উত্তমকুমার বোধ হয় নিজেও জানতেন না যে তিনি কত বড় অভিনেতা ।বাংলা চলচ্চিত্র জগতে তিনি একাই একটা ইন্ডাস্ট্রি । বাঙালি বেঁচে থাকবে তাঁর অভিনয় দেখে । প্রণাম হে মহানায়ক ।
@priya112113 жыл бұрын
হ্যাঁ একদম ঠিক কথা.....তিনি যে কত ভালো অভিনয় করতে পারেন সেটা.. সুচিত্রা সেন ..তার পাশে দাঁড়িয়ে তাকে বুঝিয়ে দিয়েছিলেন প্রথম..."সাড়ে চুয়াত্তর" সিনেমাতে
@tammy460_3 жыл бұрын
Sotokoti pronam onar ovinoy k 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@debarataroy54163 жыл бұрын
There was no substitute of Uttam kumar, Uttam Kumar is Maha Nayak, Pronation, DEBABRATA ROY, BAIDYABATI, HOOGHLY,
@zillurrahman76883 жыл бұрын
@@tammy460_!
@suparnasaha82983 жыл бұрын
Uttam kumar somoyer cheye onek besi egiye chilen....azo jodi somosto ovineta der modhey ovinoy er parodorsita niye tulona kora hoy tahole uttam kumar ii sob theke egiye thakben....se bollywood hok r tollywood hok.
@HoneyNocturnal3 жыл бұрын
কুমার রায় এক কথায় অসাধারন....Facial expression changing every moment according to the plot....Kudos Mr.Roy....আর মহানায়ক...না থাক।।
@somabose96512 жыл бұрын
কুমার রায় ..দারুণ
@HoneyNocturnal2 жыл бұрын
@@somabose9651 really??
@jowelashanto34673 жыл бұрын
একটা মানুষ এতটা স্মার্ট কিভাবে হয়! উফ, উত্তমের সময়টাতে ছিলাম না বলে হিংসে হচ্ছে,কত রুচিশীল মুভি হতো,কত স্মার্ট অভিনেতা ছিলেন তখন!
@shimulahmed27343 жыл бұрын
মনে হচ্ছে উনি স্কিপ্ট লিখেছিলেন? উনি তো অভিনয় করেছেন উনার অভিনয় বাস্তব সম্মত ছিল।এটাই কথা
@jowelashanto34673 жыл бұрын
@@shimulahmed2734 , You didn't get my words.
@koushikmondal84363 жыл бұрын
যম
@devaprasadbanerjee65993 жыл бұрын
Really missed his art of acting , unique , unparalleled ! I was just growing up when he was winning hearts of millions , --- still , watched him later in movies like Bipasha , Dwip Jele Jai . Later , I saw him performing in Antony Phiringi , Stree , Jeebon Jigyasa , Lal Pathar , each one worth his name and talent .
@tuhinmahamud49243 жыл бұрын
@@shimulahmed2734 Pp
@parthaganguly49843 жыл бұрын
শুধু উত্তমবাবু কেন তার বিপরীতের অভিনেতার expression ও অসাধারণ।
@mitaliganguly27952 жыл бұрын
ওনার নাম কুমার রায়।
@devdasghosh52153 жыл бұрын
ওঃ ! কি অসাধারণ অভিনয় ! মহানায়ক তো তুলনাহীন। আসামীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তাঁর অভিনয়ও অনবদ্য।
@mallikachakraborty60363 жыл бұрын
উনি কুমার রায়
@devdasghosh52153 жыл бұрын
@@mallikachakraborty6036 আচ্ছা। ওঁর নাম জানতুম না। ওনার অভিনয়ও খুব সুন্দর লেগেছে। আমি এই ছবিটি আগে দেখিনি। ধন্যবাদ বন্ধু ওনার নাম জানানোর জন্য।
@narayanpramanik63913 жыл бұрын
@@devdasghosh5215 upppp
@devdasghosh52153 жыл бұрын
@@priya11211 না বন্ধু। ওনার নাম ছবি বিশ্বাস নয়।
@devdasghosh52153 жыл бұрын
@@priya11211 আপনি ছবি বিশ্বাসের অভিনয় দেখেছেন ? ঐ অভিনেতার নাম কুমার রায়।
@bivashchakraborty60523 жыл бұрын
এমন উকিলের অভিনয় উত্তম কুমারের পক্ষেই সম্ভব, অতুলনীয়।
@Sudip_Banerjee2 жыл бұрын
আর একটা নাম বলতেই হয়.....কমল মিত্তির(শেষ অঙ্ক)
@salehahmed82813 жыл бұрын
জেরা করার সময় পানি পান করাটা দৃশ্যটাকে আরও বাস্তব সম্মত করে তুলেছে। এটাই মহানায়কের কারিশমা। এগুলোই তাকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখত। এজন্যই তিনি সবার চেয়ে আলাদা
@MrDurbadald2 жыл бұрын
পানি টা আবার কি
@MasumthedEcent Жыл бұрын
@@MrDurbadaldঅভিধান খুলে দেখ গাধা, শিখে নে!
