তুলসী চক্রবর্তী । Tulsi Chakraborty । পরশ পাথর । Parash Pathar

  Рет қаралды 73,250

Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা

Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা

Күн бұрын

আজ যে মানুষটাকে নিয়ে কথা বলব তাঁকে নিয়ে, তাঁর অবদান নিয়ে কথা বলা হয়তো অনেক আগেই দরকার ছিলো। এই মানুষটার বাঙালিদের জীবনে অবদান প্রচুর হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে সেভাবে কথা বলা তো দূরের কথা তাঁর মৃত্যুর পরেও তাঁর স্মৃতিরক্ষা করার জন্য সেইভাবে কিছুই করা হয়নি। আজ আমরা কথা বলব তুলসী চক্রবর্তীকে নিয়ে। বাংলা চলচ্চিত্র জগতের এক পরশ পাথর, যিনি নিজের অভিনয় দিয়ে প্রত্যেকটা চরিত্রকে জীবন্ত করে তুলতেন। সাড়ে চুয়াত্তর থেকে পথের পাঁচালী - তুলসী চক্রবর্তী এক কথায় অনবদ্য। আজ সেই মহান অভিনেতাকে নিয়েই গল্প বলব হঠাৎ যদি উঠলো কথা-র আসরে।
.............
Tulsi Chakraborty was a doyen of the golden era of Bengali movies. Sadly, in his lifetime and even after his death he never got the recognition he deserved. His acting was at par with some of the people who also have not survived the test of time, but perhaps still linger on like Bikash Roy, Chabbi Biswas. The highlight of his career, although after being a staple in several movies as a character actor was Satyajit Ray’s Parash Pathar. Here he played the role of a protagonist, and like the giant he was, carried the entire movie on his shoulders.
Reference Text:
www.somewherei...
www.khaboronli...
timesofindia.i...
#Bangla #bengalistories #bangali
Music by Bensound

Пікірлер: 245
@arindamnaskar5401
@arindamnaskar5401 Жыл бұрын
তুলসী বাবুর মত অভিনেতা মেলা কঠিন , কি অসাধারণ অভিনয় 💓❤️
@aghosh8837
@aghosh8837 2 жыл бұрын
তুলসী চক্রবর্তী... জীবন কে চিনিয়ে দেয়েছেন অভিনয় করতে হয় না, অভিনয় ই প্রতিটি মানুষের জীবন।
@paragsengupta208
@paragsengupta208 4 жыл бұрын
কথা টা সত্যি। তুলসী চক্রবর্তী, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, বিকাশ রায় এনাদের মত অভিনেতা আর জন্মাবে না! অসাধারণ সব অভিনেতা।
@kuntalikadas1058
@kuntalikadas1058 Жыл бұрын
অসাধারণ অভিনেতা ছিলেন তিনি। সশ্রদ্ধ প্রণাম জানাই তাঁকে।
@provatbarui5583
@provatbarui5583 2 жыл бұрын
খুব ভালো লাগলো । আপনি খুব ভালো করে সাজিয়ে বললে আমাদের একজন মহান অভিনেতা তুলসী চক্রবর্ত্তী জির সমন্ধে
@sachindranathmandal6890
@sachindranathmandal6890 3 жыл бұрын
অভিনেতা হিসাবে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা তুলসী চক্রবর্তী, আজ তাঁর সম্পর্কে বললেন, বড় ভাল লাগল, তাঁর কষ্টের কথা শুনলে চোখে জল আসে, এমন অভিনেতা আর কোনদিন পাব না, যিনি সারা জীবন দিয়ে গেছেন পাননি কিছুই। চোখের জল টুকু ছাড়া আর কিছু দিতে পারব না, এমন পরশ পাথর আজও খুজে বেড়াই।
