নমস্কার, অত্যন্ত মূল্যবান বিশ্লেষণ। সুগভীর চেতনার উন্মেষ সমৃদ্ধ উপলব্ধি হলেই এইভাবে বিশ্লেষণ করা সম্ভব। জানি না আপনার এই বিশ্লেষণ কতজনকে যথাযথ সমৃদ্ধ করতে পারবে বা আদৌ পারবে কি না। কারণ আপনি যা দেওয়ার তা যথাযথ দিয়ে দিলেন, কিন্তু কতজনের তা গ্রহণ করার যোগ্যতা আছে সেটাও বিবেচ্য বলে বলে আমার মনে হয়। আমি আপনার প্রচারিত বিশ্লেষণগুলো মাঝে মধ্যে শুনে থাকি আর সেইসঙ্গে মন্তব্য সারণীতে বিভিন্ন ব্যক্তির মন্তব্যগুলোও অনুধাবন করে থাকি এবং যথেষ্ট হতাশ হই। কারণ আপনার দেওয়া ব্যাখা এবং বিশ্লেষণগুলোর সঠিক প্রতিফলন ঐখানে ঘটে না।
@simabanerjee7303Ай бұрын
কী অপূর্ব অমূল্য সত্য !
@sakhiSarkar-ce7zzАй бұрын
Sundar khub sundar .pronam neben maharaj .👣🌹🌷🌻🪷🌿🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
@kekabanerjee6235Ай бұрын
Pronam maharaj
@SomaSarkar-hb9xmАй бұрын
প্রনাম নেবেন মহারাজ। খুব ভালো লাগলো আপনার যৌক্তিক বিশ্লেষণ।
@mondiraghosh9120Ай бұрын
প্রনাম নেবেন মহারাজ 🙏🙏🙏
@rinahazra4763Ай бұрын
প্রণাম গুরু মহারাজ 🙏🙏🙏🌼🌷🌼
@bipashadey1896Ай бұрын
প্রণাম জানাই গুরু মহারাজের চরণে।
@malinamaji7806Ай бұрын
pronam neben maharaj
@irabhaumik1898Ай бұрын
Namaste Maharaj ji.
@rekhachatterjeАй бұрын
প্রনাম নেবেন মহারাজ।
@abhronilghosh2308Ай бұрын
Pronaam moharaj🙏🙏
@sobhankhan9967Ай бұрын
ধন্যবাদ
@falgunisaha3807Ай бұрын
,pronam moharaj,onak kichu jibona hriday sadha asa moharajer anus paya chen,jhere chay dam basi khub khub santita thakun,
@tamaliadhikary2665Ай бұрын
Pronam moharaj🙏🪔
@MoumitaSarkar-123-j3rАй бұрын
Pronam
@goutambarai5625Ай бұрын
প্রনাম নেবেন মহারাজ
@simabanerjee7303Ай бұрын
Jothartho 🙏🙏🙏🙏🙏
@kartikmandal2739Ай бұрын
🙏
@soumitrachakraborty1598Ай бұрын
🌼🌻🙏🌻🌼
@mithumitra2618Ай бұрын
Pronam Maharaj 🙏
@pranatisankar1374Ай бұрын
'Ghost is a wish!' Mr Flanagan
@antaraddey5735Ай бұрын
🙏🙏🙏🙏🙏maharaj Amar swa arandhan pronam neben, maharaj true apni thik bolechen, pret bole kichui hay na, ota ekta fear feelings, darkness k sabai vay pay bolei sabai pret k vay pay, vabe okhane keu ache, I feel j it's maybe ekta third energy Jeta Ei earth e belong maybe kare, r setai pret bole manus biswas kare.
