মনের আশা পূরণের জন্য বেশি বেশি দোয়া করুন আপু।বিয়ের জন্য নিচের লেখাটা ফলো করতে পারেন। #উত্তম_জীবনসঙ্গী_পাওয়ার_আমলঃ যারা এখনো বিয়ে করেননি, সৎ ও উত্তম জীবন সঙ্গী পাওয়ার জন্য পবিত্র কুরআন মাজীদ থেকে তাদের জন্য ২টি গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করছি। সম্ভব হলে সব সময় দুয়া গুলো পড়তে চেষ্টা করবেন। বিশেষ করে সালাতুল হাজত কিংবা তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে নিচের ২টি দোয়া অতি বিনয়ের সাথে পড়বেন। আশা করছি, আল্লাহ তাআলার পক্ষ হতে অতি দ্রুত উত্তম ফয়সালা হয়ে যাবে, ইংশা-আল্ল-হ। (১) হযরত মূসা (আঃ) এই দুআটি পাঠ করেছিলেন। যার বরকতে আল্লাহ তায়ালা তাঁকে উত্তম আশ্রয়, উত্তম রিযিক ও তাঁর বিয়ের উত্তম ব্যবস্থা করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ্। তাই উত্তম আশ্রয়, উত্তম রিযিক ও উত্তম বিয়ের জন্য বেশি বেশি দুআটি পাঠ করা উচিত। ﺭَﺏِّ ﺍِﻧِّﯽۡ ﻟِﻤَﺎۤ ﺍَﻧۡﺰَﻟۡﺖَ ﺍِﻟَﯽَّ ﻣِﻦۡ ﺧَﯿۡﺮٍ ﻓَﻘِﯿۡﺮٌ রব্বি ইন্নী লিমা আংঝালতা ইলাই ইয়া মিন খয়রিন ফাক্বি-র। অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাযিল করবে আমি তার মুখাপেক্ষী। (সুরা কাসাস ২৮: আয়াত ২৪) ( ২) উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য, নেককার সন্তান লাভের জন্য নিচের দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ : ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐۡ ﻟَﻨَﺎ ﻣِﻦۡ ﺍَﺯۡﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﯾّٰﺘِﻨَﺎ ﻗُﺮَّۃَ ﺍَﻋۡﯿُﻦٍ ﻭَّﺍﺟۡﻌَﻠۡﻨَﺎ ﻟِﻠۡﻤُﺘَّﻘِﯿۡﻦَ ﺍِﻣَﺎﻣًﺎ রব্বানা হাবলানা মিন আঝওয়া-জিনা ওয়া যুররিইয়া-তিনা- ক্বুররতা আ'ইউনিও ওয়াজআ'লনা লিলমুত্তাক্বী-না ইমা-মা। অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর। (সুরা ফুরকান ২৫: আয়াত ৭৪) মনে রাখবেন, যেকোন দোয়া কবুলের শর্ত হল : *সকল হারাম ও গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। *এরপরেও যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথেই তওবা করা। *খুব আন্তরিকতার সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা করা ও দুরুদ পাঠ করা। *একজন নিঃস্ব অসহায় ভিক্ষুক হিসেবে মহান আল্লাহ তাআলার সামনে নিজেকে উপস্থাপন করা। *দোয়া করার পর ধৈর্য্য ও বিশ্বাসের সাথে দোয়া কবুলের জন্য অপেক্ষা করা। #বিয়ের জন্য যেকোনো প্রপোজাল আসলে অবশ্যই ইস্তেখারা করবেন।