শেষের ১০ মিনিটে মনে হচ্ছিলো বুকটা ফেটে যাবে। উত্তম কুমার যে মহানায়ক সেটা এই ১০টা মিনিট দেখলেই বিচার করা খুব সহজ। যে কয়বারই দেখি চোখে পানি আটকে যায়। আজ আমি ৩১ বছরের যুবক, সেই ২৫ বছর বয়স থেকে উত্তম কুমারের অভিনয়ের প্রেমে পড়েছিলাম, আজও আছি মত্ত...। দেয়া নেয়া দেখে তনুজার প্রেমে পড়েছিলাম 😍 সুচিত্রা, সুপ্রিয়া, তনুজা উনারা হলেন লাখো যুবকের হৃদয় হরনকারী 🥰
@md.mozammalhoque8435 Жыл бұрын
উত্তম কুমার স্যার এর ছবি যতই দেখছি ততই পাগল হয়ে যাচ্ছি আরো দেখার জন্য, ভিলেন, মারা মারি ছাড়া ও ছবি এতো সুন্দর হতে পারে, কল্পনার বাহিরে, ভাষায় কি শৈল্পিকতা ❤️ কি বলবো ভাষা পাচ্ছি না
@debasishmondal2718 Жыл бұрын
ভাবতেই অবাক লাগে অর্ধশতাব্দী আগে যে আধুনিকতার ভাবনা কলাকুশলীরা ভেবে গেছেন ও ফুটিয়ে তুলেছিলেন আজকে দিনে দাড়িয়ে তথাকথিত আধুনিক হয়েও তার সিকিভাগ ভাবতে পারেন না ।। আর অভিনয়ের এই ভাব ফুটিয়ে তোলার লোকই বা কোথায়!!! বাংলা সিনেমার কি দিন ছিল !!!!❤️❤️❤️
@mohammadredwanrahman11393 жыл бұрын
হয়তো আগামী ৩০০ বছরেও আরেকটা উত্তম কুমার জন্মাবেনা। শুধু মুগ্ধ হয়ে দেখি তার সাবলীল অভিনয়।
@storyoflife33592 жыл бұрын
Sotti ii tai
@sweetaaroshi74592 жыл бұрын
Akhn thakle na k haye morto
@nilmadhabdas56392 жыл бұрын
Thik bolechen apni kintu aro 1 ta 0 lagate hobe
@mohammadredwanrahman11392 жыл бұрын
@@nilmadhabdas5639 asole e
@ganeshbasak6332 жыл бұрын
এ ছবি চিরকাল অমর হয়ে থাকবে।
@ranju563 жыл бұрын
উত্তম কুমার ছাড়াও এই ফিল্মটা অনেকে দেখেন শুধুমাত্র গান গুলো শোনার জন্যে। প্রথম দিকে তারানাটা অপূর্ব। অদ্ভুত ব্যাপার আজ অনেকেই এই ছবির গান download করছেন 50 বছর পরে। উত্তম কুমার স্বভাবতই অনন্য । তবে তনুজাও সাবলীল, পাহাড়ী সান্যাল, তরুণ কুমার , ছায়া দেবীর অভিনয়ও ছবিটাকে সমৃদ্ধ করেছে
@hemantamondal12555 ай бұрын
❤
@brindakarmakar90872 жыл бұрын
খুব সুন্দর সিনেমা ।মন ভরে গেলো । উত্তম কুমারের অসাধারণ অভিনয় । তনুজা ও দেখতে খুব সুন্দর। অসাধারণ অভিনয়।
@goutamsantra33443 жыл бұрын
সত্যি অপূর্ব অভিনয়, সেই যুগে কত আধুনিক তারা। আর মোড়া খেকো প্রসেনজিৎ হাসে না কাঁদে বোঝা যায় না।। উত্তম কুমার মত অভিনয়, এখনো পর্যন্ত বাংলার জগতে কাউকে দেখতে পেলাম না।।
@yeslamrajdeep52343 жыл бұрын
Apni Posenjit er film gulo bolchen... Prasenjit Chatterjee kichu bhalo film koreche... Jesthoputro film ta amar mote Prasenjit er best film
@sukharanjanroychowdhury6713 жыл бұрын
