গানশুনে মনে হচ্ছে মন্দিরে মন্দিরে বেজে উঠলো পূজার ঘন্টা। কবির সঙ্গীতে বেজে উঠল সুন্দরের আরাধনা ৷ আনন্দ বেদনা ভরা এ সংগীত মনের অন্দরে সুরের মূর্ছনায় ভরে গেল ৷
@rinabiswas95813 жыл бұрын
Aha ki apurbo geyechhen 💖💖💖
@lutforrahoman12698 ай бұрын
অতি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে পরিবেশনা। গান টি একটু কঠিনই ভাবে সাজানো হয়েছে খুব ভালো লেগেছে ধন্যবাদ।
@PialyKunduOfficial8 ай бұрын
ধন্যবাদ অনেক 🙏
@ryanroy70153 жыл бұрын
যথারীতি ভাল হয়েছে। ভালো থেকো।
@jayasrighosh21072 жыл бұрын
ওহঃ কিযে ভালো লাগছে 👌🏻❤🥰
@animeshkumarsarkar75932 жыл бұрын
খুব ভাল লাগল। অসাধারণ হয়েছে।
@m.a.quashem19893 жыл бұрын
Doordarshane onek bhalo geyecho ei gaan ti.Bhalo theko.
@debendranathdas87742 жыл бұрын
সুযোগ পেলেই শুনছি ,এতো ভালো হয়েছে।
@debendranathdas87742 жыл бұрын
অসাধারণ পরিবেশনা, আরও ভালো হোক।।
@dilipkumargupta.33742 жыл бұрын
🥀 সত্যি কথা বলতে কি! আগেকার দিনে মনের কথাগুলো যে কি সুন্দর করি না প্রকাশিত হতো, আর মধুর মায়াবী সুরে তা গাওয়া হতো, এসব কথার গান আমার খুবই ভালো লাগে। আহা! পরিমিত গলার কাজ এর সাথে দরদের মিশেল। কমলিকা কে যখন অসহায়ত্ব এর কথা বলেন। তখন সমস্ত কোলাহল ছাপিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে হাহাকার! এমন সুর বয়ান কেবল "প্রভুর" পক্ষপাত প্রাপ্ত কোন কণ্ঠ কারিগরের পক্ষে সম্ভব। দারুন শুনলাম 🥀🥀🥀🥀🥀🥀
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobad anek
@swapanmukherjee22423 жыл бұрын
Sabbash etai to choar chhilo, durodarshon e gaoa,Darun sundor
@anitadatta13033 жыл бұрын
শ্রদ্ধেয়, প্রয়াত পুলক বন্দ্যোপাধ্যায়ের রচিত এবং অখিলবন্ধু ঘোষ মহাশয়ের গাওয়া এ গান শুনে আমি যে কতো মুগ্ধ হয়েছি সব সময় তার সীমা নেই । তুমি দূরদর্শনের অনুষ্ঠানে গাওয়ার অনেক আগে ইউটিউবে গেয়ে আপলোড করার কিছুদিন পরেই বহু শ্রোতা নন্দিত হয়েছিলে সেটাও তো আমার জন্য পরম তৃপ্তি । আশা করি এবারে দূরদর্শনের সম্প্রচার তোমার নামকে আরো বেশি শ্রোতাদের মধ্যে নিয়ে যাবে ।
@chiranjitde74672 жыл бұрын
শ্রদ্ধেয় অখিলবন্ধু ঘোষের এই গান টি কি অনায়াসে গাইলে আমি ভেবে পাই না! সুরের ভেলায় ভেসে গেলাম! কোন প্রশংসাই যথেষ্ট নয়! অসাধারণ!
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobad anek 😀🙏
@siddeshswarmondal40382 жыл бұрын
বিরহ আছে বলেই মিলনের সার্থকতা অন্ধকার আছে বলেই আলোর এত দাম। রবীন্দ্রনাথ তাঁর পনেরো আনা প্রবন্ধে লিখেছেন পনেরো আনা ব্যক্তি আছে বলেই বাকি এক আনা দের এত কদর।
@abhijitmukherjee7513 жыл бұрын
Khoob bhalo laglo, Akhilbandhu babur konthey ganta shunechilam, kintu apnar konthey ei ganta shuney abhibhuto, thank you madam.