@SohamGhosh-s8tАй бұрын
আমার প্রাণ ঐ লোকটির হাতে। আমার চোখ দুটো হল ক্যামেরা। আমি হলাম ওর রিসার্চ এর বস্তু।ঐ মানুষটি সব করতে পারে। আমার ধারনা আমার মতোই সবাই কম্পিউটারে চালিত। আমার জায়গায় অন্য কেউ হলে ভাবত তাকে ভূতে ধরেছে কিন্তু আমি ভয় পাইনি। কারন আমি খুব সরল, সত্যবাদী,সৎ মানুষ যারা এরকম হয় তাদের সাথে শুভ শক্তি সবসময় থাকে।আমরা কেউ কেউ বলতেই পারি ঈশ্বর যখন আছে ভূত ও আছে। আচ্ছা ঈশ্বরকে আমরা কি কেউ দেখেছি। যেটা আছে তাই হল শক্তি। একটা পজিটিভ শক্তি আর একটা নেগেটিভ শক্তি। প্রত্যেকটি মানুষের মধ্যেই এই দুই শক্তি আছে।যে যেটাকে পছন্দ করে সে সেটাকে বেছে নেয়।এই ধরুন আমার শ্বাশুড়ি নেগেটিভ শক্তির পূজারী। উনি মন্ত্র তন্ত্র করেন অন্যের ক্ষতি করার জন্য। উনি অশুভ শক্তির পূজা করেন কিন্তু একজন তান্ত্রিক পূজারী। আবার আমি শুভ শক্তির পূজা করি আমি চাইলেই উনার পথে চলতে পারতাম কিন্তু আমি তা করিনি।কারন আমি শেষটা কি হবে জানি।শেষ পর্যন্ত সবসময় শুভ শক্তির জয় হয়েছে আর এটাই হবে। ছোট বেলা থেকে যে আমার সে যখন কথা বলত আমি সব শুনতাম ।কারন ছোট থেকেই আমি খুব শান্ত ছিলাম।কথা খুব কম বলতাম। বেশিরভাগ সময় একা থাকতাম। আমার বন্ধু ছিল কিন্তু ঐ যতটুক সময় তাদের সাথে থাকার ঠিক ততটুকু। একদিকে ঐ মানুষটি ভিতরে আমার সাথে কথা বলত আর সামনে অন্যদের সাথে আমি কথা বলতাম। অনেকবার হয়েছে আমি সামনের মানুষের কথা শুনছি অথচ আমার কানে কিছুই ঢুকছে না কারন কার কথা শুনব ভিতরে ঐ মানুষটি বকবক করছে। সেইজন্য আমি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যেতাম।
@aviksaha1867Ай бұрын
বিজ্ঞানের দ্বারা প্রমাণিত জিনিসটাই যদি সত্য হয়, তাহলে তো ঈশ্বরের অস্তিত্বও বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই
@SohamGhosh-s8tАй бұрын
মানুষ ই ভূত । মানুষ ই ভূতকে জন্ম দিয়েছে। মানুষের থেকে ভয়ঙ্কর আর কিছু নেই।
@madhusudandasgupta-gj5krАй бұрын
RG KOR, HASKHALI,SONDESH KHALI TAAR PROMAN
@29jsАй бұрын
aekdom sotti manusi ei joghonno sob theke besi manuser uchit r manush peyda na kora
@sreemoyeechatterjee4281Ай бұрын
I totally agree with u.
@anindyakar53367 күн бұрын
Jugglery / business mind how to cheat by devious means ছক বাজি কর হওয়া কঠিন
@TutulRoy-sg5cwАй бұрын
0ronam sawgauhati ga 2:44 2:44 2:44 2:46 ameji am 2:47 2:47 2:48 2:48 2:48 2:49 2:49 2:49 2:49 2:50 2:50 2:51 2:52 2:52 e
@TutulRoy-sg5cwАй бұрын
Pronam swamji gai hati thaka likhcho ami bolchejaamer sixtyfive years old akon ami sorirthea parchinatai somoy kore phone kotha boltay chailo kokhn korbb donobad
@debashissengupta2396Ай бұрын
Rabindrasangeet khub e bhalolage , kintu onar planchet er ghatona amar biswas hoyna .