Too much of everything is bad this picture is an example of this truth thanks to director writer and producer
@shyamalghosh43442 жыл бұрын
প্রসেনজিৎ ওই ছাগলটা নিজেকে খুব বড় অভিনেতা মনে করে, সারা ইন্ড্রাস্টি তার কাঁধে,এই খোচড়টা বহু অভিনেতার জীবন নষ্ট করে দিয়েছে
@Asaduzzaman62010 ай бұрын
পুরাতন ছবি আমার অনেক লাগে তাই বার বার দেখতে ইচ্ছে করে ২০২৪ দেখলাম।যদি আবার কেও লাইক দেয়।তাহলে আবার দেখা হবে মুভিটি
@ranjitkumarsaha92823 жыл бұрын
এ ছবি সারাজীবনের সম্পদ।আগে ও দেখেছি আবার দেখলাম।আগে যখন দেখেছিলাম তখন ও ভালো লেগেছিল কিন্তু এখনকার মতো ফিল হয়ত করতে পারিনি। উত্তম কুমারের অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। আজকের প্রজন্মের পরিচালক ও অভিনেতাদের এসব সিনেমা বার বার করে দেখা উচিত।কি নেই সিনেমায়! বিশ্লেষনে গেলে অনেক সময় ও পাতা নষ্ট হবে। সত্যি এমন গল্প এমন অভিনয় কোথায়? তাইতো মানুষ এখন সিনেমা হলে যাওয়া প্রায় বন্ধ্য করে দিয়েছে। এখন মনে হয় সিনেমা হলে গেলে সময় নষ্ট হবে।কি সুন্দর শিক্ষনীয় : ১। পিতা মাতার প্রতি শ্রদ্ধা ২। নিখাদ ও বিশুদ্ধ বন্ধুত্ত্ব ৩। কর্তব্যের প্রতি নিষ্ঠা ও বিশ্বস্ততা ৪। বন্ধুর জন্য ত্যাগ ও অর্থসংগ্রহের যে নমুনা সব কিছুই হৃদয়ে গ্রহন করার মত।এগুলোই তো আগামী প্রজন্মের জন্য মূল্যবান উপহার বলেই তো আমার মনে হয়। মন ভালো করার মহৌষধ।
@bhabanidas81842 жыл бұрын
Please upload suryatapa
@adityapani77262 жыл бұрын
Thanks for your analysis
@santumete209211 ай бұрын
সূর্যতাপ
@rupkumarbiswas14972 жыл бұрын
কতবার যে দেখেছি মুভিটা! কি অভিনয় মহানায়ক উত্তম কুমার স্যারের।যতবার উনার অভিনয় দেখি ততই শুধু মুগ্ধ হই ❤️❤️।
@imranhasan7196 Жыл бұрын
এক কথায় অসাধারণ 👌👌
@WhOaMi-dw8vs Жыл бұрын
আমি ছোটো বেলায় এসব সিনেমা শুধু টিভি দেখার জন্যে দেখতাম কিন্তু আজ এসব সিনেমা গুলো এতটাই প্রিয় হয়ে গেছে তা বলে বোঝানোর মত ভাষা আমার নেই❤❤
@MdNahid-tx1bj Жыл бұрын
কি বলবো ভাষা নেই। যতো যাই বলি উনার জন্যে ছোট মনে হয়। শুধু বলতে চাই তুমি মহা নায়ক তুমিই সেরা। এতো টুকুয়ে জানি না কতো টুকু সম্মান পাবে।অসাধারণ অসাধারণ অসাধারণ
@SaddamHossain-kz3bc11 ай бұрын
এই জুটির মুভি গুলে আমাকে খুভ টানে, বারবার ফিরে আসি মনেমুগ্ধকর অভিনয় দেখতে,কী সুন্দর সাবলীল ভাষা তাদের মুভিতে
@bablubera9575 Жыл бұрын
অসাধারণ সিনেমা,এর গুনাবলীর তুলনা করতে কোনো বিশেষন আমি খুঁজে পাইনি, যুগের পর যুগ অপেক্ষা করলেও এই ধরনের আর কোনো সিনেমা তৈরি সম্ভব হবে না। শেষ দৃশ্যে যে কোনো সিনেমা প্রেমীর চোখে জল আসতে বাধ্য। Thanks for uploading this movie ❤❤❤❤❤
