Рет қаралды 93,622
Undoubtedly Profitable Cage Fish Culture Run by a Woman (নিশ্চিত লাভজনক খাঁচায় মাছচাষ)
ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
#cage_aquaculture #cage_fish_culture #খাঁচায়_মাছচাষ
বিগত দুই দশক ধরে বাংলাদেশে খাঁচায় মাছচাষ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় নদীতে। এত দিন খাঁচায় মাছচাষের ধারণাটা ছিল এটি একটি অধিক বিনিয়োগ ধর্মী মাছচাষ। একারণে দেশের অনেক বিস্তৃত এলাকায় খাঁচায় মাছচাষ এর উপযুক্ত জলাশয় থাকলেও তেমনভাবে সম্প্রসারণ ঘটেনায়। খাচায় এক মাত্র চাষ হত তেলাপিয়া, যা লালন করতে ৫০-৬০ টাকা দামের খাবারের প্রয়োজন হত। মার্জিনাল বা কম আয়োর গ্রামীণ মানেুষের দ্বারা এ পদ্ধতিত েমাছচাষ করা চিন্তায় করা যেত না। কিন্তু চাপাই নবাবগঞ্জ মহানন্দা নদীতে পরীক্ষামূলক খাঁচায় গ্রাসকার্প মাছের চাষ আমাদের সামনে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। আশা করা যায় এ সফলতার হাত ধরে খাচায় মাছচাষের একটি নতুন সূচনা হবে। জলবায়ুর পরিবর্তনের সাথে মাছচাষের সমন্বয় সাধনের জন্য এটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। বেকার জেলে সম্প্রদায়ের একটি নতুন বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
জেলা মৎস্য অফিসার জনাব ডঃ আমিমুল এহসানের এ প্রচেষ্টা সফল হবে বলে আমাদের বিশ্বাস।