@soumyajitbhowmick3942
@soumyajitbhowmick3942 Жыл бұрын
খুব ভালো লাগলো প্রতিবেদন টি। সশ্রদ্ধ প্রনাম জানাই এই অতুলনীয় অভিনেতা কে।
@asitkumardas8183
@asitkumardas8183 4 жыл бұрын
সর্ব কালের সেরা অভিনেতা। এত প্রানবন্ত অভিনয় , ভাবা যায় না । কিন্তু যে সন্মান পাওয়ার দরকার ছিল তা তিনি কোনদিন পান নি। এটা আমাদের চরম অবহেলা।
@AroundMeUSAvlog
@AroundMeUSAvlog Жыл бұрын
Thik bolesen vy
@berojgarbangalibabumosai432
@berojgarbangalibabumosai432 5 жыл бұрын
ধন্যবাদ তুলসীদাকে নিয়ে বলার জন্য দিদি। উনি আমার প্রিয় অভিনেতা থাকবেন, ছিলেন ত অবশ্য।
@shibubhakta6914
@shibubhakta6914 5 жыл бұрын
তুলসী চক্রবর্তীর মতো একজন মানুষ যিনি আমাদের গর্ব, আমাদের বাংলার রত্ন । তার কদর আমরা সেকালে বা একালে কেউই করি না ।তার প্রাপ্য সম্মান আমরা দিতে পারি নি ।তাকে সকলের কাছে তুলে ধরার জন্য আপনাদের কে অশেষ ধন্যবাদ ।
@ranabirsengupta9007
@ranabirsengupta9007 3 жыл бұрын
Ami Date CHUATTOR POCHATTOR BAR PARASHPATHOR Aksho(💯) Barero Beshi dekhechi Sudhu TULSI CHAKROBORTIR Acting dekhte Sorry Ekhon Dekha baki Achey.Echara onar Anno Bohu Chobi Bahubaar dekheo Pyasha meteni.HE WAS A GEM of Bengal film DUNIYAR.
@majumdarsudip2320
@majumdarsudip2320 Жыл бұрын
Thanks for remembering the great Tulsi Chakraborty. No one can ever forget him who has ever seen him.
@zakirhossain928
@zakirhossain928 4 жыл бұрын
ওনার প্রতি শ্রদ্ধা জানাই হাজার বার। ওনার অনেক সিনেমা দেখেছি, সত্যিই উনি একজন ভিশন রকম ভালো অভিনেতা ছিলেন। আজ আপনাদের মাধ্যমে জানলাম, উনি মানুষ হিসাবে কত বর মাপের ছিলেন, কত মহৎ, কত নিরহংকার ছিলেন।
@badyinath
@badyinath 4 жыл бұрын
অনেক ছবি দেখেছি। জানি, মানি, তিনি একজন সেরা অভিনেতা। জীবিতবস্থায় অনেকের মূল্যায়ণ হয়নি। তবু প্রণম্য তুলসী চক্রবর্তী মশায়কে শ্রদ্ধা জানাই।
@ranajitsen9384
@ranajitsen9384 3 жыл бұрын
আমাদের বাঙালিদের গুণের শেষ নেই।আর এই গুন দিয়েই দুই চক্রবর্তীর ওপর আমরা সবিশেষ অবিচার করে গেছি।একজন তুলশী এবং আর একজন শিবরাম।
@rafiquzzamankhan3166
@rafiquzzamankhan3166 5 жыл бұрын
অসাধারণ অভিনেতা। যত ছোট চরিত্র হোক না কেন তিনি তা দিয়েই মাত করে দিতেন। তাঁর মুল্যায়ন সে ভাবে হয় নি।
@suparnadas8717
@suparnadas8717 3 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা তার প্রতি অসামান্য অভিনেতা চিরকাল আমাদের মনে থাকবেন আপনি 🙏
@kartickbarman7580
@kartickbarman7580 5 жыл бұрын
দিদি আমি সাড়ে চুয়াত্তর দেখেছি।সত্যিই অসাধারণ অভিনয় করেছিলেন।
@purbalibhakta4987