@MrinalKantiMitra Жыл бұрын
@@MrDurbadaldC
@nevergiveup1788 ай бұрын
What a অভিনয়!! চন্দ্রদাসের অভিনয় দেখে মুগ্ধ হলাম, এতটা ন্যাচারাল এক্টিং। স্যালুট 🙏 আর মহানায়ক এর কথা ছেড়েই দিলাম 🙏
@upanandamandal72992 жыл бұрын
শুধু কী উত্তম কুমার সেরা ? আসামি ও তার জায়গায় সেরা । সে যুগের সবাই সবার জায়গায় যেন সেরা। আর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য তাদের কী অকল্পনীয় সাধনা । ধন্য বাংলা চলচ্চিত্রের সে স্বর্ণযুগ।
@DibyenduDeySangeetBhuban Жыл бұрын
উনি বিখ্যাত নাট্যকার , নাট্য পরিচালক , নাট্য নির্দেশক , লেখক কুমার রায়।
@supriyaroychowdhury16613 жыл бұрын
উত্তমকুমার অভিনয়ের এক বিস্ময়৷৷ এ জিনিস আর আসবেও না৷৷ উনি ১০০ বছর এগিয়ে অভিনয় করে গেছেন৷৷ যেটা মনে হয়নি অভিনয়৷৷ Real Act
@udayshankarbhatta2811 Жыл бұрын
Movie er name ki
@supriyaroychowdhury1661 Жыл бұрын
@@udayshankarbhatta2811 জীবন জিজ্ঞাসা
@nayanhazra15743 жыл бұрын
জাঁদরেল অভিনয় এতটুকুও মনে হয়নি অভিনয় করছেন দুজনেই সেরা।
@mehedihasan_1432 жыл бұрын
উত্তম কুমারকে নিয়ে কিছু বলতে চাই না আমি শুধু যিনি কাঠগড়ায় দারিয়ে অভিনয় করছিলো তার ন্যাচারালিটি দেখছিলাম, অসাধারণ অভিনয়। আসলে সে সময়কার অভিনেতারা এক কথায় অনবদ্য ছিল😷😷😷
@mitaliganguly27952 жыл бұрын
এমন সব অসাধারণ অভিনেতাদের অনেকেই অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তাদের শেষ জীবন কাটিয়েছেন। সে কথা মনে হলে খুব লজ্জা হয়।
@apratimchatterjee3194 Жыл бұрын
উনি বহুরূপী নাট্যগোষ্ঠীর কুমার রায়।
@GDas-p3j Жыл бұрын
greatest hero of all time unparelal only and one the god of indian cinema i worship him
@shekharmondal66173 жыл бұрын
মহানায়ক উত্তমকুমার যে কি মাপের বড়ো অভিনেতা ছিলেন সেটা বোঝানোর মত কোন শব্দ বর্ণমালাতে নেই । অমর শিল্পী তুমি উত্তম কুমার তোমারে কোটি কোটি প্রণাম।
@premangshuroy93013 жыл бұрын
Presenjit?
