Рет қаралды 26,120
আশুলিয়ার কাঠগড়া হাট। পিটুলি খেতে যেখানে আপনাকে যেতেই হবে!
*Get 10% Discount on Fabrilife: fabrilife.com/r... or You can use code: KHAI-DAI
শুক্রবারের হাট, মানুষে মানুষে জমজমাট। আশুলিয়ার কাঠগড়া বাজার। আমরা গিয়েছিলাম এটাসেটা খাবার চাখার জন্য। খাব কখন, মানুষ আর তার বিচিত্র কার্যকলাপ দেখেই কূল পাই না! যদি শুঁটকিওয়ালার একটু ভিডিও শ্যুট করি, পানওয়ালার মন খারাপ। তার পান কি শ্যুট করার যোগ্য না? ঝোলা গুড়ের শ্যুট করলে বিক্রেতা খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেন, উনি কি ভাইরাল হয়ে যাবেন? আশ্চর্য রকম সহজ-সরল মানুষ, আশ্চর্যরকম সুন্দর পরিবেশ।
আমরা সবজির বাজার ঘুরলাম, মাছের বাজারে দামাদামি করলাম, ঠেসে খাওয়া-দাওয়া করলাম, তারপর এককেজি গুড়ের জিলাপি কিনে আবার ইঠ-কাঠ-পাথরের ঢাকা শহরে রওনা দিলাম। তবে, শীত শীত সকালের এই ঝটিকা কাঠগড়া হাটের অভিযানটা আমাদের অনেকদিন মনে থাকবে।
ঢাকা থেকে যেভাবে যাবেন: নিজস্ব বাহন থাকলে গুগল ম্যাপ ধরে খুব সহজেই মিরপুর বেড়িবাঁধ ধরে চলে আসুন। মনে রাখবেন, হাট বসে শুক্রবার আর মঙ্গলবার। বাজার বসে প্রতিদিন। আর যদি বাস ধরে আসতে চান, নামবেন জাহ্ণজ্ঞীরনগর বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ডের ঠিক পরের বাসস্ট্যান্ড; বিশমাইলে। ওভারব্রিজ ধরে রাস্তাটা পার হন, অটোতে উঠে জমিদারের ভঙ্গীতে বলুন; কাঠগড়া হাটে যাব। অটোতে জনপ্রতি নেবে ১৫ টাকা।
কাঠগড়া হাট
Address: কাঠগড়া বাজার, দেওয়ার ইদ্রিস সড়ক, আশুলিয়া
Google Map: maps.app.goo.g...
For any kinds of Communication to us: khaledsaifullah.email@gmail.com