ভুলেও অন্য কোথাও ছেড়ে দিও না। এরা মানুষের কাছে বড় হয়েছে তাই মানুষ দেখতে পেলে মানুষের কাছে চলে যাবে & মানুষ এগুলো ধরে রান্না করে খেয়ে ফেলবে। তোমাদের কাছেই রাখো যদি উড়ে যায় এমনিতেই চলে যাবে। তোমাদের জন্যে ভালোবাসা🇧🇩🇧🇩🇧🇩
@GouriDutta-q8f2 ай бұрын
Right khaya neba manus ??
@GolamhafizLinkon2 ай бұрын
সহমত
@ujjwalmondal31042 ай бұрын
ওরা নিজেরাই উড়ে যাবে। প্রথম প্রথম দূরে যাবে না কাছাকাছি যাবে, আবার ফিরে আসবে। এভাবেই কিছু দিন চলবে। এরপর আর দীর্ঘদিন ফিরবে না। অনেক অনেক দিন বাদে হঠাৎ একদিন আবার ফিরে আসবে, দেখতে আসবে তাদের পালক বাবা মা বোনকে।
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@emonhossin88952 ай бұрын
Right brother ❤
@pijushdasgupta58292 ай бұрын
তোমরা সত্যিই অনেক বড় মনের মানুষ। যারা প্রকৃতিকে পশু পাখি প্রাণী কে ভালবাসে ঈশ্বর নিত্য তাদের গৃহে বাস করে। জয় শ্রী রামকৃষ্ণ।
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 👍🙏♥️
@ramcharandebbarma5632 ай бұрын
বাড়িতে পালন করে
@anitagomes37132 ай бұрын
ছেড়ে দিও না। কি সুন্দর দেখতে। উড়তে শিখতে ওরা নিজেরাই যাবে আবার ফিরে আসবে। ওরা জানে এটাই ওদের ঘর।
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য
@korshedalam36112 ай бұрын
যেমনে আছে তেমনে থাক ওরা এখানে অনেক ভালো আনন্দে আচে
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য
@gautammandal47702 ай бұрын
Didi oder apnader kacheei thakuk
@MonirHossain-t8k2 ай бұрын
বালি হাস গুলো তোমাদের কাছে অনেক নিরাপদ। কাছের বনে ছাড়লে মানুষের কাছে চলো যাবে।যেহেতু মানুষের আদর যত্নে বড় হয়েছে সেহেতু মানুষ দেখলে যাবে। তারা পাখি গুলোকে খেয়ে ফেলবে। এতে কোন সন্দেহ নাই। তোমাদের কাছে অনেক অনেক নিরাপদ। আমি বাংলাদেশ থেকে তোমাদের ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে। 🇧🇩❤️👍
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@sauravsarkar85222 ай бұрын
Yes, fully agree
@souravparia40932 ай бұрын
Na charle oo Ai Manus Gulo kheye nebe
@MunnaBarbhuiya-h8h2 ай бұрын
Right
@UNAS20002 ай бұрын
সহমত, নিজের ঘরে রেখে দিন।
@BiswajitGhosh-nl3xd2 ай бұрын
মায়ার বাধন অসাধারণ একটি কথা। আপনার ভিডিও এবং আপনাদের কথা কথা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। খুব সুন্দর ভিডিও মন একদম ছুঁয়ে গেলো।❤
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@ashikur19992 ай бұрын
😊উড়তে শিখুক তারপর ওদের যাওয়ার হলে ওরা নিজে থেকেই চলে যাবে আর থেকে গেলে থেকে যাবে। নিজে থেকে ছেড়ে দেওয়ার দরকার নেই❤❤❤🇧🇩🇧🇩🇧🇩
এরা তোমাদের ছেড়ে কোথাও যাবে না যতই তুমি ছেড়ে দাও এরা রোজ তোমাদের কাছেই ফিরে আসবে কারণ ভালোবাসা একটা আলাদা জিনিস তুমি দেখে নিও
@mahmudarahamantani55112 ай бұрын
আগে উড়তে শিখুক,ছেড়ে রেখো নিজ থেকেই উড়ে চলে যাবে।মাঝে মাঝে তোমাদের কাছেও আসবে তাহলে।খুব ভালো লাগলো ভিডিও টা ❤❤❤
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@kabijahanaraarzoohighschoo2721Ай бұрын
পাখির প্রতি এমন মমত্ববোধ দেখে ভীষন ভালো লাগলো!