@purbalibhakta4987 5 жыл бұрын
শুধু তুলসী চক্রবর্তীই নন, বাংলার অনেক শিল্পীই আছেন যা‌ঁরা তাদের যোগ্য সন্মাণ পাননি। আর একজন ছিলেন জহর রায়। জীবনের শেষদিকে তিনিও অনেক কষ্ট সহ্য করেছেন। আপনার বক্তব্য‌ও দারুণ। কিন্তু, আমার কাছে এটি নতুন গল্প ছিল না। তবে এই সব শিল্পীদের যে আপনারা সর্বসমক্ষে আনার চেষ্টা করছেন, তার জন্য অজস্র ধন্যবাদ। 🙏
@rubatungtangrubatungtang5391
@rubatungtangrubatungtang5391 5 жыл бұрын
দিদি, শ্রদ্ধেয় তুলসী বাবুর কথা শুনে চোখে জল এসে গেল। এমন মহা মূল্য রত্ন দের সাথে এমন কেন হয়? আমাদের বাবার সাথেও কিছুটা এমনই ঘটেছে।
@wahidalaboni8282
@wahidalaboni8282 5 жыл бұрын
তুলসি চক্রবর্তী অসাধারন অভিনয় করতেন তার অভিনয় অল্পতেই মনকে আনন্দিত করতো। তার সঠিক মুল্যায়ন না হওয়ার কথা জেনে খুব খারাপ লাগলো।
@nirmalchatterjee1365
@nirmalchatterjee1365 5 жыл бұрын
অসাধারণ অভিনেতা ও নাট্যকার,খুব ভালো লাগে তুলসীবাবুর অভিনয় দেখতে।
@anarulshaikh9946
@anarulshaikh9946 5 жыл бұрын
হৃদয়হরন করলেন দিদি ।তরুণ কুমার সম্পর্কে গল্প শুনতে চাই।
@sandiphira7526
@sandiphira7526 4 жыл бұрын
আহা মন ভরে গেল
@bhadrabalok1834
@bhadrabalok1834 5 жыл бұрын
তুলসী চক্রবর্তী র মত অভিনেতা সত্যিই হয় না। আর বলতে গেলে ওনার প্রতিটা সিনেমাই দেখা আমার। এত সাবলীল আর প্রতিটি চরিত্রে ফিট অভিনেতা সত্যিই খুব কম দেখা যায়। অসংখ্য ধন্যবাদ হঠাৎ যদি উঠল কথার পুরো টিমকে। এই সামান্য মানুষ টাকে নিয়ে ভিডিও করার জন্য। কারন ওনাকে এই ভাবে হয়তো সম্মান আগে কেউ দেয়নি।
@lifetimelearners1769
@lifetimelearners1769 3 жыл бұрын
ভগবানতুল্য অভিনয়। আমার সবচেয়ে প্রিয় অভিনেতা।
@muktisengupta6681
@muktisengupta6681 5 жыл бұрын
প্রনম‍্য মহান ও প্রিয় অভিনেতা কে নিয়ে ,আজকের পর্বটি করবার জন্য, আপনাকে অজস্র ধন্যবাদ। খুব সুন্দর পরিবেশন ,বড়দিনের শুভকামনা জানাই।
@ekramhossainjnu
@ekramhossainjnu 5 жыл бұрын
বাংলাদেশ থেকে, অসাধারণ উপস্থাপনা ও বাচনভঙ্গি আপনার প্রতিটি ভিডিওকে অনন্য এক উচ্চতায় নিয়ে যায়, যার ফলে উপস্থাপিত বিষয়টি হৃদয়ে গেঁথে রয়। অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা।
@59asim
@59asim 5 жыл бұрын
খুব ভালো লাগল....
@munirhossain803
@munirhossain803 2 жыл бұрын
যেন কর্ণে পশিয়া মর্মে গাঁথিয়া রয়।
@snehamoyroy7559
@snehamoyroy7559 3 ай бұрын
Legend actor the great Tulsi Chakraborty. I completely agree with the fact that more discussions should be made about him.
@madhurilata6213
@madhurilata6213 2 жыл бұрын
অসাধারণ পর্ব ! খুব মর্মস্পর্শী উপস্থাপনা 🌹
@parineetakundu6459
@parineetakundu6459 5 жыл бұрын
এমন একজন অসাধারণ ব্যক্তিকে জানতে পেরে অনেক কিছু শিখলাম । সত্যিই হীরে চিনতে জহুরীর দরকার ....
