সেই পরম পুরুষকে পাওয়ার জন্য আমাদের অনন্ত অভিসার চলছে চলতে থাকবে। তাকে লাভ করায় মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য ৷ যতদিন পর্য্যন্ত তাঁকে লাভ করতে পারছি ততদিন আমাদের প্রিয়মিলনের জন্য অভিসার থামবেনা। সুন্দর কন্ঠস্বর ও সুন্দর পরিবে শনা ৷
@kazisourovhossin10 ай бұрын
🥺
@ranjitroybabu108Ай бұрын
জয় গুরু । আপনার মতো করে ভাবার মানুষ খুব কম ! শুভকামনা । প্রণাম 🙏💙❤️
@Chayan38957 ай бұрын
কি অসামান্য অনুভব,,কি অসামান্য কণ্ঠ,,কি সাবলীল সুললিত সুস্পষ্ট উচ্চারণ,,সঙ্গে এক যুগ পুরুষের রচিত অনবদ্য লেখনী,আহা ,যতবার শুনি ততবার আবার মনে এই গানের বলি প্রতিধ্বনিত হয়❤❤
@mohammadsharif5113 Жыл бұрын
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা-২ যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাক আকুল নয়ন জলে ঢালো গো কিরণধারা তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে তিলেক অন্তর হলে না হেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি অমনি ও মুখ দেখি শরমে সে হয় সারা তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা
@sheikhsajibahmedniloy406810 ай бұрын
❤❤❤
@NazmaulHuda8 ай бұрын
সম্ভবত কবি নজরুল তোমাকে নিয়ে আমার হয়ে লিখেছেন এমন গান❤️❤️❤️
@mosharafhossain65292 жыл бұрын
একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেল সমগ্র হৃদয়জুড়ে। অসাধারণ কন্ঠ এবং গায়কীও। অজস্র ধন্যবাদ ও শুভকামনা রইল শিল্পী ও যন্ত্রীদের।
এই গানটি একমাত্র শুধু মানবেনদ্র কন্ঠেই শুনতাম। আর কারো কন্ঠে শুনার ইচ্ছে হতনা। এই গায়িকার কন্ঠে এতো দেখছি পারিজাত ফুল গন্ধ। এত মধুর কন্ঠ।
@masudulhoque5534 Жыл бұрын
I also heard the song first from manobendra but it is wrong tune.manobengra is the culprit of ruining of the original nazrul geeti tune. Sorry to say the truth is bitter.
@KishuwarSultana-p8h11 ай бұрын
সুর সুরভি ছড়ানোর খুব সুন্দর ও পরিচ্ছন্ন নিয়ন্ত্রণ শিল্পীর গায়কীর মধ্যে
@shiponmazumder272511 ай бұрын
মুগ্ধতা ছড়ানো গায়কী! এককথায় অসাধারণ!
@siddeshswarmondal4038 Жыл бұрын
এমন সুন্দর রোমান্টিক গান টি শুনতে শুনতে মনে হচ্ছে মনটা যেন ভূমি ছেড়ে ভূমার দিকে অগ্রসর হচ্ছে।এক সুন্দর আবেশে মনটা ভরে গেল। আপনার কণ্ঠে গাওয়া গান টি শুনতে শুনতে মনে হচ্ছে সাগরের দুরন্ত ঘেউ যেন বারবার আছড়ে পড়ছে মনের তটভূমিতে।
@siddeshswarmondal4038 Жыл бұрын
গান টি শুনতে শুনতে মনে হচ্ছে কবির সঙ্গীতে বেজে উঠলো যেন সঙ্গীতের আরাধান ৷
@siddeshswarmondal4038 Жыл бұрын
কবির সঙ্গীতে বেজে উঠলো যেন সঙ্গীতের আরাধনা
