Рет қаралды 7,806,482
এমদাদ বাউল। ৫৫ বছর বয়স। বাড়ি গোপালগঞ্জ. ৪২ বছর ধরে গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন। আড়াই মাস বয়সে আগুন পুড়ে দুই চোখ এবং এক হাত হারিয়েছেন। কৈশোরে আজমীর শরীফ যাওয়ার পথে প্রতিবন্ধী শিল্পীদের গান গাওয়া শুনে তিনি তা শিখতে আগ্রহী হন। এবং তখন থেকে গান শিখে গান গেয়ে যাচ্ছেন।