আপাতত আমাদের internship প্রোগ্রামটি বন্ধ আছে। যেটা এই বছরের শেষে অথবা আগামী বছরে আবার শুরু হতে পারে। পরবর্তী ইন্টার্নশিপে যুক্ত হতে আপনি আমাদের এই কোর্সটি এনরোল করে ফেলতে পারেন: freelanceguru.net/courses/mastering-mobile-app-ui-ux-design-with-figma/ তিনটা শর্ত পূরণ করলে, ইন্টার্নশিপ প্রোগ্রাম আবার শুরু হলে আপনি আমাদের internship ব্যাচে যুক্ত হতে পারবেন। ১. যে বিষয়ে ইন্টার্নশিপ করতে চাচ্ছেন সেই কোর্সটি কিনতে হবে। ২. নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে। ৩. কোর্স কমপ্লিট করার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে MCQ টেস্ট পাশ করতে হবে। তাহলেই শুধুমাত্র আপনি আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম এ যুক্ত হতে পারবেন।