সিনেমাটা দেখার পর একটা কথা অন্তর থেকে বেরিয়ে আসলো , দুর্দান্ত...উত্তম বা সুচিত্রার অভিনয় সম্পর্কে কোনো কথা বলার উপেখ্যা রাখে না...পুরোনো দিনের সিনেমার মধ্যে আরও একটা জিনিস উপলব্ধি করেছি তা হলো music... অপ্রয়োজনীয় music ব্যাবহার হতো না, একটা শান্তিপ্রিয় music ব্যাবহার হতো যা এখনকার মুভি দেখতে দেখতে মাথা ধরে যায়। ধন্যবাদ....
@biswanathdas228410 ай бұрын
মহানায়ক এক আর অদ্বিতীয় হয়, এনার কোনো কোনো মুভির কোথা বলবো, , ঝিন্দের বন্দী, লাল পাথর, থানা থেকে আসছি, রাজদ্রোহী, নায়ক, এন্টনী ফিরিঙ্গি, অমানুষ, অগ্নীশ্বর, সন্ন্যাসী রাজা উফফ একের পর এক অসাধারণ অসাধারণ, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,
@shampamondal94048 ай бұрын
ভালো বলেছেন।
@anishdasgupta7460 Жыл бұрын
সুচিত্রা সেন উত্তমকুমার অভিনীত একটি ব্লকবাস্টার ছবি। All time favourite
@mkbandopadhyay27722 жыл бұрын
In my opinion this is the best film among all the films of Bengali, Hindi and English ,I have seen in my 77 years life. M K Bandopadhyay. New Delhi.
@baa1422 жыл бұрын
Then do read the "saptapadi" novel by tarashankar Bandopadhyay..... The book and the film is totally different! And trust me the book is a masterpiece!!!!
@ashimchatterjee85572 жыл бұрын
Dr. Zhivago, Lawrence of Arabia & Bridge on the river Kwai. Have you seen them ?
@tarikomar85989 ай бұрын
শোনো মানুষ ভাই-সবার উপরে মানুষ সত্য, তাঁহার উপরে নাই !!! পৃথিবীটা ছিলো না যখন, ভালোবাসা ছিলো যে তখন, আজও আছে ভালোবাসা, থাকবে সারা জীবন-এই ভালোবাসা বেঁচে থাকে, এই ভালোবাসা বেঁধেও রাখে, সুখের স্মৃতির মতো হারিয়ে গেলেও একদিন তা ঠিকই ফিরে আসে 💞💞💞
@rammohannaskar14278 ай бұрын
Nice comments.❤❤❤❤❤❤❤❤
@tarikomar85988 ай бұрын
@@rammohannaskar1427 Thanks a lot 🫶🫶🫶
@pratimabasudutta3 ай бұрын
@@tarikomar85982:43
@HasanMia-x7r10 ай бұрын
ভালোবাসা কতই না সুন্দর এই মুভি না দেখলে বুজতাম ই না, ভালোবাসার জয় হোক সব সময় বেঁচে থাকুক পৃথিবীর সবার এমন প্রকৃত ভালোবাসা।🖤
@rajuhalder95798 ай бұрын
The voice of Othello (Utpal Dutta) and that scene ... Awwwww.... Goosebumps throughout.....❤❤❤
@rupchanddas43557 ай бұрын
Utpal mastar kakima ke ki boleche ami janina good afternoon all femily
@prosenzeetmondal60922 жыл бұрын
" সে আমার একমাত্র সন্তান, তার মৃত্যু কামনা আমি করি না, কিন্তু আজ থেকে জানব সে মৃত" কি নিদারুণ সংলাপ।
@chaynasensharma8345 Жыл бұрын
❤
@swapankumarbachar83349 ай бұрын
"এই ছবির মৃত্যু নাই"---একেবারেই চির সত্য।
@smmoniruzzamansumon Жыл бұрын
অসাধারণ কাহিনী! অনবদ্য অভিনয়! এই প্রোডাকশনের সাথে জড়িত সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা!