@debarinaghosh4722 жыл бұрын
⁰0
@randomindianguy77342 жыл бұрын
@@premangshuroy9301 baaal
@BristyySarkhel2 жыл бұрын
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো,from barisal🇧🇩👌💕💕
@tanushridhara46963 жыл бұрын
উত্তমকুমার অদ্বিতীয়,ওনার মত অভিনয় আর কোন অভিনেতা করতেই পারে না ।এখন জড়িয়ে না ধরলে প্রেম দেখানো হয় না কিন্তু উত্তম কুমার সুচিত্রা সেনের চোখে তেই ফুলের মত প্রেম ঝড়ে পড়ত।
অসাধারণ অভিনয় করেছেন কুমার রায় ও উত্তম কুমার। কোনো প্রশংসাই যথেষ্ট নয় এঁদের জন্য । শশ্রদ্ধ প্রণাম জানাই ।
@mominali80363 жыл бұрын
অসাধারণ অসাধারণ | চাকচিক্য নেই কিন্তু উপযুক্ত যুক্তিতে আসামী নিজেই স্বীকার করলেন তিনি আসামী |বাহ্ বাহ্
@mdzakirhossen58183 жыл бұрын
লোক মুখে মহা নায়ক উওম কুমার আর সুচিত্রার শুধু নাম শুনতাম,,, কিন্তু অনেক আগের ছবি বলে তেমন একটা গুরুত্ব দিতাম না,, মনে মনে ভাবতাম এতো আগের পুরোনো ছবি আর কেমন হবে,, কিছু দিন আগে ইউটিউবে উওম কুমারের দেয়া নেয়া ছবিটা দেখতে পাই,, কৌতুহল করে ছবিটির উপর ক্লিক করে দেখতে শুরু করলাম,,, দেখতে দেখতে ছবিটার উপর এতোটাই মনোযোগী হয়ে পড়ে ছিলাম,, সম্পূর্ণ ছবি শেষ না করে উঠতে পারলাম না,, ছবিটা শেষ করে রাত নয়টায় রাতের খাবার খেলাম,,, খাবার খেয়ে আবারও উওম কুমারের রাজকুমারী ছবিটা দেখলাম,,রাজ কুমারী শেষ করে দেখা শুরু করলাম অমানুষ ছবিটা,,এক রাতেই তিনটা ছবি দেখলাম,,, তবুও যেনো মন ভরে না,,, অবাক হয়ে শুধু চিন্তা করতে লাগলাম,,,এতো বছর আগে এই রকম এতো সুন্দর ছবি কি ভাবে তৈরি করা সম্ভব,, দেখা শুরু করলে শুধু দেখতেই ইচ্ছে করে,,, উওম কুমারের অভিনয় দেখে সত্যিই আমি আর্চায্য হয়ে গেলাম,, মনে হয় তিনি সব কিছুই বাস্তবে করতাছে,, আগের মানুষের মুখে মুখে যে শুধু শুনতাম মহা নায়ক মহা নায়ক,,, তিনি তো সত্যিই একজন সত্যিকারের মহা নায়ক,,, এখন ইউটিউবে ঢুকলে অন্য কোনো ছবি দেখিনা,, শুধু উওম কুমারের ছবি দেখি,,
@ritwishacharya45743 жыл бұрын
আপনি এবার গুরুর ' শেষ অঙ্ক ' ফিল্ম টা দেখুন
@ppdy57842 жыл бұрын
Apnar comments pore valo laglo je antyotopokkhe derite holeo appni madrasar hujurer sikkha gondi theke berote pperechen. Dhannyobad apnake.
@ahmedsohel52272 жыл бұрын
Amio same fb teke asshei aj pray 4 Ta flim dekhe felechi atto balo flim kmne korto tokhon uttom kumar😍🤘😍
@sajjadurrahman96902 жыл бұрын
Vi bissas koren prothom rajkumari kicu, erpor full movie, erpor deya neya, ekhon protidin 1 ta kire dekhi....
@kallolnag20632 жыл бұрын
Chaowa paowa dekhben
@netajiprasadchattopadhyay48003 жыл бұрын
এই রকম Screen Personality আর দ্বিতীয় একজনও নেই । সত্যিকারের মহানায়ক ।
@ahsankhan78733 жыл бұрын
চমৎকার জেরা, সেইসাথে বুদ্ধিদীপ্ত কৌশল। দুজনের অভিনয়টাও চমৎকার ছিলো। দেখে যেন মনেই হচ্ছিল না যে এটা অভিনয়।
@basude43303 жыл бұрын
অবিস্মরণীয় অভিনয়। নায়ক এবং আসামী দুজনেই অনবদ্য। একেই বলে আকাশছোঁয়া অভিনয়।
@sabedhossain4573 жыл бұрын
No
@aratimondal27392 жыл бұрын
@@sabedhossain457 k
@bikashsarkar62 жыл бұрын
Right friend
@BristyySarkhel2 жыл бұрын
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো,from barisal🇧🇩👌💕💕d
@subolroy12672 жыл бұрын
Great 👍
@debanshughosh29723 жыл бұрын
তুমি যতবার 'নায়ক' বলবে আমি 'উত্তম কুমার' শুনব।
@mollamdshahid3 жыл бұрын
তুমি যতবার 'মহানায়ক' বলবে আমি 'উত্তম কুমার' শুনব।
@uttamroy8621Ай бұрын
উত্তম কুমারের অভিনয় বর্ননা করার ভাষা আমার জানা নেই। তবে আসামি কাঠগড়ায় চন্দন দাসের অভিনয় এক কথায় মনোমুগ্ধকর। এই অভিনয় কোনো মাপকাঠিতে মাপা সম্ভব নয়। ইহা বর্ননাতীত। অসাধারণ অসাধারণ......
