ক্যাম্পাস এ তার হাত ধরে ঘোরাঘুরি ,রাতভর সীম কলে কথা বলা সেই স্মৃতি গুলা ভেসে উঠছে চোখে। আজ সে অন্য কারো সঙ্গী আর আমি ব্যাস্ত আমার ক্যারিয়ার নিয়ে। শেষ যেদিন তার সংগে কথা হয়েছিল তখন ও তার জন্য ছিল আমার ফোনে এই গানের রিংটোনটা।তার পর আর কখনও তার নাম্বার থেকে ফোন আসেনি রিংটোন ও বাজে নি।আজ আবার এত বছর পর গানটা ঘুম থেকে উঠতেই বেজে উঠল।ছোট ভাই পিসিতে প্লে করছিল। আমি লাফ দিয়ে উঠলাম আবার বুঝি কল দিল সে।তখন ই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম না অই নাম্বার থেকে কল আসবে না আর। আবার অনেকদিন পর গানটা শোনার পর কেন যেন চোখ দিয়ে জল ঝরছিল। দোষ কারোর ই ছিল না। ছিল একটি বেকার ছেলের অনিশ্চিত ভবিষ্যত এর আশঙ্কা।
@shawonahmed43ju6 жыл бұрын
Amlan khan ভাই কি জাহাঙ্গীরনগর এর ছিলেন??
@arfinnaeem88236 жыл бұрын
জাবিয়ান নাকি ভাই???
@JavedAkterSuman6 жыл бұрын
Botolai giye khawa toh oboshshoi Jabian.
@princeiqbal6886 жыл бұрын
কোন ব্যাচের এবং কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন??
@md.aminulislamrazib77016 жыл бұрын
ভালো থাকবেন...
@alizas4644 Жыл бұрын
কমেন্ট পড়তে এসে বুঝতে পারছি, কতো শত হৃদয় ভেংগেছে। এই গানগুলো না থাকলে সেই সুখ গুলো যা না পাওয়া হয়ে মনের মধ্যে কবর দেয়া আছে,চাপা কান্না হয়ে আছে তা কিভাবে নাড়া দিতো। মাঝে মাঝে এমন দুঃখ বিলাসেও সুখ পাওয়া যায়। ❤❤❤
@PinkybinteHarun11 ай бұрын
দুঃখ বিলাসেও সুখ পাওয়া যায় ❤
@maaafaisal47Ай бұрын
আমার তো পাওয়ার পর বুক ভেঙেছে। ও পাশে থাকে, ওকে দেখে দেখেই গানটা শুনি,অনেকবার শুনি....😔😔😔
@RayhanRubel6 жыл бұрын
আমার সবচেয়ে প্রিয় গানগুলোর একটা। যদি কখনো গুনগুন করে গান গাইতে চাইতাম তাহলে সবসময় এই গানটাই চলে আসে শুরুতেই। এতদিন পর নতুন করে এই গানটা পেলাম। গানটার সাথে কতো মানুষের কতো যে স্মৃতি জড়িয়ে আছে...... আমি শিওর যারা অনেকদিন পর এই গানটা নতুন রূপে শুনলেন তারা সবাই নস্টালজিক হয়ে গিয়েছেন। অনেক ধন্যবাদ তাপস ভাই বাংলা গানের রত্নগুলোকে এভাবে নতুন রূপে উপস্থাপন করে জাগিয়ে তোলার জন্য। সৈনিক ভাই, আপনার এই একটা গান কতো যে মূল্যবান হাজারো মানুষের কাছে...... অনেকেরই অনেক গল্প জড়িয়ে আছে এই গানের সাথে।
@lenientvlogs87106 жыл бұрын
মনে পড়ে যাচ্ছে সেই ২০০৭ সাল যখন এফ এম রেডিওতে বার বার বাজত এই গানটি।খুব মন দিয়ে তখন শুনতাম গানটি।
@samadrafat89306 жыл бұрын
Lenient Chakma একদম মন দিয়ে
@irfan56675 жыл бұрын
amr 88 naam a tokhon ekta show hoto mone achhe vai radio foortir oi show te ei gaan ta beshi hoto
@lostgirl6415 жыл бұрын
😥😥
@Mironhsn5 жыл бұрын
Same
@choityrayan9914 жыл бұрын
Magical akta song
@recklessbeauty92623 жыл бұрын