@nayanyt1k593 жыл бұрын
❤️❤️❤️অসংখ্য ধন্যবাদ Uttam Kumar Movies কে এত সুন্দর মনোমুগ্ধকর একটি সিনেমা উপহার দেওয়ার জন্য। কোনো দিনও এই সিনেমা পুরনো হবে না। সত্যিই চোখের এক কোণে জল এসে গেল 😭😭😭
@nilratanbiswas86712 жыл бұрын
বুজতেঅশভিতাহছেনা।
@mdrubelkhan1032 жыл бұрын
কিছু বলার ভাষা নেই শুধু এতো টুকরোই বলতে পারি মুভি দেখে মনটা ভোরে গেছে।❤️❤️💓
@ENGLISH_EDUFRIEND2024 Жыл бұрын
মহানায়ক উত্তম কুমার....... সত্যি একজন মহানায়ক..... আগামী কয়েকশ বছর পরেও উনি থেকে যাবেন মানুষের হৃদয়ে। He is really a romantic Hero in Bengali film industry ... William Shakespeare এর ভাষায় বলতে পারি, As long as men can breathe or eyes can see, So You shall live though time will flee
@litonkumarroy59243 жыл бұрын
বাংলার মহানয়ক সাহিত্য প্রেমিদের কাছে বেঁচে থাকবে অনন্তকাল..............................।
@hellographicsworld3 жыл бұрын
২০২১ সালেও মুভিটা জীবন্ত। এসব মুভি দেখলে এ প্রজন্মের মানুষ বুঝবে অভিনয় কাকে বলে গল্প কাকে বলে... এ জন্যই উত্তম কুমার ইজ অনলি ওয়ান মহানায়ক ইন থিস ওয়ার্ল্ড।
২০২৩ সালের ১৫ মে দেখছি এরপর যারা দেখবেন লাইক দিবেন সৃতি হয়ে থাকবে
@manastewari78032 жыл бұрын
খুব সুন্দর ছবি । অনেক বার দেখেছি । অসাধারণ অভিনয়। ঐ সময় ও এতো আধুনিক স্টাইল দিয়ে গেছেন - মহানায়ক বাংলা চলচ্চিত্র চীর কৃত্যজ্ঞ থাকবে।। মহানায়ক একজনই ছিলেন , আর উনিই থাকবেন - মহানায়ক উত্তম কুমার।।🙏🙏🙏
@prosenjitsiddhya14103 жыл бұрын
সত্যি, শেষ দৃশ্যে অনর্গল ভাবে চোখের জল বেরিয়ে এল । সত্যি, মহানায়কের অভিনয় দেখে কষ্টটা অন্তর থেকে অনুভব করা যায় । 💟💟💟💟💟💟💟💟💟💟 💟💟💟
খুব সুন্দর সেই সময়ের সেরা ছবি অনেক বার দেখেছি চিরস্থায়ী হয়ে রইলো
@manasipaul25983 жыл бұрын
ভীষণ সুন্দর এক কথায় অসাধারণ
@apurbachatterjee6176 Жыл бұрын
বাংলা পুরানো ছবি ও উত্তমকুমার যে চির নূতন তা এই সিনেমা গুলো দেখলেই বোঝা যায় ।❤
@mdhossenaliali47652 жыл бұрын
আসবেনা ফিরে উত্তম কুমার। আসবেনা ফিরে, বাংলাদেশের সালমান শাহ। তোবুও প্রতিটা মানুষের, হৃদয়ে তাদের নাম লেখা রয়ে যাবে।🇧🇩🇧🇩🇧🇩
@mdhossenaliali47652 жыл бұрын
I love you ❣️😘💕
@manojkumargharami5818 Жыл бұрын