@sundarbankitchenАй бұрын
ধন্যবাদ
@jannatulferdous9272 ай бұрын
ছেড়ে দিতে হবে না। ওদের চলে যাবার সময় হলে নিজে নিজেই চলে যাবে।
@indranibanerjee80662 ай бұрын
Aaj video ta dekhe mone ta ektu kharap I holo. Choto pakhi to ektu nijer danar jore na hole jar jonno etodin agle rakhle seta bifol e jabe. Amar mone hoy noy r ektu bordo hok na hole forest deferment e khobo koro. Bhalo theko.
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@bortoomanbarta6 күн бұрын
নিজেই চলে যাবে
@kashfuzzaman96472 ай бұрын
যতদিন থাকে...থাকুক....।ডিম দিক...আবার বাচ্চা তুলুন.....এভাবেই চলুক....মন থেকে আমি এটাই চাই। বরং বাহিরে গেলেই এদের জীবন অনিশ্চিত
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য
@shahriarkabir8458Ай бұрын
এগুলোকে আপনারা পালন করুন । বাড়িতে যেসব পাতি হাঁস আছে সেগুলোর মত রাখুন। আলাদা একটা ঘর করে দিন সুন্দর মত। যেন কোন কিছু তাদের ক্ষতি না করতে পারে। এগুলো বড় হবে আবারো ডিম দেবে বাচ্চা দিবে । কোন সমস্যা হবে না । এগুলোই মূলতঃ বলাকা বা সরালি হাঁস । এগুলো পালন করলে একসময় আপনাদের অনেক কাজে আসবে । কারো কথায় কখনো ছেড়ে দেবেন না, এখন এদের ছেড়ে দিলে এদের জীবন বিপন্ন হতে পারে। বাড়িতে পাতি হাঁসের সঙ্গে লালন পালন করুন। এরা আপনাদের পরিবেশে মানানসই হয়ে গেছে। এমন প্রজাতির হাঁস আমি অনেক খুঁজেছি, বাসায় পালন করার জন্য । আর এগুলো তো গৃহপালিত হয়ে গেছে। কারো কথায় ভয় পাবেন না। হাঁসের বাচ্চা গুলো ভালো থাকুক । আপনারাও ভালো থাকেন ।
@Royal24killАй бұрын
Right
@tarikahmed85442 ай бұрын
এই প্রথম দেখলাম আপনার ভিডিও। অনেক ভাল লাগলো। ওদের কে রেখে দিন । ওরা যখন উড়তে শিখবে তখন সারাদিন বাইরে কাটিয়ে সন্ধ্যা হলে আবার আপনার কাছে ফিরে আসবে।
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@haradhanghosh18742 ай бұрын
আপনাদের এই বালিহাঁস গুলি খুবই সুন্দর লাগছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এদের প্রতি পালনের জন্য 🙏🙏🙏
@uttamadhikari18472 ай бұрын
বালিহাঁস গুলি আপনাদের সাথেই থেকে যাবে ওরা আপনাদের খুবই অনুসরণ করে আর আপনাদের পরিবেশ খুবই সুন্দর আর গাছের উপর বাসা তৈরী করে দিন
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@biswanathmajumder74742 ай бұрын
খুব ভালো লাগলো পাখিগুলোকে দেখে ওরা আপনাকে আপনার কাছেই থাক থাকার হলে আপনার কাছেই থাকবে
@Babusona-m1m2 ай бұрын
তাদের বাড়ি হলো অনন্ত আকাশ তারা ডানা মেলে উড়ে বাড়াতেই ভালোবাসে , মানুষের কাছে থেকে ভালোবাসা এবং প্রীতি র অভিগুতা তাদের জীবমাত্রে ছড়িয়ে দিতে দীন , আপনারা একটা ভীষণ ভালো msg দিয়েছেন মানব জাতি কে । ভালো থাকবেন ❤
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।
@palashsamanta7130Ай бұрын
অসাধারণ ! প্রথমে আপনাদের কুর্নিশ জানাই ওদের বাঁচানোর জন্য।এরা লুপ্তপ্রায় প্রাণী। এই তিনটি প্রানের মূল্য অপরিসীম। বন্য প্রানীর সংস্করণ করেছেন আপনারা। আমার মতে ওদের নিজেদের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত। যখন ওদের মন হবে উড়ে যাবে। আপনার কর্তার মাছ ধরার ভিডিও দেখতাম। (আমার মামার বাড়ি সুন্দরবন। তাই সুন্দরবনের ঘটনা ভাল লাগে)। এখন সম্পূর্ণ অন্য স্বাদের একটা ভিডিও পেলাম। অসংখ্য ধন্যবাদ।
