জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা যোগায় কবি গুরুর সঙ্গীত ও হেমন্ত বাবুর কণ্ঠ দানের মাধ্যমে। উনার কণ্ঠ নয় তো যেন ঠাকুরের গান গুলি রচিত হয়েছিল উভয়ের মেলবন্ধনে যা অভূতপূর্ব ও অকল্পনীয়। সমাদৃত হোক মানব মননে।
@trinayanihomeo47562 жыл бұрын
আমার মনের কথা , প্রাণের আকুতি ঝরে পড়ছে । শুনতে শুনতে চোখ জলে ভরে যাচ্ছে । প্রণাম জানাই কবি ও শিল্পী কে ।
@swastikasen56722 жыл бұрын
Apurbo
@somnathroy9003 Жыл бұрын
রবীন্দ্রসঙ্গীত এর প্রভাব তাঁর নিজের সৃষ্ট গানের সুরে ভীষণ প্রভাব বিস্তার করেছে।🙏🙏🙏🙏
@arunkumarray88103 жыл бұрын
যেমন ভরাট গলা মাদকতা মিস্রিত কন্ঠ তেমনি সাবলীল, এই রকম সুরেলা কণ্ঠ শোনা যায় না। আমার একান্ত প্রিয় গায়ক। একমাত্র পঙ্কজ মল্লিক এবং কিশোর কুমারকে দাঁড় করা যায়। তবু হেমন্ত, হেমন্ত মুখোপাধ্যায়েই অতুলনীয়।
@latifajahan Жыл бұрын
দিনের শেষে ঘুমের দেশে। আহা! কী সুন্দর গান।
@annapurnadas413810 ай бұрын
A choke dia jol ase jai
@rajlaxmichakraborty5445 Жыл бұрын
দেখে হেমন্ত, আসে বসন্ত।,,, কেনো এমন হলো?,, তবুও বলে এইসব গান অনন্ত।,, শুভকামনা রহে।
@narayanchandrakamila1934 Жыл бұрын
অসাধারণ মধুর কণ্ঠে গাওয়া এই সকল গান চিরস্মরণীয় হয়ে থাকবে
@soumendrabanerjee37643 жыл бұрын
হিয়ার ভেতরে লুকিয়ে থাকা কথাগুলি রবীন্দ্রনাথ গেঁথে গেছেন যেন এক হেমন্তের ছোঁয়াচের জন্য।প্রাণের ভেতর অপরিসীম সুখানুভূতি দেয় গানগুলি।
@ritadasgupta5542 Жыл бұрын
জীবনের সব কথাই যেন রবি ঠাকুরের জানা ,তাই নিজের জীবনের সব কথার উত্তর রয়েছে রবিঠাকুরের সৃষ্টির মধ্যে , আর হেমন্ত মুখার্জীর গলায় ,রবি ঠাকুরের গান appropriate ,
@banglartaane56532 жыл бұрын
চির নতুন!
@amalduttabanik4446 Жыл бұрын
এ সব গানের কোনো তুলনা হবে না, যতো বার শুনি মন ভালো হয়ে যায়।
@shefardbaroi7937 Жыл бұрын
ঈশ্বরের গলার স্বর এই শিল্পীর মধ্যে বিরাজমান বলে আমার বিশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুর এর চিন্তা চেতনায় ও মননে ঈশ্বর নিজে অধিষ্ঠিত ছিলেন তাতে কোন সন্দেহ নেই। এই গানের কোন তুলনা হয়না। মন প্রান জুড়ে এই গান চিরকাল থাকবে।
@tilokadey2629 Жыл бұрын
মিঃ বারুই, আপনার মন্তব্যটি একেবারে পূর্ণ শ্বাশত ও শ্রোতার মনের অভিব্যক্তি। মনের আবেগকে আপনি ফুটিয়ে তুলেছেন, আপনার মত শ্রোতাভাইকে আন্তরিক ধন্যবাদ।
@pratyayp Жыл бұрын
"দিনের শেষে" what a rendition!!