সুন্দরবন এলাকার তুষখালিতে আমি উত্তমকুমারের অভিনয় স্বচক্ষে অনেকদিন দেখেছিলাম "অমানুষ" সিনেমার শুটিঙে। সেখানে শেষ শুটিঙে অনিল চট্টোপাধ্যায় বদলি হয়ে চলে যাওয়ার সময়ে উত্তমকুমারের কান্নার শুটিং দেখেছিলাম। কিন্তু "রাজকুমারী " সিনেমায় উত্তমকুমারের কান্নার অভিনয় দেখে আমি অবাক হয়ে গেছি। এ কী অভিনয়! মহান অভিনেতা। "মহানায়ক"। এরকম অনেক সিনেমায় অভিনয়ের জন্য তিনি চিরস্মরনীয়।
@mynulislam5672 Жыл бұрын
তখন আপনার বয়স কতো।
@manojkumargharami5818 Жыл бұрын
@@mynulislam5672 তখন আমার বয়স 21 বছর। 29th নভেম্বর 2023, 70 বছর পূর্ণ হবে। তুষখালী গ্রামের নদীর চরে উত্তমকুমার উৎপল দত্তকে ঘুষি মারছেন আর বলছেন, সুরভির জীবন কে নষ্ট করেছে, স্কুল ঘরে কে আগুন জ্বালিয়েছে, টাকা কে নিয়েছে। কাদায় মাখামাখি সেই শুটিং শেষ হওয়ার পরে উৎপল দত্ত উত্তমকুমারকে বলেছিলেন, উত্তমবাবু কেমন ঘুষি মারলেন, ঠোঁট দিয়ে রক্ত বের করে দিলেন? বলছেন আর উৎপল দত্ত বাম হাতের একটি আঙুল দিয়ে ঠোঁটের রক্ত মুছছিলেন। এরপরে যাওয়ার সময়ে রাস্তার দুপাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে উত্তমকুমার বলছিলেন, সরে দাঁড়ান, নইলে কোলাকুলি করবো। আরো অনেক স্মৃতি মনে পড়ছে। সে সব অনেক কথা।
@chima1438 Жыл бұрын
এখন আপনার বয়স কত?
@bhandhanbala47213 жыл бұрын
সংস্কৃতির সকল ছোঁয়া এসব সিনেমায় দেখতে পাওয়া যায়।
@jeetsarkar25610 ай бұрын
কোনো বাংলা সিনেমা আমি হয়তো পুরো দেখিনা তবে মহানায়ক উত্তম কুমার sir এর ছবির পুরো শেষ অংশ অবদি দেখি সত্যি জাদু আছে ওনার অভিনয় এ 🙏17/2/24 এ কমেন্ট করলাম🙏
@shukdevkumar7795 Жыл бұрын
কাহিনীর মায়রে বাপ,,, কেমনে সম্ভব এমন কাহিনী ১০/১০
@joychowdhury7783 Жыл бұрын
আমি ২০২৩সাথে কমেন্ট রেখে গেলাম, এই থেকে ভালো মুভি আমি দেখি নাই।একদিন আমি ও পৃথিবী ছেড়ে চলে যাবো।তখন অনেকে আমার রেখে যাও কমেন্ট টুকু পড়বে এবং মুভিটা দেখবে। এক কথা অসাধারণ মুভি
@technicalhelperananta4957 Жыл бұрын
Hmm ami porlam apnar comment
@technicalhelperananta4957 Жыл бұрын
Kintu ei comment rekhe ki lav jibone valo kj kore manush er mone gethe thakun
@rupnathadhya9273 Жыл бұрын
@@technicalhelperananta4957vv😮f8 7 😊😊😊
@Ssky123-fg7kk Жыл бұрын
0:48 0:48
@1billion1b Жыл бұрын
Kobe mara gelen apni
@muntasirmuntasir3082 жыл бұрын
উত্তম ভায়া,,,,,,তুমি যে জিনিস! 'মহানায়ক' উপাধি তোমারই প্রাপ্য।
@banamalikundu41283 жыл бұрын
সত্যিই অসাধারণ অভিনয় শিল্পীদের1বার বার দেখতে ইচ্ছা করে1হবেই তো এ যে পুরনো দিনের ছবি,যেখানে খ্যাতনামা শিল্পীদের উপস্থিতি1
@priyamistry44079 ай бұрын
কতো বার দেখলাম..... অভিনয়ের প্রশংসার ভাষা নাই...সব মিলিয়ে অনবদ্য....!
