খুলাফায়ে রাশেদুনের তিনজন খলিফাকে হত্যা করা হয়। তিন খলিফা হত্যাকান্ডের পুরো ঘটনা জানুন এই ভিডিওতে। #খলিফা, #caliph #khalifa_death
Пікірлер: 984
@md.shohorabalamshapon7642 жыл бұрын
সরাসরি সাহাবায়ে কেরামের চেহারা দেখানো ভয়ংকর অপরাধ, আশাকরি সচেতন হবেন।
@ostadkhamakha49552 жыл бұрын
ছবি - ভিডিও হারাম।
@golammahiuddinkazi45102 жыл бұрын
মুসলিম ধর্মের কোনো বিকল্প হিসেবে উপস্থিত করা যাবে না। ইসলাম ধর্মের কোনো ছবি দেখানো হয় না। খুব সাবধান।
@banglabox2 жыл бұрын
@ধন্যবাদ😍♥️😄
@saifulalam35502 жыл бұрын
@@ostadkhamakha4955 আপনি দেখলেন কেন?
@maslam64042 жыл бұрын
@@ostadkhamakha4955,, আপ্নি ইউটিউবে কেন?
@banglabox4 жыл бұрын
আাপনাদের আগ্রহের যে কোন বিষয় জানালে সে বিষয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো। ধন্যবাদ
@mdmozammilchowdhury58292 жыл бұрын
Islamer amon poriniti kno? Er kunu purbo bobisshot bani rasul (s) kore gechen kina janaben
@banglabox2 жыл бұрын
@@fazlerabbizebon3308 জ্বি ভাই । আপনার জন শুভকামনা
@shymolroy50252 жыл бұрын
yes, this is the peaceful religion.
@omarfaruk20222 жыл бұрын
অাপনি কি মুসলিম?
@mirqasim21842 жыл бұрын
অনুগ্রহ করে কুরআনের 2:223 আয়াতের উপর একটি ভিডিও তৈরি করুন। আয়াতটি নাযিল হওয়ার প্রকৃত ঘটনা নিচে দেওয়া হল:- জাহান্নামের শয়তান আরও একটি জঘন্য আয়াত নাজিল করেছিল এবং পরে 2:223 আয়াতে কুরআনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন পর্যন্ত শয়তানের অনুসারীরা বিশ্বাস করে যে, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে । কুরআনের 2:223 আয়াতের ভেতরের নোংরা ভাবার্থ বোঝার চেষ্টা করুন :- একদিন উমর তার স্ত্রীকে পেছন থেকে চুদেছিল, সে শুধুমাত্র যোনি (ভোদা) ব্যবহার করেছিল, কিন্তু তার পোঁদ দিয়ে ঢুকান নি। পরের দিন উমর নবীর কাছে এসে বললেন, চেয়ারম্যান স্যার, আমি একটি গুরুতর ভুল করেছি কারণ আমি আমার স্ত্রীকে পেছন থেকে চুদেছি কিন্তু তার পোঁদ দিয়ে নয়; যেমন ইহুদিরা বলত: "যে কেউ তার স্ত্রীর যোনিতে তার পেছন থেকে প্রবেশ করান, তার সন্তানদের চোখ আড়াআড়ি ( টেরা) হবে। সাথে সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ একটি আয়াত নাজিল করেছিলেন, যেখানে বলা হয়েছে, তোমার স্ত্রী তোমার ক্ষেতের মাটি এবং তোমার স্ত্রীকে চুদবে তোমার ইচ্ছামত বিভিন্ন অবস্থানে অর্থাৎ তোমার ইচ্ছামত চোদাও। সুতরাং কুরআনের 2:223 আয়াত নবী (আল্লাহ) দ্বারা নাজিল করেছিলেন । কুরআনের 2:223 আয়াত:- نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا۟ حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا۟ لِأَنفُسِكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُم مُّلَٰقُوهُ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ অর্থ:- আপনার স্ত্রীরা আপনার জন্য বীজ বপনের জায়গা, তাই আপনার চাষের জায়গায় (অর্থাৎ ভোদা ) আপনি যেমন খুশি আসুন এবং আপনার নুনু তার জায়গায় প্রবেশ কারণ । এবং আল্লাহকে ভয় কর (অর্থাৎ তার পোঁদ ব্যবহার করো না) এবং জেনে রাখ যে আপনি তাঁর সাথে সাক্ষাৎ করবেন। আর মুমিনদেরকে সুসংবাদ দাও। এবার নিচের সহীহ হাদিসটি পড়ুন, যাতে আপনি সত্যের সাক্ষ্য দিতে পারেন। আল্লাহর কসম! Jami` at-Tirmidhi 2980 Narrated Ibn 'Abbas: "'Umar came to the Messenger of Allah (ﷺ) and said: 'O Messenger of Allah! I am ruined!' He said: 'Why are you ruined?' He said: 'I turned my mount during the night (meaning that he went into his wife from behind).'" He said: "So the Messenger of Allah (ﷺ) did not say anything in reply to him. Then Allah revealed this Ayah to the Messenger of Allah (ﷺ): 'Your wives are a tilth for you, so go to your tilth when or how you will (2:223).' From the front, the back, avoiding the anus, and menstruation." حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ الأَشْعَرِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي الْمُغِيرَةِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ عُمَرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ قَالَ " وَمَا أَهْلَكَكَ " . قَالَ حَوَّلْتُ رَحْلِي اللَّيْلَةَ . قَالَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا قَالَ فَأَنْزَلَ اللَّهُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ الآيَةَ : (نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ ) أَقْبِلْ وَأَدْبِرْ وَاتَّقِ الدُّبُرَ وَالْحِيضَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَيَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ الأَشْعَرِيُّ هُوَ يَعْقُوبُ الْقُمِّيُّ . Grade: Hasan (Darussalam) Reference : Jami` at-Tirmidhi 2980 In-book reference : Book 47, Hadith 32 English translation : Vol. 5, Book 44, Hadith 2980
সিরাত ইবনে হিসাম অথবা সিরাতে রাসুলুল্লাহ সঃ নামক কিতাব ফলো করুন সঠিক ইতিহাস জানতে।
@banglabox2 жыл бұрын
🙏♥️♥️♥️🙏
@fahadhasan817122 күн бұрын
ভাললেগেছে
@banglabox22 күн бұрын
🙏❤️🙏🙏
@ahamidurrahman50492 жыл бұрын
সঠিক ইতিহাস তুলে ধরুন। খলীফাদের নাম উচ্চারণে সম্মান না দেখানোই, বোঝা যায় ইতিহাস মনগড়া।এরূপ ভিডিও করা হতে বিরত থাকুন।
@banglabox2 жыл бұрын
@আপনার উপর শান্তি বর্ষিত হোক। ভুল কোন তথ্য থাকলে জানাবেন, সংশোধন করার চেষ্টা করবো।
@abdunnur302810 ай бұрын
এটা ভিন্ন ভাষা হতে ডাবিংকৃত। আপনি ইতিহাস লিখে এটাকে খন্ডাতে পারেন।
@englishboy1010 ай бұрын
গরুর বাপ- আবু বকর!! এটা।কি সম্মান করার মতো?