@fazleybarisagar3283 жыл бұрын
এ জন্যই তিনি মহানায়ক 💙
@SwopnoNill8 ай бұрын
কি চমৎকার ইংরেজি উচ্চারণ।।।।। উত্তমকুমার সত্যি মহানায়ক।
@চোখেআঙুলদাদা3 жыл бұрын
মহানায়ক উত্তম কুমার।। সর্বকালের সেরা।।
@parimaldatta31529 ай бұрын
আপনার সাথে আমি একমত কিন্ত শ্রদ্ধেয় ছবি বিশ্বাস এর কিছু সিনেমা দেখবেন, যেখানে উত্তম কুমার ও ছবি বিশ্বাস দুজনেই আছেন যেমন ত্রীজামা, সদানন্দের মেলা, শুভ বিবাহ, হাত বাড়িতেই বন্ধু, জলসাঘর এই সিনেনাগুল দেখলে উত্তম কুমারের সাথে ছবি বিশ্বাসের ভক্ত হয়ে যাবেন।
@ranendramohanchakraborty1817 Жыл бұрын
এই হচ্ছে আমাদের সকলের মহানায়ক। এই হচ্ছে আমাদের সকলের সত্যিকারের হিরো। দ্বিতীয় আর হবে না কোনদিন।
@PALLAB383 жыл бұрын
এখন এরকম অভিনয় দেখতে পাওয়া যায়না কারণ সবাই রাজনীতির অভিনয় করতে ব্যাস্ত...
@devaprasadbanerjee65993 жыл бұрын
ভুল ; অভিনয় অনেক উন্নত হয়েছে , আগে যেমন দু'তিন জনের ( নায়ক- নায়িকা - ভিলেন) গল্প হতো , এখন সিনেমা , নাটকের বিষয় আর গল্প মাত্র নয় , আগে যে কারণে সিনেমা কে " বই " বলা হতো , অর্থাৎ কোনো সাহিত্য অবলম্বনে তৈরি , তা এখন অন্যান্য নানা বিষয়ে ছড়িয়ে গেছে । তবে উত্তম এক নির্বিবাদ প্রবাদ পুরুষ , তাঁর ছবির কদর শতবর্ষ পরেও থাকবে বিশ্বাস করি ।
@slashit4912 жыл бұрын
Often I visit here to watch this particular clip. How excellently He executed the performance can't describe in words. And the climax of this interrogation just leave me speechless in each & every occasions.
@gmvn193 жыл бұрын
এখনকার নায়ক রা ভালো নাচতে পারেন ভালো মারামারি করতে পারেন কিন্তু অভিনয় টা করতে পারেন না। প্রণাম মহানায়ক। এমন অভিনয় ভাবা যায় না ।
@rahulhealthcare57672 жыл бұрын
এই ছবিটা পুরোপুরি সবটুকু দেখেন একবার, ছবিটার কি কাহিনী, কি চিত্রনাট্য!!! ছবিটির প্রতি বাঁকে বাঁকে রোমাঞ্চ, সুপ্রিয়া দেবীর আভিনয় দেখে চোখের জল ধরে রাখতে ভীষণ কষ্ট হবে, এটা বলে দিলাম আমি।
@debashisghosh32693 жыл бұрын
প্রশংসার কোনো ভাষা নেই। 🙏🙏
@danger83913 жыл бұрын
গোটা ফিল্ম স্টাডিস এ এই সিন টুকু নিয়ে চর্চা করে গবেষণা করা উচিত। এই dialogue through, এই voice, এই ব্যালান্স আর কেউ দিতে পারবে না। উফঃ অনবদ্য। গুরু তুমি একটাই ছিলে একপিস ই জন্মেছিলে গুরু।
@biswajitmukherjee81303 жыл бұрын
সেই এক ও অদ্বিতীয় মহানায়ক ...🙏🙏
@indranilroy85752 жыл бұрын
আগে বাংলা মেইনস্ট্রীম সিনেমা সাহিত্য নির্ভর ছিল বলে, এতো সুন্দর সুন্দর সিনেমা তৈরি হতো.... জীবন জিজ্ঞাসা সিনেমা টি তলস্তয়ের রেজারেকশন থেকে তৈরি.... উত্তমকুমার অনন্য🙏
@rathijitdey10 ай бұрын
Superb Acting Skills by legendary Mahanayak UTTAM KUMAR. Great powerhouse of acting talent. Millions of salute.....
@aloknathchatterjee75139 ай бұрын
What a magnificent cross examination! We cannot forget uttamkumar. Witness in the box is also a good actor.