@igxnobinotop40912 ай бұрын
আপনাদের কাছেই ওরা নিরাপদ।।। ওরা যদি উড়তে শিখে নিজে থেকে চলে যায় তাহলে যাক।।। কিন্তু আমার মনে হয়না ওরা আপনাদের ছেড়ে কোথাও যাবে কারণ ওরা ওদের মা বাবার পরিবর্তে আপনাদের ভালোবাসায় বড়ো হয়েছে ❤
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@AkhtarHussain-xs2ij2 ай бұрын
আপনি কথা বলছেন আর আপনার চোখ থেকে পানি বের হচ্ছে। সত্যি হৃদয়বিদারক। যেহেতু আপনারা এত কষ্ট করেছেন, সেহেতু ওদের উপর আপনাদেরও একটা অধিকার আছে। তাই আপনি ওদেরকে আপনাদের এলাকায় উন্মুক্ত করে দেন। এতে আইনের কোনো অপব্যবহার হবে না।
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@abhijitroy61322 ай бұрын
দয়া করে কোথাও ছেড়ে দিয়ে আসবেন না , আপাতত যেমন আছে তেমনই রাখুন ।। ওরা ওদের মতো সিদ্ধান্ত নিয়ে নেবে ঠিক ।।
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@Auto-power2 ай бұрын
ভুল করেও ছাড়বেন না । এ গুলো আর বনের পাখি নেই। এরা মানুষের কাছে গেলেই লোক ধরে নেবে । এরা মানুষের কাছে যাবেই কারন এরা মানুষের কাছে বড় হয়েছে তাই ওদের উপরে ছেড়ে দাও যেখানে আছে থাক। (This message is very important for this birds)
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@tapaskumarmitra7697Ай бұрын
I love and like your representation and perfect analysis . My heartiest salutes to you all . This is better to handover these goose in nearest forests department .
@PobonSarker-g1x2 ай бұрын
এই পাখি কোনো দিন পালাবে না আপনারা যতোই ছেড়ে দেন আমি পুরো ভিডিও দেখে বুঝল অনেক শিকারি করে ফেলছেন সত্যি, আপনারা সব সময় খোলা মেলা রাখবেন ওদের ইচ্ছা মতো বেড়াক কাউকে দেওয়ার দরকার নেই
@idrisali86842 ай бұрын
বন্য প্রাণীর প্রতি প্রশংসনিয় আচোরন করেছেন এজ্য ধন্যবাদ। বণ্যেরা বনেই সুন্দর।
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@jollyray92842 ай бұрын
মন খারাপ করোনা ওরা কোথাও যাবেনা উড়ে গেলেও ফিরে আসবে।কাওকে খবর দিতে হবে না।
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ, এখনো কিছু ঠিক করিনি তবে যেটাই করবো আপনাদের জানাবো।
@alakchakraborty42602 ай бұрын
ছেড়ে দেওয়ার দরকার নেই। তাদের প্রয়োজনে তারাই চলে যাবে।তোমাদের কাছে থাকলেই বরং ওরা শান্তিতে ও নিরাপদে থাকবে।
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@bandanaacharyya2 ай бұрын
খুব ভালো লাগলো দেখতে ভিডিও টা অসাধারন লাগলো হাঁ স গুলো খুব সুন্দর দেখতে লাগছে
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@nepoleonbengalivlog82662 ай бұрын
তোমরা ছেড়ে দেবে বালী হাসগুলো কে ওরা আবার নিজের ঠিকানায় ফিরে আসবে। ভালো বাসার দাম দেবে।❤❤❤
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@RahulRoy07502 ай бұрын
Khub sundor..... Bari te chere rakho, oder moto ora thakle thakbe, nato chole jete chaile chole jabe.
