Рет қаралды 1,733
শুকুর জ্বীনকে আজ বোতল বন্দি করলো হাসান ভাই । ভয়ানক আম বাগান পর্ব ৩,, A Ghosh team 2.0 live?
শুকুর জ্বীনকে আজ বোতল বন্দি করলো হাসান ভাই 👹
একদিনের কথা, গাঁয়ের মানুষদের মধ্যে গুঞ্জন উঠেছিল যে বনদেবতার কাছে একটা শুকুর জ্বীন এসেছে। জ্বীনের ভয়ঙ্করতা আর শক্তি নিয়ে গাঁয়ের মানুষ দারুণ চিন্তিত ছিল। সেই শুকুর জ্বীন ছিল একদিকে অত্যন্ত ধনী আর শক্তিশালী, অন্যদিকে অত্যন্ত গর্বিত ও অহংকারী।
গাঁয়ের লোকেরা সবার প্রিয় হাসান ভাইয়ের কাছে গেল সাহায্যের জন্য। হাসান ভাই একজন বিখ্যাত কবিরাজ ছিলেন, যিনি নানা প্রকার রোগ-বালাই দূর করতেন, কিন্তু আজ তাঁর কাছে এসেছিল এক নতুন চ্যালেঞ্জ-একটি জ্বীন।
হাসান ভাই তাঁদেরকে আশ্বস্ত করলেন এবং জ্বীনের বিরুদ্ধে লড়াই করতে বের হলেন। তিনি জানতেন, সরাসরি জ্বীনের বিরুদ্ধে গিয়ে লাভ হবে না; তাই তাঁকে কৌশলী হতে হবে।
একদিন রাতে, হাসান ভাই তার দরদী কৌশল নিয়ে জ্বীনের কাছে গেলেন। শুকুর জ্বীন তার আগমন দেখে সঠিকভাবে মনোযোগী হলেন না বরং হাসান ভাইকে উপহাস করলেন।
"তুমি কি মনে করো তুমি আমাকে ভয় দেখাতে পারবে? আমি তো সারা বিশ্বের সমৃদ্ধি আর শক্তির অধিকারী!" জ্বীন গর্বের সাথে বলল।
হাসান ভাই শান্ত স্বরে বললেন, "আপনার শক্তি এবং ধন সম্পদ আমি দেখেছি, কিন্তু আমি আপনাকে বোতলে বন্দি করতে চাই।"
জ্বীন হাসল। "বোতলে বন্দি? তুমি কেমন হাস্যকর!"
তবে হাসান ভাই তাঁর জাদু-ক্ষমতার সাহায্যে একটি বিশেষ বোতল নিয়ে এসেছিলেন। এই বোতলটি একটি প্রাচীন মন্ত্রের সাহায্যে বানানো হয়েছিল, যা শুধুমাত্র একজন অভিজ্ঞ জাদুকরের দ্বারা পরিচালিত হতে পারত।
হাসান ভাই অত্যন্ত ধৈর্য ও নিপুণতার সাথে বোতলের মুখ খুললেন এবং জ্বীনের সাথে একটি চুক্তি করলেন। তিনি বললেন, "যদি তুমি এই বোতলে ঢুকে যেতে রাজি হও, তবে আমি তোমার জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করব।"
জ্বীনটি হাসতে হাসতে বোতলে প্রবেশ করল এবং হাসান ভাই বোতলটি বন্ধ করে দিলেন। এরপর, হাসান ভাই বোতলটিকে একটি সুরক্ষিত স্থানে রেখেই গাঁয়ের লোকদের কাছে ফিরে এলেন।
গাঁয়ের মানুষ অবাক হয়ে গেলেন যে হাসান ভাই সত্যিই জ্বীনটিকে বোতলে বন্দি করেছেন। সবাই হাসান ভাইকে অভিনন্দন জানালো এবং তাঁর দক্ষতা ও সাহসের প্রশংসা করল।
জ্বীনটি বোতলে বন্দি হয়ে যাওয়ার পর থেকে, গাঁয়ের মধ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। আর হাসান ভাই তার দক্ষতা এবং ধৈর্যের জন্য সকলের মন জয় করে নিলেন।
গল্পের শেষে হাসান ভাই গাঁয়ের শান্তি বজায় রাখার জন্য বোতলটিকে একটি নিরাপদ স্থানে রেখে দিলেন এবং মানুষের মনে অমর হয়ে থাকলেন সাহসিকতা ও জ্ঞানের প্রতীক হিসেবে।
☠️
#after 12 am,
#real ghost story,
#ghost stories,
#ghost story,
#real ghost stories,
#bangla ghost story,
#bhoot,
#shotto bhuter golpo,
#scary ghost bondi,
#ghost video 2024,
#fighter ghost
#ghost video2024,
#real ghost video,
#ghost video,
#ghost movie,
#bhuter cartoon,
#vut golpo,
#vut
#kaloJadu
#blackmagic
#Ghosh
#investigation
#voutikvideo
#AGhoshTeam2.0
☠️☠️☠️☠️☠️☠️☠️☠️👹