@netaji23762 жыл бұрын
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আপনার ভিডিওতে অনেক ভুল আছে। আর সাহাবীদের নাম নিলে সন্মানের সাথে নিতে হয়। আপনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালালী কদর সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সঠিকভাবে প্রচার করতে পারেননি। এখানে অনেকে অনেক ভুল বুঝবে। তাছাড়া অনেকে মনে করবে ইসলামের এই যুদ্ধ যুদ্ধ গুলো ছিল ক্ষমতার লোভে। সঠিক ইতিহাস জানুন। এবং সঠিক তথ্য প্রচার করুন। এক্ষেত্রে আপনি আল বিদায়া ওয়ান নিহায়া সাহায্য নিতে পারেন। জাযাকাল্লাহ ভাই আমার।
@banglabox2 жыл бұрын
♥️🙏❤️🙋♂️ আপনার উপর শান্তি বর্ষিত হউক ভাই আমার। ভুল তথ্য কি কি আছে যদি বলতেন তাহলে অনেক উপকৃত হতাম❤️❤️
@netaji23762 жыл бұрын
@@banglabox আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনি হযরত আলী রাদিআল্লাহু হত্যাকাণ্ডের সাথে মুয়াবিয়া রদিআল্লাহু তা'আলা আনহু কে সন্দেহ করার কথা বলেছেন যা একটা মারাত্মক ভুল। আরেকটা ভুল হচ্ছে, আপনি সাহাবীদের নাম নিয়েছেন কিন্তু সাহাবীদের সাথে রদিয়াল্লাহু তা'আলা আনহু বলতে হয় সেটা বলেন নি! তাছাড়া সাহাবীদের ভিতরে যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো ফুরয়ি ইক্তেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন, (সারাংশ) সাবধান, সাবধান, সাবধান, তোমরা আমার সাহাবীদেরকে নিয়ে কটু মন্তব্য করবেনা, কারণ তারা একেকজন নক্ষত্রের সমতুল্য। তাদের একজন কে অনুসরণ করলেই হেদায়েতের রাস্তা সহজ হয়ে যাবে।( ভাবার্থ) জাযাকাল্লাহ ভাই আমার। বি-দ্র আপনার অন্যান্য ভিডিও আমার ভালো লেগেছে।
@ranjitkumernath73092 жыл бұрын
অসাধারণ তথ্য।আমরা আরো কিছু জানতে চাই।সব ইতিহাস পৃথিবীর সামনে আসা উচিৎ।
@banglabox2 жыл бұрын
♥️❤️❤️🤹♂️🙋♂️
@gaziabunaim73372 жыл бұрын
প্রকৃত ইতিহাস জানার পদ্ধতি কি?
@mohammedhossain71132 жыл бұрын
@@gaziabunaim7337 যার, তার ভিডিও দেখা, ফেসবুক..... অনুগ্রহ করে কুরআন অর্থ সহ পরেন, তাফসির পরেন, আস্তে আস্তে ইতিহাস ও জানতে পারবেন ইন শা আল্লাহ ।
@mohammedhossain71132 жыл бұрын
কি লাভ দাদা আপনার?
@gaziabunaim73372 жыл бұрын
@@mohammedhossain7113 আমাকে বলছেন কেন? দয়া করে যে কমেন্ট করেছে তাকে বলুন।
@oceanwaves6579 ай бұрын
কিছুটা বিকৃত ইতিহাস পরিবেশ করা হয়েছে এই ভিডিওতে।
@banglabox9 ай бұрын
❤️💐🙏
@Entertainment-wr4xl2 жыл бұрын
আমাদের শেষ প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:)
@banglabox2 жыл бұрын
❤️♥️🙏❤️
@RomanMahmud482 жыл бұрын
সে তো ছাগল
@cdccomputers92242 жыл бұрын
ভাই আপনার কথা গুলোর সোর্স বা রেফারেন্স দিলে আমাদের বিশ্বাসের জায়গাটা আরো দৃঢ় হতো।
@আ.কাদেরখানমন্টু2 жыл бұрын
আমার মনে হয়, যাহারা আরো বেশি করে জানতে চায় তাদের সকলের আমিসহ রেফারেন্স খোঁজ করে নিজ দায়িত্বে পড়াশোনা করা উচিত
@manojkdutto73682 жыл бұрын
ক্ষমতা ই সত্য ক্ষমতা ই কাম্য। ক্ষমতা ই আসল।। তথ্যনিষ্ঠ আলোচনার জন্য ধন্যবাদ।
দাদা,এরা হল জান্নাত সুসংবাদকারী চারজন খলিফা।তারা কি কোন অনৈতিক কাজ করেছে?তাদের জীবনী পড়ে দেখুন। তবে হা সব মুসলিমদের মধ্যে ভালো- মন্দ আছে। যেমনি ভাবে আপনাদের মধ্যে আছে।
@saidurrahman47062 жыл бұрын
Vi sobi diona
@banglabox Жыл бұрын
🙏🙏🙏♥️🙏
@tutanchandrasaha84362 жыл бұрын
খলিফাদের করুন মৃত্যু দেখে কষ্ট হচ্ছে। ওনারা অনেক শক্তির অধিকারী ছিলো তবুও এমন মৃত্যু । হায়রে ক্ষমতা।
@banglabox2 жыл бұрын
@আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন❤️😪♥️
@tutanchandrasaha84362 жыл бұрын
@@banglabox আয়েশা ফাতেমা এদের মৃত্যু নিয়ে ভিডিও নাই।
@banglabox2 жыл бұрын
@Tutan না এখন নাই, আয়শা (রা.) স্বাভাবিক মৃত্যু হয়েছে ♥️❤️❤️😪
@monirulalam48152 жыл бұрын
আললাহ পাক কিছুই করলেন না।শুধু বাংলা দেশের উপর গ জ ব দেন🤣
@abdussabursikder85462 жыл бұрын
এমন তো নয় যে,এক খলিফা আরেক খলিফাকে হত্যা করে ক্ষমতায় এসেছেন।আপনি যত্ন সহকারে ইসলামের ইতিহাস অধ্যয়ন করে দেখতে পাবেন যে,দ্বিতীয় খলিফা হযরত ওমর রাঃএর একটি রায় নিজের স্বার্থের বিপক্ষে যাওয়ায় ফিরোজ নামের এক অগ্নিপূজারী খলিফার নামাজরত অবস্থায় তাঁকে খঞ্জর দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়,আর আততায়ী ধরা পরার আগ মুহুর্তে আত্মহত্যা করে। আরো লিখছি---
@bikashsarkar37812 жыл бұрын
চমৎকার বিশেষণ। ধন্যবাদ।।
@banglabox2 жыл бұрын
@অনেক ধন্যবাদ❤️♥️♥️
@obidentcorporation74142 жыл бұрын
শুনেছি হযরত আবুবকর ( রাঃ) আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর চেয়ে ২ বছরের বড়, নবীজী মারা যান ৬৩ বছর বয়সে তাহলে হযরত আবুবকর (রাঃ) - এর মৃত্যুর সময় বয়স ৬০ বছর হয় কি করে?
@sarodrau46022 жыл бұрын
Islam golmaler karkhana...age kono baparna Bhai 60 bochoray koita Bibi ar tader age koto setai asol Kotha ...Islamer great gift holo morar por sex and wine with huurs...huurer Jonno sekhaneo juddho hobay...upai nai golam Hossen ...