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ আপনার মতামত আমাদের জানানোর জন্য
@shiulidutta90282 ай бұрын
ভালো করে উড়তে শিখে যাক তার পর ছেড়ে দিও আর তোমাদের এলাকে তে ছেড়ে দিও 💖💖
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@ishwarchandragarai81362 ай бұрын
খুব সুন্দর পাখি। আমিও রেখেছিলাম বাড়িতে
@tanmoyjharkhali32492 ай бұрын
খুব ভালো হয়েছে যে ওদেরকে মুক্ত পরিবেশে ছেড়ে দেবে,,,, কয়েক মাস আগে আমিও দেখেছিলাম বাজারের পাশে এরকম দুইখানি হাঁসের বাচ্চা
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ, মতামত টা আমাদের জানানোর জন্যে
@pratapdas87562 ай бұрын
খুব ভালো লাগলো ভিডিওটা,প্রকৃতির সাথেই আছেন! বালি হাঁসগুলো মানুষ ঘেষা হয়ে গেছে, এরা মানুষকে আর ভয় করবে না কিন্তু অন্যরা এটাকে হয়-তো ধরে খেয়ে ফেলতে পারে। এরা বড় না হওয়া পর্যন্ত, আপনার কাছেই রাখুন, তারপর যদি না যায়, বনবিভাগের হাতে officially নিয়ে দেন।
@ShaikhAlam-nc5co2 ай бұрын
I think the best would be to keep them within your vicinity as they are attached to you guys, at least you will get to see them. Regards from NY🇺🇸
@sundarbankitchen2 ай бұрын
Thank you
@ninajeonkyo_soo93392 ай бұрын
Ora balisah noi .oderke sharali hash bole.oderke aponader kasei rakhun.dr.bhossain naogaon. B.desh
@paritoshbepari27312 ай бұрын
যেহেতু বন্য প্রাণী হাস,তাই ওরা উড়তে শিখুক তারপর ওরা যাওয়ার হলে যাবে আর থাকার হলে থাকবে,মনে হয় হাঁসগুলো বড় হলে চলে গেলেও আবার ফিরে আসবে।
@sundarbankitchen2 ай бұрын
আমাদের ও তাই মনে হচ্ছে।
@amalbiswas75222 ай бұрын
খুব ভালো লাগলো। ওদের সময় মতো ওরা ঠিক চলে যাবে। করণ "জঙ্গল থেকে জীবজন্তু তুলে আনা যায় কিন্তু তাদের মন থেকে জঙ্গল তুলে ফেলা যায় না।" আমার কথা নয় ,বড়ো একজন লেখকের কথা ।
@pmd3852 ай бұрын
এমনিভাবে থাকুক, উড়ে গেলে যাবে। যদি আপনাদের কাছে ফিরে আসে, তবে আসবে।
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ।
@khokababu35312 ай бұрын
যেমন ওদের কে ছেড়ে রেখেছেন তেমনি ছেড়েই রাখুন,already তো আপনারা ওদের কে ছেড়েই রেখেছেন
@sundarbankitchen2 ай бұрын
হ্যা ওরা ছাড়াই থাকে , এখনো কিছু ঠিক করিনি যেটাই করবো আপনাদের জানাবো , ধন্যবাদ।
@khokababu35312 ай бұрын
@@sundarbankitchen ওদের কে অন্য দূরে কোথাও ছাড়তে হবে না তোমাদের বাড়ির সামনে ওই পুকুরেই ওরা বড়ো হচ্ছে ওখানে থেকেই ওরা আরো বড় হোক ,পর ওদের মন চাইলে উড়ে দূরে চলে যাবে ,নাহলে ওখানেই থেকে যাবে 👌
@MdFaijolislam-j3cАй бұрын
বালি হাঁসের বাচ্চা খুব সুন্দর কইরা লালন পালন করছেন খুবই ভালো লাগছে ছেড়ে দিলে ওই ভালো হয় বেশি
@sadhanbhattacharjee11302 ай бұрын
খুব ভালো লাগলো তোমাদের ভাবনা তবে ওরা যাবে না আমার মনে হয়। ওরা পোশ মেনে গেছে। খুব ভালো লাগলো ভিডিও টা দেখে যাই হোক যদি চলেই যেতে যায় চলে যাবে।ওরা নিজের মতো করে চলে যাবে।ওরা নিজরাই চলে যাবে।
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@quamrulsiddiqui42252 ай бұрын
দারুণ কাজ করেছেন আপনারা। বাংলাদেশ থেকে আপনাদের জন্য ভালোবাসা রইলো।
@sujitmondal35382 ай бұрын
তোমাদের অসংখ্য ধন্যবাদ . তোমরা পাখি গুলোকে একটা নতুন জীবন দিয়েছ. আসা করি ওরা তোমাদের ছেড়ে কোথাও যাবে না. তোমরা ও ওদের অন্য কোথাও ছেড়ে দিও না. নাহলে পাখি গুলো মারা যাবে. ভালো থেকো.