@somamukherjee33393 жыл бұрын
আহা কী শান্ত,কী স্নিগ্ধ প্রাণ জুড়িয়ে গেল
@KamalMukherjee-l1c Жыл бұрын
বিশ্ব কবির গান আর হেমন্তর দরদী আর মধুর কন্ঠস্বর এক অমূল্য সম্পদ।
@shekharmondal66173 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের রবীন্দ্র সংগীত শুনি অন্তর দিয়ে , তখন অন্য জগতে চলে যায় , স্বর্গীয় কথা সব স্বর্গীয় সুরে স্বর্গীয় ভয়েসে । ভাষা দিয়ে প্রকাশ করবার ব্যর্থ চেষ্টা । মহা বিশ্বে পৃথিবীর আইডেন্টিটি হল '' এখানেই রবীন্দ্রনাথ জন্মেছেন আর তাঁর লেখা তুলনাহীন গান স্বর্গীয় কণ্ঠে স্বর্গীয় সুরে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ।
@AbhijitHalder-ih9zz Жыл бұрын
বিশ্ব কবির লেখনী আর হেমন্ত বাবুর কণ্ঠ আমাদের এক অমূল্য সম্পদ। উভয়কেই জানাই আন্তরিক প্রণাম।
@sandipsaha58944 жыл бұрын
রবীন্দ্র সংগীত যেন এক সকালে সরস্বতীর দেওয়া স্বেত পদ্মের উপহার। শ্রোতা ভুব দাও গানের মানেতে ।
@SutapaSengupta-y6z7 ай бұрын
Rabindrasangeet o Hemanta mokhupadhya aky mudrar duti poth asadharan,,
দিনের শেষে ঘুমের দেশে,.... কতটা জীবমমুখী,বাস্তব, মন দিয়ে ও কানপেতে শুনলেই বোঝা যায়। চিরদিনের গান... 🙏🏻🙏🏻
@MitaBhattacharjee-hy9br7 ай бұрын
ke bole iswar ke dekha zaye na?
@subhasisdas80216 ай бұрын
অনবদ্য একটি সংগ্রহ।
@tapatimajumdar35382 жыл бұрын
গান গুলো শুনলে মনের ভেতর পরম শান্তি অনুভব করি।আহা কি অপূর্ব সুন্দর গলা।বিধাতা সবটুকু ঢেলে দিয়েছেন।
@shibnathpramanik9781 Жыл бұрын
The king of Rabindra Sangeet.
@bibhasbandyopdhyay90353 жыл бұрын
বাংলা গানের চির বসন্তের নাম হেমন্ত,, চির অমলিন আপনার ঈশ্বর প্রদত্ত্য কন্ঠ স্বর।।।
@ajitduttagupta40512 жыл бұрын
আমি ত 1960সাল থেকে ওনার গানে মুগ্ধ আমার প্রান মন সপেছি ওর গানে।অনেকেই নেশা করেন আমার মনে হয় ওর গান শুনলেই নেশা হয়ে যাবে সব কিছু ভুলে থাকতে পারবেন । অনেক মানুষ ঈশ্বরের সমালোচনা করেন তাতে ঈশ্বরের কিছুই যায় আসে না ।তাই 800জন পছন্দ না করলেও উনি নামে হেমন্ত হয়েও আমার কাছে চির বসন্ত ।
@SayanMondal-p7k3 ай бұрын
❤
@indiancricketfcofficial58693 жыл бұрын
আমি আধুনিক প্রজন্মের ছেলে। কিন্তু আমার ধ্যান, জ্ঞান রবীন্দ্রসংগীত
হে শিল্পী তোমারে জানাই শত শত কোটি কোটি বিনম্র প্রণাম
@নওয়াজশরীফ-র৯ঝ4 жыл бұрын
এ অমর সৃষ্টি হেমন্তবাবুর কন্ঠে ঝঙ্কারিত হয়ে আমার মনকে নিয়ে চলে অচিন দেশে । হেমন্তবাবু তোমারে প্রণাম/ সেলাম
@RajlaxmiChakraborty-hu5xi Жыл бұрын
সেদিন দুজনে দুলেছিল দুজনে, সে কথা তো কবির আর মনে ছিলো না। যার বিনিময়ে এতো সুধা, যেতে যেতে পথে ভূলে গেল শেষে। তবে কেমনে আর মনে রাখেন তাহারে। হৃদয়ের বাণী হৃদয়েই থেকে যায়। গেন তরে রচনা করেন, শুধুই বৃথা। শুভকামনা।
@latifajahan Жыл бұрын
যে গান ভালোবাসেনা সে মানুষই নয়।
@somnathroy9003 Жыл бұрын
I get enchanted when I listen songs of revered Hemanta Mukherjee, particularly Rabindra sangeet.