@debabratabiswas26473 жыл бұрын
সত্যি এত পরিণত অভিনয় ,কেন যে আজও বাঙালি র মণিকোঠায় তা বুঝতে পারি। অতুলনীয় বাঙালি বলে গর্ব বোধ হয়।
@arahaman4123 жыл бұрын
অভিনয় বলে মনেই হল না। উত্তম কুমার আমার দেখা সবথেকে বড় অভিনেতা যার তুলনা তিনি নিজেই ছিলেন। উনার বিকল্প কোনদিন খুঁজে পাওয়া যাবে না।
@hisabuddin21813 жыл бұрын
Y
@hisabuddin21813 жыл бұрын
Y
@hisabuddin21813 жыл бұрын
Y
@hisabuddin21813 жыл бұрын
Y
@hisabuddin21813 жыл бұрын
Y
@swapnasworld19729 ай бұрын
সত্যি মহানায়ক আমার ৮ বছর বয়সে আপনাকে অনেক মানুষকে কাঁদিয়ে চলে যেতে দেখেছি।আপামর দর্শক যারা তোমার প্রাণ হীন দেহ দেখছিল আমিও তখন তাদের মধ্যে ছিলাম কিন্ত অতটা বুঝতে পারিনি আপনি সবার কেন এত ভালোবাসার।কেন সবার চোখে জ্ল ছিল।সেদিন রাজ্য সরকার আপনাকে গান সেলুট দেয় নি।।বয়স বাড়ার সাথে সাথে আপনার অভিনীত অনেক সিনামা আমাদের অনেক শিক্ষা দিয়েছে।আজও এই 50 বছর বয়সে কেন জানিনা মনে হয় আবার আপনি যদি ফিরে আসতেন সেই সময় টা যদি ফিরে পেতাম ।তখন মানুষ এখনকার মত এতটা মেকি ছিল না।প্রাচুর্য ছিল না আনন্দ ছিল।
@siddhartharoy47323 жыл бұрын
Uttamkumar is still at "the top, the top, the top" where no other actor of Indian cinema could so far reach and may not reach ever.
@shaikhamiruddin58483 жыл бұрын
Yes he is top of Bengali actors, not India, there are better than him such as Dilip Kumar, Rajkumar, Rajkapoor, Devanand etc. Uttam Kumar did few hindi films , his first hindi film ' choti si mulaqat' was totally flop, he could not match his impression with his dialogues.
@siddhartharoy47323 жыл бұрын
@@shaikhamiruddin5848 Sir, I respect your views. Every actor mentioned in your comment had also their share of flops. Uttamkumar after Chotisi mulaqat had also acted in other hindi movies which were super hits. Uttamkumar had passed away on 24th July, 1980 at the age of 53. The very fact that we are exchanging views about his acting after 41 years of his death, only proves the height Uttamkumar had reached in Indian cinema which still remains unmatched regardless of his flops, improper delivery of dialogues etc. Uttamkumar is still relevant while the other actors of his time dead or alive are living only in the pages of history of Indian Cinema. Uttamkumar is present and relevant with his movies, small video clips of scenes of movies even after 41 years of his demise. This particular forum as I see has 340k subscribers. Amazing, isn't it? If you kindly care to read the comments of the generations born after Uttamkumar's death on this particular video clip of courtroom proceedings you will understand what I am submitting. By the way, I'm also a fan of Dev Anand. Let us remain content with our own views and perception about who is great who isn't. I guess, getting into a debate on any actors greatness on this forum ( views on the courtroom scene ) would amount to disrespecting the actor.
@mousamsinha52143 жыл бұрын
@@shaikhamiruddin5848 Who is a big actor should be understood by looking at his acting ability. It doesn't depend on what he did in the Bollywood movie. According to you, those who act in Hollywood movies, their acting skills are better than Bollywood actors like Bachchan, Mithun, Shah Rukh. Then I will say you are in the paradise of foolsLiving. Satyajit Ray once told Tulsi Chakraborty that if he had not been born in this burnt country, he would have won an Oscar. Come on, your stupid idea has been settled.
@mousamsinha52143 жыл бұрын
@@shaikhamiruddin5848 Another thing to know is that Uttam Kumar was a victim of Raj Kapoor's politics in Bollywood. Uttam Kumar was also very beautiful to look than Raj Kapoor and Dilip Kumar were even bigger actor than them. They were terrified that if Uttam Kumar made a name for himself in Bollywood, then the end of their reign was inevitable.
@pinakinath77993 жыл бұрын
@@shaikhamiruddin5848 Firstly I will put Raj Kapoor out of this.His roles are monochromatic;mostly he impersonated Chaplin. His directorials are utter trash(we shall discuss later abiut this perhaps). Dev Anand also impersonated Gregory Peck but he was also almost typecast(not to blame him, the problem goes with Bollywood). Rajkumar rather was more versatile and a really good one. Dilip Kumar comes in the same school of Uttam Kumar. And regarding actors from Bengali movies- there is no match for Soumitra Chatterjee in Bollywood.. None. There is no Bollywood counterpart of Rabi Ghosh, Chhabi Biswas,Tulsi Chakrabarty, Bikash Roy and of course the legendary Bhanu Bandopadhyay and Jahar Ray and Utpal Dutta. N.B- Actors' skill is churned out mostly by good directors- in which is always Bollywood far behind Bengali industry, may be by miles.
