একটা সময় গিয়েছে ২০১৫-১৭ পৃথিবীকে অসহ্য লাগছিলো কোনো কিছুই আমার কূলে ছিলো না, না মনে না, কয়েকবার সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে দুইবার চেষ্টা করে কয়েকটা সেকেন্ডের জন্য ফাঁসি দেওয়া থেকে ফিরে এসেছি, তখন বয়স মাত্র ১৯ছিলো এখন বাস্তবতা বুঝি কিন্তু তখন বুঝতাম না, আমি একমাত্র তখনই শান্ত থাকতাম যখন হেডফোন কানে গুজে এই গানটি ফুল সাউন্ডে শুনপ্রচন্ড খারার সময়টাতে আমি আমার পৃথিবী খুঁজে পেতাম উৎসবের উৎসাহে তে, এরশাদ জামান ভাই এই একটা নাম যে নামের কাছে সারা জিবন ঋণী হয়ে থাকবো, উৎসবের উৎসাহ আমাকে বাস্তবতার চোখে চোখ রেখে মাথা উঁচু করে বাঁচতে অনেক টুকু সাহায্য করেছে, আর্টসেল আর আগের মতো নেই, তারা এখন বিবক্ত আমি মাঝে মাঝে সপ্ন দেখি আমি যদি খুবই বড় একজন মানুষ হতাম আমি যদি খুবই ক্ষমতাবান কোনো মানুষ হতাম সমস্ত ক্ষমতা খাঁটিয়ে তাদেরকে আবার এক করে দিতাম, অ্যট এনি হাউ এনি কস্ট, নিঃশব্দে প্রস্থানের নাম আর্টসেল নয়, আর্টসেল এমন এক অনূভূতি যে অনুভূতি হারিয়ে যেতে আসেনি।
@mahmudtalib1756 жыл бұрын
ভালো লাগলো কমেন্টটা,,,, আর্টসেল হলো আমাদের নিশ্বাস,,, আমি আমার ফ্যামিলি কে বলেছি আমি সুইসাইড করার পর যেন আমার লাশের পাশে গানটা বাজানো হয়,,,এবং কবরের ভেতরে যেন মোবাইলে গানটি চালিয়ে আমাকে মাটি দেওয়া হয়,,,
@ridwanhridoy86495 жыл бұрын
Right comment bro
@emdadmethun73875 жыл бұрын
ভাই আপনার মতো আমরাও অনেক বেশি মিস করি, ইস আবার যদি সেই লাইন-আপ টা ফিরে আসতো।
@monwerhossen9955 жыл бұрын
ইমোশনাল করে দিলেন তো ভাই 😐😪
@ashfickshafin54675 жыл бұрын
ভাই আমি আজ ২০ বছর বয়সী এক ব্যার্থ তরুণ আপনার মতন এই এরশাদ ভাইয়ের উৎসাহে উতসাহিত হলা
@uttshabbarua45694 жыл бұрын
এই গান নিয়ে অনেক হাইপ নেই৷ অনেক আর্টসেল ফ্যান জানেও না কি পরিমান মাস্টারপিস একটা লিরিক এই গানটাতে৷ এটাই আমার দৃষ্টিতে আর্টসেলের সেরা গান ! চোখ বন্ধ করে হেডফোন চেপে অন্ধকার রুমে শুনুন। একটা জগতে হারিয়ে যাবেন ।
@yasinarafat69454 жыл бұрын
Right
@abdullahalsiam1053 жыл бұрын
Yess
@ahmedrana80603 жыл бұрын
Sohomot
@humayunrashid35993 жыл бұрын
সহমত
@scareant71653 жыл бұрын
হ্যা ভাই
@hridoyakash56164 жыл бұрын
আজ ২য় মে ২০২০ আজ থেকে প্রায় ২০/৩০ বছর পর যখন আমি আবার এই ইউটিউবে এই গানটি শুনবো তখন হয়তো যৌবন থাকবেনা কিন্তু আমি বলতে পারবো যে দেখো আমাদের সময়কার এমন একটি ব্যান্ড ছিল আর্টসেল তারা শুধু আমাদের গান উপহার না আমাদের নতুন জীবন চিনাতে শিখিয়েছেন আর্টসেল ভালোবাসা অবিরাম অফুরন্ত সারাজীবন
@turjaunaktermitu1533 жыл бұрын
এগুলো গান লিরিক্স না জীবনের লিরিক্স আর জীবনের লিরিক্স এমনই হয়। এগুলো শুধুই গান না একাকিত্বের সঙ্গী, মনের খোরাক। মনের খুদা মিটায় আর্টসেল 🌼🖤 অবিরাম ভালোবাসা আর্টসেল🖤🖤
@anik07925 жыл бұрын
6:57... তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দী করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেব পথ চিহ্ন এঁকে এঁকে পিছু ফিরে পাই ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে!❤💘
@abcd54894 жыл бұрын
Wow bt video te lyrics ache,...