@miramukherjee648610 ай бұрын
God of music. Evergreen songs
@kajalbhattacharya1069 Жыл бұрын
Surer dhrubotara.
@paritoshchakrabortty91253 жыл бұрын
আমি মুগ্ধ হই, অবগাহি তব গীত সুধারসে হে হেমন্ত।
@hemantamukherjee5764 Жыл бұрын
ছিল না, নাই, হবে না।
@malayadhikary55782 жыл бұрын
ঈশ্বর কত পরম যত্নে এদের পৃথিবীতে পাঠিয়েছেন। নিজেদের কেমন গ্লানিময় জীবন মনে হয়।সুর ও বানীর মায়াজালে অপার্থিব জগতের সন্ধান দেয়।
@indranilmukherjee42633 жыл бұрын
বন্ধু আপনাদের অনেকের মতো আমার সৌভাগ্য হয়েছিল,বহুবার ওনার লাইভ অনুষ্ঠান শোনার। আর কি যে অপূর্ব ব্যাবহার,যাঁরা সামান্য তম সুযোগ প্যায়েছেন,ওনার সংস্পর্শে আসার তারা ভুলতে পারবেন না।
@pankajgupta66786 жыл бұрын
হেমন্ত বাবুর স্বর ও সুর দিয়ে স্বর্গপথ রচনা হয়েছে । প্রণাম / সেলাম তোমায় ।
@Jajabor Very nice Bhai. Kaise-v Kisiko Samman kiyato bhul nahi. I believe. But I Respect your feelings too. 🙏🙏
@MilanMukherjee-ni2sf4 ай бұрын
অসাধারণ কণ্ঠ, অসাধারণ গায়কী।
@rimadam21214 жыл бұрын
এই গানের মধ্যে এক অদ্ভূত আনন্দ উপভোগ করি ...
@shamaarzu58613 жыл бұрын
একজীবন শুধু রবীন্দ্রনাথ আর লালন শুনেই কাটাতে ইচ্ছে করে,যদিও তা সম্ভব নয়।
@sayedurrahman73383 жыл бұрын
অসাধারন মনে হচ্ছে সততর দশকে ফিরে গেছি
@panchananhalder98254 жыл бұрын
Hemanta Mukhopadhyay was good gifted man.He was/is best of all.His devotion to song can not be measured.