@parthamaity475 Жыл бұрын
শত শত কোটি ধন্যবাদ ও শুভেচ্ছা পূর্ণ "সপ্তপদী" সিনেমাটি এবং খুবই সুন্দর পিকচারাইজসনে বা প্রপার রিজোলাইসনে আপলোড করার জন্য। শতাধিকবার বা তার বেশি এই ছবিটি দেখেছি , কিন্তু প্রথমবার দূরদর্শনে এবং আজ দেখে যে তৃপ্তি পেলাম-তা অমৃততুল্য। কারণ এই ছবিটি, পূর্ণ দৈর্ঘ্যে আজকাল কেউ আপলোড করেন না।পন্ডিতগণ সস্তা পাবলিসিটির জন্য, শুধু "তুমিই বলো" আপলোড করে থাকেন।অথচ এদের প্রমের বুনিয়াদ যে "ওথেলো " নাটক সেটাই কেটে বাদ দিয়ে দেন-পাবলিসিটি পাবার কী অপরিসীম চেষ্টা,তাও আবার সস্তায়। প্রেম এ মুভিতে নর-নারীর ভোগ-লিপ্সা থেকে ছাড়িয়ে মানব-প্রেমে পরিণতি পেয়েছে (যদিও প্রকৃত পক্ষে এটি সঠিক ভাবে উপন্যাসেই ব্যক্ত হয়েছে-কারণ কৃষ্ণেন্দু-রীনার শারীরিক মিলন কোনদিনই হয়নি।রীনা মারা গিয়েছিল এবং তারপরই কৃষ্ণেন্দুর পূর্ণ উপলব্ধি হয় "মানব সেবাই প্রকৃত মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম।যার কথা "ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন এবং স্বামী বিবেকানন্দ পূর্ণবিশ্বে যা প্রচার করেছেন)। উত্তম-সুচিত্রা জুটি ছাড়া এ ভাব আর কারুর দ্বারা সেকালেও প্রষ্ফুটিত হতো না এবং ভবিষ্যতেও হবে না। 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shampamondal940410 ай бұрын
খুব ভালো বললেন
@R._9718 ай бұрын
100% correct.
@Renovarbiolife9 ай бұрын
I am 60, but after seeing the movie ....i feel.like 16.....uff....othelo....that touch....that look....that silence.. that lips...uff... I am at peace now
@animeshdas7097 Жыл бұрын
A Modest and Manly touch by Othello removed all the barriers that led this Unique Creation. Love, Love is the only Religion and there is no other Dogma.
@mdmahafuzalam Жыл бұрын
Feeling blessed, এত সুন্দর ছবি ভাষায় প্রকাশ করা যাবে না।দেখতে হবে।
@arahaman412 Жыл бұрын
আমি সেদিন আজও ভুলতে পারিনি এবং কখনও ভুলতে পারব না যেদিন আমার সবথেকে প্রিয় শিক্ষক বলছিলেন সপ্তপদী হলে গিয়ে দেখতে। উনি আরও বলছিলেন এই যদি ছবি না দেখ তাহলে বড় কিছু হারাবে। আমরা ৪ বন্ধু মিলে ছবিটি দেখেছিলাম। আমদের শিক্ষক ভাগ্যিস বলেছিলেন। উনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আজও সমান তালে সপ্তপদী দেখে চলেছি। এক বারের জন্যও ক্লান্তি অনুভব করি না। আমার জীবনের এক বিরাট পাওয়া।
@Bhaskarsahadeb Жыл бұрын
Amar bys 30 Tobe aj prothom dekhbo...keno apni eto mughdho.21-11--2023
@shofikkhan9 ай бұрын
মুভি নাম কি
@UmaMukherjee-y4l5 ай бұрын
সপ্তপদী SEVEN STEPS🎉
@pinkihati47215 ай бұрын
Dek,le,kub,kosto,hoy❤❤
@sangitabhattacharjee7437 Жыл бұрын
এতো অসাধারণ ছবি আগে দেখিনি। অভিনয়, নির্দেশনা মনে রাখার মতো। উত্তম, সুচিত্রা, ছবি বিশ্বাস কি অভিনয়! গানের তুলনা নেই। এমন ছবি আর কেন হয়না?