@ShortzzVibe4 жыл бұрын
কলকাতা থেকে বলছি দাদা।পিঙ্ক ফ্লয়েড এর মাঝে আপনাদের ছায়া খুজে পাই আমি।যখম থেকে ব্যান্ড বুঝতে শিখেছি তখন থেকে আর্টসেল আমার হার্টসেল।ওপার বাংলা থেকে বলছি দাদা আপনাদের গানগুলো আজীবন বেঁচে থাকবে।তবে এরশাদ ভাই কে খুব বেশি মিস করি।
@yasinarafat69454 жыл бұрын
Thank you💓💓
@sarwarsrabon20954 жыл бұрын
Vlobasha niben❤
@sayedmahmudtinan28154 жыл бұрын
এরশাদ ভাই কে আর পাবো না 😓, আর্টসেল কে আর পাবো না 😕
@mohammadbinshahed36595 жыл бұрын
আর্টসেল মানুষের মনে নয় জায়গা করে নিয়েছে রক্তে ,আর তাই মানুষের রক্তের সাথে মিশে হয়তো পথ চলতে থাকবে আরো বহু বছর। হয়তো থেকে যাবে গান প্রজন্ম থেকে প্রজন্মে। হয়তো আর্টসেল হয়ে থাকবে সব সময় এক ভালোবাসার নাম।
@NisargaBahar Жыл бұрын
আর্টসেলের এই গানটা অন্যগুলার তুলনায় কিছুটা আন্ডাররেটেড।এই গানটা বিশেষ করে আমার এতো ভালো লাগে কেনো জানিনা। বিষন্ন দিনগুলোতে এই গানটা আমাকে অন্য দুনিয়ায় নিয়ে যায়। আমার বিশ্ববিদ্যালয়ের হলের জীবন কেটেছে এইসব গান শুনতে শুনতে। এতো মানুষের কোলাহলের মাঝেও কানে হেডফোন লাগিয়ে অন্য দুনিয়ায় চলে যাওয়া আহা কী সব দিন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবন পার করে এসে এখন পরিবার বন্ধুবান্ধবহীন একা শহরে চাকরি জীবন, তবুও এখনো যেন ঠিক আগের মতোই অনুভূতি হয় এ গানগুলো শুনলে। ধন্যবাদ আর্টসেল, জীবনে এতো সুন্দর কিছু অনুভূতির জন্ম দেওয়ার জন্য।
@sajolchoudhury78327 жыл бұрын
প্রতিটা লাইন মহাকালের ইতিহাস তুলে এনেছে ক্রমে ক্রমে
@satejchakma94356 жыл бұрын
Too
@saifulnahid81813 жыл бұрын
Right vai
@asadrouf5374 жыл бұрын
সব দিকে যখন অন্ধকার দেখি তখনি এটাতে ডুব দেই 😔 আহ প্রশান্তি ❤️
@musicwaldbangladesh99963 жыл бұрын
এরশাদ ভাই মানেই একটা আগুন যার থেকে এমন লিরিক্স বের হয় এমন গিটার সোলো বের হয় নিঃসন্দেহে একজন লেজেন্ডারী গিটারিস্ট ❤️🌸❤️ লাভ ইউ ভাই
@metalbuzz72835 жыл бұрын
বাংলার ব্যান্ড জগতে আমার কাছে এটাই সেরা গান
@marufmugdha53632 жыл бұрын
- এতো ডীপ লিরিক্সের সাথে এতো ইউনিক মিউজিক মানুষের মাথা থেকে কিভাবে বের হয় ভাবলেই অবাক লাগে 💞 রেস্পেক্ট দ্যা মাইটি এরশাদ জামান ❤