@arabindachowdhury90174 жыл бұрын
Hi
@BiplabRoynandi3 ай бұрын
আমার জীবন ধন্য হলো আমি বাংলায় জম্নেছি । ও বাঙালি বলে রবিঠাকুর আমাদের গুরু । প্রনাম চরনে হেমন্ত বাবুর ।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jitenmistri45582 жыл бұрын
সঙ্গীত জগতের সর্বকালের সেরা মিষ্টি ধ্রুবতারা কে বিনম্র শ্রদ্ধা জানাই। জিতেন মিস্ত্রী সোনারপুর
@bikashroy8742 жыл бұрын
Great Artist . The presentation is spontaneously flavoured. No equal . 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@debukhatuya52184 жыл бұрын
রবীন্দ্র সংগীত মানেই,যার নাম প্রথমে আসে-----তিনি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। যার বিকল্প ছিলনা, নেই, থাকবে না।
@bikashmukherjee21323 жыл бұрын
আমার সত্তর বছর বয়সে অনেক অনেক রবীন্দ্রনাথের গান শুনেছি কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে শুনতে আজো পর্যন্ত আমার কাছে এখনও সবসময় নতুন মনে হয় । এই কন্ঠের আওয়াজ আর কখনও হবেনা ।
@somamukherjee33393 жыл бұрын
আমারও ঠিক তাই মনে হয়
@gurupadarang2071 Жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ মাধুর্য্য অনাশ্রয়ে রবীন্দ্র সংগীতের মর্ম বানী ও রস মাধুর্য্য অনালোকিত থেকে যায় !
@surojitroy96533 жыл бұрын
আপনার চয়েজ কে ধন্যবাদ জানাই।
@kkbanik20025 жыл бұрын
কবি এবং কন্ঠশিল্পী উভয়ে যুগ যুগ ধরে অমর হয়ে থাকবেন ।
@সমন্বয়-ফ৬ফ3 жыл бұрын
জন্মদিনে প্রণাম। সুর ও স্বর জগতের ধ্রুবতারা হেমন্ত গ্রীষ্ম থেকে বসন্ত সবসময়ই প্রাণে দোলা দেয়।
@satyapriyagupta4595 Жыл бұрын
😮❤❤
@hemantamukherjee5764 Жыл бұрын
ঈশ্বর কে আমি জানি না। আমার ঠাকুর রবি ঠাকুর।
@manasyogaman65413 жыл бұрын
Superb song of our legend Hemanta Mukherjee.
@trinayanihomeo47562 жыл бұрын
মনে হয় রবি ঠাকুর আমার জন্য ই এই গান গুলো লিখেছিলেন , হেমন্ত মুখোপাধ্যায় ও শুধুমাত্র আমার জন্য ই এই গান গুলো গেয়েছিলেন । আমার শতকোটি প্রণাম জানাই কবি ও শিল্পী কে ।
@gagadishdalal33462 жыл бұрын
Hemanta , Mukherjee brings new fillings in tagore songs and I float in new world ।
@asokebera49132 жыл бұрын
আমার প্রিয়শিল্পী।দরদী কন্ঠস্বর।বারবার শুনতে ইচ্ছে করে।
@kanakbaranpradhan80814 жыл бұрын
যেমন সহজ পাঠ শিখে জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছে, তেমনই জীবনের শেষ ক্ষণটাও যেন রবিঠাকুরের অমৃত বাণী শুনতে শুনতে চোখ বুজতে পারি।
@atrayeegupta53694 жыл бұрын
Ato sahaj saral basona Songi kore neo more He sokha
@jayantchaudhary35844 жыл бұрын
@@atrayeegupta5369 nnnnnn
@chitra19364 жыл бұрын
হেমনত কুমার গান শুনে সেই বয়সে ফিরে যাই যখন সব কিছু মধুর লাগতো
@Simon-zr5wi2 жыл бұрын
Amar jiboner sobcheye preyo gan ami jiboner shasha ai gan suna ghoomta chi
@urmiadhikari3827 Жыл бұрын
প্রাণের কথা
@anm83065 жыл бұрын
যদি পরজন্ম লাভ করে এই বাংলায় আসি, তবে শুধু এই স্বর্ণকন্ঠ-শিল্পীর কন্ঠে রবীন্দ্রসংগীত ও অন্যান্য সংগীত শোনার জন্যই হয়তো আসবো। প্রণাম শিল্পীকে।
@swapansengupta50265 жыл бұрын
Swapan Sengupta. Emon madhur awaj r ki kono din pabo?