@Apurbadey42010 ай бұрын
এই সিনেমা যতবার দেখি, ততবার মুগ্ধ হয়। শুধু মনে হয় উত্তম কুমারের সমসাময়িক সময়ে কেন জন্মালাম না, এ আফসোস আমার চিরজীবনের। কত সুন্দর সহজ সরল আহা ❤
@shampamondal940410 ай бұрын
এ আফসোস আমারও এবং আরও অনেকের
@subhradeepsarkar113 Жыл бұрын
ভীষন মর্মস্পর্শী। চোখে জল আসে।।
@AmitRoy-wu2xh2 жыл бұрын
এই সিনেমাগুলো যতবারই দেখি না কেন পুরনো হয় না। অসম্ভব একম মমোহিনী যাদু আছে।
@kalyanlaharoyuiic4336 Жыл бұрын
This kind of film could not be seen never .it was a splendid and excellent film. No vilen,no damage but it produced an excellency in all respect. Every credit went to great man and hero Uttam kumar . We are now deceived of from such play. Uttam Ji your talent was excellent in nature. God please let him born again to receive more and more enjoyment and feeling.
@sagarh988 Жыл бұрын
আমার বয়স 19 আমি উত্তম সুচিত্রা ভক্ত। না এমন অভিনেতা অভিনেত্রী আগে এসেছে....!!! না পরে কখনো আসবে....!!! আমি আগেকার মানুষদের কাছে শুনেছি... মহানায়কের গল্পঃ.... তাঁর তাকানোর স্টাইল সিগারেট টানার স্টাইল দেখলে সিনেমা দেখতে যাওয়ার টিকিটের দাম উসুল হয়ে যায়....!!! কৌতূহল জেগেছিল জানার যে তাঁর মধ্যে কি আছে...!!! বেশকয়েকটি উত্তম সুচিত্রা movie দেখি..... এবং এখন আমি অবগত যে কেন তাঁরা মহানায়ক এবং মহানায়িকা। এখন কার এমন কোনো নায়ক নায়িকা নেই.. যে তাঁদের নখের যোগ্য হওয়ার ক্ষমতা রাখে...!!! ❤❤❤❤❤❤
@shampamondal940411 ай бұрын
এত ছোট হয়েও তুমি যে এনাদের মুভি দেখ তার জন্য তোমার একটি ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। উত্তমকুমার এর শুধু তাকানো আর সিগারেট খাওয়া দেখে যারা তারা তাঁর মত মহান অভিনেতার সামান্য প্রতিভাই দেখেছে কিন্তু কোন গড ফাদার ছাড়াই একা একা নিজেকে নিত্য নতুন ভাবে প্রতিটি চরিত্রে র জন্য উপযোগী করে তুলে যেভাবে অসামান্য বিরল প্রতিভার পরিচয় তিনি দিয়েছেন তাঁর 32 বছরের অভিনয় জীবনে তার কোন তুলনা হয় না । আমি তোমার থেকে অনেক বড় তাই অযাচিত ভাবে বলছি বলে কিছু মনে করো না, উত্তমকুমার এর পরিণত বয়সে র মুভি গুলো দেখো আরো ভালো লাগবে। অগ্নীস্বর নায়ক বাঘ বন্দি খেলা যদু বংশ মৌচাক dhonyiমেয়ে সন্ন্যাসী রাজা । বুঝতে পারবে রোমান্টিক উত্তম কিভাবে নিজেকে নিজে আরও উন্নত করেছেন। তেমন খুব ভালো পরিচালক তিনি জীবনে পাননি তবু নিজের অভিনয় প্রতিভা দিয়ে , পরিশ্রম দিয়ে তৈরি করে ছেন অনবরত। এটাই তাঁকে অমরত্ব দান করে ছে। আমাদের প্রজন্ম থেকে তোমাদের প্রজন্ম তোমাদের থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে এভাবেই এই মহান শিল্পী বেঁচে থাকবেন। তোমাকে অনেক আশীর্বাদ এত ছোট হয়েও তাঁর ছবি দেখো বলে আর তুমিও উৎসাহিত করবে তোমার মত আরো অনেক কেই দেখার জন্য। ধন্যবাদ।
@PratapMajhi-b7t9 ай бұрын
M😊kol(@lkkkkk((kkk"Sa qq@@shampamondal9404
@subhankarmitra59229 ай бұрын
আমার বয়স 119 আমিও
@master713009 ай бұрын
@@subhankarmitra5922আমি ❤
@rammohannaskar14277 ай бұрын
Thanks a lot.❤❤❤❤❤❤❤❤❤
@zinahratna1535 Жыл бұрын
যতবার দেখি ততবারই নতুন লাগে। মন ভরে না
@RupamNagRoni10 ай бұрын
Satti Uttam Kumar 1no .....❤❤❤❤❤❤...