মনে পড়ে গেলো সেই ২০০৭। প্রিয় মানুষটাকে হারানোর ব্যথা । আজ ১৪ বছর পর তাকে আবার ফিরে পেলাম,কিন্তু ঐ ১৪ বছর যে জীবন থেকে কি বাজে ভাবে নষ্ট হয়ে গেছে তা ভেবে আরো কষ্ট বেড়েই যাচ্ছে। আজ সে আর আমি আবারো সামনা সামনি। "তুমি আমার ঘুম"❤
@mahanudhasan13075 ай бұрын
তুমি আমার ঘুম, সুখ, প্রিয়মুখ, ভালোবাসা, জল, স্বপ্ন, ঘর, খোলা আকাশ, দিন, রাত, সূর্য, সময়। সব মিলিয়ে গানটি অসাধারণ।
@SkSaiful-pd7hw8 күн бұрын
আমি ২০০১১-১২ তে এই গানটি অনেক শুনেছি রেডিও ফুর্তিতে,,,,এ গানটা শুনতে শুনতে প্রায়দিনি ঘুমিয়ে পরতাম,,,,আজ ২০২৪/১৯/১১ তে টিভিতে দেখতে পেয়েছি,,,, মনের ভেতোরে একটা কড়া নেড়ে গেলো,তারপর রাতে ফোনে,, ইউটিউবে সার্জ দিয়ে শুনলাম,, খুব ভালো লাগে গানটি,,,i miss you my past time,
@AbdullahFaruq-d7g Жыл бұрын
বুকের ভিতরে সেই কাটা চামচের আঁচড়ে যাওয়ার অনুভূতিটা ফিরে আসলো.... কাউকে কষ্ট দিয়ে নিজে সুখি হওয়া যায় না। যারাই করেছে সবাই অপরাধবোধে ভোগে। কিন্তু তা প্রকাশ বা স্বীকার করে না। প্রকৃতির বিচার বড় কঠিন।
@shahidhossain59246 жыл бұрын
বাংলা গানকে বৈশ্বিকভাবে পরিচিতি দানের জন্য যারা কাজ করছে কৌশিক তাপস তাদের অন্যতম একজন।এই প্রয়াস সফল হোক।
@robinroychowdhury83926 жыл бұрын
প্রিয় গান আবার নতুন করে,,,,, এক ধাক্কায় ১০ বছর পিছনে ফিরে গেলাম। অসংখ্য ধন্যবাদ ।
@pulokspandan60894 ай бұрын
আজো মনে আছে সেই দিনের কথা।তখন বয়স ১৫ কি ১৬।কাজিন এর বাসায় গিয়ে গানটা প্রথম শুনি।তখন থেকেই যখনই গানটা শুনতাম আর একজনের সাথে রিলেট করতাম।কিন্তু সবথেকে ভাল কথা।আজ আমি আমার সেই সুখের সাথেই ঘর বাধতে পেরেছি😊
@atiqurrahman11043 жыл бұрын
আমার বড় অপার খুব প্রিয় গান ছিল এটি. আজ আপা নেই। প্রায় আড়াই বছর হলো আপা আমাদের ছেড়ে চলে গেছেন ওপাড়ে। আজ অনেকদিন পর গান টা শুনলাম। বড় অপার কথা মনে পড়ে গেলো। অনেক কষ্ট এই বুকে। কান্না পাচ্ছে খুব
@alaminanis6 жыл бұрын
কেন জানি চোখ ছলছল করে উঠলো। বিশেষ করে শেষের বাঁশির সুরটা। গানের সেই টানটা পাইনি৷ তবুও পুরোনো স্মৃতির দিকে ঠেলে দেওয়া একটা মাস্টারপিস। সৈনিক ভাই still now আপনি জোস৷ সেই কৈশর থেকে শুনে আসছি এই গান। এক্সপেক্ট করিনি এই গানটা৷ ধন্যবাদ তাপস ভাই।
@rokshanaparveen1829 Жыл бұрын
❤
@কামরুলকামাল5 жыл бұрын
অসাধারণ গানটা আরো বেশি অসাধারণ লেগেছে...মনে হয়েছে সৈনিক ভাই হয়ত প্রয়োজনে গানটার জন্য তার জীবন দিয়ে দিতে পারতেন... ইন্সট্রুমেন্টাল পার্টগুলি একেবারেই লা জবাব...ধন্যবাদ তাপস ভাই এবং গান বাংলাকে বাংলা গানের জগতে এমন একটা মাস্টার পিস আমাদের উপহার দেয়ার জন্য...পুরো টিমটার কাছে ঋণী হয়ে গেলাম...ভালবাসা সবাইকে
@mrrtarahman17536 жыл бұрын
আজ অনেকদিন পর আবারো কাঁদলাম......... সোডিয়ামের নিয়ন আলোয় হেঁটে চলি দূর বহু দূর হেঁটে যেতে যেতে তাদের অনুভূতি যেন কথা বলতো, কান পেতে শুনতে পেতাম তাদের হলুদ রঙের দুঃখের গল্প বলা, আর দূর থেকে বহু দূর দুঃখী মানুষগুলোর সাথে পথ দেখাতে সাহায্য করা, এ যেন এক রকমের সেক্রিফাইস......