@sumitradutta7373
@sumitradutta7373 Жыл бұрын
আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের হাওড়ার শ্রদ্ধেয় অভিনেতা আমার গুরু দেব এর কথা বলে
@hereticsourabh4834
@hereticsourabh4834 5 жыл бұрын
শুধু পরশ পাথর নয়, আমার তো মনে হয় সাড়ে চুয়াত্তর এর প্রধান চরিত্র ও তিনি। ওনার জন্যই সেই সিনেমাটা বার বার দেখি। অনেক শ্রদ্ধা মানুষটিকে। 👏👏
@ranabhola
@ranabhola 5 жыл бұрын
ekdom.."share chuattor" ta dekhi onar ar Molina Debi'r jonno.
@sandiphira7526
@sandiphira7526 4 жыл бұрын
কেন ঐ সিনেমাটা? চাওয়া পাওয়া
@missionwbpkalpak324
@missionwbpkalpak324 3 жыл бұрын
Bhanu Bandopadhyay khuv valo
@debjitdutta7089
@debjitdutta7089 2 жыл бұрын
সত্যই...উনিই প্রধান...
@sandipbiswas1608
@sandipbiswas1608 5 жыл бұрын
তুলসি বাবুর "একটি রাত" কিংবা "শাপমোচন" এর খানিক অভিনয় ই বাঙালির হৃদয় হরন করে নেয়।। ধন্যবাদ, বাঙলা ও বাঙালির নক্ষত্রগুলিকে আরো এক বার হৃদয়ে গেঁথে দেবার জন্য।
@sandipdas5094
@sandipdas5094 4 жыл бұрын
ধন্যবাদ আপনাকে ।আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা ।
@gopalhazra4998
@gopalhazra4998 Жыл бұрын
Actor Tulsi Chakroborty was the Charlie Chaplin of our country.Excellently evaluated the great late actor.
@manasjana4589
@manasjana4589 5 жыл бұрын
এমন অনন্য অভিনেতার কথা বলে আপনি আপামর বাঙালিকে ধন্য করেছেন। শুধু পরশ পাথর নয় উনি যে সব ছবিতে অভিনয় করেছেন তার কোনটাই অভিনয় বলে মনে হয়না, এতো জীবন্ত। একটি হীরা তার জীবৎকালে অবহেলিত হয়েছে, হয়তো বা পরে। তুলসী বাবুকে মর্যাদা দেবার জন্য আপনার কাছে কৃতজ্ঞ।
@pralaynath5834
@pralaynath5834 4 жыл бұрын
ভগবানের মতো অভিনয়।
@rafiqulalamtulu2455
@rafiqulalamtulu2455 4 жыл бұрын
অনেক বছর ধরে লোকটির নাম খুঁজতেছিলাম।আজ জানলাম তুলসি চক্রবর্তী। সবাই রাজা হয় গত হলে। উনি জীবিতই রাজা।
@PrasunRoyRoy-cz6iq
@PrasunRoyRoy-cz6iq 7 ай бұрын
মহান মানুষেরা সহজ সরল হয়
@mintumallick5653
@mintumallick5653 3 жыл бұрын
Apani osadharon. Ami khusi je apni Tulsi Chakraborty k buje6en .
