Рет қаралды 148,353
বর্তমানের বেশিরভাগ মানুষই হয়ত সেজানকে ১৬ জুলাইয়ের পর থেকে চিনে। তবে যারা বাংলা র্যাপ সিনের ব্যাপারে খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই মেনে নিবেন সেজান বেশ আগে থেকেই এই প্রজন্মের অন্যতম সেরা র্যাপার। শুধুমাত্র গান লেখা কিংবা গাওয়াই নয়৷ বিট প্রোডিউসিং, মিক্সিং মাস্টারিং এও সেজান মাস্টার।