@BanglaSongsYoutube5 жыл бұрын
অাহারে স্মৃতি অাহা অাহা... হিন্দী গানের ভীড়ে ঐ সময়ে প্রিয় বাংলা গান। এদের দিয়ে ই অামাদের মতো শ্রোতারা ফিরেছিলাম বাংলা কাব্যিক গানে।
@zahirimran88765 жыл бұрын
ভালোবাসারা ভালো থাকুক..... গানটা অতীত মনে করিয়ে দিলো... এখন পর্যন্ত জীবনে এই একটা গানই সম্পূর্ণ মুখস্ত করে ছিলাম...
@shafikulislam85216 жыл бұрын
গান বাংলার কারনে অনেক গুলো গান আবার আমাদের কাছে নতুন করে আসতেছে।ধন্যবাদ তাপস স্যার, ধন্যবাদ গান বাংলা।গান বাংলার কারনে এখনো টিভি দেখি
@sudipkumarmondal81023 жыл бұрын
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমুদ্র ছোঁব না, মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমুদ্র ছোঁব না, মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না ভালবাসা জলের মত, দু’হাত যেন ভরে না প্রিয় মুখ তারার মত, দু’চোখে গোনা যায় না ভালবাসা জলের মত, দু’হাত যেন ভরে না প্রিয় মুখ তারার মত, দু’চোখে গোনা যায় না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না
@Thisshuvo6 жыл бұрын
এম এফ রেডিওতে এই গান শোনা, Mp4 এ এই গান বাজিয়ে স্কুলে যাওয়ার দিনটা আবার মনে পরে গেল।আহা কি দিন ছিল
@md.ruhulamin83586 жыл бұрын
Thnx to Taposh. ২০১০-২০১৩ এর পর আজ আবার মনে পড়লো গানটির কথা। পুরোনো অনেক স্মৃতি বিজড়িত এই গানটির মাঝে।
@afkzaman6 жыл бұрын
Ohh, pure nostalgia! Thank you Mr. Taposh for bringing most of our nostalgiac songs back. So many songs from this project I can play over and over again, won't get bored. What an awesome project this Wind of Change turned out. All the best.
@sajidmahmood45116 жыл бұрын
এক ধাক্কায় 10 বছর পিছনে ফিরে গেলাম । থ্যাংকস।
@nezamuddin86816 жыл бұрын
SAJID MAHMOOD ami o dislike delam.mojar comment korar jonno.peace bro.
@lostgirl6414 жыл бұрын
দেখে তো মনে হয় বয়স ই ১০ 🙄
@nauajishAhmedRifat3 жыл бұрын
@@lostgirl641 উনার চ্যানেলটাই ৮ বছর আগের খোলা। আর তাতে কি আমার বয়স ১৮ বছর। আমিও ৮/৯ বছর থেকে এই গান শুনি। এমনকি "বৃষ্টি ঝড়ে যায়" ২০০৯ মানে ১২ বছর আগের থেকে শুনি। তখন বয়স ছিল ৬ বছর। বাসায় বড় ভাই শুনত আমার ও শুনতে শুনতে মুখস্থ্য হয়ে গেছিল।
@saimasumaiya44676 жыл бұрын
সেইম গায়ক.. তবে কোথায় যেন কি যেন একটা মিসিং! সম্ভবত গানটার মধ্যে যে প্যাশন ছিল, সেটা। তাছাড়া অসাধারণ গানগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
@anmoldeb85156 жыл бұрын
ry8. ager moto shei tanta jeno nei.
@zappowel4 жыл бұрын
Young age er gaoa and ekhonkar gaoa.. boyosher fact ache. ar ami jototuk jaani na uni majhkhane khub ekta music a active chilen na.
