অনেক ধন্যবাদ জোশ টকস... আসলে সবার কাছেই একটা গল্প থাকে, যেটা বলা হয়ে ওঠে না; এরকম সুযোগ পেলে সবটা ঢেলে দিতে ইচ্ছে করে। কারও সাথে লড়াইটা বা গল্পটা মিলে গেলে তারা ইন্সপারার্ড হয়, তারাও নতুন গল্প লেখে; এখানেই ভাল লাগা... ❤
@arnabchakraborty33435 жыл бұрын
ভালো থেকো দাদা।💗
@tanimachatterjee34225 жыл бұрын
দাদা 💖🙏
@pujabiswas6175 жыл бұрын
জীবন শেখাই বাঁচার উপায়; পথের বাঁকে এগিয়ে যাওয়া গেলেই, জীবন হয়ে ওঠে রসময়।
@mayukhganguly89085 жыл бұрын
AAMI MUGHDHO ....AK2 KOTHA BOLA JETE PARE
@MiddleClassBangali5 жыл бұрын
Good job dada
@suklabhattacharya68503 жыл бұрын
তোমার বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করে। তোমার কথাগুলো হৃদয় ছুঁয়ে গেলো।দেখতে দেখতে চোখ ঝাপসা হয়ে এলো। তুমি আমার পুত্র সম। অনেক আশীর্বাদ করি তোমাকে। জীবনে অনেক উন্নতি করো সুজয় নীল।
@arijitchakraborty1587 Жыл бұрын
খুব সুন্দর আত্মকথন । 'নিজেকে শোনো' নবীনদের জন্য এই বার্তাটা সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে ।
@drsukdebdas63773 жыл бұрын
ঈশ্বর প্রদত্ত আকর্ষণীয় মায়াবী কন্ঠস্বরের লহরী হৃদয়ে সর্বদা প্লাবিত হতে থাকে। সুন্দর ব্যক্তিত্ব। ভালো থাকবেন সুজয়নীল বাবু।
@afrujakhatun82133 жыл бұрын
সবাই জীবনের লড়াই থাকে কেউ বা আমরা জীবন যুদ্ধে জিতে যায় কেউ বা হাল ছেড়ে দেই ।আপনার খুব ভাবে উপস্থাপন করা কঠিন জীবন যুদ্ধ টা কিছু হাল ছাড়া মানুষের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং সাফল্য এর পথের রসৎ যোগাবে।ধন্যবাদ আপনাকে ।আর আপনার কন্ঠস্বর টা সত্যিই অসাধারণ ❤️❤️
@unknowneducation203 жыл бұрын
জোশ talks এর show গুলো যারা সফল হয়, তাদেরই দেখানো হয়, যারা সফল নয় তারা দেখানো ও দরকার। কেনো তারা সফল নয় সেটা জানানোর দরকার।
@SuccessBangla335 жыл бұрын
*নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব,,জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না,,এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও সাফল্য পাবেই।* 👍👍
@sreejonysen44505 жыл бұрын
আমি ও তোমার মতো পরিবারের ই মেয়ে। বয়স টা যদিও 18 তবে জীবনে অনেক অভিজ্ঞতা জন্মেছে এই 18টা বছরের class 4 থেকে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজের দরজায় দাঁড়াতে পেরেছি শুধু মা- র জন্য। এখনও অনেক লড়াই বাকি অনেক টা জীবন বাকি । ঐ মঞ্চ টায় আমার জীবন যুদ্ধ শোনানোর অপেক্ষায় থাকলাম ।
@somaiyachowdhury88095 жыл бұрын
সেইম আপু
@Kdc11045 жыл бұрын
Akdom
@hasansardar65225 жыл бұрын
Vorasa rako
@ManojKumar-tf3uq5 жыл бұрын
Sreejony Sen jit apnar hobei didi.