@siddeshswarmondal4038 Жыл бұрын
অভিসার কথার অর্থ হল প্রিয় মিলনের উদ্দেশ্যে যাত্রা ৷ প্রিয় পরমের সঙ্গে মিলনের জন্য আমাদের অনন্তকাল ধরে অভিসার চলেছে। এর কোন শেষ নাই। নজরুলের এই (রোমান্টিক গানটি শুনতে শুনতে মনে হচ্ছে বড় সুন্দব. ভাবে উপস্থাপন করেছেন ' অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷
@siddeshswarmondal403811 ай бұрын
একমাত্র সুরই পারে মানুষকে রুপময় জগৎ থেকে অরুপের জগতে নিয়ে যেতে আপনার কণ্ঠে গান শুনতে শুনতে মনে হচ্ছে সেখানেই যেন পৌঁছে গেলাম ৷
@sudeshnasaha3982 Жыл бұрын
আহা, খুব সুন্দর। প্রাণ জুড়িয়ে গেল। অসাধারণ। খুব ভালো লাগলো
@manojitbhattacharya6602 Жыл бұрын
নৃত্যে হবে, বসন্তে হবে। কথা ভুল ছাড়া অপূর্ব্ব গেয়েছেন।🎉
@kabirdarpan6772 Жыл бұрын
খুব দুঃখজনক, এ-সব ভুল সংশোধন না করেই গানটা বেজে যাবে হয়তো-বা... 😢
@metrolife12927 ай бұрын
সত্যিই অসাধারণ। কবির প্রতি ভালবাসা।
@agranidanda626 Жыл бұрын
অসাধারণ গায়কি, প্রতিবার শোনার পর নতুনত্ব খুঁজে পাই ।
@Dulan144 Жыл бұрын
বেশ দরদী গান পরিবেশন করেছেন। অপূর্ব সুন্দর গাইলেন।
@gobindasarkar4340 Жыл бұрын
দিদি মনটা ভরে গেল। খুব ভালো লাগলো।
@bijoyrabidas38752 жыл бұрын
অসাধারণ পরিবেশনা অসাধারণ গায়কী অপুর্ব কম্পোজিশন আহা,,, শুনে মুগ্ধ হলাম,,,, আমারও খুব প্রিয় একটি গানের মধ্যে একটি,,,, কেয়াবাৎ কেয়াবাৎ কেয়াবাৎ।
@debaprasadbhowmik12444 ай бұрын
অদ্ভুত একটা শান্তি ❤
@mdakhtarhossain2047 Жыл бұрын
যেমন গানের কথা তেমনই সুর আর বাধকেরা বাজিয়েছেন অসাধারণ একটা সু সুন্দর মনের মাধুরি মেশানো উপহার।।
@sitangshukar674511 ай бұрын
প্রেমকে এতো গভীর ও সুন্দরভাবে প্রকাশ করতে খুব বেশি গীতিকার পারেননি।
@bijoyrabidas38752 жыл бұрын
Outstanding mind blowing performance,,,,, Ahha mugdho hoye shunlam.
@LovelyKazi-t2v Жыл бұрын
Khub sundor geyechen madam
@muhammadmasum40097 ай бұрын
🙏🏻অসাধারণ গেয়েছেন👌🏻 মনোমুগ্ধকর 🥰
@minpictalk2 жыл бұрын
যে গান তন্ময়তা এনে দেয়, যে গান শ্রবণের সীমা অতিক্রম করে…. অপূর্ব!
@cholonbilmusic63337 ай бұрын
জীবনে সবথেকে বেশি নজরুলের গান শুনেছি
@mahuabhattacharjee749 Жыл бұрын
এত সুন্দর করে গান টা গেয়েছ প্রাণ মন জুড়িয়ে গেল।সাথে এত সুন্দর তবলা বাজছে..গান টাকে আরও rich করে তুলেছে।খুব ভাল থেক তোমরা সবাই। অনেক আদর রইল ❤
@tuluray5982 Жыл бұрын
একবার শুনে মন ভরে না... বার বার শুনতেই ইচ্ছে করে.... অসাধারণ ❤❤🌹🌹🙏🙏
@siddharthachakraborty7227 Жыл бұрын
বেশ ভালো লাগলো।একটু অন্য ধরনের flavour পেলাম। তবলা বাদক কে অসঙখ্য ধন্যবাদ।