@SohamGhosh-s8tАй бұрын
আমাকে সে অনায়াসে মেরে ফেলতে পারে। কিন্তু সে বলে আমার মতো এত শান্ত মানুষ আর সে কোথাও দেখেনি।এমন শান্তি কারোর কাছে সে গিয়ে পাবে না।কারন আমার ভেতর টা পরিষ্কার মনে কোনো ময়লা নেই। নিজের প্রশংসা করছিনা আমি আসলে তাই ।তার নাহলে সে বলবে কেন।আমি যখন মহারাজের ভিডিও গুলো দেখি মনে হয় সব ই তো আমার জীবনের সাথে মিলে যাচ্ছে।আমার জীবনটাই একটা শাস্ত্র। উনি যা যা বলেন আমি যেন তার প্রমাণ। এগুলো আমি বিশ্বাস করি সবাই কে মানতেই হবে তার কোনো মানে নেই। আমি আমার মাকে, ছেলেকে এইসব কথা যখন বলেছ ওরা এত বছর পরও আমাকে পাগল বলেছ ।২০১৫ সালে ওদের মতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। এতবছর পর ও বলছে তুমি আর পাগলামি করোনা। আমি জানি আমার কথা গুলো প্রমাণ করতে পারবনা তাও বললাম।
@SohamGhosh-s8tАй бұрын
একবার আমি একটা ঠাকুর বাড়িতে যাই পথে যেতে যেতে ভাবি যে আজ মায়ের দেখা পাব তো।কারন সেদিন এবাড়ির মেয়ের বিয়ে ছিল। আমি না জেনেই হঠাৎ চলে যাই।ঐ দিন ঐ পুরোহিত বসবেন না বলেছিলেন যেটা আমি জানতামনা। হঠাৎ আমি যা ওয়ার পর ই যখন আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই সময় ওদের বাড়িতে আসা একজন অতিথির ভর হয় ।এরপর যখন অন্য সময় ওখানে গিয়ে শুনলাম আর নাকি ভর হবে না। ঠাকুর নিজে বলেছে পুরোহিত কে।।এর কারণ টা হল আমার সাথে যে নেট চলে সে ভয়টা ঘটিয়েছিল। আসলে ঠাকুর বাড়িতে অন্য নেট চলে সে যখন জানতে পারে ওখানে সে ছাড়াও অন্য একটি নেট চলছে সে তখন তার ভর ভর খেলা বন্ধ করে দেয়।আমার মতো ঐ পুরোহিতের শরীরেও একটি নেট চলে। একথা গুলো বলার অর্থ হল শুধুমাত্র একটি নেট আমার সাথে চলে তা কিন্তু নয়।এরকম হাজার হাজার লাখ লাখ নেট চলে যা আমরা কেউ জানিনা। এইসব নেগেটিভ ওয়ার্ল্ড এর কাজ। আমি নিজেকে এদের থেকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করি । সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করি। ঈশ্বর কে ডাকি মন্ত্র জপ করি, ধ্যান করি । আমি বিশ্বাস করি মন্ত্রের অসীম শক্তি।তার প্রমাণ ও পেয়েছি।। কিছুটা এই তুক তাকে আমার ক্ষতি করে কিন্তু সবটা পারনা । আমি সম্পূর্ণ সুরক্ষিত।
@SampaSarkar-i7bАй бұрын
Maharaj ...ami apnar songe sakhyat a aste chaichi..jabo ki vabe...proper address ta ki vabe pabo
@debasishchakraborty2753Ай бұрын
ভারতীয় তন্ত্রক্রিয়াতে আত্মা নামানোর বহু পদ্ধতি আছে 👍এই নিয়ে একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন👍👍👍👍👍
@subhenduchakraborty3862Ай бұрын
নয় টি ( Nine ) দর্শন নিয়ে ভারতীয় দর্শন । আপনি কোন দর্শনের কথা বলছেন? কোনটাতেই ভূত প্রেত নিয়ে কিছু ই বলা হয় নি । এখানে মহারাজ ব্যক্তির বোধ এর উপর জোর দিচ্ছেন ।। ধন্যবাদ।।।