@shimatodurer5446 жыл бұрын
গতকাল রাত থেকে গান টা গুন গুন করে গাইতেছিলাম , আজকে এই গানটা শোনার জন্যই ইউটিউব এ ঢুকে দেখি চোখের সামনে প্রথমেই এই গান ❤️
@SifatArnob6 жыл бұрын
mittha kotha ✌✌✌✌ Gul kom maren
@shimatodurer5446 жыл бұрын
Sifat Arnob1596 ভাই, মিথ্যা কেন বলবো
@rizvifaisal54234 жыл бұрын
@@shimatodurer544 cz oi vai chapabaj type r ki✌✌✌
@sajibsiddique78924 жыл бұрын
এক মুহূর্তের মধ্যে এক যুগ পিছনে চলে গেলাম। সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল।
@laddertolearn58086 жыл бұрын
এই গানটা শুনলেই মনটা কেন জানি উদাস হয়ে যায়। গানটার সাথে মিশে আছে অসংখ্য না পাওয়ার বেদনা, পেয়েও হারানোর আর্তনাদ আর বাস্তবতার কঠিন প্রলেপ। :)
@choityrayan9914 жыл бұрын
কি সুন্দর করে সরল ভাবে গুছিয়ে এতো গভীর এক্টা কথা বল্লেন
@mdjahir49804 жыл бұрын
কতবার শুনেছি জানিনা।
@naimulhaque65583 жыл бұрын
Me to
@muzahidulislamtouhid50006 жыл бұрын
This song reminds me back to those days when we used to exchange our playlist by using mobile Bluetooth. It takes so much time to transfer phone to phone. Missing those days when i took that song from my brother by using my mobile Bluetooth and immediately i addicted with that song. What a masterpiece by T.W Sainik ❤️ Taposh good job man 👍👌🏻
@arponmehedi6 жыл бұрын
গায়ক - টি ডব্লিউ সৈনিক গীতিকার- সোহেল আরমান সুর - ইবরার টিপু ________________________________ তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা... তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখিনা তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা... আমি বৃষ্টি চায় অবিরত মেঘ, তবু সমুদ্র ছোঁব না মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবোনা... আমি বৃষ্টি চায় অবিরত মেঘ, তবু সমুদ্র ছোঁব না মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবোনা... তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখিনা তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখিনা তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা ভালবাসা জলের মত, দুহাত যেন ভরেনা প্রিয় মুখ তারার মত, দুচোখে গোনা যায়না... ভালবাসা জলের মত, দুহাত যেন ভরেনা প্রিয় মুখ তারার মত, দুচোখে গোনা যায়না... তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখিনা তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা . তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাঁধিনা তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধিনা তুমি আমার ঘুম, তবু... তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
@shahmon25906 жыл бұрын
lyrics er mane ta bolte parben???
@darkendestiny6265 жыл бұрын
@@shahmon2590 amar o aki proshno.gaan tar mane r bujhi na.onk bar sunsi kintu mane kissui bujhlamna
@Abcded115 жыл бұрын
@@shahmon2590 আমিও বুঝি না কিন্তু আমি আমার মত করে সাজায় নিই। একজন প্রেমে পরাজিত মানুষ যে কিনা তার প্রিয় মানুষকে আজও ভালোবাসে কিন্তু তাকে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখে না। তার প্রিয় মানুষ তার চোখের ঘুম কিন্তু সে তাকে নিয়ে স্বপ্ন দেখে না।তার প্রিয় মানুষ তার কাছে খোলা আকাশ কিন্তু তাতে সে সূর্য দেখে না।
@shahriyarshammi43614 жыл бұрын
৭
@SUZSSR4 жыл бұрын
সৈনিক,ইনি কি আর্মি তে জব করে?
@rbaroki68656 жыл бұрын
কতবার শুনছি কোন হিসাব নাই।প্রতি রাতে ঘুমের আগে একবার হলেও শুনতে হয়।অসাধারন গানের কথা 💕💕💕
@mhsourav40 Жыл бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ তাপস ভাই এতো সুন্দর একটা গানে বাঁ-হাত না ঢুকানোর জন্য 🖤
@towseevahmed18076 жыл бұрын
গানটা শুনে ছোট বেলার অনেক স্মৃতি মনে পড়ে গেলো। অন্যরকম মায়া কাজ করে গানটা শুনলে। তাপস ভাইকে ধন্যবাদ গানটাকে নতুনভাবে কম্পোজিশন করার জন্য।
@mahmudalrafat10856 жыл бұрын
Off the topic, how about playing 'Sorolotar Protima' by Khalid. It will be great.
Mahmud Al Rafat I second you. I was thinking about the same one.
@afridanawal34406 жыл бұрын
Perhaps Nikosh Adhar and dewaler oi too
@beatcamp13615 жыл бұрын
Yes plz !
@southbengalmedialtd59215 жыл бұрын
ভাই আপনি আমার মনের কথা কিভাবে বুঝলেন জানিনা। তবে আমি এক সময় এই দুটু গান খুব শুনতাম এবং গাইতাম...