@Sirajul1512 жыл бұрын
60 বৎসর না 77 বৎসর ।
@muquiturjaigirdar13212 жыл бұрын
Nobi (s)3years older than Abuboker(R)
@ahsanhabib7048 Жыл бұрын
শুনলে হবে না, মোহাম্মদ সঃ ৫৭০ জন্ম। আবু বকর ৫৭৩, মোহাম্মদ সঃ ৩ বছরের বড়।
@uniquebanking31512 жыл бұрын
Vai Tumi je video uploaded koreco Tate arabder upor Amar ghreena thakbe
@banglabox2 жыл бұрын
@আল্লার উপর ভরসা রাখতে হবে ভাই♥️♥️
@uniquebanking31512 жыл бұрын
@@banglabox right you are my dear boy but monta kharap hoye jay esob unexpected kahini sunle
@mhjunayed2 жыл бұрын
ইতিহাসের পাশাপাশি সহিহ হাদিস বর্ণনা করার মাধ্যমে ভিডিওটি অনেক ভালো হতো,
@vatulmollah83902 жыл бұрын
খলিফা কিভাবে নির্বাচন হবে তাহার বিধান কোরানে নাই, নবী মোহাম্মদ সাঃ দিয়ে যাবেন কিভাবে? বর্তমানে যারা ইসলামে রাস্ট্রর প্রধান নির্বাচনের ফর্মুলা দিয়ে থাকেন তারা ইহা পেল কোথায়? আসলে ইসলাম খলিফা নির্বাচনের বিধান দেয়নি।
@banglabox2 жыл бұрын
@আপনার জন্য শুভকামনা🙏♥️🤹♂️🙏
@mychannel53392 жыл бұрын
সাহাবীদের কে দোষী সাব্যস্ত করেছেন আপনাকে বয়কট করলাম
@banglabox2 жыл бұрын
@My Channel আপনার জন্য অনেক শুভকামনা।♥️🙋♂️🎈
@golammahiuddinkazi45102 жыл бұрын
ঠিক কথা বলেছেন ধন্যবাদ বন্ধু চমৎকার মন্তব্য। আমি এক মত আছি।
@SAADSAAD-bi6og10 ай бұрын
Yazid faul lok
@romanred2494 Жыл бұрын
মুক্তির একপথ ইসলামি খিলাফত
@banglabox Жыл бұрын
🙏♥️🙋♂️❤️❤️
@mdkadar8372 жыл бұрын
বাগদাদের স্নাইপার জুবাকে নিয়ে একটা ভিডিও বানান
@banglabox2 жыл бұрын
@Md Kadar চেষ্টা করবো। সাথে থাকবেন
@sandy29tu2 жыл бұрын
ইসলামের ইতিহাস রক্ত আর লুটপাটের ইতিহাস। নবীজীর শিক্ষা থেকে মুসলিমরা দূরে সরে যায়। ঘটনাগুলো খুবই মর্মান্তিক।
@banglabox2 жыл бұрын
@হুম 😍😍 আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন।
@abdussabursikder85462 жыл бұрын
"রক্ত আর লুটপাটের ইতিহাস" ইসলামের ইতিহাসকে এক কথায় এভাবে চিত্রায়িত করা ঠিক হয়নি।
@sarodrau46022 жыл бұрын
How? Muhammad himself taught his followers bloody fight through 60 wars and that is followed by his mad and blind ummahs...
@sandy29tu2 жыл бұрын
@@sarodrau4602 War is a very important part of our Daily life. All religion talk about wars except Buddha. Problem is if you make war & conquest is your religion.
@mohammedhossain71132 жыл бұрын
@@banglabox you Will be questioned on the day of judgment for this fitna. Mind it.
@mdjibonahmed45502 жыл бұрын
তথ্য অনেক ভুল আছে, আগে সঠিক টা জানুন তারপর প্রচার করুন।
@banglabox2 жыл бұрын
♥️♥️🙏♥️ কি কি ভুল আছে ভাই?
@netaji23762 жыл бұрын
ভুলটা হলো আপনি মহাবিয়া রদিয়াল্লাহু তায়ালা আনহুকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। তাছাড়া তাদের দলাদলি বা মারামারি যেটা ছিল সেটা কোন ক্ষমতার লোভে না।
@mdzakir95822 жыл бұрын
Vai sotik ta amader janan
@banglabox2 жыл бұрын
@আমরাও সঠিকটা জানাতে চাই
@sumonali6714 Жыл бұрын
ভাই আপনি অন্য কিছু দিয়ে বর্ণনা করতে পারতেন। ভিডিওতে মানুষের সচিত্র বর্ণনা করা হারাম। আপনি ইসলাম প্রচার করছেন, না বিকৃতি করছেন। সেই বিষয় ক্লিয়ার করেন।
@HabiburRahman-wq7rw2 жыл бұрын
ছবি দিয়ে উপস্থাপন করা খুবই গর্হিত কাজ।
@golammahiuddinkazi45102 жыл бұрын
খুব সাবধান। ইসলাম ধর্মের উপর আঘাত হানার জন্য। ইসলাম ধর্মে কোনো ছবি চলে না। নিষ্ঠা বান জ্ঞানী গুণী ব্যক্তির মন্তব্য সুনে বুঝে নিতে হয়। কোনো ছবি দেখানো হয় না। মানুষের কথা মানুষ বলবে। মুখে উচ্চারণ ঠিকমত হলেই হবে। কোনো ছবি উদাহরণ স্বরূপ।দেখানো যাবে না। আজ এই ছবি। কাল ঐ ছবি। তার পর বিক্রীত হয়ে যাবে। আসল যে কি তা আর জানতে পারবে না কেউ। সেই জন্য বোধহয় নবী মুহাম্মাদ সাঃ বলেছেন চৌদশ বছর আগে ইসলাম ধর্মের কোনো ছবি দেখানো যাবে না। ঠিকই বলেছেন নবীজির উমমত হয়ে নবীজীর কথা মতো চলবো। আসল কথা আসল নাম থেকে যায়। কিন্তু ছবি অরিজিনাল থাকে না। পরে পরে বিক্রীত রুপ ধারণ করে ফেলে। মানুষের তৈরী না। তাই কোনো দিন অরিজিনাল রাখতে পারে না। ঠিক কথা বলেছেন নবীজির উমমত দের জন্য। সোকরতোমার কাছে। আমি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উমমত হয়েছি বলে। হাজার হাজার হাজার সালাম সুকরিয়া আদায় করি আল্লাহ পাক পরোআরদেগা তুমি আমাকে নবীজীর উমমত করে পাঠিয়ে ছিলেন। তোমার কাছে হাজার হাজার সুকরিয়া।
@dchakraborti99632 жыл бұрын
দেখতেই হবে কে বলেছ?
@coldeye90442 жыл бұрын
আপনি যে দেখছেন সেটাও তো গুনাহের কাজ । যে কোনো ধরণের ফটো চিত্র ভিডিও হারাম । আপনি কি কখনো ক্যামেরার সামনে দাঁড়াননি ?
@sharifulislam4312 жыл бұрын
মামুনুল যখন নবীজির মতো ঠোঁট নাড়িয়ে দেখায় ওয়াজ মাহফিলে তখন ব্যাপারটা কেমন হয়।
@salmanvai75142 жыл бұрын
খুব খারাপ হয়েছে ছবি দিয়ে মানুষ সবাই এক না এঁদের মতো মনে করবে
@randomyoutube34612 жыл бұрын
মহানবী খলিফা নির্ধারন করে যাননি এটা ভূল কথা। বিদায় হজের ভাষন শেষে যাত্রাপথে গাদীরে খুম নামক স্থানে তিনি তার সবচেয়ে কাছের সাহাবিদের সামনেই তার ভাই আলীকে তার পরবর্তী নেতা ঘোষণা করে গিয়েছিলেন। সেই সাহাবিদের মধ্যে বাকি তিন খলিফা ও উপস্থিত ছিলেন।
@banglabox2 жыл бұрын
@এই তথ্য শিয়াদের ইতিহাসে সবচেয়ে বেশি পাওয়া যায়, সুন্নীরা এটা বিশ্বাস করেনা, আল্লাহই ভালো জানেন কি হয়েছিল। ♥️🙏♥️♥️
@randomyoutube34612 жыл бұрын
এখানে বিশ্বাসের কিছু নাই। ইতিহাসের দলিল আছে। সৌদিতে অনেক বছর ঐ স্থানটা সংরক্ষিত ছিলো পবিত্র স্থান হিসেবে। ৮০ দশকে গাদিরে খুমের ইতিহাসকে মুছে ফেলার জন্য সব আলামত ধ্বংস করে দেয় মোনাফেক আল সৌদ রাজবংশ। এরা আধুনিকায়নের নামে মক্কা ও মদিনা শহরের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও স্পাপনাও ধ্বংস করেছে, সেসব স্থানকে সংরক্ষন না করে হোটেল, রেস্তোরা, পাব্লিক টয়লেটে রুপান্তর করেছে৷
@tokresali2 жыл бұрын
কোনও ব্যক্তি সে যেই হোক যদি কোনও মানুষকে হত্যা করে তবে প্রকারান্তরে সে আল্লাহ্ র সর্বময় ক্ষমতাকেই অস্বীকার করে।
@banglabox2 жыл бұрын
@আল্লাহ আমাদের চাইতে বেশি জানেন ও বোঝেন।♥️❤️❤️
@jewelranarana9324 Жыл бұрын
খলিফাদের নামের শেষে অবশ্যই সম্মান সরূপ (রাঃ) বলা উচিত!!!