@sreejonysen44505 жыл бұрын
Manoj Kumar ধন্যবাদ বলে ছোট করবো না শুধু বলব প্রতিদিনের ঘাম ঝরানো ক্লান্তির মধ্যেও বুকের ভেতর এ জ্বলে ওঠা আগুনের ফুলকিটা একটু একটু করে বাড়ছে।।
@ratnasond26784 ай бұрын
সুজয়নীল বর্তমানে তোমার আকাশ আটের এংকারিং আমার ভীষণ ভাল লাগে, জীবনে অনেক উন্নতি কর বাবা। অনেক আশীর্বাদ রইল
অভাবনীয়!!! প্রকৃত ই "হয়ে" ওঠা," গড়ে"- ওঠা। আগামী- র কাছে আলোর দিশা!!! এ যেন রূপকথার!!!! শুভেচ্ছা অশেষ☘️🎉🎺
@shrutikathaa.4 жыл бұрын
প্রথম দিন ই আপনাকে রেডিও আবহ তে শুনেই বুঝেছিলাম মানুষ টা অনেক পরিশ্রম করে আজ এত উপরে উঠে এসেছেন আর তাই এতটা মর্মস্পর্শী এবং মানবিক, যখনি আপনি আমার গল্পটা পড়ে নির্বাক হয়ে পড়েছিলেন নীলদা কয়েক মুহূর্ত। আজ সবটুকু জেনে শ্রদ্ধা টা আরো বেড়ে গেল, আপনি বটবৃক্ষ, আপনি আমাদের আইকন, ভালো থাকুন...
@subratabera79123 жыл бұрын
আমি মন দিয়ে শুনছিলাম স্যার...দারুণ... কোথাও যেন নিজেকে মিলিয়ে দেখছি জীবনের চড়াই -উতরাইটা একই...
@imAshiqueRahman5 жыл бұрын
😁 *নিজেকে বিশ্বাস করতে হবে আর নিজেকে বিশ্বাস করে কাজ করে যেতে হবে। সফলতা অবশ্যই আসবে। কনফিডেন্ট এর খুব অভাব আমাদের মধ্যে।* 😁❤
সুজয় নীলের মত ছেলে একটা সমাজ তথা দেশের রত্ন।ওর মায়ের প্রতি রইলো আমার অসীম শ্রদ্ধা।তাঁর প্রচেষ্টা সার্থক।তিনি রত্নগর্ভা।আপন লক্ষ্যে অনড় এই ছেলে আমাদের সব মধ্যবিত্ত ছেলেদের উদাহরণ হয়ে বেঁচে থাক।তুমি অনেক বড় হও,দীর্ঘায়ু হও।
@suklamaitra71742 ай бұрын
সুজয়নীল আমার ভীষণ প্রিয় একজন লেখক এবং ওর গল্প বলা এত সুন্দর যে আমি অভিভূত হয়ে যাই আর একবার তো comment ও করেছিলাম। ভালো থেকো আরো অনেক এগিয়ে যায় নিজের লক্ষ্যে। আশীর্বাদ রইলো। হয়তো কোনোদিন দেখা হবে তখন হয়তো তোমার চাহিদা সমাজে আরো বেড়ে যাবে কিন্তু তুমি তোমাতেই থাকবে এই আশা রাখি
@mahbuburrahman88805 жыл бұрын
অনেক প্রানবন্ত উপস্থাপনা । একটু সময়ের জন্য বিরক্ত হয়নি । মনে হল কোন গল্প শুনছি। ভাবছি এত সুন্দর করে একটা মানুষ কীভাবে কথা বলে। ধন্যবাদ দাদা অনেক কিছু শিখলাম ।
@BuromaKonna113 жыл бұрын
kzbin.info/www/bejne/i5OQZKN8griVfpY
@edutech47903 жыл бұрын
youtu.be/Q-29RxzYl
@rajsohel29603 жыл бұрын
সুজয় নীল হলে সবাই সাহাজ্য করে , সুজয়নীল হওয়ার জন্য কেউ সাহাজ্য করে না , নিজেই নিজেকে পতিস্টিত করতে হয়, এগিয়ে জাও,,
@ChandonShul8 ай бұрын