@mithunguhathakurata10 ай бұрын
Ami uttam suchitra sen ar khub boro fan.onader sob flim ami dskhachi.amar favourite flim holo saptapadi.ami jakhon aka thaki flim ta dakhi❤❤❤❤❤❤❤❤
@rathinpan33672 жыл бұрын
আমাদের বীরভূমের রাঙামাটির দেশ লাভপুরের বাংলা সাহিত্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের অমর সৃষ্টি এক কালজয়ী উপন্যাস সপ্তপদী। আমি সেই স্কুল জীবন থেকে নয় নয় করে এই মুভি টি যে কতবার দেখেছি তার কোন হিসাব নাই। সত্যি উত্তম ও সুচিত্রা জুটি বিংশ শতাব্দীর সেরা জুটি। প্রত্যেকটি বাংলা সিনেমাতে তাদের অভিনয় বাঙালী হৃদয়ে যুগের পর যুগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাছাড়া ছবি বিশ্বাসের ভূমিকা ও এই তথ্যচিত্রটির গুরুত্ব অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এই সিনেমার সেই গান " এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলতো?" হেঁমন্ত মুখোপাধ্যায় ও সঁন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে সেই অসামান্য গান যা আজও মনের মধ্যে গেঁথে আছে। এমন সৃষ্টি হয়তো পৃথিবীতে একবারই আসে। 👌✌
@kalpanapal6077 Жыл бұрын
❤ in. Jjju
@indianvloggeruma3404 Жыл бұрын
খুব ভালোবাসি উত্তম কুমার কে । উনি এক আর অনবদ্য, না কেউ ছিলো না আছে আর না কোনদিন হবে এমন অভিনেতা।🙏💗
@gautambandhu5000 Жыл бұрын
দুজনের মিষ্টি হাসি মিষ্টি গান এই পথ জদি না শেষ হয় এক অপূর্ব সাদ জীবনে কখনো হয়ত পাব না। এক বার ই জন্মায় এই পৃথিবীর বুকে। দুজনের মতন রোমান্টিক ভারতে জন্ময় নি।
@Movieoffice00410 ай бұрын
Khub sundor ekta golpo ❤❤
@abdullahmahmudapu6558 Жыл бұрын
This movie is evergreen 🙏. Suchitra Sen the evergreen beauty queen 🌸. Even watching in 2023 making it in every sense, 100yrs later will be the same also. Top notch acting, top notch Creation 📈.
@netaisardar418 Жыл бұрын
অসাধারণ একটি সিনেমা।যতবার দেখি ততবারই নূতন।এ সিনেমা যুগে যুগে জীবন্ত উদাহরণ হয়ে থাকবে মানুষের গহীন মনের মণিকোঠায়।
@azizhasan138 Жыл бұрын
তারাশঙ্করের কাহিনি এই ছবিতে অনেকটাই পরিবর্তন করা হয়েছে, তবুও কাহিনির মূল সুর ও আবেগ পুরোপুরি বজায় আছে। উচ্চমানের চিত্রনাট্য সংলাপ সংগীত অভিনয় আর অজয় কর এর পরিচালনা - সব মিলিয়ে ম্যাজিক!আহা!!!
@subhendumukherjee8674 Жыл бұрын
দারুন
@DipakSen-rd5ke5 ай бұрын
4:25
@mohuaghosh70912 жыл бұрын
এই সব সিনেমাগুলি জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষনীয
@scbasu11 ай бұрын
I saw this film decades back. Today I saw it again. Still I am impressed with acting of golden couple. They are still awesome
@priyashivanandaavadhuta3552 Жыл бұрын
Both are extraordinary, unparalleled!
@nurmohammad8577 Жыл бұрын
অসাধারণ।। বলার ভাষা নাই।।। উত্তম সুচিত্রা চির দিন মানুষের মনে রয়ে যাবে।। তাদের brilliant অভিনয়ের মাদ্যমে।।।
@netajividyapith Жыл бұрын
Uttam is a natural actor which is not true for suchitra due to her overacting
@Ankan_Maity9 ай бұрын
এ যেন চলচিত্র নয়, এ যেন এক ভীষণ নিদারুন বাকরুদ্ধ স্তব্ধতা।
@samirpal3657 Жыл бұрын
সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ প্রেমের গান ,এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত বলত ।
@keshshar Жыл бұрын
I am grateful to you for providing subtitles. Thanks to the provision of subtitles, I have kind of got addicted to the movies of Uttam Kumar.🙏🙏
@tommydan55 Жыл бұрын
You're welcome. And I don't blame you as his films are excellent.
