আমি একদম নাচ পারিনা, কিন্তু সবাইকে সাথে নিয়ে ডোডো বাবুর এত সুন্দর নাচ দেখে আমারও খুব নাচ করতে ইচ্ছে করছিল। জানো তো আমার ছেলেও আমাকে ছাড়া একদম থাকতো না। আমি যখন প্রথমবার আমার ছেলেকে অনেকক্ষণ এর জন্য ওর nanny র কাছে রেখে একা বেরিয়েছিলাম আমারও ওর জন্য খুব কষ্ট হচ্ছিল। তাই তোমার কষ্টটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তবে চিন্তা কোরো না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। তোমার বোনকে বিয়ের অগ্রিম শুভেচ্ছা জানালাম। খুব ভালো ভাবে সব অনুষ্ঠান সম্পন্ন হোক। তোমার প্রতিটা ভিডিওই খুব ভালো লাগে তবে আজকের ভিডিওটা ডোডো বাবুর হাসি মুখ দিয়ে শেষ করলে বলে আজকে আরো বেশি ভালো লাগলো। সোনা বাবাকে অনেক আদর পাঠালাম। খুব ভালো থেকো তোমরা সবাই মিলে আর খুব আনন্দ কোরো। ❤
@moumitamukherjee7828Ай бұрын
Dodo babu ekhane ese khub mete geche.
@debopiacouplevlogАй бұрын
আমিও কার্ড পেলাম❤..কিন্তু এতো মনটা খারাপ..খুব যাওয়ার ইচ্ছে ছিলো..কতদিন রাজন্যা র সাথে দেখা হয়নি..পুচকি টার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল..আমাদের ট্রেন আছে😞.. যাই হোক নিশ্চই কোনোদিন দেখা হবে♥️😊