@ajaymitra89822 ай бұрын
বাড়িতে বড় কোনো গাছ থাকলে ওখানে বেশ উঁচুতে ওদের জন্য একটা বাসা বানিয়ে দিন,তাতে ওরাও স্বচ্ছন্দে বসবাস করতে পারবে আর ওদের দেখে নিজেরাও অনেক শান্তি পাবেন,
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য
@asitkumardas81832 ай бұрын
খুব সুন্দর । কষ্ট হলেও বনদপ্তরের হাতে তুলে দিন । ওদের খোলা আকাশে ফিরিয়ে দিন ।
@arnabmukherjee79662 ай бұрын
কাউকে অন্তর দিয়ে ভালবাসলে তার মায়া ফাটানো সত্যিই কঠিন। মহালয়ার খাওয়া-দাওয়া জম্পেশ হয়েছে।❤❤❤
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@sovonsanyal22402 ай бұрын
Khub bhalo laglo. Muktoto kore dite hobe. Apnader ei kajta sobar jonne ekta udahorn hoi thakuk.
মা - তোমাকে হৃদয়ের অতল গহ্বর থেকে অফুরন্ত আশীর্বাদ। তুমি সত্যিসত্যিই ওদের আসল মা। মায়ার বাঁধন ছিন্ন করে ওদেরকে তুমি ছেড়ে দিতে চাও। এজন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু তোমার মতো আমারও তো চোখ অশ্রুসজল। সবচেয়ে ভালো হতো যদি নিজেদের কাছে রাখতে পারতে। নয়তো সরকারি সংরক্ষিত বনে দেয়াই ভালো। সেখানে তারা অন্তত নিরাপদে থাকবে।... আব্দুস সালাম - নওগাঁ জেলা থেকে।
@tarunpanda20522 ай бұрын
যেমন আছে তেমনই থাকতে দিন, বাড়িতেই ছাড়া থাকুক না, অসুবিধা কোথায়, ওদের কে ওদের মত থাকতে দিন, ওরা নিজেরাই নিজেদের পথ তৈরি করে নেবে।
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য
@mdsafiulkarim63812 ай бұрын
আমি বালিহাঁস দেখি আজকেও ট্রেন লাইনের ধারে বসে বিলের মধ্যে বালি হাঁসের ঝাঁক দেখেছি অনেক বড় বড় বালি হাঁস ভীষণ চতুর এবং প্রচুর উড়তে পারে কিন্তু অতি নিকট থেকে দেখতে পারিনি আজকে নিকট থেকে দেখে এদের গতিবিধি দেখে ভালো লাগলো তবে পাখিগুলোকে আপনারা নিজেদের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে
@Arifsahagi2 ай бұрын
যতো দিন উড়তে না পারে ততোদিন তোমাদের কাছে রেখে দিন। দেখবে ওরা উড়তে শিখলে নিজেরাই নিজেদের পছন্দের জায়গায় চলে যাবে। অথবা ওরা নিজেরাই তোমাদের বাড়িতে থেকে যাবে।
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ , আপনার এত সুন্দর মতামত এর জন্যে।
@mdsipon-be1sd2 ай бұрын
আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আপনার বাড়ির আঙিনায় রাখেন পাখি গুলি ভালো থাকবে
@anantadebpal9432 ай бұрын
আপনাদের বাড়িতেই ছেড়ে দিল হয় না। সারাদিন বাইরে বেরিয়ে এসে আপনাদের বাড়িতে চলে আসবে।
@sundarbankitchen2 ай бұрын
দেখছি যদি সেটা করা সম্ভব হয় তাহলে নিশ্চই আপনাদের জানাবো।
@natureandfoodbd57982 ай бұрын
দিদি এটাই করো, ওদের ছেড়ে দিও না। তোমাদের কাছেই এরা নিরাপদ @@sundarbankitchen
