সুপ্রতিকদা আমার অতি প্রিয় শিল্পী। অপূর্ব কণ্ঠ এবং অসাধারণ গায়কী আমাকে মুগ্ধ করে ।
@runarunkumar517311 ай бұрын
শ্রুতিসুখকর, বলিষ্ঠ শিক্ষিত কন্ঠস্বর।
@abhijitchatterjee5212 Жыл бұрын
অসাধারণ গান আর অসাধারণ ভয়েস। সুপ্রতিক বাবু র এইরকম গানের অপেক্ষায় রইলাম
@laxmipaul49803 ай бұрын
খুব প্রিয় শিল্পী অসাধারণ কন্ঠ খুব ভালো লাগলো 👌👌❤
@amitavabanerjee467010 ай бұрын
সুপ্রতীক বাবুর উদাত্ত কণ্ঠ রবীন্দ্রসঙ্গীতের একান্ত উপযোগী। এমন কি, ওনার ‘পিনাকেতে লাগে টঙ্কার ..’ পীযুষকান্তির গান ‘স্মরণ করিয়ে দেয়।পীযুষকান্তির এক বৈশিষ্ট ছিল তিনি দেবব্রতর গাওয়া গান গেয়ে গেছেন। সেই কারণে কোনো স্বকীয়তা রইল না। আমার বয়স ৭৮, বাড়ির প্রভাবে গত সাত দশক ধরে রবীন্দ্রসঙ্গীত শুনে আসছি। আমি দেখেছি, নিজস্ব বজায় রাখতে হ’লে বহু প্রচলিত গান গেয়ে তা রাখা যায় না। অধুনা একমাত্র স্বাগতালক্ষ্মী ছাড়া আর কারুর মধ্যে সেই ঐশ্বর্য দেখতে পাই না। আমি সুপ্রতীক বাবুকে অনুরোধ করবো, এই আবেদনটি মনে রাখবেন। ১৫টি গানের মধ্যে অন্তত ৫টি অপ্রচলিত যেটা কেউ বিশেষ শোনে নি, তেমন গান দিয়ে ভরিয়ে তুলুন।সব hit দরকার নেই।
@suparnaroy8292 Жыл бұрын
অপূর্ব। প্রতি টা গান এত ভালো লাগলো শুনতে। আপনি আমার খুব পছন্দের শিল্পী।ভালো থাকবেন। আরোও অনেক গান শুনতে চাই।