@animeshsa3 жыл бұрын
সত্যি কি অপূর্ব অভিনয় 🤩
@ashishbanerjee23759 ай бұрын
চিরকালীন মহানায়ক। একমেবাদ্বিতীয়ম!!
@drdebdattabhattacharyya9043 жыл бұрын
Kumar Ray steals the scenes here . Rare for the Mahanayak to be bested like this .
@barnalibanerjeeaishibanerj53509 ай бұрын
Uttamkumar r kotha alada kore boltey chai na...kintu jini Asami r character korchen asadharon
@syedazizurrahman52292 жыл бұрын
মুখে ডায়ালগ বলে যাচ্ছেন আর চোখ মুখ গোটা শরীর দিয়ে অভিনয় করে চলেছেন। এক কথায় অভূতপূর্ব। উত্তমকুমার আজও সমান ভাবে জীবিত।
@DibyenduDeySangeetBhuban Жыл бұрын
মহানায়ক তো সবসময় অসাধারণ । কিন্তু আমার মনে হয় এখানে এই দৃশ্যে নাট্যকার কুমার রায় সব অসাধারণের সীমাকেও ছাপিয়ে গেছেন। কি অভিব্যক্তি, কি সূক্ষ অভিনয়! নির্বাক হয়ে যেতে হয়। একবারও মনে হয়না অভিনয় করছেন! এরকম অভিনেতারা কোটি কোটি বছরে একবারই জন্মান। দুজনকেই প্রণাম জানাই।
@enaink3 жыл бұрын
অভিধয় তো অসাধারণ বটেই কিন্তু চিত্রনাট্য আর ডায়ালগ টাও তো অসাধারণ! এখন এইরকম ডায়ালগ কেউ লিখতে পারবে!
@sukhenduchoudhury68133 жыл бұрын
What a great actor, we miss him. This generation does not have such legends.
@UPAKHOSALA Жыл бұрын
Stupid comments every generation has fantastic actors
@mdhafizurrahmam9842 Жыл бұрын
@@UPAKHOSALA O Kll😮 😮 by😮 on O Mi i 😅i 😮oi 😊😊😊pp😅😅 😅 😮😮 😮 😮😮 😅😮 😅😮
@soloflick6579 Жыл бұрын
@@UPAKHOSALAbut mahanayak ekjon e hoy. Don't be dumbass.
@kalyanchakraborty988 ай бұрын
Ati uttam sobar urdhey achey ebong thakben ......❤❤❤❤❤ satakoti pronam ...koyek projonmo choley jabey taw unar gurroto ek thakbey ...
@HarunRashid-mf1ts8 ай бұрын
One of the greatest actors India has ever had miss u the great Uttam Kumar
@ashokekumarhensh87473 жыл бұрын
Maha nayak said' I will go to the top the top the top'. He proved it and it was possible for him. It is our favourite MAHA NAYAK.
@sailendrakrde62783 жыл бұрын
Uttam Kumar was an Adonis in film industry
@saibalmitra1453 жыл бұрын
Sotti Court e Dariye Achi Mone Hoche ! Emon UKIL Jodi Petam ! Aha Ki Abhinoy TULONAHEEN ONOBODDYO !
@golperdalibypamela90663 жыл бұрын
উত্তমকুমারের অভিনয় দেখে বড়ো হয়েছি. অতুলনীয়.
@TusharMondal-ez1km3 ай бұрын
Omg !! Outstanding acting❤❤
@gopu13943 жыл бұрын
Uttam Kumar is best..acting like Hollywood
@simaroy55883 жыл бұрын
Hollywood তাঁর কাছে নস্যি
@hemangsubiswas12363 жыл бұрын
@@simaroy5588 🙄 Apni ki konodino Hollywood er cinema dekhechen ?? Dekhle *নস্যি* বলতেন না ,,, একটু ভেবে চিন্তে কথা বলবেন,,,,, মহানায়ক আমাদের কাছে সব থেকে প্রিয়, তাই ভাবনায় গিয়ে এমন কিছু বলবেন না যা স্বয়ং মহানায়ক শুনে যেনো লজ্জা না পেয়ে যায় He is incomparable
@hemangsubiswas12363 жыл бұрын
@@simaroy5588আর হলিউড চলচ্চিত্র এর অভিনেতা গণ ও এক একজন আলাদা পর্যায়ের, কারোর সাথে কারোর তুলনা করা বোকামি মাত্র
@dipayandatta13623 жыл бұрын
Out of the world acting by great Mr.Uttam Kumar.