@banglabox Жыл бұрын
🙏🙏🙏❤️🙏🙏
@belayet2272 жыл бұрын
এগুলো কোন সত্যিকারের খলিফার ছবি না। এগুলো হলো আরব দেশের সিনেমার অংশ বিশেষ।
@banglabox2 жыл бұрын
@জ্বি ভাই।♥️💛💛 আপনাকে ধন্যবাদ
@worlddictionary6622 жыл бұрын
আপনি এই ভিডিওটি এইভাবে খলিফা গণের মুখ দেখিয়ে বানাতে পারেন না, এটা ভুল, আপনি নতুন করে এই ভিডিও বানান আর এইটা ডিলিট করেন😡🤯😤
@AllThinks2023 Жыл бұрын
Pictures gulo kano dele?
@banglabox Жыл бұрын
❤️🙏🙏🙏🙏
@rkmilon76912 жыл бұрын
আহারে ইসলামের প্রাণ।বর্তমান যুগের আলেমরাও নিজেরা এরকম বাকবিতণ্ডা ও যুদ্ধে নামতেছে।এক নেতৃত্বে আসো সবাই
@RubelRubel-dq7ul2 жыл бұрын
ভাই তওবা করেন
@banglabox2 жыл бұрын
🙏🙏🙏♥️♥️♥️
@MmMm-nj6id2 жыл бұрын
এই রকম ভিডিও আরো দেখতে চাই। 🎯 আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না🎯 এই সকল লুকানো ইতিহাস আমাদেরকে জানানোর জন্য ধন্যবাদ।
@banglabox2 жыл бұрын
@Mm Mm অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
@24srmedia292 жыл бұрын
খলিফাদের হত্যাকাণ্ড হতে বুঝা যায় মুহাম্মদ কোন শান্তির ধর্ম প্রতিষ্ঠা করতে পারেননি। যার ফল আমাদের ভোগ করতে হচ্ছে। শিয়া সুন্নি পরস্পরকে গলা কেটে হত্যা করে খন্ডিত মস্তক নিয়ে উল্লাস করে। এ আদিমতার শেষ কোথায়?
@gaziabunaim73372 жыл бұрын
একটা ঘুড়ি আকাশে যতই লাফালাফি করুক সে মালিকের নিয়ন্ত্রণের গন্ডি পেরুতে পারেনা। সহজ জিনিস গুলো কেন জানি মানুষের বুঝে আসেনা?
@mariuchshazzad79452 жыл бұрын
@@gaziabunaim7337 ঘুড়ির মালিক যদি নিয়ন্ত্রন করতে না জানে, ঘুড়ি কেটে যায়।
@gaziabunaim73372 жыл бұрын
@@mariuchshazzad7945 দুঃখিত, বুঝতে পারিনি। কি বুঝাতে চেয়েছেন?
@BigBoss-dw5ke2 жыл бұрын
ইমাম মুয়াবিয়া সম্বন্ধে মিথ্যাচার কইরেন না ভাই মারিয়া কখনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করেন
@banglabox2 жыл бұрын
❤️❤️❤️
@anupjyotiroy23012 жыл бұрын
It's still continues
@MohammadAli-cc7su2 жыл бұрын
এই তথ্য গুলো আজই প্রথম সুনলাম
@banglabox2 жыл бұрын
@Mohammad ali আপনার নামটি সুন্দর। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। আমাদের সাথে থাকুন♥️❤️❤️
@seeker-p3m2 жыл бұрын
খুব কঠিন, কষ্টের এবং স্পর্শকাতর ইতিহাস।সবচেয়ে করুন হযরত ওসমান( রাঃ) মৃত্যু, অথচ তার হাতেই সংরক্ষিত হয়েছিল পবিত্র কোরআন। ইতিহাস খুউব নিষ্ঠুর।
@alomalom27392 жыл бұрын
খুব ভালো ভিডিও
@banglabox2 жыл бұрын
@alom alom অনেক অনেক ধন্যবাদ ভাই♥️♥️♥️
@dr.ishakalam78322 жыл бұрын
ভাই আপনি তো এই সব গল্প কোন বই এর রেফারেন্সে দিয়েন
@banglabox2 жыл бұрын
@Dr. Ishak অনেক কয়েকটি বই, সিনেমা, প্রামান্যচিত্র থেকে এটা বানানো। তার মধ্যে বই 'খিলাফতের ইতিবৃত্ত ', টিভি সিরিজ 'উমর' এবং আল জাজিরার প্রামান্যচিত্র ' খিলাফত' অন্যতম❤️♥️♥️
@walidjannatislam26812 жыл бұрын
Onader sobi gulo kivabe pelen ? Amar mone hoy onader sobi dekhano ekebarei thik hoy ni. Please apni ei video ta shothik vabe korben. ALLAH apnake shothik thakar toufik dan korben INSHAALLAH.
@rezamgallery39362 жыл бұрын
বিদ্রোহীরা কখনো মুসলিম হতে পারেনা
@banglabox2 жыл бұрын
@আল্লাহ ভালো জানেন। তিনি বিচারের মালিক ♥️❤️❤️
@ebadurrahman24252 жыл бұрын
vai oander kotha bolle chobi den kno
@banglabox2 жыл бұрын
♥️🙏🙏🙏♥️
@techitpro2 жыл бұрын
বুজলাম নাহ আমাদের নবী সঃ এর কাছে থেকে সাহাবীরা এরকম ছিলেন কেন?? আল্লাহ মালুম। চিন্তায় পড়ে গেলাম
@thebliever1 Жыл бұрын
এই সমস্ত পিকচার ব্যবহার না করতে অনুরোধ করা হলো।
@banglabox Жыл бұрын
🙋♂️♥️❤️🙏
@পাগলাহাওয়া-ঞ৫ফ2 жыл бұрын
কারবালার করুন ঘটনা এসব কিছুকে হার মানায়,তাই এই বিষয়ে ভিডিও দেখতে চায়।
খোলাফায়ে রাশেদীনের যুগ 29 বছর না প্রায় ত্রিশ বছর এর ভিতর 6 মাস হাসান রাদিয়াল্লাহু আনহু।
@banglabox2 жыл бұрын
❤️♥️♥️🙋♂️🙏
@netaji23762 жыл бұрын
@@banglaboxমানুষের মধ্যে তারাই উত্তম যারা নিজের ভুল স্বীকার করে। জাযাকাল্লাহ ভাই আমার
@md.golamnur19952 жыл бұрын
আল্লাহ জানি না আমরা কোন খুনির ঘরের সন্তান আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের উত্তরশরিকে
@banglabox2 жыл бұрын
@Golam আপনার জন্য অনেক শুভকামনা ❤️🙏🙏❤️
@trtushar6654 Жыл бұрын
ভাই ভালো হয়া জান😊 পিতা মাতার নাম খারাপ করে তার সন্তানেরা বুছসেন😢
@sarifuddinahmed39382 жыл бұрын
Very nice ধন্যবাদ ভাই
@banglabox2 жыл бұрын
@Sarifuddin অনেক শুভকামনা ভাই
@badruzzamanchoudhury7872 жыл бұрын
আপনারা খলিফাদের ছবি কোথায় পাইলেন?