@abdurrahim77724 ай бұрын
😊😊😊😊😊😊😊😊❤
@mossarrafhossain61504 жыл бұрын
Artcell?? The band frm another planet. Artcell?? Another name of love. Artcell?? Another name of drug. Artcell?? My another part of body 😘
@mahmudtalib1753 жыл бұрын
ভয়ংকর সুন্দর আর্টসেল❤️ এই গানটাই প্রমান করে আর্টসেল কি,,,,,, ভালোবাসি আমার জীবন(আর্টসেল)
@TheStruggler134 жыл бұрын
গানের নাম উৎসবের উৎসাহে, কিন্তু যতবার শুনি কান্না করতে ইচ্ছা করে।
@nirjon22072 жыл бұрын
আর্টসেলের সবচেয়ে ভাল লাগে এই গানটাই, সব গানই অসম্ভব ভালো লাগে,এটা বেশি। কেমন যেন একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পায় এই গানে, মুখ ফোটে বলা যায়না যে কথাগুলো,এই গানে সব মনের কথা গুলো উঠে এসেছে।❤️
@ismailsumon51614 жыл бұрын
আবার এসে দাঁড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা👌
@kaziredowan29082 жыл бұрын
এ গানটা একবার শোনার মত না। শুরু করার পর একসাথে অনেকবার শুনতে হয়। বাংলা গানের মধ্যে আমার কাছে এটা Best of the Bests....
@khabbabhs Жыл бұрын
ইচ্ছে করে কমেন্ট করিনি,অনেকবার শোনা হলো! সম্ভবত আর্টসেলের এইটাই সবচেয় সেরা লিরিক্স!❤️
@HimadriTonmoy4 жыл бұрын
If Artcell Was Foreign band, they must have got so many grammy awards
@zahedhassanrashel45373 жыл бұрын
এ কথাটি মে বি ১০০ মানুষের বেশি হনকে বলেছি যারা ওয়রস্টারন রক মিউজিকের ফ্যান। যদি আর্টসেল বাইরের কোন দেশের ব্যান্ড হতো এতদিনে তারা বিশ্বের প্রথম সারির দিকে থাকতো
@MdTuhin-zo3ru3 жыл бұрын
যুগ যুগ ধরে মানুষের মনে রবে এই গান... আজ ২০২১ আর্টসেলের গান শুনতাম না, আর্টসেল বলে যে কোন ব্যান্ড আছে বাংলাদেশে এটা আমার জানা ছিল না, হঠাৎ করে আমার এক বন্ধু সিয়াম সরকার ফেসবুকেতে আমাকে artcell fans club গ্রুপে ইনভাইট করে,তারপর থেকে আর্টসেলের ফ্যান হয়ে যাও আমি.... আর্টসেল এর সকল কলাকৌশলীদের কে মন থেকে জানাই অবিরাম ভালোবাসা... আর্টসেলের গানের মধ্যে মানুষের হৃদয়ের কথা রয়েছে... এই কমেন্টটা স্মৃতি হয়ে রয়ে যাবে..
@tanvirhasan43614 жыл бұрын
Every time I listen to this song, I get amazed by the lyrics.