@ashokbhadury55993 жыл бұрын
দূরদর্শনের অনুষ্ঠানে পরিবেশিত গানগুলির মধ্যে অন্যতম সেরা। কন্ঠের নিখুঁত কারুকাজ, পরিশীলিত ও সাবলীল গায়নশৈলী আর পরিমিত ভাব সঞ্চালন পরিবেশনাটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলেছে। প্রথম জনপ্রিয়তা প্রাপ্তির সুবাদে অসাধারণ গানখানি নিঃসন্দেহে আপনার হৃদয়ের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে থাকবে।
@pranatisaha7702 жыл бұрын
পিয়ালী আপনার গান আমার ভীষন ভালো লাগে ,এই গান টাও খুব ভালো লাগলো ,এত সুন্দর গান পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ
@PialyKunduOfficial2 жыл бұрын
অনেক ধন্যবাদ
@subodhbalok14472 жыл бұрын
দূরদর্শনে পরিবেশিত আপনার প্রতিটা গানের সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে আছে, এই ভালো লাগার কোনো তুলনা হয় না..
@PialyKunduOfficial2 жыл бұрын
ধন্যবাদ অনেক
@babuldatta96882 жыл бұрын
Beautiful tune....darun darun...eto mistri gala...god gift 💝💝💝💝💝
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you
@babuldatta96882 жыл бұрын
Welcome sweet madam ♥️♥️
@hasnabegum21972 жыл бұрын
সরস্বতীর বর কন্যা পিয়ালি। কি চমৎকার গায়কি। অসাধারণ! অসাধারণ!!
@apurbamazumder22272 жыл бұрын
কিংবদন্তী শিল্পী অখিলবন্ধু ঘোষের গান তুমি অসাধারন গেয়েছো পিয়ালীদি ।
@ssfilmshouse12512 жыл бұрын
অসাধারণ কন্ঠ খুব আপ্লূত হলাম দিদিভাই
@arshiahmmed3747 Жыл бұрын
সবচেয়ে প্রিয় গীতিকার আমার পুলক বন্দ্যোপাধ্যায়,, তার গানের প্রতিটি কথাই যেনো হৃদয় ছুয়ে যায়❤️❤️ তুমিও দারুন গেয়েছ দি
@PialyKunduOfficial Жыл бұрын
ধন্যবাদ
@TapanBiswas-fu9lo2 жыл бұрын
Excellent presentation. Go ahead.
@saikatshahriarsudev64092 жыл бұрын
খুবই খুবই ভালো লাগলো। তুমি গাইলে প্রত্যেকটি গান নতুন মাত্রা, নতুন প্রাণ পায়। দীর্ঘদিন ধরে তুমি দিতে থাকো।
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad 🙏
@tubamukherjee17462 жыл бұрын
অসাধারন অসাধারণ ।ভীষণ ভালো লাগল।অনেক ধন্যবাদ।
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you very much 🙏
@adnanalok69992 жыл бұрын
এই গানটা যে দিন আপনার কন্ঠে প্রথম শুনি ইউটিউবে সে দিন বৃষ্টি ছিল সারা দিন। আমি অনেকবার শুনলাম। আবেগ গুলো একটু বেশি কাজ করছিল। সে থেকেই আমি আপনার বাংঙ্গালী ভক্ত!
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek 🙏
@chandranathchatterjee90292 жыл бұрын
Asadharon Asadharon.Mahan Akhil Bhubaner shrestatamo subasito ekte nam piyali a great performer.
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you
@paritoshchandradey7832 жыл бұрын
Maa, outstandingly sung here.
@bappadityasarkar17303 жыл бұрын
দারুন দারুন ❤️
@narugopalbera10153 жыл бұрын
Khub bhalo hoyeche Thankyou
@debendranathdas87742 жыл бұрын
যে আঁখিতে .... প্রান ঢালা শুভেচ্ছা নাও । কোনটা যে বেশি ভালো! আমাদের হৃদয় জিতলে আর কী চাই।খুব ভালো থাকো ।
@gopalkundu99003 жыл бұрын
পিয়ালির গানটি ফুলের মতো সুন্দর হয়েছে। এ রকম স্বতন্ত্র voice ব্যতিক্রম ও দুর্লভ। বিখ্যাত গানটির মর্যাদা রেখেছ।
@MukeshRathore3 жыл бұрын
Wow.. superb... proud of you Pialy!!
@suklabose54803 жыл бұрын
Eto sundor gao mon vore jai.
@subodhbalok14472 жыл бұрын
অসাধারণ.. ভীষণ ভালো। দূরদর্শনে পরিবেশিত আপনার প্রতিটা গানের সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে আছে, এই ভালো লাগার কোনো তুলনা হয় না..