@sudandhali75452 жыл бұрын
রক্ত রক্ত চায়। আবার রক্ত ছাড়া পাপ মোচন হয় না। তাই যীশু খ্রীষ্ট আপন পবিত্র রক্তের মাধ্যমে মানুষের পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন।
@banglabox2 жыл бұрын
♥️❤️🐴🐴
@btsfanboy84882 жыл бұрын
ঈসা (আ:) মারা জাননি।তাকে কখনও হত্যা করা হয়নি।
@masudmd4160 Жыл бұрын
@@btsfanboy8488 ইসা আর মূসা ওরা কি দু'ভাই?
@gaziiqbalkabir80652 жыл бұрын
রাদিআল্লাহু আনহু বলতে হবে
@somonray27942 жыл бұрын
ফাতেমার হত্যাকারি নোংরা রাজনীতির জনক ও সকল নষ্টামির গোড়া এগুলা ধোন কইতে হবে
@mdtanvirhosain398 Жыл бұрын
রেফারেন্স ছাড়া কোন কিছুই বিশ্বাস করা ঠিক না। এই ধরনের একটা ভিডিও পারে হাজারো ফেতনার সৃষ্টি করতে । আগে প্রতিবেদকের পরিচয় এবং সঠিক রেফারেন্স দিয়ে লিপিবদ্ধ করুন ।
@banglabox Жыл бұрын
🙋♂️🙏❤️❤️♥️🙋♂️ নিশ্চয়ই আল্লাহ সব জানেন ও বোঝেন
@randomfacts98812 жыл бұрын
আমরা একজন মুসলিম হিসেবে গর্বিত
@banglabox2 жыл бұрын
@অবশ্যই♥️🙏♥️♥️
@sayemrahman87782 жыл бұрын
কি জন্য ??
@tarokbaidya5682 жыл бұрын
যখন কোন মানুষ নিজেকে নিয়ে গর্ব ও অহংকার করে তখন তার নিজের পতন নিজে ডেকে আনে।
@ssmovieexplainer2 жыл бұрын
sotti ki voyanak khani.kintu ea gulo ki sotto ghotona
@netaji23762 жыл бұрын
@@tarokbaidya568 মুসলিম তো গর্ব করবে। এটা আল্লাহ সুবহানাতায়ালার দয়া।
@MSayedurRahman Жыл бұрын
সত্য ধর্ম ইসলামের অনুসারীদের এমন করুন পরিনতি জেনে খুবই ব্যাথিত হলাম। ক্ষমতার লোভ যে ধর্মকেও হার মানায় তা এদের কর্মকান্ডে জানতে পারলাম। খুবই লজ্জাজনক ব্যাপার। যুগে যুগে এভাবেই প্রকৃত ইসলামের বিকৃতি ঘটেছে।
@banglabox Жыл бұрын
♥️🙏🙋♂️♥️♥️
@toufikaahmed55882 жыл бұрын
খুব দুঃখ জনক নবীর এতো কাছাকাছি থেকেও এই অবস্থা,
@banglabox2 жыл бұрын
@ নিশ্চয়ই আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন
@Hasan.m242 жыл бұрын
Ekdom
@MizanurRahman-qb1bn Жыл бұрын
আপনি একটি করে লাইন শেষ করে , নতুন লাইন শুরু করতে একটু বেশি সময় নেন। এতে একটু বিরক্ত বোধ হয়। একটু দ্রুত বলতে হবে।
@banglabox Жыл бұрын
@Mizanur আপনার এই গুরুত্বপুর্ন পর্যবেক্ষনের জন্য ধন্যবাদ। আপনার পরামর্শ গ্রহণ করবো।♥️♥️♥️🙏🙏🙏🙏
@S-Hayat2 жыл бұрын
ক্ষমতাই মুখ্য, ধর্ম আবেগের!
@banglabox2 жыл бұрын
@Accha 🙏♥️♥️♥️🙏
@abdullahbinnoortanim18532 жыл бұрын
না বুইঝা মূর্খের মত কমেন্ট কেন করো? আগে জ্ঞান অর্জনের চেষ্টা কর।
@behind_the_camera.1 Жыл бұрын
Jara ei khane comments kortecen janaia rakhi ei bekti na jaina onek kichu bolcen . Ar ekta bepar Eni kholifa ar nabider wife der name ki vabe nicce keu ki kheal korcen !!!!!
@masudmd4160 Жыл бұрын
@@abdullahbinnoortanim1853ধুর রাম ছাগল 🐐🐐 তুই নিজেই বড় মূখ।
@mdearth27272 жыл бұрын
ভিডিও তে এত আস্তে কথা বললে হবে না।
@banglabox2 жыл бұрын
@MD Earth জ্বি ভাই। ♥️🛵🙏
@ibrahimshiblee86502 жыл бұрын
কারো চেহারা বা ভিডিও না দেখিয়ে এটা বর্ননা করেন তাতে মান বাড়বে ছাড়া কমবে না।
@mdmafizuddin64862 жыл бұрын
Power Bank honey
@mdrubelhowlader2339 Жыл бұрын
Kno
@MM-fh2tt2 жыл бұрын
মিথ্যা প্রচার করে লাভ না। খেলাফত দিয়ে জান হযরত আলী রাঃ কে
@banglabox2 жыл бұрын
@আপনার জন্য শুভকামনা💛♥️🙂
@salauddin56472 жыл бұрын
আমি একজন সৌদি প্রবাসি। আমি আমার এই চ্যানালে পবিত্র কুরআনের সেই সব বিষয় তুলে ধরব যাহা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সেই সব বিষয় তেমন আলোচনা হয় না। আসা করি আপনারা আমার চ্যানালটির পাশে থাকবেন। আপনারা আমার প্রান প্রিয় দ্বীনি ভাই আপনাদের জন্য দোয়া রইলো। আমিন।....,,,,
@banglabox2 жыл бұрын
@Sala uddin অবশ্য। ভালো থাকবেন।♥️🙋♂️😍 চ্যানেলের লিংক দেন ভাই
@salauddin56472 жыл бұрын
ধন্যবাদ প্রান প্রিয় ভাই।
@mirqasim21842 жыл бұрын
অনুগ্রহ করে কুরআনের 2:223 আয়াতের উপর একটি ভিডিও তৈরি করুন। আয়াতটি নাযিল হওয়ার প্রকৃত ঘটনা নিচে দেওয়া হল:- জাহান্নামের শয়তান আরও একটি জঘন্য আয়াত নাজিল করেছিল এবং পরে 2:223 আয়াতে কুরআনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন পর্যন্ত শয়তানের অনুসারীরা বিশ্বাস করে যে, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে । কুরআনের 2:223 আয়াতের ভেতরের নোংরা ভাবার্থ বোঝার চেষ্টা করুন :- একদিন উমর তার স্ত্রীকে পেছন থেকে চুদেছিল, সে শুধুমাত্র যোনি (ভোদা) ব্যবহার করেছিল, কিন্তু তার পোঁদ দিয়ে ঢুকান নি। পরের দিন উমর নবীর কাছে এসে বললেন, চেয়ারম্যান স্যার, আমি একটি গুরুতর ভুল করেছি কারণ আমি আমার স্ত্রীকে পেছন থেকে চুদেছি কিন্তু তার পোঁদ দিয়ে নয়; যেমন ইহুদিরা বলত: "যে কেউ তার স্ত্রীর যোনিতে তার পেছন থেকে প্রবেশ করান, তার সন্তানদের চোখ আড়াআড়ি ( টেরা) হবে। সাথে সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ একটি আয়াত নাজিল করেছিলেন, যেখানে বলা হয়েছে, তোমার স্ত্রী তোমার ক্ষেতের মাটি এবং তোমার স্ত্রীকে চুদবে তোমার ইচ্ছামত বিভিন্ন অবস্থানে অর্থাৎ তোমার ইচ্ছামত চোদাও। সুতরাং কুরআনের 2:223 আয়াত নবী (আল্লাহ) দ্বারা নাজিল করেছিলেন । কুরআনের 2:223 আয়াত:- نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا۟ حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا۟ لِأَنفُسِكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُم مُّلَٰقُوهُ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ অর্থ:- আপনার স্ত্রীরা আপনার জন্য বীজ বপনের জায়গা, তাই আপনার চাষের জায়গায় (অর্থাৎ ভোদা ) আপনি যেমন খুশি আসুন এবং আপনার নুনু তার জায়গায় প্রবেশ কারণ । এবং আল্লাহকে ভয় কর (অর্থাৎ তার পোঁদ ব্যবহার করো না) এবং জেনে রাখ যে আপনি তাঁর সাথে সাক্ষাৎ করবেন। আর মুমিনদেরকে সুসংবাদ দাও। এবার নিচের সহীহ হাদিসটি পড়ুন, যাতে আপনি সত্যের