@mahadyhasandip30405 жыл бұрын
বিশাল এই পৃথিবীর মাঝে যখন নিজেকে হারিয়ে ফেলি ঠিক তখনই এই ARTCELL আমাকে আবার নিজের মাঝে ফিরিয়ে দেয়🙂🙂🙂🙃🙃কত বার হারিয়ে গেছি আর কতবার যে ফিরে এসেছি তার হিসেব আমার জানা নেই 🤠🤠
@majedsikder6772 жыл бұрын
গানটা যতবার শুনেছি ততবারই হৃদয়টা ভেদ করে দিয়েছে,,,,,,,,,অনেক অনেক ধন্যবাদ এইরকম সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য,,,,,,,,
@sharifulislam-tj2dy4 жыл бұрын
Lyrics and tune by Ershad Zaman! One and only EZ can produce such a quality!
@risan99913 жыл бұрын
Zaman*
@swaponironmaiden84672 жыл бұрын
Absolutely
@mdshahinalam96845 жыл бұрын
স্বপ্ন মানে পাশে থাকা..❤️
@swaponironmaiden84672 жыл бұрын
Masterpiece song...masterpiece..legendary musician sir ERSHAD JAMAN
@mdtanvir10344 жыл бұрын
জানবে আমি শুধু আমি নই, আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব। ২০২০ এ এখনো কেউ শুনলে জানাবেন।
@jansirrahman14833 жыл бұрын
29 December 2020
@mdtanvir10343 жыл бұрын
@@jansirrahman1483 still favorite 🥀💜
@MdTuhin-zo3ru3 жыл бұрын
২০২১ এ শুনতেছি ভাই...
@mdtanvir10343 жыл бұрын
@@MdTuhin-zo3ru eita valobasa vai..🖤
@shahriarshawn65793 жыл бұрын
জানবে আমি শুধু আমি নই, আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব। ২০২১,২০ জানুয়ারি
@rjrejaul63463 жыл бұрын
লিংকন ভাইয়ের ভাষ্যমতে অার্টসেলের সবচেয়ে ওজনওয়ালা গান এটি।
@lifeisbeautiful55642 жыл бұрын
আমার এই গানটা শুনতে অনেক লেইট হয়ে গিয়েছে, তবে গানের কথাগুলো আমার কাছে প্রিয় হয়ে উঠতে শুধু একমুহূর্ত লেগেছে। স্বপ্ন মানে পাশে থাকা। কথাটা বোঝাতে পারিনি একজনকে। ❤️আর্টসেল।
@masudparvez67927 жыл бұрын
মহাসময়ের গান। Song Of Ever Time..
@এপিটাফ_এর_লেখা5 жыл бұрын
This is Artcell, real class.
@abcd54894 жыл бұрын
Shhh ..... Gaan shuntesi Kotha boilen na.....
@EMONEeowja2 жыл бұрын
৬/৭ বছর পর শুনছি, সেই প্রথমবারের মত জীবন্ত সুর/ঝাজ..... ❤️
@mosharrafsattar66485 жыл бұрын
গানটা শুনার পর নিজের কানকেই বিশ্বাস করা যায়না যে কি শুনলাম!!!
@jrtuhinshake68214 жыл бұрын
কথা সত্যিই ভাই🤠
@safayethossain74912 ай бұрын
নিজেকে বদলাতে হবে প্রচুর পরিমানে❣️
@shamsulashekin3019 Жыл бұрын
বিষাদ এর সূর এতটা হৃদয়স্পর্শী…ধুলো পড়া অনুভূতির, ওপর এক টুকরো রোদের ছোয়া
@brayanjoy51527 жыл бұрын
this the most underrated song of artcell....