@parthachatterjee3314 жыл бұрын
Gurudeb Hemontai chiro basanto. Pranam tomake.
@pratimaaich23274 жыл бұрын
আমারও একই ইচ্ছা... এই কন্ঠের জন্যে মরতে ও ইচ্ছে করে না। কেবল মনে হয় শুনেই যাই.. শুনেই যাই.. 🙏
@pialimitra48674 жыл бұрын
@@swapansengupta5026 %cm 0
@harinarayangoswami68324 жыл бұрын
Are you in stress, misery,anxiety, depression then just enjoy these songs from your heart. It will take you to divinity.
@dinendramarik72863 жыл бұрын
Khub sundor.
@pulakbhattacharya28252 жыл бұрын
🙏🏻 ভগবানের কন্ঠস্বরে রবি ঠাকুরের গান 🙏🏻
@sumanamitra29785 жыл бұрын
কবি এবং গায়ক দুজনকে ই প্রণাম জানাই 🙏🙏
@kamalchakraborty75873 жыл бұрын
Golden songs for ever which can never be fully expressed in words.
@dipankargupta93593 жыл бұрын
I listen his rabindra sangeet lying in sabashan with my bluetooth earphones on. I don't know how hours pass, I feel his voice touches my heart and all my feelings with a soft feather. I go into a trance.
@sutapachakrabarty77884 жыл бұрын
আধুনিক গানের সাথে রবীন্দ্রসঙ্গীত ও সমান দক্ষতার সঙ্গে পরিবেশন করেছেন ও অতুলনীয় জনপ্রিয় হয়েছেন। স্বর্ণকণ্ঠের অধিকারী তিনি আজও শ্রোতাদের মনের মণিকোঠায় উজ্বল...... তাঁকে সশ্রদ্ধ প্রণাম 🙏 জানাই।
@bibhasbaranghosh66687 жыл бұрын
Hemanta Mukherjee'Rabindra Sangeet not only charmed me but also feel such a happiness that can not be expressed in words.
@dipalilahiri954210 ай бұрын
These songs are ever matchless and timeless.
@rohitmondal2730 Жыл бұрын
Best interpretation of Tagore's songs with pure minimalist approach of a true maestro hemanta
@tammykumarmukhopadhyay98524 жыл бұрын
Versatility of this immortal voice will mesmerise the audience of Rabindradsngeet for ages after ages!
@priyankasengupta6486 ай бұрын
mon bhore jachhe......ek sunibir akulotaye bhese jachhe mon . Hemanta Mukhopadhyay amar mama .....aaj bar bar mone hochhe mamar samne bose tar debdurlobh konthe ei sob asamanyo gaan shona r modhumoy smriguli.
@shibnathpramanik97816 ай бұрын
U r so lucky.
@priyankasengupta6483 ай бұрын
@@shibnathpramanik9781🙏🙏
@rinabanerjee817811 ай бұрын
Gan gulo khob bhalo
@gamingamartya95765 жыл бұрын
এইরকম গানগুলো সারা জীবন অমোর হয়ে থাকবে ।
@hossainiqbal11103 жыл бұрын
অসাধারণ !
@sumitapal77133 жыл бұрын
সুখে দুঃখে আনন্দে কোলাহলে নিস্তব্ধতায় একাকীত্বে হেমন্ত মুখোপাধ্যায় এর গান আমাদের চিরকালই সঙ্গী ছিলো আছে এবং। থাকবে ।
@sankarprasad42535 жыл бұрын
Poet Rabindranath Tagore is my favourite poet and Singer Hemanta Mukherjee is my favourite singer
@gautambasu36885 жыл бұрын
A legendery combination of rabi thakur & hemanta mukherjee makes me proud of being a bengali.
@samarkantidas60384 жыл бұрын
Legend singer. May God give him peace. We always remember him through his songs.RIP.