সাক্ষ্য দিতে পারেন। আল্লাহর কসম! Jami` at-Tirmidhi 2980 Narrated Ibn 'Abbas: "'Umar came to the Messenger of Allah (ﷺ) and said: 'O Messenger of Allah! I am ruined!' He said: 'Why are you ruined?' He said: 'I turned my mount during the night (meaning that he went into his wife from behind).'" He said: "So the Messenger of Allah (ﷺ) did not say anything in reply to him. Then Allah revealed this Ayah to the Messenger of Allah (ﷺ): 'Your wives are a tilth for you, so go to your tilth when or how you will (2:223).' From the front, the back, avoiding the anus, and menstruation." حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ الأَشْعَرِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي الْمُغِيرَةِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ عُمَرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ قَالَ " وَمَا أَهْلَكَكَ " . قَالَ حَوَّلْتُ رَحْلِي اللَّيْلَةَ . قَالَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا قَالَ فَأَنْزَلَ اللَّهُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ الآيَةَ : (نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ ) أَقْبِلْ وَأَدْبِرْ وَاتَّقِ الدُّبُرَ وَالْحِيضَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَيَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ الأَشْعَرِيُّ هُوَ يَعْقُوبُ الْقُمِّيُّ . Grade: Hasan (Darussalam) Reference : Jami` at-Tirmidhi 2980 In-book reference : Book 47, Hadith 32 English translation : Vol. 5, Book 44, Hadith 2980
@salauddin56472 жыл бұрын
দয়া করে কেউ আমাকে গালি দিবেন না % এই পোস্ট করার জন্য % বা কেউ আমাকে খারাপ বলবেন না% ১. পৃথিবীতে সর্বপ্রথম নিজ মেয়ের সাথে ঝিনাহ করেছে কে? উঃ #ব্রম্মা। ২. পৃথিবীতে দ্বিতীয়বার নিজ মেয়ের সাথে ঝিনাহ করেছে কে? উঃ #প্রজাপতি_দক্ষ। ৩. পৃথিবীতে সর্বপ্রথম নিজ মায়ের সাথে ঝিনাহ করে কে? উঃ #গণেশ। ৪. পৃথিবীতে সর্বপ্রথম নিজের গুরুর স্ত্রীর সাথে ঝিনাহ করে কে? উঃ #দেবরাজ_ইন্দ্র। ৫. পৃথিবীতে সর্বপ্রথম নিজ মামির সাথে ঝিনাহ করেছে কে? উঃ #শ্রীকৃষ্ণ। ৬. জলন্ধরের স্ত্রী বিন্দা ও শঙ্কচুরের স্ত্রী তুলসীকে প্রতারিত করে ঝিনাহ করেছিল কে? উঃ #বিষ্ণু। ৭. সপ্তর্ষীর ৭ স্ত্রীকে দেখে কামার্ত হয়ে পড়েছিল কে? উঃ #অগ্নি। ৮. পৃথিবীতে প্রথম একসাথে ৫ জনের সাথে ঝিনাহ৷ (Group ঝিনাহ ) করেছিলো কোন নারী? উঃ #দ্রৌপদী। ৯. পৃথিবীতে প্রথম Anal ঝিনাহ (পায়ুসঙ্গম) করতে রাজী হয়েছিলো কোন নারী? উঃ #পার্বতী। ১০. পৃথিবীতে একাধারে ১০০ বছর ঝিনাহ করেছিল কে কে? উঃ #ব্রম্মা_এবং_সরস্বতী (#বাবা_মেয়ে 🤭🤭 )। এমন যেন আর না হয় সেজন্য ঐ ধর্মের ধর্মগ্রন্থে বলা হয়েছেঃ “পুরুষের উচিত নয় তার মা, বোন, অথবা কন্যার সাথে একাকী বসা, পাছে কী হতে কী হয়।” 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄 (মনুসংহিতা ২:২১৫) কিছু হিন্দু ভাই বোনেরা মুসলিম ধর্ম নিয়ে কটুক্তি করেন উপরোক্ত রেফারেন্স গুলি দেখলে যে কোন বিবেকবান মানুষ এটা কে ধর্ম বলতে পারেনা। হিন্দু ধর্ম কি করে পরকালের মুক্তির পথ হবে
@mdmahbubmostafa82032 жыл бұрын
Apnar kache ki kholifader chobi chilo? Ei jatio Cinemark video keno dekhacchen?
@banglabox2 жыл бұрын
@না না ছবি ছিলো না। সহজে বোঝানোর জন্য।❤️🙏🙏🙏
@mdanower31382 жыл бұрын
আমরা মুছলিম জাতি মরমাহতো😭😭🇸🇦🤲
@banglabox2 жыл бұрын
@নিশ্চয়ই আল্লাহ আমাদের চাইতে অধিক জ্ঞানী ও সর্বজান্তা
@munsic34272 жыл бұрын
একটা জিনিস বুঝতেছিনা! আমাদের নবী হযরত মোহাম্মদ (সঃ) এর মৃত্যুর পর খুলাফায়ে রাশিদিন গঠিত হয় এবং এখানে প্রায় 25 বছর সাশনের পর ফলিফা নির্বাচিত হোন হযরত আলী (রাঃ)। কিন্তু একটা আর্টিকেলে দেখলাম নবী মারা যাওয়ার কয়েক মাসের মাথায় হযরত আলী (রাঃ)ও মারা যান! এটা কিভাবে সম্ভব? কেও সঠিক তথ্য জানাবেন দয়াকরে।
@anumridha88292 жыл бұрын
খুব ভাল লাগল।
@banglabox2 жыл бұрын
@anu mridha অনেক ধন্যবাদ ♥️♥️
@MDSujon-nw2fz2 жыл бұрын
আপনি জানেন??
@md.asaduzzamanmd.asaduzzam37432 жыл бұрын
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
@banglabox2 жыл бұрын
@Md Asad অনেক ধন্যবাদ আপনাকে
@gmsharif26552 жыл бұрын
সাহাবি গনের নাম বলার পর রাদিআল্লাহু আনহু না বলায় আপনার উপ্সথাপনা যথেষ্ট পরিশিলিত হয়নি। এভাবে ছবি দিয়ে তথ্য পরিবেশনা করা ঠিক হয়নি।
@banglabox2 жыл бұрын
@ আপনার পরামর্শ পরবর্তীতে মনে রাখবো। আপনার জন্য শুভকামনা।@gm sharif
@md.muslemuddin60282 жыл бұрын
পরথম খলিফা হুআ র কথা ছিল আলির।।তা হযনি ।কেন হল না। আপনি যানেলে বলবেন।
@milondas73032 жыл бұрын
সত্য প্রকাশ কার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
@tausiftutorialcreations29722 жыл бұрын
Vai apnar history te onek vul ase. Please fitna chorabenna
@banglabox2 жыл бұрын
@ ভাই কি কি ভুল আছে যদি বলতেন তাহলে সংশোধন করতাম। আপনার কাছে যেটা সঠিক সেটা যদি বলতেন। আল্লাহ আপনার মঙ্গল করুন ♥️♥️♥️
@reality62942 жыл бұрын
শহীদ হওয়া খলিফাদের মৃত্যু বলা ঠিক নয়।সাহাবিদের সাথে রাদিআল্লাহু আনহুম বলা উচিত। আশা করি পরের ভিডিওতে এ ব্যাপারে সচেতন হবেন।
@banglabox2 жыл бұрын
@আপনার সুপরামর্শের জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা
@mdabubakarsiddique77052 жыл бұрын
আপনারা সাহাবা (রাঃ) ছবি ব্যবহার করা দ্ধারা এটাই প্রমানিত করেছেন যে আপনারা সুন্নতের সঠিক আকিদার উপর নেই । মানুষকে ভুল তথ্য দিয়ে গোমরাহ করার চেষ্টা করলে আপনি গোমরাহির অতল সাগরে ডুবে যাবেন । মহান আল্লাহ সকলকে পুর্ন হেদায়াত দান করুন।
@Palmasp-ew2tk8 ай бұрын
তখন তো ভিডিও ধারণ করার জন্য কোনো প্রযুক্তি ছিলোনা তবে কীভাবে এই ভিডিও ধারণ করা হয়েছে?