@kaziopi1614 жыл бұрын
U don't have any knowledge about lyric of a song,I think
@jawad93104 жыл бұрын
this is one of the best of artcell. and the best one as Linclon da says
@swaponironmaidenswaponiron3856 жыл бұрын
বেঁচে থাকার অনুপ্রেরণায় এক মহাকাল।।।।।
@foisalahmed076 жыл бұрын
Magic begins @ 6:57 😍😍😍 \Artcell/
@kawsarahmed60783 жыл бұрын
আমার মনে হয় আর্টসেল নিজেও জানে না তারা কোন লেভেলের মিউজিক টা এখানে দিসে। আমার মনে হয় আর্টসেলের মিউজিক এক অন্যরকম ক্লাস যেটা আর কোনো ব্যান্ডে আমি পাইনাই।তাদের কিছু ডিফিকাল্ট চেইঞ্জ থাকে গানের মাঝে যেগুলা অনেকবার না শুনলে ক্যাপচার করা যায় না! 5:55 তে খেয়াল করে দেখবেন গানটা অন্যদিকে ঘুরে যায়,কষ্টের হাহাকার থেকে একদম হাল ছেড়ে দেওয়া নাবিকের শান্ত অভিমানে চলে যায় গানটা। আসলে আর্টসেলকে নিয়ে হাজার বল্লেও শেষ হবে না। তবে এই গান আপনি শুনে থাকলে আপনি ভিড়ের মাঝে একজন! hail to ARTCELL 🥀
@mdsazzadhossain96863 жыл бұрын
যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা.... সময়ের হাত ধরে নতুন স্মৃতি নিয়ে আমি থাকবো পথ ছেড়ে ছদ্মবেশে
@imrulfun2024 жыл бұрын
its magnetic song,kisu bolar nai,mon valo korar moto song,my fav song........
@SandwipChannel6 жыл бұрын
আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাট আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায় তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবে আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায় জানবে আমি শুধু আমি নই আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব তোমাতে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গপনে তোমারই অন্ধকারে যে শব্দ বয়ে চলে এসো কান পেতে রই নিরবে মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে নেব সেই সীমানায় তোমাকে যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে আবার এসে দাড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা জীবন জুড়ে থাক পরাজয় হয়েছে ম্লান চিরকাল জানবে তুমি ভোর হওয়া চোখে যে অবিরাম স্বপ্ন দেখেছ আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্তনা আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে প্রতিবাদ প্রতিরোধ ভুলে আনমনে মেনে নেয় পরাজয় তখন ভাঙ্গতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেব পথ চিনবো এঁকে এঁকে পিছু ফিরে পাই ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে
@mdhassan78323 жыл бұрын
ভাই এক একটা লাইন, এক একটা ফিলিংস.....
@mirsakib59703 жыл бұрын
ওহ এরশাদ ভাই কী যে মিস করি আপনাকে বলে বোঝানো যাবে না আপনি ছাড়া আর্টসেল কে কেমন জানি লাগে আপনি যে ভাবে সলো বাজান ভাই আপনার বাজানোতে যে ভালোবাসা ভালোলাগা কাজ করে সেটা এখন পাই না আর কী সুন্দর লিখেছেন এই গান টা।
@hundredsbangladesh3 жыл бұрын
আমার অবারিত দরজা জুড়ে সম্ভাবনার রঙিন মলাট আমার শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতায় তুমি যে রোদ মাখবে বলে মেতে উঠেছো রঙের উৎসবে আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমায় জানবে আমি শুধু আমি নই আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব তোমাতে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গোপনে তোমার এ অন্ধকারে যে শব্দ বয়ে চলে এসো কান পেতে রই নীরবে মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে নেবো সেই সীমানায় তোমাকে যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাবো গোপনে স্বপ্ন মানে পাশে থাকা সময়ের হাত ধরে নতুন স্মৃতি নিয়ে আমি থাকবো পথ ছেড়ে ছদ্মবেশে আবার এসে দাঁড়ালে একা দেখবে আমার চোখে সম্ভাবনা জীবন জুড়ে থাকা পরাজয় হয়েছে ম্লান চিরকাল জানবে তুমি ভোর হওয়া চোখে যে অবিরাম স্বপ্ন দেখেছ আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্ত্বনা আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে প্রতিবাদ প্রতিরোধ ভুলে আনমনে মেনে নেয় পরাজয় তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে পিছু ফিরে তাই ফিরতে যদি হয় পাড়ি দেবো পথ নিমেষে তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত হেরে যাওয়াকে বন্দি করে রেখে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে পিছু ফিরে তাই ফিরতে যদি হয় পাড়ি দেবো পথ নিমেষে
@mdsumonbhuiyan64165 жыл бұрын
এটা গান না,মনের দাগকাটা লিখা।❤❤❤
@shaikhaalimurrahman37666 жыл бұрын
then to break the trance... . . hands on the hands.... . . imprisoning the loser.... . . being awake in the night... . . turning on the light... . . in festive mood and delight.