আমি গরীব ঘরের মেয়ে আমার বয়স ১৪ বছর আমার বাবা মা নাই মামার বাড়িতে থাকি আমার একটা চাকরি দেন ছোট্ট একটা চাকরি দেন দূরে হলে একটু সমস্যা হয় আমার জন্য
@priyokabi3 ай бұрын
'Pro tish thhi to,' not "potis tito"
@sudeeptomukherjee40693 жыл бұрын
তোমার বক্তব্য টা অপূর্ব।তোমাকে অনেক আশীর্বাদ রহলো।
@yoursubhajit85 жыл бұрын
দাদা তোমার কথা গুলোর গভীরতা বেশ ♥️ "গরিবের ঘরে যে না চাইতে শিখে নিতে হয়" এই ব্যাপারটা অনেক আগেই নিজের সাথে জড়িয়ে নিয়েছি , আর "নিজেকে শোনা" এটাও অনেক প্রয়োজনীয় কারণ বাইরে থেকে অন্য মানুষ টা আর আমাকে কতটাই বা বুঝবে..তাই যতটা পারি চেষ্টা চালিয়ে যাই । জানিনা ভবিষ্যতে কি হবে !? কিন্তু তোমার কথা গুলোর সাথে নিজের পরিস্থিতি অনেক মেলাতে পারছি 🙏
@ritumukherjee47712 жыл бұрын
Y gv vbghhhhhhhhh
@unknowneducation203 жыл бұрын
আমার মাত্র 19 বছর, একটা সাধারণ গ্রামেই থাকি, কিন্তু আর্থিক অভাবের জনই আজ ও গ্রামেই থেকে গেছি,। নিজের পকেট খরচের জনই নিজেই টিউশনি করে নিজের পড়াশোনা চালাচ্ছি। ছিলো ফুটবল প্লেয়ার হওয়ার স্বপ্ন কিন্তু সেই অভাব দিলো এক থাপ্পড়,ব্যাস হয়ে গেলো প্লেয়ার হওয়া। কিন্তু খেলা টা ছাড়া হয়নি প্রত্যেক দিন প্র্যাক্টিস করি ভোরে। Future এ বড় একটা কিছু করার স্বপ্ন, হয়তো সেটাও,,,,,,,,,,,,,,,,,,
@kakaliroy46222 ай бұрын
সুজয়নীলের গলার স্বর আমার খুব ভালো লাগে আর ওর বলার ধরন টাও। আর ওর আল্টিমেট মোটিভেশন ও দারুন লাগে।
এতোখন ভিডিও দেখার পর আমার এই একটা জায়গা এসে খুব ভালো লাগলো । শুধু এই কথা শুনে যে সবসময় নিজের মনের কথা শোনা আমিও এটাই বলি সবসময় নিজের মনের কথা শুনবো
@advocatesumitghoshroy63275 жыл бұрын
তোমার মিষ্টি হাতের ছোয়ায় খুঁজে পাবো স্বর্গ হাতের মুঠায়. লেখাটা মনে পড়ছে দাদা. তুমি লিখে দিয়েছিলে আমার ডায়েরি তে. আমি আজ সত্যি গর্বিত তোমার স্টুডেন্ট হতে পারায়.
@The-AEROPLANE-Guy5 жыл бұрын
দাদা আমি একজন তোমার ফেসবুক ফলোয়ার, অনেকদিন ধরেই ফলো করি ,আজ পর্যন্ত যেই মানুষটার লেখা গল্প পড়ে এসেছি,আজ তার মুখ থেকেই তার কাহিনী শুনে খুব ভালো লাগলো....আরেকটা ছোট্ট মিথ্যা কথা বললে ...পল্লবীদি তোমার বন্ধু 😆কিন্তু তা তো নয় , তার থেকেও বড় কিছু...ভালো থেকো সুজয়দা...😊
@Sahidaaa4 жыл бұрын
dada r id or page er name ki?
@proshantachandra4093 жыл бұрын
@@Sahidaaa sojoyneel
@beautyhazra93725 жыл бұрын
গলার স্বর টা খুব আকর্ষণীয়...