@kaustavbanerjee82483 жыл бұрын
উত্তমকুমার ও কুমার রায়।অসাধারণ।
@prattzencodes72213 жыл бұрын
কুমার রায় বাংলা থিয়েটার ইতিহাসের অহংকার, কিন্তু একটি কমেন্টেও ওঁর নাম দেখলাম না। ধন্যবাদ আপনাকে। 🙂
@anutapabhattacharya75413 жыл бұрын
কুমার রায়ের নাম জানা ছিল,অভিনয় দেখলেও এতটা জায়গা জুড়ে এতটা গুরুত্বপূর্ণ ওনার এমন অভিনয় আগে দেখিনি।বুঝতে পারছিলাম মঞ্চের কোনও পোড় খাওয়া অভিনেতা।পরস্পর পরস্পরের অভিনয়ে অবদান আছে।
@bimanchatterjee68403 жыл бұрын
এরকম অভিনয় মন ভরিয়ে দেয়। অনেক বড় বড় আইনজীবী ও দেখে নিশ্চয় বলবেন উকিলের এরকম জেরা বাস্তবের থেকে কোন তফাৎ নেই। উত্তম কুমার বলেই এটা সম্ভব।উনি তাই মহানায়ক।
@sarajitdas2753 жыл бұрын
চিরদিনই উনি মহানায়ক হয়েই থাকবেন।
@animalsandwildlifeanimalsa30793 жыл бұрын
সেরার সেরা মহানায়ক উত্তম কুমার salute sir
@mithundharchoudhury38443 жыл бұрын
উনিই সত্যিকারের মহানায়ক ছিলেন
@sourav198319839 ай бұрын
Uttam Kumar is the best actor in the world ❤
@faysalahmed1281p3 жыл бұрын
অনবদ্যা।প্রত্যেকেই সেরা👏
@russelparvez68328 ай бұрын
Ufff ki acting... ❤❤
@najninnishu51523 жыл бұрын
কি দারুন অভিনয় মনে হয় বর্তমানের সকল অভিনেতাকে হার মানায়
@md.islamuddin317 Жыл бұрын
উত্তমকুমারের উকালতি সত্যই চমৎকার লাগলো ------- ডায়লগ গুলো সাক্ষীকে জায়গা মতো নিয়ে এলো। সত্য কথা বলতে বাধ্য করলো --------
@devdasghosh52153 жыл бұрын
যতবার এই ছবিটি দেখি ততবারই মনে হয় নতুন। দুজনের অভিনয় দেখি মুগ্ধ দৃষ্টিতে।
@mithundas95253 жыл бұрын
চোখ সরানো যায় না 😶😶😶😶 মহানায়ক ❤❤❤❤
@Srabon_S_europe_info2 жыл бұрын
এত সুস্পষ্ট ভাষায় এত নিখুঁত অভিনয় কি ভাবে সম্ভব 😯😯😯😯
@minansubhadra35513 жыл бұрын
Being a lawyer I want to say, this cross examination was better way to confess the crime.
@umasankarchakraborty15163 жыл бұрын
আসামীর অভিনয় যিনি করেছিলেন সেটা তো অনবদ্য, অসাধারণ।।
@chasan20203 жыл бұрын
আপনি মনে হয় সাক্ষীর কথা বোঝাতে চাইলেন!
@animeshgupta4900 Жыл бұрын
Unparalleled actor, undying influence.
@nndy33683 жыл бұрын
যেকোনো চরিত্রে উনি অভূতপূর্ব তাই উনি মহানায়ক আমরা আর কোনো দিন এমন নায়েক পাবো ?????
@goutamkumar10443 жыл бұрын
মহানায়ক উত্তম একজনই হয়
@anutapabhattacharya75413 жыл бұрын
উত্তম কুমারের চেয়ে কুমার রায়ের অভিনয় বেশী মনে দাগ কাটল।জেরা চলছে,বিভিন্ন পরিস্থিতিতে আসামী বিস্রস্ত হচ্ছেন আর তাঁর অভিব্যক্তি পালটে যাচ্ছে।বিপরীতে এই অভিনয় উত্তম কুমারকে অনেকটা সাহায্য করেছে।
@sampad01433 жыл бұрын
যথাবৎ। 💐
@somtirthakundu27733 жыл бұрын
Apni Uttam Kumar ke e rokom bhabe chhoto Korte paren na.
@anutapabhattacharya75413 жыл бұрын
@@somtirthakundu2773 thik bujhlam na Uttamkumarke kivabe chhoto korlam!!
