গানটা এত সুন্দরভাবে গেয়েছেন মনে হচ্ছিল আব্দুল আলিম গান গাইছে।
@MdNizam.68 Жыл бұрын
এইরকম গানের অনুষ্ঠান আর কখনো হবেনা। যেখানে রাজনীতবিদ ও শিল্পীরা অপুস্থিত ছিলেন 😢😢😢।
@mrmanik41732 жыл бұрын
"কত যে তোমাকে বেসেছি ভাল, সে কথা তুমি যদি জানতে" - গানটি শুনে ক্যামেরাতে শুধু হুসাইন মোহাম্মদ এরশাদ কাকু ধরা পড়লেও অধিকাংশ দর্শক-শ্রোতাই অশ্রুসিক্ত হয়ে গেছেন। অনুষ্ঠানটি নেটে যত জন দেখবে, এই গানটিতে এসে নিজের অজান্তেই নীরবে তার চোখ অশ্রুসজল হয়ে উঠবে বলে মনে করি। অনুষ্ঠানটি আসলেই খুব সুন্দর লাগলো🌹