@santoshmandal76264 жыл бұрын
অনন্য সৃষ্টিকে বর্ণনার জন্য কোন ভাষা ই যথেষ্ট নয় ।
@loverajjufromhurt15314 жыл бұрын
@@santoshmandal7626 ey
@DebashisDas-yr6jy5 жыл бұрын
অপূর্ব । আমার মনে হয় এই গান গুলো স্টুডিয়োতে রেকর্ড করা না । কোনো লাইভ অনুষ্ঠান থেকে রেকর্ড করা ।
@runarunkumar51735 жыл бұрын
আপনি একদম ঠিক। তবে অমৃতর অমরত্ব এক থাকে।
@ramroy38284 жыл бұрын
E to swargiyo gun,amra vaggyoban je oner eisab gunguli soner sovaggyo arjon korechi.apnai pranam janai
@parimaldatta31522 жыл бұрын
যেমন নাম তেমন গলা, ভীষণ ভালো দেখতে, শুধু হেমন্ত নয়, সব ঋতুতেই ওনার গানের সমান কদর। সারা জীবন থাকবে।
@hemantamukherjee57645 жыл бұрын
গুরুদেবেরর লেখা পড়ে ও হেমন্ত বাবুর গান শুনতে শুনতে জীবন টা আরামে কেটে যাবে
@manikchoudhary32913 жыл бұрын
I feel etarnal peace when I hear Tagore'sSong by Hemanto Mukharjee's voice.
@OpArka6t3 жыл бұрын
When l heir Hemant mukherjee's song l go to another world.
@OpArka6t3 жыл бұрын
Very lovely when l heir H.songs
@sumonmondal59202 жыл бұрын
এটা যেন ধ্রুব সত্য। কিন্তু এমন স্রোতাও এখন কতজনই বা আছেন...
@debalghoshal4132 жыл бұрын
asadharan
@tapasroychoudhury22415 жыл бұрын
Hemanta mukherjee!!one of the greatest modern singers of our country!!!RIP
@piyalibanerjee51254 жыл бұрын
Hemanta Kumar was our hart& love
@OpArka6t3 жыл бұрын
@@piyalibanerjee5125 sam to me
@tapankumarghosh91744 жыл бұрын
এমন সুরেলা ও পৌরুষদীপত কণ্ঠ সুরের মায়াজালে আচ্ছন্ন করে রাখে ।
@jagabandhumukherjee83973 жыл бұрын
হেমন্তকে আমি ঈশ্বর বলে মনে করি
@asitchaki6103 жыл бұрын
এ এক দৈব কন্ঠ ❤️❤️
@sujoymukherjee44714 жыл бұрын
Excellent.... He is God gifted.
@arunsen40174 жыл бұрын
Jakhon RS gecheyehhen takhon puro Rabindrik, Adhunik er shomoy puro Adhunik style ar Film er toh Dada chhilen Samrat. Ei multi talent karo achhey ki?? He is the Greatest of All The Greats.🙏🏼🙏🏼🙏🏼
@asokghatak70142 жыл бұрын
যা পুরান হয়েও নিত্যনবীণ তাই রবীন্দ্রসংগীত।
@sanjaydas-ju9bd5 жыл бұрын
Old is gold ..হেমন্ত মুখোপাধ্যায় ...👏
@btmoradia4 жыл бұрын
Ultimate human performance beyond our mind! Great soul
@goutamgoswami3335 жыл бұрын
খুব সুন্দর গান শিল্পীর কন্ঠে।
@shortsfactory60184 жыл бұрын
ADVHUT KANTHO.SALUTE HEMANTAJEE
@fazlulmya89944 жыл бұрын
Barrister A Y M Fazlul Hoque Superb singing by Hemanta, very befitting expression to the great words of the great poet, Kobiguru, highly appealing in the voice of the singer,thrills the mind and body.
@techrajdeep65896 жыл бұрын
Should be Grammy award winner for this awesome voice..