@mdjakariamd53125 жыл бұрын
Beauty HAZRA তোমারও খুব ভালো।ধন্যবাদ
@bijoyhazra78783 жыл бұрын
Ooo
@avijithazra3623 жыл бұрын
Same title here
@k70krishna993 жыл бұрын
Hmmmm
@pritharoy91085 жыл бұрын
সত্যি একটা অসামান্য গল্প কিন্তু বাস্তব
@piyaliaddya44515 жыл бұрын
Dada ..apnar kotha gulo sune nijeke jno relate korte parlam ...prothomei apnake hats off janai . Amio tomar moton middle class family er ek meye . Akhon ami 18+ , English hons kor6i (2nd year chol6e), sathe gaan ,drawing, abritti ei gulo kori . Jetukui kori na kno amar ma amar moddhye sob somoy sahos jugiye6e . Saradin e 3bar tuition poray , clg sob ki6ui a6e . Struggle kor6i ,akhono jibon onek baki a6e ...aro fight korte hobe .😊
@JoshTalksBangla4 жыл бұрын
জীবনের Tragedy ভুলে Destiny তৈরি করেছি এভাবে|Love Yourself|Sujoyneel Bandopadhyay|Josh Talks Bangla
@ArjunSingh-mv9rj4 жыл бұрын
kzbin.info/www/bejne/rpPWqKGIZ72VjZo
@anupamkhanra51213 жыл бұрын
যৌনতা অনেক হলো ভালো কিছু পোস্ট করুন
@arnabbiswas453 жыл бұрын
Night fall
@jubbarmondal81512 жыл бұрын
@@arnabbiswas45 phone ok.
@arnabbiswas452 жыл бұрын
@@jubbarmondal8151 ki dada
@ananyasbeautifullife86173 жыл бұрын
যুদ্ধ টা আমার হয়তো খাওয়া পড়ার নয়। তবে ভীষন কঠিন একটা যুদ্ধ এখনোও চলছে। দাতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছি। জানি না এর শেষ কোথায়? আর এটাও জানি না নিজেকে প্রতিষ্ঠিত নারী হিসেবে দেখতে পাবো কিনা?? বয়স হয়তো ২১ কিন্তু কিছু বছরে back to back কঠিন থেকে কঠিন তর অবস্থা ফেস করিস ❤️। আশা করছি পারবো জিততে।
@sadrulalamin90253 жыл бұрын
খুব inspirational. ভালো থেকো সুজয়নীল। আর এভাবেই তোমার বিজয় রথ এগিয়ে চলুক।
@suklabasu73693 ай бұрын
সুজয়নীল আপনার শেষ কথা গুলো আজ এই মুহূর্তে আমার মেয়ের জন্য খুব প্রয়োজনীয় ওকে শোনালাম আপনার পুরো টক শো ও ক্রমাগত ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে নিজের সম্পূর্ণ প্রচেষ্টা আর একাগ্রতা সত্ত্বেও🙏
@abhijitdey44845 жыл бұрын
আরো এগিয়ে যাও দাদা ভালোবাসা রইলো আমার থেকে
@gautambasu12954 ай бұрын
খুব ভাল লাগল সুজয়নীলের কথা । ওনার নিজস্ব channel আমি regularly দেখি যদিও পশ্চিমবাংলায় থাকিনা।
@wowshan18582 жыл бұрын
খুব ভালো লাগলো দাদা আমি খুব একটা কমেন্ট করি না কিন্তু আজকে কমেন্ট করতে বাধ্য হলাম,তোমার কথা গুলো সোনার পরে।তোমার গল্প শেষে হটাৎই হাততালি দিয়ে উঠলাম..ভাষায় বলতে পারবো না কত টা তোমার কথা গুলো যখন শুনছিলাম তখন কি অনুভূতি হচ্ছিলো আমার ভেতরে। প্রণাম নেবে আমার সুজয়নীল দা।
@ChandonShul8 ай бұрын
আমি গরীব ঘরের মেয়ে আমার বয়স চলে ১৪ বছর বাবা মা মারা গেছে মামার বাড়িতে থাকি আমার একটা চাকরি দেন আর কিছু ভালো লাগে না মামা মামী খুব খারাপ কথা শুনবো না
@sancharidas93705 жыл бұрын
Shudhu dekhe eto motivated feel korchi. Thank you dada. Khoob bhaal laaglo shunei
এমন সব অভিজ্ঞতাই তো মনে প্রেরণা দেয়, আশা জাগায় ।
@abhijitmondal52474 жыл бұрын
মনে সাহস দেওয়ার মতো কথা বলে গেলে দাদা... অসংখ্য ধন্যবাদ।।
@anjudas57433 ай бұрын
সুজয় নীল তোমায় আমি রোজই দেখি,আজ শুনলাম খুব ভালো লাগলো। আমার বয়স এখন ৮০,আজ তোমাকে শুনে মনে অনেক কথা জেগে উঠেছে! আমার জীবনের লড়াই এর কথা, কিন্তু আর সময় নেই যে ---!