কি বলব তোমাকে পিয়ালী,এতো সুন্দর গেয়েছো তুমি গানটা এক কথায় অসাধারণ,তোমার জন্যে আমার অন্তঃস্থল থেকে শুভকামনা এবং আশির্বাদ থাকল, এম এম বোরহান উদ্দিন ইতালি..মিলান
@AninditaBhowmick3 жыл бұрын
এই গান প্রিয় মানুষের গলায় শুনে কেঁদেছিলাম। তার প্রাক্তন কে ছেড়ে থাকার বেদনা ছুঁয়ে গেছিল আমায়। মানুষ কত অসহায় বোধ করে একটু ভালোবাসা পাওয়ার জন্য। অবসাদে ক্ষয়ে ভেঙে যাওয়া এই মানুষ গুলো আর সঠিক ভালোবাসার ও মূল্যায়ন করতে পারেনা পরবর্তী জীবনে।নিজের মনে কষ্ট পাওয়ার ভয় এমন গ্রাস করে এদের এরা আসল ভালোবাসা নিয়ে দাড়িয়ে থাকা মনে কষ্ট দিয়েও নিরুত্তাপ হয়ে থাকে তখন ... এই গান এর পর থেকে আমার খুব প্রাণের কাছের।
@jeweldas72043 жыл бұрын
এভাবে তো ভেবে দেখিনি। ভালোই বলেছেন।
@aroteedas31892 жыл бұрын
আপনার গান শুনলে কঠিন গান সহজ মনে হয়... অনেক ধন্যবাদ। ঢাকা,বাংলাদেশ।
@PialyKunduOfficial2 жыл бұрын
Anek dhanyobaad 🙏😀
@amalghosh95444 ай бұрын
Apnar kanthe Pulak Bandyapadhya rachita ei chirantan gaanta barbar suneo aro sunte ichha kare. 65 bachhar boyse ei gaan amar antar ujjibita o absad mukta kare.. Sangate dujan musician ke dhanyabad sundar paribesanar janya . Apnara sabai bhalo thakben.
দূরদর্শন বাংলার পর্দায় তোমাকে দেখে খুব খুশি হলাম দিদি, তোমার কণ্ঠে' তোমার ভুবনে ফুলের মেলা' গানটির প্রেমে পড়ে গেছি। খুব ভালো থেকো , মা স্বরসতীর আশীর্বাদ তোমার উপর অঝোর ধারায় বর্ষিত হোক এই কামনা করি।
@sajalkumardeb75416 ай бұрын
খুব ভাল লাগল❤❤❤❤❤
@PialyKunduOfficial6 ай бұрын
Thank you
@mrinnoypolley43513 жыл бұрын
খুব সুন্দর লাগলো। ভালো ভালো গান শোনার আশায় রইলাম
@baidyanathsenguptbverynice43832 жыл бұрын
Aha,darun3.
@nachiketamajumdar29472 жыл бұрын
পিয়ালী ছাড়া কে এইভাবে এত সুন্দর গাইতে পারবে!
@bibekranjansarkar50942 жыл бұрын
খুব ভাল লাগছে তোমার গান। আরও বড় হও মা।
@piyalghosh45763 жыл бұрын
অপূর্ব ।ভীষণ ভীষণ সুন্দর পরিবেশন। তবলা ও অন্যান্য যন্ত্র সঙ্গত অসাধারণ।
@pijushbala10863 жыл бұрын
খুব সুন্দর হয়েছে। শিল্পী স্বীকৃতি পাওয়া যে সময়ের অপেক্ষা গত বছরই বলেছিলাম, সেটা এত তাড়াতাড়ি মিলে যাবে ভাবিনি। আর গানে তবলা সঙ্গতের কথাও বলেছিলাম। তবলাবাদকের আলাদা ভাবে প্রশংসা করছি। এখন শুধুই এগিয়ে যাওয়া। রাগপ্রধানে সাবলীলতা অনেক দূর নিয়ে যাবে। দিদিভাইকে শুভেচ্ছা জানালাম।
@swapanmukherjee22423 жыл бұрын
Thik amio etai bole chhilam
@jagadishdas4907 Жыл бұрын
দারুণ লাগলো 👌👌💐
@PialyKunduOfficial Жыл бұрын
ধন্যবাদ অনেক
@provashsaha6353 жыл бұрын
অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে গান টি। শুভ কামনা রইলো
@sukdevchandramondal48342 жыл бұрын
পিয়ালি প্রত্যেক টি গান প্রাণবন্ত সর্বোপরি তোমার সুমধুর মিষ্টি গান মুগ্ধ করে।
@sabericulturalgroup2 жыл бұрын
মনে পড়ে গেল অনেক বছর আগের কথা। অখিলবন্ধু ঘোষের বাড়ীতে গিয়েছিলাম। একটা মাত্র ঘরের ঐ উঁচু চৌকিটার উপর বসে অফিসের কালচারাল প্রোগ্রামের কথা ঠিক করলাম। তোমার ভুবনে ফুলের মেলা- এই গানটা গাইতেই হবে। এই প্রতিশ্রুতি আদায় করে এনেছিলাম।
@PialyKunduOfficial2 жыл бұрын
অমূল্য স্মৃতি 🙏
@debendranathdas87742 жыл бұрын
Beyond praise
@srabaniroy74153 жыл бұрын
Khub sundor hoyeche didivai 🥰🥰🥰😊😊😊😊😊
@sbamith32682 жыл бұрын
Another looks!!!