@greenbutterflygarden98192 жыл бұрын
Expressing true love without any physical attraction. That is called true action.. Mahanayak chiro notun. 🙏
@JahagirMollah-t7vАй бұрын
বেশ কয়েকবার দেখেছি আজ আবার দেখছি। আহারে উত্তম আহারে সুচিত্রা। তোমাদের কি ভোলা যায় কখনো।
@kalikinkarmandal21962 жыл бұрын
সেবাধর্মই মানব ধর্ম,জাতি ভেদের ঊর্ধে উঠে যখন দুই নরনারী কল্যান ধর্মে নিয়োজিত হয় তখনই সার্থকতা আসে।কাহিনীর মধ্যে এই ভাবটিই পরিস্ফুট হয়েছে।
@debashismitra6439 Жыл бұрын
অনেক খুঁজে পেলাম। অনেক ধন্যবাদ।
@ashiskumarbasu77902 жыл бұрын
The more you see it, the more you love it. The greatest of all great pairs in entire film industry including Hollywood.
@vinaykumarlanka8618 Жыл бұрын
A classic
@arijitkumar9337 Жыл бұрын
One of the best movie by Uttam Kumar and Sucharita sen......
@Gazi_0078610 ай бұрын
২০২৪ কে কে দেখছেন
@rajdeepghosh99439 ай бұрын
আমি 🖐🏽
@Gazi_007869 ай бұрын
@@rajdeepghosh9943 ❤️🥰
@rinum59598 ай бұрын
Ami
@bapanghosh63937 ай бұрын
Ami
@himangshusekhardas92855 ай бұрын
H ðaß 79 yrs@@rajdeepghosh9943
@debanjanghosh7002 Жыл бұрын
Just mind-blowing ❤
@SatyanarayanDasbairagya-ph9yr Жыл бұрын
সপ্তপদী উত্তম কুমারের অন্যতম শ্রেষ্ঠ সিনেমা, আপলোড করা জন্য অনেক ধন্যবাদ।
@ashequzzamanraza8102 Жыл бұрын
২:১৯:২০ রিনা!!!! ভগবানের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই যদি থেকে তা মানুষের উপর - কঠিন সত্যি, হৃদয় নাড়া দিয়ে উঠল ✌️
@Hartbrokenlong-ago11 ай бұрын
2024❤ just darun movie i love it
@inducruz55582 жыл бұрын
Thanks for synopsis n subtitles. Trying to learn Bengali as I love Bengali films n fan of Uttam kumar
@tommydan552 жыл бұрын
And there's no better way to learn a language than by watching a film in that language along with subtitles in your own language. The only problem I see is that I can't vouch for the accuracy of the translations. I can retime them and fix obvious grammatical and spelling mistakes but I don't speak the language myself and can't fix mistranslations. These subs seem okay, though. Good luck.
@laxmigoswami8623 Жыл бұрын
@@tommydan55 Q❤ ft ft hu ft ft hu ft hu ee
@mousumimukherjee5504 Жыл бұрын
মন খারাপে এই সিনেমাগুলোইমনকে ভালো করে তোলে। আজ মধ্য বয়সে দাড়িয়ে মার সাথে দেখতে যাওয়া এই সিনেমাগুলো, মার কথা ভীষণ মনে পড়ায়। আজ আর কেউ বেঁচে নেই তারা। কিন্তু অভিনয় গুলো আজও ততটাই উজ্জ্বল।
80yrs 0ld three bengali cinema(1)saptapadi(2)sat pake bnadha&(3)dip jele jai are still fresh in my memory
@sudamsanpui94502 жыл бұрын
১২ থেকে ১৪ বছরের , সপ্তপদী ১৫ বার দেখেছি এই রকম জুটি আর দেখতে পাবো না । মর্মস্পর্শী ,,,,,,,
@mdsumonmia4407 Жыл бұрын
Bah!