@humayunrashid35992 жыл бұрын
Most favourite track of Artcell.🤘 Hats Off!🖤🖤
@mohammadmoyaduzzaman9039 Жыл бұрын
কিভাবে হয় এত সুন্দর গান!!!!!! কোন রিপিটেশন নাই লিরিকের!!! এমন গান গাওয়ার আগে লেখাটাই তো অসাধ্য প্রায়
@mdshawon56503 жыл бұрын
আহহহ........কী যে প্রশান্তি লাগে গানটা শুনলে।🖤😍
@gazimonoar93683 жыл бұрын
"সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে" 🗣️❤️
@smaibrahim62085 жыл бұрын
স্বপ্ন মানে পাশে থাকা👌👌
@zahedhassanrashel45373 жыл бұрын
4.34 to 5.58 That was the man #ershad❤️❤️ How can he rule the guitar!!!!
@abfaruki85976 жыл бұрын
Beshi joss
@Deepayan005 жыл бұрын
ভিডিওর লিরিকে কিছু কিছু ভুল আছে। যেমনঃ চিনিয়ে নেব পথ চিহ্ন এঁকে এঁকে পিছু ফিরে তাই ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমিষে....
@sadmanazvi87714 жыл бұрын
Hoito gaane milanor jonno emonta korseh
@mohammadmarufhossain64634 жыл бұрын
আমার শরীর ডুবে আছে, অবিরাম মৃত উষ্ণতায়।❤❤❤❤
@হিমু-ট২ধ3 жыл бұрын
অসাধারণ, অসাধারণ, অসাধারণ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lingkon076 жыл бұрын
আমাদের চরম দুর্ভাগ্য আর্টসেল এখন শুধুই স্মৃতি!
@eagleeyes44454 жыл бұрын
No Artcell is back
@erfanjahin70124 жыл бұрын
I back to my life..with this song thanks ARTCELL ❤️
@antorsrestroom363 жыл бұрын
এটা কি গান নাকি জীবন্ত কোন কিছু ভাই❤❤ তুলনা হয় নাহ
@khamaghosh6343 жыл бұрын
Artcell ar best creation ❣️
@ahmedhussin58293 жыл бұрын
Artcell, Heartcell, Bloodcell🖤🖤🖤
@MehediHasan---BUFT5 жыл бұрын
সেরা🔥
@_Rafiur_Rahman_5 жыл бұрын
এই গানটা এরশাদ ভাই এর বাবা মারা যাওয়ার পর লেখা হয়েছিল। 😭
@Sabit1905 жыл бұрын
Sure?
@_Rafiur_Rahman_5 жыл бұрын
100℅
@sabinaislam3371 Жыл бұрын
তুমি যে রোদ মাখবে বলে, মেতে উঠেছো রঙের উৎসবে।আমার বিষাদ ছায়া হয়ে, ঢেকে দেয় তোমার তোমায়....💔💔💔
@shaikhaalimurrahman37666 жыл бұрын
when its barren and the high tide... . . when lost and alone.. . . we'll find our way... . . drawing signs as we say... . . even turning back.. . . even taking a detour.. . . easy and straight , we'll find our way.