@krishnaganguli84983 ай бұрын
তোমার কণ্ঠস্বর ভালো লাগে, ভালো লাগে বাচনভঙ্গি।আজ জোশ টকে বলা কথা শুনে মনে হলো তুমি ভালো মনের ছেলে। তোমার মতো ছেলের সংখ্যা সমাজে বৃদ্ধি পেলে হয়তো একটা সুস্থ সমাজ তাড়াতাড়ি গড়ে উঠবে। অনেক বড়ো হও।
বাচন ভঙ্গি চমৎকার, আর স্পষ্ট উচ্চারণ আমাকে মুগ্ধ করলো।
@sauravganguly75472 жыл бұрын
তোমায় জীবনের গল্পের মাধ্যমে যেন নীজের জীবনের প্রতিচ্ছবিটা দেখতে পেলাম। আমি তোমার মতোই খুব গরীব পরিবারের ছেলে তাই তোমার বলা প্রতিটা কথা যেন নিজের জীবনের সাথে অনেক মিল পেলাম। আজ ততদূর পড়াশোনা করতে পেরেছি তা পুরোটাই মায়ের জন্য। একদিন হয়তো ওই josh talks মঞে নিজেও গিয়ে দাঁড়াবো। খুব আমার গল্পটাও শোনাবো। সত্যি ভীষণ inspections পেলাম দাদা আজ। ভালো থেকো ❤️❤️
@bratatighosh10713 ай бұрын
তোমার যে কোন উপস্থাপনা ই আমাকে খুব ই আকর্ষণ করে । বিশেষ করে তোমার গলার স্বর বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করে। তোমার জীবনের কঠিনতম সংগ্রাম আমাকে ভারাক্রান্ত করেছে । তবে ঐ সংগ্রামে তুমি জয়ী হয়েছো তাতে খুব খুশি হয়েছি। তুমি ভবিষ্যতে আরো আরো বড় হও বাবা।
@spradhan45705 ай бұрын
আপনি কষ্ট কে জয় করেছেন বড় হয়েছে ন বড় দের আশীর্বাদ পেয়েছেন । আপনি আরো বড়ো হয়ে উঠুন ।ঠিক আছে ।
@biswarupbanerjee72475 жыл бұрын
Khub Valo moner Manush Dada... Struggle kore Boro hoechen bolei ato humble
@biswarupbanerjee72475 жыл бұрын
Ami Pvt job kortam but akhun Govt job er jnno Preparation nichi
@milanpati48854 жыл бұрын
@@biswarupbanerjee7247 Ami o
@ChandonShul8 ай бұрын
আমি গরীব ঘরের মেয়ে বাবা মা নাই মামার বাড়িতে থাকি আমার বয়স ১৪ বছর চলে আমার একটা চাকরি দেন আমার ছোট্ট একটা বোন আছে
আপনার কথা গুলো শুনে মন ছুঁয়ে গেল আপনি আরো এগিয়ে যান।
@Bangladeshicanadianmom783 жыл бұрын
Kotha gula sunte khub valo legece Best wishes for you always Great sharing
@chandraprobhachakraborty58422 жыл бұрын
আপনার এই কথাগুলো খুবই মর্মস্পর্শী। নমস্কার 🙏🙏🙏🙏🙏
@foodwhenmood48153 жыл бұрын
খুব ভালো লাগলো দাদা। জীবনে পথে এই কথা গুলো অনেক কাজে দেবে❤️
@ChandonShul8 ай бұрын
আমি গরীব ঘরের মেয়ে আমার বাবা মা নাই মামার বাড়িতে থাকি আমার বয়স ১৪ বছর নবম শ্রেণিতে পড়ি ছোট্ট একটা চাকরি দেন
@tanmoymukherjee33203 жыл бұрын
খুব ভালো লাগল দাদা তোমার গল্প....ভালো থেকো তুমি....💗💗👏👏👏👏👏👏👏👏👏👏👏
@APURBAROY-t4o4 ай бұрын
Sujoyneel tumi anek dur jabe. Tomer sahosh aache. Amra banker chakri charte partam na at that relevant point of time. Jara sahosi Tara agobei.