@BithyBithy-r5t2 ай бұрын
সত্যিই মহানায়ক আর মহানায়িকা। বাপরে,,কি অভিনয় দুজনের।অসাধারণ মুভি।যতবার দেখি ততবারই নতুন মনে হয়❤❤❤❤️।
@infinitesuranjan80009 ай бұрын
Each line is unique. Outstanding flim. Each expression of face is generating different tone
@MrAbirSaha11 ай бұрын
Darun❤
@shubhamdeysarkarofficial8639 ай бұрын
Erom boi r hobena ❤❤❤...Uttam Suchitra greatest forever ❤❤❤
@SuklaRoy-xx6ro8 ай бұрын
আমরা সেই যুগের মানুষ প্রতিটা উত্তম-সুচিত্রার ছবি দেখেছি রোববার বিকেল 5 টা হলেই টিভির সামনে বসে পড়তাম কি দারুন উপভোগ করেছি
@niranjanghosh1355 Жыл бұрын
Splendid Picture Saptapdi, Uttamkumar's financed and great direction of Ajoy Kar can never forgetable,
@omnamayshivay-babai210 ай бұрын
2024 এ কে কে দেখছো?? 😊😊
@subharunbanerjee67718 ай бұрын
Ami dekche
@rajkumarbiswas73727 ай бұрын
Ami achi
@amitbasu55796 ай бұрын
Me
@somnathghosh61016 ай бұрын
Evergreen.... flim 2024 or rest of years.... whatever....
@khokonchandra92343 ай бұрын
Ami dakhsi
@rabindranathbiswas28888 ай бұрын
I am a sixty two year old man .I think this is the best film I have ever seen.Uttam and suchitra are unique.
@ArpitaBhadra-ow8uo6 ай бұрын
Yes
@SBISWAS-gv2fv6 ай бұрын
আমি 61 বছর বয়স্ক । আমিও অনেক বার দেখেছি , এখন তো মনে চাইলেই যখন ইচ্ছা দেখা যায় । আজ দেখছি , এর পরেও দেখব ।
@souravmitra2362 жыл бұрын
Thanks a ton for uploading this movie....searched a lot for this movie in KZbin but never found the complete movie with a decent picture quality
@tommydan552 жыл бұрын
You're welcome. Yeah, the other versions here aren't so good.
@somnathdutta87362 жыл бұрын
B ,=
@PutulBhattacharyya-hc6po5 ай бұрын
একটি মাত্র গানে ছবি কীভাবে টানতে হয়, তার চরম উদাহরণ। অভিনয়ের বর্ণনা না করলেও চলবে। ,When producer cum hero glues the screen with his best possible heroine, such things are bound to occur. Both the legends at their level best !
@sumany77432 жыл бұрын
Million thanks for this subtitled version. I am a non bengali but big fan of Uttam-Shuchitra movies. I was so desperately looking for subtitled version of this movie. I can't express how happy I am !!
@tommydan552 жыл бұрын
I need them too, so always happy to oblige.
@upamaadak96882 жыл бұрын
❤❤❤
@kamalkoley1603 Жыл бұрын
L mpp
@pranabbhandari7423 Жыл бұрын
দাদা আপনি কি বাঙালি নয়?বাংলা চলচিত্র দেখে ইংরাজিতে বুগলি দেওয়ার কি আছে ।
@manikiqbal9049 Жыл бұрын
Blockbuster Evergreen movie. R.I.P. Mahanayak.
@pintumondal96242 жыл бұрын
অসাধারণ একটা সিনেমা 💜💜💜💜💜💜🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ajoychakraborty5284Ай бұрын
SUCHITRA SEN WAS ALWAYS UNIQUE IN EVERY CHARACTER THAT WAS WHY SHE WAS WAS THE BEST ACTRESS IN THE WORLD
@ajoychakraborty5284Ай бұрын
OTHELLO PROVED THAT WHY UTTAM KUMAR WAS THE BEST' ACTOR IN THE WORLD....
@ajoychakraborty5284Ай бұрын
Consisting Golden Melodious songs..., Evergreen......
@ajoychakraborty5284Ай бұрын
Best duet in the world....
@freebird9766 Жыл бұрын
অপূর্ব ছবি ❤
@sujithaldar344011 ай бұрын
এমন ছবি যদি আবার তৈরী হতো!!!
@shampamondal94048 ай бұрын
তৈরী হলেও এমন ভাবে মন জয় করা হবে না।
@rohit-ph2fvАй бұрын
Impossible only word.