@syedislam95892 ай бұрын
Baritei rakben
@SultanKarim-ym6mt2 ай бұрын
কোথাও ছাড়তে হবে না। উড়তে শিখলে ওরা যদি চলে যেতে চায় যাবে আর ভালবেসে থাকতে চায় থেকে যাবে... ব্যাস
@taushifmirvlogs64482 ай бұрын
প্লিজ দিদি হাঁসগুলোকে বনে ছেড়ো না ।আমাদের বাড়িতে আরো বেশি সুরক্ষিত থাকবে। তাছাড়া তোমাদের বাড়ির পাশে খাল আছে পুকুর আছে 😊 সারাদিন বাইরে বেরিয়ে এসে সন্ধ্যার সময় ঘরে আসবে @@sundarbankitchen
@sankarnandi89002 ай бұрын
Thank you very much as you are taking care of them as like as their mother. Let them to decide where they will have to stay when perfectly adult. Pray to God to bess you and all others such a kind hearted person .
@rupakdutta70362 ай бұрын
অদ্ভুত সুন্দর নতুন অভিজ্ঞতা লাভ করলাম, বেশ ভালো লাগলো। তবে যতই আপনারা ছেড়ে দিন না কেন, ওরা দূর আকাশে হারিয়ে যাবে না, ফিরে আসবে আপনাদেরই কাছে। আপনারা বেশ ভালো মানুষ। ভালো থাকবেন।
@papaibiswas69132 ай бұрын
Apnader kachei rakhun . Jodi thakar thakbe na hole chole jabe .
@sundarbankitchen2 ай бұрын
Dhanyabad apnar motamot amader jananor jonno
@anupray82422 ай бұрын
You are good and blessed people so they feel happy in your company.
@parthachakraborty1182 ай бұрын
তোমরা ভালোবাসা দিতে জানো তাই মনে হয় ছেড়ে যাবে না ওরা দেখে নিও ❤
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@jamaluddinsardar3015Ай бұрын
আদাব।আমি আপনাদের ভিডিওটা সুদূর নিউইয়র্ক থেকে দেখলাম। দেখে খুব ভালো লাগলো। আপনাদের কাছে বালি হাসগুলো রেখে দিলে ভালো হবে।পরবর্তীতে তারা বংশ বিস্তার করবে। আপনাদের কাছেই নিরাপদ আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ দাদা/দিদি।ভালো থাকবেন।
@ProsenjitAdhikari-b3n2 ай бұрын
দি দি ওরা উড়তে না পারলে ওদের ছেরো না
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য
@aminsobuj39632 ай бұрын
ছেড়ে দেওয়ার দরকার নেই আপনাদের কাছে থাক, আপনাদের কাছে বেশ ভালো আছে ওরা।
@dilipmalakar74732 ай бұрын
খুব ভালো কাজ করে ছোট ভগবান তোমাদের মঙ্গল করবেন এর ফল নিশ্চয়ই পাবে ভালো থাকবেন।
@supriyamondal13922 ай бұрын
সম্পূর্ণ বড় হোক তারপর ওদের যা ভালো মনে হয় তাই করুক । বন বন বিভাগ কে জানবার দরকার নাই ।
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য
@utpoldutta74402 ай бұрын
Most loving act about nature... Please stay up to let them completely grown up.
@swaponrozario91672 ай бұрын
কাওকে দেওয়া বা বাহিরে গিয়ে ছাড়ার দরকার নেই, যদি চলে যায় আপনাদের বাড়ি থেকেই চলে যাবে, এইভাবেই থাকুক, এইটা আমার ইচ্ছে.