@prasunnaskar87123 ай бұрын
Absolutely right your spech, preparation is very important. Preparation is dream. Preparation is middle class family dream. 😢😢
@sujitkr.23453 ай бұрын
গুছিয়ে বলার দক্ষতা দেখে মুগ্ধ হলাম❤❤
@satandipnath36125 жыл бұрын
দারুণ লাগলো দাদা। তোমার এসব কথা শুনে চোখ এ জল এসে গেলো
@ChandonShul8 ай бұрын
আমি গরীব ঘরের মেয়ে আমার বাবা মা নাই মামার বাড়িতে থাকি আমার বয়স চলে ১৪ বছর আমার একটা চাকরি দেন সাহেব আমার একটা ❤ছ
@u.k.rayssculptures243 жыл бұрын
Attractive way of speaking. Good personality.❤
@krishnadutta49272 ай бұрын
Tomer goler sor ato sundor.Ami tomer boro fan.Tomer lifer sathe Amer Cheler anek mill.Dhorjo dhorle sob paoya jay .Aj ami bujte pari.
@EnchantingEmbroideryandCraft5 жыл бұрын
Jiboner kichu sekhar montro...😊♥️
@spdshorttricks5 жыл бұрын
*Thank you sujoy da... many many thanks and best of your success... onek mil tomar life er sathe amader... thank you so much... khub inspired holam....*
@organicfarming39795 жыл бұрын
Kub Valo laglo Tomar Sathe porichoy Hoya ..Tomar icha Dana aro Boro kore Dana maluk
@bidyutbarman51375 жыл бұрын
Khup sundor presentation...sotti chokhe hol chole aslo
@mdshahparan41315 жыл бұрын
qqaa
@armanmondal90285 жыл бұрын
Brother spelling mistakes
@barnaligupta1729 ай бұрын
নিজেকে শোনা টা বোধহয় সত্যি বড্ড প্রয়োজন। তুমি আমার থেকে অনেক টা ছোট হলেও শিখলাম অনেক কিছু। এখন থেকে নিজেকেই শুনবো
@nbasu41735 жыл бұрын
Khub bhalo laglo apnar life er galpo, aro successful hon life e
@SWAGSymphony5 жыл бұрын
দাদা!!!!! তুমি!!!!! GREAT GREAT GREAT!!! তুমি অনবদ্য।
@sudipta7072 ай бұрын
Apni mofohsholer bishwash e hochena sir .apnar videos khub e valo lage❤
@ritadas84062 ай бұрын
খুব সুন্দর উপস্থাপনা। আশীর্বাদ।
@skruhulamin9493 жыл бұрын
Khub sundor story ❤️❤️❤️ sujoyneel da is always best❤️❤️❤️
@haxtrohub99513 жыл бұрын
take love dada apnar khota sune khub e inspired holam valo thakben
@kakaliguha92929 ай бұрын
আপনার বাচনভঙ্গি ভীষন ভালো লেগেছে। তাছাড়া আপনার আকাশ আটে সুপারষ্টারের পরিচালনা আমার খুব ভালো লাগে।
@dipikalahiri89214 ай бұрын
মনটা ভরে গেল ভাই খুব ভালো লাগলো ❤❤ 🌹👍👍🎉🎉
@k70krishna993 жыл бұрын
আমার জীবনে শুধু কষ্ট । গরীবের ছেলে শুধু কষ্ট ছাড়া আর কিছু থাকে না । যত স্বপ্ন দেখি না কেন সব স্বপ্ন ভেঙে যায়
@chaitaligupta88862 жыл бұрын
খুব ভালো লাগলো sujoynil আপনার জীবনের গল্প। অনেক কষ্ট করেছেন জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য। কিন্তু নিজের passion কে বজায় রেখেছেন। আমি আপনার ভয়েস এবং লেখার vokto। আপনি আমার ছেলের বয়সী। তাই আপনাকে আশীর্বাদ করছি, আরো ভালো, ভালো, কাজ করে , নিজের swopnopuron করুন।
@kamalikamondal5853 жыл бұрын
গলার স্বর খুব ভালো লাগলো ❤️❤️
@jayashreesingha61955 жыл бұрын
Khub valo laglo......nijer icche k mele dhora drkr.....r setar jonno sahosh rakhar drkr.....