@anupkumarsahu12792 жыл бұрын
Onek sundar.
@sujitswarnakar65173 жыл бұрын
সুন্দর পরিবেশনা।
@chandidasgoswami99632 жыл бұрын
অসাধারণ হয়েছে।
@PialyKunduOfficial2 жыл бұрын
ধন্যবাদ
@swarupghorai46713 жыл бұрын
পুরনো গান নতুন করে গাওয়া_দিদিভাই অপূর্ব ভালো লাগলো।
@FerdousNahar3 жыл бұрын
আপনি তো আমার মাথাটাই খারাপ করে দিলেন। অতুলপ্রসাদের একটি বিশেষ গান খুঁজছিলাম, শোনাতে আপনি এলেন। মুগ্ধ হলাম। তারপর এই সুরেলা ও প্রাচুর্যময় কণ্ঠ দিয়ে জয় করে নিলেন। ভালোবাসা আপনার গানের জন্যে।
@PialyKunduOfficial3 жыл бұрын
😀🙏
@taritdasmusic3 жыл бұрын
অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ।
@amiyanayak58433 жыл бұрын
Sahaj saral maner adhikarini.. khubbb mistiii gala
@amalghosh95445 ай бұрын
Akhil Bandhu Ghosh er ei saswata gaanta ami pratham female voice e sunlam. Apnar surela kanthe ei gaanta eto bhalo laglo je ta bhasai prakash kara muskil. Apnake o sangate je dujan bhadralok achhen obsder dhanyabad janai.
@PialyKunduOfficial5 ай бұрын
Thanks
@arnabchakraborty44452 жыл бұрын
মন জুড়িয়ে যায় অসাধারন কণ্ঠ।
@subodhbalok14473 жыл бұрын
আগেরটা পরেরটা বুঝি না, দুটোই খুব ভালো হয়েছে। ট্রাক মিউজিক বা যন্ত্রাণুষঙ্গে গাইবার সময় deviation এর কোনো সুযোগ না থাকায় নিজস্ব extra ordinary কিছু করা যায় না, যে সুযোগটা আগের ভার্সনে ছিল। তাছাড়া আগেরটাতে স্কেল একটু ওপরে ছিল বিধায় কিছুটা অন্য রকম মনে হয়েছে। এমনিতে দুটোই অসাধারণ। সবচেয়ে বড় কথা, দূরদর্শনে পরিবেশিত প্রত্যেকটি গানের সাথে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে আছে, এই ভালো লাগার কোন তুলনা হয় না..
@PialyKunduOfficial3 жыл бұрын
Anek dhanyobaad 😃🙏
@kartickchakraborty2584 Жыл бұрын
সবই ঠিকঠাক আছে। তবে কন্ঠের মিষ্টতায় একটু পার্থক্য রয়েছে বৈকি?
@rup.prasad3 жыл бұрын
Superb.
@SURERAKASHE3 жыл бұрын
অপূর্ব লাগলো দিদিভাই 💞💞👏👏
@madhuchhandachattopadhyay8363 жыл бұрын
অত্যন্ত জনপ্রিয় অমর শিল্পী শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষের গাওয়া এই গানটি শিল্পী অত্যন্ত দক্ষতার সাথে পরিবেশন করেছেন I ভালো লাগলো I
@faruquehossain58253 жыл бұрын
আমার খুব প্রিয় এই গানটি। অসাধারণ লাগলো।
@dr.sanjibkar38683 жыл бұрын
অসাধারণ
@sunilmandal57783 жыл бұрын
Darun..Emon Gaan Durodarshane Geye Mugdho Korle .Remarkable and marvellous one .Wish your every Success in the Singing World .Ma Piyali .,God bless you my son .