@amitavamukherjee3475Ай бұрын
@@shampamondal9404ঠিক বলেছেন। শুধু একটাই জিনিস দেখার যে সময় এই সিনেমা রিলিজ করেছিল সেই সময়ে এই ধরনের smart অভিনয়।আসলে সে সময় বাঙালির জীবনের মান এবং পারস্পরিক সম্পর্ক অনেক ভালো ছিল যেটার অভাব এখন সবচেয়ে বেশি
@sheikhmahfuz9229 Жыл бұрын
আমার দেখা উত্তম-সূচিত্রা সর্ব সেরা ছবি।
@budheshwarsarker34722 жыл бұрын
I see this movie daily. I respect our Honorable Uttam sir and Suchitra sen madam.allthough they are no more today.
@KashmiraKhatun-ki6kr9 ай бұрын
আমার জীবনের সবচেয়ে স্মরনীয় একটা মুভি.
@soumhyamaity4218 Жыл бұрын
Othello part was evergreen....nobody can recreate it again...
@MayaTapadar-e5e Жыл бұрын
... . Nobodycan. Recreating. Anymore.
@SwopnoNill10 ай бұрын
যদিও মূল কাহিনীর সাথে কিছুটা তফাৎ রয়েছে তবুও এটা একট মাস্টারপিস।
@rasairoyАй бұрын
কয়েকটি ছবি সাজেস্ট করছি। অভিনয়ের এতো ভ্যারিয়েশন একজন অভিনেতার কাছ থেকে আগে দেখিনি। ১) যতুগৃহ 🗿 ২) স্ত্রী 🗿 ৩) চাওয়া পাওয়া 🖤 ৪) একটি রাত 😂❤️ ৫) গৃহদাহ 🗿🔥 ৬) বিরাজবউ 💔 ৭) শেষ অঙ্ক 🤯😈 ৮) এখানে পিঞ্জর 🕊️ ৯) অপরিচিত 🗿😈 ১০) দেয়া নেয়া 💝😊 ১১) রাজকুমারী 🤗 ১২) নিশীথে 💀 ১৩) নিশিপদ্ম 🌷 💔 ১৪) কাল তুমি আলেয়া 🌊 ১৫) বিলম্বিতলয় 🍁 ১৬) খোকাবাবুর প্রত্যাবর্তন 💔 ১৭) লালপাথর 🗿 কে কটি দেখেছেন?
@rabindranthghosh24278 ай бұрын
বাংলা চলচ্চিত্র এই জুটির অভিনয় দশকের পর দশক মনে রাখবে। কোনদিন এই জুটির অভিনয় ভুলতে পারবে না।
@treasurybackofficemanager1734 Жыл бұрын
এমন অভিনয় কেবল উত্তম সুচিত্রা জুটিতে সম্ভব।
@subashsaha934910 ай бұрын
এমনি করে যদি " চন্দ্রনাথ" ছবিটা আপলোড করা হতো ৷ আশা করতে পারিকি, এই 74 বৎসর বয়সে ?
@BidhanMukherjee-pi4ip7 ай бұрын
😅
@nandinishah17092 жыл бұрын
I had fervently been searching for this movie with subtitles but found nothing. Thank you so much for uploading it 🥰.
@tommydan552 жыл бұрын
You're welcome. An outstanding film such as Saptapadi should be available for all to appreciate, and not only those speaking Bengali.
@kolikalponasouthkorea8 ай бұрын
অসাধারণ love from South Korea 😊
@saheb14727 күн бұрын
দাদু দিদার ফেসবুক রিল দেখে এই মুভিটা দেখতে কে কে এসেছে লাইক করুন।।2024. ❤❤❤❤
@ashimchatterjee85572 жыл бұрын
I have seen this movie more than a hundred times. Maybe two hundred times. Yet I see it whenever available. It is immortal. My deepest thanks.
@tommydan552 жыл бұрын
You probably have the dialog memorized by now and can replay the entire film in your head. May you watch it another 100 times.
@mrityunjoymukherjee71862 жыл бұрын
@@tommydan55 in
@shuklamallick54852 жыл бұрын
@@tommydan55 v
@khurshidaela6833 Жыл бұрын
@@tommydan55দ
@bipasha05 Жыл бұрын
@@tommydan55Yes I do actually remembered all the dialogues before watching it 100 times... Since childhood I watch this movie with my Grandpa... My and Grandpa's favorite🥰💓
@priyashivanandaavadhuta35522 жыл бұрын
I watched this unparalleled movie when.I was 20. At that time I could not understand the message hidden in the movie. And that message is: humanity is the highest dharma.