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মতামত জানানোর জন্য
@basudevmal3482 ай бұрын
খুব ভাল লাগল। আপনাদের বাড়িতেই ছেড়ে দিন।আপনারা ত জোর করে রাখছেন না।
@fanq.v78132 ай бұрын
বন বিভাগের হাতে ছেড়ে না দিয়ে, বাড়িতে থাকুক কয়েক দিন। যেদিন চাইবে নিজেরাই উড়ে যাবে।
@sundarbankitchen2 ай бұрын
এখনো ঠিক করিনি তবে যেটা করবো সেটা আপনাদের জানাবো
@somnathbanerjee73322 ай бұрын
খুব বড় মনের পরিচয় দিয়েছেন আপনারা এই অবোধ পাখি গুলিকে আশ্রয় দিয়ে বড় করে।প্রকৃতির নিয়মে ওদের প্রকৃতির বুকে ছেড়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত তবে বন দপ্তরের হাতেই দেওয়া ভাল তাতে ওদের বাঁচার সম্ভবনা ই বেশি আর কাছাকাছি ছাড়লে মানুষ যদি লোভের বশবর্তী হয়ে মেরে খেয়ে ফেলে তবে আপনাদের কষ্ট সবচেয়ে বেশি হবে।
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@SHIOMVERSE3 күн бұрын
Thanks!
@shilasaha53072 ай бұрын
সত্যি এদের মধ্যে ভালো বাসা আছে এদের পরিবার আছে এদের সব মানুষ ভালো বাসতে পারে না তোমরা খুব খুব ভালো কাজ করছো তোমরা বুঝতে পারছো না ঈশ্বর এর আশীর্বাদ তোমাদের জন্য আর খুব খুব ভালো করছো ওদের জীবন বাঁচানোর জন্য আরো আরো এই ভাবে জীব গুলো বাঁচাতে এগিয়ে যাও ঈশ্বর এর কাছে প্রার্থনা জানাই তুমি ও তোমার পরিবারের সবাই কে খুব খুব ভালো রাখবে ❤❤🎉🎉😢😢
@NazrulIslam-o6i2 ай бұрын
Good job , you have got a good heart
@jaydebsarkar2592 ай бұрын
ভালো কাজ করেছো। ওদের কে ছেড়ে দিতে হবে ভারাক্রান্ত মনে।
@pranabkumarroy88662 ай бұрын
অনেক সুন্দর। থাকতে চাইলে তারা থাকুক।
@bijansarkar66302 ай бұрын
আপনাদের ছেড়ে দেয়ার দরকার নেই। থাকনা যত দিন ওরা আপনাদের বাড়িতে থাকতে চায়। ওরা নিজের থেকে গেলে যাবে।আর যদি পোষ মেনে ডিম দেয়,বাচ্চা হয় তা হলেতো আরো ভালকথা। পাখি প্রেমের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সবার মনে। খুব ভালো লাগলো আপনাদের ভিডিওটি দেখে।অনেক শুভেচ্ছা রইলো।❤❤❤❤❤❤❤❤❤❤
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@anoaruzzamankamrani78342 ай бұрын
মনে হচ্ছে তোমরা কলকাতার মানুষ। ভালোবাসা ও শুভকামনা রহিলো তোমার প্রতি।
@sundarbankitchen2 ай бұрын
আমরা গ্রামের মানুষ, আমাদের বাড়ি সুন্দরবন
@sukumarray1523Күн бұрын
অনেক অনেক ধন্যবাদ, বাড়ীতে থাক ওদের যদি ইচ্ছা হয় যাবে। ওদের সামনে থেকে খুব দেখতে ইচ্ছা করছে। বাড়ি কোথায় তোমাদের?
@sumona46552 ай бұрын
Very nice story 💕🇧🇩
@fatimafarjanahossain29452 ай бұрын
নিজের কাছাকাছি থাকুক, ঘুরে ফিরে আসবে নিজেদের কাছে।
@syedbaki97552 ай бұрын
Very nice,watching from New York .
@sundarbankitchen2 ай бұрын
Thanks for watching
@UtpalMandal-wi7fzАй бұрын
খুব ভালো লাগলো তোমাদের এই ভালোবাসার ভিডিও দেখে। বন দপ্তরে খবর দিয়ে ছেড়ে দেওয়ায় ভালো হবে।
@sundarbankitchenАй бұрын
ধন্যবাদ
@sukumarroy1589Ай бұрын
Apnar kaj mohat god bless both of you
@SHIOMVERSE3 күн бұрын
You're doing god's work! Lots of love!