@subhrobandopadhyay8052
@subhrobandopadhyay8052 5 жыл бұрын
পৌলমী, কাল আপনার post এ লিখেছিলাম, আজকের আপনার পর্ব তুলসী চক্রবর্তী কে নিয়ে। আসলে আমাদের দেশে গুণীর কদর তখনও খুব একটা ছিল না, আর এখন তো কি অবস্থা আপনি নিজেই জানেন। যাইহোক আপনার episode এ আপনি এই মানুষটিকে নিয়ে কথা বলছেন বলে আপনাকে ধন্যবাদ। তুলসীবাবু সেইসময়ের প্রত্যেকটি বাংলাছবির পরশপাথর। আর একদিন কামু মুখোপাধ্যায়, নৃপতি চট্টপাধ্যায় এঁদের নিয়েও এপিসোড হোক। ভাল থাকবেন, আপনার content নির্বাচন like পাওয়ার থেকেও অনেক বেশী দামী।
@sumitdhak424
@sumitdhak424 5 жыл бұрын
না বল্লেও আপনাদের প্রত্যেক টা ভিডিও দেখি ও দেখবো।😍😍 আপনার দের প্রত্যেক টা ভিডিও অসাধারণ 👌👌👌
@somjeetsproduction4500
@somjeetsproduction4500 5 жыл бұрын
সকাল সকাল চোখে জল আনিয়ে দিলে পৌলমী দি , । তুলসী বাবু আর নবদ্বীপ হালদার এর মতো অভিনেতা যুগে একবার জন্মায় , কথা গুলো যখন বলছিলে চোখের সামনে দৃশ্য গুলো ভাসছিলো , BTW , advance Happy New year
@sanjaykantihira9354
@sanjaykantihira9354 4 жыл бұрын
চোখ দুটো জলে ভরে গেল
@pampabandyopadhyay3275
@pampabandyopadhyay3275 5 жыл бұрын
খুব সুন্দর হয়েছে উপস্থাপনা । ওনার অভিনয় অসাধারণ ।
@arupchaterjee5720
@arupchaterjee5720 3 жыл бұрын
তুলসী চক্রবর্ত্তী ছিলেন নমস্য ব্যাক্তি.বাংলা কেন সারা ভারতে ওনার মতো বড় মাপের অভিনেতা খুব কমই জন্মেছেন.সারা জীবন অর্থাভাবে কাটিয়েছেন.উনি মারা যাওয়ার পরে ওনার স্ত্রী চরম অর্থ কষ্টে পড়েন.কেউ সেইসময় ওনার পাশে দাঁড়ান নি.বাংলা সিনেমার অনেকেই এড়িয়ে চলতেন.ওনার স্ত্রীর শেষ জীবনে একজনই মাত্র পাশে দাঁডিয়েছিলেন তিনি হলেন মিঠুন চক্রবর্ত্তী.মিঠুন যেদিন শোনেন তুলসীবাবুর স্ত্রীর প্রায় অনাহারে দিন কাটছে সেদিন থেকে আমৃত্যু ওনাকে সহযোগিতা করে গেছেন.সত্যি অবাক লাগে এত বড় মাপের একজন শিল্পীর এই করুন অবস্থা দেখে.মৃতের মর্ত্যে আগমন বলে ১টি সিনেমায় তুলসী চক্রবর্ত্তী যেটুকু অভিনয় করেছিলেন সেটুকুই দেখার মতো.আবারও বলি অনেক অনেক প্রনাম স্যার আপনাকে.
@mahadevghosh7149
@mahadevghosh7149 4 жыл бұрын
সত্যি আবারও একবার শুনলাম খুব ভালো লাগলো..এ যেন পুরোনো হয়না..
@jagabandhumukherjee8397
@jagabandhumukherjee8397 3 жыл бұрын
ওনাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। উনি ছিলেন একজন মহামানব।
@snehasiskhatu9210
@snehasiskhatu9210 5 жыл бұрын
খুব সুন্দর।।
@subhasisbanerjee5797
@subhasisbanerjee5797 4 жыл бұрын
Bravo, Asadharon, apnake anek anek danyabad . satya kotha ekdom bastab, anadore pore thake PARAS PATHAR. LATE TULSHI CHAKRABORTY ar jeno e pora deshe na jonman. karorn e deshe protivar dam deyoa hoy na.
@TheMouryan
@TheMouryan 5 жыл бұрын
Hands down, হঠাৎ যদি উঠলো কথা is the best Bengali Infotainment channel on KZbin...! ভিডিও একবার প্লে করা শুরু করলে, শেষ হওয়া পর্যন্ত, I remain glued to my mobile screen
@suhassengupta3221
@suhassengupta3221 5 жыл бұрын
I fully agree.
@istaqueahmed4546
@istaqueahmed4546 3 жыл бұрын
Tulsi Chakraborty is the grate artist.
@sougatadey007
@sougatadey007 5 жыл бұрын
Tulsi chakraborty r ekta amar khub favourite ekti raat with uttam kumar...
@samirbera9343
@samirbera9343 4 жыл бұрын
Asadharon...khub valo korchhen....gitikar gouri prosonno majumdar ar ktha jodi bolen khub valo hoy .....! apni sabaike firiyea anun.....jara jibon diyeachhea....tader ki kore manush nijer sarther ktha vebe vule jai....jani na ....keno amon hoy ?