২০২২ সালে এসে মুভিটা দেখলাম,আসলে কতটা ভালো লাগছে তা বুঝানো যাবে না। ভালবাসা রইলো এই মুভির সাথে জড়ানো সবার জন্য। ❣️❣️
@ravlog0.2 Жыл бұрын
২০২৪ সালেও এসে ছবিটা আবার দেখলাম, লাইক করে আবার মনে করিয়ে দিয়েন,
@kuttu1993 Жыл бұрын
2024 sal ta to astey dao
@sakhawatsagor27803 жыл бұрын
উত্তম কুমারের বেশ কয়েকটা মুভি দেখলাম, অসাধারন মুভিগুলো।💗💗💗💗
@AbdurRahim-ll1jm3 жыл бұрын
'উত্তম'-অভিনীত সব ছবিগুলো Prssent করার জন্য অনুরোধ রইলো।
@panchamjoardar43383 жыл бұрын
অভিনয়,,, সব কিছু যেনো থমকে গিয়েও আবার প্রাণ ফিরে পেলো,,, অতৃপ্ত আমার প্রিয় উত্তম,,, দারুণ জুটি,,, কিভাবে বোঝা যায় তনুজা দিদি এটার জন্য উপযুক্ত! বাস্তবে সেই জুটিটাই মিলে যায়,,, অসাধারণ উপলব্ধি,,,
রাজকুমারী সিনেমার imdb রেটিং :8/10 আর আজ-কালকের সিনেমাতে তো কোনো রেটিং দেওয়াই যায় না। সত্যি সিনেমা গুলো খুবই উন্নত মানের ।যেমন কাহিনী তেমনি অভিনয়। কোথাও কোনো কমতি নেই।
@produdkumarmajumdar54783 жыл бұрын
Bèàùtifuĺ
@amritankurbiswas89183 жыл бұрын
@@produdkumarmajumdar5478 gz5s
@yeslamrajdeep52343 жыл бұрын
Prochur bhalo cinema last 10 years e hoyeche.... Apni hoyto dekhen na. Anirban, Saswata, Abir, Rittik, Kaushik Ganguly, Rudranil, Parambrata, Kharaj.. Aro prochur obhineta.. Kaushik Ganguli r cinema gulo dekhun.. Tarpor noi rating korben... Deb r Koyel Mallick maanei bangla cinema na.. last 10 years er Saumitra Chatterjee ta na bolleo cholto
@AbdulGofur-bq4ue3 жыл бұрын
@@yeslamrajdeep5234 ভালো অার খুব ভালোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আর রেটিং তো আর আমি দিইনি। Imdb rating:8/10।আর আপনি যে মুভির কথাই বলুন না কেন "সপ্তপদী ", "রাজকন্যা","দেয়া-নেয়া", " সাগরিকা "," সাবরমতী", "পথে হলো দেরি" প্রভৃতি মুভির মতো এতটা অাবেগ, ভঙ্গি, সুন্দর ভাষা ও রুচিসম্মত পোশাক সবটাই আজকের মুভি গুলোতে দেখা যাবে কি? এতটা পারিবারিক, সামাজিক, মানসিক দ্বন্দ্বকে বাস্তব রুপ দিয়েছে বলেই না এসব মুভি মানুষের মন কেড়ে নিয়েছে । আজকালকের মুভি গুলোর Imdb র অবস্থা দেখলেই তো বোঝা যায়। কারণ বেশিরভাগ মুভির এ অপশন ই থাকে না।
@yeslamrajdeep52343 жыл бұрын
@@AbdulGofur-bq4ue Ekhonkar film e subject variation onek... Bhooter Bhobissot, Sobdo, Uma, Accident, Bisorjon, Haami, Gotro... Egulo kom bhalo bola jaabe na. Agekar sob film jamon bhalo hoto na ... Temon bhabe ekhonkar sob film kharap eta bola jaabe na... Filmgulo dekhun ... Tarpor bichar korun
@najmulhossain30523 жыл бұрын
লেজেন্ডারি বাংলা ক্লাসিক। আমি খুবই আশ্চর্যান্বিত হই এই ভেবে যে,১৯৭০ সালে নির্মিত একটা সিনেমা কি করে এতটা সজীব সতেজ আর প্রাণবন্ত হতে পারে!! যুগের তুলনায় সে সময়ের অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা কতটা বেশী পারঙ্গম ছিলেন!! উত্তম কুমার তনুজা আমার প্রিয় জুটি। সুচিত্রার থেকেও তনুজাকে আমার বেশী ভালো লাগে। এই উপমহাদেশে আর কোনো উত্তম কুমার আসবেন না।উনি একজনই।