@sefanuelhemrom27723 жыл бұрын
আহা,, কি সুখের অনুভূতির সৃষ্টি হত এই গান শুনতে শুনতে ❤️ মিস করছি সেই দিন গুলো ।
@masudswapnil26006 жыл бұрын
sohel Arman you beauty. thanks for created this song.T W soinik you are Master piece for this song. No one can sing this song like you
@kazirashed86066 жыл бұрын
নতুন করে বলার কিছুই নেই।ভালবাসা রইলো তাপস ভাই।ভালবাসি 🇧🇩, ভালবাসি গানবাংলা পরিবারকে।😘😘😘😍😍😘🙌🙌🙌
@hosnearamamun32345 жыл бұрын
এক ধাক্কায় কলেজ জীবনে চলে গেলাম। ২০০৬/০৭/০৮ সালে এত গান টা শোনা হয়েছে, আড্ডায় গাওয়া হয়েছে।আড্ডায় থাকা মানুষগুলো আর কেউ নেই কাছে।গানটা আছে।মানুষগুলোও যদি পাওয়া যেত নতুন করে গানটির মতো।
@nashiathtasneem42348 ай бұрын
সবার অনেক কমেন্ট দেখে নিজের কথা মনে পড়ল। ক্লাস ৬ থাকতে ৭০ টাকা দিয়ে একটা রেডিও কিনেছিলাম। রেডিও ফুর্তিতে অনুরোধের গান প্লে করার জন্য মেসেজ করা লাগতো। আমি এই একটা গানের জন্য কত যে ম্যাসেজ করেছি একটা সময় 🖤
@mdemon46265 ай бұрын
অনুরোধের গান শুনাইতো তারা?
@rafjanentertainment4 ай бұрын
similar type of feeling brother
@afrojabegum87204 ай бұрын
@@mdemon4626রেডিও করতিপক্ষ
@MehediHasan-zi8ps2 ай бұрын
Din gula sondor silo kintw😄
@Khanraine2 ай бұрын
আমিও এই আমার সব সময়ের প্রিয় গানের জন্য মেসেজ করেছিলাম। গান টা প্লে করেছিল কিন্তু আমার নাম টা ঠিক মত উচ্চারণ করতে পারে নাই।😢 ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য 😊
@rockykarmoker65872 жыл бұрын
কত শত বার গেয়েছি, শুনেছি হিসাব জানিনা। সত্যি এই গান গুলোর সাথে শৈশব স্মৃতি জড়িয়ে থাকে।
@nazneenahmed2592 жыл бұрын
Valobasa zoler moto duhat Zeno vorena prior mukh tararmoto du chokhe gonna zayna. Khub Valo thakar zonno Amon akti gan....e zothesto.May Allah bless you Sainik❤️
@anisulmursalinbabu77346 жыл бұрын
এই গানের সাথে আমার জীবনের অনেক মিল...অনেক দিন পর আবার মনে করিয়ে দিল।গান বাংলা এবং তাপস স্যারকে ধন্যবাদ জানাই।
@Farhadahmed113 ай бұрын
I don't know why this has only 2 million views, for me this should have at least 100million! I love this song; I love the vocalist! Absolute legend
@mizanuralone6 жыл бұрын
তুমি আমার ঘুম.. তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত.. আমি যে সময় জানি না……. ।। আমি বৃষ্টি চাই.. অবিরত মেঘ তবুও সমুদ্র ছোঁব না মরুর আকাশে মেঘ হবো শুধু.. ছায়া হবো …। তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত.. আমি যে সময় জানি না……. ।। ভালোবাসা জলের মতন.. দু’ হাত যেন ভরে না প্রিয় মুখ তারার মতন.. দু’ চোখে গোনা যায় না ।। তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত.. আমি যে সময় জানি না……. ।। তুমি আমার ঘুম.. তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত.. আমি যে সময় জানি না……. ।।
@Abdulhakim-to7gi6 жыл бұрын
NISHI BHOR HOLO JAGIYA vdieos soung lagba
@arifurrahmanbhuiyan11143 ай бұрын
গাণটি প্রথম কবে শুনেছি ঠিক মনে নেই। অনেক বছর পর আজ শুনে মনে হচ্ছে এটাতো হৃদয় গহীনেই গেঁথে ছিল..........masret piece ❤
@tomal626 жыл бұрын
Simply mind blowing work by Taposh and his team and of course Sainik, he will live through this song many years!
@shamratahmad56956 жыл бұрын
Wind of change k oshonkho dhonnobadh ei dhoroner 1 ta program present kprar jonne, Gaan again and again shune mone holo je ami shei ager jogote fire giyechi, So many many thanx.....😌😌😌😌😌
@kaziihsanbindidar45333 жыл бұрын
My my, there can never be such a wonderful reminiscence of pure nostalgia than this. Thanks Mr. Taposh (a genuine piece of gem) & Gaan Bangla TV.
@Sakil-H0ssain3 жыл бұрын
অসম্ভব প্রিও একটা গান ছিল এটা। খুব ভোরে NOKIA 7610 মোবাইলটা হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে রেইল লাইন ধরে এই গান শুনতে শুনতে কত হেঁটেছি তার হিসেব নেই। তাপশ ভাইকে ধন্যবাদ এসব পুরানো গানের মধ্য দিয়ে আমাদের পুরাতন সৃতিতে বিচরণ করতে সাহায্য করার জন্য। গরধব বাঙ্গালীর জন্য কিছু কথাঃ অনেক কেই দেখি তাপশ ভাইয়ের ব্যাপারে বাজে মন্তব্য করতে, যেমন- নাক না গলানোর জন্য ধন্যবাদ, চুপ করে থাকার জন্য ধন্যবাদ এরুপ আরও অনেক কিছু। কি অদ্ভুদ জাতি আমরা যার কল্যাণে এসব গান শুনতে পাচ্ছি তাঁকে নিয়েই বিদ্রূপ করি। কেও ভাল কিছু করলে কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখো বাঙ্গালী বিদ্রূপ নয়।
@mtayebhossain42692 жыл бұрын
♥
@traveltourism3216 жыл бұрын
Ai lok take dekhar onk icche cilo..... Sudu vabtam kon manus ta ai song ta gaice. R keno kono song pai na..... Aj dekhlam Love you bro
@SifatArnob6 жыл бұрын
Ei lok ti amr elakar senior vai Hometown :- Nilphamari ❤
@hamimislam35 жыл бұрын
@@SifatArnob ar amr mama..
@Chandankumarbasu4 жыл бұрын
Aha ha ki sunlam....osadharoon...khub vlo gaan ...bewty full singing
In the history of wind of change,this one is the best,for god sake!! 💜💜
@meghlafakri45653 ай бұрын
হৃদয় টুকরো টুকরো করে রেখে দিলেও এ গানটার জন্য অনেক কম হবে। অনেক মানুষ আছে নিজের ভালোবাসার মানুষটার সাথে ঘর বাঁধতে পারেনা। এ গানটা শুনে দীর্ঘশ্বাস ফেলতে পারে।😢
@redwanoulhossain92346 жыл бұрын
গানটার সাথে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি । কখনও ভালোলাগার আবার কখনও নিষ্ঠুর একাকিত্বের। আলবেরুনী হলের কার্নিশে একাকী যেমন শুনেছি আবার স্বপ্ন বুনতে বুনতে শুনেছি শতবার ।আজ এত বছর পরও নতুন আয়োজনে গানটির আবেদন আমার কাছে এতটুকু কমেনি, বরং মুগ্ধতা ছাড়িয়েছে বহুগুণে ।
@touhidurrahman50633 жыл бұрын
Wind of change এর সবাই যে জাদুঘর। অসাধারণ সবার প্রতিভা।
@amithdey7276 жыл бұрын
খুব প্রিয় একটা গান। অনেক ধন্যবাদ তাপস দা। অনেক অপেক্ষায় ছিলাম গানটার।😍
@uttamgoswami32886 жыл бұрын
পুরান স্মৃতি ফিরে অাসছে
@amithdey7276 жыл бұрын
@@uttamgoswami3288 এজন্য তাপস দা কে ধন্যবাদের বন্যায় ভাসিয়ে দিতে ইচ্ছে হয়।😍
Khub sundor gaan er kotha ebong sur.. moner bhetor ta chhuye dilo....sotti e keu hoeto moner anek kichu hoe jay ,,, kintu tar kache ami kichui na ..... bhalo laglo aro shunte chai emon gaan 🙏🏻❤
@shojibbiswas66606 жыл бұрын
tapos vai onk donnobad ato sundor gaan gula amadr upohar dewar jorno...💜💜💜💜
@greatestlines52086 жыл бұрын
That sarangi and flute........ enamored by everything
@ShamimHossain-eu8zf3 жыл бұрын
গানটা শুনে স্কুল লাইফের কথা মনে পরে গেলো। প্রথম প্রেম তখন ক্লাস Eight এ পরতাম একসাথে স্কুলে যেতাম কথা বলতে বলতে বেশি কিছু না সারাদিন বাসায় কি করেছে খাইছে নাকি এসব আর কি। সে যতক্ষন কাছে থাকত ততক্ষন ভালো থাকতাম, আর যখন থাকতনা তখন সবকিছু মরুভূমি লাগত। আর এই শুন্য সময়ে ভালো লাগার একটাই জিনিস ছিলো এই গান। কতবার যে শুনেছি তার কোনো হিসাব নেয়। আজ সেই মানুষটা আর নেয় গানটা শুনে তার স্মৃতি মনে পরে দু-চোখ বেয়ে পানি পরছে। দোয়া করি ভালো থাকুক ভালোবাসার মানুষটা।
@monemkhan25416 жыл бұрын
কেন জানি তার জন্য অনেক মায়া হয় মনে পরলে😒😒😒গান শুনার পর ও তার কথা মনে পরে গেল অনেক😭😭
@pakistanidressdesignbd79764 жыл бұрын
আমরা যে আবেগ নিয়ে এই গানটা এফ এম রেডিও তে শুনতাম একই আবেগ নিয়ে এখনকার জেনারেশন উইন্ড অফ চেঞ্জ এ শুনছে।।একই কষ্ট একই হাহাকার ।।শুধু মাধ্যম টা ভিন্ন।। ভালো থাকুক পৃথিবীর সব কষ্টে থাকা মানুষ গুলো।।
@omairij6 жыл бұрын
Thanks for the guitar solo. Great composition again from Taposh.
@habibabrar83486 жыл бұрын
সময় গুলো এতোই নিষ্ঠুর যে আপনাকে চিনিয়ে দিবে আপনি কে?কি আপনার পরিচয়,কি আপনার যোগ্যতা! বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি নিজের প্রিয় মানুষ টাও বুঝিয়ে দিয়ে গেলো,আমি কীসের যোগ্য! ভালো সে থাকবেই অন্যের সাথে এইটা নিশ্চিত। হয়তো আমার মত মানুষের মন খারাপের হাজার কারন থাকলেও,এমন কিছু গান আছে যা শুনলে পুরোনো স্মৃতি তে ঘুরে আসতে হয়!এবং দু চোখের অশ্রু গড়িয়ে পড়তে বাধ্য করে.. হয়তো রাব্বুল আলামিন একদিন সব কিছুই আমার মত করে দিবেন..
কতদিন পর শুনলাম আবার৷ চোখ অশ্রুসিক্ত হলো৷ অথচ আমার পাশেই আমার ছোট্ট বাবু শুয়ে আছে৷ তারপরও আমি হারালাম অতীতে৷ ভালো থাকুক ❤️❤️❤️৷
@ariyankhan40676 жыл бұрын
Music chorom hoise.Sonftness 👍👍👍
@sadmanhossain53215 жыл бұрын
prothom fm e gaanta shuna..prothom shunatei gaantir prem e pora....er por sir er beton mere mp3 kina just gaanta shuna...r school lyf er premikar kotha vaba..onk sriti mishe ache gaantir shate.. tnx a lot,,sriti gulo more koriye deyar jnno..♥♥
@hmmitsrazu44846 жыл бұрын
ভয়েজ আগের মতই আছে একটু ও পালটে নাই এই গান কতবার শুনি হিসেব নাই
@niazshuvo18603 жыл бұрын
ভাল করে হুইনা কথা কইয়ো মিয়া পুরো ভয়েজ চেঞ্জ
@md.arifuzzaman6483 жыл бұрын
vai ektuo paltay nai
@abmabdulmukitpartho70624 күн бұрын
নিজের ভালোবাসার মানুষটা যদি ভালো না থাকে , তখন পুরো পৃথিবীর মাঝে নিজেকে কেনো জানি অসহায় বোধ হয় 😔 কিনতু সেই মানুষটাই যখন নিজেকে আড়াল করে দুর থেকে বুকের পোড়া ক্ষতটা বার বার দেখে আবার চলে যায় , তখন সেই কষ্টটা সয্য করে তার ছবিটাই বার বার চোখের সামনে ভেসে ওঠার মানেই কি ভালোবাসা ,,, !😢
@nahidhasan53556 жыл бұрын
আহারে সেই দিন গুলা। অনেক কথা মনে পরে যায়। জানি হয়তো ভালো আছো দোয়া করি ভালো থাকো। যখন এই গানটা অনেক দিন পর শুনলাম অনেক কিছু মনে পড়ে গেল।
@amrinayesmine2737 Жыл бұрын
Wind of change & Coke Studio! Best of all the Changes made by all of you regarding our Bengali songs. Rhythm of Heart really!
@twohidislam26546 жыл бұрын
গান্টার জন্য ঈদের দিন থেকেই অপেক্ষায় ছিলাম। গানটার জবাব নেই
@mahbuburrahman49655 жыл бұрын
নতুনভাবে অসাধারণ করে প্রিয় গানটা উপস্থাপনের জন্য গান বাংলা প্রতি কৃতজ্ঞতা তাপস ভাইকে ধন্যবাদ গানটা নতুন ভাবে টি ডব্লিউ সৈনিক ভাইকে দিয়ে গাওয়ানোর জন্য এবং তার অসাধারণ কম্পোজিশনের জন্য😍
@mirazahmed17966 жыл бұрын
first view, first comment. always great wishes for gb & wind of change.
@Plorofect5 жыл бұрын
স্কুল লাইফে যখন গান টা শুনতাম তখন মনে হত কেউ একজন আমার অস্তিত্ব হয়ে আমাকে খুব কাছে ডাকে,, আহ গান!! আহ অনুভুতি!!
@sohanrahman46686 жыл бұрын
প্রিয় মুখ "তাড়ার" মত অর প্রিয় মুখ "তারার" মত??? এই গানটি রেডিওতে শুনেছি, পরবর্তিতে ফোনে,,অসম্ভব প্রিয় একটা গান। উচ্চারণ এর ত্রুটি কেনো হলো বুঝলাম না, কানে লাগলো ব্যাপারটা 😞।
@mriqbal49674 жыл бұрын
সহমত পোষণ করি ।
@sanaxworld11 ай бұрын
এক কথায় অসাধারণ একটি গান । Alhamdulillah ❤ Alhamdulillah ❤️ Alhamdulillah ❤️ আমার জীবনে ভালোবাসা নামক জিনিসটি না আসার জন্য। এজন্য হয়তো পৃথিবীটা ও জীবন টাকে আমার কাছে এত ভালো লাগে।
@rh.limonbd4 жыл бұрын
I remember the year 2008-09 and it has been at the top of the playlist ever since
@tanvirahmed30355 жыл бұрын
whenever i listen this song ... i feel i am just a 15/16 years boy.. Its amazing.. so much memorable days those was
@opumallick8450 Жыл бұрын
সেই ১৪-১৫ বছর আগে রেডিওতে রেগুলার শুনতাম। তারপর শুনতাম অল্প মেমরি (16 MB) থাকা ফোনে। যখন আমাদেরকে ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করতে হতো। সেই অতীত!!!
@anuvobbappu67374 жыл бұрын
হঠাৎ করে এই ভাবে গিটার সলো ইন করাটা কেমন জানি বেমানান শুনতে লাগলো, ইহা ব্যক্তিগত অভিমত। গায়কী এবং বাকি সব কিছু অসাধারণ ♥😀
@simummahmud25152 жыл бұрын
গান এর সাথে গীটার সলো পার্ট ঠিক ফিল মত যায়নি।
@joypeterdesai25566 жыл бұрын
ki bolbo bujhte parchi na....mind blowing...
@sajuahammed4385 жыл бұрын
ধন্যবাদ গানবাংলা টিমের সকল সদস্য কে। আর তাপস ভাই তোমাকে তো হৃদয়ে ধারণ করি।
@BillalHossain-yj4kv6 жыл бұрын
What a lyric! superb......Remembering past Fm radio memory.....
@rahmanguitarguy7467 Жыл бұрын
Do u have any fm Radio memory?
@shiplurajon6 жыл бұрын
অনেক পেছনে ফিরে গেলাম অনেক স্মৃতি মনে ভেসে আসছে, ফারজানা আফরোজ ভালো থেকো যেখানেই যেভাবে হোক
@khairulislamtuhin74573 жыл бұрын
গানটা তার খুব পছন্দের ছিলো, হঠাৎ করে গানটা প্লেলিস্টে বেজে উঠতেই বুকের বা-পাশে কেমন যেন অবশ হলো, আর মনের অজান্তেই চোখের পাতা ঝাপসা হয়ে গেলো।
@sajidshahalam65264 жыл бұрын
হায়রে সেই পুরোনো স্মৃতি,ফেলা আসা সেই সোনালী দিনগুলো,শুধু কাঁদতে ইচ্ছে করে...
@masumbillah70073 жыл бұрын
Old school,,,,,,,, গানটাকে ঘিরে রয়েছে কত স্মৃতি।।।।
@naimulhaque65583 жыл бұрын
এটি একটি অমর গান যেটি শুধু স্মৃতি বিজারিত সত্যি কান্না এসে গেলো মনে হলো যেন পুরানো দিন গুলো ফিরে পাই।
@javedmamun4 жыл бұрын
Despite you are my ease I don't see any dream of you despite you are my happiness I don't build any habitat along with you despite you are my open sky I never see the sunshine despite you are my day to night I don't know the exact time...
@g0urab6 жыл бұрын
অসাধারণ এবং অসম্ভব প্রিয় একটা গান। যদিও অরিজিনালের ফিল টা এই ভার্সনে পেলাম না। অরিজিনাল ভার্সনটা এখনো শুনলে মাঝে মাঝে কিছু লাইনে গায়ের লোম খাড়া হয়ে যায়...
@morsalinhasan64043 жыл бұрын
ফাস্ট গানটা শুনেছি আংকেল এর গলায়,, তারপরই ইউটিউব এ এসে শুনেছি একটানা ১০ বার।প্রতিদিন না শুনলে মনে হয় কিছূ একটা মিসিং আছে। প্রিয় মানুষটা দূরে আছে অনেক,তার ভূল বুঝে চলে যাওয়া একদিন ইনশাআল্লাহ বুঝতে পারবে। হয়তো সেদিন তার সাথে অন্য কেউ থাকবে। আল্লাহ তায়ালা যেন তাকে সবসময় ভালো রাখে।
@obelargaan94166 жыл бұрын
My goodness... tnx Taposh.. onake etodin pore dekhbar sujog kore dear jonno...