@AngelMandal-sn8wt
@AngelMandal-sn8wt 5 ай бұрын
Darun bolecho dididi.
@suchetachatterjee705
@suchetachatterjee705 Жыл бұрын
Tuilsi Chakrovart is great actor 🙏
@mintumallick5653
@mintumallick5653 3 жыл бұрын
Ami jantam je onake somman dewa hoini .aj apnar kotha sune ami khub kosto pelam ...apnake Ami bo6ate parbo na je ami ami onar koto bor vokto...amr chokhe ...onar moto real acting dekhar sovaggo r onno kotho hoini ...tobe ekta kotha khub sotti ...oi somoi er sb ektar gulo sotti osadharon
@ashokebhattacharya430
@ashokebhattacharya430 3 жыл бұрын
Really Sad.Namashkar Janai Tulshi Chakraborty.
@souvikmitra3246
@souvikmitra3246 5 жыл бұрын
তুলসী চক্রবর্তী কে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন শেষ জীবনে চরম দারিদ্র নিয়ে তার স্ত্রী দিন কাটিয়েছিলেন, তখন এক মাত্র মিঠুন দাড়িয়ে ছিলেন তার পাশে প্রতি মাসে 500 টাকা করে দিতেন ওনার স্ত্রী কে যত দিন উনি বেঁচে ছিলেন....
@azizhasan138
@azizhasan138 3 жыл бұрын
তুলসী চক্রবর্তীর আর্থিক অনটনের কথা শুনে বাঙালি হিসেবে নিজেকে বড্ড অপরাধী মনে হয়। হায়রে, তুলশী চক্রবর্তীর মতো প্রাকৃতিক অভিনেতাকে আমরা চিনতে পারিনি। তুলসী চক্রবর্তীর অভিনয় জীবনানন্দ দাশের কবিতার মতো অমোঘ ও প্রাকৃতিক।
@pritomsaha6849
@pritomsaha6849 5 жыл бұрын
তুলশী চক্রবর্তী (পরশ পাথর) কিরন খের ( বাড়ি ওয়ালি) এমন ভাল অভিনয় আমি দেখিনি।
@englishtutorials9552
@englishtutorials9552 3 жыл бұрын
Kar pase kake bosale !!!!!!😮
@surojitbiswas2903
@surojitbiswas2903 5 жыл бұрын
তুলসী বাবুর অভিনয়ে হাস্য কৌতুক জীবিত । আজ কাল অভিনয়ে থেকে অনেক প্রাণবন্ত ।
@samirdigar5431
@samirdigar5431 4 жыл бұрын
তুলসী চক্রবর্তীর সহজ সরল অভিনয়ের কাছে মহানায়ক উত্তম কুমারও ফেল।তা ছবিগুলোকে দেখেই বোঝা যায়।
@sarkarraj_9103
@sarkarraj_9103 4 жыл бұрын
আহারে কি ভয়ংকর সুন্দর ভাবে গুছিয়ে কথা বলেন আপনি ।।।
@rudrachatterjee69
@rudrachatterjee69 5 жыл бұрын
খুবই চমৎকার লাগল আপনার এই পোস্ট ।কিন্ত বিভু বাবুর সংক্রান্ত তথ্য ঠিক বলে মনে হচ্ছিল না , মানে পারিশ্রমিক অংশটুকু ।
@suvasishpatra5954
@suvasishpatra5954 4 жыл бұрын
Tulsi chakraborty r KZbin e sob cinema dekhechi
@debabratamallik3745
@debabratamallik3745 5 жыл бұрын
দিদি পুরোটা শুনতে চাই । দয়াকরে উপস্থাপন করুন ।
@gouravadhikary5373
@gouravadhikary5373 3 жыл бұрын
পৌলমী ও সমগ্র টিমকে ধন্যবাদ আমার লেখাটা আপনাদের ভালো লেগেছে আপনারা আমাকে যে সম্মান দিলেন আমি চির কৃতজ্ঞ রইলাম
@surjo1683
@surjo1683 5 жыл бұрын
সেল্যুট তুলসী চক্রবর্তী।
@madhurisingh1292
@madhurisingh1292 5 жыл бұрын
Khubii Bhalo laglo ei rokom ekjon harie jaoa abhineta ke harie na jete deoate.Amader desh emoni ekti desh jekhane gunir kodor khubi kom dekha jai. Er Jonno Amra dorshokra ba srotara o bhishon bhison bhabe dayee. Byakti goto bhabe Tulsi Babu abhinito chhobir anek guli amar songrohe achhe.