@RitaBasu-j5w9 ай бұрын
খুব সুন্দর সিনেমা।2024 মার্চ মাসে দেখলাম।আরো একশ বছর পরও এই বই সবার ভালো লাগবে।
@bangladeshlovers18223 жыл бұрын
মহানায়ক উত্তম কুমার❤️❤️🇧🇩🇧🇩
@shohelchowdhuryshohel72513 жыл бұрын
এমন অভিনয় মুগ্ধ হওয়ার।সে যুগে উওম কুমার যে অভিনয় দিয়ে সারা বাংলা জয় করেছিলো তা এখন দেখেই বুঝতে পারি।আসলে সে যুগে নয়, এ যুগেও এমন অভিয় আর কেউ করতে পারবে বলে মনে করিনা।
@Local-z1j3 жыл бұрын
Yv
@ankanmaiti42203 жыл бұрын
Akhon to bangla cinema sob e copy kora
@ronladoeere80043 жыл бұрын
O
@ronladoeere80043 жыл бұрын
F,
@russelvi20013 жыл бұрын
এখনকার সিনেমাগুলো তখনখার একটা গানের কথার সমানও নয় তাই তুলনা করার প্রশ্নই হয়না
@kiranmalik78093 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏 খাঁটি সোনার পুরনো দিনের সিনেমা গুলো পোস্ট করার জন্য 🙏
@nilratanbiswas86712 жыл бұрын
Thanks
@pareshbiswas15173 жыл бұрын
অসাধারণ, মন ছুঁয়ে যাওয়া গান....
@ruheafzarekha13283 жыл бұрын
অসাধারণ মন ছুয়ে যাওয়া গান কতবার যে শুনলাম
@subhasgiri96313 жыл бұрын
সত্যিকারে মহানায়কের কোন তুলনা হয় না বার বার দেখেছি ।তব মন শান্তি হয় না
@yeslamrajdeep52343 жыл бұрын
Uttam's best.....1) With Tanuja- Antony Firingi, Deya Neya, Rajkumari, 2) With Madhabi- Chhaddabesi, Agnishwar, Sankhyabela, Biraj Bou, 3) With Supriya- Mon niye, Sabarmati, Baghbondi Khela, Sabyasachi, Sudhu Ekti Bochor, Suno Boronari, Sannyasi Raja, Bon Palashir Padaboli, 4) With Sabitri- Marutirtha Hinglaj, Mouchak 5) With Arundhati Debi- Bicharak, Jhinder Bondi, Jotugriho 5) With Anjana Bhowmick- Chowrangi, Nayikar Sangbad, Thana Theke Aschi 6) With Aparna - Memsaheb, Sonar Khanca, Joy Jayanti, Aparichito 7) Sharmila- Nayak, Sesh Anko, Ananda Ashram 8) Arati Bhattacharya- Stree 9) Sumitra- Ogo Bodhu Sundori, Bikele Bhorer Phool 8) Sandhya - Suryatapa, Bhrantibilas 9) Suchitra- Saptapadi, Agni Pariksha, Sapmochan And so many good films
০৮.০৩.২০২৩ আজকের দিনেও যারা এই পুরনো মুভি গুলো খুঁজে বের করে দেখে তারাই তো প্রকৃত সিনেমা প্রেমী।
@villagelifewithjahura Жыл бұрын
Same
@arpisday Жыл бұрын
একদম ঠিক কথা বলেছেন।
@prasantadas49932 жыл бұрын
উত্তম সুচিত্রা জুটির থেকে উত্তম তনুজা জুটি লাখ গুনে ভালো।। অনবদ্য অভিনয় যুগ যুগ ধরে অমর হয়ে থেকে যাবে।।
@sowpnasakhon6769 Жыл бұрын
🤣
@আপনজন-র৭ফ2 жыл бұрын
মহানায়কের ছবি কোনোদিনই পুরনো হবে না। তাই তো উনি মহানায়ক। সকলের মহানায়ক❤❤❤❤❤❤❤
@peskarsk37082 жыл бұрын
শেষ অঃশ দেখে চোখে জল চলে আসে
@skmehedihassan19812 жыл бұрын
Uttom kumarer sobigulo jotobari dekhi ses hoy na.❤️❤️❤️❤️love you uttom kumar.