@gautambandhu5000 Жыл бұрын
উত্তম সুচিত্রা র তূলনা ওরা নিজেরা। বলার কোনও ভাষা নেই।
@MithurannajunctionАй бұрын
যতই দেখি মন ভরেনা।❤❤ আগের চলচ্চিত্রে যে ঐতিহ্য, তার এখনের রং চং ভালো ক্যামেরা তেও পাওয়া যায় না ।
এইবারে মুভিতে কোনো কিছু বাদ দেওয়া হয়নি, বিশেষ করে বিখ্যাত গান,"এই পথ যদি না শেষ হোত",শুনতে পেলাম,এইজন্যে অনেক অনেক ধন্যবাদ
@dr.buddhadebchakraborty Жыл бұрын
আবারও যদি হাজার বছর পরে মানুষ হয়ে জন্ম হতে পারি, সেদিন আবারও দেখবো youtube এই সিনেমা।
@taniasannyashi721510 ай бұрын
2024 e dekhchi ❤❤❤onoboddho ❤❤
@deeyoung54862 жыл бұрын
OH MY GOD! I cant believe you actually uploaded Saptapadi, was really hoping to watch it but couldn't find any decent copy (with english subtitle) anywhere!! Will find some free this week to sit and watch this but I'm leaving this comment right now to let you know how much I appreciate you posting this movie
@tommydan552 жыл бұрын
Thanks. Within the last year this formerly all-Hindi film channel has expanded to including Bengali and some South Indian films. And these Bengali films are among the best films made anywhere. So, I think (hope) you'll enjoy it
@baidyanathsaha31842 жыл бұрын
A superb picture made by the famous couple during the 6o years back. A lot of thank to Director.
@bhabanidas81842 жыл бұрын
@@tommydan55 thank you for uploading this wonderful movie
@শঙ্খচিল.official2 ай бұрын
❤❤ তোমাকে প্রশংসা করার মতো যোগ্যতা ও আমার নেই 🙏শুধু জানাই সশ্রদ্ধ প্রণাম
@ChandanHalder-d1w Жыл бұрын
সত্যি উত্তম কুমার আর সুচিত্রা সেনর কোন তুলনা হয় না উনাদের মত নায়ক নায়িকা আমরা আর কোন দিনই পাবনা
@saradamissionsikshanmandir768011 ай бұрын
Asadharan
@nomitapal348610 ай бұрын
676. B❤@@saradamissionsikshanmandir7680
@mozammelhossain8543 ай бұрын
বৃত্তের মধ্যে জীবন ঘুরপাক খাচ্ছে । আমরা কিছু দেখতে পাইনা । অসাধারণ ছবি অসাধারণ অভিনয় ।কোন বিকল্প নাই। অসাধারণ জুটি ।আমারা জীবনের মূল্যবোধ পরিমাপ করতে পারিনা। শুধু বৃত্তের মধ্যে দোলকের মত এপাশ ওপাশ দুলছি। অসাধারণ মূল্যবোধেব ছবি। উত্তম সুচিত্রা বারবার আসে না। বিনম্র শ্রদ্ধা ।
@archismabhattacharjee14732 жыл бұрын
Finally found a proper, watchable, complete version. I am a Bengali myself but couldn't get hold of one. Really appreciate your efforts. Thanks a lot. :)
@tommydan552 жыл бұрын
You're welcome. Yeah, I find it odd that there are only 2 other versions here on KZbin, both in poor quality. That's one reason I decided to work on it. The other is that this is a very fine film.
@jhumkimallik4010 Жыл бұрын
@@tommydan55 wwwwseeeeee
@শঙ্খচিল.official2 ай бұрын
তুমিই একমাত্র মহানায়ক❤
@shyamalchakraborty6086 Жыл бұрын
বড় আধুনিক গল্প, বহুল প্রচার কামনা করি
@artjewellery3297 Жыл бұрын
❤❤❤❤❤❤❤ অনবদ্য অভিনয়
@RUBELSHEIKH-u2g3 ай бұрын
এত ধর্যো কই পাবো,,,,প্রচুর অপেক্ষা করতে হলো ❤️❤️❤️