ভালো লাগল আলোচনা কিকু ❤❤। প্রথম আলো, মৈত্রেয় জাতক, রাজ কাহিনী পড়েছিলাম। ভালো লেগেছিল খুব, এটুকুই মনে আছে। তোমাদের এই আলোচনার মধ্যে দিয়ে মনন ভালোভাবেই হয়ে যাই। তাতেই গল্প মনে অনেক বেশী স্থায়ী হয়। তাই এই আলোচনাগুলো খুব দরকার। বাকি ঐতিহাসিক বই গুলো আলোচনার অপেক্ষাই রইলাম। 😊😊
@kanoporbokikku96176 ай бұрын
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন 🙏
@smitade53766 ай бұрын
ঐতিহাসিক উপন্যাস আমারও খুব প্রিয় genre, এখানে উল্লিখিত সবকটা বইই পড়েছি। সবগুলোই খুব প্রিয়। তবে এখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাদ পরে গেল। ওনার ঐতিহাসিক কাহিনী সমগ্র পড়েই কিন্তু এই genre টির প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল।
@kanoporbokikku96176 ай бұрын
একদমই ঠিক। আসলে আগেই বলেছি যে এই genre তে এত ভালো ভালো বই আছে, ৫ টা বেছে নেওয়া মুশকিল। আমার ভালো লাগার তালিকায় আরও অনেক খুব ভালো ভালো বই আছে, পরে আবার কতগুলো বইয়ের তালিকা নিয়ে কথা বলব।
@RK-qj1ks2 ай бұрын
Sorodindu babur gourmollar and chuya chondon porte o sunte Darun laage
@Motivationalspeech-du7so2 ай бұрын
সাম্প্রতিক কিছু ইউটিউবার দেখছি কেবল বই কিনে, সবাই কে সাজেস্ট করছে এটা কিনুন ওটা কিনুন, এটা ভালো ওটা ভালো। কিন্তু আপনার কথায় জ্ঞান এর ছোঁয়া আছে। শুনে শান্তি পাই ও তৃপ্তি পাই
@kanoporbokikku96172 ай бұрын
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল 🙏
@bmbookreviewofficial6 ай бұрын
বাহ্, খুবই ভালো লাগলো আজকের আলোচনা। 👌🏻👌🏻
@kanoporbokikku96176 ай бұрын
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন 🙏
@sudeepmukherjee67462 ай бұрын
নমস্কার , আপনার এই আলোচনা ভালো লাগলো । বিভিন্ন মন্তব্যে দেখলাম অনেকেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন । সত্যিই ঐতিহাসিক সাহিত্যে তিনি এক অতুলনীয় স্রষ্টা । তবে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই শ্যামল গঙ্গোপাধ্যায়ের ' শাহাজাদা দারাশুকো ' উপন্যাসটির কথা । ঐতিহাসিক বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ এটি ।
@kanoporbokikku96172 ай бұрын
ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমার এই বইটার কথা জানা ছিল না। পড়ার ইচ্ছা রইল।
@sudeepmukherjee67462 ай бұрын
@@kanoporbokikku9617 অবশ্যই পড়বেন , অনুরোধ রইল । আসলে আমাদের পাঠ্য ইতিহাসের নেপথ্যে কত কত ইতিহাসের ভাঙাগড়া , ক্ষমতা দখলের জন্য কত নির্মম ষড়যন্ত্র , সাধারণ মানুষের উপলব্যথিত বহমান জীবনস্রোত - এ সব কিছুরই এক জীবন্ত আলেখ্য " শাহাজাদা দারাশুকো " .... বাংলা ঐতিহাসিক সাহিত্যের এক অমূল্য সম্পদ । 🙏
@monotoshmondal1489Ай бұрын
বলছি দিদি এই বইগুলি অনলাইন এ অর্ডার করা যায় না ?? আপনার কাছে কি এইরূপ কোনো লিংক আছে ?
@palashsardar922918 күн бұрын
আরও কিছু ঐতিহাসিক বইয়ের নাম জানাবেন
@kanoporbokikku961712 күн бұрын
কমেন্ট করার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবার কিছু ঐতিহাসিক বইয়ের সাজেশন ভিডিও নিয়ে আসছি।
@myrules96244 ай бұрын
Gourmallar pore prothom historical novel er proti nesha jonmai…amar kache tai gourmallar sobsomoy number one e thakbe…
@kanoporbokikku96174 ай бұрын
Comment korar jonno dhonnobad. Gourmallar amar pora nei. Onek name shunechi, porar iccha ache.
@swapnabiswas19355 ай бұрын
খারাপ লাগছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর লেখা পেলাম না
@kanoporbokikku96175 ай бұрын
হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসলে বাংলায় এত ভালো ভালো ঐতিহাসিক উপন্যাস লেখা হয়েছে, ৫টা বেছে নেওয়া খুব কঠিন। আমার ভালো লাগার আরও অনেকগুলো ঐতিহাসিক উপন্যাস আছে যার মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখাও আছে। ভবিষ্যতে এর মধ্যে থেকে আরও ৫টা সেরা ঐতিহাসিক উপন্যাসের ভিডিও করার ইচ্ছা আছে।
@parthaganguly49845 ай бұрын
সঙ্গে সুবোধ ঘোষ include করা যায় কি না ভেবে দেখবেন।
@kanoporbokikku96175 ай бұрын
@@parthaganguly4984 সুবোধ ঘোষের ভারত প্রেমকথা আমার খুবই প্রিয় বই, ২০২২ সালে আমার পড়া সেরা বইয়ের তালিকায় এই বইটার উল্লেখ করেছি ইতিমধ্যে। এত ভালো ভালো লেখা আছে বাংলা সাহিত্যে, এর মধ্যে ৫টি ঐতিহাসিক উপন্যাস বেছে নিতে গিয়ে স্বাভাবিক ভাবেই অনেকেই বাদ পড়েছেন। পরে অন্য কোনো ভিডিওতে তাঁদের উল্লেখ থাকবে।