@prasenjitsengupta39224 ай бұрын
Jeebone emon kichu ghatona ghote jay....jeta Mukh khule onek somoyei bolte parina. Hat's off to you. Stay blessed Forever with lots of happiness. Khoob bhalo thakben 🙏🏼😊
@mr.nickolasproduction31743 жыл бұрын
গলাটার জন্য শুনতে আরো বেশি ভালো লাগলো❤️
@rupakhatunmondal9643Ай бұрын
দাদা আপনার গলার স্বর খুব মিষ্টি। আমি you tube এ আপনার বলা অনেক গল্প শুনেছি। আপনার সুন্দর বাচনভঙ্গির জন্যই ভালো লাগে শুনতে। ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন।
@shampascooking2 ай бұрын
Khub valo laglo ❤️
@netmaster.habib15 жыл бұрын
Success never end
@SangeetaChakrabortySangeetaCha5 жыл бұрын
Ae karor kach thek na chawr avyes tar sathe amar mil ache. Khub valo laglo video ta Thank you
@masumkids92285 жыл бұрын
Ovabe onek Jon vul poth obolombon kore Tara ovav takei daai kore but ai dhoroner udhahoron gulo aachhe.ai kotha gulo sohoj mone holeo life ta kintu sohoj chhilona.
@swapnabiswas63206 ай бұрын
কষ্ট করছো বলে আজ তুমি এখানে। এগিয়ে যাও ভাই। তোমার জন্য আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে। ভালো থেকো। ❤❤
@ZIJONY-gg1bh5 жыл бұрын
প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা গল্প থাকে হোক সেটা বড় উদ্যোগ কিংবা ছোট্ট উদ্যোগ??
@debikadas15203 жыл бұрын
Akdom sir❤️🙏
@subhasishdas79834 ай бұрын
প্রতিটি মানুষের মধ্যেই একটা গল্প পাবে ,যদি তুমি তাকে পড়তে পারো।সুজয়নীল এর গল্প মনে হলো বেশ দুঃসাহসিক। যৌবনের ধর্মই প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়া।
@nabarunadasgupta11004 ай бұрын
Sundor bolar bhongima, khub sundor personality, khub kosto kore dariecho tai ato safollyo..... Ro boro hoo nijer moton egie jao.... Tomar o bhalo laga hobe amra o khub khushi hobo... Amar khub pochonder akjon manush tumi..
@suranjanapurkayastha89933 ай бұрын
খুব ভালো লাগলো। অনেক কে inspirition দেবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া।
@animapal65422 ай бұрын
তুমি আমার খখুব পছন্দের বেটা। তোমার গলার স্বর খুব সুন্দর। তুমি আরো অনেক বড়ো হবে
@prasantakumarpaul27782 жыл бұрын
তুমি মফস্বলের ছেলে মানে কোথায় থাকো বা কোন কলেজ থেকে পাশ করেছো আর তোমার এই কথাগুলো শুনে মনটা আনন্দ ও লাগলো তার পাশাপাশি এই জায়গায় আসতে কত লড়াই করতে হয়েছে তোমার সাফল্য কামনা করি উওর দিও
@purnimaganguly.9103 ай бұрын
বাবা সুজয়নীল তুমি আমার বড় প্রিয় সন্তান ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করি ❤❤❤❤❤
@sanchitanandi41095 жыл бұрын
Thanks to josh talks
@rinikadutta37494 жыл бұрын
Thank you so much...amr confidence ta brie Dewar jnno... Amr jnno pray krbn ami jno amr uddese egie jete pri, apnre mton. amr sob theke bro proti-bondhokota amr parents,ami jno seta ktie uthte pri,pase thakbn.. thank you 🙂
@skg98055 жыл бұрын
Voice quality khub vlo Dada. Salute to u.
@akashraiganj26903 жыл бұрын
সুজয়নীল দা তোমার সাথে আছি আমি । তোমার পকেট মোটিভেশন চ্যানেল খুব ভালো লাগে 🧡