@banglabox8 ай бұрын
এগুলো বোঝার জন্য বানানো ভিডিও। 💐🙏🤟🤟 সেসময়ের না।
@mdmorshed42962 жыл бұрын
আামার নবীর সঙ্গী সাহাবী ছিলেন আকাশের তারা
@mariuchshazzad79452 жыл бұрын
হত্যা, ষড়যন্ত্রের মাস্টার পিচ
@masudmd4160 Жыл бұрын
আকাশের তারা ছিলেন তাই তো তাদেরকে উপরে পাঠায় দিছে😅😅😅😅
@md.mirazislamictv53362 жыл бұрын
নাইচ
@banglabox2 жыл бұрын
♥️🙏🎈🤹♂️🤹♂️
@administrative_professional2 жыл бұрын
আহা! এই অবস্থা খেলাফত শাসনের!
@banglabox2 жыл бұрын
Md Sujan অনেক ধন্যবাদ আপনাকে ♥️🙋♂️😍
@sapriya742 жыл бұрын
এটা ইহুদি শয়তান দের ষড়যন্ত্র ছাড়া কিছুই না, তারা হত্যা ঘটিয়েই চুপ থাকি নি মুসলিম দের শিয়া সুন্নি তে বিভক্ত করেছে,
@mdmamun32962 жыл бұрын
এইরকম খেলাফত শাসন এখন বাংলাদেশে কিছু কিছু হুজুর চাইছেন । উদ্দেশ্য তারা খলিফা হয়ে প্রচুর ভোগ-দখল করবেন । এজন্য বিশ-পঞ্চাশ নিরীহ মুসলিম মারা গেলেও তাদের সমস্যা নাই ।
@md.muslemuddin60282 жыл бұрын
রাছুলের মৃত্যুর পর কেন তিনদিন পর কবর হল।আপনি যিনেন।
@banglabox2 жыл бұрын
❤️🙏🙋♂️❤️❤️
@maslam64042 жыл бұрын
মিথ্যা বলছেন কেন? মহানবী সাঃ গাদীরে খুমে তাঁর উত্তরসূরী করে গেছেন সেটা জেনে ভিডিও আপলোড দেন।। মানুষকে আর কত পথভ্রষ্ট করবেন
@blackhole48992 жыл бұрын
সব চক্রান্তের শিকার।
@maslam64042 жыл бұрын
@@blackhole4899 ঘটনা খুলে বলুন
@KamrulHasan-mu5sv2 жыл бұрын
right
@SkyBlue-if3fy2 жыл бұрын
amar priyo nobir name aro sundor kore sposto kore neya uchit.
@banglabox2 жыл бұрын
@Sky আপনার জন্য শুভকামনা ♥️❤️❤️
@amanullah182 жыл бұрын
খলিফা দের ছবি কিভাবে আকলেন!!!
@banglabox2 жыл бұрын
আরব দেশগুলোতে বিশেষ করে ইরান,সিরিয়া, লেবাননে খলিফাদের নিয়ে বেশকিছু সিনেমা, ডকুমেন্টারি তৈরি হয়েছে। এই কাল্পনিক ছবিগুলো শুধু বোঝার সুবিধার্থে ব্যবহার করা।♥️♥️♥️😍
Allah pak o Rasul pak Gadir e khum e Hazrat Ali (A) k mononito kore giyechilen Rasul pak er obortomane umare Mohammadi k guide korar jonno
@banglabox Жыл бұрын
♥️❤️🙏🙋♂️
@sazzadmalitha9362 жыл бұрын
এতো কিছু ঘটলো অথচ, গায়েবি কোন কিছুই হলোনা!!!!
@banglabox2 жыл бұрын
@ কি হয়েছিল এটা আমাদের প্রথমে জানা দরকার তাহলে জানতে পারবো কেন হয়েছিল কিভাবে হয়েছিল♥️🙋♂️🙋♂️
@sazzadmalitha9362 жыл бұрын
@@banglabox@ কী হয়েছিল সেটা জেনে দেড় হাজার বছর পরে আমরা কী করবো!!! ৩ খলীফা খুন হল, হাসান হোসেন খুন হল, শত সহস্র সাহাবা খুন হল, ৯০ হাজার মুসলমান খুব হল, লক্ষ মুসলমান আহত হল অথচ, আল্লাহ (গায়েব) কোন ব্যবস্থা নিলো না সব চেয়ে চেয়ে দেখল। কেন??
@gaziabunaim73372 жыл бұрын
ভুল বুঝাবুঝির সমাধান নিজেদেরকেই করতে হয়। এরপর ক্ষমা চাইতে হয়।
@SenNitto222 жыл бұрын
Is it peaceful ???
@banglabox2 жыл бұрын
🙋♂️🙏🙏🙋♂️
@sarowerhossain36652 жыл бұрын
আল্লাহ যেমন দ্বীনকে পুর্ন করেছেন রাসুলুল্লাহ সাঃ ও গাদিরে খুমে হযরত আলি কঃ কে মাওলাইয়াত / ইমামত দিয়ে রেসালত পুর্ন করেছেন। আর খেলাফত বা রাস্ট্র নেতা নবী রাসুল সাঃ এর মতামত বহির্ভূত।
@prime-ki5xy Жыл бұрын
হযরত আবুবক্কর রা: কি ভাবে খলিফা হলেন এবং তার হাতে প্রথম বায়েত কে হয়েছিলেন সেই ব্যাপারে তো কিছু বললেন না?
@banglabox Жыл бұрын
ভাই এই ভিডিওটা দেখুন kzbin.info/www/bejne/oJTTaHVqlM1qo6c
@KAMOL-2032 жыл бұрын
প্রেক্ষাপট গুলো বলেননি কেন হত্যা করা হয়েছিল
@behind_the_camera.1 Жыл бұрын
Vai oi ekta murkho jottto miss information dia rakhce
@behind_the_camera.1 Жыл бұрын
Amar to oke hindhu ba onno kichu mone hoi karon o kholifa der name jei vabe nicce ami obak
@ataurrahmanmullick96602 жыл бұрын
Bhai apni jodi onno dhormer hon tahole kichu bolar nei. tobe jodi islam bissasi hon tahole sahabider khetre hotya ba nihoto na bole shohid bolun...
@banglabox2 жыл бұрын
💛♥️♥️ জ্বী ♥️💛ভাই
@Sohel-chowdhury2 жыл бұрын
ইসলামে প্রতিকৃতি বিশেষ করে সাহাবায়ে কেরামের নিষিদ্ধ
@prove.25002 жыл бұрын
ইসলাম আবার শান্তির ধর্ম হয় কিভাবে ?