@mahmudhoque27102 жыл бұрын
শালিনতার মধ্যদিয়ে আধুনিকতাকে ছেডে গেল।অপুর্ব
@rummanrenz2 жыл бұрын
মহানায়ক উত্তম কুমারের মুভি দেখতে এসে ভুলেই গিয়েছিলাম যে এটা একটা সিনেমা এখানে বাস্তবতার কিছু নেই, সব অভিনয়!!! এতটা নিখুঁত অভিনয় যে এর গভীরে হারিয়ে গিয়ে কেঁদেই ফেললাম। হাজার বছরেও এই মহানায়কের সাথে তুলনা করার মতো কাউকেই হয়তো আর পাবেনা।
@ishtiakalam77652 жыл бұрын
Kotobar dekhlam tao mon bhorey na …. Oshadharon oshadharon ….
@ayanghosh4731 Жыл бұрын
Khub khub sundor😢😮❤❤❤
@salmanfarsi807811 ай бұрын
১৬/০১/২০২৪ এ এসে মুভিটা দেখলাম।সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকার মুভি।এতদিন শুধু পত্র-পত্রিকা আর মানুষের মুখেই শুধু শুনেছি উত্তম কুমারের নাম।সত্যিই এক মহানায়ক ছিলেন।
@rumanarumi16832 жыл бұрын
এত সুন্দর অভিনয়, এত সুন্দর মুভি, আগের ছবি গুলো এত সুন্দর ছিলো
@saktiprasadchakrabarti8983 Жыл бұрын
আমার প্রিয়তম অভিনেতার সুন্দর অভিনয়ে আমি মুগ্ধ ।তনুজার অভিনয় ও সুন্দর ।এদের অভিনয় এর তুলনাহীন ।
তানুজা দেবী ভয়ঙ্কর সুন্দর।🤍 তখনকার সময়ের অভিনয় এত্ত মনমুগ্ধকর যা বলা বাহুল্য
@biswajitmajumder87552 жыл бұрын
সত্যি উওম দা তোমার অভিনয় অতুলনীয়
@rajeshguru8592 жыл бұрын
উফফ কি দূর্দান্ত অভিনয়।সব শিল্পীরাই অসাধারণ।
@rishad2016 Жыл бұрын
কি চমৎকার অভিনয়। শেষে চোখ দিয়ে পানি এসে গেছে।
@geniusgiri32452 жыл бұрын
সত্যি সাদাকালো ছবি গুলো যত দেখছি তত মুগ্ধ হয়ে পড়ছি 🤗🤗❤️❤️
@najninnaharnepa7197 Жыл бұрын
অসাধারণ ❤❤ এগুলো সবাই ক্যান দেখেনা🙄🤔
@mdnazrulislammaya77811 ай бұрын
উত্তম কুমারের আরও একটা মুভি দেখেন দেওয়া নেওয়া
@mstmomtazbegum-pt5ed Жыл бұрын
Ajke abar dekhlam cinema ta.khub bhalo laglo.
@MizanurRahman-uf1nw2 жыл бұрын
খুবই ভালো লাগলো সিনেমাটি। মহানায়ক #উত্তম_কুমার
@rahulghosh1790 Жыл бұрын
শেষের অংশটা অনেক সুন্দর। কতো বার যে দেখেছি তার ঠিক নেই।
@kalidasmondal34619 ай бұрын
এসব সেরা ছবিগুলো বার বার দেখেও আশা মেটেনা
@kakoliroy21852 жыл бұрын
যতো বার দেখি ততবারই একই রকম ভালো লাগে অন্তরের ভালোবাসা একেই বলে ❤️❤️❤️❤️❤️
@Rabbit365-z9z Жыл бұрын
এই ছবিটা কতবার দেখেছি বলে শেষ করা যাবে না 🖤🖤
@swastidipan1943 жыл бұрын
নির্মল প্রেম । আজকের দিনে প্রেম একটু গড়াতেই "সোনা কি পরে শুয়ে আছো, কি রঙের"!!!!
@aimanzauwad83353 жыл бұрын
🤣🤣🤣
@mdNazir-q4p11 ай бұрын
But end of the waiting oil put other men that's why try to fast putting own oil
@habiburrahman-fh7pm3 жыл бұрын
সত্যি ভাই ছবির কাহিনিতে নীতি এক জবান মানুষকে মান সম্মান দেওয়ার শিক্ষা ভরপুর
@surojitbanerjee94483 жыл бұрын
Wonderful movie. Uttam kumar ,he is in our heart.no compair of any others. Tonuja was very nice.
@NanditaBarua-e9m9 ай бұрын
আমার এই সিনেমা টি বারবার দেখতে ইচ্ছে করে আমার খুব প্রিয় সিনেমা।
@sumitrabiswas62192 жыл бұрын
আমিও দেখেছি অসংখ্যবার এতো ভালোলাগে l
@arifaruuu3 жыл бұрын
গুনী অভিনেতা উত্তম কুমার❤️❤️ From Bangladesh,🇧🇩🇧🇩🇧🇩
@allimran713 жыл бұрын
উত্তম কুমার কি বাংলাদেশের নাকি ভারত দেশের
@masumakatun12753 жыл бұрын
@@allimran71 ভারতের
@cortisol7006 Жыл бұрын
উত্তম কুমারের জন্ম বাংলাদেশের জন্মের আগে
@gkboos85652 жыл бұрын
আহা কি মুভি অসাধারন
@rasairoy3 жыл бұрын
Favourite... favourite.... favourite...❣️❣️ All time favourite Uttam Kumar....😊 Kishore Kumar, Tanuja, Pahari syanal...&every one ...❣️🤗🖤
@avik01 Жыл бұрын
এতো সুন্দর সিনেমা এখন খুব কম দেখা যায়।। যত বার দেখি তাতো বার মোন কেড়ে নেয়। পুরানো হয় না।অসাধারণ ❤❤ কমেন্ট করে গেলাম স্মৃতি হয়ে থাকার জন্যে এবং পরবর্তী প্রজন্ম যেনো দেখে ❤❤আর সে যদি কোনোদিন দেখে সিনেমা টা তার জন্যে ❤❤❤❤তুমি রবে নীরবে 🥰2020
@debnathmalik1632 Жыл бұрын
Uttam Kumar is a master piece...and extra ordinary
@mdmonsur37113 жыл бұрын
এমন মুভি হাজার বার দেখলে ও দেখার সাদ মিটভে না
@moumitaparamanik68293 жыл бұрын
21/9/21 aj 1st bar Ami deklm cinema ta ❤️ ki ashadaran ❤️
@rubeldhar8180 Жыл бұрын
খুব সুন্দর হয়েছে ছবি টা মুগ্ধ আমি ছবি দেখে 🥰❣️🥰
@bittuboss70082 жыл бұрын
সেরা সেরা সেরা
@hasanmondal96822 жыл бұрын
2022 কে কে দেখেছেন। এত সুন্দর কাহিনী এবং অভিনয়। ছোটবেলায় উত্তম কুমারের সিনেমা দেখতাম মনে কোন প্রভাব পড়তো না। কিন্তু এখন বুঝতে পারলাম উত্তম কুমার মহাশয় কে। আর জীবনে এই প্রথম সম্পূর্ণ ছবি দেখলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ
@sharbaridasrahaman9065 Жыл бұрын
অসাধারণ একটা সিনেমা দেখলাম।
@youtubevideo.8561 Жыл бұрын
এটা এমন একটা সিনেমা যেটার লাস্ট সিন এখনো কাদায় ❤
@mohiuddin335611 ай бұрын
অসাধারণ অসাধারণ মুভি। এমন মুভি কখনো আর হবে না। তনুজা তনু জাই আমার মনের মাধুরী হয়ে থাকবে চিরদিন।