@ppdy57843 жыл бұрын
Correct
@malabikakundu81173 жыл бұрын
একেবারে ঠিক কথা। দুজনে দুজনের খাটি অভিনয় করেছেন।
@barnadjoyonroy63363 жыл бұрын
উত্তম তিনি উত্তমই।মহানায়ক উত্তম। আপনার তুলনা শুধুই আপনিই।
@debaprasadjana4494 Жыл бұрын
অভিনয় মনেই হয়নি। শেষ হতে বুঝলাম, অপার্থিব জগতে ছিলাম। প্রণাম।
@naldangadigitalitcenter66042 жыл бұрын
এত সুন্দর সাজানো গোছানো অভিনয়। বুঝাই যাচ্ছে যে আগের অভিনেতারা কতটা শিক্ষিত আর গুনি ছিল।
@kaushikghosh40663 жыл бұрын
ওনার ছবি দেখলে মনে হয় না, যে উনি অভিনয় করছেন।মনে হয় সব সত্যি সত্যি ঘটছে।
@5039451583 жыл бұрын
ফালতু অভিনেতা। Over acting
@tammy460_3 жыл бұрын
Akdom thik ,, r sei jonnoi uni holen MahaNayak Uttam Kumar ❤️
@tammy460_3 жыл бұрын
@@503945158 dur beta ,, ovinoy er ki bujhis ,,
@chumkichatterjee72153 жыл бұрын
@@tammy460_ onader kichu bolben na onader nindai uttam Kumar er kichu ese jai na
@tammy460_3 жыл бұрын
@@chumkichatterjee7215 ha tao thik kotha bolechen ,, 👍👍🙏🏻🙏🏻🤗🤗
@bimansen16362 жыл бұрын
মহানায়ক এর উকিল এর জেরার অভিনয় তো অতুলনীয়। কিন্তু আসামী কুমার রায় ( বহুরূপী র থিয়েটার শিল্পী )খুবই ভালো।
@arijitdey45519 ай бұрын
Not only Outstanding but also super 👌 Outstanding
@jarmanuddin18152 жыл бұрын
সত্য চিরকাল সত্য, সত্যকে মিথ্যার ঢাকনা দিয়ে সাময়িকভাবে ঢেকে রাখলেও তা চাপা থাকেনা, সত্যের জয় অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতেও হবে ।
@sanjibbhattacharyya86302 жыл бұрын
কুমার রায় যেন সবাইকে ছাপিয়ে গেছেন, এমনকি মহানায়ককেও।
@bongpk38312 жыл бұрын
মহানায়ক সম্মান টা শুধু উত্তম কুমার এর জন্য।
@surajitpatra95463 жыл бұрын
অসাধারণ বললেও কম বলা হয়। মহানায়ক যে কেনো মহান তা আর বলার অপেক্ষা রাখে না। তাকে যে ভূমিকা দেওয়া হোক না কেন, তিনি যেনো সেটাই হয়ে যান, এটা যে কি করে সম্ভব তা বোঝা যায় না। যেমন এই সিনেমা তে উকিল, আবার শেষ অঙ্কে আসামি। আসামীর ভূমিকায় ব্যক্তিটিও যথেষ্ট প্রশংসার দাবি রাখেন।
@ashifhossen81873 жыл бұрын
কি অভিনয়!!! এত অসাধারণ ❤️
@prosenjithalder95203 жыл бұрын
Darun Jemon English temon bangla . superb acting
@sanjoykumarbhowmick64398 ай бұрын
চন্দন দাসের ভুমিকায় কে অভিনয় করেছেন? অসাধারণ অভিনয়।
@debbabukolkata10752 жыл бұрын
দুর্দান্ত পোস্ট, এই ধরনের পোস্ট মাঝে মাঝে করবেন, খুব ভালো লাগলো 👌
@quazijewellrajshahi.22863 жыл бұрын
It is outstanding. He is really great.
@soumitralahiri93933 жыл бұрын
Who? Uttamkumar? Undoubtedly great! That goes without saying. But what about the co- actor Kumar Roy in the role of 'Chander Das'? Is he not equally great so far this trial scene is concerned?
During childhood I used to switch off tv on Sunday at 4:pm whenever uttam kumar film broadcasted and now I am searching uttam kumars acting in you tube or whatever else..... 🙏🙏🙏🙏🙏
@shajibwajid72573 жыл бұрын
70s এ কি ইংলিশ স্পিকিং বাবা !! আমি দুবার IELTS দিয়েও এত fluently বলতে পারি না 😔😔
@loknathmukherjee49292 жыл бұрын
আমি উত্তম কুমারের এতো সিনেমা দখেছি যে সব নাম বলাই অসম্ভব
@Somelessbongonari3 жыл бұрын
আজ ও দেখতে ইচ্ছে হয় বার বার কিন্তু এমন উত্তম কুমার আর কেউ হতে পারবে না।
@ashoknilkanta95383 жыл бұрын
Awesome. Specially basking devi, Above n all uttamkumer