@angirasmukhopadhyay1408
@angirasmukhopadhyay1408 2 жыл бұрын
Absolutely right 👍
@krishnendupoddar8248
@krishnendupoddar8248 5 жыл бұрын
দারুন presentation
@duttakkrish
@duttakkrish 3 ай бұрын
Satyajit Ray 100% correct katha bolechhilen.
@subhasreeguha
@subhasreeguha 5 жыл бұрын
Khub bhalo laglo...abhineta Tulshi Chakraborty atulaniyo...amra keu ii tar abhinoyer prashangsha na kore parina...amar shasroddhyo pronaam onar proti🙏
@jharnabanerjee1915
@jharnabanerjee1915 2 жыл бұрын
আপনার পোস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে
@ashokdas1459
@ashokdas1459 3 жыл бұрын
For ages, true artists glorify the human art world by burning themselves. It reminds the life of Van Gogh, another maestro.
@সন্দীপ-চ৯ট
@সন্দীপ-চ৯ট 5 жыл бұрын
দারুন.....!!
@madanmohanmandal2329
@madanmohanmandal2329 4 жыл бұрын
মহানায়িকা সুচিত্রা সেনকে, তাঁর প্রিয় অভিনেতা কে,জিজ্ঞেস করা হলে , তিনি কোনও কিছু না ভেবেই একবারে জবাব দিতেন " তুলসী চক্রবর্তী".
@dipankarchattopadhyay5341
@dipankarchattopadhyay5341 5 жыл бұрын
Anek dhonnobad didi...uni amar kache vishon sroddheyo ekjon...dhonnobad onake niye episode tar jonne....
@pranjalghosh7889
@pranjalghosh7889 5 жыл бұрын
দিদি আমিও এই বছর MASS COMMUNICATIONS AND JOURNALISM HONS Pass out krlm...vab6ilm ki krbo tokhoni apnader video ta dekhlm.......sotty protita video mon chuye gelo.......ami tana 1 ta gota din dhore apnader video gulo dekhlm.......sotty apnder hats off...
@amalendudev7016
@amalendudev7016 4 жыл бұрын
Llpljtu
@shihabkhan1715
@shihabkhan1715 3 жыл бұрын
Oooooo...didi, a bunch of roses for you. Pl keep us educating.
@ranabhola
@ranabhola 5 жыл бұрын
I had to subscribe this channel. oshadharon!!!!!!!!!!!!!!!!!! ar Tulsi Chakrobarti amar ki je vishon prio ekjon ovineta ta bolte parbo na.
@শুভজিৎসরকার-ষ৭ণ
@শুভজিৎসরকার-ষ৭ণ 5 жыл бұрын
Didi, tomader ei srom sarthok hok.. mon chue jao bar bar... dhonnobad
@চন্দ্রগুপ্তমৌর্য-ধ৭জ
@চন্দ্রগুপ্তমৌর্য-ধ৭জ 3 жыл бұрын
এই আলোচনাটা ওনার বেঁচে থাকাকালীন, তখনকার সময়ে কেউ যদি করত এবং তার মূল্য দিত উনি হয়তো বাঙালি হবার গর্ববোধ করতেন। যাইহোক ম্যাডাম আপনার আলোচনাটা খুবই ভালো লাগলো আপনি আরো ভিডিও তৈরি করুন এইরকম বিশিষ্ট ব্যক্তিত্ব নিয়ে। স্বামী বিবেকানন্দ আর বাঙালির চরিত্র নিয়ে একটি আলোচনা-সমালোচনা ভিডিও করুন যেটা সত্যি সেটাই দিয়ে। অপেক্ষায় রইলাম
@sudipbhaumik7331
@sudipbhaumik7331 2 жыл бұрын
He was an all time great actor who never got due credit.