@banglabox2 жыл бұрын
@🙋♂️🙋♂️🦄
@AbuBakar-cv3gj2 жыл бұрын
ক্ষমতা সব আমলেই লোভনীয়।
@banglabox2 жыл бұрын
@abu Bakar আপনার নামটি খুব সুন্দর। ভালো থাকবেন❤️🐴😪♥️
@mdzakir95822 жыл бұрын
তাইতো দেখছি। এ কি অবস্থা এটা কি ইসলামের স্বর্ন যুগ হয়। কেও আমাকে একটু বুঝিয়ে বলবেন।
@mohammedhossain71132 жыл бұрын
দু:খ! মুসলমান হয়ে ইসলামের ইতিহাস জানিনা আবার সমালোচনা করি, না জানা বিশয় নিয়ে, আসুন সাহাবীদের ইতিহাস পড়ি, পড়ি রাসুলের সিরাত।
@cmmasudrana44262 жыл бұрын
আল্লাহ কুদরতি মজে যায় আবার আল্লাহর রাসূল আল্লাহর পেয়ারের হাবিব সবই জানতেন সবই বুঝতেন আসলে সে কিছু বলতেন না যেদিন ইসলামের চার খলিফা নির্ধারণ করা হয়েছিল আল্লাহর রাসূল বলেছিলেন আমার মৃত্যুর পরে আবু বকরকে খেলাফতে বসাতে ঠিক তখনই আবু বক্কর এর প্রথম ভুলটা হয়েছিল তিনি যে অযোগ্য সেটা সে বলেনি আল্লাহর রাসূলের সামনে আল্লাহর রাসূল একজন ভদ্রলোক ছিলেন আবু বক্কর তার শ্বশুর ছিলেন চার খলিফার ভিতরে হরযত আলী সবচাইতে যোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু সে তার নিজ জামাতা হওয়ার কারণে আল্লাহর রাসূল কখনোই মুখ ফোটে হযরত আলীর কথা বলেনি কেননা ভদ্রলোকরা কখনো নিজেদের কারো কথা বলে না সমাজ ব্যবস্থার উপরে ছেড়ে দেয় আর সমাজ ব্যবস্থার যোগ্য কিংবা জ্ঞানী লোক থাকলে তারা বুঝে নাই যে আসলেই কে সেদিন যদি আবু বক্কর আল্লাহর রাসূলকে বলতেন ও নবী আমাদের ভিতরে হযরত আলী যোগ্য তাহলে অবশ্যই আমার আল্লাহর রাসূল হযরত আলীকেই তারপরে প্রথম খলিফা হিসেবে নিযুক্ত করতেন আর হযরত আলী যদি প্রথমেই খলিফা হিসাবে নিযুক্ত হতো তাহলে কখনোই ইবলিশ শয়তানের ধোঁকা পড়ে মুসলমান মুখোশধারী ওই ইবলিশ শয়তানের দল এতটা শক্তিশালী হত না কেননা আল্লাহর রাসূলের পরে একমাত্র হক এবং আল্লাহর প্রিয় ছিলেন হযরত আলী আর যার কারণেই আমার আল্লাহ স্বয়ং নিজে হযরত আলীর নামের আগে শেরে খোদা নাম লাগিয়ে দিয়েছিলেন আল্লাহর রাসূলের কলিজার মতো দ্বিতীয় কোন ব্যক্তির যদি কলিজা থেকে থাকে সে ছিল হযরত আলী আমার আল্লাহর রসুল বিষয়টা বুঝতে পেরেছিলেন এবং তার মৃত্যুর পরে যে এসব হবে আর তার লোভী মূর্খ নাদান উম্মতেরা শয়তানের ধোকায় পড়ে যাবে এর জন্যই সে মৃত্যুর আগেই অনেক বিচলিত ছিলেন অনেক কষ্ট ছিলেন হৃদয় ব্যথায় জর্জরিত ছিলেন আর মৃত্যুর সময় শুধু তার আখেরি জামানার উম্মতেরা জানি সবাই নিজে নিজের ঈমানকে ধরে রাখতে পারে শক্তভাবে এর জন্যই বলেছিলেন নামাজ নামাজ কেননা আমার আল্লাহর রাসূল কখনোই নামাজকে জান্নাতের চাবি হিসেবে দেখতেন না তিনি শুধু নামাজকে আল্লাহ এবং তার উপরে ঈমানকে শক্তভাবে ধরে রাখার একটা পন্থা হিসাবে আল্লাহর হুকুমে তার উম্মতদের উপরে কায়েম করেছিলেন
@banglabox2 жыл бұрын
❤️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️।ভাই আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ
@mohammadshaifulislam21482 жыл бұрын
আপনি সাহাবায়ে কেরামগণের নাম বলার সময় ছবি কেন দেখালেন? 😡😡😡 তাদের ছবি আপনি কোথায় পেলেন?😡😡😡
@banglabox2 жыл бұрын
@আরব দেশগুলোতে 'উমর' নামে একটি টিভি ধারাবাহিক নির্মিত হয় ২০১২ সালে। সেখানে চার খলিফা সহ সকল সাহাবায়ে কেরামকে দেখানো হয়েছে। ৩০ পর্বের ধারাবাহিকে ইসলামের প্রথমদিকার সকল ঘটনা উঠে এসেছে। সৌদিআরব, সিরিয়া, লেবানন, ইন্দোনেশিয়া সহ অনেক দেশে এটি রমজান মাসে প্রচার হয়েছে। চাইলে আপনি দেখতে পারেন। ♥️♥️💛💛
@abdulekhaleque92102 жыл бұрын
কথার মধ্যে কাছুটা ব্যতিক্রম আছে
@banglabox2 жыл бұрын
@আপনার জন্য শুভকামনা 💛♥️💛♥️
@amlrahman84442 жыл бұрын
Respected brother who made this video.... I am surprised to watch that being a Muslim you portrayed all those blessed four souls in form of imaginary photos of some unknown men, which is strictly forbidden. Pl correct all those serious mistakes. Hope you will comply with this request.
@banglabox2 жыл бұрын
@AML Rahman Thank u very much. May allah bless you. ❤️♥️😪♥️
@ahamidurrahman50492 жыл бұрын
perhaps a non muslim made this video to demean Muslim community and Heritage indeed.
@MdRaju-hv3ic2 жыл бұрын
সালামুন আলাই কুম, ৬/৫৪, অনেক ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য,
@MdRakib-gq3sj10 ай бұрын
ভাই নবিজি খলিফা নির্ধারনের সমাধান দিয়ে গিয়েছিলেন
@MdRakib-gq3sj10 ай бұрын
আপনার জানায় ভুল আছে
@banglabox10 ай бұрын
কি ভুল ভাই? ❤️🙏❤️
@parimalacharjee53802 жыл бұрын
অথচ বুস বলেন ইসলাম শান্তি র ধর্ম । হায় আললা !!!
@banglabox2 жыл бұрын
@♥️🙋♂️🦄😍 আপনার জন্য শুভকামনা
@MaksudNazir2 жыл бұрын
Toder ভ গু বান ki bal korlo
@anupjyotiroy23012 жыл бұрын
Rt
@Younuskhan888772 жыл бұрын
All this wars for politics. This kind of wars are active in every religion.
@golammahiuddinkazi45102 жыл бұрын
বুশ ঠিকই বলেছেন। ইসলাম ধর্মের বানী হলো শান্তির বাণী। একশ ভাগ ঠিক কথা। কিন্তু মানুষের ভিতরে যেটা কাজ করে সেটি হচ্ছে চনডাল দানব গুডা ডাকু। ঐ ধরনের জিনিস গুলো বের করে দিতে পারলো না কোনো নবী রাসুল। আল্লাহ পাক পরোআরদেগা যানে তার খবর। মানুষ কেন এত নিষ্ঠুর নির্মম পরিহাস করতে পারে। সৃষ্টিকর্তা যানে। যিনি সৃষ্টি করেছেন তিনি তার বিচার কেমন করে করবেন তা আমরা জানি না।