@subhomukherjee43392 ай бұрын
Darun...sundoor...khub balo laglo....
@sundarbankitchen2 ай бұрын
Thank you
@DilipSarkar-v2m2 ай бұрын
আপনাদের বাড়িতে থাকুক। আপনারা খুব ভালো ও বড় মনের মানুষ । ঈশ্বর আপনাদের মঙ্গলে রাখুন।
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@abdussatter16062 ай бұрын
দিদি তোমার ভাষা এককথায় বাচন ভঙ্গী আমাকে মুগ্ধ্ কেরেছে।আমার দোয়া রইলো। তোমরা সুখেথাকো শান্তিতে থাকো।বাংলাদেশ থেকে।
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন।
@atmnannurrahman35632 ай бұрын
কোথাও ছেড়ে দেওয়ার দরকার নেই। ওরা উড়তে শিখে হয়তোবা নিজেরাই উড়ে চলে যাবে। শীতের সময় এই বালিহাঁস শীতপ্রধান দেশ থেকে আমাদের দেশগুলোতে প্রতিবছর আসে। খালেবিলে রাতের বেলা চরে বেড়ায়। ঐ সময়ে সেখানে তোমরা ছেড়ে দিলে ওদের সাথে চলে যেতে পারে বলে আমার মনে হয়। তোমরা সত্যি খুব ভালো। আসল বাঙ্গালী। আমাদের আত্মীয়। ধন্যবাদ ও শুভকামনা।
@sahanmalakar59863 күн бұрын
খুব ভালো ভিডিও। আমি হাঁস খুব ভালবাসি
@Shaktilifestyle-gi3lrАй бұрын
কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই ,যেমন আছে থাকুক, যদি উড়ে চলে যায় যাক,না হলে যদি থেকে যায় তো ভালো ❤❤❤❤❤
@AmzadHossain-222 ай бұрын
আমার মনে হয় পাখিগুলো আপনাদের কাছে নিরাপদ ❤
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@Tagardipu2 ай бұрын
তোমাদের সাথে রেখে দাও, ওরা ওদের নিজেদের পথ খুঁজে নিতে পারবে আশা করি
@swapankumargiri83082 ай бұрын
অনেক ভিডিও দেখেছি কিন্তু বনের পাখিদের কেউ নিঃস্বার্থভাবে প্রতিপালন করতে পারে, এমনটা কখনো দেখিনি। জীবনে সুখী হতে গেলে যে মানসিকতার দরকার, তা তোমাদের আছে। এই বালি হাঁসগুলোকে তোমরা নিজেদের কাছেই রেখো, ছেড়ো না। ❤
@sundarbankitchen2 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@khadila1672 ай бұрын
সত্যিই দিদিভাই ভিডিওটা খুবই ভালো লাগলো শুভকামনা রইল
@sundarbankitchen2 ай бұрын
ধন্যবাদ
@SUNCALSTORY2 ай бұрын
খুব ভালো লাগলো হাঁসপাখি দেখতে
@dewanmd.mojiborrahmansumon76152 ай бұрын
বাংলাদেশ থেকে দেখছি। ছেড়ে রাখবেন ওরা ওদের ইচ্ছে মতন উড়ে গেলে যাবে, থাকলে থাকবে।
@pankajkundu61622 ай бұрын
খুব ভালো লাগলো, মনটা খুশিতে ভরে উঠল।
@mzamanmintu36942 ай бұрын
খুবই ভালো লাগলো দিদি ভাই। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। মাশাল্লাহ আমি । পাখি গুল চমৎকার। 😊
@sundarbankitchen2 ай бұрын
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
@sumanbain36682 ай бұрын
এই তিনটে বালি হাঁসের ছানা কে আমরাই দেখাশোনা করছি❤
@RajuPatra-d2k8 күн бұрын
Dada r boudi tomra khub valo kaj korecho....
@subratakumarmondal29122 ай бұрын
ওদেরকে ছেড়ে রেখো। মাঝে-মাঝে তোমাদের ওখানে চলে আসবে। এটা করলেই সব থেকে ভালো হয়।
@asitghosh1512 ай бұрын
আপনাদের সেলাম, আমার মত ওরা তোমাদের সাথেই থাকক, যদি ওরা নিজের থেকে চলে যায়তো যাবে।