@rastiahmed58152 жыл бұрын
Still 2022🖤 আমার মতো মৃত মানুষ কে প্রতিনিয়ত বাঁচতে শিখাচ্ছে! Artcell (ভালোবাসা)
@shahedthebuzz20265 жыл бұрын
Million dollars solo 💘💘❤❤❤
@sajidurrahmansahib706 жыл бұрын
Artcell is strength💜
@mamun34492 жыл бұрын
স্বপ্ন মানে পাশে থাকা! 🌼
@marufkhan72876 жыл бұрын
tmi je rod makhbe bole....joss
@chamondasanoy49464 жыл бұрын
অাছি অপেক্ষায়
@scareant71653 жыл бұрын
ধন্যবাদ আর্টসেল........🙂🙂🙂🙂🙂
@mehediazad17807 жыл бұрын
the god of band (Bangladesh)
@fahimfarhan23004 жыл бұрын
BloodCeLL ❤🖤🔥
@rehan1744 жыл бұрын
Best Bengali song!
@mdniloy22052 жыл бұрын
আর্টসেল এর সেরা গান আমার কাছে।
@hossainpobon87655 жыл бұрын
best song of artcell... then 2nd best is oniket prantor
@abusabir53422 жыл бұрын
এই জেনারেশন বিটিএস, ইন্ডিয়ার সস্তা রেপ সং শুনে। কিন্তু তারা জানেইনা কি আছে আমাদের রত্নভান্ডারে। বিটিএসের বা ইন্ডিয়ার বাদশার সারাজীবনের ক্যারিয়ার আর আর্টসেলের এই গানের শেষের লাইন গুলা। পুরো ক্যারিয়ারতো বাদই দিলাম যেখানে মাস্টারপিস মাস্টারপিস কত গান আছে। আফসোস তাদের জন্য।
@imtiyajuddin5782 жыл бұрын
শুরুরেই মায়া লেগে যায়💗
@abhcu93383 жыл бұрын
Masterpiece of Artcell ❤️😍
@LinesOfjobair Жыл бұрын
This is One of the most beautiful song of artcell
@smaibrahim62085 жыл бұрын
Magic moment 6:57 - 7:57 ❤❤
@RakibHasan-sh1fd Жыл бұрын
আর্টসেল এর সবচেয়ে potential lyrics
@antipatheticshuvo13203 жыл бұрын
Masterpiece .. Bangladeshi METALICA.
@yasinarafat69454 жыл бұрын
Ershad vai💓💓💓
@fahimabrar95784 жыл бұрын
Fantastic our band music
@saruwarruecon97634 жыл бұрын
অসাধারন...
@Emooonnn3 жыл бұрын
What a ending man🔥🔥
@kr2o7522 жыл бұрын
for me it's the best song from artcell ❤️ the depth ❤️❤️
@juweltahsan6313 жыл бұрын
আমি থাকবো পথ চেয়ে ছদ্মবেশে❤️
@safayethossain74912 ай бұрын
ভালোবাসি তোমাকে এখনো অনেক বেশী, ভালোবাসা নিও প্রিয়❤
@md.tarikulislammamun11174 жыл бұрын
Kotobar suni r kotobar sunbo hisab nei.
@sondhi315 жыл бұрын
Maybe we will not get this type of lyrics again from Artcell... :'(
@bidyutnath53645 жыл бұрын
And it will make a gap with quality of art😪
@eagleeyes44454 жыл бұрын
on artcell is back
@mehedi94182 жыл бұрын
এইসব গানের ভিউ কম দেখলে খুব খুশি লাগে। কারণ গানটা সবার জন্য না আমি আলাদা কেউ বলেই গানটার ভিউ হতে পেরেছি🙏
@risan99912 жыл бұрын
Middle er solo ta Ershad bhai raw diyechilen. Means one take ei. Uni chaisilen ei eta. Coz unar inner feelings ta express korte cheyechilen,as eta unar baba ke niye korechen. So yui feelings ta Shobsomoy ashe Na. Uni bujhate cheyechilen guitar kanna korte pare.