@dilipsaha1031
@dilipsaha1031 Жыл бұрын
Darun.
@amrahindu2755
@amrahindu2755 3 жыл бұрын
Didi apnake 🙏🙏🙏🙏🙏🙏
@susantadey861
@susantadey861 3 жыл бұрын
So far I know Tulsidas Babu is very famous among film lovers in France and other Europian countries.
@biswajitarijitsingh4613
@biswajitarijitsingh4613 5 жыл бұрын
Tomake dekhte singer lopamudra dir moto
@ইতিকথা-ধ৩য
@ইতিকথা-ধ৩য 5 жыл бұрын
Right
@subhashmodak917
@subhashmodak917 4 жыл бұрын
2018 তে এটা you tube -এ আসলেও, আজ এইমাত্র এটা দেখলাম। Comment করতে বাধ্য হলাম। যদিও মূল্য হীন। এইরকম একটা topic ( ব্যক্তি তুলসী চক্রবর্তী) নিয়ে কথা বলার যে দূরদৃষ্টি দেখিয়েছেন, আমি নতমস্তকে(আপনি বয়সে আমার থেকে অনেক ছোট হলেও) আপনাকে ধন্যবাদ জানাচ্ছি........ ** সামাজিক অনেক সমস্যা (কিভাবে জানাবো - যদি জানান) আপনাদের মাধ্যমে প্রতিফলিত হউক ।
@geofact1306
@geofact1306 3 жыл бұрын
Khub e bhalo.
@srikantathakur529
@srikantathakur529 4 жыл бұрын
Amar priyo obhineta
@susamaysvoice
@susamaysvoice Жыл бұрын
দুর্দান্ত
@debabratachakraborty9499
@debabratachakraborty9499 5 жыл бұрын
ekdam sati katha....Didi Thank you
@santanubera2237
@santanubera2237 5 жыл бұрын
DIDI, APNER MODHE BHGABAT SHAKTI ROECHE.
@sanjoysamanta4760
@sanjoysamanta4760 5 жыл бұрын
আমার সশ্রদ্ধ প্রণাম এই মহান অভিনেতাকে, সত্য বলছি আমার অত্যন্ত প্রিয় অভিনেতা তিনি। আমি পুরানো বাংলা ছবি ডাউনলোড করার সময় সেই ছবিতে তিনি আছেন কি না সেটা দেখে নিই।
@aminrahman3536
@aminrahman3536 5 жыл бұрын
দিদি গানের পিছনের গল্প শুনতে চাই।রবীন্দ্রনাথ,নজরুল কিম্বা অতুলপ্রসাদ।ডি এল রায় ,লালন ফকির অথবা হাসন রাজা অসংখ্য গানে ভরপুর আমাদের বাংলা সংস্কৃতি।আর তাদের প্রায় প্রতিটি গান রচনার পিছনে আছে অনেক হাসি কান্না,আনন্দের গল্প মেশানো কাহিনি।যদি তেমন কিছু গল্প শোনান কৃতজ্ঞ থাকবো।
@Mnaaz4356
@Mnaaz4356 3 жыл бұрын
Legend of bengal
@sumanghosh1453
@sumanghosh1453 2 жыл бұрын
Tulsi Chakraborty sniye ei alochona kore mon take kadiye dile , valo valo manush der keno kosto dei vogoban bolte paro didi vai?
@pranaymukherjee7611
@pranaymukherjee7611 Жыл бұрын
Darun
জয় বাবা ফেলুনাথ । Joy Baba Felunath
19:42
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
Рет қаралды 36 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 33 МЛН
দেবযানী হত্যা কাণ্ড।  গোয়েন্দাপীঠ লালবাজার । Debjani Murder Case
18:27
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
Рет қаралды 243 М.
প্রসঙ্গ মহালয়া । The story of Mahalaya
16:00
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
Рет қаралды 105 М.
ইংল্যান্ডে শুনেছি রাণী থাকেন। The queen lives in England
17:25
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
Рет қаралды 84 М.
একেই বলে শুটিং । Satyajit Ray ।সোনার কেল্লা । জয় বাবা ফেলুনাথ
20:35
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
Рет қаралды 26 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН