Рет қаралды 222
tumi ato sohoje vulte paro lofi
Song Credit : 🎶
Name: Obosthan Song Lyrics (অবস্থান)
Singer : Eather
Music : Eather
Lyric : Eather
Label : Highway
Language : Bangla
Tumi Eto Sohoje Vulte Paro Lyrics : 🎶
তুমি সাইকেল চালানো শিখবে তাই,
আমি আজো সাইকেলে ঘুরেবেড়াই,
শুধু, ছলনায় তোমার ছোঁয়া মেলেনা;
তুমি কবিতা গুলো পরবে তাই,
আমি আজো রাত জেগে ছন্দ সাজাই,
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না,
আমি তোমাকে বুঝিয়ে দেবই,
তাই বেগে আজো রাখি Physics বই,
শুধু তুমি নেই তাই বইটা খুলিনা।
তুমি ছুড়ে ফেলে দেবে এই ভয়ে আমি,
সিগারেট আজো লুকিয়ে শুধু,
এখনতো কেও ভাড়ন আর করেনা,
তুমি এত সহজেই ভুলতে পার,
অন্য কাউকে জড়িয়ে ধর,
আনি কেন শুধু ভুলেযেতে পারিনা,
আজ অবাক লাগে তোমায় দেখে,
আমায় আজ তোমার অচেনা লাগে,
এত ভাল অভিনয় কেন জানিনা…।
তুমি চশিমাটা খুলে রাখবে তাই,
আমি আজো ভুল করে পেছনে তাকাই,
শুধু কালো অই চোখ দুটো দেখিনা,
আমি আজো আনমনে হাড়িয়ে যাই তাই,
ভুল করে এই হাতটা বাড়াই,
শুধু তোমার কোমল ছোঁওয়া মেলেনা,
তুমি লিখবে আমায় এই ভেবে আমি,
আজো করি অপেক্ষা তবে,
অপেক্ষার শেষ কবে জানিনা,
তুমি ভাবোনা আজ আমায় নিয়ে, আমি
স্মৃতি গুলোকেই জড়িয়ে, শুধু,
নতুন করে স্বপ্ন দেখিনা,
তুমি এত সহজেই…..
অচেনা তুমি কিভাবে কর,
চেনা অই মুখটাকে,
অবাক লাগে কী বিবেক তোমার,
©️ Disclaimer :
All the original credits goes to the original owner.
There is no intention to steal the original work. This is solely for relaxation.
All copyrights belong to the respective owners . No copyright infringement intended . For promotional use only.
Original copyright(s) is(are) owned by the Company(s)/Original Artist(s)/Record Label(s).
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
I do not own the music. Credits for the audio goes to the respective owner.
#Obosthan_Song #its_yamin #তুমি_সাইকেল_চালানো_শিখবে_তাই, #তুমি_এত_সহজেই_ভুলতে_পার,
#অন্য_কাউকে_জড়িয়ে_ধর,
#Sad_song
#viral_video
#tik_tok_viral_song
#lofi_reverb_slowed