@swarashruti53353 жыл бұрын
পিয়ালির গাওয়া 2 দিন আগে মান্নাদের গানটা শুনেছিলেন? আপনার কোন কমেন্ট দেখতে পাইনি। ভাবলাম হয়তো খুব ব্যস্ত আছেন। আমার কাছে গানটা খুবই ভাল লাগল।
@monojpodder49983 жыл бұрын
দূর দর্শনে পুরোনো দিনের আধুনিক গানটি আপনার কন্ঠে শুনে আমার খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।
@anitakarmakar7342 жыл бұрын
Khub sundor gaile apurbo
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank you very much
@fazluljabbar94153 жыл бұрын
অসাধারণ শুভেচ্ছা রইলো
@jharnabanerjee15843 жыл бұрын
Darunnnnn........Maa
@soumyadasguptaofficial53763 жыл бұрын
স্মরণীয় কলকাতা সফরের অবিস্মরনীয় গান
@ashimkrishnapyne2758 Жыл бұрын
অপূর্ব
@PialyKunduOfficial Жыл бұрын
ধন্যবাদ
@manilalchakraborty99972 жыл бұрын
অসাধারণ পরিবেশন
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad anek 😀
@anupbera60002 жыл бұрын
কোনো মন্তব্য করব না। শুধু বলি খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
@PialyKunduOfficial2 жыл бұрын
অনেক ধন্যবাদ
@kishorbiswas85462 жыл бұрын
Asadharan
@PialyKunduOfficial2 жыл бұрын
Dhanyobaad
@tapasghorai63742 жыл бұрын
good job
@raihanislam2843 жыл бұрын
অসাধারণ লাগছে! পিয়ালির গান মানেই আলাদা মাত্রা যোগ করে! তবে কুট্টুস এর সাথে গানটির আবেদন মনে রবে বহুদিন....! শুভকামনা রইল আগামীর জন্য...!
@PialyKunduOfficial3 жыл бұрын
Akdom.. Kuttus to special manush 😃😃
@piyalbanerjee95572 жыл бұрын
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you Piyaly for uploading this song and beautiful presentation by you. God bless you.
@kalpanamajumder47393 жыл бұрын
Excellent! 👌👌❤❤
@sudhirkumerbiswas72522 жыл бұрын
Khub valo.
@PialyKunduOfficial2 жыл бұрын
Thank u 😀🙏
@biswanathghosh32363 жыл бұрын
Dear pialy heartest congratulation for representing this song in D D chanel with your beautiful voice my most favourit song thanks a lots M NiVEN
@debibanerjee5243 Жыл бұрын
ফুলের শুভেচ্ছা রইল অন্তহীন।
@PialyKunduOfficial Жыл бұрын
অনেক ধন্যবাদ
@অমিয়বসু3 жыл бұрын
দারুণ গেয়েছেন দিদি
@AkashAkash-ns7ml2 жыл бұрын
Osm
@shahriarhossain128 ай бұрын
EXCELLENT
@PialyKunduOfficial8 ай бұрын
Many thanks!
@arundas90353 жыл бұрын
Excellent
@subhachakra20443 жыл бұрын
বেশ কিছুদিন আগেই আমি আপনাকে অনেক ভাল জায়গায় দেখতে চেয়েছিলাম। আমার চাওয়াটা আমি এবার পেতে চলেছি এবং খুব শীঘ্রই তা ঘটতে চলেছে, সেটা বুঝলাম।
@PialyKunduOfficial3 жыл бұрын
😀🙏
@sripatihalder97753 жыл бұрын
সরস্বতীর বর পুত্রী পিয়ালী সংগীত জগতের দিকপাল শিল্পী। আমার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল। 👌👌👌👌
@jayasrighosh21072 жыл бұрын
একদমই সহমত
@jibondas64402 жыл бұрын
Khub. Bhalo. Laglo.
@bhaskarpal24023 жыл бұрын
তুমি যে গান করবে সব ভালো লাগবে। এগিয়ে যাও।
@WorldofSudeshna-b9w3 жыл бұрын
Super Duper rendition .prasenjit ER sange dekha hoyechhilo . O bollo DD Bangla te Tumi 8 ti Gaan geyechho . Sob Gaan guloi khub Sundar geyechho .